এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 86.31.217.192 | ২৮ এপ্রিল ২০১৪ ০০:৪৩617435
  • http://www.epw.in/commentary/resistible-rise-narendra-modi.html

    In fact, the rise of the BJP and the legitimisation of its ideology of Hindutva and politics of violence in the 1980-90 period, were made possible by a series of misdeeds of a professedly secular Congress government at the centre, beginning from the opening of the doors of the Babri masjid to the Hindu religionists. It then allowed the BJP-RSS-VHP axis to drum up Hindu sentiments over the Ram Janmabhoomi issue under their pilot L K Advani, whose ratha-yatra left a bloody trail of communal riots in its wake. Even after having witnessed the murderous consequences of such public demonstration by the forces of Hindutva, the Congress government in New Delhi accepted at face value their assurances of peaceful behaviour, and allowed their leaders and goons to assemble in Ayodhya, demolish the Babri masjid, and reopen the wounds of Indian history’s most shameful chapter of bloody Hindu-Muslim conflict in colours of mass violence not seen since the days of the 1947 Partition. The left and other democratic forces also failed to mount a counter-offensive against this march of the Sangh parivar’s juggernaut that was taking place under the benevolent auspices of the Congress regime’s policy of soft-Hindutva.
  • Ranjan Roy | ২৮ এপ্রিল ২০১৪ ১৯:৩৫617436
  • সত্যি কথা।
    এ আমাদের সার্বিক ব্যর্থতা।;((((
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৮ এপ্রিল ২০১৪ ১৯:৫৭617437
  • "রামরাজ্য হলে দেশের সমস্ত মুসলিম কমন ইন্ডিয়ান পিনাল কোডের আওতায় পড়ে যাবে, মুসলিম পার্সোনাল ল বোর্ডকে ঝাঁটার কাঠিতে ঝুলিয়ে আরব সাগরে ডুবিয়ে দিয়ে আসা হবে। এর পরে আর কেউ একটার বেশি বিয়ে করার সাহস দেখাক তো, রাজা রাম তাকে এমন সহবত শিখিয়ে দেবেন ।"

    এটা কি খুব খারাপ কিছু ?
  • দেব | 111.221.129.109 | ২৮ এপ্রিল ২০১৪ ২০:২০617438
  • না, খারাপ কিছু না।

    তবে এটা বাদ দিয়েও অনেক কিছু আছে সেই আর কি।
  • sm | 122.79.39.132 | ২৮ এপ্রিল ২০১৪ ২১:৪৮617439
  • আম্মো, ডিডির মত ভেবলে আছি।আমি ওয়ালমার্ট, টেসকো, সেন্সব্বুরী, সব চাই। ইন্ডিয়া তে ভালো দুধ ,দই স্যামন মাছ, এগুলো চাখতে পারছি না।টাটকা গব্যের অভাবে শরীলডা শুকনো হয়ে যাছে। এও একরম জীবন সংকট। আপ এলে কি কিছু প্রতিকার হবে? খুলে বলুন।
  • জগজীবন রাম | 213.110.246.23 | ২৯ এপ্রিল ২০১৪ ০০:১০617441
  • অনুপ্রবেশ ব্যাপারটা তো খারাপই।
    এখন বাংলাদেশ তো মুসলিম দেশ। ওখানে তো মুসলিম দের অসুবিধে হবার কথা নয়। আর হিন্দুদের উপর অত্যাচার তো চলেই। এই পরিপ্রেক্ষিতে শুধু হিন্দুদের আসতে দেয়া হবে এই কথাটার মধ্যে ভুল কোথায়। যদি দেখা যেত মুসলিম দের উপর অত্যাচার হচ্ছে তখন তাদের আসতে দিতে হত।

    আর একটা ব্যাপার বলুন তো মদির বদলে কে? কনগ্রেস ? তৃতীয় ফ্রন্ট তো জলে। আপ নতুন দল সরকার গড়তে পারবে বলে তো মনে হয় না । তাহলে?
  • sc | 132.164.230.179 | ২৯ এপ্রিল ২০১৪ ০৭:৫৬617442
  • মোদির বদলে কে, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। মনেপ্রানে চাইছি, এনডিএ বা উপা, কেউই যেন ক্ষমতায় না আসে। একদিকে ধর্মীয় উন্মাদনা, অন্যদিকে সীমাহীন দুর্নীতি। তৃতীয় কেউ আসুক, সেটাই চাইছি।

    আর "বাংলাদেশ তো মুসলিম দেশ। ওখানে তো মুসলিম দের অসুবিধে হবার কথা নয়।" এটা পড়ে অবাক হয়ে গেলাম। মশাই, অত্যাচারিত হয় মানু্ষ, মুসলমানও নয়, হিন্দুও নয়, মানুষ। আর বেশীর ভাগ সময়ে বেশী অত্যাচারিত হয় গরীব মানুষের দল। ওদিকে অত্যাচারিত হয়ে যদি কেউ এদিকে আসতে চায় তো সে হিন্দু না মুসলমান দেখব কেন?
  • BN | 47.148.163.38 | ২৯ এপ্রিল ২০১৪ ০৮:৫৮617443
  • "otyacharito" hoye asa er "better living condition" er jonyo asa , ei duto te parthokyo ache.
    Illegal immigration byapare Delhi High Court er boktobyo erokom "New Delhi: Expressing concern over the increasing number of illegal immigrants in the national capital, the Delhi High Court on Tuesday said they pose a danger to India's internal security, and dismissed a petition by a Bangladeshi national against her deportation."

    "“If someone is able to obtain a passport, ration card, election identification card and nationality certificate by illegal means, it doesn't meant that one is an Indian national, until and unless one gets his nationality through legal means,” court said"

    "Earlier this year, the court asked the Delhi government to speed up the deportation of Bangladeshis illegally living in the capital and asked for monthly progress reports."

    http://ibnlive.in.com/news/illegal-bangladeshi-immigrants-threat-to-india-court/71035-3.html
  • :-) | 69.93.244.167 | ২৯ এপ্রিল ২০১৪ ১২:০৪617445
  • 'through legal means' বা 'through illegal means' - এ দুটির পার্থক্য মাপা আর তার পর দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্তে আসার দায়িত্ব কাদের হাতে থাকবে? মানে, কে বা কারা সাদা বেড়াল আর কে বা কারা কালো বেড়াল বুঝতে যারা দায়িত্ব পাবে, তাদের মধ্যে কজন সাদা অনুসন্ধানকারী আর কজন কালো পর্যবেক্ষক থাকবে?
  • Ranjan Roy | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:১১617446
  • ১) চারদিকে একটু চোখ খুলে দেখুন তাহলেই মুসলিম মানে চারটে বিয়ে আর হিন্দু মানে একটা বিয়ে এই সরল সমীকরণ এর বাইরে অ১অসতে পারবেন।
    সুদীপ্ত সেন, ধর্মেন্দ্র, মহেশ ভাট এদের কয়জন পত্নী? আমার চারদিকে যত কাজের মহিলা আছেন সবাইকে দেখি এক স্বামী- এক পত্নী । জিগ্যেস করলে হাসেন-- দাদা! এই মাগ্যিগন্ডার দিনে কয়জন পুরুষের সাধ্যি দুটো বউ পুষবে?

    গ্রামীণ জনতা, হিন্দু বা মুসলিম, সাধারণতঃ একাধিক (তিন বা চার ) সন্তানের জন্মদাতা। তাই আমার জাঠ বা ইউপি আজমগড়ের সহকর্মীর চার এবং তিন সন্তান। অথচ শহুরে মুসলিম সহকর্মীর এক সন্তান। নরেন্দ্রপুরে আমার দেখা কাজের মহিলাদের এক বা দুই সন্তান।
    ২) সিভিল কোড মানে সেই সমাজের সংস্কৃতির আইনী রূপ-- তাতে বিয়ে এবং সম্পত্তির অধিকার দুটৈ প্রাসংগিক।
    ক্রিমিনাল কোড সবার জন্যেই এক।
    কিন্তু সিভিল কোড এক করতে চান? হিন্দু আইনে সংযুক্ত পরিবারের খরচ দেখিয়ে কর্তা আয়কর থেকে বিরাট ছাড় পান। এই ছাড় কিন্তু ক্রিশ্চান-মুসলিমরা পান না, সংযুক্ত পরিবার হলেও না। তাহলে এটা বাদ দেয়া যাক--কি বলেন?
    ৩) তফঃসীলি জাতি/জনজাতি ইত্যাদি কনসেপ্ট হিন্দু সমাজের ফ্রেমেই প্রযোজ্য। এটা নিয়ে কি করা?
  • sc | 132.164.118.7 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:২৫617447
  • BN, আপনি যে রিপোর্টের কথা বললেন সেটা হলো রুটিরজির সমস্যা। স্রেফ আইনের কচকচিতে না গিয়ে এটা একটু মানবিক ভাবে দেখলে হয়্না? একটা লোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে যদি একটু ভালোভাবে বাঁচতে পারে তো কার কি ক্ষতি?
  • সিকি | 132.177.153.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:২৯617448
  • রঞ্জনদার কথাগুলোই লিখতে যাচ্ছিলাম।

    বাবু জগজীবন রামের শুভবুদ্ধি হউক।
  • Ranjan Roy | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৩৩617449
  • বেটার লিভিং কন্ডিশনের জন্যে কোলকাত্তা ছেড়ে মুম্বাই যাওয়া ছেলেপুলের কী হবে?
    শিবসেনা এবং আজকের এম এন এস তো অলরেডি অ-মহারাস্ট্রিয়ানদের মুম্বাই-পুণে থেকে বাক্স-প্যাঁটরা সহ ফেরত পাঠানোর পক্ষে চেঁচিয়ে চলেছে।
    আজ অন্যের ঘরে আগুন দিলে কাল নিজের ঘর পুড়তে পারে।
  • Ranjan Roy | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৩৯617450
  • রামরাজ্যে তো ১) পেছন থেকে বালী-বধ; ২) শূদ্রক-তপস্বী ( নিচু জাতের তপস্বী) হত্যা; ৩) শূর্পনখার নাক কান ও আর এক রাক্ষসীর স্তন কাটা (রাম-লক্ষণই ) ; ৪) গর্ভবতী বৌ পরিত্যাগ হয়েছিল।
    তাহলে মোদির রামরাজ্যেও এগুলো চলবে আশা করি।
  • সিকি | 132.177.153.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৪৬617451
  • এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ রামরাজ্য। অসুবিধে কী?
  • *# | 71.16.194.150 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৫২617452
  • বাংলাদেশ বর্দেরের প বঙ্গ ইবন আসামের মুসলিম জনসংখা বাড়ার % ইবন তার সঙ্গে অবসিস্থা ভারতের একটু বুজিয়ে deben
  • de | 69.185.236.51 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৫৫617453
  • ইন্টারেস্টিংলি, ঠিক কেনো জানিনা - শিবসেনা বিহার-ইউপিদের নিয়ে যতো চেঁচামেচি করে, এস্ট্যাবলিশড বাঙালীদের নিয়ে কিছুই করে না - ইন ফ্যাক্ট বম্বের এস্ট্যাবলিশড বাঙালীদের একটা অ্যান্টি-বাংলাদেশী লবি আছে। তারা আবার শিবসেনাকে সাপোর্ট করে। এদের যতো বারফট্টাই সাধারণ খেটে খাওয়া মানুষজনের ওপর। যাঁদের হয়ে কথা বলার কেউ নেই। ওই বাক্স প্যাঁটরা বেঁধে ফেরত পাঠানোর ট্রেন্ড বেশ কয়েক বছর আগে বম্বেতেও শুরু হয়েছিলো। রাত-বিরেতে বস্তিতে গিয়ে একদমে বাংলায় কথা বলা মুটে, মজুর, স্বর্ণকার ইত্যাদী দেখলেই ভোটার আইডি বা রেশন কার্ডের তোয়াক্কা না করে ভিটি এনে ট্রেনে উঠতে বাধ্য করতো অথবা নিছক হ্যারাস করতো। কংরেসী আমলে কিন্তু এটা বন্ধ হয়েছে।
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৩:৫৬617454
  • বাবু জগজীবন রাম ও BN এর জন্যঃ

    বাংলাদেশী মুসলিমদের 'অনুপ্রবেশ' ও তাদের জন্য দাঙ্গা ইত্যাদি সংক্রান্ত ধারণাগুলি আসলেতে কেন মিথমাত্র , তাই নিয়ে নীলিম দত্ত লিখেছেন, আসামের পটভূমিতে। একটু পড়ে দেখুন না।

    আসামের হিংসা আর বাংলাদেশী অনুপ্রবেশের গপ্পোঃ
    http://www.guruchandali.com/default/2012/08/30/1346288815082.html#.UHPAe6Mo2GA

    http://www.guruchandali.com/default/2012/10/06/1349536224881.html
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৪:০৮617456
  • কিন্তু খামোখা জগজীবন রামকে ধরে টানাটানি কেন বাপু? মুসলিমদের নিয়ে ওঁর কোন অসুবিধে ছিল বলে তো জানিনা।
  • জগজীবন রাম | 213.110.246.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৪:৪০617457
  • "কিন্তু সিভিল কোড এক করতে চান? হিন্দু আইনে সংযুক্ত পরিবারের খরচ দেখিয়ে কর্তা আয়কর থেকে বিরাট ছাড় পান। এই ছাড় কিন্তু ক্রিশ্চান-মুসলিমরা পান না, সংযুক্ত পরিবার হলেও না। তাহলে এটা বাদ দেয়া যাক--কি বলেন?
    ৩) তফঃসীলি জাতি/জনজাতি ইত্যাদি কনসেপ্ট হিন্দু সমাজের ফ্রেমেই প্রযোজ্য। এটা নিয়ে কি করা?"

    এটা একদম করা দরকার । রাষ্ট থেকে ধর্ম আলাদা হলে ভালো। ধর্ম ব্যাপারটা যত দুরে থাকে তত ভালো। সন্রক্ষনের ভিত্তি জাত পাত না হলেই ভালো।

    পাই দি
    ব্যাপারটা পশ্চিম বঙ্গের হিসাবে তথ্য দিন । অনেকদিন আগে দেখেছিলাম বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা হিসাবে হিন্দু জনসংখ্যা কমছে। আর দাঙ্গার খবর তো আছেই ।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:০৯617458
  • de কে ক দিলাম।

    আমার ১০ বছর মুম্বাই জীবনে এরকম-ই চিত্র দেখেছিলাম।
  • সিকি | 132.177.153.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:২১617459
  • "হলে ভালো" নিয়ে তো কুনওই দ্বিমত নাই। তবে কিনা এতদিন ধরে কংরেস এবং অন্যান্য সরকার এইসব নিয়ে কিছুই করে নি, তাই তো মনক্ষুণ্ণ হয়ে দেশবাসী এবার রামচন্দ্রকে গদিতে নিয়ে আসছেন, আর কে না জানে, তিনি এলেই সবার জন্য এক সিবিল কোড বানিয়ে দেবেন। সেই বিশ্বাসই তো করে সমস্ত রামভক্ত, তাই না?
  • জগজীবন রাম | 213.110.246.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:২৯617460
  • আমি সয়ং রাম । রামভক্ত নই :)

    কথাটা অন্য । মদির বদলে কে? দুর্নীতি করে গরিব লোকের টাকা মারা কি খুব ভালো কাজ ।ওতেও অনেক লোক খেতে পেয়ে বাচতে পারত। তফাত এই বেছে বেছে কাউ কে মারেনি।
  • সিকি | 132.177.153.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৫:৩৯617461
  • বদলে কে - সেটা বলার এখনও সময় আসে নি। রামচন্দ্র গদিতে বসুন, তখন আমরা ন্যাশনাল লেভেলে কিছু বুজীদের চিহ্নিত করে নেব, আর পরবর্তী চার বছর ধরে ঘ্যানঘ্যান করে যাবো, ঐ বুজীরাই মানুষকে ভুল বুঝিয়েছেন, ওরা কেন জবাবদিহি করবেন না? যেমন ধরুন সলমন খান, যেমন ধরুন বাবুল সুপুরি, যেমন ধরুন পিসি সরকার।

    অন আ সিরিয়াস নোট। "মদি"র বদলে কে, জানি না, আমার উত্তর যে কেউ, বাট নট মদি। দুর্নীতি করে গরীব লোকের টাকা মারা খুব খারাপ কাজ, ওতে সত্যিই অনেক লোক খেতে পেয়ে বাঁচতে পারত, আবার ধর্মের নাম নিয়ে লোকজনকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, গর্ভবতী মায়ের পেট ত্রিশূলে ফেঁড়ে দেওয়াও খুব খারাপ কাজ, ওগুলো না করলেও অনেক লোক জ্যান্ত হয়ে বাঁচতে পারত। এখন কোনটা যে বেশি খারাপ কাজ, সেটা পরে হয় তো ইতিহাসই বলবে, তবে আমার কাছে মোদীর বদলে অন্য যে কেউই অ্যাক্সেপ্টেবল।
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:১৯617462
  • এইটা দেখেছিলাম। বিজেপির লিস্টিটা দেখে কেউ কনফার্ম করতে পারেন, এই সব স্ক্যাম নিয়েই বিজেপির নামে অভিযোগ আছে কিনা ?

  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:২১617463
  • আর রামবাবু, এক এক করে আসুন। এই তো এতক্ষণ শুনলাম মুসলিম 'অনুপ্রবেশকারী' দের আসার ফলে এদেশে মুসলিম বেড়ে গেছে আর তারা নানারকম ভাবে অশান্তির সৃষ্টি করছে, সেইটা সমস্যা। সেইজন্য ওটা পড়তে দিলাম। সেই সমস্যাটা আগে মিটলো কিনা বলুন ঃ)
  • Ekak | 24.99.55.31 | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:২৭617464
  • ইউনিফর্ম সিভিল কোড আনলে বিজেপি কে আর সেকেন্ড কেন কোনো টার্মেই ক্ষমতায় আসতে হবেনা । এগুলো হাতের তাস ।দেখাতে হয় । ফেলতে নেই । কংগ্রেস থেকে বিজেপি সবাই এই ইস্যু নিয়েই রাজনীতি করে খাচ্ছে । না থাকলে করবে কি :) কাশ্মীর এর ক্ষেত্রেও তাই । এগুলো যত হই চৈ করে বাঁচিয়ে রাখা যায় তদ্দিন মঙ্গল । যাঁরা এসব হবে ভেবে বিজেপি কে সাপোর্ট করছেন তাঁরা এট্টু ঘুমিয়ে নিন ।
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৬:৪১617465
  • পাই দি ওটা আগে পড়েছি।

    @একক দা/দি
    "ইউনিফর্ম সিভিল কোড আনলে বিজেপি কে আর সেকেন্ড কেন কোনো টার্মেই ক্ষমতায় আসতে হবেনা । এগুলো হাতের তাস ।দেখাতে হয় । ফেলতে নেই । কংগ্রেস থেকে বিজেপি সবাই এই ইস্যু নিয়েই রাজনীতি করে খাচ্ছে । না থাকলে করবে কি :) কাশ্মীর এর ক্ষেত্রেও তাই । এগুলো যত হই চৈ করে বাঁচিয়ে রাখা যায় তদ্দিন মঙ্গল । যাঁরা এসব হবে ভেবে বিজেপি কে সাপোর্ট করছেন তাঁরা এট্টু ঘুমিয়ে নিন ।"
    আপনার কি মনে হয় ওরা আবার দাঙ্গা বাধাবে? আমার তো মনে হয় না। এগুলো তো তর্কের খাতিরে বলা। মোদ্দা কথা কনগ্রেস নয় তাই মোদী। আর কেজরিবল গঙ্গা স্নান করে ভোট চাইতে , ইলমি কিসব বলছে । এই সব তসন কারীদের থেকে মোদী ভালো ।

    পাই দি আপনার কাছে আমার আশা আছে আপনি আমার ক্ষোভগুলো ঠিক ঠাক তথ্য দিয়ে কমিয়ে দিতে পারবেন । তাই একে একে ক্ষোভ গুলোতে আসব ।

    পশ্চিম বঙ্গে অনুপ্রবেশের চিত্র টা কেমন। এখানেও কি একই অবসথা ।মুসলিম অনুপ্রবেশ বেসি হয় নি? মুসলিম সংখ্যা যা আছে ত়া ৪৭ এ যা ছিল তার পরিবর্ধিত রূপ?
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:০১617467
  • নমো তো সারা দেশ থেকেই মুসলিম বাংলাদেশীদের তাড়ানোর কথা বলেছেন। আপনি সেটাকে সমর্থন করলেন কিনা, তাই বুঝতে পারিনি ওটা পড়া ছিল।

    যাহোক, তাহলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি মানেই বেআইনি অনুপ্রবেশ করে নয়, এটা আশাকরি মানছেন। বহুদিন ধরেই মুসলিমরা নানা জায়গায় এসেছেন।

    এবার সমস্যাটা একটু খোলসা করে বলুন। একবার তো মনে হচ্ছে, এদেশে মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে। তাহলে বাংলাদেশ থেকে হিন্দুরাও আসছেন, এটা নিশ্চয় ভালো লাগার কথা, মুসলিম অনুপাত বাড়তে দেবেনা !

    কাজের খোঁজে কেউ এদেশে এলে আপনার আপত্তি আছে ? নাকি সে হিন্দু না মুসলমান সেটা অনুযায়ী আপত্তি প্রযোজ্য হবে ?

    আর কাজের খোঁজেই আসা নিয়েই আপত্তি থাকলে এই ভাবে ভাবতে ভাবতে তো বাঙালীদের অন্যত্র কাজের সন্ধানে বসত করা নিয়েও আপত্তি করা উচিত ? সেটাও কি করেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন