এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.93.246.110 | ০৭ জুলাই ২০১৩ ১৫:০৫613637
  • সুরমা দেবীর কথাটা ফেলে দেওয়া যায় না -- 'হোয়ারজ দি লাফটার?'
  • কল্লোল | 59.15.131.174 | ০৭ জুলাই ২০১৩ ২২:৫৩613638
  • তাতিন।
    আগে একটা পোস্টে লিখেছিলাম, রবীন্দ্র্নাথ তথ্যচিত্রে সুন্দর, কাহিনীচিত্রে রামকৃষ্ণ। ভদ্দরলোক ফিচার মেটিরিয়াল হয় না। ও দিয়ে চমৎকার ডকু হয়। ফিচার মেটিরিয়াল হতে গেলে তার মধ্যে ছোটলোকমী থাকতে হয়। তাই সত্যজিত নিয়ে তথ্য চিত্র হবে। কাহিনীচিত্রে ঋত্বিক। তাতে দোষের কি আছে? যে সাররিয়াল সিকোয়েন্সগুলো এসেছে - ছবি শুরুর ঐ আধা তৈরী বাড়ীতে বাচ্চাগুলোর বাড়ি খোঁজাটা বাদ দিলে, অন্যগুলো আমার ভালোই লেগেছে। ধূ ধূ মাঠে মানসিক হাসপাতালের টেলিফোন, বেশ ভালো চিন্তা। হ্যাঁ, হিন্দি বলিয়ে মানুষ কেন বাংলা ফিল্ম, তাও ঋত্বিকের ফিল্ম দেখবে ও ফিলসফি করবে, ঠিক বুঝিনি। তবে লোকটা ছবি আঁকে তো। কিন্তু সে বাংলা বললে হয়তো জার্কটা হতো না। লুকনো নকশাল দরকার ছিলো না। এরকম কিছু খুচ খাচ ঝামেলা আছে। তাতে কিই বা আসে যায়।
  • ranjan roy | 24.99.129.88 | ০৮ জুলাই ২০১৩ ০১:২৫613639
  • কল্লোলের ডকু ও ফিচারের মেটিরিয়াল নিয়ে বক্তব্য ব্যাপক লেগেছে।ঃ)))
  • debu | 82.130.151.116 | ০৮ জুলাই ২০১৩ ০৯:৫৬613640
  • http://en.wikipedia.org/wiki/Jolly_LLB
    সিনেমাটা দেখুন Jolly LLB ভালো লাগবে
  • ভৃগু | 213.197.118.88 | ০৮ জুলাই ২০১৩ ১৭:০৩613641
  • গতকাল সিনেমাটা দেখলাম। ফিলিম এসটাডিঝ-মার্কা পোঁদ-শুঁকাশুঁকি কথা শুনতে শুনতেও কী মনে করে দেখতে গিয়েছিলাম। মণ্বন্তর দেখি নাই, এটম বোমা দেখি নাই। তবে পরোক্ষে রিফিউজি পরিবারে বড় হওয়ার সুবাদে দেশভাগ শুনেছি, নিজের মতো করে ঋত্বিক দেখেছি। সেই সামান্য বোধে কিছু কথা বলা।

    খুঁত ধরা যায় ত অনেক। শ্বাশত ব্যাটার ঢ্যাপস চেহারায় অনাহারী ঋত্বিক কল্পনা করে নিতে একটু কষ্টই হচ্ছিল। "বাগদী বউ" বলে আর্ত-চিৎকারের সময় অভি ভট্টাচার্য সাজা চরিত্রটা দেখে হাসি পাচ্ছিল। হারবার্ট শুভাশিষ ম্যাসিভ ছড়িয়েছে "রাত কত হল, উত্তর মেলে না" আর "I accuse" বলতে গিয়ে। অনিল চাটুজ্জে, সুপ্রিয়া ও অন্যান্য লোকজনকে দেখে বিরক্ত হচ্ছিলাম। তবে তৃপ্তি মিত্রর আর অনন্যার মধ্যে বেছে নিতে বললে আমি অনন্যাকেই নেব-প্রথম মহিলা অতিশয় অসহ্য। শেষে সাঁওতাল মেয়ে পরিবেশিত তনুশ্রী শংকরের ব্যালে দলের ট্রেডমার্ক কুংফু নাচ জাস্ট নেওয়া যায় না। তা সত্তেও বলা, ঋত্বিক ঘটক সঞ্জয় মুখুজ্জে বা কারুর বাপের সম্পত্তি নয়। যে-কেউ নিজের মতো করে রি-ইন্টারপ্রেট করতেই পারে। পাগুলউ ৪২০ শালা নিয়ে কেন প্রতিবাদ করেন না এরা ?

    সিনেমাটা দেখার পর মনে যে ভাললাগার অবশ ভাব এলো, তা বহুদিন আসেনি। হেরে যাওয়া মানুষদের মন অবশ হয় না। তবু হল। খেয়াল করলাম পর্দার সাদা-কালোয় যখন রঙ এল, তখন নিজের অজান্তেই আলোর পথ যাত্রী গুন-গুন করছি, গলা মিলিয়েছি। মনখারাপটা, কান্নাটা, এক ধাক্কায় কেটে গেল। যারা দেখেননি তাদের বলছি, অবশ্যই একবার দেখুন।

    একটা বিষয় তো আমার ফাটাফাটি লেগেছে। বাংলা সিনেমার অনেক এঁদো গলিতে অনেকরকমভাবে নসকাল মারানো হয়েছে বটে, কিন্তু "রাষ্ট্র থাকলে রাষ্ট্রদ্রোহিতা থাকবেই" আর "দেশের মানুষের পিঠে ছুরি মেরে স্বাধীনতা তখনও মানিনি, এখনও মানিনা" এইভাবে পাশ ঘেঁষে ডাইলগ বলা হয়েছে কি-না খেয়াল পড়ছে না। পষ্ট খেয়াল করে দেখিছি, তলায় "smoking কিল্ল্স"র মতো সতর্কীকরণও ছিল না।
  • Adheesha Sarkar | 126.202.198.170 | ০৯ জুলাই ২০১৩ ০২:১০613642
  • একটা আধবুড়ো পাগল (clinically mad) আমার হাত ধরে আছে। সে আমার জন্যেই বেঁচে ছিল। সে বেঁচে ছিল বাস্তুহারা, শরনার্থী বঙ্গবালার জন্য। "মোদের কোনো ভাষা নাই, মোদের কোনো দ্যাশ নাই..." আমিও তেমনই একজন। সে আমার হাত ধরে আছে। বলছে - "I accuse". আবার নিজেই প্রশ্ন করছে, "কারে?" উত্তরও দেয় নিজেই, "কারেও না"।
    তাকে সহ্য করতে পারল না সমাজ এবং রাষ্ট্রযন্ত্র। সিসিফাসের মত তাকে শাস্তি দেওয়া হল পাথর বয়ে চলার। যাতে তার শক্তি ক্ষয় হয়। যাতে সে তার তেজে বাকিদের পুড়িয়ে না ফেলে।
    - "আমার রোগটা ধরতে পারলে ডাক্তার?"
    - "নাঃ... আপনি জীবনের কথা বলেন, সেখানে আলো। অথচ নিজের ব্যক্তিজীবনের প্রতি আপনি উদাসীন, সেখানে অন্ধকার"।
    - "হাহ... আচ্ছা, বলতে পারো, আগুনের physical compositionটা ঠিক কি?"
    সে ছাড়া আর কেই বা আমার হাত ধরে বলতে পারত, "যেতে নাহি দিব". সে ছাড়া আর কেই বা আমার মুখের দিকে চেয়ে গাইতে পারত, "কেন চেয়ে আছো গো মা?" সে ছাড়া আর কেউ চেনেনি আমাকে। সে ছাড়া আর কেউ বোঝেনি।
    ঋত্বিক।
    রোশন নয়, ঘটক।
    আলো নয়, মাতৃগর্ভের অন্ধকার।
    'মেঘে ঢাকা তারা'-র পরিচালককে স্যালুট জানাবার ভাষা আমার জানা নেই। আর কিছুর জন্য নয়, শুধু সেই আধবুড়ো পাগলটাকে এত যত্ন করে কাছে ডাকার জন্য।
  • শঙ্খ | 118.35.9.186 | ০৯ জুলাই ২০১৩ ০৬:৪৩613643
  • যত রিভিউ পড়ছি, সিনেমাটা নিয়ে ততই ভয় বাড়ছে ঃ-)) এ জিনিস হজম হলে হয়।
  • sinfaut | 127.194.227.105 | ০৯ জুলাই ২০১৩ ০৯:৪৮613644
  • আগুনের ফিজিক্যাল কম্পো? ! এ কি রেটোরিকাল কোস্চেন নাকি?
  • ranjan roy | 24.96.40.70 | ০৯ জুলাই ২০১৩ ১১:১৫613645
  • অ্যাই শঙ্খ,
    সিনিমাটা দেখে ফেলুন, ভয় কেটে যাবে। যত ভয় ফাঁসির আগে। হয়ে গেলে কোন ভয় নেই। আমিও ভয় পাচ্ছি। তাই দেখবো।
  • Kaju | 131.242.160.180 | ০৯ জুলাই ২০১৩ ১১:৪৩613647
  • আগুনের physical composition নয়, physical state।
  • b | 135.20.82.164 | ০৯ জুলাই ২০১৩ ১৪:০৯613648
  • রঞ্জনদা, সিনেমাটার এরকম বিজ্ঞাপন দিলেন সেশ অবদি?
  • b | 135.20.82.164 | ০৯ জুলাই ২০১৩ ১৪:১১613649
  • ওর সাথে সুকুমার রায়ের 'ভয় পেও না ভয় পেও না' এরকম একটা ছবি থাকলে ভালো হোতো।
  • ম্যামি | 69.93.241.131 | ০৯ জুলাই ২০১৩ ২০:০৩613650
  • :) :)
  • শঙ্খ | 118.35.9.186 | ০৯ জুলাই ২০১৩ ২০:১৬613651
  • রঞ্জনদা আবার আমাকে আপনি টাপনি বলা শুরু করলেন কেন? আরো ঘাবড়ে গেলুম।
  • dukhe | 212.54.74.119 | ১৫ জুলাই ২০১৩ ১৬:৩১613652
  • ছবিটা বোধহয় বাজার পেল না।
  • kiki | 69.93.209.227 | ১৫ জুলাই ২০১৩ ১৭:৪০613653
  • শাঁখ ভাই,
    দেখে নে। বিশাল কোন ঠকবি না।গ্রান্টি।

    দুঃখে,
    সত্যি তাই। আমরা জেদিন দেখতে গেলাম, সেদিন নবীনাতে ছয় কি আট জন ছিলো সাকুল্যে।
  • শঙ্খ | 169.53.46.143 | ১৫ জুলাই ২০১৩ ১৯:১২613654
  • কিকিদি,

    ওকিস। তবে এখানে তো হলে রিলিজ হবে না, ঐ ডিভিডি বা সামহাও কেউ এদিক ওদিক থেকে ঝেড়ে ওয়েব-রিপ বানালে পাবো।
  • Kaju | 131.242.160.180 | ১৬ জুলাই ২০১৩ ১০:৫৪613655
  • কদিন বাদে স্টার জলসাতেই দিয়ে দেবে। ভেঙ্কটেশের সিনেমা। তারপর দিয়ে দিয়ে পচাবে। যেমন 'যেখানে ভূতের ভয়' এর মধ্যে ৫০ বার দেয়া হয়ে গেল।
  • souvik | 132.169.232.227 | ১৬ জুলাই ২০১৩ ২৩:০১613656
  • উফ্ফ দেখে এলাম।এই অসম্ভব বাজে মাল টাকে এতো
    মহান সিনেমা বলা হচ্ছে কেনো সেটা বুঝ্লাম না।ritwik ঘটক মানে কি শুধু মোদো মাতাল আর পাগলা গারদ??
  • nina | 78.34.162.175 | ১৭ জুলাই ২০১৩ ০৫:৩৭613658
  • এটার লিঙ্ক পাওয়া যাবে--কেউ প্লিজ থাকলে একটু দিও।
  • + | 213.110.243.22 | ১৭ জুলাই ২০১৩ ০৯:৫২613659
  • কে যেন আগে লিখেছিল, সেটাই মনে পড়ছে। বাঙালীর ঠাকুরপুজো শেষ হবেনা।

    গুরুদেব-ঋত্বিক-দাদা সবাই এই লিস্টিতে। এদের কিছু খারাপ হতে পারেনা।

    এটা তো বায়োপিক নয়, এমনকি ঋত্বিক কে নিয়ে কি?? সেটাও কোথাও লেখা নেই, একটা মদো মাতালকে নিয়ে সিনেমা করেছে, ভেবে দেখলে ক্ষতি কি ? মাঝে মধ্যে কারোর আদল এলে এল।
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ জুলাই ২০১৩ ১০:২০613660
  • নিনাদি - এখনো লিং নাই মনে হয়।
    গান্ধী, ভাবের ঘরে চুরি করে লাভ কী? ঋত্বিক কে নিয়ে সিনেমা, এটা ধরে নিয়েই কথা হোক না :-)
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ জুলাই ২০১৩ ১০:২৩613661
  • ritwik ঘটক মানে কি শুধু মোদো মাতাল আর পাগলা গারদ?? সম্ভবত: নয়। তো, তাতে কি এলো গেল? ঋত্বিক ঘটক মানে যা, সেটাকে পুরোটা ধরতে কতক্ষণ লাগতে পারে?

    এর বাইরে কারুর 'অসম্ভব বাজে মাল' মনে হয়েছে, কারুর 'মহান সিনেমা'। এই নিয়ে বক্তব্য নাই।
  • কল্লোল | 125.242.232.211 | ১৭ জুলাই ২০১৩ ১০:৫৫613662
  • ফিল্মটা কারুর ভালো লাগতে পারে নাও পারে, সেটা অন্য কথা। কিন্তু ফিল্মটায় ঋত্বিকের নাটক, তাই নিয়ে পার্টির সাথে পোলিটিকাল ডিবেট, একটার পর একটা ফিল্ম, যুং ভাবনা এবং আবারও এক নাটকের শেষে ধর্ষিতা আদিবাসী বঙ্গবালার হাত ধরে দিগন্তবিস্তৃত সবুজে হেঁটে যাওয়া এগুলো ছিলো, মদ ও মানসিক রোগের হাসপাতাল সমেত ছিলো। সেগুলো চোখে না পড়লে - কি আর করা।
  • souvik | 132.169.219.135 | ১৭ জুলাই ২০১৩ ১২:০০613663
  • তা তারা যদি শুধু ফোকাস করে ঐ বোতল আর মানসিক হাস্পাতাল তা হোলে কি ই বা করবো।হা ছিলো পোলিতিকাল ডিবেট বা য়ুঙ্গ এবঙ্গ নাটক যেমন মদের সাথে চাঅট।কিন্তু তার রাজনীতি ,নাটক,Cinema এবঙ্গ অবশ্যই তার লেখা লেখি এই দিকে ক্যামেরা বেশিখন ছিলো না যতখন তার বোতোলে ছিলো।এই আর কি।

    আমি কোনো ফিল্ম expert নৈ কিন্তু ভলো ফিল্ম দেখ্তে চই। এখানে আগে ফিল্ম নিয়ে খুব ভালো ডিবেট পরেছি।এই ফিল্ম এর আলোচোনা টা খুব মন দিয়ে পড় ছিলাম তাই এই হতাশা টা বল্লাম ।না হলে generally আমি নীপাই থাকি।
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ জুলাই ২০১৩ ১২:০৫613664
  • ক্যামেরা বেশি সময়ে বোতলে ছিল? তাহলে ঠিক আছে।
    যুক্তি তক্ক আর গপ্পতেও তাই ছিল।

    আর মানসিক হাসপাতাল-টাই তো গল্পের সূত্রধর। সে তো থাকবেই। ঋত্বিক এর জীবন ও কর্ম, এই নামের ডকু-তো ইটা নয়।
  • Tapas | 127.211.86.109 | ১৭ জুলাই ২০১৩ ১৫:০২613665
  • আমি ভুল ও বলতে পারি, কিন্তু মনে হয় যু ত গ সিনামাতে কখনো বোতল বন্ধই করা হয়নি। এটাও একটা সিম্বল, সে আমার পছন্দ হোক আর না হোক।
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ জুলাই ২০১৩ ১৫:১৯613666
  • একদম ঠিক কথা। কখনোই বন্ধ করা হয় নি।
  • সিকি | ০২ অক্টোবর ২০১৩ ১১:০১613669
  • পাইকে গুছিয়ে এফসি। ইউ জাস্ট মেড মাই ডে। ডাউনলোড করে নিচ্ছি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন