এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১২১৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 78.33.140.55 | ১৭ জুলাই ২০১৩ ১৭:১৭617410
  • মোদির উত্থানে আমার খুব বেশি আপত্তি ছিল না প্রথমে। বিশেষত বহুদিন যাবৎ ভদ্রলোক সাম্প্রদায়িকতা ছেড়ে উন্নয়নের দিকে মন দিয়েছিলেন। উন্নয়নের রাজনীতিতে কেও জিতে আসলে আসুক।

    কিন্ত বর্তমানে যেভাবে তার প্রতি একটা সেকশনের অন্ধ সমর্থন বাড়ছে-এবং তারা স্যোশাল মিডিয়া এবং সর্বত্র জঙ্গীপনা করে বেড়াচ্ছে আমি শঙ্কিত এরা যদি ক্ষমতায় আসে ভারতে ফ্যাসিজমে উত্থান সময়ের অপেক্ষা মাত্র। মোদির প্রতি ক্রিটিক্যাল সমর্থনে আমার আপত্তি ছিল না-কিন্ত এই ফ্যানকুল জঙ্গী এবং এদের মধ্যে নাজিপার্টর সব লক্ষণ ফুলে ফুলে বেড়াচ্ছে।

    আমার ধারনা এটা নিয়ে গুরুতে আলোচনা হওয়া উচিৎ। ভারত খুব সাংঘাতিক দিকে এগোচ্ছে।
  • h | 213.99.212.54 | ১৭ জুলাই ২০১৩ ১৭:২১617521
  • যখন আপনার আপত্তি ছিল না, তখন ও ভারত মোদীর নেতৃত্ত্বে ভয়ংকর দিকেই এগোছিলো। গুজরাট টাও ভারত। শুধু উত্তরপ্রদেশ টা না। গত লোক সভা নির্বাচনেও মোদী কে প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট করার প্রচুর দাবী উঠেছিল। শেষ পর্যন্ত ওঁদের দলের/জোটের আভ্যন্তরীন কারণে সেটা হয়তো সম্ভব হয় নি। কিন্তু মোর ইম্পর্টান্টলি, তখনো ভারত নিশ্চিত ভাবে ভয়ংকর দিকেই এগুচ্ছিলো।

    প্লাস উন্নয়ন টা গুঅজরাটেও এমনকি, একটু কম ভয়ংকর হয়েছে মনে করার কি কারণ সেটা পরিষ্কার করে কেউ কি বলে দেবেন?
  • PT | 213.110.243.23 | ১৭ জুলাই ২০১৩ ১৭:৩৩617632
  • এ আর এমনকি অশনি সংকেত! শিখ পুড়িয়ে মেরেছি-ভোটে জিতেছি। বাবরি করেছি -আসন সংখ্যা ২ থেকে ১৪৪ করে হয়েছে। কারা যেন আমেরিকার বিরুদ্ধে সামান্য একটু ট্যাঁ-ফোঁ করেছিল-তাদেরকে সব রকমের আইনকক্ষ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। গোধরা করেছি-এবার প্রত্যাশিত প্রধানমন্ত্রী পাবই পাব।

    এতো শুধু এপিঠ-ওপিঠ করে রুটি সেঁকার খেলা!! জনগণ যা চায় গণতন্ত্রে তাইত হওয়া উচিৎ।
  • PT | 213.110.243.23 | ১৭ জুলাই ২০১৩ ১৮:১১617743
  • *২ থেকে ১৪৪ হয়েছে।
  • cm | 181.51.244.131 | ১৭ জুলাই ২০১৩ ১৮:২২617854
  • মোদীর সরকার কোন বাড়তি খারাপ হবেনা।
  • bip | 78.33.140.55 | ১৭ জুলাই ২০১৩ ১৮:৫৩617923
  • কোন রাজ্য ভাল করছে না খারাপ করছে সেটা বোঝার ভাল উপায় মাইগ্রেশন । গুজরাত থেকে কেও পশ্চিম বঙ্গে আসে বলে শুনিনি-বরং চারিদিকে দেখি লোকে পশ্চিম বঙ্গ থেকে গুজরাতে যাচ্ছে। সুতরাং তথ্য ছাড়াও, দুটো রাজ্যের মধ্যে একদম তুলনা চলে না -

    ইউ এস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিল এই আলোচনাতে আনা বামপন্থী তামাশা যার জন্য বামেরা ৫% থেকে গোটা দেশে ৩% এ নেমেছে। ২% ও নামতে পারে। কারন তারা ভুলে যায়, লোকের পেটের ভাত, জলের জন্য ইলেক্ট্রিসিটি আদর্শবাদের আগে স্থান না দিলে, তারা গোটা দেশে ১% হল বলে। মোদি আদর্শবাদের আগে উন্নয়নকে স্থান দিয়ে জনপ্রিয়তা পেয়েছে। এটা পুরো মিডিয়া প্রচার না । গুজরাতে গেলে সেটা টের পাওয়া যায়। আর সব থেকে বড় কথা গুজরাতের মুসলিমরা গুজরাত ছাড়ে নি-বরং মুর্শিবাদ, মালদার অনেক বেশি মুসলিম গুজরাতে গেছে। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এগুলো মোদির প্লাস পয়েন্ট।

    প্রশ্ন হচ্ছে, তার এই ফ্যানাটিক ফ্যান ফলোইং। এই উগ্র কালচারটা আমি নাজি বা ফাসিদের উত্থানে দেখেছি। মোদি যা করছে ঠিক-তার ভুল নেই- সে হি ম্যান। এই জাতিয় একটা প্রচার চলছে-যারা অন্য মত দিচ্ছে তারা দেশের শত্রু- তাদের খুন করে ফেললে ভাল হয়। এই ধরনের একটা আবাহ এরা তৈরী করছে-যা ইতিহাসে আমরা ১৯৩০-৪০ সালে জার্মানী এবং ইটালিতে দেখেছি। এটা নিশ্চিত ভাবেই খুব খারাপ দিকে টার্ন নিচ্ছে।
  • Sibu | 183.60.205.153 | ১৭ জুলাই ২০১৩ ১৯:০৩617934
  • হিটুবাবুও হেব্বি উন্নয়ন করেছিলেন বলে একটা গুজ্জব আছে বাজারে।
  • Blank | 180.153.65.102 | ১৭ জুলাই ২০১৩ ১৯:০৪617945
  • With the return of Narendra Modi as Gujarat chief minister for the third time, in the recent state elections, even the most optimistic of activists working with riot victims in Gujarat appear concerned. Sethi says that the exclusion of Muslims continues in Gujarat, with there being a "greater design to reduce the presence of Muslims to a few villages in each taluka and free the rest of the villages from Muslims". Hanif Lakdawala, director of the non-government organisation Sanchetna, which works in the areas of health and education, adds that subtle discrimination and social ostracism against Muslims continue in Gujarati society, pushing Muslims into ghettos. He warns that this will only reinforce the alienation the community already feels.

    http://infochangeindia.org/agenda/migration-a-displacement/in-gujarats-ghettos.html
  • bip | 78.33.140.55 | ১৭ জুলাই ২০১৩ ১৯:১৯617956
  • হিটুবাবুও হেব্বি উন্নয়ন করেছিলেন বলে একটা গুজ্জব আছে বাজারে।

    >>
    গুজব না -এটি সত্য। হিটলার জার্মানির যা উন্নতি করেছিলেন ৭-৮ বছরে তা পৃথিবীর ইতিহাসে কেও কোথাও করতে পারে নি। এটা খাঁটি সত্য।
  • h | 213.132.214.156 | ১৭ জুলাই ২০১৩ ১৯:৩৭617411
  • উন্নতি বলতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাসট্রিয়ালাইজেশন এর দৌড়ে, জার্মানি একটু দেরি তে এসেছিল। প্লাস কলোনি ছিলনা। তাই ডিমান্ড ইত্যাদির সমস্যা ছিল। ওয়ার ইকোনোমি কে, ১৯৩০ এর ডিপ্রেসন এর পরে, নতুন জব ক্রিয়েশন এর দিক থেকে দেখলে ভালো দেখাবেই। অসংখ্য যুদ্ধ সংক্রান্ত ইনডাস্ট্রি তৈরী হতে আরম্ভ করলো।

    ওয়ার ইকোনোমি র সুফল আমেরিকাও পেয়েছে। তবে তাদের কে নিজের দেশের একটা ধর্মের লোকেদের হত্যা করতে হয় নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তাদের কম বেশি তিন লাখ মানুশ এর মৃত্যু হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখুন, আমেরিকান ইকোনোমি তে ১৯৩৭ এর রুজভেল্ট নিউ ডিল এর পরবর্তী শ্রেষ্ঠ সময় ১৯৪০-৫০ এর দশক। বেবি বূমার দের ইমিডিয়েট প্রি কারসর। পরে ওয়ার ইকোনোমি রাখার জন্য, অন্যের দেশের নিরপরাধ লোক কে মারতে হয়েছে।

    এটাকে 'উন্নতি' বললে, অবশ্য কস্ট অফ 'উন্নতি' টাও একটু বলতে হয়। মোদীর উদ্বুদ্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে ;-)
  • সন্মিত চ্যাটার্জী | 213.171.245.72 | ১৭ জুলাই ২০১৩ ১৯:৫৫617433
  • গুজরাটকে বর্তমানে দেখানো হচ্ছে উন্নয়নের একটা নতুন মডেল হিসাবে।এমঙ্কি,অনেক মানুষ এরকম মতামতও পোষন করছেন যে হিন্দুত্ববাদ হোক বা দাঙ্গা হোক,যাই হোক না কেন,ওসব নিয়ে আলোচনা না করে বরং গুজরাট যেভাবে ‘উন্নয়ন’ প্রক্রিয়া চালিয়ে গেছে,সেটা অনুকরনীয়।বাজারী মিডি্য়াগুলোও মোদীর উন্নয়নের মডেলের মাহাত্ম্য প্রচারে পঞ্চমুখ।কিন্তু ঝাঁ চকচকে,হাইওয়ে শোভিত গুজরাটের আসল চিত্রটা কি?উন্নয়নটা ঠিক কিরকম??সমাজজীবনে তার প্রভাব কতদূর?এবং এই উন্নয়নের জন্য ওখানকার মানুশকে কি মূল্য দিতে হয়েছে?বা আদৌ এটাকে development বলা যায় কি???এই বিষয়গুলোর উপর আলোকপাত করে একটি ছোটো বই বার করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রসঙ্গ সমকাল এর পক্ষে থেকে। কিন্তু ব্যাপারটা স্বাভাবিকভাবেই ব্যয়বহুল।তাই নিজেদের fund ছাড়াও আমরা collection করছি।আপনারা চাইলে contribute করতে পারেন,তা সে যেকোনো মূল্যই হোক।বইটি লিখছেন সুমন কল্যান মৌলিক।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৭ জুলাই ২০১৩ ১৯:৫৫617422
  • মোদী আর হিটলারের এতো মিলের জন্যেই কি বিজেপি ঘেঁসা লোকেরা হিটলারের প্রতি সহানুভুতি-মনস্ক হয়?
  • Blank | 180.153.65.102 | ১৭ জুলাই ২০১৩ ১৯:৫৭617444
  • কি ভাবে কন্ট্রিবিউট করা যাবে?
  • pi | 118.12.169.134 | ১৭ জুলাই ২০১৩ ২০:০২617455
  • সন্মিত, মেইল আইডিটা একটু দিয়ে দাও।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২০:০৪617466
  • মোদিকে চাওয়া মানেই দাঙ্গা চাওয়া, মনে হয়না। দাঙ্গা কেউ চায় না। অনেক কারণ আছে। যে পরিবারে একজনও ডিসটিংগুইশড লোক নেই, সেই পরিবারকে দেশের ডিসটিংগুইশড লোকেরা মাথায় করে রেখেছে, এটা লোকের খারাপ লাগার কথা। চাকরিই যদি চাইব তাহলে রাহুল কেন, চাকরি মোদীও দিতে পারেন। ব্যাবসা করতে চাইলেও একই কথা। বরং ব্যাবসায়ীরা মোদিকে প্রেফার করবেন।
  • সন্মিত চ্যাটার্জী | 213.171.245.72 | ১৭ জুলাই ২০১৩ ২০:০৫617477
  • আমাকে আমার mail address এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।আমার mail address হল [email protected]
  • সন্মিত | 213.171.245.72 | ১৭ জুলাই ২০১৩ ২০:০৭617488
  • চেক পাঠাতে পারেন অথবা কলকাতার মধ্যে হলে দেখা করেও দিতে পারেন বা ব্যাংক অ্যাকাউন্টেও জমা করতে পারেন।
  • siki | 132.177.162.2 | ১৭ জুলাই ২০১৩ ২০:০৯617499
  • তা হলে তো মরিচঝাঁপি থেকে শুরু করে কেশপুর সিঙ্গুর নন্দীগ্রাম হবার পরেও বুদ্ধবাবু চাকরি দিচ্ছিলেন। লোকে খামোকা তাকে হটাতে গেল কেন?

    চাকরি দিয়ে কি গণহত্যার অপরাধ লাঘব হয়ে যায়?
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২০:১৯617510
  • অপরাধ লাঘব হয়না অবশ্যই। সেক্ষেত্রে এনাকে পোল কন্টেস্ট করা থেকে বিরত করতে হত। মরিচঝাঁপি ইস্যুতে সিপিএমের ভোট কমেছিল কি? ২০১১য় হারার কারণ আমার চেয়ে তোমরা ভালো জানবে।
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২০:৩৭617533
  • ওগুলো বহুকাল আগে পড়া হয়ে গেছে। যাই হোক, পশ্চিমবাংলায় বিজেপি নেই। কাজেই পশ্চিমবাংলায় বসে বিজেপি বিরোধিতা প্রোজেক্টে টাকা দিতে নারাজ।
  • h | 213.132.214.156 | ১৭ জুলাই ২০১৩ ২১:২১617544
  • বিজেপি সম্প্রতি মাল দা মুর্শিদাবাদ উপনির্বাচনে ১০% ভোট পেয়েছে। পোলিটিকাল ইসলাম ও অনেক ভোট পেয়েছে, এই মুহুর্তে পারসেন্টেজ টা মনে পড়ছে না। বর্ডার ডিস্ট্রিক্ট এ বিজেপি অনেক দিন ধরেই শক্তিশালী। বীরভূমে কোথাও কোথাও, পুনর-হিন্দু করণ চলছে। দুবরাজপুরের কাছে। বিজেপি বড় দল এবং এটা মনে করার কোন কারণ নেই, বিজেপির একার রেটোরিক এ ধর্মীয় আবেগ ব্যবহৃত হচ্ছে।
  • h | 213.132.214.156 | ১৭ জুলাই ২০১৩ ২১:২২617555
  • যাক বিজেপি ভোট পেয়ে আসন জিততে শুরু করলেই, ম্যামিদি পয়সা দিতে শুরু করবেন ঃ-))))) নট নেসেসারিলি ইন সেলিব্রেশন ঃ-) ))))))))))))))
  • maximin | 69.93.242.198 | ১৭ জুলাই ২০১৩ ২২:৪১617566
  • :) :)
  • বিপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০০:২৬617577
  • এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অনেক জেলাতে প্রচুর প্রায় ১৫-২০% ভোট পেল বলে। সেটা বড় কথা না -ভারতে যাহা বিজেপি, তাই সিপিএম, তাই কংগ্রেস।
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ জুলাই ২০১৩ ০০:৩৩617588
  • ও।
  • potke | 233.239.143.95 | ১৮ জুলাই ২০১৩ ০০:৩৪617599
  • মালদা থেকে লোকে গুজরাটে যাচ্ছে এই তথ্যের সূত্র কি? ইন্টার-স্টেট মাইগ্রেশন ডাটা আছে নাকি নেটে?
  • বীপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০০:৩৬617610
  • মাটিতে পা থাকলে জানতে পারতেন। মুর্শিদাবার এবং তার সংলগ্ন এরিয়া থেকে সব ভাল শাড়ির কাজ জানা বা জুয়েলারি ওয়ার্ক্স জানা লোক পাওয়া ্যায়। সুরাটে প্রচুর বাঙালী আছে -গহণা শিল্পে কাজ করে। মাসে ৬-৮ হাজার টাকা বেতন পায়। বস্তিতে থাকে। জিজ্ঞেস করে দেখে নিনি।
  • potke | 233.239.143.95 | ১৮ জুলাই ২০১৩ ০০:৩৮617621
  • ঃ)
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ জুলাই ২০১৩ ০০:৫৭617633
  • হায়, সুরাতের সেই বাঙ্গালিদের তো মাঝে মাঝেই বাংলাদেশি বলে খেদিয়ে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন