এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সকল ভালোবাসায় ...

    siki
    অন্যান্য | ২৮ জুন ২০১৩ | ১৫৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 126.202.120.61 | ১৮ জুলাই ২০১৩ ০৯:০৩612526
  • কমঃ রণ খড়গপুরে পড়াশুনা করেছিলেন বেশ বোঝাই যাচ্ছে।

    সব সাদৃশ্যই অবশ্য কাকতালীয়। ;-)
  • ppn | 126.202.120.61 | ১৮ জুলাই ২০১৩ ০৯:০৭612528
  • হল্পো = গল্পো
  • ppn | 126.202.120.61 | ১৮ জুলাই ২০১৩ ০৯:০৭612527
  • ডিডিদার কথাটা আমারো - পেমের ছবি হলে দুটি রবীন্দোসঙ্গীত আর পেমের হল্পো হলে চাট্টি কবিতা গুঁজে না দিলেই কি নয়!

    আর লাস্ট অংশটা বাদ দিলেও বেশ হত। ওইখানেই ঝাপাং করে সেশ হয়ে যেত - ওই যেখানে বৃষ্টি ইঃ আসছে বলা হল - এর পরে কী হতে পারে আর কীই বা পারে না শ্যামলালেরা বসে বসে ভাবত। সব কিছু অত গজাল মেরে বুঝিয়ে দেওয়া আমার বিলকুল না-পসন্দ।
  • ladnohc | 116.196.251.56 | ১৮ জুলাই ২০১৩ ০৯:২৯612529
  • এটার একটা সিকোয়েল হোক, রাজীব আর দীপালির বয়ানে!
  • | 24.97.77.14 | ১৮ জুলাই ২০১৩ ০৯:৪৮612530
  • সিকির গপ্পে মানুষ মানুষীগুলি ঠিক বিশ্বাসযোগ্য নয়। কেন ল্কে জানে!

    আর অপ্পন, পড়াশোনার ব্যপারেও তো পষ্টকথায় কষ্ট নাই। দুইবার এয়েছিলেন :-))
  • san | 113.245.14.67 | ১৮ জুলাই ২০১৩ ০৯:৫৭612531
  • য্যানো টোনি রায়চৌধুরীর সিনিমা ! বাপ্রে !
  • san | 113.245.14.67 | ১৮ জুলাই ২০১৩ ১০:০৭612532
  • 'খারাপ মেয়ে হবার প্রস্তুতি' শুনে অবশ্য অঞ্জন চৌধুরীও ক্রমে আসিতেছেন !
  • de | 190.149.51.67 | ১৮ জুলাই ২০১৩ ১০:৪১612533
  • অ্যাতো জায়গা থাকতে শ্যাষে খড়্প্পুর!! ভাগ্যিস ব্যাংডেলে যায়নি!
    কিন্তু পরকীয়া-গপ্পের প্রথম ট্রাই হিসেবে বেশ হয়েচে --
  • sosen | 218.107.178.181 | ১৮ জুলাই ২০১৩ ১১:১২612534
  • স্ট্রিপ টিজ নেই, মার্ডার নেই, কিডন্যাপ নেই, অবৈধ বাচ্চা -কাচ্চা ও নেই ! ও সিকি! এ ক্যাঁও পরকীয়া?
  • Sibu | 183.60.205.153 | ১৮ জুলাই ২০১৩ ১১:১৪612536
  • এ হল PG-13 পরকীয়া।
  • ppn | 52.107.175.154 | ১৮ জুলাই ২০১৩ ১১:২৬612538
  • এ হল মধ্যবিত্ত বাঙালির ড্রইংরুমীয় পরকীয়া আকা টোনি রাচৌর পরকীয়া - স্যান যেমনটি কইল।
  • শ্রাবণী | 69.94.105.26 | ১৮ জুলাই ২০১৩ ১১:২৬612537
  • সিকি আবার নিজেকে বড় প্রমাণ করতে আমাদের মত গুরুজনকে দিদি ডাকেনা।
    এই গল্পের পর বোঝা যাচ্ছে আসলে সিকি সাঁঝের থেকে একটু বড়। তাই এবার থেকে বড়দের দিদি না, সোজা আন্টি বলে ডাকবে আর দেখা হলেই পা ছুঁয়ে পেন্নাম করবে।
    এরকম করতে করতে বিশ বাইশ বছর কাটলে বড় হয়ে নাহয় আরেকবার পরকীয়ার গপ্প লিখতে চেষ্টা করবে!:)
  • কৃশানু | 177.124.70.1 | ১৮ জুলাই ২০১৩ ১১:৩৪612539
  • এই টোনি রাচৌ টা কে? বারবার নাম দেখছি?
  • san | 69.144.58.2 | ১৮ জুলাই ২০১৩ ১১:৩৬612540
  • অনিরুদ্ধ রায়চৌধুরী। যিনি অন্তহীন, অনুরণন ইত্যাদি বানিয়েছেন।
  • কৃশানু | 177.124.70.1 | ১৮ জুলাই ২০১৩ ১১:৪১612542
  • ও। এই দুটো তো আমি দেখেছি। অন্তহীন এর ভিনদেশী তারা গানটা একটু অন্য মিউজিক দিয়েছে। তাও ভালই লেগেছে।
    এবাদে সিনেমাটা বেশ জালি।
    আর অনুরণন? ক্ষী হইতে ক্ষী হইয়া গেল!! ভয়ঙ্কর সিনেমা রে!!
  • ppn | 52.107.175.148 | ১৮ জুলাই ২০১৩ ১১:৪১612541
  • এবং অপরাজিতা তুমি।

    উফ্ফ, মনে পড়লেও হৃদকম্প হয়।
  • কৃশানু | 177.124.70.1 | ১৮ জুলাই ২০১৩ ১১:৪২612543
  • অপরাজিতা তুমি দেখিনি। তবে এ যে টোনি রায়চৌধুরী, সেটা জানতাম না।
  • siki | 132.177.157.201 | ১৮ জুলাই ২০১৩ ১২:০৩612544
  • দুম দুম দুম, ফটাস্‌!
  • san | 69.144.58.2 | ১৮ জুলাই ২০১৩ ১২:২৪612545
  • এটা কিসের আওয়াজ?
    দীপালির বর কি অবশেষে এক গুলিতে বৌকে খুন করে দিল?
  • kabya | 59.249.129.185 | ১৮ জুলাই ২০১৩ ১২:৪১612548
  • শেষ টা এই ভাবে ছরিয়ে পুরো তো কুমড়োর শাক চচ্চরি হয়ে গেলো। কোত্তো আশা নিয়ে বয়েচিলুম, যে উর্মি র বর আর দীপালি বেশ পিছন পিছন এসে হাজির হবে।
  • ppn | 52.107.175.150 | ১৮ জুলাই ২০১৩ ১২:৪১612547
  • গুলি তো তিনবার চলল!
  • san | 69.144.58.2 | ১৮ জুলাই ২০১৩ ১২:৪৫612549
  • আচ্ছা বেশ - তিনবার গুলি দুম দুম দুম, ফটাস মানে প্রাণপাখি বেইরে গ্যালো !
  • byaang | 132.172.227.220 | ১৮ জুলাই ২০১৩ ১২:৪৬612550
  • আরাবুল মে'মানুষ যদি পরকীয়া করার জন্য পাশের বাড়ির হরিপদমেসোমশাই কে জোটায়, তাহলে যা হয়, তাইই হয়েছে। এতে অ্যাত্তো নিরাশ হওয়ার কী আছে? এম্নি লেখকের থেকে এর থেকে বেশি আর কীই বা আশা করা যায়!
  • siki | 132.177.150.212 | ১৮ জুলাই ২০১৩ ১৩:২৬612551
  • হ্যাঁ, এইবারে নির্মোহ ব।

    প্রথম এবং সর্বপ্রথম বক্তব্য, গপ্পোটা অতি ঝুল হয়েছে, খুব সুন্দর সুন্দর বাংলা আর বাছাই করা কিছু কবিতার কোটেশন দিয়ে একটা হাফ কুকড হাফ পানু নেমেছে, না খাওয়া যাচ্ছে, না ওগরানো যাচ্ছে। আরে বাবা, সাহিত্য তো হয় নি বোঝাই যাচ্ছে, পানুই যদি লিখবি, তো হাত খুলে লেখ না। বটতলাও ছাপবে না, আনন্দবাজারও ছাপবে না, তো গুরুর কী দায় পড়েছে?

    লেখাটা লিখে আমি একেবারে সন্তুষ্ট হই নি। এটা আমার পছন্দের লেখা একেবারেই হয় নি, সেটা লেখাটা খানিক দূর পর্যন্ত এগোবার পরেই বুঝেছিলাম। গত এক বছরে বার কয়েক লেখালিখি করার চেষ্টা করেছিলাম, কিন্তু কী যে হচ্ছিল, কিছুতেই লেখা এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না। দু-পাঁচ পাতা এগোবার পরেই মনে হচ্ছিল, কিচ্ছু হয় নি। তাই পুরো ডিলিট করে ফেলেছি।

    তার পরে মাথায় এল, এখানে একটু একটু করে লিখে পোস্ট করে দেখি না, আমার মনোভাবটা সবার মনোভাবের সাথে মিলছে কিনা। সেই মত গল্পের পরের পার্টটা মডিফাই করে নেওয়া যাবে। তো, সেভাবেই এই লেখার শুরু। লেখার প্লটটা এসেছিল একটা ছোট্ট ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, আগেই লিখেছি। সেটা কী, শেষে জানাব; তবে পার্টে পার্টে লিখে এখানে পোস্ট করতে গিয়ে সবার থেকে যে রেসপন্স পেলাম, সেটা ওভারহোয়েলমিং। মজাটা হচ্ছে, লোকচরিত্র ওয়াচ করতে, কাটাছেঁড়া করতে আমি ভালোবাসি, কিন্তু অন্য লোকের জুতো নিজের পায়ে গলাতে গেলে সেটা ঠিক পেরে উঠি না। সেটা এখানে প্রতি পদে বোঝা গেছে। স্পেশালি মেয়েদের জুতো পায়ে গলাতে একেবারেই পারছি না, ওটা আমার কলমে আসছে না। এক্সপেরিমেন্ট হিসেবেই নিয়েছিলাম, এই তার ফলাফল।

    কিন্তু উপরি হিসেবে যেটা পেলাম, সেটা হচ্ছে তোমাদের সবার মতামত। অনেকেই রণ, দীপালি, ঊর্মিলা এদেরকে সত্যিকারের সিকি, সিকিনী ইত্যাদি ভেবে নিয়ে সিকির সা-নি নিয়ে টুকটাক মতামত রসিকতা করেছে। সিকি কী ধরণের মেয়ে দেখেছে, কী টাইপের পরকীয়া চিনেছে, সে সবই হল, কিন্তু সচেতনে বা অসচেতনে হোক, লেখাগুলোর মাধ্যমে কিন্তু তাদেরও সা-নি প্রকাশ পেয়ে গেছে। গল্পটার গতি তারা কে কোনদিকে চায়, সেটা দিয়ে তারা কে কী ধরণের মেয়ে দেখেছে বা পরকীয়া চিনেছে, সেই নিয়েও একটা দুটো হাল্কা আভাস পাওয়া গেছে কিছু ক্ষেত্রে।

    সব ক্ষেত্রে নয়। পার্সোনালি নেবেন্না।

    তো, লিখতে গিয়ে যেটা মূল অসুবিধে হল, সেটা হচ্ছে, একবার পোস্ট হয়ে গেলে সেটাকে আর মডিফাই করা যাচ্ছে না। ফলে সেই পোস্ট হয়ে যাওয়া অংশটাকে জাস্টিফাই করতে গিয়ে পরের অংশটা তৈরি করতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। পুরোটাই যদি অপ্রকাশিত থাকত, তা হলে অনায়াসে আমি কারসর ওপরে নিয়ে গিয়ে চরিত্রগুলোকে বা তাদের ডায়ালগগুলোকে অল্পবিস্তর মডিফাই করে নিতে পারতাম। ফর এক্সাম্পল, রাজীব লোকটিকে আমার চূড়ান্ত লুজার টাইপের লেগেছে। বউ তার ছেলের ডাকনাম রেখেছে স্কুলজীবনের প্রেমিকের নামে নাম মিলিয়ে, সেটা একজন ছেলের সারাজীবনের জন্য নিজেকে উইথড্র করে নেবার পক্ষে যথেষ্ট যুক্তি নয়। একেবারেই অবাস্তব ব্যাপার। আরও স্ট্রং কিছু যুক্তির দরকার ছিল। রাজীবের একটা গোপন পরকীয়ার দরকার ছিল। তা হলে হয় তো কেসটা স্ট্রং হত।

    কিন্তু শুরুতেই যে লিখে ফেলেছি, রাজীব জাস্ট ওয়ার্কোহলিক হয়ে গেছে। কোনও মেয়ের প্রতিও তার গোপন সম্পর্ক টের পাওয়া যায় নি। সেটা তো আর পালটানো যায় নি।

    আসলে, গল্পটা শুরু করেছিলাম যখন, তখন শুধু শুরুটা জানতাম। শেষটা নিয়ে ভাবিই নি। ভেবেছিলাম, লিখতে তো শুরু করি, লেখার ফ্লোয়ে একটা শেষ ঠিক এসে যাবে। এর আগেও তাইই হয়েছিল, কিন্তু এইবারে হল না, কারণ সচেতনভাবে আমি চরিত্রগুলোকে আমার থেকে আলাদা করতে চাইলাম, আর লোকে ভেবে নিল আমি আত্মজীবনী লিখছি। ;-) ফলে আরও বেশি সচেতন হতে গিয়ে আরেকটু বেশি ছড়িয়ে ফেললাম আর কি।

    পরে ভেবেচিন্তে গল্পটাকে আরও ঘষামাজা করব, হয় তো অন্য রকম পরিণতি একটা কিছু করে নেওয়া যাবে। গোটা গল্পে দুই তরফেই বাচ্চারা ভীষণভাবে ইগনোরড। ঊর্মিলার ছেলে মেয়ে, আর রণের ছেলে। সবাই নিজের কথা, বা নিজের স্পাউসের কথা ভেবে গেছে, কিন্তু নিজের সন্তানের কথা দুজনের কেউই ভাবে নি বিশেষ, শেষ চিঠিতে ঊর্মিলা তাও কিছুটা লিখেছে, রণের দিকে একেবারেই উল্লেখ নেই।

    এইবারে লজিকের কথা।

    উল্টোডাঙাতে আমি পায়ে হেঁটেছি মাত্র একবার। তাই ওখানে ওষুধের দোকানের রেফারেন্সের মাহাত্ম্য বুঝতে পারি নি। এমনকি ওখানে বসে খাবার মত আইসক্রিম পার্লার আছে কিনা, তাও জানি না। জাস্ট প্লেসহোল্ডার হিসেবে জায়গাটার নাম দিয়েছি, লেকটাউনও ওই হিসেবেই।

    বনধের সন্ধ্যেয়, বনধ শেষ হবার পরে, সোয়া এক ঘণ্টায় উল্টোডাঙা থেকে হাওড়া স্টেশনে পৌঁছবার অভিজ্ঞতা আমার নিজেরই আছে, যদিও সেটা অনেক দিন আগের ঘটনা, তবে হাওড়া থেকে খড়গপুরে যাবার জন্য ট্রেন সন্ধ্যের দিকে পরপর পাওয়া যায়। লোকাল কমে যায়, এক্সপ্রেস চলে বেশি, তাই ওদের আমি এক্সপ্রেস ট্রেনেই উঠিয়েছি। সেটা রাত নটা হতে পারে, সাড়ে নটা হতে পারে। খড়গপুরে পৌঁছতে লাগে পৌনে দু ঘন্টা। গোলবাজারে অনেক রাত পর্যন্ত হোটেল পাওয়া যায়। সিকি নিজেই একদা রাত এগারোটায় তার ভাবী বউকে নিয়ে গোলবাজারে ঘর খুঁজে পেয়েছিল।

    এর সাথে সিকির খড়গপুরে পড়াশোনা করবার কোনও লিঙ্ক নেই। খড়গপুরে পড়াকালীন সিকি বেশ অনেকবারই এসেছিল, আর ক্যাম্পাসেই ছিল। আপনারা জানেন না হয় তো, সিকিনী মেদিনীপুরের একটি কোঅপারেটিভ ব্যাঙ্কে কিছুকাল চাকরি করত যখন সিকি ভুবনেশ্বরে চাকরি করত। ফলে প্রায়শই তারা খড়গপুরে মিট করত।

    যাই হোক, আমি ঠিক এটা পরকীয়া লিখব বলে বসি নি, পরকীয়া করা মানুষ ঠিক নিজের চোখে কখনও দেখি-ও নি। ফলে ফার্স্ট হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড এক্ষপি নেই এ ব্যাপারে। নিজেই ডায়ালগের পর ডায়ালগ বানিয়ে ব্যাপারটা এসট্যাবলিশ করার চেষ্টা করেছি।

    এইবারে সইত্য ঘটনা।

    সইত্য ঘটনা এইটুকুই, আমাকে গত বছর আমার সেই স্কুলজীবনের এক বান্ধবী, যে এখন পশ্চিমবঙ্গেরই কোনও এক মফস্‌সল শহরে থাকে, (বর্ধমান বা ব্যান্ডেল নয়) বিবাহিতা, আমাকে জানিয়েছে সে আমাকে সেই ক্লাস টেন থেকেই নাকি ভালোবাসত, কখনও বলতে পারে নি, আর এখনও নাকি ভালোবাসে। কবে নাকি লাইব্রেরি থেকে আমি তাকে সাইকেলে বসিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, আমার হাতে নাকি তার হাত টাচ করে গেছিল বেশ কয়েকবার, এবং সেইসব অমূল্য স্মৃতি সে এখনও জমিয়ে রেখেছে। ... ইদিকে আমার এসব কথা অ্যাক্কেবারে কিছু মনে নেই। মেয়েটির বাড়ি গেছি বেশ কয়েকবার আড্ডা দিতে, খুবই সাধারণ টাইপের মেয়ে, অল্পবুদ্ধি, চট করে রিয়্যাক্ট করত তাই পেছনে লেগে মজা করতাম আমরা কজন ছেলেপুলে, এইটুকুই মনে আছে ওর সম্বন্ধে। তাকে আদৌ কোনওদিন সাইকেলে চাপিয়েছিলাম কিনা, তার হাতে আমার হাত টাচ করেছিল কিনা, ইন ফ্যাক্ট আমরা কোনওদিন লাইব্রেরিতে একসাথে বসে বই পড়েছিলাম কিনা, কিচ্ছু মনে নেই আমার। লাইব্রেরি আমি নিয়মিতই যেতাম বইটই পড়তে, কিন্তু সে কখনও যেত বলে আমার মনে পড়ছে না।

    এসব কথা সে যখন জানায়, আমি তখন আমেদাবাদে। এখন, আপনারা অনেকেই জানেন না গত বছর আমি আমেদাবাদে কখন ছিলাম। খুব অল্প দু একজন জানে শুধু। সেটা অলটুগেদার একটা আলাদা গল্প, এর পরে হয় তো সেটা নিয়ে লিখব। গল্প নয়, সত্যি ঘটনা, রিপোর্টাজ, বি যেমন বললেন, রিপোর্টাজ আমার বেশ ভাল আসে, তো, রিপোর্টাজই লিখব, সেটা আমি গ্র্যান্টি দিতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার আমেদাবাদ বেড়ানো একটা থ্রিলার টাইপের ব্যাপার। কল্পনার আশ্রয় নিতে হবে না, যা ঘটেছিল, তাইই লিখব।

    যাই হোক, বান্ধবীর এই সব কথা শুনে আমি স্রেফ মুচকি হেসেছিলাম। খানিক ডিগ আউট করেছিলাম ওর ব্যাপার জানার জন্য, তাতেই এটা লক্ষ্য করেছিলাম, ওর স্কুলের কোলিগদের সঙ্গে ফটো আছে, ওর ছেলেমেয়ের সঙ্গে ফটো আছে, কিন্তু কোত্থাও ওর বরের ছবি নেই। জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, অনেক রাত পর্যন্ত ফেসবুকে অনলাইন থাকে, খুব বেশি চাপাচাপি করলে বলে, বর তো আমার ভাইয়ের মত হয়ে গেছে, এইবারে ভাইফোঁটা দেব। ... আর খুব আমার আর সিকিনীর মধ্যে সম্পর্কের ব্যাপারে খোঁজখবর নিত। সরাসরি আমাকে কোনও পরকীয়ার অফার দেয় নি অবশ্য। দিলে কী করতাম, ভেবে দেখি নি। তবে আকৃষ্ট হবার মত তেমন কোনও কোয়ালিটি আমি তার মধ্যে পাই নি। শি ইজ নট অফ মাই টাইপ।

    না, সে কবিতাও পড়ে না। পড়াশোনার হ্যাবিটও নেই। ফেসবুকে তেমন অ্যাকটিভও নয়। মাঝেমধ্যে কিছু শেয়ার করা ভুলভাল জিনিস ছাড়া তাকে ফেসবুকে কিছু পোস্ট করতে দেখি নি। আর হ্যাঁ, তার বরকে দেখি নি, সম্ভবত তিনি ফেসবুকে নেই। তাই তিনি কী করেন, মাথায় টাক আছে কিনা, কিস্যু জানি না।

    দুজনকারই ফোন নম্বর দুজনের কাছে আছে। কেউই কাউকে ফোন করি নি যদিও। তো, আমার সইত্য ঘটনার এখানেই শুরু, এখানেই সেশ। বাকিটা পুরোটাই কল্পনা, আপন মনের মাধুরী মিশায়ে। তাই রণকে সিকি ভেবে কেউ কোনও অ্যানালজি টানবার চেষ্টাও করবেন না।
  • কৃশানু | 177.124.70.1 | ১৮ জুলাই ২০১৩ ১৪:২১612552
  • এই রিপর্তাজটা ভালো হয়েছে।
  • pinaki | 148.227.189.9 | ১৮ জুলাই ২০১৩ ১৪:৩৯612553
  • ইসে, মানে, তিনিও কি তাঁর ছেলের নাম তোমার নামে রেখেছেন?
  • siki | 132.177.150.212 | ১৮ জুলাই ২০১৩ ১৪:৪৭612554
  • না। ইন ফ্যাক্ট তার ছেলের নামও আমি জানি না। ডাক বা ভালো, কোনওটাই। আমার ডাকনাম সে জানে না, আমার ভালো নাম দিয়ে কারুর ডাকনাম রাখা সম্ভব নয়। ওটা নেহাতই ইসে।
  • Reshmi | 129.226.173.2 | ১৮ জুলাই ২০১৩ ১৫:০৬612555
  • এই একই নাম রাখার ব্যাপারটা খুব চেনা লাগছে, কোন সিনেমা তে ছিল? বঙ্কিমচন্দ্রের রজনী তে ছিল সেই অমরনাথ আর অমরপ্রসাদ এরকম কিছু একটা। সেটা অবশ্য পরকীয়াঘটিত কিছু নয়।

    গল্পটা প্রেডিক্টেবল, কিন্তু পড়তে ভালোই লাগল। আর চরিত্রদের খুব অবিশ্বাস্য কিছু লাগল না।
  • পটলা | 165.201.35.63 | ১৮ জুলাই ২০১৩ ১৫:৪৯612556
  • আমারো তো ভাল্লেগেছে! আমি কী তালে সিকির থেকেও ছোট? (মানে পরকীয়ার ব্যাপারে) ঃ(
  • sch | 132.160.114.140 | ১৮ জুলাই ২০১৩ ১৬:০০612558
  • একটা জিনিস একটু খটকা লাগলো --
    "মেয়েটির বাড়ি গেছি বেশ কয়েকবার আড্ডা দিতে, খুবই সাধারণ টাইপের মেয়ে, অল্পবুদ্ধি, "

    অ-সাধারণ আর বেশীবুদ্ধি হলে কি ভালোবাসা যেত???? মানে প্রেমে শুধু হাই আই কিউ আর এক্সেপেশানাল লোকেরাই প্রেম করতে পারবে??

    আমার মনে হল ওই "সইত্য ঘটনা" অংশটা দিয়ে বোধহয় লেখক নিজেকে ক্লিন চিট দিতে চাইলেন। দরকার ছিল কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন