এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০২:২০618585
  • *নতুন
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০২:২০618584
  • এনিড ব্লাইটন আমার এখনও ভাল লাগে। এনার একটা গল্প পড়েছিলাম দুই ভাইবোন নতু স্কুলে জয়েন করবে, তারপরের কীর্তি কাহিনি। নামটা মনে পড়ছে না। কেউ বলতে পারবে?
  • Sibu | 84.125.59.177 | ১১ জুলাই ২০১৩ ০৩:৩২618586
  • হ্যারি পটারের একটা দারুন জিনিষ (যেটা এক বন্ধুপত্নী আমাকে খেয়াল করিয়ে দিয়েছিল), সেটা হ্যারি, রন আর হার্মাওনির সম্পর্কের টানাপোড়েন। হার্মাওনি রনকে হ্যাটা দেয় আর হ্যারিকে আদর করে। কিন্তু রনের যখন কিছু হয় তখন হার্মাওনির উদ্বেগ, কান্না থামায় কে।
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ০৬:৫১618587
  • সবাই যদি সব, প্রায় সমস্তই লিখে দেবে তবে টইয়ের লিমিট ফুরিয়ে যায়নি ক্যানো এখনো?
    আমাকে হুচে রেকমেন্ড করায় আমি হ্যাপ পড়ি (মানে তার আগে একবার নামিয়েও ইংরেজি আর ভলিউম বলে পিছিয়ে এসেছি, খ্যাল করুন এখানে আমি হুতোদার পোস্ট কপি করলাম), এখনও পড়ছি। এত জলদি চারটে বই পড়ে ফেল্লাম (স্রেফ বাসে, প্লেনে , ট্রেনে বসে) যে আমি ফ্যান হয়ে গেছি।
    হ্যারি পটার খুব যত্ন করে লেখা। প্রেমেন্দ্র মিত্তির আর শীর্ষেন্দুর এই বিষয়ে বক্তব্যগুলো (আবার খ্যাল করুন, ভার্বাটিম না হলেও টুকছি) মনে পড়ছে। একজন বলেছিলেন নিখুঁতভাবে গল্পের সুতোগুলো মেলানোর কথা, অন্যজন পাঠককে গুরুত্ব দেওয়ার কথা। রাউলিং এগুলোয় ম্যাজিক করেছেন।ও হ্যাঁ এতগুলো ভালোলাগা চরিত্র তৈরী করার জন্যও হ্যাপ আলাদা। শুধু উইস্লি পরিবার বা হারমাওনিকে নিয়েই এক একটা উপন্যাস লেখা যেত।
    তবে ভিলেন্টি তেমন জমেনি। মগনলাল হলে বেটার হত। ;-)
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ০৬:৫৩618588
  • ও ক গুলো দেওয়া হয়নি। হু, স্যান, কলিদি, টি, শিবুদা, ব্ল্যাঙ্কি, হুতোদা এদের আপাতত ক দিলাম। পাইকে জ দিলাম।
    যাই অর্ডার অফ ফিনিক্স পড়ি খানিকটা।
  • 4z | 194.148.161.37 | ১১ জুলাই ২০১৩ ০৮:১২618589
  • ঠাকুরমার ঝুলি গুগুল ড্রাইভে তুলে দিলাম। কাল ডিলিট করে দেবো। যাদের লাগবে ওখান থেকে নামিয়ে নিতে পারেন।

    https://docs.google.com/file/d/0B0wupcenNfSEdEF3WF95NHQtQ0k/edit?usp=sharing
  • | 24.96.169.233 | ১১ জুলাই ২০১৩ ০৮:৩১618590
  • আমার ঠাকুমার ঝুলি, ঠাকুদ্দার ঝুলি এগুলো ভাল্লাগে নি। এদিকে রুশ উপকথা দারুণ লাগত। চীনের কিছুই প্রায় পড়ি নি। বড় হয়ে ল-অ-রি পড়তে গিয়ে ভাল্লাগলো না। ছেড়ে দিলাম। হ্যা পা সেইজন্য চেষ্টাই করলাম না পড়ার।

    (মাথা টাহা চুলকে) তাইলে কি এবার হ্যা প চেষ্টাকরে দেখব! (ওফ! পিয়ার প্রেশার ক্কি জিনিষ রে ভাই!)
  • 4z | 194.148.161.37 | ১১ জুলাই ২০১৩ ০৮:৩৪618592
  • দমুদি, একদম শুরু করে দাও। ইবুক চাইলে পাঠিয়ে দিতে পারি।
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ০৮:৩৪618591
  • ঃ-))))
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ০৮:৩৯618594
  • আমার বিশ্বাস দমদির ভালো লাগবে।
    (পিপ্রে আট্টু বাড়ুক)
  • | 24.96.169.233 | ১১ জুলাই ২০১৩ ০৮:৪০618595
  • গরর এমনিই সময় এত কম। এদিকে ইনফার্নো শেষ করে মনে হয়েছে না করলেও খুব কিছু হত না।
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ০৮:৪৪618596
  • এইত্তো সবাই ইনফার্নো পড়ে নিয়েছে আমার হয়ে। আরো একটা বই কম পড়বো।
  • তাতিন | 34.217.194.161 | ১১ জুলাই ২০১৩ ০৯:১৩618597
  • ্থ্যাংক্স,
  • san | 213.88.22.136 | ১১ জুলাই ২০১৩ ০৯:৩১618598
  • ফোর্জি, দুই ভাইবোন না দুই যমজ বোন ? পরেরটা হলে দ্য টুইনস অ্যাট সেন্ট ক্লেয়ার্স দিয়ে সিরিজ শুরু।
    আহা , এনিড ব্লাইটন মানে ছোটোবেলার একটুকরো।
  • + | 213.110.243.21 | ১১ জুলাই ২০১৩ ০৯:৫৫618599
  • ফোর্জিদি,

    হয়ে গেছে নামানো
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ০৯:৫৬618600
  • সবাই প্রায় সবকিছুই বলে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই। শুধু নিজে কেমন করে শুরু করলাম সেটাই বলি।

    নিউক্যাসলে থাকাকালীন বা.লা-তে এই নিয়ে তক্কো হত। তখন নবনীতা দেবসেন সদ্য পটার সিরিজকে ধুয়ে একটা আক্ষেপমূলক লেখা লিখেছেন। আরো কয়েকজন বড় বড় বাংলা সাহিত্যিকও ইনিয়ে বিনিয়ে কেঁদেছেন যে বাঙালীর ছা আর ঠাকুমার ঝুলি পড়ছে না, পটার পড়ছে, অথচ ঠাকুমার ঝুলিই বা কম কিসে। আমিও তখন সবে সিনেমাগুলো দেখতে শুরু করেছি - প্রথম দুটো দেখেছি - ভালোই লেগেছিলো, তবে আহামরি কিছু নয়। ঠিক করলাম নিজে পড়েই ডিসাইড করা ভালো।

    পড়তে শুরু করি এখানে ফিরে আসার পর - দিদির মেয়ের কাছ থেকে বই নিয়ে। মাইরি বলছি, রাত্তির জেগে শেষ করে ফেলতাম। কারণ সেই যেগুলো সবাই লিখেছে - শুধু তো ফ্যান্টাসী নয়, তার বাইরেও কিছু। হ্যারি/রন/হারমায়নি - এরা শুধু উই্জার্ড বা উইচ নয়, এরাও আমাদের মতই মানুষ। ইস্কুলে যায়, হোস্টেলে থাকে, সেখানে ভালো টীচারও যেমন তাদের ক্লাস নেয় তেমনি খতরনাক টীচারও আছে, আবার বোরিং ক্লাসও হয়। শুধু স্কুলটা অন্যরকম। পারবেন নীলকমল/লালকমল বা রাজপুত্তুরদের সম্পর্কে এভাবে ভাবতে? ঘোড়ায় চড়ে রাজপুত্তুর যাচ্ছে - এই ছবিটা কখনো আমি দেখিনি। বরং অপু বাড়ির পিছনের জঙ্গলে কাঠের তরোয়াল নিয়ে খেলছে - সেই ছবি আমার অনেক চেনা লাগে। হ্যারি পটারের ছবিগুলোও অনেকটা সেরকম চেনা লাগে। তায় তখন সদ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেমের সাথে পরিচয় হয়েছে - সেই GCSE/A-Level - তার সাথে খাপে খাপ মিলে যায় OWL/NEWT।

    রাজপুত্তুররা তো পটাং করে সিন্ডারেলাকে বিয়ে করে ফেলতো, আর সারাজীবন সুখে থাকতো। কিন্তু সম্পর্কটা কীভাবে তৈরী হয় - হ্যারি প্রথমে চো চ্যাং-এর টান অনুভব করে, পরে জিনি-র...রন আর হারমায়নির মধ্যে সম্পর্ক আছে বোঝা যায়, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। হারমায়নি ক্রুমের সাথে ইয়ুল বল-এ গেলে রন হিংসেতে জ্বলে, আলতুফালতু বকে ঝগড়া করে - শেষে হারমায়নি বলে "Next time there’s a ball, ask me before someone else does, and not as a last resort!" - এগুলো অনেক বেশি চেনা লাগে।

    শ্রী (দিদির মেয়ে) আরেকটা কথা বলেছিলো - ওদের ক্ষেত্রে এই পটার সিরিজের চরিত্রগুলোকে নিজেদের সাথে মেপে দেখার প্রবণতাটা আরো বেশি, কারণ ওদেরই ওই এগারো বছর বয়স নাগাদ প্রথম বইটা বেরোয় - হ্যারি আর বাকিদের বয়স তখন এগারো। তারপর বছরে একটা করে। ওদের সঙ্গে সঙ্গেই হ্যারিরা বড় হয়েছে। কাজেই ওরা আরো বেশি করে নিজেদেরকে দেখতে পায়।

    মার্কেটিংও আছে, প্রচুর মার্কেটিং। কিন্তু শুধু মার্কেটিং-এর জোরে একটা বই দশ বছরের ওপর টিঁকে থাকতে পারে না। যাঁরা ঠাকুমার ঝুলির সাথে তুলনা করে এই সিরিজটাকে ধুয়েছেন, তাঁরা আমি সিওর বই না পড়েই করেছেন - বড়জোর সিনেমা দেখে আর সেকেন্ড হ্যান্ড শুনে আর ওই মার্কেটিং দেখে।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ০৯:৫৮618601
  • হ্যাঃপঃ আর লঃঅঃদ্যঃরিঃ - দুটোই বই পড়েছি, সিনেমাও দেখেছি। সিনেমার ক্ষেত্রে লঃঅঃরিঃ পটার সিরিজকে একশো গোল দেবে ঠিকই, তবে বইয়ের ক্ষেত্রে আমার পটার বেশি ভালো লেগেছে - কারণ চরিত্রগুলো অনেক বেশি কাছের। লঃঅঃরিঃ হয়তো সাহিত্যগুণে উঁচুতে থাকবে, কিন্তু বারবার পড়তে হলে হ্যাঃপঃ আগে পড়িঃ-)
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১০:১২618602
  • মাথা টাথা চুলকে আমার অবস্থা-ও দমুদি-র মতই। এদিকে বই গুলো এত্ত এত্ত মোটা।

    সত্যি কথা বলতে কী, হ্যা-প যাদের পড়তে দেখেছি, আজ অবধি কেউ বলে নি যে না পড়লেও চলে। সবার মুখে প্রশংসা-ই শুনেছি। এটা বেশ আশ্চর্য ব্যাপার।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১০:১৬618603
  • চার নং থেকে মোটা। প্রথম তিনটে টিপিক্যাল পেপারব্যাক সাইজ।
  • san | 213.88.22.136 | ১১ জুলাই ২০১৩ ১০:১৮618606
  • ওরে শিগ্গির একটা পড়ে নে।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১০:১৮618605
  • এবং একটা ওয়ার্ড অফ অ্যাডভাইস - সিকোয়েন্সে না পড়লে ঘেঁটে যাওয়া গ্রান্টী।
  • san | 213.88.22.136 | ১১ জুলাই ২০১৩ ১০:২১618607
  • আমার অরিজিতের মতই হ্যারি পটার পড়লে গ্রান্টি সহ মনখারাপ কেটে যায় ! আর ঠিকই বলেছে পরপর পড়িস সিরিজ ধরে। আমি প্রথমটা পড়ার পরে নাওয়
  • san | 213.88.22.136 | ১১ জুলাই ২০১৩ ১০:২২618608
  • ওফ , এ কি কল , নাওয়াখাওয়া ভুলে পরপর পড়েছিলাম।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১০:২৪618609
  • তাহলে প্রথম তিনটে পড়ব।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১০:২৬618610
  • শুধু তিনটে পড়লে বাকিটা জানতে পারবে না। সিনেমা দেখে বুঝতে গেলে ঘেঁটে ঘ হয়ে যাবে। গবলেট অফ ফায়ারের পর সিনেমাগুলোতে গল্পটা বোঝাতেই পারেনি।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ জুলাই ২০১৩ ১০:৩৩618611
  • সিনেমা কে দ্যাখে। হ্যা: প: একটা কি যেন দেখেছিলাম, মোটেও পোষায় নি। লোকজন পরিস্কার বলে দিল, সিনেমা দেখিস না। সিনেমা দেখে হ্যা: প: বুঝতে হলে তো এতদিনে দেখেই নিতাম।

    আমার দেখা সেরা ফ্যান্টাসি সিনেমা প্যান'স ল্যাবিরিন্থ। রঞ্জন-দা সত্যি-ই দেখে নিতে পারো। শোনা যায়, কান ফেস্টিভ্যাল এ দেখাবার পর টানা ২২ মিনিট লোকজন উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। অসামান্য ক্রিয়েশন।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১০:৩৬618612
  • তাহলে শুধু horcrux কনসেপ্টটা বোঝার জন্যেই পুরোটা পড়ে ফেলো।
  • Tim | 199.138.253.173 | ১১ জুলাই ২০১৩ ১০:৩৭618613
  • হ্যাঁ হ্যাঁ প্যা ল্যা হেব্বি সিনেমা। এই সেদিন আবার করে দেখলাম।

    আমি আগে সিনিমাগুলো দেখেছি। এখন বইগুলো পড়ছি। এতে একটা অন্যরকম এফেক্ট হচ্ছে। এমনিতেই রাউলিং খুব গ্রাফিক, আর সিনিমাগুলোর বাকিসব যাই হোক কাস্টিং দূর্দান্ত হয়েছিলো। বই পড়ার সময় এখন আমি নিজের মত করে সিনেমাটাও দেখতে পাই কল্পনায়।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১১ জুলাই ২০১৩ ১০:৪৭618614
  • বাংলায় হ্যারি পটার নিয়ে একটা প্রশ্ন দেখলাম - সোজা কথায় অসম্ভব। অন্যতম কারণ হল অ্যাকসেন্টের রমরমা - আর সেটা লেখাটা পড়লেই বোঝা যায়। বাংলায় লিখতে হলে বড়জোর থীমটা এক রেখে বাকি সব বদলে ফেলতে হবে।
  • san | 213.88.22.136 | ১১ জুলাই ২০১৩ ১০:৫২618616
  • পটার সিনিমাগুলো আমার একেবারে পোষায় নি।

    আর খামোখা বাংলা অনুবাদে লোকে পড়তেই বা যায় কেন বুঝিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন