এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:০৬617468
  • আর হ্যাঁ, পঃবঙ্গে মুসলমানদের শতাংশ আগের থেকে বেশি হলে আপত্তি কীসের এবং কেন, সেই প্রশ্নটা কি করবো ?
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:১৫617469
  • এবার এটার ৮৬-৮৭ পাতায় দেখুন।
    http://www.isaps-india.org/APJSS/4.5.Md.%20Mainuddin.pdf

    ১৯৫০-২০০১ এর হিসেব আছে। মুসলিমদের গ্রোথ রেট কিন্তু কমছে।
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:১৯617470
  • "কাজের খোঁজে কেউ এদেশে এলে আপনার আপত্তি আছে ?"
    আছে। বাইরের দেশের যে কেউ এলেই আপত্তি আছে। আমার ধারণা হিন্দু রা অত্যাচারিত হয়ে আসছে তাই তাদের আসতে আপত্তি নেই। যেমন তিব্বতী দের আসতে আপত্তি নেই। রোহিঙ্গা দের আসতে আপত্তি নেই।
    "আর হ্যাঁ, পঃবঙ্গে মুসলমানদের শতাংশ আগের থেকে বেশি হলে আপত্তি কীসের এবং কেন, সেই প্রশ্নটা কি করবো ?"
    আপত্তি সেখানেই যদি তারা বহিরাগত হয়।
    আমার আবস্থান আশা করি বোঝালাম । এবার কিছু বাজে প্রশ্ন করব। আশা করি তাতে আমাকে হিন্দু মৌলবাদী বলে কথা বলা বন্ধ করে দেবেন না।
  • sc | 132.164.118.7 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৬617471
  • যাব্বাবা! হিন্দু, তিব্বতি আর রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে আসতে পারে, আর মুসলমানরা অত্যাচারিত হয়ে আসতে পারেনা? মুসলমানরা কি দোষ করল?
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৭617472
  • আর অন্য রাজ্যের কেউ এলে বা অন্য রাজ্যে কেউ গেলে ?
    কাজের খোঁজে যে হিন্দুরা ওপার থেকে আসছেন (অনেকেই এরকম আসেন, সেকথাটা আশা করি জানেন), তাঁদের নিয়েও একরক আপত্তি তো ? মানে, তাঁদেরও প্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাতে চান তো ?

    কাজের খোঁজে দলে দলে লোকের ইউরোপ-আমেরিকায় আসা নিয়ে কী বক্তব্য ? আপত্তি আছে তো ? ঃ)
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৮617473
  • রোহিঙ্গারা মুসলিম ........... :)
  • sc | 132.164.118.7 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:২৯617474
  • আচ্ছা, এটা জানতাম না।
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩০617476
  • "কাজের খোঁজে যে হিন্দুরা ওপার থেকে আসছেন (অনেকেই এরকম আসেন, সেকথাটা আশা করি জানেন), তাঁদের নিয়েও একরক আপত্তি তো ? মানে, তাঁদেরও প্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাতে চান তো ?"
    অনুপ্রবেশ হলে হা ।

    আর অন্য রাজ্যের কেউ এলে বা অন্য রাজ্যে কেউ গেলে ?
    না
  • Ekak | 24.99.55.31 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩০617475
  • দা /দি কিছু না ,শুধু একক ।

    আর মুসলিম পপুলেশন গ্রোথ নিয়ে আপনার ধারণা ভুল । ওই আরেসেস এর দত্তাত্রেয় শুওরটা এইসব থিওরি বের করেছে ।লোকে ভাবেও না ,পড়েও দেখেনা । পপুলেশন গ্রোথ প্রজেকশন হয় TFR এর ভিত্তিতে । যেটা সারা পৃথিবীতেই অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নত জায়গায় হু হু করে কমছে । মুসলিম রাষ্ট্রেই প্রচুর কমে গেছে । বাংলাদেশ যাকে মুসলিম রাষ্ট্র বলছেন তার TFR ইন্ডিয়ার চে কম ।
    RSS মানুষকে এসব আলবাল বোঝায় ওই মুসলিম দের সুরা আর আয়াত সামনে রেখে যেখানে বলা আছে বংশ বৃদ্ধি করতে । তাতে কি ? তাহলে গোঁড়া ক্রিশ্চান রাও তো ধর্মের দিক দিয়ে কন্ত্রাসেপ্তিভ এর এগেইনস্ট এ । তাহলে ওদের বাচ্চা বেড়ে চলেছে ? ইতালির জনসংখ্যা দিনদিন কমে কিকরে ?

    ভাবুন । মুসলিমরা কনডম ইউস করেনা ওদের ধর্মে বারণ এসব ঢপের কথা । যদি ধরে নি সব মুসলিমের দশ তা করে বাচ্চা তাহলেও তো যে কোনো সুস্থ মাথায় প্রশ্ন জাগে এগারো বারের সময় থেকে ব্যাটারা সেক্স করে কি করে ??
    সবাই সব ইউস করে । TFR কমানো টাই যেকোনো উন্নত দেশের লক্ষ এবং সেদিকেই যাচ্ছে ভারত । গরিব মানুষ এদেশে বেশি এবং তার মধ্যে আবার মুসলিম বেশি বলে তাদের কোন্ত্রিবিউশোন বেশি । তো করবে তা কি ? এদেশে এখনো পাঁচ বছর বয়েস না হলে বাচ্চা বাঁচবে কিনা ঠিক নেই । এত ইনফ্যান্ট মর্টালিটি গরিব দের মধ্যে । মানুষ তো বেশি চান্স নেবেই ।

    এটা একটা প্যারানৈআ যা হিসেব করে ভুল তথ্য দিয়ে ছড়ানো হয় এস ইফ হিন্দুরা গিন্ট মেরে বসে আছে আর মুসলিম রা কিলবিল করে বাচ্চা পয়দা করছে । কজন মুসলিমের পাঁচ বছরের উপর বেঁচে থাকা বাচ্চা দুটোর বেশি চারপাশে একটু তাকিয়ে দেখুন । পপুলেশন কন্ট্রোলের দরকার একশবার আছে কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের লোককে খেদিয়ে আর একদল লোককে সয়ে সয়ে বেবি বুম এ উত্সাহ দিয়ে উল্টো ফল হবে । বিজেপি সেটাই করছে । হিন্দু সেক্টরে TFR বাড়িয়ে দিয়ে দেশের ক্ষতি দেকেআনছে ।
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৩৫617478
  • একটু পড়ুন।
    'Myth: The Muslim population is increasing faster than the Hindu population, especially because Muslim men can have many wives. Their aim is to become the majority.
    The National Family Health Survey has found that young Muslim women have the same fertility rate as young Hindu women of the same economic level. The slightly higher growth rate for Muslims overall is due to the fact that, on average, Muslims are poorer than Hindus. Common sense would also indicate this. Kerala, which has a Muslim population of approximately 25%, also has the lowest population growth rate of any State in the country. Poverty and lack of facilities are far more important than religion in deciding how many children you have. The fertility rate of Muslims in States like Tamil Nadu and Kerala is far below that of Hindus in Uttar Pradesh, Bihar or Rajasthan, for instance.

    As for Muslim men marrying many wives, it is blindingly obvious that this can make no difference to population growth, since if one Muslim man has two wives, that means some other man will have no wife (given that the populations of men and women are roughly equal). Meanwhile, the NFHS found (in the only survey that looked at this) that approximately 5.8% of Hindu men have multiple wives, while only 5.73% of Muslim men do.'
  • Ekak | 24.99.55.31 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৫617479
  • আরে এই নিয়ে প্রচুর কাজ হয়েছে । ডকুমেন্ট আছে ।সার্ভে আছে । যারা বুঝবেনা মনে করে প্যারানৈআ তে ভুগবে তাদের কিছু বলার নেই ।
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৮617482
  • হ্যাঁ, আমি উপরে মইনুদ্দীনের যে পেপারটা দিলাম, তাতেও খুব স্পষ্ট হিসেব কষে দেখানো, মুসলিম গ্রোথ রেট অনেক কমে গেছে এবং সমানেই কমছে। ওটা পঃবঙ্গ স্পেসিফিক ডাটা।
  • sc | 132.164.118.7 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৮617481
  • এই ধর্মীয় মেরুকরনের দরকার কি সেটাই তো বুঝিনা! এটাই তো বিজেপির আসল অস্ত্র! এমনকি তর্কের খাতিরেও যদি মেনে নিই যে মুসলমানদের গ্রোথ রেট বেশী, তো তাতেই বা কি আসেযায়! আমরা তো সবাই ভারতীয়, আর আমরা তো সবাই মানুষ, নাকি! তো আমাদের মধ্যে কোন একটা পার্টের গ্রোথ রেট নয় বেশী হলো, তো তাতেই বা কি?
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৮617480
  • অনুপ্রবেশের জন্য সংখ্যা বাড়ছে না বলছেন?
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৪৯617483
  • এবার আপনার কাছে ডাটা চাইবো, অনুপ্রবেশের জন্য বাড়ছে। মুসলিমদের। তারপর নাহয় বাকি কথা হবে।
  • Ekak | 24.99.55.31 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৫৩617484
  • অনুপ্রবেশ সমর্থন করিনা সে যে ধর্মের ই হোক । দেশের বাইরের লোক এসে থাকার মত অয়েল্কামিং ইকনমিক কন্ডিশন আমাদের নয় । কিন্তু টোটাল গ্রোথের নিরিখে মুসলিম গ্রোথ অনুপ্রবেশের জন্যে বাড়ছে এটা কিকরে হয় যেখানে হিন্দু মুসলিম দুরকম অনুপ্রবেশ ই ঘটে চলেছে ? এত সহজ অঙ্ক ।
  • pi | 24.139.209.3 | ২৯ এপ্রিল ২০১৪ ১৭:৫৬617485
  • সেটাই তখন থেকে জানতে চাইছি। এত এত অত্যাচারিত + কাজের খোংজে আসা হিন্দু অনুপ্রবেশের পরেও কীকরে মুসলিম গ্রোথ অনুপ্রবেশের জন্য বাড়ছে। আর গ্রোথ রেট কমার ব্যাপারেও এখনো কোন সদুত্তর পাইনি।

    আর আসল সমস্যাটা তাহলে মুসলিমদের গ্রোথ নিয়েই , তাই না ? সেটা হলেও বা কী সমস্যা, সেই প্রশ্নও করেছিলাম, উত্তর পাইনি।
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ২১:৪৮617486
  • আর আসল সমস্যাটা তাহলে মুসলিমদের গ্রোথ নিয়েই , তাই না ?
    না । প্রশ্ন ছিল অনুপ্রবেশের ফলে বাড়ছে কিনা? যদি মুসলিম অনুপ্রবেশ হয় তাদের ফেরত পাঠানোর পক্ষপাতি আমি।

    " অনুপ্রবেশ সমর্থন করিনা সে যে ধর্মের ই হোক" এটা কখন সমর্থন করি তা বলেছি।
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৪ ২২:০৩617487
  • ধর্মনিরপেক্ষ দেশ অনুপ্রবেশকারীর ধর্ম দেখে তাদের ওপর আলাদা আলাদা ব্যবস্থা নেবে কেন তাই বুঝতে পারছি না। হয় অনুপ্রবেশকারীকে মানবিকতার খাতিরে রিহ্যাবিলিয়েট করানো হোক নয় তো তাড়ানো হোক। এর মধ্যে ধর্ম আসছে কী করে?
  • জগজীবন রাম | 213.110.243.22 | ২৯ এপ্রিল ২০১৪ ২২:৩৩617489
  • শ্রীলংকা থেকে সিনহালি রা আসলে তাদের থাকার ব্যবস্থা করবেন ভারতে ? না তামিল রা আসলে করবেন ?
  • লালমোহনবাবু | 212.142.114.97 | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:০২617490
  • সিংহলীরা এলে বাঙ্গালিরা তাদের থাকার ব্যবস্থা করবে আর তামিলরা এলে বাদবাকি ভারতীয়রা .. সিম্পুল।।
    হুঁ হুঁ বাবা - বাংগালীর ছেলে বিজয়সিংহ ....
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:২০617491
  • কী আলবাল প্রশ্ন মাইরি।
  • Ranjan Roy | ২৯ এপ্রিল ২০১৪ ২৩:৪৭617492
  • গ্রোথ রেট?
    যে স্যম্পল এর base size টা বড় তার গ্রোথ রেটের চেয়ে ছোট base size এর গ্রোথ রেট সাধারণতঃ বেশি হবে।

    ২০ জনের মধ্যে ৩টে বেড়ে গেলে হবে ১৫%; আর ১০০ জনের মধ্যে ৩ জন বাড়লে হবে ৩%।
    তাই এ দেশে মুসলিমদের তুলনায় হিন্দুদের এত বড় পপুলেশন সাইজ যে ওই সামান্য গ্রোথ রেটে বৃদ্ধি আদৌ statistically significant মনে হয় না।

    ভুল কইলাম? অ শিবু,অ অভ্যু, অ ব্রতীন, অ দুখে?
  • khilli | 131.241.218.132 | ৩০ এপ্রিল ২০১৪ ১৩:২০617493
  • একক কে ক। বেআইনি অনুপ্রবেশ , সে যে ধর্ম যে ন্যাশনালিটি হোক (bold and underline ), আটকানো উচিত সীমান্তে । ইউটোপিয়া তে বাস করে লাভ নেই। মানবিকতার খাতিরে অনুপ্রবেশের ঠেলা সামলাতে হলে UN সামলাক ওদের US ,UK রা অনেক ডলার দেয়,আমাদের দেশের ক্ষমতা নেই, আমাদের গরিব দেশের ইনফাইনাইট রিসোর্সেস নেই। নিজের গরিব সিটিজেন দের তো আগে খাবার দিক,শিক্ষা দিক,স্বাস্থ্য দিক । অন্য দেশ থেকে কেউ কাজ করতে আসলে তারা ওয়ার্ক পার্মিট -ভিসা নিয়ে তবেই ঢুকতে পারবে । বিশ্বের সব উন্নত দেশেই তাই হয় ,সেটাই স্বীকৃত আইন সব দেশে ।
  • এমেম | 127.194.233.229 | ৩০ এপ্রিল ২০১৪ ১৪:৩৭617495
  • "পার্টিও। তাত্বিক স্তরে উদারতা দেখানো, কে না পারে?
  • Ekak | 24.99.68.25 | ৩০ এপ্রিল ২০১৪ ১৬:৫২617496
  • উন্নত দেশ তো রাজা ভোজ । ছেড়ে দিন । একটা ছোট্ট দেশ ভুটান যা পারে সেটা ইন্ডিয়া পারে না কেন এটা আমার প্রশ্ন । ইন্টার স্টেট ইমিগ্রেশন পলিসি বানাতে অসুবিধে কি ? এখানে একটা কূট তর্ক আমদানি করা যায় যে ওরা ছোট দেশ বলেই পারে । কিন্তু আমাদের যেমন বড় দেশ মেশিনারিও ও বিশাল । তাহলে ? কদ্দিন এই বড় দেশ তাই সামলানো যায়না র অজুহাত চলবে ?
    ভুটানে প্রত্যেকটা স্টেট থেকে অন্য স্টেট এ ঢুকলে ইমিগ্রেশন চেক পয়েন্ট আছে যেখানে বার কোড রেকর্ড হচ্ছে মেশিনে । একজন বিদেশী কোথায় যাচ্ছে কোথায় কাজ করছে কবে ফিরছে সব রেকর্দেদ । দুদিন বেশি থাকার জো নেই । ওয়ার্ক পারমিত ছাড়া কাজ করলে যে কাজ করছে তার কোনো ফাইন হয়না জাস্ট ডিপোর্ট । কিন্তু যে এমপ্লয়ার তার মিনিমাম দশ হাজার থেকে লক্ষাধিক টাকা পার হেড ফাইন । সুদুর লীঅয্ন্শি পাহাড়ে হাঁটু মোরা বরফে মুর্শিদাবাদ থেকে যাওয়া শ্রমিকেরা রাস্তা তৈরী র কাজ করছেন । উইথ ওয়ার্ক পারমিট । লেবার মিনিস্ট্রি পুরো কম্পিউতারায়স্দ । তাদের কাছে সব ডেটা । এটা ইন্ডিয়া করতে পারেনা ? নাকি যত গোলমাল তত জালি ভোটের সুযোগ !
  • a x | 138.249.1.198 | ৩০ এপ্রিল ২০১৪ ২০:৩৪617497
  • এইডা থাক এখানে -
    http://sanhati.com/articles/9697/
    Some Myths About Muslims
  • pi | 24.139.209.3 | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৪৪617500
  • ৫ঃ৩৫ এ ঐ মিথস অ্যাবাউট মুসলিমস থেকেই লিখেছিলাম। কিন্তু ওগুলো নিয়ে কবিরা নিরুত্তর। আর অনুপ্রবেশের জন্য আলাদা করে মুসলিমদের পপুলেশন বাড়া সংক্রান্ত প্রশ্নেরও উত্তর পাই নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন