এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১২১৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ১৮ জুলাই ২০১৩ ০১:১৫617644
  • ব্যাপারটা হয়ত এরকম - গুজরাতে মুসলিমদের নিরাপত্তা কম কিন্তু উপার্জনের অনেক রাস্তা খোলা, পঃ বাংলায় নিরাপত্তা বেশী কিন্তু পয়সা রোজগারের উপায় নাই। তাই কিছুটা সিকিওরিটি রিস্ক নিয়েও লোকে গুজরাতে পাড়ি জমাচ্ছে।
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ জুলাই ২০১৩ ০১:১৮617655
  • মিডল ইস্ট এর দেশগুলোতেও অনেক অর্ধদক্ষ-অদক্ষ শ্রমিক পাড়ি জমান। মালদা মুরশিদাবাদ থেকেই। দালালদের হাত ধরে।
  • aranya | 154.160.226.53 | ১৮ জুলাই ২০১৩ ০১:২৪617666
  • এগজ্যাকটলি, পেটের জ্বালা বড় জ্বালা। আর মধ্য প্রাচ্যের দেশগুলোতে ভারতীয় উপমহাদেশের এই আনস্কিলড লেবার-কে খুবই নিচু দৃষ্টিতে দেখা হয় বলেই শুনি।
    সো মাচ অ্যাবাউট ইসলাম দ্য গ্রেট ইকুয়ালাইজার
  • lcm | 138.32.84.27 | ১৮ জুলাই ২০১৩ ০১:২৭617677
  • তা বললে হবে, গুজরাটে এনিম্যাল হেলথ কার্ড ইস্যু করা হবে। গরুর স্বাস্থ্য ঠিক আছে কি না, ঠিকঠাক চেকাপ হচ্ছে কি না, দুধ ...
    তাছাড়া, প্রত্যেক প্লট জমির জন্য চাষীদের হাতে সয়েল-হেলথ-কার্ড দেওয়া হচ্ছে, তাতে জমির ইরিগেশন, স্বাস্থ্য... সংক্রান্ত তথ্য ...
    ইকো-ফ্রেন্ডলি...
  • lcm | 138.32.84.27 | ১৮ জুলাই ২০১৩ ০১:২৮617688
  • খেতে না পাওয়ার চেয়ে বড় সংকট...
  • Sibu | 84.125.59.177 | ১৮ জুলাই ২০১৩ ০২:০৪617699
  • সয়েল হেলথ কার্ড একটু কেমন শোনাল। B-)
  • Blank | 69.93.241.165 | ১৮ জুলাই ২০১৩ ০২:১২617710
  • Critics have pointed out that much of the spending is on show-piece infrastructure projects, while overall spending on key areas like health and infrastructure remains low. The debt has mounted despite Gujarat having one of the highest VAT on petrol and also being the one of the few states to have VAT on fertilizers.

    The latest CAG report tabled in the assembly last week stated, "As of 31 March 2012, the government had invested Rs 39179 crore in areas where the average return on investment was just 0.27 per cent in last five years while the government paid an interest of 7.75 on its borrowings during the same period." It said continued use of borrowed funds to fund investment which do not have sufficient returns will lead to an unsustainable financial position.

    http://articles.timesofindia.indiatimes.com/2013-04-06/india/38326369_1_capita-debt-gujarat-government-crore
  • bip | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০২:৩৩617721
  • এসব তথ্য দিয়ে লাভ নেই। নদীয়ার, মুর্শিদাবাদের গ্রামের লোকেরাও জানে গুজরাট এখন হ্যাপেনিং জায়গা। রাজমিস্ত্রিরা ওখানে দিনে ৬০০/ টাকা রোজে কাজ পায়-পশ্চিম বঙ্গে রেটটা ১৫০-২০০/ । গ্রামের লোকেরা যেটা জানে সেটাই ঠিক।

    মোদিকে অর্থনীতি, শিল্প , উন্নয়ন দিয়ে আক্রমন করা ভুল হচ্ছে- লোকটা অন্য মুখমন্ত্রীদের থেকে ভাল কাজ করেছে -ভাল এডমিনিস্ট্রেটর । ২০০২ সালের পর ওখানে কোন দাঙ্গা হয় নি।

    ওকে আক্রমন করতে হবে গণতন্ত্রকে টেকাতে। লোকটা অগণতান্ত্রিক। মন্ত্রীসভা ঠুটোজগন্নাথ-আমলাদের সার্কল গুজরাট চালাচ্ছে। জনগণের কোন কথা নেই। কেও বিরুদ্ধ কথা বললেই এনকাউন্টার না হলে হ্যারাসমেন্ট।

    প্রাচীন গ্রীস গণতন্ত্র টেকাতে থামিস্টোক্লিসকে নির্বাসিত করেছিল এথেন্স থেকে- এই ছিল সেই সেনাপতি যার জন্য এথেন্স পারস্য সম্রাট জারসিকে হারিয়ে, নিজেদের স্বাধীনতা টেকাতে পেরেছিল। এমন হিরোকে শুধু রাজনীতি না এথেন্স থেকেই বাড় করে দিয়েছিল পৃথিবীর প্রথম সফল গণতান্ত্রিক রাষ্ট্র।

    কারন ওউ যুদ্ধের পর জনপ্রিয়তা কাজে লাগিয়ে থমিস্টক্লিস প্রায় একনায়ক হয়ে উঠছিলেন। সেই সময় এথেন্সে রেফারেন্ডাম হত । গণতন্ত্র বাঁচাতে থমিক্লিসেটের বিরুদ্ধ পার্ট তার বিরুদ্ধে প্রচার চালিয়ে, তাকে বহিস্কার করার রেফারেন্ডাম আনে এবং জনগণের ভোটে তাকে নির্বাসিত করা হয়। লোকটা বুদ্ধিমান কাজের লোক ছিল-কিন্ত অন্যের কথা শুনতো না ।
  • lcm | 138.32.84.27 | ১৮ জুলাই ২০১৩ ০২:৩৪617732
  • তামিলনাড়ু আর গুজরাট-এর ডেটা কিন্তু স্ট্রং, মানে অন্য রাজ্যর তুলনায়। যেমন (উইকি থেকে) -

    - Nearly 100% of Gujarat's 18,000 villages have electricity connection for 24-hr power through the Jyotigram Yojana.

    - Gujarat is the only state with surplus electricity. Gujarat sold surplus power to 12 states: Rajasthan, Tamil Nadu, Uttar Pradesh, Maharashtra, Andhra Pradesh, Delhi, Haryana, Karnataka, Chhattisgarh, Uttarakhand, Madhya Pradesh, and West Bengal.

    - The total geographical area of Gujarat is 19,602,400 hectares, of which crops take up 10,630,700 hectares. The state registered 12.8% agricultural growth in the last five years against the national average of 2%. Gujarat records highest decadal agricultural growth rate of 10.97%.

    - The adoption of cooperatives in Gujarat is widely attributed to much of the success in the agricultural sector, particularly sugar and dairy cooperatives.

    - Gujarat is the only state in India to have a statewide gas grid of 2,200 km.

    - The state owned Wide Area Network is the largest IP-based ICT network in Asia Pacific Region and second largest in the world, connecting 26 districts and 225 talukas through 12,000 nodes. All villages are connected with broadband internet.
    ...
    ...
  • PT | 213.110.246.230 | ১৮ জুলাই ২০১৩ ০৭:৫১617744
  • ১। পবতে যে রাজমিস্ত্রিরা ১৫০-২০০ টাকায় কাজ করে তাদের ঠিকানাটা একটু জানাবেন বিপ? বাড়ির বাকি কাজটা তাহলে সস্তায় শেষ করতে পারি।

    ২। "ভারতে যাহা বিজেপি, তাই সিপিএম, তাই কংগ্রেস"-ওয়াও-কি গভীর পর্যবেক্ষণ!!

    ৩। যারা দাঙ্গা করে তারা ক্ষমতায় থাকলে দাঙ্গা হবেনা সেটাই তো স্বাভাবিক।

    ৪। মোদী "ভাল এডমিনিস্ট্রেটর" কিন্তু মন্ত্রীসভা ঠুটোজগন্নাথ-আমলাদের সার্কল গুজরাট চালাচ্ছে।" কেমন যেন শোনাচ্ছে না? তাহলে এটা তো একটা নতুন মডেল হতে পারে (বোধহয় মমতাও সেটা চাইছেন)। আমলা দিয়েই যদি "ভাল" এড্মিনিস্ট্রেশন চলে তাহলে আর গুচ্ছের মন্ত্রী পোষার দরকার কি?
  • বিপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০৮:০৮617777
  • পিটি
    নদীয়া বা মুর্শিদাবাদের গ্রামে ওটাই রেট। আপনাদের কাছ তঁ আবার কোলকাতা = পশ্চিম বঙ্গ

    কোলকাতায় ২৫০-৪০০।
  • বিপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০৮:০৮617766
  • পিটি
    নদীয়া বা মুর্শিদাবাদের গ্রামে ওটাই রেট। আপনাদের কাছ তঁ আবার কোলকাতা = পশ্চিম বঙ্গ

    কোলকাতায় ২৫০-৪০০।
  • বিপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০৮:০৮617755
  • পিটি
    নদীয়া বা মুর্শিদাবাদের গ্রামে ওটাই রেট। আপনাদের কাছ তঁ আবার কোলকাতা = পশ্চিম বঙ্গ

    কোলকাতায় ২৫০-৪০০।
  • PT | 213.110.246.230 | ১৮ জুলাই ২০১৩ ০৮:১৯617788
  • বিপ
    গুজরাটে যারা যায় তারা বুঝি গুজরাটের গেরামে কাজ করে দিনে ৬০০ টাকা রোজগার করে? আপনার কাছে তো মনে হচ্ছে আমেদাবাদ=গুজরাট!!
  • পিটি | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০৯:৫২617799
  • আপনাদের সমস্যা হচ্ছে আপনারা তত্ত্ব যত চর্চা করেন, মাঠে তত পা পড়ে না । কোলকাতায় রাজমিস্ত্রির কাজ পাওয়া সহজ না -এদের সব নিজেদের মাফিয়া চেন আচে। তারা [ এজেন্ট] ডাকলে, আমাদের ছোট শহরের রাজমিস্ত্রিরা কোলকাতায় যায়। কিন্ত সেখানে বেশি কাজ নেই। কাজ বেশি কেরালা, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট এবং দিল্লীতে। ওদের এজেন্টরা ডাকলে যায়।

    এর জন্য আপনাকে রাজমিস্ত্রিদের সাথে কথা বলতে হবে। আপনি প্রশ্ন করতেই পারেন আমি আমেরিকাতে থাকি গত ১২ বছর-এই খবর কোথা থেকে পাই? আপনাকে জানিয়ে রাখি, এর জন্য সব শ্রেনীর লোকের সাথে সর্বত্র মিশতে হয়। আমার বাড়িতে যেসব মিস্ত্রিরা ৩০ বছর আগে কাজ করে গেছে, আমি ভারতে গেলে, এরা আমার সাথে দেখা করতে আসে। এরা মুসলমান এবং ছোটবেলায় আমি অনেকটা সময় এদের সাথে কাটিয়েছি। অনেক কথা হয়। এদের সাথে ঘনিষ্ট ভাবে না মিশলে আপনি ভারত চিনবেন না --কোলকাতার গলিতে গলা গরমটাই আপনাদের ভারত বা পশ্চিম বঙ্গ হবে।
  • বিপ | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ০৯:৫৩617810
  • আগের টা আমার পোস্টঃ

    আপনাদের সমস্যা হচ্ছে আপনারা তত্ত্ব যত চর্চা করেন, মাঠে তত পা পড়ে না । কোলকাতায় রাজমিস্ত্রির কাজ পাওয়া সহজ না -এদের সব নিজেদের মাফিয়া চেন আচে। তারা [ এজেন্ট] ডাকলে, আমাদের ছোট শহরের রাজমিস্ত্রিরা কোলকাতায় যায়। কিন্ত সেখানে বেশি কাজ নেই। কাজ বেশি কেরালা, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট এবং দিল্লীতে। ওদের এজেন্টরা ডাকলে যায়।

    এর জন্য আপনাকে রাজমিস্ত্রিদের সাথে কথা বলতে হবে। আপনি প্রশ্ন করতেই পারেন আমি আমেরিকাতে থাকি গত ১২ বছর-এই খবর কোথা থেকে পাই? আপনাকে জানিয়ে রাখি, এর জন্য সব শ্রেনীর লোকের সাথে সর্বত্র মিশতে হয়। আমার বাড়িতে যেসব মিস্ত্রিরা ৩০ বছর আগে কাজ করে গেছে, আমি ভারতে গেলে, এরা আমার সাথে দেখা করতে আসে। এরা মুসলমান এবং ছোটবেলায় আমি অনেকটা সময় এদের সাথে কাটিয়েছি। অনেক কথা হয়। এদের সাথে ঘনিষ্ট ভাবে না মিশলে আপনি ভারত চিনবেন না --কোলকাতার গলিতে গলা গরমটাই আপনাদের ভারত বা পশ্চিম বঙ্গ হবে।
  • PT | 213.110.243.23 | ১৮ জুলাই ২০১৩ ১১:৩৫617821
  • আর আমি যে গত ২/৩ বছর ধরে মুর্শিদাবাদ/নদীয়ার রাজমিস্ত্রীদের সঙ্গে দিন কাটাচ্ছি সে জানাটা বুঝি জানা নয়। এবার দেশে এলে খপর দেবেন কলকাতার গলা গরমের বাইরে রাজপুর-সোনারপুর মিউনিস্যুপালিটিতে নিয়ে যাব আপনাকে। দেখবেন কি পরিমাণ ফ্ল্যাট উঠছে আর তাতে কত রাজমিস্ত্রী কাজ করছে। এরা সবাই পবরই লোক-আমেরিকা থেকে আসেনি আর কেউই ১৫০-২০০ টাকায় কাজ করছে না।
  • bip | 78.33.140.55 | ১৮ জুলাই ২০১৩ ২২:২৫617832
  • কলকাতার রেট্ আমি ২৫০-৪০০ বলেছিলাম
  • সন্মিত চ্যাটার্জী | 213.171.245.132 | ২১ জুলাই ২০১৩ ১৩:০৪617843
  • গুজরাটের উন্নয়নের মডেল নিয়ে 'প্রসঙ্গ সমকাল' এর পক্ষ থেকে যে বই প্রকাশ করার কথা উল্লেখ করা হয়েছিল,তার বিষয়সূচী নিমোক্ত-

    ১)প্রাককথন- হঠাৎ গুজরাট নিয়ে এই লেখার অবতারনা কেন??

    ২)উন্নয়নকে যেভাবে দেখা হয়

    অর্থাৎ,এক অংশের মতে কর্পোরেট বিনিয়োগ,ঝাঁ চকচকে রাস্তা,বড় বড় কোম্পানী,পুঁজি নিবিড় শিল্প মানেই উন্নয়ন,যাদের কাছে দেশের আর্থিক উন্নতির মাপকাঠি হল জিডিপি এর সূচক।
    আর আরেক অংশের মতে উন্নয়নের অর্থ হল তৃনমূল স্তরে মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে তোলা,রোটি কাপড়া মাকানের নিশ্চয়তা.. all inclusive growth..আমরা উন্নয়নকে এই দ্বিতীয় অংশের চোখ দিয়েই দেখি।

    ৩)শিক্ষা -গুজরাটের শিক্ষাব্যাবস্থা,বিভিন্ন সামাজিক বর্গ গুলির মধ্যে শিক্ষা প্রসারের কি হার ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা।

    ৪) স্বাস্থ্যব্যবস্থা -vibrant gujrat এর জনস্বাস্থ্য নিয়ে আলোচনা

    ৫)শিল্পায়ন - কর্মসংস্থানের চরিত্র,কর্পোরেট আগ্রাসন-জমিগ্রাস-প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং উন্নত পরিকাঠামোর ফানুস।

    ৬)গুজরাটের কৃষির হাল

    ৭) গুজরাটের অসাম্য এবং দারিদ্র্য

    ৮)সংখ্যালঘু এবং গুজরাট

    ৯) মানবাধিকার এবং গুজরাট

    ১০)গুজরাট মডেল আদৌ কি গুনগতভাবে নতুন কোনো মডেল??নাকি মনমোহনী নয়া উদারনীতিরই (neo liberal economy) একটা প্রকৃষ্ট উদাহরন মাত্র??

    বইয়ের উদ্যোগে যাঁরা contribute করতে চান,তাঁরা যোগাযোগ করতে পারেন।
    [email protected]
  • rivu | 140.203.154.17 | ২২ জুলাই ২০১৩ ০৭:২৮617855
  • উন্নয়নের এই দুই মডেলের যে ইনডেক্স গুলো, তাদের মধ্যে কোরিলেশন কিরকম? মানে জিডিপি আর এইচডিআই এর মধ্যে। জাস্ট য়াকাদেমিক কৌতুহল থেকে জানতে চাইছি। পসিটিভ কোরিলেশন হলে দুটো আলাদা "মডেল" হিসাবে আর্গু করা যায় কি?
  • | 24.97.251.145 | ২২ জুলাই ২০১৩ ১৬:৪৭617877
  • সস্মিতবাবুকে প্রশ্ন,

    বইয়ের উদ্যোগে কী কন্ট্রিবিউশান আশা করছেন? মানে বইয়ের উদ্যোগের কোন পর্যায়ে কী কী কনট্রিবিউশান আশা করছেন? আর এই বই থেকে আউটকাম কী আশা করছেন?
  • Shibir | 190.151.40.149 | ২২ জুলাই ২০১৩ ২২:৩৭617910
  • Rivu দেখি একটু চেষ্টা করে । জিডিপি কে সে অর্থে উন্নয়নের index হিসেবে ধরা উচিতনা। জিডিপি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট স্থানে এবং সময়ে মোট উত্পাদিত দ্রব্য ও পরিষেবার অর্থমূল্য । জিডিপি বাড়লে আমরা বলি growth । কিন্তু এটা quantitative change। development বা উন্নয়ন মানে হলো সামগ্রিক ভাবে standard of life এর change । যেটা qualitative change। উন্নয়ন কে মাপা জন্য HDI কে ব্যবহার করা হয় । HID এর মধ্যে 4 তে parameter - Life Expectancy @ Birth, adult literacy rate, gross enrollment ratio আর GDP per capita।

    এবার ধরুন একটা লোক খুব coke , french fry খেয়ে মোটা হয়ে, ভুরি হয়ে যাচ্ছেতাই ব্যাপার । এটাকে লোকটার স্বাস্থের growth হয়েছে বলা যেতে পারে কিন্তু development তো বলা যাবেনা । ভারতের ক্ষেত্রেও এই কথাটা সত্যি ।

    Growth এর দিক দিয়ে পাঞ্জাব, গুজরাট , মহারাষ্ট্র এগিয়ে আর উন্নয়নএর দিক দিয়ে কেরালা , তামিলনাডু সাউথ এর রাজ্যগুলো
    এগিয়ে ।
  • সন্মিত | 125.187.37.237 | ২৩ জুলাই ২০১৩ ০২:৩১617919
  • দ,

    বই লেখার পর্যায়ে তথ্য দিতে পারেন।বই ছাপার পর্যায়ে আর্থিক সাহায্য করতে পারেন।এবং বই প্রকাশের পরে দিস্ট্রিবিউশনের কাজে সাহায্য করতে পারেন।
  • sanmit | 125.187.37.237 | ২৩ জুলাই ২০১৩ ০২:৩৯617920
  • রিভু,

    শিবির বাবু বিষয়টাকে সংক্ষেপে খুব সুন্দর করে ধরেছেন। ঠিকি,জিডিপি টাকে এই কারনেই উন্নতির সূচক বলা যায় না,কারন ওটা পরিমান গত বিষয়।ধরুন ৪ তে গাড়ির কারখানা হল।২০ টা পুঁজি নিবিড় শিল্প হল(সরকারী ভর্তুকি দিয়ে,যেটা দেওয়া হয়েই থাকে।এবং ভর্তুকি টা আসে অন্য অংশে ব্য্যসংকোচন করে এবং জনগনের টাকা থেকে)।জিডিপি হাঁইহাঁই করে ধরে ন্নিলাম ১৫ সূচক বেড়ে গেল।কিন্তু সেটা কি সাধারন মানুষের কাজে লাগছে????সাধারন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে সেটা??তৃনমূল স্তরে কোণো উন্নতি হচ্ছে???চারটে ফ্যাকটরি হল।২৫০০০ উচ্ছেদ হল। ১০০০০ চাকরি হল।লাভটা কি হল? নেত এম্প্ল্য়্মেন্ত সেক্ষেত্রে -১৫০০০ ।একে কি 'উন্নয়ন' বলে???
  • সন্মিত | 125.187.37.237 | ২৩ জুলাই ২০১৩ ০২:৪৪617921
  • ভারতের কর্মসংস্থানের খতিয়ান দেখলে দেখবেন যে গটাটাই চরম অসাম্যে ভরা। ্হিতে োল্লর জোব খুব কম মানুষ করেন।মোট কর্মনিযুক্ত মানুষের ২-৩ শতাংশ বোঢ হয়।অথচ সেই তুলনায় জিডিপি তে এদের ভাত অনেক বেশি।বিপরীতে অসংগঠিত ক্ষেত্রে সবথেকে বেশি মানুষ স্বনিযুক্ত-এবং তাদের সামদ্রিক জিডিপি খুব খুব কম।কৃষি ক্ষেত্রে দেশের সবথেকে বেশি মানুষ নিযুক্ত।অথচ জিডিপির ভাগ সেই তুলনায়,অর্থাত মোট কৃষিতে যুক্ত লোকের তুলনায় প্রচুর কম।এইরকম আর কি।। যেমন ভাবে পের পিত ইোমে থেকে দেশের মানুষের আর্থিক অবস্থা বোঝা যায় না,তেমনই আর কি জিডিপিও একই জিনিস
  • sanmit | 125.187.37.237 | ২৩ জুলাই ২০১৩ ০২:৪৬617922
  • ভারতের কর্মসংস্থানের খতিয়ান দেখলে দেখবেন যে গটাটাই চরম অসাম্যে ভরা। white collar job খুব কম মানুষ করেন।মোট কর্মনিযুক্ত মানুষের ২-৩ শতাংশ বোধ হয়।অথচ সেই তুলনায় জিডিপি তে এদের ভাগ অনেক বেশি।বিপরীতে অসংগঠিত ক্ষেত্রে সবথেকে বেশি মানুষ স্বনিযুক্ত-এবং তাদের সামগ্রিক ভাগ জিডিপিতে খুব খুব কম।কৃষি ক্ষেত্রে দেশের সবথেকে বেশি মানুষ নিযুক্ত।অথচ জিডিপির ভাগ সেই তুলনায়,অর্থাত মোট কৃষিতে যুক্ত লোকের তুলনায় প্রচুর কম।এইরকম আর কি।। যেমন ভাবে per capita income থেকে দেশের মানুষের আর্থিক অবস্থা বোঝা যায় না,তেমনই আর কি জিডিপিও একই জিনিস.
  • Satadru | 127.194.201.115 | ২৭ জুলাই ২০১৩ ০১:১৬617924
  • After all the hullabaloo by Modi fans on my FB wall and in various communities that I am member of about the "Development Model" of Modi and the spectacular success of Gujarat and a similar spectacular failure of West Bengal, I decided to do a bit of digging about key socio-economic development indicators in the two states. I added Kerala just for comparison.

    **Public Health**

    Population growth rate (2011)
    Gujarat – 22.66%
    Kerala - 9.53%
    West Bengal- 17.77%

    Sex Ratio (2011)
    Gujarat -918
    Kerala -1084
    West Bengal- 947

    Maternal Mortality Rate (2006)
    Gujarat -160
    Kerala – 95
    West Bengal – 141

    Crude Birth Rate (2008)
    Gujarat- 22.6%
    Kerala-14.6%
    West Bengal-18.5%

    Death Rate (2010)
    Gujarat – 6.7%
    Kerala-7%
    West Bengal – 6%

    Infant Mortality Rate (2010)
    Gujarat – 44
    Kerala - 13
    West Bengal – 31

    Life Expectancy (2006)
    Gujarat – 64.1
    Kerala – 74
    West Bengal – 64.9

    Birth Interval of more than 3 years between births (2011)
    Gujarat-40.3%
    Kerala-62.8%
    West Bengal-56.1%

    Percentage of couples using some kind of modern contraception (2006)
    Gujarat – 59%
    Kerala - 50%
    West Bengal – 59%

    Girls married before 18
    Gujarat – 26.4%
    Kerala – 31.3%
    West Bengal – 20.7%

    Percentage of births in hospitals (2011)
    Gujarat – 79.8%
    Kerala – 99.5%
    West Bengal – 66.1%

    Percentage of deaths where medical attention was received in hospital before death
    Gujarat- 34.9%
    Kerala – 73.2%
    West Bengal – 31.6%.

    Child Immunization, Full (2006)
    Gujarat – 45.2%
    Kerala – 75.3%
    West Bengal – 64.3%

    **Education**

    Literacy
    Gujarat – 78%
    Kerala – 94%
    West Bengal – 76.3%

    Female Literacy

    Gujarat – 69.7%
    Kerala – 92.1%
    West Bengal – 70.5%

    School Life Expectancy (Number of years expected to be spent in school for a newly enrolled child, from the UNDP report 2011)
    Gujarat – 8.79
    Kerala – 11.33
    West Bengal – 8.87

    **Work Force Participation**

    Gujarat- 41.95
    Kerala – 32.3
    West Bengal – 36.77

    Percentage of Women among total employed in the Organized Sector
    Gujarat – 14.7%
    Kerala – 41%
    West Bengal – 12.5%

    The data is from two main sources:

    http://mospi.nic.in/mospi_new/upload/sel_socio_eco_stats_ind_2001_28oct11.pdf

    http://www.censusindia.gov.in/2011-Common/srs.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন