এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২২627676
  • যাই হোক এই টই আবার প্রমাণ করছে, বাঙালীর রাশিয়া মোহ ঠিক কতদূর যেতে পারে।
  • PT | 213.110.243.22 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩627677
  • কল্লোলদা
    এখন সময় নেই। আর ছবিগুলো কলকাতার বাড়িতে। ছবিগুলো দেখলে গপ্প মনে পড়বে। প্রায় আড়াই দশক আগের কথা।

    কিন্তু ঠিক কোন তারিখে গিয়েছিলাম? মনে হচ্ছে ৮৬-র ডিসেম্বরে। স্মৃতিতে ছিল যে অন্যান্য দেশের মত রাশিয়ার ভিসা পাসপোর্টে লেখা (বা স্টিকার লাগানো) ছিল না। কেননা রাশিয়ান ভিসা "আলাদা কাগজে" দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেছিলেন যে রাশিয়া যাওয়ার কোন রেকর্ড না থাকার জন্য নাকি এটা করা হত। "সে" কিছু আলোকপাত করতে পারেন? কিন্তু সুইডিস বিমান বন্দরের কোন ছাপ নেই কেন? তখন খেয়াল করিনি এখন আরেকটু ঘেঁটে দেখি তাহলে!
  • কল্লোল | 111.63.224.237 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৯627678
  • বাহ। এইত্তো বিসমিল্লা যখন হয়ে গেছে বাকিটুকু স্মৃতির বারান্দা ধরে চলে আসবে ঠিক্ঠাক। বদর বদর।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০০627679
  • "Russia’s leaders persistently refuse to treat people from Chechnya, Dagestan, Ingushetia and Kabardino-Balkaria as equal citizens. The Kremlin regards their homelands as colonies where it has to buy off the elite and suppress the rest of the population.

    This attitude was vividly demonstrated in the last few months when Russian security forces increased mass arrests of young people and took saliva specimens from most Muslim women because the government believed that a woman from Dagestan was responsible for a suicide bombing that killed 16 people. Such a heavy-handed colonial approach can only antagonize and radicalize the population, undermining Russia’s efforts to maintain control of the region.

    Mr. Putin is also mistaken to think that the Olympics will shore up his hold on power. The last time Russia acted as host to the Games was back in 1980. The Olympics that year were meant to be a triumph of Soviet leadership and a demonstration of the superiority of their system.

    Unfortunately for them, soon after the Games ended, the turmoil that eventually led to the demise of Soviet Communism began to grow worse. There are some striking similarities with Sochi, which, like Moscow, was turned into a showcase for the system. The Soviet regime didn’t allow nonMoscovites to enter the city — just as people from the region are now being shut out of Sochi."

    --MIKHEIL SAAKASHVILI, Czar Vladimir's Illusions
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪627680
  • দ্রিকে -
    "আপনি বিপ্লব করতে গেলে গুলি চালাতে পারবেন?" - অল্প পারব। কিন্তু ওরা ভালো করেই পারবে, প্রত্যেকের আর্মির ট্রেনিং আছে। দেশে আর্মির ট্রেনিং বাধ্যতা মূলক।

    ম্যামিকে -
    "সৌন্দর্য বিষয়ক" হুঁ, এগুলো দেখা জিনিস। যে যেভাবে পারে নিজেকে সাজায়। অন্য ছবিটা প্রোপাগান্ডার জন্যে এবং অবশ্য অবশ্য সত্যি। কিন্তু পরে সবই যন্ত্রচালিত হয়ে গেছল।

    Atozকে-
    সাখারভের ব্যাপারে বাকি লোকে যা জানে তার বাইরে জানি না।

    acকে-
    "ত্যাগ বা বলিদান করেও কেউ আনন্দ পায়" -তা হয়ত পায়, বলিদান হলে তো হয়েই গেল, কিন্তু "ত্যাগ" একটা রিটার্ণ আশা করা যাবে না কেন? এস্পেশালি মেয়েদের ক্ষেত্রে শুধুই ত্যাগ, অন্যদের ক্ষেত্রে রিটার্ণ - সেইজন্যেই সেটাকে পরে মহিমান্বিত করবার জন্যে "ত্যাগের মোটিভেশন আনন্দ" সবসময় নয় কিন্তু। মেয়েদের ইউজ করা হয় এই সমস্ত বিপ্লবে, অগ্রগতিতে, যুদ্ধে। জয়লাভ হয়ে গেলে তাদের কপালে থাকে লবডঙ্কা।

    পিটি কে-
    স্ক্যান্ডিনেভিয়ান দেশে সোশ্যাল সিস্টেম খুবই উন্নত ছিলো বহুকাল থেকেই। সোশ্যালিজমের খুব কাছাকাছি, পুরোটা নয়।
    হ্যাঁ সোভিয়েত ভিসা আলাদা কাগজে দিতো, পূবের অনেক সমাজতান্ত্রিক দেশই তাই। কিন্তু এন্ট্রি এক্‌জিটের স্ট্যাম্প, সেই পুরোনো পাসপোর্টে থাকবেই। বিসার একটা পার্ট এন্ট্রির সময়ে ছিঁড়ে নিতো, বাকিটুকু বেরিয়ে যাবার সময়ে নিয়ে নিতো, তবুও পাসপোর্টে এক্‌জিট স্ট্যাম্প থাকার কথা। কী রঙের কাগজে ভিসা পেয়েছিলেন? অনুমান করছি খুব হালকা লাইল্যাক - প্রায় সাদা। এছাড়াও ছিলো হালকা সবুজ কাগজে ভিসা।
    আপনি যদি মস্কোর শেরেমিয়েতোভো২ এয়ারপোর্টে প্রথমে ল্যান্ড করে থাকেন তবে সেই এয়ারপোর্টের স্ট্যাম্প থাকবেই থাকবে পাসপোর্টে। তখন কি লেনিনগ্রাদে ক্যাপিটালিস্ট দেশ থেকে প্লেন ল্যান্ড করত? মনে তো হয় না।
    না না, "রেকর্ড না থাকা" টা অপপ্রচার। ঐ একই পাসপোর্ট নিয়ে অ্যামেরিকাতেও গেছি, সমস্তই দেখেছে তারা, তারাই তো সবচেয়ে বড়ো শত্রু, তারাই এদের সমস্ত ডিগ্রী অ্যাক্‌নলেজ করেছে, চাকরিও দিয়েছে, কোনো বেগড়্‌বাঁই করেনি।
    সুইডেন কেন এক্‌জিট্‌ স্ট্যাম্প মারে নি? আপনি কি সুইডেনে আর ফেরেন নি, নাকি ফিরে গেছলেন সোভিয়েত সফরের শেষে? যদি ফিরে গিয়ে থাকেন, তবে আলাদা করে স্ট্যাম্প মারবার দরকার পড়ে না।
    "আলাদা করে কাগজ" লাগাতো অ্যামেরিকাও অনেকক্ষেত্রে পোর্ট অফ এন্ট্রিতে। বেরোনোর সময়ে সেই কাগজটা নিয়ে নিত।
    নিন শুরু করুন, তাল দিতে আমি আছি।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৭627681
  • পিটি কে-
    ঐ এন্ট্রি এক্‌জিটের ব্যাপারগুলো এই ভেবেই লিখেছি যে আপনার কাছে ভারতীয় পাসপোর্ট ছিলো ঃ-), তা না হলে হিসেব অন্যরকম হতে পারে।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৩627682
  • পশ্চিমীরা বলে ওদের নাকি দেখতে ভালো নয়। সেজন্যে দিলাম।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৫627683
  • পশ্চিমী -- সবাই না। বাজে লোকেরা বলে।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৮627684
  • সৌন্দর্যতো মনে।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫১627686
  • ঠিক তাই। আমেরিকায় গিয়ে অনেক কালো মেয়ে দেখেছি। স্লিম নয়। ওদের দেখতে ভালো লাগে। মনে আনন্দ আছে বলে।
  • PT | 213.110.243.22 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৫627687
  • ভারতীয় পাসপোর্ট-আর হ্যাঁ সাদা কাগজ। স্মৃতিকথা লিখব কখনও ভাবিনি তাই সেই কাগজের ছেঁড়া টুকরোটা রাখিনি তো!!
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০৯627688
  • কমিউনিস্ট রাশিয়াতে অ্যাকচুয়ালি কী হত? মেট্রো স্টেশনের ছবি দেখে কি দেশকে চেনা যায়? গ্র্যান্ড সেন্ট্রাল দেখে হার্লেমের স্কাইলাইন জানা যায়?



    If you look closely, you can see that the facades of these buildings are in a sorry state, remnants of the Soviet era.
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৮627689
  • এটা জর্জিয়ার ছবি। Georgian Soviet Socialist Republic. বিভিন্ন রিপাবলিকের মধ্যে ডিস্ক্রিমিনেশন ছিল।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪১627690
  • হ্যাঁ পিটি, সেই প্রায় সাদা কাগজের টুকরোটুকু সঙ্গে রেখে দেবার উপায় নেই, এক্সিটের সময়ে ওরা বাকিটুকু রেখে নিয়েছে। প্রায় সমস্ত সমাজতান্ত্রিক দেশেই তখন আলাদা কাগজে করে ভিসা দিতো। সমস্ত কাগজগুলো আবার পরে ওদের হোম মিনিস্ট্রি (হ্যাঁ, হোম মিনিস্ট্রিতে - আর্খাইভে জমা থাকত, যতজন এসেছে ততজনই ফিরেছে কিনা সেই হিসেব মিলিয়ে নেওয়া হতো এই প্রকারে)।
    -----------------------------------------------------
    এবার ধর্ম ব্যাপারে মনে পড়ে যাচ্ছে ইসলামিক ধর্ম সম্মেলন, যেটা ১৯৮৮-৮৯ নাগাদ হয় (অবশ্যই গরমকালে)। প্রথম খোলাখুলি বিদেশ থেকে ধর্মীয় লোকজনদের এনে সেমিনার। কেন এমন পরিবর্তন?
    সময়এর ফ্রেমটা গর্বাচভের। তিনি তখন সর্ব্বোচ্য সোভিয়েতের গঠন কাঠামো পাল্টে ফেলেছেন। এটা করেছেন ১৯৮৭ নাগাদ। পার্টির জেনেরাল সেক্রেটারি* পদ থেকে প্রেসিডেন্ট পদ। আগে জেনেরাল সেক্রেটারির হাতে সর্ব্বোচ্য ক্ষমতা থাকত। সেটা এখন হয়ে গেল প্রেসিডেন্টের। পেরেস্ত্রৈকা (অর্থ- পুনর্গঠন) ঘোষনা হয় ১৯৮৬র কংগ্রেসে। ২৭তম পার্টি কংগ্রেস শুরু হয়েছিলো ১৯৮৬র মার্চের গোড়ায়। দেশ অবাক হয়ে টেলিভিশনের পর্দায় দেখছে নানান বক্তৃতা। অনেক আশ্বাস যে এবার থেকে শুরু হবে সেল্ফ্‌ ক্রিটিসিজ্‌ম্‌ (সামোক্রিতিকা), তখনই বোঝা গেছল যে ধর্মীয় আচার ইত্যাদি পালন ও প্রকাশের ইচ্ছে চেপে রাখা ঠিক হচ্ছে না।
    তারই প্রতিফলম ধর্মসম্মেলন, মধ্য এশিয়ায়। পলিটবুরোর পার্মিশন (পড়ুন আদেশ) ছাড়া কোনো মধ্য এশীয় রিপাবলিকের প্রেসিডেন্ট হুট্‌ করে এজিনিস আয়োজন করতে পারতেন না। এ অনেকটা প্রেসার কুকার থেকে বাষ্প বের করে দেবার মতো ব্যাপার। ধর্ম নিয়ে আশা আকাঙ্খ্যার গোড়ায় অল্প করে জল দেওয়ার মতো।

    *গর্বাচোভ, ব্রেঝনেভ, চেরনেন্‌কো, আন্দ্রোপভ, ইঃ এঁরা কিন্তু জেনেরাল সেক্রেটারী ছিলেন, প্রেসিডেন্ট নন। আবার আন্দ্রেই আন্দ্রেয়েভিচ্‌ গ্রোমিকো ছিলেন সর্বোচ্য সোভিয়েতের প্রেসিডিউমের চেয়ারম্যান, সংক্ষেপে প্রেসিডেন্ট বলা যেতে পারে, যখন গর্বাচোভ হচ্ছেন পার্টির জেনেরাল সেক্রেটারী। ১৯৮৮র দিকে এই স্ট্রাক্‌চার পাল্টানো হয়। সেই সঙ্গে সর্বোচ্য ক্ষমতার আসন হয় প্রেসিডেন্টের। গর্বাচোভ তখন প্রেসিডেন্ট হয়ে গেলেন।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৬627691
  • ম্যামি,
    ২০০৯ এ সোভিয়েত দেশ কোথায়? এই বাড়ীগুলো অবশ্যই সোভিয়েত জমানার, কিন্তু ২০০৯ এ তো গ্রুজিয়া (ইংরিজিতে জর্জিয়া) মিখাইল শাখাসভিলির অধীনে। রক্ষনাবেক্ষন যে হয় নি তা পরিষ্কার।
    ১৯৯১এ দেশ স্বাধীন হলো, তার ১৮ বছর পরে ক্রমাগত মেরামত না হওয়া এই বাড়ীগুলো থেকে এর বেশি কিছু আশা করা যায় না।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৭627692
  • জানতাম এটা বলবে। :)
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৯627693
  • কিন্তু স্কাইলাইন? সর্বত্র কি এরকমই স্কাইলাইন ছিল?
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২২627694
  • কিছু লিঙ্ক তো দিয়েছি আগে। ১৫টা রিপাবলিকের স্কাইলাইন কি একরকম হয়? হতে পারে? ঐ তো দিলাম বাজার, নীল গম্বুজ, আরো কতো কিছু।
    দুনিয়ার সবচেয়ে বড়ো দেশের সবকটা স্কাইলাইন কীকরে এক হবে? ভেঙ্গে টুকরো হবার পরেও সাইজে রাশিয়া এখনো সবচেয়ে বড়ো। আবার সেইসময়ে তো বটেই। কোথাও পাহাড়, কোথাও মরুভূমি, নদী, সমুদ্র, বরফ, মালভূমি, উপত্যকা, মরুদ্যান, স্তেপ, বন জঙ্গল। দুনিয়ার দুটো গামা লেক, কাস্পিয়ান সী সাইজে সবচেয়ে বড়ো, আরেকটা বৈকাল দুনিয়ান সবচেয়ে গভীর মিষ্টি জলের লেক। সব স্কাইলাইন কীকরে এক করা যাবে?
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৬627695
  • এই নিন ভূমিকম্প স্কোয়ারের ছবি।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৯627697
  • আরেকটা
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩২627698
  • অন্য একটা শহর

    পুকুরটার নাম কাস্পিয়ান সাগর
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৪627699
  • আরেকটা শহর। এও তেলের শহর কিন্তু অন্য রিপাবলিক।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৭627700
  • এবার চীনের কাছাকাছি

    বিশকেক
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৯627701
  • এটা আফগানিস্তানের কাছে।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪১627702
  • মঙ্গোলিয়ার কাছে পিঠে
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪২627703
  • পানীয় জলের লেক
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৪627704
  • আর্মানীদের দেশ
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৭627705
  • আপেলের ঘাঁটি
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৯627706
  • একদম পূব দিকে, এখানেই ভারতীয় নৈবাহিনীকে ট্রেনিং দেওয়ানো হতো।
  • সে | 203.108.233.65 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫০627708
  • সাইবেরিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন