এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় অতলে নেমে যাচ্ছি আমরা ? কলকাতা কি আর সভ্য মানুষের বাসযোগ্য আছে ?

    adhuli
    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৫ | ১০২৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • adhuli | 190.148.69.210 | ৩০ জানুয়ারি ২০১৫ ০৪:০৫657083
  • মানছি আবাপ পার্টিজান রিপোর্টিং করে। কিন্তু এই ধরনের খবর মনে বড় আতঙ্ক ধরিয়ে দেয়। শহরটা ছেড়েছি বহু বছর আগে, নিজের ইচ্ছে নয়, জাস্ট কোনো সুযোগ ছিল না বলে, কিন্তু বৃদ্ধ মা, পরিজন, বন্ধু বান্ধব সব রয়ে গেছে, এখনো ফিরে আসি রক্তের টানে প্রতি বছর, কিন্তু নিজে অনুভব করি শহরটা পাল্টে যাচ্ছে বড় তাড়াতাড়ি। এতটা হিংস্রতা, অসহিষ্ণুতা, বন্যতা অন্তত দেখি নি নিজের ছোটবেলায়। হয়ত ছিল কোনো কোনো অঞ্চলে, সব শহর-এ ক্লেদাক্ত গলি কযেকটা থাকে , যেখানে অপরাধীদের মুক্তাঞ্চল, কিন্তু এটা বড় বেশি যেন ছড়িয়ে পড়ছে। নিজে ছোটবেলায় পার্থ ঘোষ এর কাছে আবৃত্তি শিখতে গেছি , তাই কষ্টটা আরো বেশি হচ্ছে। আরো আতঙ্ক যে এই শহর এ মা একা থাকেন, হাজার বললেও তিনি নিজের বাড়ি ছেড়ে পরদেশে যেতে নারাজ। এই আতঙ্কের শেষ কোথায় ? কোথায় যাচ্ছি আমরা ?

    http://www.anandabazar.com/state/%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%AE-%E0%A6%B8-%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%97-%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%AC-%E0%A6%B6-%E0%A6%B7-%E0%A6%9F-%E0%A6%93-%E0%A6%B8-%E0%A6%A7-%E0%A6%B0%E0%A6%A3-1.109955
  • Ekak | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:১২657179
  • আতঙ্কের কোনো শেষ নাই । বাংলা চিরকালই রাজনৈতিক অপরাধপ্রবণ । বিখ্যাত লোক বা আমাদের আত্মীয়পরিজনের গায়ে হাত পরলে তখন আমরা হই চৈ করি । আগে পাড়া কালচার নামক একরকম খাপ পঞ্চায়েতি করে ব্যাপারটা সামলানোর চেষ্টা হত । মধ্যবিত্ত -উচ্চমধ্যবিত্তশ্রেণী পয়সা এবং ব্যস্ততা দুটোই বেড়ে যাওয়ায় এই কালেকটিভ এপ্রোচ টায় ভাঙ্গন ধরতে থাকে । একধরনের ক্লাস দিভায়দেদ আউটসোর্সিং শুরু হয় । পাড়ার চ্যাংরা রা মাসিমা -বৌদি দের সিনেমার টিকিট থেকে হটাত ফুরোনো তেজপাতা সবই যোগার করে দেয় এবং পরিবর্তে পয়সা নিয়ে ভাসানের মদ্যপ নাচ-মারপিট এগুলো বছরে কয়েকদিন পাড়ার লোক সহ্য করে । এই বোঝাবুঝির মধ্যেই এর পতনের বীজ ছিল । ওই "কথা শুনে চলা" বখাটেই নিজের মেয়ের সঙ্গে পাড়ার মোরে কথা বললে হুলুস্থুল হত । দে ওয়ার নেভার "বাড়ির ছেলে "। ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে পোষা লুম্পেন । জাস্ট একটা ধাকসলা |এই গোটা স্বযত্নলালিত স্ট্রাকচার টা পরিবর্তিত রাজনীতি-অর্থনীতি তে দাঁড়িয়ে একদম ফাটা বাঁশে বিচি আটকে দিয়েছে বাঙালির ।

    এখন কেঁদে লাভ নাই । কোলকাতায় লোকজন কাঁদছে এমন ও না । প্রচুর জায়গায় সিকীয়রিটি সিস্টেম বসাচ্ছে লোকে । লেকটাউন থেকে টালিগঞ্জ ছড়িয়ে পরছে সিসিটিভি । গেটেড কমিউইনিটি হোক বা নিজের বাড়ি । পুলিশ থেকেও প্রেসার দেওয়া উচিত ক্যামেরা বসাবার জন্যে । অপরাধপিছু এফর্দেব্ল ব্যান্ডউইথ এমনিতেই কম । ক্যামেরা থাকলে অপরাধী সনাক্তকরণে সময় কম লাগে । এই যে আমরা গুরু তে দেখি সিসিটিভি নিয়ে এত একাডেমিক বিতর্ক এটা গোটা কলকাতার একটা অতি ক্ষুদ্র অংশ । বাকিরা হয় এইমুহুর্তে এফোর্ড করতে পারছেন না (যেমন আমি) নয় কোনো না কোনো সিকীয়রিটি -সার্ভায়ল্যানস সিস্টেম অলরেডি বসিয়ে নিচ্ছেন । এটলিস্ট নিজের সিকীয়রিটির মালিক নিজে এটা বুঝতে শুরু করেছে প্রচুর মানুষ ।

    এখন একটাই প্রজেক্ট "নিজের গাঁড় বাঁচাও" । আতঙ্ক বাড়বেই । ওটাই ড্রাইভ । কেও কোথাও বেবিসিট করার জন্যে বসে নেই |
  • একক | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:১৩657190
  • *পয়সা দিয়ে
  • b | 135.20.82.164 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:১৯657201
  • হুম। এন আর এ।
  • PT | 213.110.243.22 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:৩৮657212
  • হুঁ, হুঁ বাওয়া, এর নাম তাত্বিকতা!!
    রাজ্যটাকে লুম্পেনদের হাতে তুলে দেওয়ার সময়ে এসব মনে ছিলনা?
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:৪৩657223
  • এক লুম্পেনদের হাত থেকে নিয়ে আর এক লুম্পেনদের হাতে তুলে দিয়েছে।
  • PT | 213.110.243.22 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:৪৫657234
  • কাল টিভিতে পরিবর্তনের অন্যতম তাত্বিক কৌশিল গাঙ্গুলী যেন অন্য কিছু বল্লেন। "আগের আমলে একটা লক্ষণ রেখা ছিল..." ইত্যাদি ইত্যাদি।
  • একক | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:৫০657245
  • এইত ! এক নম্বর পিটি র জন্যে প্রস্তুত ? প্রস্তুত !

    কদমতাল : বুজি বুজি বুজি বুজি বুজি বুজি
  • PT | 213.110.243.22 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৫:৫৯657256
  • এসব বলে কি আর লুম্পেনদের চিনতে না পারার মত বালখিল্যতাকে চাপা দেওয়া যায়?
  • একক | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:০০657084
  • পিটি দা আবার ব্যক্তিগত আক্রমন ভাবার আগে বলে দি , বুজি দের প্রতি কোনো পিরীত নাই । জাস্ট কিছু আংশিক অনুঘটক কে এত গুরুত্ব দেওয়া বেকার লাগে এই আরকি :) লিগ্যাসি বুজিরা কামরাকামরি করে শেষ হোক । এইটুকুই চাই ।
  • একক | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:১৮657095
  • এই হচ্ছে মুস্কিল ।

    লোকে ইচ্ছে করে বাঁদরের পেছনে ভোন্দর কে লেলালে আপনি ভাবেন কেও চিনতে পারলো না !! এটা কিন্তু বুজি হয়ে যাওয়ার লক্ষণ :) ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনি আদর্শ বুজির শর্ত পূরণ করছেন ।

    মানুষ অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিকেই লেলিয়ে দেয় । কাউন্টার পাওয়ার দিয়েই ঘুঘুর বাসা ভাঙ্গার চেষ্টা করে । এই রিস্ক এনালিসিস দিয়েই জীবন চলে । বাম আমলে বুজিদের রাজনৈতিক ঘেটআইজেসন ভয়ঙ্কর বেড়েছিল !!! সাধারণ মানুষের পছন্দ-অপছন্দ-সংস্কৃতি সব আসছিল একটা চোয়াল চাপা-ব্যাগ ঝোলানো কোষ্ঠকাঠিন্য দলের হাত ধরে । টিপিকাল ধূপের ধোয়া পরিবেশ । এরা কখনই রাজনীতির পক্ষে ভালো ছিলনা । সংস্কৃতির পক্ষেও না । এই যে বখেরার গোলমাল থেকে একপাল বুজি কে উত্তেজিত করে লেলিয়ে দেওয়া গ্যালো এবং দেব-এর পুরস্কার প্রাপ্তি থেকে অনেক "ছি ছি" বেপার ঘটে গ্যালো চাদ্দিকে এটা একটা ভালো লক্ষণ । এই মমতাও থাকবেনা । এই বুজিরাও কামরাকামরি করে নিজেদের আউকাত দেখিয়ে ফুরিয়ে যাবে । কিন্তু ওই জগদ্দল টা ভেঙ্গে দেওয়া কত রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে ভালো লক্ষণ ছিলো সেটা ভবি ষ্যতে বুঝতে পারবেন । বেকার হাওয়ায় যুদ্ধ করেন ক্যান ? যে যুদ্ধটা চলছে সেটা ভালো করে দেখুন না । ইন্টারেস্টিং ব্যাপারস্যাপার ঘটছে ।
  • sm | 233.223.158.37 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:৩৪657106
  • পিটি , কৌশিক গাঙ্গুলি বলে দিয়েছে অতএব সেটা কেই মান্যতা দিতে হবে এমন ধৃষ্টতা অন্তত আমার নেই। মনে হচ্ছে, আপনার মতামত সব কিছতেই কোনো না কোনো বুজির শিলমোহর লাগবেই।
    তার চেয়ে বরঞ্চ সত্য টাকে সহজ ভাবে স্বীকার করে নেয়ায় ভালো। কংগ্রেস আমলের গুন্ডারাজ থেকে প্রথম ৫-১০ বছর বামফ্রন্ট সরকার একটা মোটামুটি ভালো পরিবেশ সৃষ্টি করতে পেরেছিল। তারপরে লোকাল কমিটি, প্রমোটার রাজ, সিন্ডিকেট , এই ত্রাহস্পর্শ সাধারন লোকের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। তিনোমূলের আমলেও কোনো পরিবর্তন হয়নি, বলাই বাহুল্য !
  • lcm | 118.91.116.131 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:৩৬657117
  • বুঝেছি, আগের লুম্পেনগুলো ভালো লুম্পেন ছিল, এখনকারগুলো নিম্ন মানের। লুম্পেনদেরও ওরা-আমরা !
  • cb | 68.106.45.108 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:৪২657128
  • তিনোমূলের আমলেও কোনো পরিবর্তন হয়নি, বলাই বাহুল্য !

    এই নিয়ে মিনিময়ের পোচুর অবকাশ হ্যাজ, কাটিয়ে দিন তাচ্চেয়ে :)
  • sm | 233.223.158.37 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:৪৪657139
  • এই লুম্পেনদের বিরুদ্ধে, যে রাজনৈতিক পার্টি ই রুখে দাড়াবে, সে, সি পি এম, বি জে পি বা তিনো যেই হোক, আমার সাপোর্ট তাঁর দিকে থাকবে। তবে অরাজনৈতিক ভাবে সমস্যার সমাধান হলে ভালো হয়।
  • trx | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৬:৪৬657150
  • "লক্ষণরেখা"-র কথাটা অনেকেই বলছেন। সকালে রেডিও শুনতে শুনতে আসি, আজ যেমন পার্থ/গৌরী ঘোষের বাড়িতে ঘটা ব্যাপারটা নিয়ে ডিসকাসন হচ্ছিলো - সেখানে রেডিওতে ফোন-ইন করে বেশ কয়েকজন এই বক্তব্যটাই রাখলেন।

    তবে এগুলো হওয়ারই ছিলো, ব্যালেন্স আনতে হবে তো। বেনারস গেছিলুম - সরস্বতী পুজোর পরের দুদিন গোধূলিয়ার আগে থেকে দশাশ্বমেধ অবধি সন্ধ্যে থেকে মাঝরাত অবধি এইসবই তো হয়েছে, সেখেনে আবার ভ্যানের ওপর লোকাল বিজেপি নেতার কাট-আউট লাগিয়ে। সব জায়গায় যদি হতে পারে, কলকাতায় না হওয়ার কী আছে?
  • একক | 24.96.58.190 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৭:১৫657161
  • লক্ষণরেখা তো পেরবেই । বাজারে পুড়ে যাবে আর মন্দিরে আগুন লাগবেনা এ হয় কোনদিন ? সারা ভারতেই অপরাধ বেড়েছে । অপরাধের ডাইনামিক্স পাল্টেছে । এক সময় গাড়ি চালাতে সীটবেল্ট পরা মাস্ট ছিলনা খেয়াল করুন । সময় বদলেছে ,মাস্ট হয়েছে । নিজের বেসিক সিকিওরিটি নিজে মেইনটেন করা ,প্রাইভেট সিকীয়রিটি সিস্টেম এর উত্থান এগুলো বাড়বেই । পুলিশের উচিত বাড়িতে সার্ভায়ল্যানস সিস্টেম রাখার জন্যে পুশ করা । যাতে দরকার হলে উপযুক্ত প্রমান দাখিল করা যায় । পশ্চিমবঙ্গে নতুন কিছু ঘটছেনা । জাস্ট লোকজন সীট বেল্ট টা বেঁধে নিতে ধানাইপানাই করছে বেশি ।

    আর যাদের ক্ষমতা নেই ? তারা চিরকাল অত্যাচরিত ।কদিন আগে রাজু রাজবংশীকে পুলিশ "ইয়ার্কি করেছিল" বলে অকথ্য পিটিয়েছে । বাপি পাল এর জামিন করেনি বাম প্রধান এডভোকেট লবি ভেতর থেকে কাঠি করে । এই ক্ষমতাহীন শ্রেনীর মানুষ চিরকালই আমাদের দাবার ঘুটি নয় উপেক্ষিত । কাজেই কাদের প্রাইভেট সিকীয়রিটি ওন করার পয়সা নেই বলে যুক্তি দেখানো .....এটা জাস্ট মুখোশ । তাদের জন্যে আমাদের কিছু থেমে থাকেনা ।
  • শিবাংশু | ৩০ জানুয়ারি ২০১৫ ১৭:১৯657172
  • trx,
    বনারসের সঙ্গে কি কলকাতার তুলনা করা যায় ?
    তবে ছপরা, গোরখপুর, গয়া কোথায় যাবে?
  • superlike | 125.112.74.130 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৭:৩৩657178
  • "মানুষ অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিকেই লেলিয়ে দেয় । কাউন্টার পাওয়ার দিয়েই ঘুঘুর বাসা ভাঙ্গার চেষ্টা করে । এই রিস্ক এনালিসিস দিয়েই জীবন চলে ।" কালের নিয়মে সময়ের সাথে রং বদল টা চক্রাকারে চলতেই থাকবে নীল, লাল, সবুজ,গেরুয়া ইত্যাদি প্রভৃতি ।
    "ক্যামেরা থাকলে অপরাধী সনাক্তকরণে সময় কম লাগে । এই যে আমরা গুরু তে দেখি সিসিটিভি নিয়ে এত একাডেমিক বিতর্ক এটা গোটা কলকাতার একটা অতি ক্ষুদ্র অংশ । বাকিরা হয় এইমুহুর্তে এফোর্ড করতে পারছেন না (যেমন আমি) নয় কোনো না কোনো সিকীয়রিটি -সার্ভায়ল্যানস সিস্টেম অলরেডি বসিয়ে নিচ্ছেন । এটলিস্ট নিজের সিকীয়রিটির মালিক নিজে এটা বুঝতে শুরু করেছে প্রচুর মানুষ । এখন একটাই প্রজেক্ট "নিজের গাঁড় বাঁচাও" "
    একদম ক।
  • সে | 188.83.87.102 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৭:৫৩657180
  • লুম্পেন আগে ছিলো না বুঝি? আর যদি পার্টির কথা ওঠে- আজ যে তিনো, গতকাল সেই তো সিপিয়েম ছিলো।
  • সে | 188.83.87.102 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৭:৫৭657181
  • এবং লক্ষ্মণরেখা আগে কীরকম ছিলো তার একজাম্পেলও দিতে পারি। লুম্পেনগুলোতো একই রয়ে গেছে- কেবল ক্ষমতায় আসা পার্টি বদলেছে। কংগ্রেস, সিপিয়েম, তৃণমূল, কাল হয়তো বিজেপি। সিপিয়েম ফিরে এলেই বুঝি স্বর্গরাজ্য হয়ে যাবে?
  • cm | 127.247.113.171 | ৩০ জানুয়ারি ২০১৫ ১৮:৩৪657182
  • লুম্পেনছিল কিনা জানিনা তবে কেলাবে কেলাবে এই অর্থ বিতরণ ঠিক স্মরণে আসছেনা।
  • dc | 133.201.213.87 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:০৭657183
  • প্রোমোটারি মাস্তানি দাদাগিরি এসব তো আগেও ছিল! পাড়ার দোকানে দোকানে তোলাবাজি, বাজারের স্টলে স্টলে তোলাবাজি, এসব তো আগেও ছিল! পাট্টি অফিসে ডেকে ধমকে দেওয়া, পাট্টি অফিসে বসে এলসি থানায় ফোন করে পুলিস অফিসারদের ধমক দিচ্ছে, এসব তো আগেও হতো! আগে এরকম হতো না বললে মুশকিল। আগে লাল পাট্টি করতো, এখন সবুজ পাট্টি করছে।
  • কল্লোল | 125.242.161.164 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:২২657184
  • সিএম উবাচ - লুম্পেনছিল কিনা জানিনা।
    আহা কি কুচুমুচু স্মৃতি!!!
    একটু তবে মনে করিয়ে দেই।
    http://www.downtoearth.org.in/content/man-beaten-death-protesting-noisy-firecrackers-west-bengal
    ইট পাটকেল ছুঁড়ে কাঁচ ভাঙ্গা নয়। একদম খাল্লাস। এগুলো বোধ হয় ভদ্দোলোকেরা করেছিলো লুম্পেনরা নয়।
  • sm | 233.223.159.253 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:২৬657185
  • dc , একমত নই ।বাম রাজত্বকালের প্রথম ৫-১০ বছর এরকম অরাজকতা ছিল না।কলকাতায় প্রমোটার রাজ এর রমরমা শুরু হয়েছে ৯০ দশকের এর প্রথম থেকে। পার্টির বোল বলা , লোকাল এল সি, এগুলো, পাশা পাশি দানা বেধেছে। টাকার খেলাও এই সময় থেকেই।
    ধীরে ধীরে এর গরল চারিদিকে ফুটে বেরোচ্ছে।
    বেশি দিন দেরী নেই, বুড়ো বুড়ি বাড়ির মালিক , বন্দুকের নলের আগে বাড়ি বিক্রি সই করবে।
    আবার বলছি সমস্যা ভয়ানক। এককের কথা মত বাড়িতে সার্ভেইলেন্স ক্যামেরা লাগিয়েও বেশি কাজ হবে বলে মনে হয় না। চাপা হাড় হিম করা হুমকি চলতেই থাকবে।পুলিশ প্রশাসন এর জড়তা ভাঙ্গা চাট্টি খানি কথা নয়। তার উপর যদি রাজনীতির আমরা- ওরা থাকে তাহলে তো সোনায় সোহাগা!
  • cm | 37.57.216.238 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:৩০657186
  • আজ্ঞে আপনারা বোধহয় লুম্পেনবাহিনীকে সরকারি সমর্থনের ব্যাপারটা বুঝছেননা। অবশ্য জেগে ঘুমালে আর কি করা যায়!

    আর ঐ আরু থাকা না থাকা এসব কথার মানে খুব ভালো করে বুঝিয়ে না বললে কিছুই বুঝিনে। আমি সাধারণত স্ট্যাটিস্টিকালি বুঝি।
  • dc | 133.201.213.87 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:৩৮657187
  • sm, আমি নব্বইয়ের পরের কথাই বলছি। তার আগের কথা জানিনা, কারন তখন ওসব বোঝার মতো বয়স ছিলনা। নব্বুইয়ের পর থেকে লাল পাট্টির মাস্তানি প্রোমোটারি ধমকানো নিজের চোখেই দেখেছি। মানে আমার পাড়াতেই দেখেছি, আমার বন্ধুদেরই অনেক কিছু করতে দেখেছি। তবে আপনার সাথে একমত, পুলিশ প্রসাশন মিনিমিনান রাজনীতির বাইরে বেরোতে না পারলে এসব বন্ধ করা যাবেনা।
  • dc | 133.201.213.87 | ৩০ জানুয়ারি ২০১৫ ২০:৩৯657188
  • *মিনিমাম
  • বীতশ্রদ্ধ | 127.194.192.225 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:০৮657189
  • লুম্পেনবাহিনীকে চিরকাল সমস্ত সরকার সমর্থন করে এসেছে। এরা ক্লাবে সরাসরি টাকা দিচ্ছে ওরা ক্লাবের ছেলেদের অন্য সুবিধে দিত যাতে টাকাটা তুলতে পারে। তারা অন্যান্য সুবিধে দিত। একটা সুক্ষ্ম পার্থক্য ও আছে, ক্লাবদেরকে বর্তমানে এই প্রাপ্ত অর্থের অডিট দেখাতে হয়।
    অন্য আর অন্যান্য সুবিধেটা কিন্তু প্রতিটি মানুষ নিজেরা চর্মচক্ষে দেখেছে, কোনো থিয়োরি-কল্পনায় নয়, যে, আপনারা বললেন আর সকলে বিশ্বাস করল - সেরকম কোনো সুবিধেই ছিল না।

    যাইহোক, আপনি বলছেন টাকা দিয়ে অন্যায়টা "বেশি" করছে, কারণ আপনি প্রমাণ করতে চান অন্য সুবিধে আর অন্যান্য সুবিধের থেকে সরাসরি টাকা দেওয়াটা "বেশি" অন্যায়। এটা একেবারেই আপনার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। একে সমর্থন করাটা একমাত্র রাজনৈতিক অবস্থান ও মতাদর্শগতভবেই সম্ভব। কারণ অন্য আর অন্যান্য সুবিধের সাথে মানুষকে সরাসরি এক্সপ্লয়েট/উত্যক্ত করারও একটা ব্যপার থাকে।

    মুশকিল হল আপনারা প্রমান করতে চান, যারা আপনাদের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন না তারা ছাগল কিংবা তৃণমূল (ঘোমটার আড়ালে বা আড়ালহীন) , কিংবা বিজেপি, কিংবা ধান্দাবাজ।

    এভাবে পরের বা পরের পরের বা তস্য পরের কোনো ভোটেও জনসমর্থন পাবেন আশা করেন?

    অবশ্য যদি সিপিএম সেজে জনগণের মনে সিপিএমের প্রতি নিভু নিভু হতে চাওয়া বিদ্বেষটুকু হাওয়া দিয়ে দিয়ে এভাবে কন্টিনুয়াস জ্বালিয়ে রাখতে চান, তবে সে উদ্দেশ্যে আপনারা সম্পূর্ণ সফল। নতুবা এরকম ন্যক্কারজনক একটা ঘটনার পরেও লোকের মাথায় স্রেফ ধিক্কারের বদলে আগের আমলের কদর্থক ঘটনাগুলো মনে আসার কথা ছিল না। সিপিএম শীর্ষ নেতৃত্ব ও যেখানে ধীরে চলো নীতি নিয়েছে আর প্রতিমুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার খোলা চোখে দেখতে পাওয়া অবনতিগুলোকেই আবার হাইলাইট করতে মিটিং মিছিল করে বাজার গরম করছেন না।

    শকুনির কথা মনে পড়ে। কৌরবদের শুভার্থী সেজে যা যা করেছেন সারাজীবন সে শুধু কৌরবকুলকে ঝাড়ে বংশে বিলোপ করার জন্যেই। এইসব অনলাইন স্যোসাল সাইটে আপনাদের কীর্তিকলাপ কারো অন্তত উচিত পার্টি নেতৃত্বদের কানে তোলা। অন্তত।
  • cm | 181.76.232.8 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:২২657191
  • প্রতিটা মানুষ দেখেছে? সত্যি বলছেন? আমি দেখি নাই। তা ঠিক ক পয়সার গপ্পো হিসেব হবে? মানুষে কি সারদাও দেখেছে? সেটা ক পয়সার সে হিসেবও হবে নাকি? এখনো বুকনি থামছেনা দেখে আমি মশাই অবাক বললে কম বলা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন