এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১৩ ১৩:১০613603
  • কেন ইয়ে পাকা কেন? এই বিক্ষোভ প্রসঙ্গে বলছিনা, কিন্তু যদুপুর ফিল্ম স্টাডিজ তো খুবই ভালো জায়গা, খুব ভালো ফ্যাকাল্টি, ভালো ছাত্ররা পড়ে। আর কাজের কাজটাই বা কী কাজু?
  • h | 213.99.212.53 | ০৩ জুলাই ২০১৩ ১৩:১৩613604
  • এটা হিউম্যানিটিজ সম্পর্কে জেনেরাল বক্তব্য হওয়ার সম্ভাবনা।
  • h | 213.99.212.53 | ০৩ জুলাই ২০১৩ ১৩:১৬613606
  • আমার মনে হয়েছে এটা সিনেমা হিসেবে বানানো হয় নি, মেনলি নাটক হিসেবে বানানো হয়েছে, স্মৃতি আর ফ্ল্যাশব্যাক এর সাহায্য নেওয়া নাটক।

    মিউজিক স্কোর টা শুধু ভুলতে পারছি না, গায়ে কাঁটা দিছিলো, মিউজিক শুনে।
  • কৃশানু | 177.124.70.1 | ০৩ জুলাই ২০১৩ ১৩:১৬613605
  • জদুপুর ফিল্ম স্টাডিজ খুব-ই ভালো জায়গা।

    আর আসলে ইয়ে পাকা-র কিছু নেই।
    ব্যপারটা কিছুটা এরকম - কমলেশ্বর এর যে ইন্টারপ্রিটেশন তা তিনি দেখিয়েছেন, যার ভালো লেগেছে সে দেখতে বলেছে। যার লাগেনি সে খিস্তি করেছে।
    এবার খিস্তি করিয়ে কিছু মানুষ একজায়গায় হয়ে খিস্তি করতে চান। সেটা যাদের ভালো লাগবে তারা যাবে। যাদের ভালো লাগবে না তারা খিস্তি করবে।
    সেই খিস্তি করা যাদের ভালো লাগবে, তারা খিস্তি কে সাপোর্ট করবে। যাদের ভালো লাগে না তারা খিস্তির খিস্তির বিরুদ্ধে খিস্তি করবে।

    এরকমই।
  • Kaju | 131.242.160.180 | ০৩ জুলাই ২০১৩ ১৩:২২613607
  • আমি অকারণ বিক্ষোভ প্রসঙ্গেই বললাম, যেটা আরো অনেকেই বলেছে। ফিল্ম স্টাডিজ ডিপ কীরকম সে বিষয়ে জানা নেই, প্রয়োজনও নেই।
  • Blank | 180.153.65.102 | ০৩ জুলাই ২০১৩ ১৩:২৬613608
  • বিক্ষোভ কোথায় দেখিয়েছে !! সমালোচনা করেছে দেখলাম তো। সে যার পোষাবে না সে সমালোচনা তো করতেই পারে।
  • sinfaut | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১৩ ১৩:৩৩613609
  • তুমি তো বললে "সবেতেই" ইয়ে পাকা মতন, তাহলে শুধু এই বিক্ষোভ নিয়ে কখন বললে? আর কাজের কাজটাই বা কী?
  • Kaju | 131.242.160.180 | ০৩ জুলাই ২০১৩ ১৩:৪০613610
  • শুধু জাহাজের খবর নিয়েই তো আদার ব্যাপারীর চলে না। আবার সময় পাই, তারপর আবার রাজা উজির মারতে আপনাদের সাথে যোগ দেব, ঠিক আছে? ঃ)
  • Blank | 180.153.65.102 | ০৩ জুলাই ২০১৩ ১৩:৪২613611
  • কি ভায়োলেন্স !!!
  • কৃশানু | 177.124.70.1 | ০৩ জুলাই ২০১৩ ১৪:২৩613613
  • বিক্ষোভ বিক্ষোভ !
  • h | 213.132.214.155 | ০৩ জুলাই ২০১৩ ১৫:১৩613614
  • আমার জেনেরালি যেটা মনে হয়েছে, ঋত্বিক এর বায়োপিক করতে গেলে, অন্তত মানুষ টাকে শ্রদ্ধা জানানো যদি মেন উদ্দেশ্য হয়, তাইলে, একটা জিনিস প্রধাণতঃ অ্যাভয়েড করা দরকার ছিল। সেটা হল ওনার যেটা চালু ক্রিটিসিজম বা চালু প্রশংসার বাইনারি সেটার বাইরে বেরোনো। এই সিনেমা দেখার পরে, সেগুলো ই আবার বেশি জোর পাবে।

    আর বায়োপিক এর জন্য, যু ত গ-র ফর্মাট টার সবচেয়ে বড় সমস্যা হল, মানুষটাকে একটা ইনটেলেকচুয়াল কনভারসেশন এর মধ্যে বেঁধে ফেলা। এবং সুধু তাই না তার মধ্যেও ঐ বাইনারি র বাইরে বেরোতে না পারা।
  • কৃশানু | 177.124.70.1 | ০৩ জুলাই ২০১৩ ১৫:২১613615
  • 'আমার জেনেরালি যেটা মনে হয়েছে' - পার্টটুকু বাদ দিয়ে, কারণ ওটা সাবজেক্টিভ, হানু-দার বাকি কথাগুলোকে ক।
  • utsha ahmed | 127.194.210.85 | ০৪ জুলাই ২০১৩ ১১:৫৮613616
  • Bes koyekjon HARDCORE RITWIK ponthi dabidar sara jiban gacher o khabo talar o kurabo kore chaliye dilo.... kon 1 ta venkatesh er poisa y kon 1 natun director 'NILKANTHA BAGCHI' ke niye jai film banak, tate RITWIK to alochita hachche..ei tukui paona.... 5 er dasak thekei RITWIK KUMAR GHATAK er value keui mapte pareni. onake bhule jaoano r conspiracy chaleche..... SANJAY SIR der amal eo kichchu hoyni....ASUN - amra RITWIK niye lekha pori. onar film bar bar dekhi..... MADYAPAN r MA image niye chatkano komuk,
  • h | 213.132.214.156 | ০৪ জুলাই ২০১৩ ১৩:১৫613617
  • আগের পোষ্টো তে উত্সা আহমেদ(?) এর মতামত আমার ভালো লেগেছে। এই অবজেক্টিভিটি অবশ্য ছিনেমা য় না পোবোন্দে পাওয়া যাবে ;-)

    আসলে ছোটো থেকে সিনেমা না দেখার কারণে আমি সিনেমা মাল টা কেমন যেন সুবিদে করতে পারি না ঃ-)))))

    আমার আর এক ট্র্যাজেডি হল, ছোটো থেকে শরাবী, মুকদ্দর কে সিকন্দর দেখে বড় হবার পরে, হঠাৎ অকারণে এই সব আমায় দেখতে হচ্ছে কুটুম বাড়ির চাপে, খুব ই খারাপ ব্যাপার। সেই মানুষের ঘাড়ের উপর চড়ে টিকিট কাটা, বাথরুমের পাশের চায়ের দোকানে সাইকেল রাখা, এবং পয়সা থাকলে, ফেরার পথে কান ছাপ্পা চুল কাটা, এই সব নিয়ে এখনো উত্তম দা (বিচিত্রা সিনেমার পাশের সেলুন এর মালিক) দুঃখ করেন। বুড়ো ও হয়ে গেছেন। উনি অমিতাভ এর জন্য যা করেছেন, জয়াও করেন নি।
  • sinfaut | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১৩ ১৩:২৭613618
  • হা হা হা হা হা।
  • শ্রী সদা | 132.176.98.243 | ০৪ জুলাই ২০১৩ ১৩:২৮613619
  • ঃ)))
  • কৃশানু | 213.147.88.10 | ০৪ জুলাই ২০১৩ ১৫:৫১613620
  • :-)
  • কল্লোল | 37.97.25.25 | ০৫ জুলাই ২০১৩ ১১:৫১613621
  • আর একবার দেখলাম। এবার এরকম মনে হলো।
    মানসিক হাসপাতালে ওনার নাটক। সেটা এই ফিল্মে অনেক জায়গা নিয়েছে। পরিচালক গোটা ফিল্মটাই ভেবেছেন মানসিক হাসপাতালের পটভূমিকায়। মনে হলো উনি বলতে চইছেন, আসলে আমাদের গোটা সমাজটাই তো একটা পাগলা গারদ। তাই সেই সমাজের সবচেয়ে সুস্থ চিন্তা করা মানুষটিকে পাগলা গারদে যেতে হয়। সেইখানে আদিবাসী নারী, ধর্ষিতা নারী, নেচে ওঠে তার এতোকালের নীরবতা ভেঙ্গে। এটা যেদিন বাইরের পাগলা গারাদে ঘটবে,যেদিন ভারতের সবচেয়ে অবহেলিত, অত্যাচারীত, ধর্ষিত মানুষেরা তাদের নীরবতা ভাঙ্গবে, সেদিন আমাদের অসুখ সারবে।
  • Kaju | 131.242.160.180 | ০৫ জুলাই ২০১৩ ১১:৫৪613622
  • সুন্দর। এর কাছাকাছি-ই কিছু সেদিন বলতে চাইছিলাম। তা লোকে মাদার আর্কেটাইপ মাদার আর্কেটাইপ করে ঘুরিয়ে দিল।
  • h | 213.132.214.156 | ০৫ জুলাই ২০১৩ ১২:২১613625
  • কল্লোল দার ইয়ে আমরা ধরে নিচ্ছি পাকে নি।

    কল্লোল দা, এটা কে কম্প্লিমেন্ট হিসেবে নেওয়া কি তোমার এই বয়সে শিষ্টতা হবে ;-)
  • kb | 213.110.240.200 | ০৫ জুলাই ২০১৩ ১২:৪৩613626
  • ক ক ক ক ক

    কল্লোলদার পোস্ট এর জন্য ।
  • + | 213.110.243.22 | ০৫ জুলাই ২০১৩ ১৩:৩৬613627
  • অন্য বিষয়ঃ

    একজনের ফেবুতে দেখলাম। বাংলার সর্বাধিক প্রচলিত সিনেমার পত্রিকা আনন্দলোক "মেঘে ঢাকা তারা" কে ১০এ ৪.৫ দিয়েছে এবং খোকা ৪২০ কে ৮দিয়েছেঃ) সত্যি-মিথ্যে জানিনা, চেক করার ইচ্ছও নেই। খালি কোন মহান বিশেষজ্ঞ এটা করেছেন জানলে তাঁকে প্রণাম করতাম
  • san | 69.144.58.2 | ০৫ জুলাই ২০১৩ ১৩:৪৯613628
  • কনসিস্টেন্ট তো। দুটোকেই আট দিলে চিন্তার কথা ছিল।
  • কল্লোল | 116.66.171.102 | ০৫ জুলাই ২০১৩ ১৬:৪৮613629
  • হনু। আমার ইয়ে পাকে নি। তা বোধ হয় ঠিক বলেছিস। পাকলে তো ইয়ে টনটন কর্বে। আমাত্তো এখোনো কোত্থাও টনটন করে না।
    তাইলে আমি কি শিষ্টো?

    তবে অন্য পোসোঙ্গে তোরে এটা কথা কই।
    একবার কস্টো করে, আজকাল তো ডিভিডি ইঃ সবই পাওয়া যায়, গুরুর কটা বই দেকে নে। আর কোনো শা.. কুটুম্বাড়ি তোরে বাগাতে পার্বে না। দেকে নে - তীসরী মঞ্জিল (খবদ্দার তীসরী কসমের সাথে গুলাবী না), ব্রহ্মচরী, জংলী। এ তিনটে দেখে টিঁকে গেলে, পরের লেভেল।
  • b | 135.20.82.166 | ০৫ জুলাই ২০১৩ ২০:০৬613630
  • কল্লোলদা-র গুরু কি শাম্মি কাপুর?
  • siki | 132.177.52.17 | ০৫ জুলাই ২০১৩ ২১:০৯613631
  • মেঢাতা চলে গেল দিল্লি থেকে। :(

    পাইরেটেড এর খোঁজে আছি। অগত্যা।
  • tatin | 34.217.194.161 | ০৬ জুলাই ২০১৩ ১৮:২১613633
  • কল্লোলদা, সিনেমার শুরুতে আমার এই সম্বাবনার কথা মনে হচ্ছহিল, যে, পাগলদের চোখে ঋত্বিক কুমার ঘটক, কিম্বা ঋতিকের চোখে পাগলাগারদ ও সমাজ বা এসব কিছু দ্যাখা যাবে। কিন্তু লুকোন নকশাল আর দুর্বোধ্য কারণে হিন্দি বলা অনিন্দ্য ভীষণ হতাশ করলো।
    আমার সিনেমাটা নিয়ে ফিরে ভাবতে বসলে খালি চেষ্টিত আঁতলামি মনে হচ্ছে। সেরকম একটা ফর্ম আথায় ছিল,কন্টেন্টে ফেলতে গেলে ঋত্বিক ভালো সলিউশন কারণ একাধারে- মাতাল, বিপ্লবী, সৃষ্টিশীল, প্রতিবাদী, পাগল, ইউং পড়া ইত্যাদি, যে অ্যাস্পেক্টগুলো থাকলে গাঁতিয়ে ড্রিম সিকোয়েন্স বানানো যায়।
  • ranjan roy | 24.99.37.147 | ০৭ জুলাই ২০১৩ ০০:২১613634
  • "কুরু কুরু স্বাহা" নভেলে চিত্রনাট্যকার মনোহর শ্যাম যোশী ঋত্বিককে এঁকেছেন-- ইন্টেলে্ক্চুয়াল, মাদার ইমেজ, উপনিষদ, মার্ক্সবাদ, অ্যালকোহলের প্রতি অতিরিক্ত দুর্বলতা, পরাজয়ের মহাকাব্য রচয়িতা ও সেন্টিমেন্টাল ।কিন্তু ফিল্ম মাধ্যমে মাস্তান-আর্টিস্ট।
    নকশাল-প্রসংগ কেন? শুধু যুক্তি-তক্কোর জোরে?
  • achintyarup | 69.93.247.12 | ০৭ জুলাই ২০১৩ ০৪:২৩613636
  • সিন্মাটা দেখতে বেশ ভাল তো, চোখের আরাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন