এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সকল ভালোবাসায় ...

    siki
    অন্যান্য | ২৮ জুন ২০১৩ | ১৫৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ২২:৩১612602


  • - কী রে, কী কচ্ছিস?

    - কী আর করব, এই একটু আগে অফিস থেকে ফিরলাম, এইবারে খেতে বেরবো।

    - আর কদিন?

    - চণ্ডীগড়ে? আরও দু সপ্তাহ থাকতে হবে।
    তোর কী খবর?

    - আমার আর কী? চলছে। কী খাবি এখন?

    - এই তো, গেস্টহাউসের সামনেই একটা ধাবা আছে। রুটি তড়কা নয় তো আন্ডা কারি টাইপের কিছু একটা খেয়ে নেব।

    - যা, খেয়ে আয়।

    - হুঁ ।।। কেন, কিছু বলার ছিল?
    কীরে, কোথায় গেলি?

    - সরি, ছিলাম না। বর ডেকেছিল।

    - :) প্রেম করতে গেছিলি?

    - ধ্যাৎ, আমাদের আবার প্রেম।

    - সে কী রে, তা হলে বর ডাকল কেন? চুমুটুমু খেতে ডাকে নি?

    - তুই এখনও দীপালির সঙ্গে প্রেম করিস?

    - তুই কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলি আমাকে?

    - ধরে নে তাই। দীপালিকে ছেড়ে এতদিন আছিস বম্বেতে, খুব মিস করিস নিশ্চয়ই?

    - হ্যাঁ, মিস তো করিই একটু আধটু, তবে ফোনে স্কাইপে কথাটথা হয় তো!

    - আর যখন একসাথে থাকিস?

    - কী ব্যাপার বল তো ঊর্মি? তুই কি আমার সাথে প্রেম করার ছক কষছিস নাকি?

    - ধরে নে তাই ...?

    - মানে???

    - ...
    আই লাভ ইউ সো মাচ রণ।
    আমাকে একটু ভালোবাসবি?

    এইভাবেই শুরু হয়েছিল। ঊর্মিলা এই মাস তিনেক হল আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়েছে। ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা বাংলা ইংরেজির কোচিংএ পড়তাম তুলসিবাবুর ব্যাচে। এমনি সাদাসিধে মেয়ে ছিল এই ঊর্মিলা। একটু চুপচাপ, টিউবলাইট টাইপের।

    কৈশোরের সেই সব সময়ে যে ধরণের জোক আমাদের বন্ধুদের মধ্যে চালাচালি হত, তার বেশির ভাগেরই মানে ও ধরতে পারত না। ব্যাচের বাকি মেয়েগুলো যখন মুখ টিপে হাসত, ও তখনও রাজাকে, নয় তো সুদীপকে, নয় তো আমাকে জিজ্ঞেস করে যেত আমি ঠিক কী বলতে চাইলাম।

    না, আকর্ষণ ঘটবার মত তেমন কোনও কারণ ঘটেও নি ওই চার বছরে। কোচিং ক্লাসের বাইরেও আমরা অনেকবারই আড্ডা মেরেছি, অনেকের সাথেই মেরেছি। এমন ন যে খুচরো প্রেম ট্রেম করবার চেষ্টা করছিলাম না। বরং ওই সময়েই ওদের স্কুলেরই মেয়ে শ্রাবস্তীকে প্রপোজ করে খিস্তি খেয়েছিলাম। এখন ভাবলে হাসি পায়, কিন্তু সেই দিনগুলোতে শ্রাবস্তীর জন্য আমি সাঙ্ঘাতিক পাগল ছিলাম। তারপরে সময়ের সাথে সাথে সেই একতরফা প্রেম ফিকে হয়ে গেল, শ্রাবস্তী হারিয়েই গেল। দীপালির সাথে অঙ্ক ফিজিক্স করতাম একই

    কোচিংএ, পরে তার সাথে সম্পর্ক গাঢ় হতে হতে, চাকরি পাবার বছর দুয়েকের মাথায় আমি দীপালিকে বিয়ে করে ফেলি। এইসব বয়ঃসন্ধিকালীন প্রেমপর্বে কোথাওই ঊর্মিলা ছিল না। একেবারে কোনও খবর রাখতাম না ওর। হঠাৎ তিন মাস আগে ফেসবুকে খুঁজে পেলাম তাকে। বলা উচিত, ও-ই আমাকে খুঁজে বের করেছে। এখন বর্ধমানে থাকে, স্বামী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এক ছেলে এক মেয়ে নিয়ে থাকে, ওখানে একটা ডিফ অ্যান্ড ডাম্ব স্কুলের আর্ট টিচার।

    না, মানে, পুরনো বন্ধুদের ফেসবুকে খুঁজে পাওয়া খুব বিশাল কোনও ব্যাপার নয়, হামেশাই খুঁজে পাওয়া যায়, তেমনি একেও খুঁজে পাওয়া গেছে, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট, টুকটাক চ্যাট লাইক শেয়ার যা হয় আর পাঁচজনের সাথে, হয়েছে। হালকা ফ্লার্টিং করি নি বলব

    না, অনেকদিন হল অফিসের কাজে পড়ে আছি এই চণ্ডীগড়ে, হাড়-কাঁপানো ঠাণ্ডায়, একলা গেস্টহাউসের ঘরে বসে মাথায় অজস্র বদবুদ্ধি এমনিই খেলে, তাই বলে আমার এমন কোনও অভিসন্ধি ছিল না যে, অফ অল পার্সনস, ঊর্মিকে নিয়ে ফ্যান্টাসি করব। পাতি

    ক্যাজুয়ালি দুই পুরনো বন্ধুতে যে টুকু কথা চালাচালি ফ্লার্টিং হয়, সেটুকুই করেছি কখনও সখনও। সেই ঊর্মি যে এইভাবে কেস খাইয়ে দেবে আমাকে, আমি জাস্ট ভাবতে পারি নি।

    কাল রাতে প্রথম যখন আমাকে দুম করে বলে বসল আমাকে ভালোবাসবি, আমি ভেবেছিলাম জাস্ট মজা করছে হয় তো। আমিও মজা করে "হ্যাঁহ্যাঁ নিশ্চয়ই, আয় বেশ জমিয়ে তোতে আমাতে প্রেম করি" বলে খানিক মজা করেছিলাম। ওব্বাবা, তারপরে দেখি হুড়মুড় করে ব্যথার কথা ওগরাচ্ছে। সত্যি বলতে কী, শুনতে মন্দ লাগছিল না। তাড়াহুড়ো করে ধাবায় গিয়ে খেয়ে দেয়ে এসে বসলাম।

    পরের একঘণ্টায় যা শুনলাম চ্যাটের মাধ্যমে, বুঝলাম আমিই কালপ্রিট, এবং সেটা ভেবে গর্বে আমার বুক ফুলে উঠছিল। বৃথাই ক্লাস ইলেভেনে শ্রাবস্তীর কাছে ল্যাং খেতে গেছিলাম। একবারটি যদি জানতাম যে সেই সময়ে ঊর্মিলা আমার ওপর ফিদা হয়ে আছে, কে জানে কী হত।

    কী হত? ঊর্মিলার সঙ্গে কি সত্যিই আমার প্রেম হত? ঊর্মিলা নাকি কোনওদিন সাহস করে আমাকে মুখ ফুটে বলতে পারে নি ওর ভালো লাগার কথা। যদি বলত? আমি কি হ্যাঁ বলতাম? ।।। মনে মনে পিছিয়ে গেলাম কুড়িটা বছর। সেদিনের আমি তখন শয়নে স্বপনে জাগরণে শ্রাবস্তী শ্রাবস্তী আর শ্রাবস্তী। ঊর্মি অবশ্য জানত না কিছু। মাধ্যমিকের পরে যখন সব বন্ধুরা সাইকেল নিয়ে আমাদের মফসসল শহরের এ গলি সে গলি টইটই করে ঘুরছে, আমি যেতাম বীণাপাণি লাইব্রেরিতে। বই পড়ার নেশা ছিল অসম্ভব, বিকেল থেকে রাত্তির আটটা পর্যন্ত পড়ে থাকতাম লাইব্রেরিতে। মাধ্যমিক দিয়েছি মানে বর হয়ে গেছি অফিসিয়ালি, তখনও পর্যন্ত যে সব বই আমাদের পড়া বারণ ছিল, দেশ, নবকল্লোল, সমস্ত পুরনো ইস্যু বের করে গোগ্রাসে গিলতাম রেজাল্ট বেরোনর আগের ওই তিনটে মাস।

    কাল ঊর্মির কথায় আবছা আবছা মনে পড়ল, হ্যাঁ, মাঝেমধ্যে ও-ও আসত বটে। বইপত্র পড়ত। কাল আমার কাছে কনফেস করল, বইপত্র পড়াটা নাকি ছিল গৌণ, ও নাকি শুধু আমার সঙ্গে সময় কাটাবার লোভেই লাইব্রেরি চলে আসত। কবে কবে নাকি আমি ওকে সাইকেলের রডে বসিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, আমার হাতে নাকি টাচ করেছিল ওর হাত, ও নাকি সেই স্পর্শ নিয়ে বসে থেকেছিল অনেক রাত পর্যন্ত।

    ভাবলেও অবাক লাগে। আমাকে নিয়ে, সেই টিনএজে একটা মেয়ে হাবুডুবু খাচ্ছে, এইসব হ্যালুসিনেশনে ডুবছে, আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, মাইরি নিজেকে কেমন ভগবান টাইপ মনে হচ্ছিল শুনতে শুনতে। এ মেয়ে বলে কী? আমার ঠিক মনেও নেই ওকে ঠিক কবে কবে কী অকেশনে সাইকেলে চাপিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। ঊর্মির বাড়ি গেছি অনেকবার, সে অন্য অনেক বান্ধবীর বাড়িও গেছি, কিন্তু ঘূণাক্ষরেও টের পাই নি সে এইভাবে আমাকে নিয়ে হাবুডুবু খাচ্ছে।

    জিজ্ঞেস করেছিলাম, কেন বলিস নি আমাকে?

    - ভয় করত।

    - কীসের ভয়?

    - তোকে অনেক দূরের মনে হত, রণ। তুই খুব ভালো ছিলি তো পড়াশোনায়, আমি তোর নাগাল পেতাম না, যদি সত্যি কথাটা বলতে গিয়ে পুরোপুরি তোকে হারাতাম?

    কৈশোরের ভীরু প্রেম। শ্রাবস্তীকে প্রপোজ করার আগে ঠিক এই কথা আমি ভেবেছিলাম বহু দিন, বহু রাত। শ্রাবস্তীকে ভালোবাসতাম, কিন্তু যদি ও আমার কথায় রেগে যায়? ও তো আমার ভালো বন্ধুও ছিল। যদি সেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? আজ এত বছর বাদে পেছন ফিরলে বুঝতে পারি, সেদিনের সেটা আমার প্রেম ছিল না, নিতান্তই জৈবিক তাগিদ ছিল। ইনফ্যাচুয়েশন যাকে বলে। ভালো লাগা। ভালোবাসার কনসেপ্ট তখনও বুঝতাম না আমি। দীপালিকে পেয়ে আমি বুঝেছিলাম ভালোবাসা আসলে কী।

    ঊর্মির কেন আজ এমন মনে হয় না? বিবাহিত তো সে-ও। দুই ছেলেমেয়ের মা। তার কি বরের সান্নিধ্যে প্রেম আসে নি? স্কুলজীবনের ক্রাশকে এতদিন বাদে পুনরুজ্জীবিত কেন করতে চাইছে? এতদিন ধরে সেটাকেই "প্রেম" বলে মনের মধ্যে লালন করে এসেছে, আমাকে নিয়ে?

    - আজ তোর কী মনে হয়? মানে, আমাকে নিয়ে এখন কী ভাবিস?

    - কিছু না। সেদিন সময়ে তোকে বলতে পারি নি। আজ এতদিন বাদে তোকে বলে মনটা খুব হাল্কা লাগছে রে।

    - ধর, কালই যদি আমাদের দেখা হয়, কী করবি?

    - ...
    জানি না। আর দেখা হবেই বা কী করে? তুই থাকিস ব্যাঙ্গালোরে, আমি বর্ধমানে।

    - সে তো আমি ছুটিছাটায় কলকাতা যাই। দেখা তো হতেই পারে। বরকে নিয়ে আসবি, না একা আসবি দেখা করতে?
  • Sibu | 84.125.59.177 | ০১ জুলাই ২০১৩ ২২:৪২612613
  • সইত্য হইতে বিচ্যুত হইলে ব্রাউনি পয়েন্ট।
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ২২:৪৬612624
  • :-)

    ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি ... আর ঈশ্বরকে আমি কতটা ভক্তিছেদ্দা করি সে তো তুমি জানোই।
  • অরসময়ী | 132.167.72.242 | ০১ জুলাই ২০১৩ ২৩:০৩612635
  • বুঝে গেছি রণটি আসলে কে। সিকি ঠ্যাং খোঁড়া করে দেব পিটিয়ে। বলে রাখলাম।
  • aka | 34.181.43.200 | ০১ জুলাই ২০১৩ ২৩:১০612642
  • কেস জমে গেছে।
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ২৩:২০612643
  • কবি বলেছেন, কবিরে খুঁজো না তার কবিতায় ইত্যাদি।
  • phutki | 24.96.54.182 | ০১ জুলাই ২০১৩ ২৩:৩০612644
  • ঊর্মির ভূমিকায় লেখা আড়ষ্ট লাগছিল। রণ আসতে স্বচ্ছন্দ। পুরুষ কলমের দোষ?
  • kd | 47.228.106.119 | ০২ জুলাই ২০১৩ ০২:২০612645
  • দায়বদ্ধতা obligation না?
  • ঐশিক | 213.200.33.67 | ০২ জুলাই ২০১৩ ১১:৫১612646
  • শমীকদা অনেকদিন পরে লিখলে, খুব ভালো লাগছে পড়তে,
    একটা কথা লা - জবাব দিল্লি বা লাদাখ ঘোরার গল্পের সুর টা থেকে এটা অনেকটা আলাদা
  • siki | 132.177.182.227 | ০২ জুলাই ২০১৩ ১৩:৪১612648
  • ঘুরিয়ে পচা বলল :)
  • siki | 132.177.182.227 | ০২ জুলাই ২০১৩ ১৩:৪২612649
  • কেডিদা, হ্যাঁ, দায়বদ্ধতা অবলিগেশন বলা যায়, তবে অবলিগেশনের আরও ক্লিয়ার কাট বাংলা হচ্ছে বাধ্যবাধকতা।
  • ঐশিক | 213.200.33.67 | ০২ জুলাই ২০১৩ ১৩:৪৮612650
  • নাহে সেরম কিছুই না, আগের গুলোতে যে উইটি/খিল্লির ব্যাপারটা ছেল এতে সেটা নাই, পচা নয় গো পচা নয়
  • sosen | 24.139.199.11 | ০২ জুলাই ২০১৩ ১৪:০১612651
  • লিখে শেষ কর না বাপু, তাপ্পর মতামত দেব। কিচ্ছুই ঘটল না যে এখনো, এরা এত স্লো কেনে?
  • siki | 132.177.182.227 | ০২ জুলাই ২০১৩ ১৪:০৪612652
  • :) হোসেনের কি অ্যাকশন চাই?

    কাজু, না এটা খিল্লির মোডে লিখছি না।
  • sosen | 24.139.199.11 | ০২ জুলাই ২০১৩ ১৪:০৬612653
  • ইয়েস, অ্যাকশন রিঅ্যাকশন হোক।
  • cm | 37.59.186.230 | ০২ জুলাই ২০১৩ ১৫:৪৫612654
  • তুলসি বাবু নামটি কি আসল? আমিও তেনার ঠেকে কদিন গেসলুম কিনা।
  • siki | 132.177.182.227 | ০২ জুলাই ২০১৩ ১৬:১২612655
  • হুঁ।
  • Blank | 180.153.65.102 | ০২ জুলাই ২০১৩ ১৭:৫১612656
  • ফুটকির কথায় ক। ছেলেটার ভুমিকায় ফ্লো টা আসছে। মেয়েটার ভুমিকায় আড়ষ্ঠ কলম। নতুন কিছু আসছে না।
  • nina | 22.149.39.84 | ০২ জুলাই ২০১৩ ১৮:০৮612659
  • উফ! *বোধহয়
  • nina | 22.149.39.84 | ০২ জুলাই ২০১৩ ১৮:০৮612657
  • বোধহ্য ছেলেটা লিখছে বলে ;-)
  • Sibu | 183.60.205.153 | ০২ জুলাই ২০১৩ ২১:২২612660
  • সেই কখন থেকে শুনছি ফেসবুক চেপে রাজপুত্তুর আসছে। এত আস্তে এলে চলবে?
  • Chotto paakhi | 100.212.244.115 | ০২ জুলাই ২০১৩ ২১:২৪612661
  • সিকি কি করছেন ? লিখুন।
  • 4z | 152.176.84.188 | ০২ জুলাই ২০১৩ ২১:৩৫612662
  • পচা লেখা
  • cm | 233.234.83.197 | ০২ জুলাই ২০১৩ ২১:৪৫612663
  • ফেস বুকে থাকলে কি এখন রাজপুত্তুর আসতে পারবেন?
  • siki | 132.177.182.227 | ০২ জুলাই ২০১৩ ২২:০৮612664
  • ফোজ্জি :)))

    আজও হল না। কালও হবে কিনা বুঝতে পারছি না। ছানার ইশকুল খুলে গিয়ে বেজায় চাপ হয়ে গেছে। কাল চেষ্টা করব কিছুটা লিখতে।
  • nina | 22.149.39.84 | ০৩ জুলাই ২০১৩ ০০:৪২612665
  • ধ্যুস!
  • জিগীষা | 127.194.101.1 | ০৩ জুলাই ২০১৩ ২১:০৬612666
  • লেখে না :(
  • siki | 132.177.52.17 | ০৩ জুলাই ২০১৩ ২১:১০612667
  • আজ পারি নি গো। কাল শিওর লিখব। আজ একেবারে টাইম পাই নি।
  • শঙ্খ | 169.53.78.142 | ০৩ জুলাই ২০১৩ ২১:১৮612668
  • সঙ্গে থাকুন, লিখতে থাকুন ঃ))

    শুরুটা ভালোই লাগছে। আগে আগে কি হয় দেখা যাক। দু একটা খুন টুন হবে না?
  • মৌ | 24.99.120.115 | ০৩ জুলাই ২০১৩ ২১:২১612670
  • পড়তাছি... ধৈর্য বেশী নাই...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন