এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • G | 77.163.246.77 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৫627576
  • PT, লক্ষ্য করুন, ac বলেছেন "মনুষ্যগোষ্ঠী" - ব্যক্তিমানুষ নয়।
  • সে | 203.108.233.65 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৪627577
  • আজ মোটে সময় নেই হাতে। দুটো কথা লিখে যাই।
    কোনোরকম প্রাইভেট প্র্যাকটিস ছিলো না কিন্তু - ডাক্তার, উকিল, কিছু না। কোনো ডাক্তার পলিক্লিনিকের বাইরে প্রেস্‌ক্রিপ্‌শন লিখতে পারতো না।
    ব্যক্তিগতভাবে উকিল নেওয়া যেত না।
    পুলিশ তো ছিলো না, ছিলো মিলিৎসিয়া। তারা করাপ্টেড ও অত্যাচারী (সকলে নয়)।, তাদের হাতে বন্দুকের জোর। প্রাইভেট দোন নেই, সকলেই সরকারী কর্মচারী।
  • সে | 203.108.233.65 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৫627578
  • দোন নয় দোকান*
  • সে | 203.108.233.65 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৭627579
  • তবে হুলিয়ে "পেপসি", "ফান্টা", "পলমল" পাওয়া যেত।
    লোকে টাকা কন্‌ভার্ট করে "ডলার" বানিয়ে ফেলত গোপনে (যেমন আজ করছে আর্জেন্টিনায়)।
  • সে | 203.108.233.65 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৩627580
  • দেশের ভেতরে বড়ো বড়ো সদর শহরে থাকত "বেরিওজ্‌কা" - ডলার শপ্‌। শুধু বিদেশীদের জন্যে প্রবেশাধিকার।
    আবার ফাইভস্টার হোটেলগুলোতেও বিদেশি পন্য পাওয়া যেত। কিন্তু সেখানে কজন "দেশি"ই বা ঢুকতে পায়?
  • সে | 203.108.233.65 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৬627581
  • পূর্ব ইয়োরোপ ভুলে গিয়ে ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন কী পদ্ধতিতে বানিজ্য করত সে ব্যাপারে কেউ আলোকপাত করুন। সেটাও কি ক্লোজ্‌ড্‌ ইকনমি?
  • PT | 213.110.243.21 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১627582
  • গোষ্ঠী তো একটা একটা মানুষ জুড়ে হয়-আর ঠিক কতগুলো মাস্টার জড়ো করলে একটা মাস্টারগোষ্ঠী হয়?
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৩627583
  • তাই যদি হবে, তাহলে 'আনুগত্যে'র দরকার হয়েছিল কেন। সাধারণভাবেই এত গোপনীয়তা কেন? একটি অভাবনীয় সাফল্যের গল্পকে আরেকটু ট্র্যান্সপারেন্ট করলে কি বিশ্বের কমিউনিস্ট আন্দোলন ক্ষতিগ্রস্ত হত?
  • ac | 132.174.19.85 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০627584
  • PT, একটা একটা মানুষ জুড়ে গোষ্ঠী বানাতে গেলেই বিপদ হবে। আপনার উদাহরন যদি ধরি, একজন মাষ্টার বিনে পয়সায় ছাত্রদের পড়ান - ধরুন এরকম দশজন মাষ্টার আপনি চেনেন। উল্টোদিকে এরকম দশজন মাষ্টারের উদাহরন দেওয়া যাবে, যাঁরা মাইনে না দিলে ছাত্রদের ক্লাসেই ঢুকতে দেননা। এই সমস্ত মাষ্টার নিয়েই মাষ্টারগোষ্ঠী, যারা সেল্ফ-ইন্টারেষ্ট না দেখে কাজ করেনা। সেইরকমই ডাক্তারগোষ্ঠী, ইন্জিনিয়ারগোষ্ঠী ইত্যাদি।

    এই টইতে আবার অন্য আলোচনা আনার জন্য দুঃখিত
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৬627586
  • Sakharov বিষয়ে কী জানতে চাও Atoz? ওনার Physics এর কন্ট্রিবিউশনের কথা আমি তো জানব না। জেনিটিক্সে লাইসেংকোর থিয়োরি ফ্রড ছিল। সাখারভ সেটা প্রকাশ্যে বলেন এবং পার্টির অপ্রিয়ভাজন হন। এতটাই যে, ওনাকে গোর্কি নামের শহরে আইসোলেট করে রাখা হয়। অনেকদিন পর মস্কোতে ফিরে আসার অনুমতি (অনুরোধ) আসে। বাকিটা উইকিতে আছে।

    বিষয়টা তাহলে লাইসেংকোতে ফিরে আসে। ফ্রড ছিল, এটা এস্টাব্লিশড বলেই জানি।
  • lcm | 118.91.116.131 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২১627587
  • এসি,
    ঠিক এবং ভুল।
    ঠিক হল যে, হ্যাঁ মানুষ আত্মসন্তুষ্টির জন্য কাজ করে।
    ভুল হল যে, আত্মসন্তুষ্টি (স্যাটিশফ্যাক্শন) বা মোটিভেশন তো শুধুমাত্র মার্কেট নির্ধারিত গেইন/লস এর পরিমাপে বিচার্য নয়।
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২627588
  • ac ও পিটি
    আপনাদের আলোচনা এই টইতে প্রাসংগিক বলেই মনে হয়।
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৬627589
  • লসাগু কালকে কয়লার কথা বলছিলে। কয়লা ওদের অনেক ছিল। এখনও আছে। তাহলে অন্য দেশ থেকে জোর করে আরো আনা কেন?

    জোর করে যা নেওয়া হয়, প্রায়শ দেখা যায় যে তা যে নিল তার প্রয়োজনের তুলনায় সামান্য, কিন্তু যার কাছ থেকে নিল তার প্রয়োজনের তুলনায় সামান্য নয়।
  • lcm | 118.91.116.131 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৯627590
  • সোভিয়েত এম্পেরিয়ালিজ্‌ম/কলোনিয়ালিজ্‌ম -- এটা একটা টপিক। জোর করে আনা হয়ত সবসময় সঠিক ব্যাখা নয়, বরং, অতিরিক্ত উৎপাদন করে আনা। মানে, হাঙ্গেরি লোকে কয়লা পাচ্ছে না, সব কয়লা সোভিয়েত নিয়ে যাচ্ছে ঠিক তা নয়, তবে অতিরিক্ত কয়লা তোলা হয়েছে।
    পূর্ব ইউরোপের দেশগুলির সঙ্গে সোভিয়েত রিলেশন একরকম, আবার কিউবার সাথে অন্যরকম, বা ভারতের সঙ্গেও অন্যরকম।
  • ac | 132.164.105.239 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪১627591
  • lcm, ঠিকই, মোটিভেশন শুধুমাত্র মার্কেট নির্ধারিত গেইন/লস এর পরিমাপে বিচার্য নয়। মার্কেটের গেইন/লস ওটার একটা সাবসেট। মানুষের আত্মসন্তুষ্টির প্রয়োজন মেটানোর জন্যই মার্কেটের গেইন/লসের প্রয়োজন। বা মানুষের আত্মসন্তুষ্টি আছে বলেই মার্কেটের গেইন/লস আছে।
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৫627592
  • ভারত ও যুগোস্লাভিয়া নন অ্যালাইনড ছিল। বাকি পূর্ব ইয়োরপের সঙ্গে সোভিয়েট রিলেশনের দূটো ফেজ ছিল। প্রথম দিকে টোটাল রিসোর্সের নেট ফ্লো ছিল রাশিয়ামুখী, কমেকনের পরে উল্টো।
  • lcm | 118.91.116.131 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৯627593
  • "মানুষের আত্মসন্তুষ্টির প্রয়োজন মেটানোর জন্যই মার্কেটের গেইন/লসের প্রয়োজন" --- আসল ব্যাপারটা হল উল্টো -- মার্কেট ইকনমি চালু রাখার জন্য মানুষের আত্মসন্তুষ্টির পরিমাপ মার্কেট নির্ধারিত হওয়া বাঞ্ছনীয়।

    অর্থাৎ, একজন মানুষের কাছে একটি ফোন আছে, কিন্তু সে যখন দেখবে অন্য একজনের কাছে আর একটু অন্য রকম ফোন আছে, তখন সেই ফোনটি পাবার জন্যে সে আকুল হয়ে উঠবে, তার জন্যে সে সপ্তাহে ৬০ ঘন্টা পরিশ্রম করবে। তাই মার্কেট তার নিজের স্বার্থে চাইবে একটু অসাম্য, ম্যানুফ্যাচারিং কস্ট এক হলেও প্রাইস ম্যানিপুলেট করবে মার্কেট - ওর আছে আমার নেই, আমার চাই - আই উইল গিভ মাই বেস্ট টু মেক শিওর দ্যাট আই হ্যাভ ইট, এন্ড, দাস আই উইল কন্ট্রিবিউট টু দ্য প্রফিট। সেই প্রফিটের সিংহভাগ (৯০%) সিইও আর বোর্ড অফ ডিরেক্টর (২%) নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু, মার্কেট মিডিয়া আমাকে বুঝিয়ে দেবে, না না আমি ইকনমিকে হেল্প করছি - কত লোক চাকরি করে ওখানে, আমি ফোন কিনি বলেই তো ওদের চাকরি আছে। আমি সন্তুষ্ট হব, আত্মসন্তুষ্ট। এই ছক থেকে বাইরে বেরোনো টাফ। সোভিয়েত অন্তত ৪০/৫০ বছর একটা ট্রাই করেছিল। স্তালিনের জমানার পরবর্তী সোভিয়েতের কথাই বলছি।
  • রোবু | 213.99.211.18 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৬627594
  • একটা গল্প মনে পড়ছে। নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল সেটা? মনে নেই।
    একটা ট্রাম এর দুটো কামরা। একটার ভাড়া এক ইউনিট, আরেকটার দুই ইউনিট। দুটোর মধ্যে ফেসিলিটির কোনো তফাত নেই।
    প্রথমে লোকে এক ইউনিট এর টায় চড়তে শুরু করল। ভিড় হতে লাগলো। তখন দুই ইউনিটের কামরায় উঠতে শুরু করলো কেউ কেউ। সেটা ফাঁকা। আরামদায়ক। ক্রমশ: এই আরামের লোভে বেশি মানুষ প্রথমটায় উঠতে আরম্ভ করলো। একসময়ে দেখা গেল দুই কামরাতেই সমান সংখ্যক লোক উঠছে।
  • ac | 132.174.31.27 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪১627595
  • lcm, আপনি যেটা বললেন সেটা ক্যাপিটালিজমের একটা ভার্সান। আমি যেটা বলতে চাইছি সেটার পরিধি আরো বড়ো। মার্কেট বলে আলাদা কোন বস্তু তো নেই, অনেক মানুষ একসাথে যেখানে ট্র্যনসাক্ট করে সেটাই মার্কেট। তাই মার্কেট নিজের স্বার্থে অসাম্য চাওয়ার মানে, মানুষ নিজের স্বার্থে অসাম্য চায়। মানুষের যা বেসিক নেচার সেটাই মার্কেটে প্রতিফলিত হয়। তাই আমার মনে হয় ব্যাপারটা উল্টো নয়, মানুষের আত্মসন্তুষ্টির প্রয়োজন মেটানোর জন্যই বহু হাজার বছর ধরে মার্কেট গড়ে উঠেছে।

    এই নিয়ে অরেকটু লিখবো, কিন্তু আপাতত কাজ করে নিই। মার্কেটরূপী বস কাছেই দাঁড়িয়ে।
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৬627597
  • রোবু কলকাতার ট্রামে সেকেন্ড ক্লাসে উঠতাম। প্রায়ই দেখতাম সেকেন্ড ক্লাস ফাঁকা।
  • রোবু | 213.99.211.18 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৯627598
  • সেখানে তো ম্যামিদি, তাও ফেসিলিটির পার্থক্য থাকে।
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৫৯627599
  • গরমকালে অনেকে ফ্যান চায়। কিন্তু একটায় সীট আছে বসে পড়লাম, জানলা দিয়ে হাওয়া আসছে। অন্যটায় সারাক্ষণ তক্কে তক্কে থাকা, কে ব্যাগটা হাতে নিল সে কি নামবে? এদিকে সে নামেই না।
  • ac | 132.174.16.59 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৫627600
  • lcm, আমি যেটা বলতে চাইছিলাম, আত্মসন্তুষ্টি বা আত্মস্বার্থ বা self-seeking হলো মানু্ষের বেসিক নেচার, তাই ওটা কজ। ওটার এফেক্ট হলো মানুষের বানানো মার্কেট, যেখানে গেইন/লস ইত্যাদি আসে।
  • Ekak | 24.99.97.82 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৯627601
  • এরকম মুরগি আর ডিম তর্কে কি লাভ । মানুষ মার্কেট সৃষ্টি করেছে মানে এই নয় যে মার্কেট মানুষকে কন্ট্রোল করতে পারেনা । পুরোটাই কালেকটিভ দিসায়ার এর খেলা ।
    আপনি একটা ল্যাপটপ কিনলেন । দুবছর বাদে দেখলেন সব সফটওয়ার আউট ডেতেদ । ভাবলেন কুছ পরোয়া নেহি । আমি পুরনো জিনিস দিয়ে চালাব । এবার ইন্টারনেট এ ঢুকে দেখলেন যা ফাইল দিচ্ছে কোনটাই ডাউনলোদ করে আপনার সিস্টেম এ চলছেনা । পয়সা দিয়ে আবার আপডেট করলেন । কিছু সফটওয়ার খুঁজতে গিয়ে দেখলেন সেগুলো শুধু ওয়েব ভার্সন আছে । সাবস্ক্রাইব করুন নইলে আগে যা পাচ্ছিলেন তাও পাবেন না । কি করবেন ? কদিন বাদে দেখবেন হার্ড ওয়ার ও কম্প্যাটিবল নয় । তখন আবার নতুন ল্যাপটপ । পারসনাল নিড কে আটকে রেখে মার্কেট কন্ট্রোল করতে পারলেন ? এটা একটা খেলা যেখানে আমরা নেবে পরেছি । এবার খেলা খেলার নিয়মে চলবে । খেলার নিয়ম পাল্টাও বলে লাভ নেই কারণ কালেকটিভ নিড চাইছে আরও এডভান্সমেন্ট । জাস্ট দৌড়াও নইলে পিষে যাও । এখানে দাঁড়িয়ে থাকা মানে পিছিয়ে পরা । ব্যাপারটা ওয়ায়্ন দায়রেক্ষনাল ভেক্টর নয় ।যে মানুষ কস মার্কেট এফেক্ট দিয়ে মাপব । সফটওয়ার -ট্যাব-এপস এসব সবাই ব্যবহার করেন বলে সেই উদাহরণ দিলুম । সবক্ষেত্রেই সত্যি এটা । যে ফার্মার কে ডিসিশন নিতে হয় গরুকে খোল খাওয়াবে না বহুজাতিক কোম্পানির মেশ তাকেও এই ডিসিশন টা পেরোতে হয় প্রতি মুহুর্তে ।
  • কল্লোল | 125.242.148.32 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৯627602
  • অনেকটা দূর অবধি চলে।
    ল্যাপটপের জায়গায় সাইকেল হলে কিন্তু সিন আলাদা।
    ক্রেডিট কার্ড নেবো, না ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে চলবো। শাশ্বত চট্টো আজও মোবাইল ব্যবহার করে না।
    হ্যাঁ, খেলাটা ৫০ বছর আগের চইতে শক্ত হয়ে গেছে।
    যতটা পারা যায়, ততোটা তো করুক লোকে!
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫১627603
  • সোশালজিম চায় শ্রমের প্রয়োজন কমাতে। কেন? কারণ ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, তাদের leisure চাই। মার্ক্সের ভাষায় আমরা তখন সকালবেলা বনে বনে শিকার করে বেড়াব, বিকেলে আমরা মাছ ধরব, ডিনারের পর ফিলোজফি পড়ব। মাঠের কাজ কারখানার কাজও কষ্টকর হবে না।

    শ্রমের প্রয়োজন কমানোর জন্যে উতপাদনব্যাবস্থার মেকানাইজেশন করতে হয়। এতে করে শ্রমের প্রোডাকটিভিটি বাড়ে। প্রতি ইউনিট শ্রমের প্রোডাকটিভিটিও বাড়ে, শেষ ইউনিটের প্রোডাকটিভিটিও বাড়ে। মজুরি যদি মার্জিনাল প্রোডাকটিভিটির সমান হয় তাহলে রিয়াল ওয়েজ ড়েট বাড়ে। মোট উতপাদনে শ্রমিকের শেয়ার বাড়ল কিনা, সেটা ইমেটিরিয়াল।

    অন্যদিকে উতপাদন ব্যাবস্থাকে ক্রমশ ক্যাপিটাল নিবিড় করতে হচ্ছে। কনজিউমার দ্রব্যের উতপাদন কমিয়ে ক্যাপিটাল গুডস বেশি তৈরি করতে হচ্ছে। ক্যাপিটালের প্রোডাক্টিভিটি কমছে। টেকনিকাল উন্নতির প্রশ্ন আসে -- শিফট অদ দি প্রোডাকশন ফাংশন। শোনা যায়, টেকনিকাল উন্নতি কম হয়েছিল, পোটেনশিয়ালের তুলনায়। (তথ্য কোথায় পাওয়া যাবে জানিনা।)
  • ম্যামি | 69.93.244.83 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৮627604
  • *রেট।
  • PT | 213.110.243.21 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩১627605
  • যাক এই টইতে তক্কই হচ্ছে শেষ পর্যন্ত!!
  • cm | 127.247.112.31 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪১627606
  • আমারো সেটাই জিজ্ঞাস্য তাহলে কি আলোচনা শুরু হল?

    আত্মসন্তুষ্টির প্রসঙ্গে আমার মনে হয় ওটার একটা কম্পুটেশনাল দিক আছে। নিজের সন্তুষ্টি কিসে হয় সেটা মনে হয় কম্পুটেশনালি অনেক সহজ, কিন্তু সবাই মিলে কি করে কনসিস্টেন্টলি খুশি থাকতে পারি সেটা শক্ত। কিন্তু তার উত্তর না কষলে কন্ট্রাডিকশন আসতে পারে। সেই জন্যই উন্নয়ন বলতে কি বুঝি আর কেন বুঝি এ প্রশ্নের উত্তর খোঁজা নেহাতই জরুরী।
  • ac | 132.164.77.91 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২১627608
  • একক, আপনি আর lcm যে উদাহরনদুটো দিলেন, দুটোই বড্ডো ন্যারো মনে হলো। আমি আসলে বলতে চাইছি যে self-seeking মানুষের বেসিক নেচার। এই নেচার অস্বীকার করে যে মডেলই বানাতে চান না কেন, সেটা ধনতন্ত্রই হোক বা সমাজতন্ত্র, সেই মডেল ভেঙ্গে পড়বে। সেইজন্যই লিখেছিলাম যে lcm এর এই কথাটা ঠিক না - "শিক্ষক লাভের জন্য পড়ান না, ডাক্তার পয়্সার জন্যে চিকিৎসা করেন না, ইঞ্জিনিয়ার পার্সোনাল গেইনের ক্থা ভাবেন না -- এই জিনিসটা মার্কেট ইকনমি-তে কম্প্রিহেন্ড করা মুশকিল। নর্মাল প্রসেস মনে হবে না।"

    আমার মনে হয় লাভ না করেই কাজ করবে, এটা কোন মডেলেই প্রযোজ্য নয় - মার্কেট ইকনমিতেও নয়, অন্য কোন ইকনমিতেও নয়। উল্টোদিকে, মার্কেটে গেইন/লস থাকবেই, মানুষ লাভের জন্যই কাজ করে, এটা মেনে নিলে হয়তো এমনকি পুঁজিবাদের বিকল্প কোন ব্যবস্থাও গড়ে তোলা যেতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন