এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.242.210.144 | ২৪ জুন ২০১৩ ১১:১২613716
  • ফিল্মটা দেখিনি, তাই মন্তব্য করব না। তবে যারা দেখেছেন ও এখানে নানান মন্তব্য করছেন তাদের কথা নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে।

    ঋত্বিক বা সেই অর্থে যে কোন ফিল্মকে তার সমকালে রেখে বিচার করুন। নাগরিক, পথের পাঁচালীর আগে রিলিজ করলে ঐ ছবিটাই ভারতীয় সিনেমার নতুন পথের পথ প্রদর্শক হতো, তাই নিয়ে বহু কথা হয়ে গেছে। নাগরিক প্রথম ছবি বলে আদৌ দুদুভাতু নয়। সেই সময়ে (পথের পাঁচালীরও আগে) ওর কাছাকাছি আধখানা ফিল্ম দেখান।

    সত্যজিত রায় ঋত্বিকের স্মরণ সভায় স্বীকার করে গেছেন, ১) ঋত্বিক আমাদের সবার চেয়ে বেশী বাঙ্গালী ছিলেন, ২) আমাদের মধ্যে হলিউডের প্রভাব অনস্বীকার্য। ঋত্বিক এর থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন।
    মৃনালবাবুর সিনেমাবোধ নিয়ে ওঁর পক্ষে ঋত্বিকের মেলোড্রামার তল পাওয়াটা বেশ চাপের। ওদের হলিউডি শিক্ষা শিখিয়েছে মেলোড্রামা, কোইন্সিডেন্স এসব শিল্পে পরিত্যাজ্য বিষয়। ওরা কোনদিনও এই উপমহাদেশের শিল্পভাষা নিয়ে মাথাই ঘামাননি। ঋত্বিক ঘামাতেন। ঘামাতেন বলেই নীতার মতো চরিত্র আসে। পরিত্যক্ত রানওয়েতে কালীবেশী বহুরূপী আসে। আসে মায়ের মতো বোন, যে দাদাকে বলতেই পারে "আমি তো তোমার মা-ই"। আর সেই বোনের হাতে উঠে আসে আঁশবঁটি চরম সর্বনাশ রুখতে, লেন্স ভরে যায় রক্তে। য়ুং বর্ণীত মাদার আর্কেটাইপের বাঙ্গালী চিত্রকল্প।
    যেদেশে চিৎকার করে বা প্রকাশ্যে কান্না অসভ্যতা নয়। যে দেশে জীবনের প্রতিটি ঘটনায় গান গেয়ে ওঠে মানুষ - জন্ম থেকে মৃত্যু। সে দেশে শিল্পভাষায় সুপারফ্লুইটি বা 'অতি'র ভূমিকা নিয়ে হলিউড শিষ্যদের ধারনা না থাকতে পারে, কিন্তু আমাদের পারম্পরিক শিল্পে তার নজির অজস্র।

    হয়তো কমলেশ্বরের ফিল্মটি ঋত্বিক মেড ইজি। যে অর্থে মনের মানুষ - লালন মেড ইজি। তবু হোক। লালন আসুন, ঋত্বিক আসুন আমাদের মধ্যবিত্ত আলোচনায়। ঋত্বিক বললে রোশনকুমার বোঝার হাত থেকে রেহাই পাক বাঙ্গালী।
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১১:৩২613717
  • আমি কাল অবশেষে দেখতে পেলাম। কিছু প্রশ্ন আছে।

    ১। মানসিক হাসপাতালে নাটক মঞ্চস্থ হবার আগের দৃশ্যে নীলকন্ঠর বুকে গুলি লাগল, ওটা কি নকশাল ছেলেটির পুলিশের এনকাউন্টারে গুলি খাবার অ্যালেগরি হিসেবে? সত্যি তো নয় বোধায়, কারণ তার পরেই তাকে হুইল চেয়ারে দর্শকের সান্মনের সারিতে দেখছি।

    ২। অভিজিৎ গুহ, অনির্বাণ গুহ (মনের মানুষে যিনি কাঙাল হরিনাথ শান্তিলালের সাথে নৌকায় এলেন) অভিনীত চরিত্রটি কার আদলে ছিল?

    ৩। যে সিনেমাটি দেখতে দেখতে দর্শকের 'রিপিটেটিভ, টিনের চালার বাইরে থিম আনতেই পারছ না' বলছিল, সেটি কি নাগরিক সিনেমার অংশ?

    ৪। বাগদি বউ স্টেশনে অর্ধমৃত পড়ে রয়েছে, ওটা তো সুবর্ণরেখায় বোধায়? (মারবে লোকে এই প্রশ্ন করলে, তবু ক্ষমাঘেন্না করে বলে দিন)।

    অনেকদিন পর আমার রুমাল শুধু চোখের জলে ভিজল, ঘামে নয়। নির্যাতিতা ফুলমণিকে পাঁজাকোলা করে নীলকন্ঠর অসহায় আক্রোশ - এই কামদুনির লজ্জার দিনে কী মর্মান্তিকভাবে জ্বলে উঠল প্রাসঙ্গিকতায়। আমি শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি রুমাল চেপে। পাশের লোক বোধায় টের পায়নি।
  • কৃশানু | 177.124.70.1 | ২৪ জুন ২০১৩ ১২:০৪613718
  • কাজু,
    ১) যুক্তি তক্ক আর গপ্প-র শেষটা ঐভাবে।

    ২) কোনজন এর কথা বলছ বুঝতে পারছি না। আমি অভিনেতাদের নাম মনে রাখতে পারি না। আরেকটু ডিটেইল দাও।

    ৩) সুবর্ণরেখা

    ৪) হ্যা, সুবর্ণরেখা

    লাস্ট সেন্টেন্স এর অভিজ্ঞতা আমার হয়েছে, প্রথমদিনই লিখেছিলাম, অশ্রুগ্রন্থি-র ওপর চাপ পরার কথা। দ্বিতীয়বার আর হয়নি।
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১২:৫৫613719
  • অভিজিৎ গুহ ডিরেকশান দেন, সাধরণতঃ সুদেষ্ণা রায়ের সাথে জয়েন্টলি, মোটাসোটা মত , সরু গোঁফ, কবিতা লেখেন, সেই প্রসঙ্গ তুললেন, তারপর গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও' শাশ্বত-র আবৃত্তি।

    অনির্বাণ গুহ মানে যিনি উপন্যাস লেখক, শান্তিলালের সাথে ছিলেন কোনো হোটেলে মদ্যপান করছিলেন, নীলকন্ঠ যার 'জঠর' গল্প সম্পর্কে বলল 'কাঁচা বটতলা'। হল?

    এঁরা কোন চরিত্রে ছিলেন?
    একজনকে ভায়োলিন বাজাতে দেখা গেল, উনি কে? সলিল চৌধুরীকে কি এখানে দেখা গেছে কোথাও?

    আর 'তিতাস একটি নদীর নাম'-এর অনুষঙ্গ কিসে এসেছে? নির্যাতিতা ফুলমণিকে কোলে তুলে চিৎকারের জায়গাটায়? আমি আসলে 'তিতাস' দেখিনি, টিভিতে দেয় নি কোনোদিন সুবর্ণরেখা আর এটা।
  • কৃশানু | 177.124.70.1 | ২৪ জুন ২০১৩ ১৩:০৬613720
  • অভিজিৎ গুহ - সলিল চৌধুরী।
    অনির্বাণ গুহ - সমরেশ বসু। ('জঠর' হচ্ছে 'বিবর' - কাঁচা বটতলা)

    ভায়োলিন - নাগরিক এর রেফারেন্স।

    তিতাস একটি নদীর নাম শুট করা হচ্ছিল, সম্ভবত:। বম্বে থেকে। এছাড়া আর কোনো রেফারেন্স ঠিক মনে পড়ছে না।
    'নির্যাতিতা ফুলমণিকে কোলে তুলে চিৎকারের জায়গাটায়?' তিতাস নেই।
  • saikat | 212.54.74.119 | ২৪ জুন ২০১৩ ১৩:৩৩613721
  • সিনেমাটা তো ঋত্বিক ঘটকের বায়োপিক নয়, সিনেমার শুরুতেই সেটা লিখে দেয়া হল, চরিত্র/ঘটনা ইত্যাদি কাল্পনিক সেটাও লেখা হোল মনে হয়। সাথে কোন মিল। কিন্তু তাও আমাদের অনন্ত কৌতুহল বিবিধ চরিত্রদের চিনে নেয়ার জন্য। সিনেমাটির উদ্দেশ্য তাহলে ব্যর্থ নয় কি ?
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১৪:০২613722
  • মিল নেই বলাটা কিন্তু ঠিক নয়। দিব্য মিল। তাই তো এত প্রশ্ন।

    আচ্ছা যুক্তি-তক্কো-গপ্পোতে তাহলে নীলকন্ঠ গুলিতেই মারা গেছিলেন? কার এবং কেন? না হলে ধোঁয়াশা যাচ্ছে না। এখানে সেটা সত্যি হিসেবে দেখানো বলে মনে হল না। সরি বড্ড প্রশ্ন করছি ছেলেমানুষের মত। ঃ))
  • কল্লোল | 116.77.173.25 | ২৪ জুন ২০১৩ ১৪:০৩613723
  • আসলে ঋত্বিক এতো কম দেখেছে লোকে, তাতে এই ঝামেলাটা হচ্ছে। আমাদের ভাগ্য ভালো, যে বেকার কালে মারা গেলেন ঋত্বিক, তাও বাম আমলে। ফলে রেট্রো হলো। ফিচার ডকু সব। প্রত্যেকটা দেখেছি, প্রতিদিন পরপর দুটো শো।
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১৪:৪৮613724
  • আবার মনে পড়ল। ওপরেও একটা বাকি আছে প্রশ্ন।

    তিনটি আলাদা আলোর সার্কলের মধ্যে নীলকন্ঠ, বিক্রম / বিজন ভাট্টাচর্য আর দুর্গা। সেখানে বিক্রমের মাথার ওপর ফাঁসির দড়ি ঝুলছিল, এটার তাৎপর্য কী? ধুর কেন যে পড়াশুনো করি নি ভালো করে !
  • কৃশানু | 177.124.70.1 | ২৪ জুন ২০১৩ ১৫:০৪613726
  • সৈকত বাবু - সিনেমার শুরুতে যেটা লেখা হয়েছে ওটা তো বিধিবদ্ধ সতর্কীকরণ :-) এই সিনেমাটা যে ঋত্বিক কে নিয়ে তা কি আমরা জানি না?
    যুক্তি তক্ক আর গপ্পতে নীলকন্ঠ পুলিশের গুলিতে মারা গেছিলেন, নক্সালদের কাছে ছিলেন তিনি সে সময়। গুলির লড়াই হয় নক্সালদের, পুলিশের সাথে।

    তিনটে আলো আলাদা করে - বিজন দুর্গাকে পালাতে বলছে, 'তুই চলে যা, তুই চলে যা'। মেঘে ঢাকা তারা তে নীতা-র বাবা (মনে রাখতে হবে ওটা বিজন ভট্টাচার্য ছিলেন) নীতাকে বলছেন, 'তুই চইল্যা যা, তুই চইল্যা যা' ।
  • + | 213.110.243.22 | ২৪ জুন ২০১৩ ১৫:০৯613727
  • সমরেশ বসু সম্পর্কে ঐ কাঁচা বটতলা বা এগুলো যুক্তি-তক্ক-গপ্পো তে আরো বেশি আছে।

    গোটা সিনেমাটায় এই একটা সিনেমার প্রভাব বড্ড বেশি।

    কাঁচা দর্শক হিসেবে, (সমালোচক বা বিজ্ঞ দর্শক নই) "মেঘে ঢাকা তারা" খুবই ভালো প্রয়াস। আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম দৃশ্য (কে যেন আগে লিখলেন এই নিয়ে) বা শেষ দৃশ্যে। আর রিপিটেশন-অতিকথন এগুলো তো ঋত্বিকেরও বৈশিষ্ট্য ছিল মনে হয়, তার প্রভাবিত সিনেমায় এগুলো থাকবেই। আর সিনেমার কি লক্ষ্য বুঝিনা ( অবুঝ দর্শক)। ঋত্বিক ঘটক সম্বন্ধে একটা সেন্টিমেন্ট কাজ করে, সেই কারণে দেখতে গিয়ে ভালই লেগেছে।

    তবে কখনো কখনো মনে হয়েছে শাশ্বত আরো বেটার করতে পারত হয়ত। শুভাশীষকে সবাই খুব ভালো বলছেন, কিন্তু আমার কখনো কখনো বড্ড ওভারয়াক্টিং মনে হয়্ছে।

    আর কাজুদার মত, অনেক সিনেরই মানে বুঝতে পারিনি, কিন্তু তাতে সিনেমার ঘোরটা একটুয়ো কমেনা।
  • কৃশানু | 177.124.70.1 | ২৪ জুন ২০১৩ ১৫:২৯613728
  • সিনেমার সেরা অভিনয় অনন্যা -এ ব্যাপারে ইন্দোদার সাথে সহমত। শুভাশিস আমার ভালো লেগেছিল, মনে হয়েছিল ওটাই চাওয়া হয়েছে। অতি-অভিনয় তো বটেই।
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১৫:৪৬613729
  • কিশানুদা ঠিক উত্তর দিয়ে যাচ্ছে। ঠিংকুস। ও। তাহলে কিন্তু গুলিতে নিহত হওয়ার দৃশ্যটা না করলেই হত, বিশেষ করে তার পরেই যখন ফিরে এল হুইল চেয়ারে।

    তবে শাশ্বতকে যে বলছেন ওভার-অ্যাক্ট, ডায়লগগুলো যা জ্বলন্ত কয়লার মত, ওরম অ্যাক্টিং ছাড়া চলত? আমি তো এই টই পড়ে-টড়ে দরকারী জিনিসগুলো গাঁতিয়ে, যেরকম পরীক্ষার আগে না জানা বিষয় মোটামুটি দু লাইন-ও যাতে লিখে আসা যায়, সেরকম করে দেখতে গেলাম। একেবারে স্ট্রিক্ট থেকে ওয়াচ করলাম, তাতেও দেখি 'লুনের পুতুল' হয়ে বসে আছি, সমুদ্র এসে গলিয়ে একেবারে ভাসিয়ে নিয়ে গেল।
  • কৃশানু | 177.124.70.1 | ২৪ জুন ২০১৩ ১৫:৫৭613730
  • 'না করলেই হত' টা খুব ঝামেলার জায়গা। ওই-যে পয়েন্ট কাটা প্রসঙ্গে বললাম যে :-)
    আমার তো মনে হয়েছে যে একেকটা শক সার্কল চলছে আরে একেকটা দৃশ্যের জন্ম হচ্ছে। এখানে অনেক এনাক্রনি আছে। কাজেই বাস্তবসম্মত বলছি না। কিন্তু যেন, বিভিন্ন দৃশ্যগুলো নীলকন্ঠ-র মাথার মধ্যে ছিল, থেরাপি সাইকেলে সেটা বেরিয়ে আসছে, নার্চারড হচ্ছে, মাদারড হচ্ছে।
  • dukhe | 212.54.74.119 | ২৪ জুন ২০১৩ ১৬:১৭613731
  • ভালো ছবি। খাসা ছবি। দিব্য ছবি।
    শুধু শাশ্বত যদি ফুটখানেক রোগা হতেন !
  • Kaju | 131.242.160.180 | ২৪ জুন ২০১৩ ১৬:৩৭613732
  • শাশ্বত-র এই একটাই মুস্কিল আজকাল। কিছুতে একটু চেহারার দিকে নজর দিচ্ছে না, চাইলেই একটু মোটা কমাতে পারে। হারাধন বহুদিন আগে বলেছিলেন অপুদা-কে। ভুঁড়িটা বড় চোখে লাগছিল, ঠিক। সব্যসাচী এই করে গেল।
  • kb | 213.110.240.200 | ২৪ জুন ২০১৩ ২০:৫৮613733
  • অনেক ক্ষেত্রে বলা হচ্ছে বাংলা সিনেমা ঘুরে দাড়াচ্ছে। তো তার উদাহরণ হিসাবে ধারা হয় বং কানেকশন, autoghraph , ২২ সে শ্রাবণ , মনের মানুষ ইত্যাদি । আমার তো মনে হয় না এই সিনেমা গুলোর একটাতেও মাথা খাটাতে হয়েছিল বলে।

    কিন্তু মেঘে ঢাকা তারাতে ভাবতে হচ্ছিল (at least আমাকে ) reference ta কোন সিনেমার বা কেন এসেছে। এত ভালো ভালো দৃশ্য ইদানিং কালের আর কোনো সিনেমায় দেখা যায়নি ।

    আর হাজার হোক সিনেমাটা সত্যজিত বা ঋত্বিক করেননি । কিন্তু সমালোচনাটা ওরকম একটা উচ্চতা থেকে করা হচ্ছে । আমি তো বলব একটু ক্ষমা ঘেন্না করে লোকের মুখে ঝাল না খেয়ে নিজেরা (যারা দেখেন নি ) দেখে ফেলেন ............ :)

    নাহলে হয়ত কোনো কালে কেউ বলতে পারেন " ওই সময় আমারও দুটো ফিল্ম বেরিয়েছিল দেখেছিলে ডাক্তার "
  • souvik | 132.169.220.197 | ২৫ জুন ২০১৩ ২০:২৫613734
  • এই তা দেখুন যদি না দেখে থাকেন অলরেডি



    On 100 years of Indian cinema, this is a tribute to master filmmaker ঋত্বিক ঘটক।
  • sarkar chaandaan | 141.228.29.126 | ২৬ জুন ২০১৩ ১১:০৫613735
  • সকল কে ধন্যবাদ কমেন্ট করার জন্য
  • sosen | 111.63.146.49 | ২৬ জুন ২০১৩ ১২:৫৭613737
  • আবার অপুদা কে?
    সবাইকে ডাকনামে দাদা বলে ডাকলে আমার মত ছাপোষা মানুষ চিনবে কি করে?
  • + | 213.110.243.21 | ২৬ জুন ২০১৩ ১৫:১৫613738
  • শাশ্বত = অপু
    শাশ্বতদা = অপুদা
  • Kaju | 131.242.160.180 | ২৬ জুন ২০১৩ ১৫:৪৬613739
  • এত চেনার দরকারই বা কী?
  • কৃশানু | 177.124.70.1 | ২৬ জুন ২০১৩ ১৬:২৮613740
  • এই দ্যাকো। কাজু যে কতো কিছু জানতে চাইল? তার বেলা? এই সুতোতেই তো।
  • কৃশানু | 177.124.70.1 | ২৬ জুন ২০১৩ ১৬:৩৩613741
  • ইনফ্যাক্ট, চিনতেও চাইল।
  • Kaju | 131.242.160.180 | ২৬ জুন ২০১৩ ১৬:৪২613742
  • কেউ বুঝেও না বোঝার ভান করে শুধু যদি ক্রিটিসাইজ করে তার উত্তর অমনি-ই হয়। আমি অপুদা লিখব না শাশ্বত চট্টোপাধ্যায় লিখব, সেটা আমার টাইপ করার ইচ্ছের ওপর ডিপেন্ড করে। এতে কারুর আপত্তি হলে আমার কিছু করার নেই।
  • Kaju | 131.242.160.180 | ২৬ জুন ২০১৩ ১৬:৪৩613743
  • এই ব্যাপারটা নিয়েও আগেও কথা হয়েছে।
  • A.Banerjee | 135.20.82.164 | ২৬ জুন ২০১৩ ১৭:৫২613744
  • ঠিক। ঘোঁতনদা ১৯৭৬ এর জুলাইতে ফিল্মবীক্ষণ পত্রিকার শারদীয়া সংখ্যায় এই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। গেঁয়ো যোগী তো, ভিখ পান নি।
  • কৃশানু | 177.124.70.1 | ২৬ জুন ২০১৩ ১৮:০৫613745
  • আমি কিছুতেই জানতে চাইব না ঘোঁতনদা কে। ব্যানার্জি বাবু, আমায় গাল দেবেননা।
  • | 60.82.180.165 | ২৬ জুন ২০১৩ ১৮:৫৩613746
  • মিঃ ব্যানার্জী আমাকে বলুন তো ঘোঁতন দা কে? আমি আবার ডাকনাম সংগ্রহ করতে খুব ভালোবাসি- কিরকম একটা আত্মার আত্মীয় গোছের ফিলিং হয়।
    তার উপর আবার আমার ছেলের নাম ঘোতন।
  • Kaju | 131.242.160.180 | ২৬ জুন ২০১৩ ১৯:২৬613748
  • টইটা বিপথগামী করার জন্যে দুঃখিত ডাকনাম ধরে ডেকে। সবাইকে কি আর ডাকা যায় ডাকনামে, যদি না খুব পছন্দের এবং দেখা হলে কোনোদিন খুব আপনার হতে পারতেন, এরম লোক না হয়? না হয় শাশ্বত চাটুজ্যেকে সামনে দেখিনি বা কথা হয় নি, হয়ত হবেও না লাইফে, তাতে আমার তাঁকে মনে মনে আপন করার রোগ তো যাবে না। খুব গোমড়ামুখো, রুক্ষ্ম, ক্যাটকেটে, দাম্ভিক লোককে কি আর নাম শর্ট করতে ডাকব? নিকুচি করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন