এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় অতলে নেমে যাচ্ছি আমরা ? কলকাতা কি আর সভ্য মানুষের বাসযোগ্য আছে ?

    adhuli
    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৫ | ১০২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.242.128.49 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৬657258
  • সেটা ১৯৬৬/৬৭। তখনো প্রদীপে জোয়ারের জল ঢুকতো। কারনটাও খুব মজার। প্রদীপ সিনেমাটি ছিলো টালিগঞ্জ থেকে বেহালার দিকে যাওয়ার রাস্তায়, আদি গঙ্গার ব্রিজের ঠিক বাঁদিকে, পাড় ঘেঁষে। ফলে প্রদীপের ছাদ আর ব্রিজের রাস্তা প্রায় সমতলে ছিলো। রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমে ছিলো প্রদীপের গেট। এখন আর সে গেট নেই বোধহয়। এখন রাস্তা থেকেই ঢোকা যায়।
    তা, তখন ছাদ আর রাস্তা প্রায় সমতলে বলে ভেন্টিলেতারগুলো ছিলো প্রদীপের মেঝের প্লেনে। তখনো আদি গঙ্গায় ভালোই জোয়ার আসতো। আর জোয়ার এলেই সেই ভেন্টিলেটারগুলো দিয়ে জল ঢুকতো।
    আমার চটি ভেসে যায়নি বটে। তবে প্রথমবার অসাবধানে পা নামাতেই জোয়ারের ফেলে যাওয়া কাদায় চটি আটকে গেছিলো। সেই ছবিটা ছিলো গুনাহোঁ কা দেবতা। জিতেন্দ্রর দ্বিতীয় ছবি।
    আমি ১৯৭৩এ কলকাতায় ফিরে দেখি গেট উপরে চলে এসেছে। জোয়ারের জলও আর ঢোকে না। দেখেছিলাম হর রাম হরে কৃষ্ণ।
  • cb | 68.106.0.240 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩০657259
  • গ্রেট , কল্লোলদা ধন্যবাদ :)

    জলের রহস্য ভেদ হল
  • robu | 122.79.38.120 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৬657260
  • তার মানে আর অতলে নেমে যাচ্ছে না। চটি।
  • dc | 213.187.246.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫২657261
  • কল্লোলবাবু ঠিক বলেছেন, আমরা টিকিট কাটতাম রাস্তা থেকে ঢুকে, কিন্তু সেটা আসলে ছিল দোতলা। একতলাটা ছিল রাস্তার নীচে। তবে আমার আবছা মনে আছে দুয়েকবার যেন জল জমতে দেখেছিলাম, তবে সে বোধায় বৃষ্টির জল ঃ-)
  • PT | 213.110.243.22 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫০657262
  • "পিটি। মাইরী পারোও।"

    কল্লোলদা। মা মেরীর নামে বলছি, তুমিও পারো বটে!!
    একে তো তিনোদের আরো কিছুদিন অক্সিজেন জোগানোর জন্য নোটার ঘোমটায় মুখ ঢেকেছ। আর এখন তিনোর হয়ে লুম্পেন বাছতে বসেছ। কেমন যেন মনে হয় তিনোদের ডিফেন্ড করার এ এক মরিয়া প্রচেষ্টা।

    তালিকার কেউ কেউ আমার দেখায় সত্তরের লুম্পেন। যারা কসবা-কাঁকুলিয়ায় ৪০-৫০ বছর বাস করছে তাদের কাছে জেনে নিও। আর বীরভুমের নেতাটি লুম্পেন থেকে নেতা হয়েছে এই সেদিন। নেতা হয়ে গেলে লুম্পেনত্ব ঘুচে যায় এইসব তত্ব আর নাই বা দিলে। এইদলের মাথা সহ বেশীর ভাগ নব্য নেতাই কোন না কোন সময়ে লুম্পেন ছিল। অবিশ্যি সিপিএমের কোন টেনিং ছ্ড়াই "ভদ্দর লোক" কেমন করে লুম্পেন হয় আমাদের প্রেমিক অভিনেতাটি তার উদাহরণ রেখেছে।
  • ### | 118.171.159.41 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২০657263
  • আর সুবোধ সরকার, অরিন্দম শীল কার ট্রেনিং এর উদাহরণ রেখেছে "ভদ্দর লোক" থেকে হঠাৎ লুম্পেন হওয়ার মাধ্যমে? মানে তিনো পার্টিভুক্ত সকলে লুম্পেন আর সিপিএম পার্টিতে কোনো লুম্পেন নাই, সকলে ভদ্দরলোক - এটাই যা বুঝলাম প্রতিপাদ্য তো?

    আশা করি লুম্পেন-নয় তালিকায় এখন বৃহত্তর সম্ভাব্য সম্প্রসারিত বাম দলসমূহ এবং কংগ্রেসের নেতা ও কর্মীরাও নাম তুলেছেন। বিজেপিতেও সকলে লুম্পেন কিনা, নেতা ও কর্মী নির্বিশেষে, এখনই জানিয়ে রাখুন।

    নকশাল মাওবাদী তথা অতিবামেরাও বেসিকালি লুম্পেনই তো?

    বঙ্গ রাজনীতি লুম্পেন ও লুম্পেন-নয় এই বিভাজিকায় ভাগ হতে চলেছে পিটির পছন্দ-অপছন্দের দলের সাপেক্ষে - এটা দেখা এক নির্মল এক্সপেরিয়েন্স কিন্তু।
  • সংক্ষিপ্তসার | 233.29.204.178 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৩657264
  • সিপিএম তথা বামফ্রন্টের দিকে থাকলে লুম্পেন নয়। অন্য যে কোনো দিকে লুমেপ্ন। স্বীকার করুন নাহলে বিজেপির হাত শক্ত করুন । পসন্দ আপনা আপনা
  • সংক্ষিপ্তসার | 233.29.204.178 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৫657265
  • লুম্পেন। হাত কেঁপে গেসলো, স্বর্গে ঘন্টা বাজছিল
  • PT | 213.110.243.21 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৬657266
  • সুবোধ বা অরিন্দম এখনো লুম্পেন হয়েছেন বলে মনে করিনা। যেমন কিনা ব্রাত্য-শাঁওলী-অর্পিতাকেও ঐ তালিকা ভুক্ত করিনি।
    বিজেপিতে কত লুম্পেন পোষা আছে তার জন্যে গুজরাতের কিংবা উত্তরপ্রদেশের রাজনীতির চর্চা করার প্রয়োজন। তবে দুধকুমার অবশ্যই লুম্পেন হওয়ার পথে।
    তবে সব নকশাল/অতিবামকে লুম্পেন বলা যায় কিনা সেই প্রশ্ন তুললে প্রশ্নকারীর ইতিহাসের চর্চা ও রাজনৈতিক বোধ সম্পর্কে পাল্টা প্রশ্ন তোলা যাবে।
  • ঘোষণা | 233.29.204.178 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫১657085
  • এখানে 'সঠিক' ইতিহাস চর্চার মাধ্যমে ও 'সুস্থ রাজনৈতিক বোধ' দ্বারা জারিত তালিকা (লুম্পেনদের, ক্রমে আরও আসিতেছে) পাওয়া যায় । সুলভ সুলভ সুলভ
  • PM | 122.79.38.140 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫২657086
  • PT , কাল্লোলদা আর রন্জনদা লিখেছেন। আপনি কিভাবে আজকের সময়কে ৭০-৭২ এর সাথে তুলনা করেন? আজকে আমাদের প্রেক্ষাপট ঐ সময় থেকে কতোটা পিছিয়ে?
  • adhuli | 37.33.20.250 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৫657087
  • বড় দিপ্রেস্সিং এই খবর গুলো। প্রতিবাদ করতেও আর কেও সাহস পাবে না। নিজের মেয়ে বোনেদের বাচাতে গেলেও মৃত্যুভয় চেপে ধরবে। জানিনা ৭০-৭২-এ এর থেকে আরো খারাপ ছিল হয়ত, হয়ত ছিল না, তবে তাতে নন খারাপ কমছে না। বড্ড মেরুদন্ডহীন মনে হচ্ছে নিজেকে বা নিজেদের।

    http://www.anandabazar.com/eimuhurte/salkia-youth-arup-bhandari-died-1.110782
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৮657089
  • আজ সকাল সাড়ে ছটায় মারা গেছে ছেলেটা। সকালে খবরটা দেখেই খুব খারাপ লাগছিল।
  • PT | 213.110.243.21 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৮657088
  • আমার ধারনায় খুব গোদা বাংলায় তিনো দলটা সত্তরের নব-কংগ্রেসের সমগোত্রের। কংগ্রেস সিদ্ধার্থকে পরিত্যাগ করেছিল। কিন্তু তিনোর মাথা নিজেকে সিদ্ধার্থের উত্তরসূরী বলে সেই অবস্থানকে পোক্ত করেছে। আর গত ৪/৫ বছরে তাদের কার্যকলাপ দেখে আমি নিশ্চিত ছিলাম ও আছি যে এই দলটা কংগ্রেসের জঞ্জাল দিয়ে তৈরি। তবে কোন কোন তিনো-মাও ভক্ত স্ন্হেহ বা শ্রদ্ধাবশতঃ তিনোদের কিছুটা কমিয়ে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    অবিশ্যি এসব সত্বেও পন্ডিতেরা-এমনকি সিদ্ধার্থের গুন্ডা-পান্ডাদের হাতে পেঁদানী খাওয়া পন্ডিতেরা (উদাঃ কাকা) সিদ্ধার্থের উত্তরসূরীরকে তোল্লাই দিয়েছিল পব-তে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য!!
    কি হাস্যকর রাজনৈতিক বোধ!!
  • PM | 122.79.38.140 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৫657090
  • সব থেকে ডিপ্রেসিং হবে যদি পরে যারা আসবে (বাম/ডান যেই হোক) তারাও যদি এদের ইউস করে এখনকার মতো।
  • PM | 122.79.38.140 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩০657091
  • না PT তা নয়। আমার প্রশ্ন হলো যদি ৭২-৭৭ এর প্রবাদ প্রতিম অরাজকতাকে ১০০% ধরি তো পরিবর্তনের রাজত্বে আমরা ঠিক কতোটা "অ্যাচিভ" করতে পারলাম। এই রেটে পরিবর্তন চলতে থাকলে ঠিক কবে নাগাদ আমরা ৭২-৭৭ কে ছুতে পারবো ?
  • b | 24.139.196.8 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৮657092
  • ৭২/৭৭, দ্বিতীয় যুক্তফ্রন্ট, জালিওয়ানয়ালা বাগ, বর্গী-র হানা, মামুদ শাহ, ইব্রাহীম লোদী, মায় ইকতিয়ারুদ্দিন মহম্মদ বিন বক্তিয়ার খিলজী কিসুই দেখি নাই। হায়, কত কি যে অদেখা থেকে গ্যালো।
  • দেখেছেন? | 233.29.204.178 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪২657093
  • সুশান্ত ঘোষকে? লাছমান দেখেছেন? মেদিনীপুরের পার্টি অফিস?
  • PM | 122.79.38.140 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫২657094
  • মেদিনীপুর দেখি নি ভাই। কিন্তু কলকাতা হাওড়া দেখেছি ছোটো থেকে। আজও দেখছি। তুলনটা করতে পারছি বেশ ভালো ভাবেই।
  • ### | 118.171.159.41 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৭657096
  • b Date:02 Feb 2015 -- 02:38 PM
    পোস্টটা কি "হারিয়ে যাওয়া দেশি জিনিস" টই তে যাবে? টই গুলোচ্ছেন?
  • b | 135.20.82.164 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৫657097
  • আরে না না। ৭২/৭৭ দেখে মনে পড়ে গেলো।
    ঐ আর কি। এ ২০১১ -১৫ দেখালে ও বলে ৩৪ বছর। সে ৩৪ বছর বললে তিনি বলবেন ৭২/৭৭। অমুকে ৭২/৭৭ বললে তমুকে বলবেন ১৯৪৬/৪৭। শেষে (বোধহয়)অ্যামিবায় গিয়ে থামা। একেই বোধ হয় ডাক্তাররা অ্যামিবায়োসিস বলে থাকেন।
  • sm | 53.251.90.104 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২২657098
  • এখানে অনেকের পোস্ট পড়ে মনে হচ্ছে,বাম আমলে লুম্পেন বস্তু টি ছিল অপ্রতুল।এরা বাম আমলের পূর্বে ও পরে বিভীষিকা হয়ে পব তে বিরাজমান ছিল ।
    আমি আগের পোস্টে লিখেছিলাম, বাম আমলে প্রথম ৫-১০ বছর পব তে শান্তি শৃঙ্খলা , বেটার ছিল। তার মেইন কারণ ছিল কংগ্রেস আমলে গুন্ডারা রাজ নৈতিক শেল্টার সে রকম পায় নি। কংগ্রেস আমলে গুন্ডারা কিন্তু, সমাজ থেকে বেশ বিচ্ছিন্নই ছিল।অর্থাত গুন্ডাদের সাধারণ লোকে গুন্ডা বলেই জানত।
    কিন্তু বাম আমলে প্রথ ৫-১০ বছর যেমন গুন্ডারাজ চলে নি; তেমনি তলায় তলায় পাওয়ারের সান্নিধ্যে থাকা লোকজন বা তাদের আত্মীয় স্বজন সিন্ডিকেট ব্যবসা, প্রমোটারী প্রভৃতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে; লোকাল কমিটির খবরদারি বাড়তে থাকে। ৯০ এর দশকে সেটাই চরম আকার ধারণ করে এবং এইসব লোকজন সাধারণ মানুষের জীবন অত্যিষ্ঠ করে তোলে।
    গ্রামের কথা তো আলাদা, সেখানে অত্যাচার, রাজনৈতিক খুনো খুনি , গ্রাম ছাড়া করে দেওয়া এগুলো রেগুলার ব্যাপার হয়ে যায়।

    সব কিছুর মূলে রয়েছে ঘৃণ্য রাজনীতি ও আমরা তোমরা ট্যাগিং।তিনো আমলেও কোনো পরিবর্তন হয় নি।এই সমস্যা আরো বেড়ে যাবে আমাদের লুম্পেন ভালো; ওদের খারাপ এমন সরলীকরণ করলে।
  • PT | 213.110.243.21 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৬657099
  • PM
    % হিসেবে দেখার সমস্যা আছে। সেই সময়ে কলকাতায় কি হত তার খবর পেতাম বাবা-কাকাদের মুখে তাঁদের চাকরী করতে যাওয়ার সুবাদে। আর আমি নিজের চোখে দেখেছি ৭১-এর ভোটের আগের ভয় দেখানোর ব্যাপারটা সোদ্পুরে। শুরু হয় তখনকার লুম্পেন আর এখনকার তিনো নেতার (ও মন্ত্রী) নেতৃত্বে স্থানীয় বাম MLA গোপাল ভট্টাচার্যের বাড়িতে আগুন লাগানো দিয়ে।

    সেই সকালটা (নাকি বিকেল?) মনে আছে। জানালা দিয়ে দেখছি যে আমার প্রতিবেশী বিহারী ঠাকুমা "আগ লাগা দিয়া" বলে চিৎকার করছেন আর তাঁর পক্ষে যত জোরে সম্ভব বাড়ির দিকে ছুটে আসছেন। অন্য দিকে আমার দিদি তার বান্ধবীর বাড়ি থেকে খেলে ফিরছে। আমি যেটা দেখছি (আর শুনছি) সেটা হচ্ছে পাশের কোন ফ্ল্যাটের থেকে আমার থেকে কিছু বড় দাদারা চিৎকার করে তাকে আরো জোরে দৌড়তে বলছে। তারা তিন বা চারতলা থেকে দেখতে পাচ্ছে যে একটু দূর থেকে একদল বাঁদরের বাচ্চা ঢুকছে ক্যাম্পাসে। দিদি শেষে একতলার কোন একটা খোলা ব্যালকনির মধ্যে দিয়ে ঢুকে কোন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।

    এর পর থেকে ভোট হওয়া পর্যন্ত বিকেলের দিকে ১০ বা ২০ জনের দল একটা খোলা ম্যাটাডোরে পাইপগান জাতীয় কিছু চাপিয়ে হাতে কাতান নিয়ে সকাল সন্ধ্যে ডিউটি দেওয়া শুরু করে। আমার বাড়িতে সকলের নিরাপত্তার কথা ভেবে পিতৃদেবের প্রায় ৫০-৬০ (নাকি ১০০-র বেশী) বই পুড়িয়ে দেওয়া হয়। আর আমার আঁকা অনেক ছবির ফ্ল্যাগের চিহ্ণে কালি লেপে দেওয়া হয়।

    অবিশ্যি বরুণ সেনগুপ্তের মতে (বইঃ পালা বদলের পালা) সোদপুরে নাকি বিশেষ কিছু হয়নি। তাই পব-র আর কোথায় কি হয়েছিল কে জানে!!

    তবে তুলনা করতে গেলে কয়েকটা বিষয় মনে রাখতে হবেঃ

    ১) সিধুদা পুলিশ পঠিয়ে প্যাঁদাত বা তুলে নিয়ে আসত। গুন্ডারাও প্যাঁদাত বা তুলে নিয়ে আসত। এখন পুলিশ চুপ করে থেকে লুম্পেনদের যা করার করতে দিচ্ছে। আর খুব "ঘেউ ঘেউ" হলে তাদের মৃদু কেস দিয়ে ছেড়ে দিচ্ছে।

    ২) তখন মিডিয়া-মোবাইল কিছুই নেই তাই খবর ছ্ড়াতেও সময় লাগত। এখন এই খুল্লাম খুল্লা মিডিয়ার যুগেও কারো তোয়াক্কা না করে সব কিছুই চালছে। সেই হিসেবে তিনোরা দারুণ "অ্যাচিভ" করেছে।

    ৩) সিপিআই একটা সময় পর্যন্ত কং-এর সঙ্গে ছিল (দিল্লী থেকে আসছে গাই/সঙ্গে বাছুর সিপিআই!)। পব-তে তারা ঠিক কি করত মনে নেই। কিন্তু সিধুদার কোন বাম সমর্থন ছিল না কংশাল নামক লুম্পেনদের সহযোগীতা ছড়া। কিন্তু এখানে তিনোরা দশ গোল দিয়েছে সিধুকে। তাদের সমস্ত লুম্পেনত্ব তিন বছর আগে লোভনীয় বাম মোড়কে ঢেকে পরিবেশিত হয়েছে। আর এখনো সেই অতিবদ অতিবামেরা চুপ করে থেকে বা উল্টোপাল্টা তাত্বিকতা দিয়ে তিনোদের অক্সিজেন যোগাচ্ছে।

    এসবের মধ্যে বিজেপির উত্থান সব কিছুকে ঘেঁটে দিয়েছে যেটা সত্তরে ছিলনা।
  • ranjan roy | 24.99.39.92 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৩657100
  • ব্যাপারটা নীচের তলারই। সিনেমাটা বোধহয় দারা সিং এর বক্সার কি রামুদাদা, আজ মনে নেই। তবে জোয়ারের সময় পর্দা সাদা হয়ে কিলিপ এলো-- জল আসিতেছে, পা তুলিয়া বসুন!
    এটা মনে আছে। তখন পায়ে হাওয়াই চটি, হাতে নিয়ে পা তুলে বসলাম। এটুকু মনে আছে। আর চটি ভেসে যাওয়াটা মেটাফর মনে হয়।
    তবে ফিন দিখলাও হুংকারে বিশেষ রি-ওয়াইন্ড হওয়ায় খুব মজা পেতাম।

    ১) র‌্যাম্বো অবশ্যই বিশেষ পলিটিক্সের সুক্ষ্ম পরিবেশন। সে তো জেমস বন্ডও। সে নিয়ে কোন তর্ক নাই। রাজনীতিতে যে যেদিকে দাঁড়িয়ে।
    তবে 'অপসংস্কৃতি' বলে ব্র্যান্ডিং করলে চাপ আছে। কারণ যে যুক্তিতে র‌্যাম্বো অপসংস্কৃতি , সে যুক্তিতে বন্ড কেন অপসংস্কৃতি নয়?

    ২) আর অমন মর‌্যাল লেবেল মারার অর্থ সেটা গোটা সমাজের জন্যে খারাপ,অস্বাস্থ্যকর। কেন? কিভাবে?কে ঠিক করবে?
    সাহিত্যিক সুবোধ ঘোষের 'বারবধু' ও সমরেশ বসুর বিবর কেন অপসংস্কৃতি?

    ৩) হার্বার্ট কেন অপসংস্কৃতি?
    ৪) বামেরা? তো যতীনবাবুর চোখে আইয়ার ম্যাডমের গান অপসংস্কৃতি? উনি তো রামকিংকরের তৈরি রবীন্দ্রনাথের ভাস্কর্য্যটিও খারিজ করে দিয়েছিলেন।
  • sm | 53.251.90.104 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৮657101
  • এখনো আমরা তোমরার উপরে ওঠা গেল না। ওরা দুষ্ট পাজি; আমরা নলেন গুড়ের সন্দেশ।
    লুম্পেন, দুস্কৃতি এদের এই নামেই চিন্হিত করা ভালো। সব আমলেই তারা দলমত নির্বিশেষে দুস্কৃতি ও কড়া হাতে তাদের দমন/প্রতিবাদ করা উচিত। একমাত্র এ ভাবেই এই সমস্যার সমাধান সম্ভব।
  • PT | 213.110.246.25 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩২657102
  • ময়ূর আর ময়ূরপুচ্ছধারী কাকের ফারাক বুঝতে না পারার মধ্যে বিশেষ কোন কৃতিত্ব নেই।
  • বীতশ্রদ্ধ | 127.194.194.216 | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০657103
  • এই সেই সেল্ফ রাইটিয়াসনেস, সেই ঔদ্ধত্বঃ সি পি এম হইল ময়ূর আর সব হইল গিয়া ময়ূরপুচ্ছ ধারী কাক। সিপিএম নিজে "উন্নততর" হয়ে উঠতে চেয়ে, পরিশীলিত পরিমার্জিত, নতুনতর হয়ে উঠতে চেয়ে যে ঔদ্ধত্বের পিছু ছাড়াতে চেয়েছে, বুদ্ধবাবু বিভিন্ন বক্তৃতায় যে ভুল স্বীকার করে নতমস্তকে মানুষের কাছে গিয়ে ভূমিস্তরে কাজ করার কথা বলেছেন, সেই ঔদ্ধত্ব এই সিপিএমের ভেকধারী অন্তর্ঘাতীরা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সোস্যাল মিডিয়ায়। উদ্দেশ্য সোজা, মানুষ এদেরকেই সিপিএমের মুখ মনে করে সেই বীতশ্রদ্ধা বিরক্তির পুনরুদ্রেক থেকে যেন পরবর্তী নির্বাচনেও সিপিএম কে ভোট না দেয়। লক্ষ্য করুন বামফ্রন্টের শরীক দলগুলোকেও (যেমন সি পি আই) এরা নানাভাবে অপদস্থ কর্তেই আসলে চায়।

    এই ছদ্মসিপিএমেরা আসলে কংগ্রেসের গোপন খোচর। নিজেদের সিপিএম বা সিপিএম-দরদী দেখিয়ে, সিপিএম এর কংগ্রেসের সাথে জোট বাঁধা উচিত এহেন তাত্বিকতা আউড়ে আসলে এরা কংগ্রেসের ভেঙে যাওয়া হাতে শক্তিবর্ধন করতে চায় আর ফিরিয়ে আনতে চায় ৭২/৭৭ এর কালো দিন। দেখবেন সেই সময়ের ঘৃন্য দিনগুলোকে, তাদের ন্যক্কারজনক অস্তিত্বকে এরা ধীরে ধীরে ট্রিভিয়ালাইজ করার চেষ্টা চালাচ্ছে। সেই কালো দাগকে ছোটো প্রমাণ করার জন্যে এরা পাশে আরো বড় কালো দাগ হিসেবে তৃণমূলের বর্তমান কীর্তিকলাপক কে আঁকছে। কমরেড এদের ফাঁদে পা দেবেন না। আলিমুদ্দিন, বুদ্ধবাবু, বিমানবাবু, সূর্যকান্তবাবু কেউই এদের আউরানো মিথ্যে বুলি ও যুক্তিহীন তাত্বিকতার ধার মাড়ান না। আজকের সিপিএম মানুষের পাশে দাঁড়ানো সিপিএম। ৩৪ বছর ধরে গড়ে ওঠা ঔদ্ধত্বের বেড়া ভাঙা সিপিএম। সকলকে অনুরোধ, এই ভেকধারী মানুষদের সিপিএম-এর মুখ ভাবার মতো ভুল করবেন না।
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৪657104
  • খুড়োর কিন্তু বেশ তেজ আছে এখনও :-)
  • pintu | 182.56.15.62 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৭657105
  • সিপিএম কি ভাবছে একটু বলুন তো। ইনসাইডার ভিউ বড় একটা শুনতে পাই না তো।

    আপনি বলুন বীতশ্রদ্ধবাবু।
  • PT | 213.110.243.21 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২657107
  • "সি পি এম হইল ময়ূর আর সব হইল গিয়া ময়ূরপুচ্ছ ধারী কাক"
    এমন কথা কেউ লেখেনি।
    ময়ুরের সব কিছু ভাল হয়না। তাদের গলার স্বর বিচ্ছিরি। কখনো কখনো তারা নিদারুণ ভাবে ঠুকরেও দেয়। উদাঃ সোনার কেল্লা। আর ময়ূরীগুলো তো কদাকার।
    কিন্তু তাই বলে ময়ূর আর ময়ূরপুচ্ছধারী কাকের মধ্যে গুলিয়ে ফেলতে হবে নাকি? নিজের বুদ্ধি-বিবেচনার কাছে জবাবদিহি করতে হবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন