এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৭২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০০627609
  • সেল্ফ সিকিং = প্রফিট সিকিং !
    মার্কেট ইকনমির মহারথীরাও কিন্তু একথা বলেন না।
  • Ekak | 132.166.93.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৭627610
  • এখানে তর্ক করব না । PT মনে করিয়ে দিয়েছেন ।ধন্যবাদ ।
  • S | 139.115.2.207 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৬627613
  • সেই ভালো। নো তক্ক। ওনলি অবজারভেশন। সেটাই চলুক।
  • S | 139.115.2.207 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৬627612
  • আমার তো মনে হয়, দুধরনের মানুষই আছেন। অমনকি একই মানুষ দু ধরনের হতে পারেন দুই সময়। বিল গেইটস ইত্যাদির কথা মনে পড়ছে। কিন্তু ইরেশনাল (মানে ইকনমিক গেইন ছাড়া) বিহেভিয়র মডেল করা শক্ত বলেই ধরে নেওয়া হয় যে মানুষ র‌্যাশানালই বিহেভ করবে। অর্থাৎ নিজের স্বার্থ দেখে ইত্যাদি। তবে বিহেভিয়োরাল ইকনমিক্সও তো আছে।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪627614
  • পিটি অমার্জনীয় অপরাধ করছে লেনিনগ্রাদের অভিজ্ঞতা না লিখে। সেম ব্যাপার কেসির ক্ষেত্রেও খাটে। তাইত লোকে বিভ্রান্ত হয়ে তর্ক করছে।
  • Lama | 113.249.36.80 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬627615
  • আমার জ্ঞানগম্যি খুব কম। তবু ছোট্ট একটা অভিজ্ঞতা বলি, হালকা অপ্রাসঙ্গিক হয়তো, আবার একটু প্রাসঙ্গিকও-

    আমেরিকায় আলাপ হয়েছিল ভূতপূর্ব সোভিয়েত ইউনিয়নের আজারবাইজান থেকে আসা এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আলাপ হয়েছিল। অনেক ভাট হয়েছিল, তার মধ্যে একটা মনে পড়ছে, বাংলা করলে দাঁড়ায় 'আমাদের দেশে সবার সবকিছু সবার ছিল, শুধু যার যার বউ বাদে (হেঃ হেঃ হেঃ)। সবাই সমান, তবে কেউ কেউ একটু বেশি সমান (পুনরায় হেঃ হেঃ)'
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২২627616
  • ঠিক। ওরা ওটা বেসিক্যালি খুবই ম্যাচো শভিনিস্ট সমাজ ছিলো।
  • Ekak | 132.166.93.230 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২১627617
  • এই ব্যাপারটা মেয়েদের দিক থেকে কেমন ছিল ? কিউবা র মত ইকুয়াল পাওয়ার প্লে এন্ড সেদাকসন কখনো পানি সোভিএট্ এর লেখায় । অথচ দুটোই মোর অর লেস সিমিলার রাজনৈতিক চিত্রপট ।
  • Ekak | 132.166.93.230 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২২627619
  • *পাইনি
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১২627620
  • এই মুহূর্তে ইউক্রেনে যা হচ্ছে - তা ও কিন্তু সেই তৎকালীন সমাজতান্ত্রিক রেজিমের একটা রূপ দেখাচ্ছে। সেই পুলিশি শাসন, তখন ছিলো মিলিৎসিয়া। দেশগুলো "স্বাধীন" হয়ে যাবার পরেও শাসনযন্ত্র যে সেভাবে আমূল পাল্টায়নি, তারই প্রমাণ পাওয়া যাচ্ছে এখন কিয়েফের রেভোলিউশনে।

    দুই, গত কয়েকদিনের শীতকালীন সোচি অলিম্পিক গেম্‌সের বাতাবরণে "বিক্ষিপ্ত" ঘটনা ধরপাকড় মারধোর - এসবও প্রমাণ করে যে পুতিন "ক্রীড়া কে রাজনীতির সঙ্গে জড়াতে" চান না।
    এইসব দৃশ্য অনেক কিছু মনে করিয়ে দেয়।
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৭627621
  • অনেক কিছুই পরিষ্কার হল না। সত্যি কি রুটির দোকানে কোনও শর্টেজ থাকত না? প্রেশার কুকারের কোয়ালিটি কেমন ছিল ইত্যাদি।
  • PT | 213.110.243.21 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪০627622
  • এই প্র্শ্নটার উত্তর থেকে কি নির্ধারিত হবে?
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৭627623
  • পিটি, এটা তথ্য জানার টই।
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৪627624
  • বুজীদের ভূমিকাও বুঝতে চাই। গোর্বাচেভ রিফর্ম বুজীদের খুশি করেছিল। কিন্তু ডিসলভড হওয়াটা পজিটিভ এনার্জি রিলীজ করে নি। আজ যারা বিলিয়নেয়ার তাদের অনেকেই আগেকার জমানায় বুজী ছিল।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪২627625
  • প্রেশার কুকারের কোয়ালিটি - কুড়ি বছর ব্যবহার করেছি। ভাঙেনি।
    রুটির দোকানে কোনও শর্টেজ - সেতো ঐ কয়েকটা দিন, সাপ্লাই চেনের মিস্‌ম্যাচ্‌ হয়েছিলো। দেশে ভেঙ্গে যাবার "পরে"।
    খাবারের শর্টেজ দেখিনি। বলা বাহুল্য প্রতিটি সংসারে ছ মাস থেকে শুরু করে দু তিন বছরের খাদ্য স্টোর করা থাকত। ভয়ে। এরা দ্বিতীয় বিশযুদ্ধের সেই ত্রাস কাটিয়ে উঠতে পারে নি। তেমন সঞ্চয় ঘরে ঘরে দেখেছি। সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঞ্চয়। টাকা নয় - খাবার, সাবান, পানীয়।

    ইউক্রেনের ব্যাপারে টিভি দেখুন এখন। সমস্তই প্রায় লাইভ দেখা যাচ্ছে। অসংখ্য মানুষ হতাহত। আশাকরি এদের জয় হবে।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৩627626
  • ঠুন্‌কো কোয়ালিটির জিনিস তৈরী হতো না। সবই তাগড়া কোয়ালিটির। বাইরের চাকচিক্য কম।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫২627627
  • যে সব জিনিস ওজনে বিক্রী হতো মিনিমান ১ কিলো। সসেজ বলুন কি চাল, ময়দা, মাংস। শুধু তেল হাফ লিটারের বোতলে। সব বোতল, জার, কাচের। ১ লিটার, ৫ লিটার, এইরকম। দুধের ক্ষেত্রে ব্যতিক্রম বন্ধ ঠোঙা ০,৩৩ লিটারের, বা ১ লিটারের। প্লাস্টিকের প্যাকেজিং ছিলো না।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৫627628
  • ইউরোপে বেড়াতে গিয়ে দেখলাম ০,২৫ লিটারের জুসের বোতল। দেখে অবাক হলাম। সসেজ স্লাইস করে করে প্যাকেটে বিকোচ্ছে। একেক প্যাকেজের একেক রকম ওজন ১২৫ গ্রাম, ১৩৭,২৫ গ্রাম, ইঃ। খুব মজা লেগেছিলো দেখে। প্রথম রিয়্যাক্‌শনেই ভেবেছিলাম এত সূক্ষ্ণ হিসেব করে করে খায় এরা? সোনার মতো করে গ্রাম ও গ্রামের ভগ্নাংশে সসেজ খাচ্ছে!
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৭627630
  • একে কালচারাল শক্‌ বলা যেতে পারে।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১১627631
  • দেখুন, মেয়েদের ব্যাপার নিয়ে যত কম বলা যায় ততই ভালো। এই যে পুসি রায়ট এখন জেল খেটে তারপরে পুতিনের ক্ষমা পেয়ে পার্ডন্‌ড্‌ হয়ে বেরিয়ে এসে ফের আন্দোলন করে চাবুক খাচ্ছে, মার খাচ্ছে, পুলিশ থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করছে, তবু ওরা দমছে না, তবু ওরা পুতিনের শাসনের অবসান চায়, ব্যক্তিস্বাধীনতা চায়, - হয়ত অলিম্পিকটা কেটে গেলে আবার জেলে ঢুকবে, বা যদি দেশটা পুতিনের শাসন থেকে কোনোভাবে বেরিয়েও যায় - এটা কি কোনোভাবেই আশা করা যায় যে ওরা পোলিটিক্যালি উচ্চস্তরে কোথাও যেতে পারবে? স্ট্যাটিস্‌টিক্স্‌ কী বলে? কটা মেয়ের পোলিটিক্যাল অ্যাম্বিশন সফল হয় আধুনিক ইতিহাসে?
    এটা মেয়ে ভার্সেস ছেলে টপিক পর্যবসিত না হোক সেই দিকে নজর রেখেই বলা কি খুব অন্যায় হবে যে ইউরোপ ইন্‌ জেনেরাল ম্যাচো ও শভিনিস্ট সমাজ? এবং পূর্ব ইউরোপও তার কোনো এক্সেপ্‌শান দেখায় না। যদিও সেসব দেশগুলোয় মেয়েরা শারিরীক পরিশ্রমের কাজ তুলনায় অনেক বেশি করে। উচ্চ শিক্ষার হারেও মেয়েদের সংখ্যা সমাজতান্ত্রিক দেশে বেশি ছিলো। কোনো উচ্চপদস্থের ঘরণী হবার চেয়ে (পড়ুন রূপক্থার রাজকুমার এসে উদ্ধার করে নিয়ে যাবে - এমন রোম্যান্টিকতার চেয়ে) নিজে খেটে এগোবার প্রবণতা ছিলো বেশি। আমার পর্যবেক্ষণ।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৩627632
  • পেনশন কিন্তু সকলেরই প্রাপ্য ছিলো সেই সময়ে। গৃহবধুর ও।
  • PT | 213.110.243.21 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৫627633
  • ম্যামি, আমিও তথ্যই জানতে চেয়েছি। তক্ক করতে চাইনি।
  • Ekak | 24.99.63.29 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১৩627634
  • সে
    না ,আমি নারীস্বাধীনতা জাতীয় জটিল ও টিপিকাল টপিক টানতে চাইছিনা এখানে কারণ সেটা অপ্রাসঙ্গিক । আমি যেটা জানতে চাইছি সেটা প্রত্যক্ষদর্শীর ক্ষেত্রে বলা সম্ভব হলেও হতে পারে । একটা সমাজে নারী-পুরুষের সেদাক্সন কেমিস্ট্রি ভীষণ ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত । কারণ রাজনীতি কিবাহ্বে বাজার কে ডীল করে সেটার ওপর দাঁড়িয়েই নারী পুরুষ পরস্পরকে দেখার চোখ তৈরী হয় । উদাহরণ স্বরূপ কিউবা তে এদ্ভার্তায়মেন্ট ইন্দাস্ত্রী এবং বাজারের দ্বারা "সুন্দরী " বা " পুরুষালি " ডিফাইন করার কোনো প্রসেস নেই ।এর ফল আপনি ওদের কালচারে পাবেন । রুম্বা শুধু নয় প্রতিদিনের কনভার্সেশন -নাচ-গান সবকিছুর মধ্যেই ওপেন সেদাকসন আছে । আর্ট অফ সেদাক্সন নিয়ে এখানে আর কথা বাড়াবনা কিন্তু যেটুকু দরকার বলি , এইযে আমাদের সমাজে একটি পুরুষ নারীর চেহারায় লিরিল সুন্দরী খোঁজে বা নারী খোঁজে বিজ্ঞাপনে দেখা ম্যাচো পুরুষ সেটা কিউবাতে নেই বলে ইরেস্পেক্তিভ অফ দেয়ার ফিসিকাল সেপ এন্ড সাইজ পুরোটাই মানবিক স্বাভাবিক ও গৃহীত । তাই কোন পুরুষ কোন মেয়ের পাস দিয়ে হাঁটার সময় শরীর একটু ঝাঁকিয়ে রুম্বা র দুটো স্টেপস শো করলো সেটা কে খারাপ চোখে দেখা হয়না ।সময় বিশেষে মেয়েটিও এক্সেপ্ট করে বা প্রত্যাখ্যান কিন্তু তাও থ্রু দ্য সেম নাইস পাওয়ার প্লে । এই খারাপ -ভালো হিজিবিজি ফিউডাল আবর্জনা তো আসেই যে যা তাকে উপেক্ষা করে থার্ড পয়েন্ট অব্জেক্তিফিকেসনের জায়গা থেকে । সেইজন্যেই বাজারী সমাজে এত বিষ আর তাকে আটকাতে হাজারটা নিয়ম কানুন মেকি ভদ্রতা সভ্যতা ইত্যাদি । আমার যেটা জানার ইচ্ছে : সোভিএট্ নর-নারী দের মধ্যে সেদাকসন কেমিস্ট্রি কেমন । ইকুয়াল পাওয়ার প্লে বয়ে চলেছে নাকি সেখানেও থার্ড পয়েন্ট অবজেক্ট চলে এসে সবাইকে আপেল খেকো জ্ঞানপাপী তে পরিনত করেছিল ।
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২৭627635
  • তর্ক একটু হোক না পিটি।
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩২627636
  • সোভিয়েট নারী আমার কাছে স্ট্রং উওম্যান রূপে প্রতিভাত হয়। আর বেশ হাসিখুশি।
  • PT | 213.110.243.21 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০২627637
  • গুড! সবাই তক্ক চাইলে আমি আটকাবার কে?
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০২627639
  • প্রেজুডিস নিয়ে না পড়লে পড়াটা আরো কঠিন হয়। :(
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৩627641
  • পিটিকে তক্ক করতে দেওয়া হবে না যতক্ষণনা লেনিনগ্রাদ নাবাচ্ছে।

    একককে, হ্যাঁ নিশ্চয় সোভিয়েত দেশেও নারী ও পুরুষের মধ্যে যা যা কেমিস্ট্রি অন্যান্য ক্যাপিটালিস্ট দেশে থাকে তেমনিই ছিলো। তাদেরও বংশবিস্তার হতো/ বা হতো না। সেক্স করত / বা করত না। বাকি দুনিয়া যা যা করে আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন