এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 86.31.217.192 | ২৬ জুন ২০১৩ ১৯:৪৭613749
  • নো চন্নবিন্নু ফর ছেলে?
  • pi | 118.12.169.134 | ২৬ জুন ২০১৩ ১৯:৪৯613750
  • বাঁড়ুজ্জে মশায় ঃ))
  • | 60.82.180.165 | ২৬ জুন ২০১৩ ১৯:৫৫613751
  • নাঃ, অতি শ্রদ্ধেয়, তাই ব্যানার্জীবাবু অনুসারী।

    এদিকে উত্তর না পেয়ে পেট ফাটতে লেগেছে- ও ব্যানার্জী বাবু উ উ
  • | 24.97.74.150 | ২৬ জুন ২০১৩ ২০:১২613752
  • বাঁড়ুজ্জেমশাই,
    :-))))
    ইশ ঘোঁতনদা না হয়ে বেশ একটা 'অবিনস্বর মুখোপাধ্যায়' টাইপের গম্ভীর নাম হলেই লোকে দেখতেন ঠিক মনে রাখত।
  • | 24.97.74.150 | ২৬ জুন ২০১৩ ২০:১৩613753
  • *অবিনশ্বর
  • A. Banerjee | 135.20.82.166 | ২৬ জুন ২০১৩ ২০:২৫613754
  • নাঃ আর পারা গেলো না। আমি কি করে জানবো? কাজুকে জিগান।
  • jhumjhumi | 127.194.229.138 | ২৬ জুন ২০১৩ ২০:৪০613755
  • সিনেমাটা দেখলাম, খুব ভালো লেগেছে।একই সঙ্গে অতীত, বর্তমান, চেতন, অবচেতন মিলিয়ে এমন ছবি বাংলায় আর হয়েছে কিনা জানা নেই। আগুনের বেড়াজালের মধ্যে যখন নীলকন্ঠ বলছেন স্ত্রীকে 'যেতে নাহি দিব', আমার বড় ভালো লেগেছে। আরো অনেক ভালো লাগা মূহুর্ত রয়েছে।

    কাজুর বে দেওয়া হোক, বড্ড মাথাগরম করছে আজকাল।(ও কাজু রেগে যেয়ো না বাপু)ঃ-)
  • Kaju | 131.242.160.180 | ২৭ জুন ২০১৩ ১১:২০613756
  • কিশানুদা, শক্তির এলেজি-টা পুরো ঠিকঠাক লেখা তো ১ম পাতায়? 'পূর্ণতা পাঁঠার' দেখে কেমন ইয়ে লাগছে। 'পাথার' হবে বোধায়।
  • কৃশানু | 177.124.70.1 | ২৭ জুন ২০১৩ ১২:২৪613757
  • অফ কোর্স কাজু। পাথার-ই হবে :-)

    শক্তিতো তো শুনেছি ভাত খেতেন যাতে খেয়ে উঠে সিগারেট খাওয়া যায়। পাঠা-র পূর্ণতা উনি আর কি বুঝবেন। ওটা বুঝি আমি :-)
  • Kaju | 131.242.160.180 | ২৭ জুন ২০১৩ ১৩:১০613514
  • :-D
  • pi | 118.12.169.134 | ৩০ জুন ২০১৩ ২৩:৩২613516
  • "মনের মানুষ দেখতে দেখতে মনে হয়েছিলো লালনের ‘ইতিহাস, ভূগোল’ বদলে দেওয়া হয়েছে।।।
    বাইশে শ্রাবণে হাংরির কবিকে দেখে ধারনা করেছিলাম, কবিরা বোধ হয় মেলা পোড়াতেন আর ঘরে বসে কাঁচি দিয়ে কাগজ কাটতেন । তারপর শৈলেশ্বর ঘোষের প্রতিবাদের সাহিত্য পড়ে মাথা ঘুরে যায়।।।
    মেঘে ঢাকা তারা ২০১৩ দেখে বুঝিনি কথায় কথায় ঋত্বিক কেন দাঁত কেলায় ? ঐ ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়কে দেখাতে গিয়ে তিনি ঝুঁকেছিলেন মেলোড্রামার দিকে কিন্তু সুরমা ঘটকের সঙ্গে যে কেন তিনি নেচে নেচে কথা বলবেন তার কোনো যুক্তি তক্ক মাথায় ঢোকে না । ঋত্বিক কেন লিউ শাউ চি পড়বেন ? তিনি অনেক বেশি উৎসাহী ছিলেন মাক্সবাদের বেসিক তত্ত্ব পড়াশুনায় । অহরহ মদ গিলবেন কেন তিনি ? ‘মদ অনেকেই খায়, রাম শ্যাম বকুল পারুল এবং ঋত্বিক ঘটকের সম্ভ্রান্ত শুভানুধ্যায়ীদের প্রায় সকলেই । কিন্তু তাকে ব্রান্ডিং দিয়ে দেওয়া হলো । খ্রিস্টের যেমন ক্রশ,চে’র যেমন দাড়ি, ঋত্বিকের বোতল’। কেনকেনকেন তিনি কোন কেন তিনি কোন ভুমিকা না করেই বলবেন আমি কনফিউজড । তিনি যে সাধারন ভাবেই কনফিউজড এমন তো নয় ।
    গ্যালাখেলা শুরু হয়েছে । সবটাই মুনাফা কেন্দ্রিক । বাজারের মাল । আজকে বাংলা ছবির বাজারে ভেঙ্কটেস সেজেছে রিং মাস্টার । এর আগে সে খেলা দেখিয়েছে লালন, হাংরির কবিদের নিয়ে । এবার পালা ঋত্বিক কুমার ঘটকের । ভাবতে পারছি না একটা হাইভোল্টেজ আলোয় ভেসে যাচ্ছে স্টেজ,মোবাইল হাতে জনতা তারস্বরে চেঁচাচ্ছে আর কুলকুচি করছে ঋত্বিক।।। ঋত্বিক । আর খেলা দেখাচ্ছেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক । বয়স হয়েছে তো, মাঝে মাঝে হাপরের মতো টান উঠছে বুক ফুঁড়ে, আর তখনই একটা বেত অনেক উপর থেকে নেমে আসছে উলঙ্গ ঘটকের উপর । আর ক্রমাগত বলছে জারা নাচ কে দিখা ।

    তাই আমাদের আলোচনা,তক্ক,ঝগড়া-ডিভ্যালু ঘটক
    বক্তা- সঞ্জয় মুখোপাধ্যায়,অনিন্দ সেনগুপ্ত, এবং সুমন মুখোপাধ্যায়(হারবাট)
    বুদ্ধদেব বসু সভাঘর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ৪নং গেট "

    https://www.facebook.com/events/295127293967126/
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ০৬:৩৪613518
  • আমি দেখব না। কিছুতেই দেখব না। আমার সময়ের দাম নেই নাকি?

    ফেবু মিনিময় সম্পর্কে।
  • কল্লোল | 111.63.160.181 | ০১ জুলাই ২০১৩ ০৯:৪১613519
  • আমি বোধহয় আগে একটা পোস্টে লিখেছিলাম। মনের মানুষ হলো লালন মেড ইজি। তেমনই হয়তো মে-ঢা-তা, ঋত্বিক মেড ইজি। কিন্তু আমার তাতে কোন অসুবিধা ঠেকে না।
    লালনকে নিয়ে, যেমনটি সঞ্জয় বলেছেন, তেমনটি ফিল্ম বানাতে গেলে, সবচেয়ে আগে বাংলার বাউল-ফকিরদের সাধন তত্ত্ব জানতে হয়। তাতে একটা বড় ব্যাপার চারিচন্দ্র সাধনা। সেটি ফিল্মে দেখালে অ্যাডাল্ট বলেও সেন্সরে পাস করবে না। তার চেয়েও বড়ো কথা, যারা ফিল্ম দেখবে সেই নিম্ন/মধ্য/উচ্চবিত্ত শিক্ষিত (মানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া) বাঙ্গালী, হলে বমি করবে। তো, লালনকে এদের কাছে পৌঁছাতে গেলে মেড ইজিই বানাতে হয়।
    একই কথা ঋত্বিক সম্পর্কেও। ওঁর মার্ক্স-ইয়ুং ফিউশন, ওঁর মেলোড্রামা নিয়ে ভাবনা, ওঁর মদ খাওয়া, সোজা কথায়, ওঁর চিন্তাভাবনার পরিসর এতোটাই নিম্ন/মধ্য/উচ্চবিত্ত শিক্ষিত বাঙ্গালীর অপাচ্য যে ওঁর ফিল্মগুলো কেউ দেখেনি। আজও এই গুরুতেই "কোমল গান্ধার অতি ঝাঁটের" বলার মানুষ কম নেই। তাই হয়তো মেড ইজি। হয়তো একদিন বিজন ভট্টাচার্য্যেরও মেড ইজি হবে। এঁরা ঠিক বাঙ্গালীর বসার ঘরের "আগন্তুক" নন, যাকে এক চিমটে নুন দিয়ে হলেও বাঙ্গালী হজম করতে পারে।
    নিম্ন/মধ্য/উচ্চবিত্ত শিক্ষিত বাঙ্গালী বসার ঘরের আলোচনায় ঋত্বিক, লালন আসুক তো। যেমন করে সমকামীতা, "মেয়েলি" ছেলে, রূপান্তরকামীতা আরেক ঋ-এর দৌলতে শিক্ষিত বাঙ্গালীর বসার ঘরে ঠাঁই পেয়েছে, নাহয় একটু ভুরু কুঁচকেই, একটু ফিসফিসিয়েই।
  • sosen | 125.241.121.229 | ০১ জুলাই ২০১৩ ০৯:৫৭613520
  • এদ্দিন বাদে দেখলুম। খুব-ই মর্মাহত বোধ কচ্চি। নাহয় আমি কোন চিত্র পরিচালক / লেখক/বিখ্যাত ব্যক্তিদের-ই চিনিনে, ডাক নাম তো জানিইনে, দাদা-দিদি বলে ডাকা তো দূরের কথা, তাই বলে আমার জ্ঞানের অধিকারকে এভাবে পদদলিত করা কি উচিত?
  • dukhe | 212.54.74.119 | ০১ জুলাই ২০১৩ ১০:০৫613521
  • ধুর, ঋত্বিক না দেখা থাকলে এ ছবির মাথামুণ্ডু বোঝা যাবে না। মেড ইজি না ঘোড়াড্ডিম।
  • কৃশানু | 177.124.70.1 | ০১ জুলাই ২০১৩ ১০:০৭613522
  • কল্লোলদা - লুরুতে তো চলছে, একটু দেখে নিন না।
    আমার মেড ইজি মনে হয়নি। এ সিনেমা ঠিক বাঙালি মধ্যবিত্তের নেওয়ার নয় বলেই মনে হয়েছে। ঋত্বিক এর কোনো সিনেমা না দেখে, কিচ্ছু না জেনে এটা দেখতে যে বাঙালি মধ্যবিত্ত চলে যাবে, সে প্রবল অপ্রস্তুত হবে।
  • dukhe | 212.54.74.119 | ০১ জুলাই ২০১৩ ১০:১৩613523
  • ছোঃ, সোসেন মানিকদাকেও চেনেন না। দুয়ো।
  • কল্লোল | 116.66.132.157 | ০১ জুলাই ২০১৩ ১০:৩৯613525
  • এই দ্যাকো। অ সোসেন, আমি তো দাদা দিদি লিখি নাই।
    কিশানু, তুই লুরুতে কবে আসবি, তোরে আমি মাথায় করে স্টেশন বা অ্যার্পোর্ট থে নে আসবো।
    আজকে যাচ্ছি দেখতে - মে-ঢা-তা।

    দুখে। একদম ঠিক। ঋত্বিক পুরোটা না দেখা থাকলে, সম্ভবতঃ এটা দেখা চাপের। তবে এখন তো নেটে ঋত্বিক/ঋত্বিকের ফিল্ম নিয়ে নিয়ে প্রচুর লেখা পাওয়া যায়। একটু পড়াশোনা করে গেলে ভালো লাগবে হয়তো।
    এখন কেউ বলতেই পারে, ও বাওয়া, ফিলিম দেখতেও যদি পড়াশোনা করাস, তবে অমন ফিলিমের মুখে মুতে দেই। সেটা ভালো। যারা ওরকম ভাববেন তারা বরং মুতেই দিন। না না, তাবলে ওটা তোমায় বলিনি দুখে। তুমি বরং একটু পড়ে টরে আরেকবার............
  • কৃশানু | 177.124.70.1 | ০১ জুলাই ২০১৩ ১০:৪৭613526
  • একি কল্লোলদা!!
    সেমসাইড হয়ে গ্যাছে। দুখেদা তো খাঁটি দর্শক :-)
  • ppn | 190.215.77.48 | ০১ জুলাই ২০১৩ ১০:৫২613527
  • মালেশ্বরমে চলছে। ওরিয়ন মলে।

    দেখতে পাবার কোন সিনই নেই।
  • dukhe | 212.54.74.119 | ০১ জুলাই ২০১৩ ১০:৫৪613528
  • না না, আমারও ইচ্ছে ধরে ধরে ঋত্বিক রিভাইজ দিয়ে এটা আরেকবার দেখার। কিন্তু সে যে কদ্দিনে হবে কে জানে।
  • | 24.97.189.113 | ০১ জুলাই ২০১৩ ১০:৫৫613529
  • আহা সুষেণ,
    কাউরে কাকা, জ্যাঠাও কি ডাকো না? তাইলে অন্তত তোমারে জ্ঞানের অধিকারি বইলা ধরব লোকে।

    তবে মজার ব্যপার হল কাউরে কক্ষুণো জগ্‌জিৎ জেঠু, রফিকাকু, লতাকাকিমা, অমিতাভ্দা, রাজুদা বলতে শুনি নাই। অবাঙালীদের ক্ষেত্রে চ্যাষ্টা কইর‌্যাও নৈকট্য দ্যাখানো যাইব না বইলাই বোধহয়।
  • কল্লোল | 116.66.184.28 | ০১ জুলাই ২০১৩ ১১:১৮613530
  • ঋত্বিকের মদ খাওয়া। ঐ যে "শিক্ষিত" বাঙ্গালী নিতে পারে না। সঞ্জয় যেমন লিখেছেন -
    "অহরহ মদ গিলবেন কেন তিনি ? ‘মদ অনেকেই খায়, রাম শ্যাম বকুল পারুল এবং ঋত্বিক ঘটকের সম্ভ্রান্ত শুভানুধ্যায়ীদের প্রায় সকলেই । কিন্তু তাকে ব্রান্ডিং দিয়ে দেওয়া হলো । খ্রিস্টের যেমন ক্রশ,চে’র যেমন দাড়ি, ঋত্বিকের বোতল’। "
    বা ঋত্বিকের চিন্তা ভাবনা ও স্বীকারোক্তি নিয়ে চোঁয়া ডেকুর - "কেনকেনকেন তিনি কোন কেন তিনি কোন ভুমিকা না করেই বলবেন আমি কনফিউজড । তিনি যে সাধারন ভাবেই কনফিউজড এমন তো নয় ।"

    ঋত্বিক মদ খেতেন ও প্রবল মদ খেতেন, এতো প্রবল যে তার স্ত্রী তার সাথে থাকতে অস্বীকার করেন। অর্থাৎ "শিক্ষিত" বাঙ্গালীর সহ্যের বাইরে মদ খেতেন। এমন নয় যে সুরমা ঘটক রোজগারবিহীন মানুষটিকে নিয়ে সংসার চালাতে পারতেন না। বিষয়টা একান্তই বোহেমিয়ানিজম। নীলকন্ঠকে নিয়ে সংসার পর্বতকন্যার পক্ষেই সম্ভব। রম্ভা-মেনকা-ঊর্বশী বা অরুন্ধতী-স্বাতী-গৌতমী হলে, সুরমা যা করেছেন, ঠিক তাই করতেন। এবং এতে আমি সুরমার কোন দোষ দেইনে।
    নীললোহিতের কোন লেখায়, সমগ্র-টমগ্রয় নিশ্চই আছ, আবাপর রবিবাসরীয়তে ধারাবাহিকভাবে বের হতো - নীললোহিতের চোখের সামনে বা ওরকম কিছু একআটা নাম। তাতে ঐ বিখ্যাত চতুষ্টয় - সুনীল-সক্তি-শরৎ-সন্দীপন, যাদের মদ খাওয়া নিয়ে কথা হবে না, বীরভূমের গ্রামের রাস্তায় যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে ঝোপে ডাইভ মারে। একটা গাড়ি হুশু করে চলে গেলো, সমনের সিটের জানালা দিয়ে একটা হাতা গোটানো পাঞ্জাবী পরা হাত বেরিয়ে, হাতে বাংলার বোতল ও তারস্বরে রবীন্দ্রসঙ্গীত। ঋত্বিক যাচ্ছেন যু-ত-গএর আউটডোর শুটিংএ। তো? লুকানোর কি হলো? দেখতে পেলেই তুলে নিয়ে যাবেন। তো? না, এতো মদ খেতে হবে যে মরেই যাবো। এই হলো ঋত্বিকের মাল খাওয়া। না মদ খাওয়া বা মদ্যপান নয়।
    প্রথম পরিচয়, লেখা চাইতে গেছে কেউ, তাকে প্রথম সম্বোধন, "শুয়ারের বাচ্চা, মারবো পোঁদে এক লাথি"। কারন সেই তরুণটি যদুপুরে তুলনামূলক সাহিত্যে বুদ্ধদেব, নরেশ গুহের অনুরাগী ছাত্র এবং কথায় তাদের ছাপ স্পষ্ট।
    এবং তারপরই, "পাঁচ টাকা আছে?" তরুণটির কাছে কুড়িয়ে বাড়িয়ে দুটাকা ছিলো। তাই নিয়ে চুল্লুর ঠেকে বসে লেখা নিয়ে কথা হলো। এটা কি ভালো? এটা কি খারাপ? জানি না। এটুকু জানি "ভদ্র" নয়। অ-ভদ্র। যেমন একটু অন্যরকম অ-ভদ্র ছিলেন শিব্রাম, বিজন ভাট্টাচার্য এমনকি ইতিকথার মানিক।
    ওঁর শেষ ফিল্মে উনি নিজেই বারবার করে বলে গেছেন উনি কনফিউজড। "শিক্ষিত" বাঙ্গালীর তা হজম হয় না। গুরু বলে কতা। তার মধ্যে পোবোল পোতিদ্দন্দী শেষ ফিল্মে কি ভীষন ফোকাসড ও এতোটুকুও কনফিউসড নন। এ কি আর "শিক্ষিত" শিষ্যের পেটে সয়!!
  • pi | 118.12.169.134 | ০১ জুলাই ২০১৩ ১৮:৫০613531
  • কল্লোলদা, খুব সম্ভবতঃ ওটা সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা নয়। অনুষ্ঠানের উদ্যোক্তাদের বক্তব্য।
  • sahin | 212.90.101.30 | ০১ জুলাই ২০১৩ ১৯:২৮613533
  • cinemar kothai jodi aste hoi tobe bolbo ek kothai kmol babu asadharon.bangla film industry te ek biplober jonmo dilen..samakalin vabdhara area kichuta art kichuta commercial film tule dhorlen tollygung er rupali pordai.."kta suorer baccha chobir bapar ta bojhe"kothata khub ekta mitthe noi,hoito kichu galagal r desi mod cinemar mukkho vumikai avinoi koreche bola valo koreache..tobuo cinema hisabe 10 e 8 dewa jai jodi cinema r protagonist hoi nilkontho bagchi,kintu jodi ta na hoe ritwik ghatak hoi tobe 10 e 3 dewa jai..karon ritwik chilo na ai chobite borong chilo ek par matal...
  • sahin | 212.90.101.30 | ০১ জুলাই ২০১৩ ১৯:২৮613532
  • cinemar kothai jodi aste hoi tobe bolbo ek kothai kmol babu asadharon.bangla film industry te ek biplober jonmo dilen..samakalin vabdhara area kichuta art kichuta commercial film tule dhorlen tollygung er rupali pordai.."kta suorer baccha chobir bapar ta bojhe"kothata khub ekta mitthe noi,hoito kichu galagal r desi mod cinemar mukkho vumikai avinoi koreche bola valo koreache..tobuo cinema hisabe 10 e 8 dewa jai jodi cinema r protagonist hoi nilkontho bagchi,kintu jodi ta na hoe ritwik ghatak hoi tobe 10 e 3 dewa jai..karon ritwik chilo na ai chobite borong chilo ek par matal...
  • h | 213.99.212.54 | ০১ জুলাই ২০১৩ ১৯:৪৩613534
  • আমার যা যা বলার ছিল, সকল ই আপনারা বলে দিলেন, এটা কি ভালো হল।
  • জিগীষা | 127.194.101.63 | ০১ জুলাই ২০১৩ ২০:২১613536
  • শাশ্বত ' আমার প্রতিবাদের ভাষা ' গাইতে গিয়ে ভুল করে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন