এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সকল ভালোবাসায় ...

    siki
    অন্যান্য | ২৮ জুন ২০১৩ | ১৫৩১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.242.220.82 | ০৩ জুলাই ২০১৩ ২১:৫৪612671
  • এট্টা স্ট্রিপ টিজ , কয়েকটা ঝাড়পিট-ওহে ফাঁকিবাজ সিকি!
  • siki | 132.177.52.17 | ০৩ জুলাই ২০১৩ ২২:৪২612672
  • আমি নিদ্রা গিয়েছি। গোল কোরো না। বল্লাম তো কাল লিখব।
  • kumu | 94.71.188.89 | ০৩ জুলাই ২০১৩ ২৩:১৫612673
  • আমি কি সিকির মাথায় জল ঢেলে আসব?
  • nina | 22.149.39.84 | ০৩ জুলাই ২০১৩ ২৩:১৬612674
  • প্লিজ কুমু প্লিজ--এক বাল্টি--বড় দেখে
  • Sibu | 84.125.59.177 | ০৩ জুলাই ২০১৩ ২৩:২৬612675
  • একটু রাম ঢাললে বেটার কাজ দেবে মনে হয়। নাকি কুমু ল্যাব থেকে রেক্টিফায়েড স্পিরিট নে যাবে?
  • siki | 132.177.52.17 | ০৪ জুলাই ২০১৩ ১৮:০০612676
  • - কে বলল, আমি আসব দেখা করতে?

    - সে কী রে, পুরনো প্রেম, দেখা করবি না?

    - তোর খুব মজা লাগছে, না রণ? এতদিন বাদে একজন হারানো প্রেমিকা পেয়ে গেলি মুফতে ...

    - না রে, ঠিক মজা তুই যে সেন্সে বলছিস, সেই সেন্সে পাচ্ছি না। আমি শুধু ভাবছি, সেই সময়ের কথা। তুই এত কিছু বলে গেলি আমাকে, সত্যি কথা বলব, আমার না, কিছুই তেমন মনে পড়ছে না,আমি কোনওদিন তোকে আমার সাইকেলে চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়েছি কিনা, দিলেও ঠিক সেইভাবে আমাদের হাতে ফাতে টাচ লেগেছিল কিনা, মানে আমার আলাদা করে কিচ্ছু মনে নেই, বিশ্বাস কর।

    - সে তো হতেই পারে, জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার :)

    - কবিতা পড়িস বুঝি খুব?

    - তা পড়ি। তোদের মত সাহিত্যিক তো নই, তবে একটু আধটু পড়ি।

    - আর তোর বর?

    অনেকক্ষণ নীরবতা। চেয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন চোখ জড়িয়ে এসেছিল। হঠাৎ ঝটকা লেগে উঠে বসলাম। ঠিক কী ভাবছিলাম আমি? দীপালিকে আমি ভালোবাসি, দীপালিও আমাকে ভালোবাসে, আমাদের ছেলে বুবুনকে নিয়ে আমার সুন্দর সংসার। সেখানে আমি ঠিক কী ভাবছিলাম? ঊর্মিলা আমাকে ভালোবেসেছে বলে আমি ঊর্মিলাকে চাইতে যাচ্ছিলাম? লোভ হচ্ছিল আমার?

    ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালাম, ঊর্মিলা অফলাইন হয়ে গেছে। রাত এখন সাড়ে তিনটে। ওর লাস্ট পোস্ট রয়েছে একটা সতেরোতে। অলসভাবে চোখ বুলিয়ে বন্ধ করলাম ব্রাউজার। বরের কথা উঠলেই প্রসঙ্গ পাল্টে নেয় ঊর্মিলা। ল্যাপটপ শাটডাউন করতেই ঘরে ঝাঁপিয়ে এল অন্ধকার। একটা সিগারেট ধরালাম। ঘুমটা চটকে গেছে।

    লোভে পড়ছি আমি? এই বয়েসে? আর সাত মাস বাদে আমার পঁয়ত্রিশ বছর বয়েস হবে। এই সময়ে? ঊর্মিলার "ভালোবাসি" শোনার পর প্রাথমিক অভিঘাতটা কেটে যাবার পরেও একটা রিনরিনে ভালোলাগার রেশ ছড়িয়ে রয়েছে মনে। ছড়িয়ে পড়েছে সারা শরীরে। শরীর জাগছে। ... আজ দু মাস হল আমি পড়ে রয়েছি ফ্যামিলি ছেড়ে দূরে, ইচ্ছে করলেই টুক করে ঘুরে আসার উপায় নেই। চণ্ডীগড় থেকে ব্যাঙ্গালোর অনেকটা রাস্তা। শরীরের দোষ কী? আমি তো নিজে থেকে জাগাই নি! ঊর্মি জাগিয়েছে আমাকে।

    দীপালির সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক এতদিনেও কমে নি। বুবুনের বয়েস আজ ছয়, দীপালি আর আমি প্রায় সমবয়েসি, তবু দীপালি আমাকে এখনও আকর্ষণ করে। আমিও কি দীপালিকে আকৃষ্ট করতে পারি এখন? ... পারি বোধ হয়। তা হলে কেন ঊর্মিলার এই সব ভুলভাল ইমোশনকে পাত্তা দিচ্ছি? ঊর্মিলা কে? নোবডি। আমার ফ্রিকোয়েন্সিতে কখনোই ঊর্মিলা ম্যাচ করে না। কোচিং ক্লাসে একসাথে পড়তাম, বন্ধু ছিলাম, কিছু একটা কারণে শ্রাবস্তীর ওপর দুর্বল হয়ে পড়েছিলাম, প্রপোজ করেছিলাম, শ্রাবস্তী আমায় অপমান করে চলে গেছিল ... জানি না কীজন্য শ্রাবস্তীকে ভালো লেগেছিল, কিন্তু সে ভালোলাগার রেশ এখন আর আমার মধ্যে নেই। তখন মানসিকতা আলাদা ছিল, বাচ্চা ছেলে ছিলাম, এখন এতটা বড় হয়ে বুঝি, আসলে শ্রাবস্তীর সাথে আমার মিলত না। আমরা এক রকমের ছিলাম না।

    এটা পরে বুঝেছি। হয় তো শ্রাবস্তী তখনই বুঝেছিল। তাই আমাকে না করে দিয়েছিল। ঠিক আমি যেমন তখনই বুঝেছিলাম, ঊর্মিলার সাথে আমার মিলবে না। তাই আমি কখনও ঊর্মিলাকে নিয়ে কিছু ভাবিতেই পারি নি।

    সিগারেট শেষ হয়ে গেছে কখন। ডিসেম্বর মাসের চণ্ডীগড়ে হাড়কাঁপানো ঠাণ্ডা। আমার ঘরে এসি চলছে, তাই আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু শরীরে কিছু একটা অনুভূতি ছেয়েই রয়েছে। কিছু একটা চাইছে শরীর, কাউকে একটা চাইছে। ... নাহ্‌, দীপালি এখন অনেক দূরে, দীপালি ঘুমোচ্ছে তার নিজের ঘরে। এই মুহূর্তে তাকে পাবার কোনও গল্পই নেই।

    এসির টেম্পারেচার আরেকটু নামিয়ে দিয়ে এলাম। এসে বসতে গিয়ে পাশবালিশে আমার হাতটা একটু ঘষে গেল। গেস্টহাউসের পাশবালিশটা বেশ নরম তুলতুলে। ল্যাপটপের সুইচটা আবার অন করে চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলাম প্রায় কুড়ি বছর আগের এক কিশোরকে, সাইকেলে করে এক বান্ধবীকে নিয়ে চলেছে মফসসলের রাস্তায়। তার দুই হাতের ঘেরে বসে রয়েছে একটি মেয়ে। তার মুখ দেখা যাচ্ছে না। ঠিক মনে পড়ছে না। রাস্তার ঝাঁকুনিতে সেই কিশোরের হাতে বার বার ঠেকে যাচ্ছে কিশোরীর নরম বাহু, তাতে হাল্কা হাল্কা রোম ... খুব কাছ থেকে দেখা যাচ্ছে হাতের প্রতিটা রোমগ্রন্থি, ঘাড়ের কাছে কিছু অবাধ্য চুল উড়ছে হাওয়ায়, কিশোরীর নরম গ্রীবা, কিশোরটি সাইকেল চালাচ্ছে, তার হাত ঠেকে যাচ্ছে ...

    ল্যাপটপ স্টার্ট হবার শব্দে চোখ খুললাম আবার। ইন্টারনেট কানেক্ট করলাম। ব্রাউজার খুললাম। ফেসবুক। ঊর্মিলার প্রোফাইলে গেলাম।

    আগে কোনওদিন ঊর্মির প্রোফাইল দেখি নি। ফেসবুকে আমার প্রায় সাড়ে নশো বন্ধু। তার মধ্যে অনেকেই ওই ছোটবেলার স্কুল কলেজের হারিয়ে যাওয়া বন্ধুবান্ধবেরা। এখন আর তাদের সাথে মানসিকতাতেও মেলে না, আবার আনফ্রেন্ড করতেও খারাপ লাগে, কী মনে করবে ভেবে, থেকে যায় বন্ধুর লিস্ট। বেড়ে যায়।

    ঊর্মির প্রোফাইল তেমন আহামরি কিছু নয়। রাজনীতি নেই, নিজস্ব বক্তব্য নেই, গানের লিংক নেই, এমনকি ধর্মও নেই। শুধুই অন্যের থেকে নিয়ে শেয়ার করা বোকা বোকা উইশসমৃদ্ধ ছবি, আর নিজের ছবি। ঊর্মির অ্যালবামে গেলাম। ঊর্মির এখনকার ছবি। স্কুলের বাচ্চাদের সাথে, নিজের ছেলেমেয়েদের সাথে। ছেলে, মেয়ে একটাকেও ঊর্মির মত দেখতে হয় নি। তবে তাদের জন্মদিনের ছবি, মা-বাবা আত্মীয় সক্কলকার ছবি ইত্যাদিতে ভর্তি ওর বিভিন্ন অ্যালবাম। খুঁটিয়ে দেখতে লাগলাম ঊর্মিকে। আগেকার সেই রোগাসোগা চেহারা আর নেই, পরিণত হয়েছে, মোটা হয়েছে একটু। গাল ভরাট হয়েছে। চোখেমুখে একটা সরল ঔজ্জ্বল্য আগেও ছিল, সেটা এখনও আছে। গভীর কালো দুটো চোখ। আমি কখনও দেখিই নি বোধ হয়। পুরু ঠোঁট।

    স্লিভলেস কুর্তি পরে আছে ঊর্মি একটা ছবিতে। নিটোল দুটো হাত, দুদিকে ছড়ানো। হাল্কা বাদামী রঙের দুটো হাত আপাতভাবে আমাকে তেমন আকর্ষণ করল না। এই হাত একদিন ঠেকে যেত আমার হাতে, আর শিহরণ জাগত ওর বুকে?

    আরেকটা অ্যালবাম খুলতে গিয়ে আবার ঝাঁকুনি খেলাম। অ্যালবামের নাম, রণের সাথে আমি। ... আমার সাথে? ভেতরে ভর্তি ওর ছেলের সাথে ওর ছবি। ছোটবেলাকার ছবি, অন্নপ্রাশনের ছবি, জন্মদিনের ছবি ... পাশে ক্যাপশন দেখে বুঝলাম, ওর ছেলের নামই রণ। ঊর্মির ছেলে, আমার ছেলের থেকে একটু বড় হবে। খুব ঝলমলে সাজগোজ করে ছবি তুলেছে ঊর্মি। ঠোঁটে গাঢ় লিপস্টিক। ওর কমলা শাড়ির আঁচলের অনেকটাই, স্বচ্ছ।

    ... হ্যালো রণজয় সেন, ওয়েক আপ। কী হচ্ছে এইসব, রাত্তির চারটের সময়ে? স্কুলজীবনের বান্ধবী, এখন অন্যের বউ, তাকে তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো? তার হাতের লোম গুনছো? তার চোখের গভীরতা মাপছো? তোমার নিজের বউয়ের কথা মনে পড়ে না? নিজের ছেলের মুখটা মনে পড়ছে না?

    না, পড়ে না। চুরি করে কোথায়? পাবলিক প্রোফাইল দেখছি তো! বউ আছে বউয়ের জায়গায়। ওর ছবি দেখছি তো কী হয়েছে? প্রেম তো করছি না!

    কার সাথে লুকোচুরি খেলছো রণজয় সেন? নিজের সাথে? নিজেকে ব্লাফ দিচ্ছো? পরকীয়া হচ্ছে? পরকীয়া?

    ব্লাফ আমি কাউকেই দিচ্ছি না। জাস্ট ইচ্ছে হচ্ছে, দেখছি। দীপালিকে তো ঠকাই নি আমি! আর ঠকানোর কী আছে? শরীর নিয়ে অত ছুঁৎমার্গ আমার নেই।

    সাফাই দিচ্ছো? নিজেই নিজের কাছে? লিবারাল সাজছো? লিবারাল ঠাকুদ্দা?

    লিবারাল সাজার কী হল? আমি তো কিছু করি নি। শুধু ছবি দেখেছি ...

    মনে মনে চাও নি তুমি ওকে? আজ, এক্ষুনি যদি ঊর্মিলা তোমার ঘরে আসে, তুমি শোবে না ওর সাথে? পুরনো একতরফা প্রেমের দোহাই দিয়ে?

    কী সব অবাস্তব কথা? শোবার কথা আসছে কেন? ও-ই বা এখানে আসবে কী করে?

    প্রশ্ন এড়িয়ে যেও না রণজয়। তুমি ওর সাথে শুতে রাজি?

    পাগল নাকি? ওর নিজের সংসার রয়েছে, স্বামী সন্তান রয়েছে, আমারও নিজের বউ বাচ্চা রয়েছে, এই সব এইভাবে হয় নাকি?

    আবার লুকোচুরি খেলছো। ধরো যদি সংসার বউ বাচ্চা কোনওটাই কোনও বাধা না হয়, তুমি তখনও চাইবে ওকে?

    ... জানি না।

    তুমি ঊর্মিকে ভালোবাসো?

    কখনও ওকে নিয়ে ভাবিই নি।

    এখন, সব জানার পরে, ওকে ভালোবাসতে শুরু করেছো?

    ... জানি না, একে ভালোবাসা বলা যায় কিনা। রাইট নাও, আমি হাংরি। হাংরি সিন্স লাস্ট টু মান্থস। আই নিড ফুড। ফুড ফর মাই বডি, মাই সোল।

    সোল ফোল গুলি মারো, বডি চাও। তা ইন্টারনেটে তো অনেক বডি দেখতে পাওয়া যায়, তাই দিয়েই আপাতত খিদে মেটাও না কেন? ঊর্মির পেছনে পড়েছো কেন? ওর বডি তোমার পছন্দ হয়েছে?

    স্ক্রিনের দিকে তাকালাম। আমার প্রায় সমবয়েসী ঊর্মিলা এখন একজন মাঝবয়েসী মহিলা। কোনওমতেই ওকে আর যুবতী বলা যায় না। আমি কি সত্যিই ওকে চাইতে পারি? কোনও আকর্ষণ কি আর কাজ করছে আমাদের মধ্যে? কীসের জন্য আমি আমার মনের সঙ্গে অন্তহীন তর্ক চালিয়ে যাচ্ছি? এ সব তো গল্পে টল্পে হয়! আমি ঊর্মিলার সঙ্গে ...?

    রাত জেগে মাথা গরম হয়ে যাচ্ছে। কাল অফিস যেতে পারব না এক্ষুনি না ঘুমোতে গেলে। নিজেকে শান্ত করা দরকার। শরীরকে শান্ত করা দরকার।

    ল্যাপটপ বন্ধ করে, বাথরুমে ঢুকে দরজা আটকালাম।
  • Reshmi | 129.226.173.2 | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৯612677
  • মিশটেক মিশটেক, আগে লেখা হয়েছিল রণজয় আর দীপালির একটাই মেয়ে (২ নং কিস্তিতে) ঃ)
  • siki | 132.177.52.17 | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪৩612678
  • তাই তো! কট রেড হ্যান্ডেড।

    আরও মিশটেক আছে। আগের কিস্তিতে চণ্ডীগড় এক জায়গায় বম্বে হয়ে গেছে।
  • 4z | 209.7.156.134 | ০৪ জুলাই ২০১৩ ১৯:৩০612679
  • হয় হয়, পেট গরম হলে এরকম মিসকেট হয়। তা পরের কিস্তি আবার কবে আসবে?
  • siki | 132.177.52.17 | ০৪ জুলাই ২০১৩ ২০:০৩612681
  • হোপফুলি কাল। নইলে সোংবার।

    কিন্তু এর পরেও পরের কিস্তি পড়ার ইচ্ছে থাকছে? আমার ফ্র্যাংকলি চূড়ান্ত বোরিং লাগছে প্লটটা। এই দিয়ে গল্প হয় নাকি? প্রেডিক্টিভ ব্যাপার স্যাপার সব।
  • dd | 132.167.7.78 | ০৪ জুলাই ২০১৩ ২০:১০612682
  • প্লট আবার বোরিং হলো কোথায়? মোটেও না। এখন তো মাজপথে পালালে চলবে নি। নো নো নো।

    এখোন ক্যামনে গল্পোটা সেষ হয় সেটার দিকেই পাঠশকুনের চোখ।

    আমরা লাঠি নিয়ে দোরগোড়ায় খাড়িয়ে আছি, লালমাউসের আগে,নীলমাউস জাগে ইঃ।
  • sosen | 125.241.3.172 | ০৪ জুলাই ২০১৩ ২০:১৬612683
  • স্ট্রিপটিজটে থাগবে ত সেশ অব্দি ? অনেকদিনের সখ রে দাদা।
  • 4z | 152.176.84.188 | ০৪ জুলাই ২০১৩ ২০:২৪612684
  • গল্পের শেষ দেখতে চাই রে বাবা। এমনিতেই তো দিল্লীওয়ালারা শুরু করে শেষ করে না। ঝুলুক পাঠক এবার মগডালে :)
  • san | 113.245.12.170 | ০৪ জুলাই ২০১৩ ২০:৩০612685
  • আমি কিন্তু দুটো খুন অর্ডার দিয়ে রাখছি।
  • a x | 86.31.217.192 | ০৪ জুলাই ২০১৩ ২০:৪৭612686
  • আমার খালি একটাই প্রশ্ন - সিকির প্রোফাইলে ট্র্যাফিক বেড়ে গেছে কিনা।
  • Sibu | 183.60.205.153 | ০৪ জুলাই ২০১৩ ২১:০৯612687
  • রণ শেষে বাথরুমে ঢুকে গেল? যাঃ। ঃ-)
  • ম্যামি | 69.93.207.240 | ০৪ জুলাই ২০১৩ ২১:৫১612688
  • চৌত্রিশ বছরকে মাঝবয়েসি বলায় আপত্তি জানলাম।
  • ম্যামি | 69.93.207.240 | ০৪ জুলাই ২০১৩ ২১:৫৩612689
  • বয়েসটা একটু বাড়াবে কিনা ভেবে দেখতে পারো।
  • | 24.97.186.236 | ০৪ জুলাই ২০১৩ ২১:৫৭612692
  • অ্যাঃ সেশে জগন্নাথ! ;-p
  • | 24.97.186.236 | ০৪ জুলাই ২০১৩ ২১:৫৭612690
  • অ্যাঃ সেশে জগন্নাথ! ;-p
  • মৌ | 24.99.141.93 | ০৪ জুলাই ২০১৩ ২২:৩৮612693
  • ছোট খাটো ভুল ডোন্ট কেয়ার করে পড়লাম। টাইম নিয়ে(বেশী না) লিখুন।
  • siki | 132.177.52.17 | ০৪ জুলাই ২০১৩ ২৩:২১612694
  • কাল লিখব। পাক্কা। আজ ঘুমোই। কাল আবার ছানার ইশকুল। ভোর পাঁচটায় উঠতে হয়।
  • nina | 78.34.162.175 | ০৫ জুলাই ২০১৩ ০০:১২612695
  • হে হে হে অজান্তে মিস্টেক / মেয়ের জায়গার ছ্লে ঃ-)))
    ৯৫০ বন্ধু?! দেখি তো @অক্ষ ঃ-)))
  • aka | 79.73.12.107 | ০৫ জুলাই ২০১৩ ০০:৫৮612696
  • ফোকাস ফোকাস, অত ডিটেল দেখে লাভ নেই। আমি কি জিজ্ঞেস করেছি বাথরুমে ম্যাগাজিন আছে কিনা, ল্যাপটপে ওয়াই ফাই আছে কিনা।, ল্যাপটপে চার্জ ছিল কিনা এটসেট্রা এটসেট্রা।
  • siki | 132.177.52.17 | ০৫ জুলাই ২০১৩ ০৫:৫৩612697
  • ওগুলো তো পাঠকের কল্পনাশক্তির ওপর নির্ভর করছে। বাথরুমে তো লোকে অনেক কারণেই যায় :-)
  • rivu | 140.203.154.17 | ০৫ জুলাই ২০১৩ ০৬:০৫612698
  • হ্যান ঠিক এইরকম মুহুর্তেই মানুষ বাথরুমে গিয়ে ছ্যার ছ্যার করে পটি করে আর মন দিয়ে দেওয়ালের মাকড়শা গোনে।
  • siki | 132.177.52.17 | ০৫ জুলাই ২০১৩ ০৬:২৮612699
  • চান করে না?
  • a x | 86.31.217.192 | ০৫ জুলাই ২০১৩ ০৮:২৬612700
  • বরপশিতল জলে?
  • | 24.97.142.55 | ০৫ জুলাই ২০১৩ ০৮:২৮612701
  • কি সব সরলমতি লোকজন! বলে দিলাম জগন্নাথ ..... :-D
  • সিকি | 132.177.52.17 | ০৫ জুলাই ২০১৩ ০৮:৩৭612703
  • দ অত্যন্ত বুদ্ধিমান :)

    অক্ষদা, শরীল গরম হলে তো লোকে বরপশিতল জলই খোঁজে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন