এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সকল ভালোবাসায় ...

    siki
    অন্যান্য | ২৮ জুন ২০১৩ | ১৫৩১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৬:১৭612559
  • তা কেন? আমার কাছে অ্যাপিলিং ফ্যাক্টর ঐগুলো, অল্পবুদ্ধি মেয়ে যাদের পছন্দ তারা প্রেম করুক না, কে মানা করেছে? আমার পোষাবে না।
  • de | 69.185.236.52 | ১৮ জুলাই ২০১৩ ১৬:২০612560
  • লিখে ফেলেও এতো জাস্টিফিকেশন করতে হচ্চে কেন? বলো বেশ করেচি লিখেচি, পড়তে হলে পড়ুন, নাইলে উল্টে যান ঃ))
  • sch | 132.160.114.140 | ১৮ জুলাই ২০১৩ ১৬:২১612561
  • না না সিকি সে তো আপনি বলেই দিয়েছেন যে সে আপনার চা এর পেয়ালা ছিল না - তবে কেউ একজন ভালোবেসেছিল - এখনো সেটা যত্নে লালন করেছে - may be she deserved a bit more respect -- এই আর কি - যাক গে
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৬:৩০612562
  • সমিস্যেটা হচ্ছে গিয়ে আপনি এখনও রণের সঙ্গে আমার আর ঊর্মিলার সঙ্গে ঐ বান্ধবীর ম্যাপিং করে চলেছেন। আমি তো শুধু গল্পের সূত্রটা নিয়েছি এই ঘটনাটা থেকে, ঐ মেয়েটি বা আমার মত করে তো রণ বা ঊর্মিলাকে আঁকি নি। দুটো জিনিস মেলাচ্ছেন কেন? রেসপেক্ট করা না করার প্রশ্ন আসছে কেন?

    নরেন মুদী, পুনম পান্ডে, মল্লিকা শেরাওয়াত, সারা পালিন কিংবা সানি লিওনকে আমার পোষায় না, তবে তাদেরও কেউ না কেউ ভালোবাসে, তো তারা করুক না রেসপেক্ট, আমার রেসপেক্ট করবার কী দায় পড়েছে?
  • sch | 132.160.114.140 | ১৮ জুলাই ২০১৩ ১৬:৪২612563
  • আরে না না -- আমি একদম ই ম্যাপিং করি নি - লেখক আর লেখা সম্পুর্ণ আলাদা জিনিস - বরং আপনার ওই সইত্য কথন পড়ে বেশ অবাক হলাম - যাক গে।
  • bb | 24.99.105.255 | ১৮ জুলাই ২০১৩ ১৬:৫৫612564
  • ও সিকি - আমি তো আজ পর্যন্ত একজন ও অল্পবুদ্ধির মেয়ে দেখতে পাই নি। আমি কি 0.5% ?
  • a x | 86.31.217.192 | ১৮ জুলাই ২০১৩ ১৭:৪২612565
  • সিকি, তুমি যেটুকু সত্যি বললে, গল্পটা পড়ে ঠিক সেটুকুই যে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা বোঝা যাচ্ছে। পরেরটা কল্পনা। পুরো গল্পটাতে রণকে একজন অতীব আকর্ষণীয় পুরুষ করে দেখানোর চেষ্টা আছে - কেমন দেখতে, কী পড়ে, কী কী লেখে ইত্যাদি দিয়ে, যখন বোঝা যায় যে লেখকের নিজেটা কিছুটা এই গল্পে মিশে আছে, তখন ঐ পোর্ট্রেয়াল খুবই টার্ণ অফ ঘটায়। এখানেই একটা ডিস্ট্যান্সের খুব দরকার ছিল। উর্মিলার চরিত্র দাঁড়ায়নি এই কারণেই কেননা কিছুটা বাস্তব কিছুটা ফ্যান্টাসি। সেই ফ্যান্টাসি উর্মিলার বাস্তবের ওপর দাঁড়িয়ে না। সেটা তোমার কল্পনা খালি, যেখানে তুমি যেভাবে চাইছ সেটাই রিফ্লেক্টেড হচ্ছে। যতই কম বুদ্ধি ইত্যাদি ইত্যাদি হোক, আমাকে কারো ভালো লাগে শুনলে সবারই ভালো লাগে, অনেকদিন ধরে ভালো লাগে শুনলে আরো ভালো লাগে, ফ্যান্টাসিও অতি অতি স্বাভাবিক। কিন্তু লিখতে গেলে নিজের ফ্যান্টাসিকে খানিক রোসো বলে অন্য চরিত্রে ঢুকতে হয়, তাই না? উর্মিলা সাধারণ, উর্মিলা হয়ত তার জৈবিক, মানসিক কোনো , চাহিদাই মেটাতে পারেনা, উর্মিলাও ফ্যান্টাসির আশ্রয় চায়, কিন্তু সে তাও তার গন্ডীর বাইরে বেরোয় না - এই চরিত্র বরং আরো বেশি ইন্টেরেস্টিং গল্পের উর্মিলার চেয়ে।

    আর স্ত্রী একজনের প্রতি বহুদিন ধরে আকৃষ্ট এতে একজন নিজেকে উইথড্র করে নেবে এটা অবাস্তব না। বহু স্বামী-স্ত্রী এইভাবেই কাটায়। কখনও শারীরিক সম্পর্ক শেষ হয়ে যায়, কখনও এর মধ্যেও জৈব চাহিদা যান্ত্রিকভাবে মেটানো, উভয়পক্ষেই হয়ে থাকে। এখানে অবাস্তব কিছু লাগেনি।

    আর দেখ তুমি বলেই বোধহয় লোকে এমন হই হই করে প্রতিক্রিয়া জানিয়েছে, মানে তুমি নিজের স্ট্রাইডে নেবে এই ভেবেই, তারসাথে অল্প একটু লেগ পুলিং তো আছেই। মনে হল তুমি বোধহয় একটু ঐ যাকে বলে স্লাইট ক্ষুন্ন হয়েছ, তাই বললাম এটা।
  • 4z | 209.7.156.160 | ১৮ জুলাই ২০১৩ ১৭:৫৫612566
  • প্রথমেই বলেছি পচা লেখা।
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৭:৫৭612567
  • এ মা না না, ক্ষুন্ন টুন্ন হই নি। লেগ পুলিংকে লেগ পুলিং হিসেবেই চিনেছি।

    পোর্ট্রেয়ালের কথা যেটা বললে, সেটা অবশ্য মাথায় আসে নি। এইভাবে এখন ভেবে দেখছি ঠিকই বলেছো। আরও ডিসটেন্সের দরকার ছিল।

    আসলে, গল্পটার অন্য রকম এন্ডিং মাঝে একটা মাথায় এসেছিল। সেটা ক্যানসেল করলাম, কারণ হুবহু একই প্লটে একটা নাটক বহুকাল আগে দূরদর্শনে দেখে ফেলেছিলাম।

    সেই গল্পটা বলি।
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৮:০৩612569
  • গল্পটা এই রকম ছিল, ছেলেটির বহুবছরের দম্পত্যজীবনে সামহাউ বউকে একঘেয়ে লাগছিল। স্বাদ বদল করতে চায়। (তখনও ফেসবুক অর্কুট চালু হয় নি)। তো, কীভাবে যেন একজন মেয়ের মেল আইডি তার কাছে আসে। মেলের আদানপ্রদান হতে হতে একে অপরের প্রেমে পড়ে যায়। মেয়েটার ছবি দেখতে চায় ছেলেটা, মেয়েটা তাতে প্রাথমিকভাবে রাজি হয় না। পরে সম্পর্ক আরও গভীর হবার পরে, একদিন মেয়েটা একটা রেস্তোরাঁয় ছেলেটিকে দেখা করতে ডাকে।

    নির্দিষ্ট দিনে অফিস থেকে ফিরে, ফ্রেশ হয়ে ছেলেটি বেরোয়, অবশ্যই বউকে মিথ্যে কথা বলে। রেস্তোরাঁয় গিয়ে খানিক অপেক্ষা করার পরে, অবশেষে মেয়েটি আসে। দেখা যায়, সে আসলে ছেলেটির বউ। সে-ই ঘরে বসে, ছেলেটা যখন অফিসে থাকত, তখন অন্য মেয়ের নাম নিয়ে বরের সাথে ফ্লার্ট করত। এদিকে বাড়িতে তাদের সম্পর্ক বিশেষ কিছু ছিল না।

    পরকীয়া করতে এসে আবার তাদের নিজেদের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে।
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৮:০৬612570
  • ক্ষুন্ন টুন্ন হই নি, আবার জানাচ্ছি। শুধু এখানেই নয়, অনেকে ফোনে বা মেলেও আমাকে গল্প সম্বন্ধে মতামত জানিয়েছেন। সেগুলোও শুনেছি, সেই মত এগোবার চেষ্টা করেছি। শিবুদা আর শঙ্খর মতামত খুব কনস্ট্রাকটিভ লেগেছিল। বাকি অনেকেই খিল্লি করেছে, স্যান, সোসেন, ফোজ্জি, ডিডিদা, প্পন, সেগুলোকে খিল্লি হিসেবেই নিয়েছি। নো হার্ড ফীলিং।

    লেখাটা অনেক দোষে ভরা, আমি নিজেই জানি। তার অনেকগুলো আমি টেরও পাই নি, অন্যরা পয়েন্ট আউট করে দিয়েছে, তেমনি একটা দুটো খামতি আমাকে ফরিদা ফোন করে বলে দিয়েছে, সেগুলোও আমি টের পাই নি। এটা নিয়ে আমার তেমন কোনও উচ্চাশা ছিল না। জাস্ট হাতের জড়তা ভাঙতে লিখতে শুরু করেছিলাম।
  • san | 69.144.58.2 | ১৮ জুলাই ২০১৩ ১৮:১৭612571
  • সিকির স্পোর্টিং স্পিরিটের প্রশংসা করতেই হয়।
  • Mad-eye Moody | 127.194.239.179 | ১৮ জুলাই ২০১৩ ১৮:২০612572
  • আচ্ছা, পেয়েছি। দেখি একটু;-)
  • cm | 233.177.159.114 | ১৮ জুলাই ২০১৩ ১৮:২৬612573
  • পড়েই ফ্যাললাম। এই বাজারে যেখানে ঐ হীরক আর বিবুদা ছাড়া বিশেষ অ্যাক্টিভিটিই নাই খাসা হইয়েছে।
  • Bhagidaar | 218.107.178.181 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৪১612574
  • কি জানি বাবা, এখানকার লোকেরা সব বোদ্ধা! আমার তো বেশ লাগলো।
  • byaang | 132.167.118.108 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৪৩612575
  • আমার উপরে এতটাই চটেছে যে খিল্লিকারিদের লিস্টিতে আমাকে রাখেই নি।
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৪৪612576
  • খিখিখিখিখি :)
  • sosen | 218.107.178.181 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৪৯612577
  • আমি খিল্লি করি নাই, সত্যি স্ট্রিপটিজ চাইছিলুম। জালিম দুনিয়া।
  • de | 190.149.51.69 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৫৩612578
  • এই মে'টা সত্যিই আম্রিগায় গ্যাচে -- খরপ্পুড়-উল্টোডাঙ্গায় স্ট্রীপটিজ চাইচে --ঃ)
  • kumu | 52.111.15.95 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৫৪612580
  • আমারেও রাখে নাই গো ব্যাং।তব্র আমি ভাল করে পড়ে মতামত দেব, দেবই।
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৮:৫৫612581
  • আরে মে'টা আম্রিগা যাবার আগেত্থেকেই স্ট্রিপটিজ স্ট্রিপটিজ করে নাচছিল। ভাগীদার বাপু এর মাথায় এট্টু ঠান্ডা জল ঢেলে দাও তো ...
  • gentleman club | 131.241.218.132 | ১৮ জুলাই ২০১৩ ১৯:০১612582
  • এন্ট্রি ফী - ১০$
    ১ ডান্স - ২০$
    মদ পাওয়া যায় না। কোক খাবেন ।
  • sosen | 218.107.178.181 | ১৮ জুলাই ২০১৩ ১৯:১৫612583
  • সিকির য্যামন ইচ্ছে তেমন লিখেছে , বেশ করেছে।
    ইন ফ্যাক্ট সিকির গপ্প পড়ে আমার -ও গপ্প লিখতে ইচ্ছে করছে। এইটা সিরিয়াস বলনু।
    ভাগীদারকে কি কম বলেছি নাকি স্ট্রিপটিজ দেখাতে , বলেছে এক দিন নিয়ে যাবে। কোনো এক দিন। :(
  • Bhagidaar | 218.107.178.181 | ১৮ জুলাই ২০১৩ ১৯:২০612584
  • সিকি, ঠান্ডা জলে হবেনা, গরম জল ঢালতে হবে দেখছি!
  • jhumjhumi | 127.194.239.6 | ১৮ জুলাই ২০১৩ ১৯:২১612585
  • খুব খারাপ কিছু লাগে নি। কিছু কিছু জায়্গা কাটছাঁট করা দরকার। আর শেষটায় উর্মিলার চিঠিতে অত কিছু বলার দরকার ছিল না।
  • jhumjhumi | 127.194.239.6 | ১৮ জুলাই ২০১৩ ১৯:২৮612586
  • সোসেন লিখে ফেলো,অবশ্য যদি সময় পাও। ঃ-)
  • siki | 132.177.177.5 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৩৪612587
  • আমি এইবারে সোসেনকে চরম হিনী দিলুম। :))))))
  • pipi | 139.74.191.152 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৩৫612588
  • সোসেন, স্ট্রিপটিজ দেখতে হলে ভাল ক্লাবে যেও। ছোটমোট ক্লাবগুলোয় গিয়ে পোষাবে না। মানে, আরশুলার ঠ্যাং মার্কা মেয়ে দেখতে যদি ভাল লাগে তাহলে আলাদা কথা। তা তুমি কি ফিমেল স্ট্রিপ ক্লাবে যাবে না মেল স্ট্রিপ ক্লাবে? টোটাল ন্যুড না বিকিনি ওনলি? খুব ভাল হয় যদি তুমি ভাগীদারকে সঙ্গে না নাও। কারণ ভাগীদারএর সাথে গেলে তুমি সারাটা সময় ভাগীদার কোন মেয়েটাকে দেখল, ও কি করছে, ও কেন ল্যাপডান্স নেবে এইসব দেখতে ব্যস্ত থাকবে আসল স্ট্রিপটিজ ফেলে আর তারপর যা হয় গাল ফোলা, মুখভার, ঝঙ্কার, ঝগড়া, কান্নাকাটির একশেষঃ-))
  • pipi | 139.74.191.152 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৩৬612589
  • সিকি, বাকীদেরকে আমিও ক্ক দিলাম। এইটা বস জমে নি।
  • a x | 86.31.217.192 | ১৮ জুলাই ২০১৩ ১৯:৩৯612592
  • কেন একজনকে দিয়েই দুজনেই ল্যাপডান্স নিতে পারে। বা ঝারির ভাগিদারও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন