এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৪627642
  • ম্যামি,
    সোভিয়েত নারীকে স্ট্রং মনে হয় কেন? কোনো বিশেষ কারণ আছে কি এমন মনে হবার?

    প্রোপাগান্ডা পত্রিকাতে তো হাসিখুশি ফোটো ফিনিশ ছবি আমরা দেখেছি। তার বাইরে কিছু?
    হ্যাঁ, রাষ্ট্র তাকে আইনতঃ সমানাধিকার দিয়েছে এবং বাধ্যতামূলকভাবে শিক্ষার অধিকার - বাকি অন্যদের মতো।
    কিন্তু রাজনৈতিক স্তরে তাকে আমরা ওপরতলায় দেখতে পাচ্ছি না - সেখানে হাসিমুখে সোভিয়েত পলিটব্যুরোর অধিকর্তা নারীর ছবি কোথায়? পরিসংখ্যানে তাকে খুঁজে পাওয়া জাচ্ছে না প্রায়।
    ডাক্তার, শিক্ষক, অধ্যাপক - এইসব স্তরে সে সংখ্যায় কমবেশি সমান।
    কায়িক শ্রমের পেশাতেও সে মোটামুটি এগিয়ে। তবু প্রচুর সংখ্যক ছিলেন "দোমখাজাইকা" - হাউজওয়াইফ। এটাকে "পেশা" হিসেবে ধরলে "দোমখাজাইন" (এমন শব্দ অভিধানে যদিও বা থেকে থাকে সমাজে ছিলো না) কজন? আদৌ একজনও কি?
    নার্সিং এর পেশায় ও এঁরা ছিলেন প্রায় ১০০%। আয়া ১০০%।
    আবার রান্নার পেশায় পুরুষেরা প্রচুর এগিয়ে।

    কেন স্ট্রং মনে হলো? পেশার জন্যে কি?
  • Sibu | 118.23.96.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫২627643
  • আমার এক স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, রাশান। সে দেখলাম পুতিনের হেবি ভক্ত। আমি একটু খোঁচালাম পুতিনকে তো বেশ হেভি হ্যান্ডেড মনে হয়। ঐ যে পুসি রায়টকে কি করেছে। সে বলল তোমার তো আরো রাশান স্টুডেন্ট ছিল। তাদের সাথেও কথা বল। বিরক্ত হচ্ছে দেখে আর কিছু জিগালাম না।
  • দ্রি | 233.196.162.59 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৩627644
  • পুসি রায়ট এবং ইউক্রেনের বিপ্লবে তো ভীষণভাবে আউটসাইড ইন্টারফিয়ারেন্স আছে। ঐ ইজিপ্ট, লিবিয়া, সিরিয়া স্টাইলে। ইউক্রেনে তো স্নাইপিং চলছে। পুতিন হেভি হ্যান্ডেড। কিন্তু যে পরিমাণ ইন্টারফিয়ারেন্স হ্যান্ডল করতে হয়, তাতে হেভি হ্যান্ডেড না হলে সিচুয়েশান হাতের বাইরে চলে যাবে। প্রিন্স বান্দার তো পুতিনকে বলেছিল, চেচেন রেবেলরা আমাদের কন্ট্রোলে। তোমরা সিরিয়া থেকে সরে না গেলে সোচি অলিম্পিকে আমরা গোলমাল বাধাবো। তো এরকম থ্রেট থাকলে ক্রীড়ার মাঝে একটু আধটু ধরপাকড় হবেই।
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৯627645
  • সে, ছবি দেখে এবং উপন্যাস পড়ে। সোভিয়েত না বলে রাশিয়ান নারী বললে ভালো হত।
  • সে | 203.108.233.65 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০২627646
  • ম্যামি,
    সেভাবে দেখলে ঐ দেশে যাবার পরে আমি নিজেও অনেক সাহসী ও আত্মনির্ভর হয়ে যাই। সেই দিক দিয়ে সবচেয়ে বেশি ঋণী।
    ------
    কিয়েফ ও ল্‌ভভে দাউ দাউ আগুন জ্বলছে। ল্‌ভভের অবস্থা বেশি উত্তাল। ল্‌ভভের আর্মি হেড্‌কোয়ার্টারে দুম্‌দাম্‌ মলোতভ্‌ কক্‌টেল ছুঁড়ছে। প্রচুর হতাহত প্রচুর রক্তপাত।
  • PT | 213.110.247.221 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫০627647
  • "সে"
    লেনিনগ্রাদের আগে অন্য একটা তক্ক রাখি। আমি USSR ভাঙ্গার আগে সুইডেনে ছিলাম ৮০-র দশকে। আমি খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি যে আপনি সরকারী সুযোগ-সুবিধের যা তালিকা দিলেন তার প্রায় সব কিছুই সুইডিশ সরকার (এবং স্ক্যান্ডিনেভিয়ার অন্যান্য দেশগুলো) তাদের নাগরিকদের জন্য বরাদ্দ করেছিল। যদিও তারা এবং রাশিয়া-বিরোধী বিশ্ব এই সরকারি ব্যবস্থাকে "ক্রেডেল টু গ্রেভ" জাতীয় গালভরা নাম দিয়েছিল-আমার বরাবরই মনে হয়েছে যে এ সবই ঘাড়ের কাছে কমুনিস্ট রাশিয়ার উপস্থিতির কারণে হয়েছিল। সাম্প্রতিক অতীতে বিপ্লব নামক "নোংরা" কাজটি রাশিয়া সেরে ফেলায় দুটি বিশ্বযুদ্ধের পরে অকমুনিস্ট ইউরোপ কমুনিস্টদের শাসনের ভাল দিক গুলো বহুলাংশেই সমাজে প্রয়োগ করেছে। তারসঙ্গে গণতান্ত্রিক ব্যব্স্থাটি চালু করায় সুফলটি স্থায়ীও হয়েছে।

    এমনকি জর্মানিতেও গৃহবধুদের ভাতা দেওয়া হত ৯০-এর দশকে দেখেছি-বোধহয় এখনো হয় (?)। ২০১০-এ ফ্রান্সে দেখেছি ইউনিভার্সিটিতে মহিলারা শনি-রবি ছাড়াও বুধবারেও ছুটি পায় পরিবারকে সময় দেওয়ার জন্য-এ। আরো খুঁড়লে আরো বেরোবে যার সঙ্গে "দুনিয়া কাঁপানো দশদিন"-এর যোগাযোগ খুঁজে পাওয়া যাবে।

    (অতঃপর পিটির মাথায় দমাদ্দম গদাঘাত শুরু হইল........)
  • ম্যামি | 69.93.195.90 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৯627648
  • (পিটির মাথায় .. মোটেও না)
  • Sibu | 84.125.59.185 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭627649
  • দ্রিকে,

    একজন রাশান কলীগের সাথে কথা হল। সে মোটামুটি আপনার পয়েনটা কনফার্ম করল। কিন্তু মুশকিল হল ভয়ানক শভিনিস্ট। কথা শুরুই করল ফ্যাগটস অ্যান্ড খোখোলস বলে। দেখা যাক, আরো দু-একজনের সাথে কথা বলে। এগুলো কাজের জায়গায় একটু সাবধানে বলতে হয়। এমনিতে এ জায়গাটা লিবারেল, মানে অলমোস্ট এভরিথিং গোজ। কিন্তু কাজের জায়গা তো বটে।
  • Ekak | 132.172.146.237 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৮627650
  • [নেহাত , তক্কই যখন ]

    চাহিদা , অধিকার এগুলোর ও একটা বাজার হয় । দাম হয় । বড়লোক প্রতিবেশী হটাত এসে পারার মোড়ের কাটাপনার দাম দের গুন বাড়িয়ে দিলে আমাকেও বাধ্য হয়ে সেই দাম দিতে হয় । প্রতিবেশী বিপ্লবী না বেহিসাবী , সে প্রশ্ন থেকেই যায় ।
  • দ্রি | 59.14.8.218 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৫627653
  • না, না, শভিনিস্ম আছে। নো কোয়েশ্চেন্‌স অ্যাবাউট দ্যাট। একটা সোশাইটি, তার নানা খারাপ দিক আছে। কিন্তু একটা মুভমেন্টকে তো হোমগ্রোন হতে হবে। আউটসাইড এজেন্টরা যখন স্থির করে একটা সিস্টেমকে ডিস্টেবিলাইজ করতে হবে, তখন ওরা আইডেন্টিফাই করে কারা সিস্টেমে ডিস্‌স্যাটিসফায়েড। এবং তাদের হাওয়া দেয়। এবং সেই হাওয়া দেওয়ার ইন্টেন্শানও অনেক সময় যেটা অ্যাপারেন্ট সেটা নয়, অন্য কিছু।

    ইউক্রেনে এখন বিপ্লবীরা পুলিশের ওপর স্নাইপিং করছে। এত অস্ত্র, এত ট্রেনিং এসব আসছে কোথা থেকে। আপনি বিপ্লব করতে গেলে গুলি চালাতে পারবেন?
  • ranjan roy | 24.96.88.111 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৩627654
  • লাভ ছাড়া কেউ কিছু করে না-- এ নিয়ে কোন তর্ক বোধ্হয় নেই।
    কিন্তু ব্যক্তি, গোষ্ঠী, দেশ সাপেক্ষে লাভের পরিভাষা ও মাপক বদলাতে পারে।
    আনন্দ পাওয়াও বিশেষ লাভ বা মোটিভেশন। একটি মেয়ে বা দেশ বা পার্টির জন্যে ত্যাগ বা বলিদান করেও কেউ আনন্দ পায়, তার কাছে সেটাই লাভ।
    তেমনি পিটির অধ্যাপক। আনন্দ না পেলে বিনি পয়সায় এক্স্ট্রা পড়াবেন কেন?
  • ranjan roy | 24.96.88.111 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৭627655
  • দ্রি,
    অস্ত্রের সাপ্লাই তো দেশের ভেতর থেকেও হতে পারে?
  • Ekak | 132.172.146.237 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫627656
  • ইউক্রেন নিয়ে আলাদা তই হতে পারে । একটা হরির লুটের দেশ চলছিল । এবার শেষ ঘা দিয়ে পাল্লা ভাঙ্গা দরজা টুকুও ভেঙ্গে পরার খেলা ।
  • ম্যামি | 69.93.195.90 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৮627657
  • সৌন্দর্য বিষয়ক

    "As for cosmetics, they used powder resembling crop dust and eye shadow looking more like blacking. Other popular cosmetics were an indelible pencil (quite ordinary, not cosmetic) and parquet lacquer with acetone coming complete. Note, all this took place in the 70′s."

    And yet,

    Oh isn't she lovely?
  • ম্যামি | 69.93.195.90 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৫627658
  • ওপরের ছবি বলছে সত্তরের দশকের।

    ত্রিশের দশকের
  • Atoz | 161.141.84.164 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৪627659
  • ম্যামি, সাখারভের সম্পর্কে আসলে কী হয়েছিল তাই জানতে চাইছিলাম। ভিতরে যারা ছিলেন তারা কী জানতেন। কারণ ওরকম সাংঘাতিক এক হিউম্যান রিসোর্স তিনি, দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাংঘাতিক থার্মোনিউক্লিয়ার অস্ত্র নিয়ে কাজ করা পদার্থবিদ্যার লোককে হঠাৎ কেন বায়োলজির জিনিস নিয়ে মত দিতে হলো সেটাই তো এক বিরাট প্রশ্ন। তারপরে আবার তাঁকে কাজ থেকে সরিয়ে অন্তরীণ করা হলো, তাতেও তো দেশের লস হলো হরদরে।
    অন্য কোনো ব্যাপার ছিল বলে মনে হয়। যেটা ঐ কম্বল দিয়ে কভার আপ করা হয়েছে।
    সে, কিছু জানেন এই ব্যাপারে?
  • ম্যামি | 69.93.195.90 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৮627661
  • এবং

    Drell and Kapitza (ed) Sakharov Remembered: A Tribute by Friends and Colleagues

    পাতা ৫৩-৫৪
  • ac | 132.164.171.151 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪২627662
  • "লাভ ছাড়া কেউ কিছু করে না-- এ নিয়ে কোন তর্ক বোধ্হয় নেই।
    কিন্তু ব্যক্তি, গোষ্ঠী, দেশ সাপেক্ষে লাভের পরিভাষা ও মাপক বদলাতে পারে।
    আনন্দ পাওয়াও বিশেষ লাভ বা মোটিভেশন। একটি মেয়ে বা দেশ বা পার্টির জন্যে ত্যাগ বা বলিদান করেও কেউ আনন্দ পায়, তার কাছে সেটাই লাভ।
    তেমনি পিটির অধ্যাপক। আনন্দ না পেলে বিনি পয়সায় এক্স্ট্রা পড়াবেন কেন?"

    সম্পুর্ণ একমত। আর এইজন্যই বারবার মনে হচ্ছিল lcm আর একক "লাভ/পার্সোনাল গেইন" কে শুধুমাত্র ক্যাপিটালিজমের সাথে গুলিয়ে ফেলছেন। "লাভ/পার্সোনাল গেইন" মানুষের বেসিক ইম্পাল্সের মতো, এটা অস্বীকার করলে ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক, কোন মডেলই টিঁকবে না।
  • PT | 213.110.246.230 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৩627664
  • পটানোর আনন্দ আর পেটানোর আনন্দের মধ্যে গুলিয়ে ফেললে তো মহা বিপদ!!
  • lcm | 118.91.116.131 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২627665
  • বোঝো! ক্যাপিটালিজিম নিয়ে কিছু তো বলি নি।

    সোভিয়েত দেশে পার্সোনাল লাভ/গেইন ছিল না বলে লোকে বেসিক ইম্পাল্‌স হারিয়ে মাথা কুটে মরছিল --- হা, হা - তেমন হলে তো পৃথিবীর কোটি কোটি মানুষ ...

    অ্যাকচুয়ালি, ঠিক উল্টো।

    মানুষ সবথেকে বেশী তৃপ্ত হয়, মানে হায়েস্ট লেভেল অফ আত্মতৃপ্তি পায় অন্য মানুষের কাজে নিজেকে লাগতে পারলে। হ্যাঁ আজও, সব দেশে, সর্ব্কালে - এটা বেসিক হিউম্যান ফিলসফি।
  • শিবাংশু | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৫627666
  • মূল্যবান টই, নিঃসন্দেহে....
  • ranjan roy | 24.99.45.216 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩০627667
  • আমি কি ম্যাসোকিস্ট? নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পাই? কেন " শেষের রাত্রি"র যতীন বা "পথের দাবি"র শশীকবির সঙ্গে এত একাত্মবোধ করি?

    সরি! আমি বোধহয় এমন টইকে হাইজ্যাক করছি। আর নয়।
  • lcm | 118.91.116.131 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৩627668
  • এসি-র লিংকটা দেখ্লাম।
    বেসিক নিড, বেসিক ইম্পাল্‌স, ব্যক্তিগত মালিকানা, সেল্ফ-সিকিং, সেল্ফ-স্যাটিশফ্যাকশন - সব গুলিয়ে যাচ্ছে, ঘেঁটে ঘ।
    নিঃশ্বাস নেওয়া, খাওয়া, ঘুমোনো, বিশ্রাম, বা, বেঁচে থাকার ইচ্ছে - এইসব বেসিক ইম্পাল্‌স, এগুলোও পার্সোনাল গেইনের মধ্যে ধরা হচ্ছে বোধহয়।
    আলোচনা ছিল - খাবার থেকে বাড়ি, স্কুল, হাসপাতাল, বাস, ট্রেন.... ব্যক্তি মালিকানা ভার্সেস রাষ্ট্রের মালিকানা নিয়ে - এবং এতে করে মানুষের আত্মসন্তুষ্টির পরিমাপ নিয়ে।
  • Ekak | 24.99.160.50 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৮627669
  • এসি র সঙ্গে এখানে তর্ক জুড়তে চাইছিনা । ম্যানিফেস্তেষণ অফ ইদীয়লোজি এন্ড সাইকো এনালিতিক্স অফ কালেকটিভ ইগো একটা আলাদা পার্সপেক্টিভ আর ম্যানিফেস্তেষণ অফ ক্যাপিটাল এন্ড মার্কেট ফ্লো আলাদা । কোথায় ঘান্টছে সেটা বোঝাতে গেলে এই তই মূল বিষয় থেকে সরে যাবে । অন্য তই খুললে আইএম গেম ।
  • কল্লোল | 111.63.216.228 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৬627670
  • অ পিটি, অনেকদিন তো হলো, এবার লেনিনগ্রাদ লিখবে?
  • lcm | 118.91.116.131 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৩627672
  • তাহলে মানুষের মনে কোনো অসন্তুষ্টি ছিল না --
    অসন্তুষ্টি ছিল, ফ্রিডম অফ স্পিচ নিয়ে। মানুষ যা বলতে চায় তা নির্ভয়ে বলতে পারত না। সোভিয়েত আমলে ফ্রিডম অফ স্পিচ নিয়ে এক রাশিয়ান একবার বলেছিল - ফ্রিডম ওয়াস ডিফাইন্‌ড বাই পার্টি, স্পিচ ওয়াস ডিফাইন্‌ড বাই পার্টি - সো ফ্রিডম অফ স্পিচ ওয়াস পার্টি'স স্পিচ।
    আর এক অসন্তুষ্টি ছিল - সোভিয়েত সিস্টেমের পার্টিসিপেটরি ডেমোক্রেসির কাঠামো তৈরীতে ব্যর্থতা। ক্রুশ্চেভ মারা যাবার পরে, ব্রেজনেভ প্রেসিডেন্ট হলেন - কারণ, পার্টির হায়ারার্কি। কিন্তু এতে জনগণের ডাইরেক্ট পার্টিসিপেশন নেই। সিঙ্গ্‌ল পার্টি সিস্টেম হলেও, নেতৃত্ব বা পলিসি ডিসিশনে জনগণ হয়ত আরো ডাইরেক্ট ভূমিকা পেতে পারত - আফটার অল, পলিসি তো জনগণের জন্যেই। স্তালিনের পরবর্তী চল্লিশ বছরেও হয় নি।
  • ac | 132.164.171.151 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৩627671
  • "মানুষ সবথেকে বেশী তৃপ্ত হয়, মানে হায়েস্ট লেভেল অফ আত্মতৃপ্তি পায় অন্য মানুষের কাজে নিজেকে লাগতে পারলে। হ্যাঁ আজও, সব দেশে, সর্ব্কালে - এটা বেসিক হিউম্যান ফিলসফি।"

    নানা, এখানে আমার ভীষন আপত্তি। অ্যারিস্টোটল থেকে কান্ট, প্রায় কোন ফিলজফারই এমনটি বলেননি। যাই হোক, এটা সত্যিই অন্য টইতে অলোচনার বিষয়। এই টইতে এটাই আমার শেষ পোস্ট, রুশ দেশ নিয়ে সে, PT আর অন্যদের আলোচনা পড়ার আশায় রইলাম।
  • lcm | 118.91.116.131 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০০627673
  • এসি, ভুল লিখেছি, বেসিক হিউম্যান ভার্চু - হবে।
    আর, এ নিয়ে লেখো না অন্য থ্রেডে।
  • ম্যামি | 69.93.208.35 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১২627675
  • সোভিয়েত সিস্টেমের পার্টিসিপেটরি ডেমোক্রেসির কাঠামো তৈরীতে ব্যর্থতা।

    ব্যর্থতা নয়, ইচ্ছাকৃত। এ ডিসায়ার ফর শর্ট কাট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন