এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 116.213.50.178 | ১০ জুলাই ২০১৩ ২১:৪২618350
  • আবার তুলনা করতে হবে?
  • ppn | 126.202.147.120 | ১০ জুলাই ২০১৩ ২১:৪৬618461
  • ছ্যাঃ, এরম ভাবে টইয়ের নাম রাখতে নেই। ঠাউরে রাগ করেন।

    রাখতে হয় - "ঠাকুমার ঝুলি - একটি নির্মোহ ব"

    অথবা

    "হ্যারি পটার ঠাকুমার ঝুলির থেকে ১০৯% ভালো"

    তবে না!
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২২:২২618549
  • অন্য একটা টইতে রঞ্জনদা আর অজ্জিতদার টুকরো আলোচনাটা দেখলাম। তো তার এক্সটেনশান হিসেবে এই টই।

    একদিক দিয়ে দেখতে গেলে হ্যারি পটার বা এই জাতীয় গল্পগুলো নতুন কিছু বলেনি। এই সবই তো আমরা ছোটবেলা থেকে দেশী-বিদেশী রূপকথায় পড়ে এসেছি। জাদু-রাক্ষস-খোক্কস-ঝাঁটায় চড়ে উড়ে বেড়ানো - এসবই পরিচিত। কিন্তু দেখা যাচ্ছে বাচ্ছারা পুরনো রূপকথা ছেড়ে নতুন গল্পেই বেশি মজেছে (বড়রাও মজেছে)। কেন? বুঝলাম তারা নিজেদের হ্যারি পটারের সঙ্গে লালকমল-নীলকমলের থেকে বেশি আইডেন্টিফাই করতে পারছে। সেও তাদের মত স্কুলে যায়, পড়া তৈরী করে, পরীক্ষা দেয়। ঘোড়ায় চড়ে রাজকুমারী উদ্ধার করা তাদের পোষায় না। কেন পোশায় না, সেটাই বুঝতে চাইছি।

    কলিদি, পিপিদি, অজ্জিতদা, ব্ল্যাংকি - দু'পয়সা প্লিজ। আলোচনা চলুক।
  • তাতিন | 34.217.194.161 | ১০ জুলাই ২০১৩ ২২:২৪618571
  • হ্যারি পটার বাংলায় পাওয়া যায়?
    ঠাকুরমার ঝুলির পিডিএফ আছে?

    এই দুটো জোগাড় হলে তুলনা করতে সুবিধে হবে
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২২:২৪618560
  • অপ্পনদা, হে হে ভুল হয়ে গেছে :)

    cm, না তুলনা নয়। একটু বুঝতে চাইছি।
  • + | 213.110.243.22 | ১০ জুলাই ২০১৩ ২২:২৫618582
  • আমার মতে, ঠাকুরমার ঝুলি যে বয়সের জন্য লেখা, হ্যারি পটার তাদের জন্য নয়, আরেকটু বড়দের জন্য। কন্টেন্ট অনুযায়ী কমপেয়ার করা যায়না এদের।

    মার্কেটিং-এর দিক থেকে পটার অনেক এগিয়ে এই যুগের জন্য, যুগোপযোগী প্লট। ঠাকুরমার ঝুলিকে আমরা এই মুহুর্তে ভিজ্যুয়ালাইজ করতে পারিনা, পটারকে পারি, কারণ সেই হোস্টেল, সেই রেল, শুধু ম্যাজিক মেশানো

    কত নম্বরের প্রশ্ন জানিনা, তাই এইটুকু লিখলাম।

    প্রথমে গাঁটামো করেছিলাম, পড়বোনা পড়বোনা। প্রথম সিনেমাটা দেখেছি ২০১০এ। তারপর পড়ে ভালই লাগল
  • + | 213.110.243.22 | ১০ জুলাই ২০১৩ ২২:২৭618593
  • একটা বাংলা পড়েছিলাম, অতি খাজা। কোন প্রকাশনা ভুলে গেছি।
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২২:৩০618604
  • ঠাকুমার ঝুলির পিডিএফ পাওয়া যায় তো। হ্যারি পটারের বাংলা মনে হয় চেষ্টা করেছিলেন কেউ একজন, উৎরোয়নি।
  • তাতিন | 34.217.194.161 | ১০ জুলাই ২০১৩ ২২:৩২618615
  • ্ঠাকুরমার ঝুলির পিডিএফ [email protected]এ মেল করুন
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২২:৩৪618351
  • এখন অফিসে কোথায় পাবো? বাড়ির ল্যপিতে আছে। রাত্রে পাঠাবো।
  • গান্ধী | 213.110.243.22 | ১০ জুলাই ২০১৩ ২২:৩৭618362
  • ফোর্জিদি saikatdutta87 জিমেলে প্লিজঃ)
  • hu | 199.138.253.173 | ১০ জুলাই ২০১৩ ২২:৫২618373
  • হ্যারি পটারের সাথে ঠাকুমার ঝুলির ঠিক তুলনা হয়না। শুধু ছোটোরা কেন, এই বুড়ো বয়সেও গোগ্রাসে পড়ি। বারবার পড়ি।
    প্রথমত, লেখার স্টাইল। হ্যারি পটার এই প্রজন্মের ভাষায় লেখা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঐতিহাসিক গুরুত্ব যতই থাক, সেই ভাষায় পড়ে আরাম নেই।

    দ্বিতীয়ত, এক্দল ছেলে-মেয়ে তাদের স্কুলের সাতটা বছর কিভাবে কাটায় হ্যারি পটার সেই গল্পটা বলছে। এই সাতটা বছর প্রত্যেকেরই জীবনে কোন না কোন ভাবে এসেছে। এর সাথে আইডেন্টিফাই করা সহজ। ঠাকুমার ঝুলি এরকম ভাবে আমাদের রোজকার জীবনের কথা বলেনি।

    তৃতীয়ত, ঠাকুমার ঝুলি যে অর্থে রূপকথা, হ্যারি পটারকে সেই অর্থে রূপকথা বলা যায় না। বাংলার সাথে যদি তুলনা করতেই হয় তাহলে তুলনা করা যায় গুপিবাইন বাঘা বাইন বা হীরক রাজার দেশের গল্পের সাথে। অর্থাৎ ফ্যান্টাসি এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু একটু খুঁটিয়ে পড়লেই দেখা যাবে আসলে যে দেশ-কালে আপনি বাস করছেন এটা তারই গল্প। হ্যারি পটারের গল্প যত এগিয়েছে ততই এটা স্পষ্ট হয়েছে। আমাদের রাজ্যের পরিবর্তন পরবর্তী যুগে যত রঙ্গ দেখি - মাঝে মাঝেই হ্যারি পটার খুলে বসি, সাদৃশ্য দেখে মজা লাগে খুব।

    হ্যারি পটারের সাথে যারা ঠাকুমার ঝুলির তুলনা করেন আমার মনে হয় তারা সিনেমা দেখে তুলনাটা করতে যান। বই পড়লে মিল খুঁজে পাওয়ার কথা নয়।
  • san | 213.88.22.135 | ১০ জুলাই ২০১৩ ২২:৫৬618384
  • এইত্তো আমি আছি হ্যারি পটারের ফ্যান। শেষটা বাদ দিয়ে।
    অবশ্য তুলনামূলক প্রবন্ধে নেই।
    কিন্তু সবাইকে পড়তে রেকো করে থাকি।
  • hu | 199.138.253.173 | ১০ জুলাই ২০১৩ ২২:৫৮618395
  • ইয়েস, শেষটা একটু ঘেঁটেছে
  • কৃশানু | 213.147.88.10 | ১০ জুলাই ২০১৩ ২২:৫৯618406
  • আমি পড়িনি। আসলে অতো মোটা মোটা বই বলে।
    আর ইয়ে, ঠাকুরমা-র ঝুলি আমায় কোনও দিন টানে নি।
    আমার প্রিয় বই ছিল উকি রায়ের টুনটুনি-র বই।
    সু রায় আরেকটু বড়ো হয়ে।
    স রায় আরও একটু বড়ো হয়ে।
  • san | 213.88.22.135 | ১০ জুলাই ২০১৩ ২৩:০৫618417
  • হু খাঁটি কথা বলেছে , আদৌ কেন ঠাকুর্মার ঝুলির সঙ্গে তুলনা আসে তাই বুঝিনা।
  • cm | 116.213.50.178 | ১০ জুলাই ২০১৩ ২৩:০৮618439
  • ঠাকুমার ঝুলি পড়েছি সেই কোন কালে। অত ছোট বয়সে রূপকার্থ কিছুই ধরা পরেনি। এক কল্পনার রাজ্যের ঘটনা বলে মনে হয়েছে। আর হ্যারিপটার পড়েছি বুড়ো হয়ে। মারামারির প্রতি ততদিনে বিতৃষ্ণা জন্মে গেছে। তবে বেশ কিছু আইডিয়া ভালো লেগেছে।
  • Bhagidaar | 216.208.223.1 | ১০ জুলাই ২০১৩ ২৩:০৮618428
  • আমি পটারের শেষ দুটো সিনেমা সুধু দেখেছি.। তেমন ভালো লাগেনি.। প্রথম 3te বই আছে আমার কাছে, ইংরেজিতেই, কিন্তু বার বার সুরু করার পর বেশি দূর এগোতে পারিনি। ইন্দাক্শানের অভাব ছিলনা। কিন্তু কেন জানিনা জমেনি ঠিক.।

    কিন্তু এখনো বাংলার উপকথা বইটা পেলে বারবার পরি। (তাতে রূপকথাই আছে)
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২৩:১৪618450
  • আরে ধুর বাবা, ঠাকুমার ঝুলি একটা প্লেস হোল্ডার। লিখলাম তো 'দেশী-বিদেশী রূপকথা' - সেটা ঠাকুমার ঝুলিও হতে পারে আবার গ্রিম ব্রাদার্সও। as such only ঠাকুমার ঝুলির সঙ্গে তুলনা করতে চাইছি না। বোঝাতে পারলাম?
  • cm | 116.213.50.178 | ১০ জুলাই ২০১৩ ২৩:২৪618473
  • ও সেই অর্থে দেখলে হ্যারি পটারে ভায়োলেন্স বেশি মনে হয়েছে।
  • hu | 199.138.253.173 | ১০ জুলাই ২০১৩ ২৩:২৪618462
  • ফোর্জি, ঠাকুমার ঝুলি বাদ দিলে বিভিন্ন দেশের রূপকথা-লোককথা এখনও পড়তে খুব ভালো লাগে। নানা দেশের পুরানের গল্প খুবই ভালো লাগে।
    কিন্তু, আবারও বলছি, হ্যারি পটার কনভেনশনাল অর্থে রূপকথা নয়। গুপি-বাঘার গল্পকে কি রূপকথা বলবে? অরণ্যদেব রূপকথা? ব্যাটম্যান-স্পাইডারম্যানের সাথেও নানা দেশের লোককথার তুলনামূলক আলোচনা হতে শুনিনি কখনও। হ্যারি পটারকে নিয়েই বা কেন?
  • 4z | 152.176.84.188 | ১০ জুলাই ২০১৩ ২৩:৩৯618484
  • হু, হ্যারি পটার কনভেনশনাল অর্থে রূপকথা নয় - এটা আমাদের মনে হয় কিন্তু যারা মেন টার্গেট পাঠক হিসেবে তাদের কাছে এটা ফ্যান্টাসি নয়? একটা উদাহরন দি। বন্ধুর মেয়েকে তার মা যখন রূপকথাগুলো ট্রান্সলেট করে শোনায় সে অত ইন্টারেস্ট পায় না, কিন্তু হ্যারি পটার গেলে। হবিট, লর্ড অফ দা রিংস মুখস্ত। আমি এটাই জানতে চাইছি এমন কি আছে এগুলোতে যা একটা দশ বছুরের জন্য চুম্বকের কাজ করে? (এই প্রসঙ্গে বলে রাখি, আমার হ্যারি পটার সব পড়া)
  • cm | 233.235.93.225 | ১০ জুলাই ২০১৩ ২৩:৪৪618495
  • কোথায় টোল্কিয়েন আর কোথায় রাউলিং। টোল্কিয়েন এক আলাদা দুনিয়া বানিয়েছেন। সিনেমার সাহায্য ছাড়া রাউলিং তা পেরেছেন কিনা সন্দেহ হয়।
  • ranjan roy | 24.96.70.252 | ১০ জুলাই ২০১৩ ২৩:৪৫618506
  • ঠাকুরমার ঝুলির গল্প বলায় একটা সুর আছে, সেকালের ঠাকুমা-দিদিমাদের গল্প/কিস্‌সা/পরস্তাব বলার সুর।
    আজকের নিউক্লিয়ার ফ্যামিলির যুগে কোথায় হারিয়ে গেছে ফোকলা বুড়িদের কাঁথার নীচে গুড়িসুড়ি মেরে নাতিনাতনীদের ঢুকে পড়া ও (নিষিদ্ধ) তেঁতুলের আচার চাটা , তার সঙ্গে গল্প, রোজ রোজ, ধারাবাহিক।

    বুদ্ধু-ভূতুম গল্পে দেখুনঃ
    দুই ছেলেকে হারিয়ে বাপ-মার বিলাপ-
    " বুদ্ধু আমার বাপ,
    কী করেছি পাপ?
    কোন পাপে দিয়ে গেলি এমন মনস্তাপ?
    শুকপঙ্খী নায়ের পিছে ময়ূরপঙ্খী যায়,
    আমার বাছা থাকলে পরে যেতিস এই নায়।"

    লালকমল-নীলকমল গল্পে রাক্ষস-খোক্কসদের আক্রমণ।
    --কে জাগে? কে জাগে?

    কাঞ্চনমালা-কাঁকনমালা গল্পে দাসী রাণীর বেশ ধরে রাণীকে দাসী সাজিয়েছে। রাজার সন্দেহ হওয়ায় পরীক্ষা নিচ্ছেন। পিঠে বানাও, সূচীকর্ম করে দেখাও ইত্যাদি।
    রাণীবেশী দাসী কাঁকনমালা বানালেন --আস্কে পিঠে, যাস্কে পিঠে, আর ঘাস্কে পিঠে!
    দাসীবেশী , আসলে রাণী কাঞ্চনমালা
    বানালেন-- চন্দ্রপুলি, মোহনবাঁশি, ক্ষীরমূরলী আর চন্দনলতা।
    ক্লাস দেখিয়ে দিলেন। একি আজকের পলিটিক্যাল রূপকথা নয়?
    কিন্তু অ্যাম্বিয়েন্স আর ডিটেইল্স? আজকের প্রজন্মের পক্ষে রিলেট করা সম্ভব নয়।

    হ্যারি পটারের প্রথমটা পড়ে এবং দেখে ফ্ল্যাট। বইটা বেশি ভাল। আর মিশনের হোস্টেলে ছিলাম। বেশ রিলেট করতে পেরেছি। ডাম্বলডোর তো বটেই অন্য বন্ধু আর বদমাশ প্রতিদ্বন্দ্বী সব। শুধু আফশোস কোন হারমিওনি ছিল না।
    কিন্তু সেই যে সহৃদয় বিশাল চেহারার চৌকিদার গোছের মানুষটি সেও ছিল।
    তিন নম্বর আর শেষটা ভাল লাগেনি। শেষেরটা পড়ে শেষ করতে পারিনি। এখন অজ্জিত ( যে কিনা একই সঙ্গে রবার্ট ফ্রিস্ক ও মুজতবা প্রায় মুখস্থ করে ফেলেছে) ও লুরুবাসী অয়ন , দুজনেই রেকমেন্ড করেছে শুনে আমার ধেড়ে ধেড়ে মেয়েদুটো বছর তিরিশের ও চব্বিশের ফ্লোরিডাবাসী ভাইঝি সবাই যার পর নাই খুশি।
    যাক, বুড়োটা ফালতু পলিটিক্যাল কচকচি ছেড়ে আজকাল সত্সঙ্গে মিশছে।
    এই র্রোববার থেকে পড়া শুরু করব,
    আর ৩রা আগস্ট থেকে ৮ আগস্ট অব্দি দিল্লিতে থাকব, তখন শুধু এই সিরিজের বই পড়ব। অন্য কিছুতে হাত লাগাবো না। মাক্কালী!
  • hu | 199.138.253.173 | ১০ জুলাই ২০১৩ ২৩:৫৩618517
  • ফোর্জি, আরেকটু বিস্তারিত বলো। রূপকথা ট্রান্সলেট করে শোনায় মানে বাংলা রূপকথার কথা বলছ কি? ভাষা-কালচারের ব্যবধান একটা কারন হতে পারে। আবার রাপুনজেল ভালো লাগে না, কিন্তু হ্যারি পটার ভালো লাগে - তার একটা কারন হতে পারে হ্যারি পটারে জেন্ডার ডিসক্রিমিনেশন রাপুনজেলের তুলনায় কম। লর্ড অফ দ্য রিংস আমার পড়া নেই। সিনেমাতেই দেখেছি। এই বইটার প্রেক্ষাপট এত ছড়ানো, এত অজস্র চরিত্র, এত বিভিন্ন গোষ্ঠীর আনাগোনা - ব্যাপারটা প্রায় মহাকাব্যিক। শুধুই রাজপুত্রের রাজকন্যা উদ্ধারের মত একমাত্রিক নয়। সেটাও একটা ব্যাপার।
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০০:১৫618528
  • হু, শুধু বাংলা নয়, তার মায়ের ছোটবেলায় পড়া বিভিন্ন দেশের রূপকথাগুলো ট্রানস্লেট করে শোনায়। সে মেয়ের গ্রিম ব্রাদার্স ভাল লাগে না। লর্ড অফ দা রিংস যথেস্ট কমপ্লেক্স গল্প, সেটা তার ভাল লাগে, কিন্তু মহাভারত (ঐ ভগবান-টানের কেস বাদ দিয়ে, সেগুলো ম্যাজিক দিয়ে রিপ্লেসিত করা হয়)পছন্দ নয়। দুটো জায়্গাতেই কি পাওয়ার স্ট্রাগল, গোষ্ঠীদ্বন্দ এগুলো আসছে না? এগুলো শুধুই কী মার্কেটিংএর জোর?
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০০:১৮618539
  • রঞ্জনদা আরো হোক।
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০০:২১618547
  • cm, হ্যারি পটার সিনেমার পর্দায় আসার আগে থেকেই হিট। সুতরাং সিনেমার সাহায্য ছাড়া রাউলিং আলাদা দুনিয়া বানাতে পারেননি এটা মনে হয় ঠিক নয়।
  • rabaahuta | 172.136.192.1 | ১১ জুলাই ২০১৩ ০০:২৩618548
  • এই তো, 'প্রায় মহাকাব্যিক'। এই শব্দটা পাচ্ছিলাম না।

    এইজন্যেই হ্যারি পটার নিয়ে আমি খুব মুগ্ধ। সব কটা পড়িনি, ইংরেজী পড়ায় অনভ্যাসজনিত অনীহার কারনে, কিন্তু ছোটদের জন্যে এত ডিটেল, কনসিস্টেন্ট, যত্নে লেখা, এই, প্রায় মহাকাব্যিক, বিশাল ভল্যুম, খুব বড় ব্যাপার।
  • T | 24.139.128.15 | ১১ জুলাই ২০১৩ ০০:২৫618550
  • পটার সিরিজ পুরো পড়ার পর মনে হয় রাউলিং কি একেবারে শেষটা ভেবে তারপর প্রথমটা লিখেছিলেন! এত গাদা চরিত্র এত ঘটনা কিন্তু সবাই নিখুঁত ইন্টারলিংকড। দূর্দান্ত লাগে। হ্যাঁ, ঐ প্রায় মহাকাব্যিক। সবকটাই পড়েছি, সবচেয়ে প্রিয় লাগে প্রিজনার অব আজকাবান। সময়ে পিছিয়ে গিয়ে হ্যারির নিজের নিজেকে বাঁচানোটা, যা তা!

    ঠাকুরমার ঝুলি শৈশবে যাচ্ছেতাই লাগত। আরো বাজে তার ইলাস্ট্রেশন। বরং অনেক টেনেছে রুশ এবং চৈনিক উপকথাগুলো। ইনফ্যাক্ট ঐ চীনা বইগুলোর ছবি দেখে আমি বোধহয় বেশী ভয় পেতাম।

    চান্দু স্যারের সাথে দ্বিমত পোষণ করছি। সিনেমা আদপে না বানালেও পটার একই রকম জনপ্রিয় থাকত। গ্রাফিক ডিটেলস এত ভালো যে আলাদা করে সিনেমার হেল্প ইত্যাদি লাগে না। ইনফ্যাক্ট কিছু ক্ষেত্রে মুভিতে ছড়িয়েছে। উদা, ডেথলি হ্যালোজ সিনেমাটার দুটো পার্টই।

    রঞ্জনদাকে আমিও রেকমেন্ড করলাম। পড়ার সময় সিরিয়াসলি পড়বেন এবং কোনো অসুবিধে হলে জানলায় চিঠি রেখে দেবেন। হেডুইগ এসে নিয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন