এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.99.212.224 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২১627476
  • এইরে! কতটা যুক্তিযুক্ত জানিনা, কিন্তু ফেলুদা তাসের ম্যাজিক সম্বন্ধে কোনো একটা বইয়ে তোপসেকে বলেছিল, ভারতীয়রা ইউরোপীয়দের থেকে ভালো তাসের ম্যাজিক দেখায় কারণ আমাদের আঙ্গুল আর হাত বেশি ফ্লেক্সিবল।
    সেইরকম কিছু?
    আর এমফ্যাসিস মনে হয় একটা ব্যাপার।
  • PT | 213.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৫627477
  • গুলাশের হাঙ্গেরির খাবার। উইকি জ্যাঠা জানালেনঃ Originating within the historical Hungarian ethnic area.

    আর প্যানকেক ইউরোপের সর্বত্রই সহজলভ্য। কেননা দুধ-ময়দা-ডিম মিশিয়ে এর চাইতে সহজে পেট ভরানোর জন্য আর কিছু বানানো যায়না। সঙ্গে একটু জ্যাম বা নিছক মধু থাকলেই চলবে। উইকি বলছে প্রাচীন গ্রীসে এর উল্লেখ ছিল-থাকাটাই স্বাভাবিক। যারা লিখে রাখেনি তরাও নিশয় জানত। ফ্রান্সের রাস্তার ধারের এক দোকানে এক বিশা-আ-আ-ল প্যানকেক শুধু ক্রীম-চকলেট মাখিয়ে মুড়ে দিয়েছিল গো..... আহা সে সোয়াদ কি জীবনেও ভুলব!!
  • PT | 213.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬627478
  • *গুলাশ
  • a | 132.164.102.53 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৭627479
  • "হয়তো মানবসভ্যতাই এতোদুর আসতোনা, বহু হাজার বছর আগে থমকে দাঁড়িয়ে যেত।

    প্রায় প্রতিটা শব্দই তর্কযোগ্য। কিন্তু এই টই এ বেলাইন না করার জন্য ব্যতিক্রমী সংযম দেখাচ্ছেন সকলে তাই আর এগুবার দরকার নেই।"

    cm, কল্লোল, ঠিকই, প্রতিটা শব্দই তর্কযোগ্য। থমাস হবস থেকে কতো লোক কতো তর্কই করেছে এই নিয়ে। তবে এই টইটা সম্পূর্ন অন্য বিষয়ে, পড়ছিও মন দিয়ে। "ম্যান অ্যাজ এ সেলফিস অ্যানিমাল" নিয়ে অন্য কোন টইতে আলোচনা করা যাবে। এই টইতে সে ও অন্যান্যদের আলোচনা উপভোগ করছি।
  • lcm | 118.91.116.131 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৮627480
  • ফ্রান্সের রাস্তায় ঐটি হল ক্রেপ - ওটো খেয়েছি ওখানে, এখানেও পপুলার।
    শুধু গুলাশ নয়, পূর্ব-ইউরোপ/স্ক্যান্ডিনেভিয়া আর রাশিয়ার অনেক খাবারই কমন।
  • PT | 213.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০২627482
  • না, না-গুলাশ নিয়ে এদ্দম তক্ক নয়। ওটির সঙ্গে আমার বিশেষ যোগাযোগ ছিল।

    আর সতর্ক না হলে অনেক খাবার কমন বলে মনে হয়। যেমন "সতবুল্লার ওক পোতাতিস" (meatballs with potatoes)এর সঙ্গে সুইডিশদের নাড়ীর বাঁধন। অমন গরীবি খাবারের সঙ্গে নিজেদের জড়াতে অন্যেরা লজ্জা পেতে পারে।
  • lcm | 118.91.116.131 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১১627483
  • ওহ, সেটা ঠিক। সুইডিশ মিটবল কিন্তু এখানে পপুলার। এমনকি আইকিয়া (ফার্নিচার চেইন) তে যে রেঁস্তোরা আছে তাতে আলুভাতে আর সুইডিশ মিটবল খেতেই অনেকে যায়।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৭627484
  • এইটা নিয়ে বিজ্ঞানীদের কী বক্তব্য?

    http://lysvav.narod.ru/Files/Medvedev.pdf
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৩627486
  • ম্যামি,
    ব্যক্তিপুজা জিনিসটা খুব বেশি দেখেছি - খুব চোখে লেগেছে।
    এক জায়গায় আগে লিখেছি যে প্রতিটি শহরে, মফস্বলে, গ্রামে, অন্ততঃ একটা করে লেনিন মূর্তি প্রতিষ্ঠা করা।
    স্তালিনের মূর্তি হয়ত আগে ছিলো (থাকলেও সংখ্যায় অপেক্ষাকৃত কম থাকবারই কথা), হয়ত সরিয়ে ফেলা হয়েছিলো। কিন্তু একটা লোকের জেবদ্দশায় তার নামে শহরের নাম দেওয়া বড্ড নির্লজ্জ ব্যাপার।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮627487
  • না, কিন্তু শিক্ষাব্যাবস্থা যেরকম ছিল বলে শুনছি, তাতে এটা একটু আশ্চর্যের।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৪627488
  • ঠিকই শুনছেন। এক বর্ণও মিথ্যা/বাড়িয়ে-কমিয়ে লিখিনি কিন্তু।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৬627489
  • মূর্তিপুজা প্রায় সবদেশেই চলে। বিভিন্নরূপে। কখনো ধর্মে কখনো রাজনীতিতে।
    এক্ষেত্রেও তার অন্যথা হয় নি। দেখুন ঈশ্বরের আরাধনার জন্যে সমস্ত সময় দেবালয়ে যাবার দরকার পড়ে না (অবশ্য খুব কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকলে সেটা অন্য কথা)। জবরদস্তির যুগ চলে গেছে মোটামুটি।
    ঈশ্বরের আরাধনা একান্তে গোপনে করলেও বিশ্বাসী মানুষ মনে করে যে ঠাকুর সব লক্ষ্য রাখছেন - এর জন্যে আশীর্ব্বাদ বর্ষিত হবে। কিন্তু যেখানে যাবতীয় উৎসবই ধর্মের বাইরে, যেখানে যা কিছু প্রমাণ করার সবই পার্টির দেবতাদের সামনে করে দেখাতে হবে - সেখানে মূর্তিপূজা ছাড়া উপায় নেই।
    দেশের সরকারি (বেসরকারি বলে কিছু নেই) ছুটির দিন নিম্নোক্ত-
    ১লা জানুয়ারী নতুন বছর - ১ দিন
    ৮ই মার্চ নারী দিবস - ১ দিন
    মে মাসে তিনদিন (১লা ২রা মে শ্রমদিবসের জন্যে প্লাস ৯ই মে বিজয় দিবস)
    অক্টোবরে একদিন সংবিধান দিবস
    নভেম্বরে ৬-৭ দুদিন সমাজতান্ত্রিক বিপ্লবের বার্ষিকী
    হয়ে গেল।
    এর মধ্যে মে মাসের দুদিন, ও নভেম্বরে মোটামুটি মিছিলে যোগদান করা আছে, প্রীতি বিনিময়, হাসি মুখ, ফুলের তোড়া, জাতিধর্ম নির্বিশেষে। কতটা মন থেকে, কতটা লোক দেখানো - সেটা তর্কের বিষয়।
    অন্তর থেকে কতটা এই আনন্দ তাতে প্রশ্ন করাই যায়।

    বাকি রইল সেই পুরোনো প্রশ্ন কমসামোলেরা আদতে কী করে?
    এই প্রশ্ন অনেক জনকে করেছি- তারা সকলেই কমসামোল।
    কারো উত্তর - চাঁদা দিচ্ছি, এটাও কিছু করা
    কারো উত্তর - আমরা ভবিষ্যৎ কমিউনিস্ট
    কারো উত্তর - বেশি পয়সা তো নয়, দিলাম চুকে গেল
    কারো উত্তর - কে যাবে ঝামেলায়?
  • S | 139.115.2.175 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৫627491
  • এই ব্যাপারটা চীনেও আছে শুনেছি। কলেজে উঠলেই পার্টির মেম্বার। কেউ বলেছেন ইচ্ছে না থাকলেও হতে হয়। কেউ বলেছেন কাউকে জোর করা হয় না। এইবারে করুন তক্ক।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৫627490
  • না সে, আপনি সবটাই খুবই ব্যালেন্সড ভাবে লিখেছেন।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১২627492
  • কল্লোলদা ভ্যালিড প্রশ্ন রেখেছেন - প্রাইভেটাইজেশনের সময় যারা কিনে নিলো কোত্থেকে টাকা পেলো অতো?

    সত্যিই অত টাকার হিসেব নেই। সেই নিয়ে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোবেই।
    বিভিন্নভাবে দেশের (রাষ্ট্রের) সম্পত্তির প্রাইভেটাইজেশন হয়েছিলো।
    কিছু কিছু ক্ষেত্রে বিদেশী কোম্পানীকে লীজ দেওয়া হয়, সেইবাবদ টাকা পাওয়া যায়।
    তুর্কমেনিস্তানের কিছু তেলের খনির ইজারা নেয় শেল। ৯৯ বছরের (সঠিক নাও হতে পারে) ইজারা। আজেরবাইজানেও দেখাদেখি অনুরূপ কিছু ব্যবস্থা হয়েছিলো, সেক্ষেত্রে অন্যান্য তেলের কোম্পানী ঝাঁপিয়ে পড়ে। সেখানেও "কে পাবে" এটা নির্ভর করত কে বেশি ঘুষ দিতে পারবে তার ওপরে।
    খনি ফনিও একার পয়সায় কেনা যায় না। একজন হয়ত কিনল, কিন্তু তাকে ফিনান্স করবে অন্য পার্টি। সে মেঘনাদ। প্লাস সামনে যে পার্টি কিনছে তারও "সঞ্চয়" আছে। তবে অত বিপুল "সঞ্চয়" সৎপথে করলে হিসেব মিলবে না। তখন পিতৃপুরুষের গুপ্তধনের গল্প ফেঁদে বসতে হবে। সেই গল্প রাজকর্মচারীদের "বিশ্বাস" করানোর জন্যেও "ব্যবস্থা" করানো যায়। আর একবার ব্যক্তিগত মালিকানায় চলে গেলে তখন অসুবিধে থাকে না।
    সময় করে করে রাজকর্মচারীদের নিয়মিত খুশি রাখলেই চলে। বিপদ তখনই হতে পারে, যদি শুধুমাত্র ব্যবসায়ে সন্তুষ্ট না থেকে মাথায় পোলিটিক্যাল অ্যাম্বিশন চাড়া দেয়। তখন কিন্তু জেল হবে, আবার দশ বারো বছর জেল খাটার পরে, একটা শুভ অনুষ্ঠানের প্রাক্কালে সম্রাট দোষীদের সাজা মকুব অর্থাৎ "ক্ষমা" করে দিয়ে বেকসুর খালাস করে দিতে পারে।
    এর হাতে গরম উদাহরণ গেল মাসেই দেখা গেছে। (নেম ড্রপিং এর মতো অপরাধ করছি না)।
  • S | 139.115.2.175 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৮627494
  • বহুবছর আগে স্টেটসম্যান বা অন্য কোনো কাগজে রাশিয়ার বড়োলোকেদের একটা লিস্ট দেখেছিলাম। তাতে যেসব নাম ছিলো, তাঁরা প্রত্যেকেই প্রায় আগে পার্টির নেতা ছিলেন। এইরকম একটা লিস্টি পেলে ভালো হোতো। আচ্ছা শোনা যায় কিছু নেতা দেশের বাইরে জমিয়েছিলেন। সেটা কতদুর সত্যি।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৮627493
  • পদে পদে ঘুষের ব্যবস্থা ছিলো।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪627495
  • "দেশের বাইরে জমিয়েছিলেন" কীভাবে? রুব্‌ল্‌ তো কন্‌ভার্টেব্‌ল্‌ কারেন্সি নয়। একটা রুব্‌ল্‌ ও দেশের বাইরে নিয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ। আমদানী- রপ্তানী দুটোই। দেশের বাইরে কোথায় জমাচ্ছিলেন তাঁরা? কী জমাচ্ছিলেন? সোনা, ডলার, সম্পত্তি? এগুলো কিনলেন কেমন করে? ক্যাশ তো নেই, তবে কি ক্রেডিট কার্ড দিয়ে? সেই ক্রডিট কার্ড কোথায় পেলেন? তবেকি ব্যাঙ্কের লোন নিয়ে?

    চেপে যান মশাই। চেপে যান।
  • S | 139.115.2.175 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৭627497
  • ঘুষ কি শুধু দেশেই পাওয়া যায়?
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৯627498
  • সস্তায় বিক্রি হয়েছিল। নিলামে জলের দরে।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৪627499
  • "নিলামে জলের দরে সস্তায় বিক্রি হয়েছিল" কেন? সেই জলের দর ও সঞ্চয় করা অসম্ভব চাকুরীজীবীদের পক্ষে।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০০627500
  • কোম্পানির মালিকানা শেয়ারে ধরা থাকলে সেটা হয়না। শেয়ার বিক্রি করা যায় অল্পে অল্পে, সইয়ে সইয়ে।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০২627501
  • দিন আনি দিন খাই চাকুরীজীবীর পক্ষে সম্ভব নয় তো বটেই।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৬627502
  • কোনো চাকুরীজীবীর পক্ষেই সম্ভব নয়। স্যালারী ডিফারেন্স তেমন ছিলো না তো। সকলেই মোটামুটি একটা মডারেট রেঞ্জে স্যালারী পেত। "দিন আনি দিন খাই" কেউ নয়। আবার অনেক রোজগার করি অনেক সঞ্চয় ও কেউ নয়। টাকা জমাতো কোথায়?
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১০627503
  • আচ্ছা সে, ব্রেজনেভ জমানার আর্মস রেসের যে খরচ, চাকুরিজীবী রাশানদের সেটা বইতে হয়নি?
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৬627504
  • লোকের মাইনে বাড়ত না, কমতও না। দ্রব্যমূল্যও স্থির থাকত টানা তিরিশ চল্লিশ বছর। তাই জিনিসপত্রের দাম মুখে মুখে মুখস্ত হয়ে গিয়েছিলো সকলের। গণিতের বই টইয়েও জিনিসের ফিক্‌স্‌ড্‌ দাম হার্ড কোডেড করেই ছাপা হতো। মোল্ডে বানানো হয় এমন সব জিনিষের ক্ষেত্রে জিনিসের গায়েই খোদাই করা থাকত দাম।
    যেমন তিন রকমের গেলাস। একটার দাম চোদ্দো পয়সা, একটা পঁইত্রিশ, আরেকটা পঁয়তাল্লিশ। সব ছাঁচে ফেলে খোদাই করা। বলপেনের গায়েও (প্লাস্টিক বডি) দাম খোদাই করা ৩৫ পয়সা। দেশলাই এক পয়সা। প্রেশার কুকার ১৪ টাকা, ১২ টাকা। কড়াই তিনটাকা কুড়ি (বড়ো), ঢাকনা ষাট পয়সা (বড়ো), কড়াই সবচেয়ে ছোটো (একটাকা কুড়ি), তার ঢাকনা চল্লিশ পয়সা।
    ফ্রিজ (সারাতভ, মাঝারি) ৯৫ টাকা। তার চেয়ে বড়োটা ১২০। চামচ অ্যালুমিনিয়ামের ছোটো আট পয়সা, মাঝারি দশ, বড়ো বারো। চামচ স্টিলের ছোটো চল্লিশ পয়সা, মাঝারি ষাট, বড়ো আশি।
    ননস্টিক প্যান মাঝারি দু টাকা আশি। লোহার ফ্রাইং প্যান একটাকা কুড়ো তাগড়া সাইজ। চিনেমাটির প্লেট চল্লিশ পয়সা থেকে শুরু করে একটাকা চল্লিশের রেঞ্জ, সাইজ বুঝে। সুপের প্লেট, সুপ বোল, সমস্ত অনুরূপ। সিগারেট চল্লিশ পয়সা, বুলগেরিয়ান রদপি হলে ৫০, তু হলে ৬০, ফিল্টারহীন ২০ থেকে ৩৫ পয়সার রেঞ্জ। ভোদকা ৫ টাকা হাফ লিটার। ওয়াইন আশি পয়সা হাফ লিটার; ভালো কোয়ালিটি হলে ১টাকা কুড়ি। কনিয়াক আট টাকা হাফ লিটার।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৭627505
  • একটা পাতলা গেলাস ও ছিলো ৭ পয়সা।
  • সে | 203.108.233.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৯627508
  • ইস্তিরি সাধারন ৭ টাকা, স্টীম বেরোনো ১২ টাকা, জেনিত ক্যামেরা ১০০ টাকা, কোনো কোনো মডেল ১২০।
  • ম্যামি | 69.93.213.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৯627506
  • খরচটা তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন