এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় অতলে নেমে যাচ্ছি আমরা ? কলকাতা কি আর সভ্য মানুষের বাসযোগ্য আছে ?

    adhuli
    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৫ | ১০২৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 181.76.232.8 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:২৫657192
  • আরেকটা প্রশ্নও ছিল এখন ক্লাবের ছেলেরা টাকা তোলা বন্ধ করে হরিনাম করছে বুঝি? কদিন আগে হেডমাস্টার নিগ্রহ হল না। রোজ লিঙ্ক দিতেও লজ্জা করে। লজ্জা নিয়ে প্রবাদটি আর স্মরণ করালাম না।
  • I | 192.66.52.244 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:২৭657193
  • একদম ক। শকুনির ব্যাপারে।
  • cm | 127.247.115.118 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৪৪657194
  • ১) অন্য সুবিধে বন্ধ হয়েছে কিনা একটু জানাবেন হ্যাঁ। নইলে অন্য সুবিধে + সরকারি সাহায্য হয়ে যাচ্ছে।
    ২)"মুশকিল হল আপনারা প্রমান করতে চান, যারা আপনাদের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন না তারা ছাগল কিংবা তৃণমূল (ঘোমটার আড়ালে বা আড়ালহীন) , কিংবা বিজেপি, কিংবা ধান্দাবাজ।" এই "আপনারা" ঠিক কে একটু খোলসা করা যাবে? বক্তব্যের সাথে সহমত না হলেই ওরম বলা হচ্ছে বুঝি? সেতো ভারী অন্যায়। তবে আপনি অন্যদের সিপিএম সাজার কথা বলে বেশ করেছেন। একদম টিট ফর ট্যাট।
    ৩) এসব করে কি সারদার থেকে নজর ঘোরানো যাবে?
  • b | 24.139.196.6 | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:২৭657195
  • ৪) আপনি কি লেভি দ্যান?
  • lcm | 60.242.74.27 | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৩৮657196
  • সোসাইটির লুম্পেনাইজেশন তো এরকম হঠাৎ করে হয় না। দীর্ঘ ৫০/৬০ বছর ভারি সুন্দর সিভিলাইজ্‌ড সোসাইটি ছিল, হঠাৎ সরকার "পরিবর্তন" হল আর লুম্পেনে ভরে গেল দুনিয়া - তা তো নয়। এই মুহূর্তে তিনোমুল গিয়ে, সিপিএম/বিজেপি/কংগ্রেস ক্ষমতায় এলেও সহজে কোনো "পরিবর্তন" হবে না।
  • ranjan roy | 24.99.62.157 | ৩১ জানুয়ারি ২০১৫ ০৭:৩১657197
  • লসাগু,
    বাজে কথা বলবেন না। লুম্পেনরা বঙ্গের বাইরে থেকে এসেছে। ৩৪ বছরে সংস্কৃতিবান ভদ্রলোকদের সরকার সমস্ত ছোটলোকদের লুম্পেনদের বঙ্গের সীমানার ওপারে খেদিয়ে দিয়েছিল।
    ( লালগড়-আমলাশোলে কিছু টিঁকে ছিল; ব্যতিক্রম)।
    বুজিদের ক্যাওম্যাওয়ের সুযোগে ওরা দলে দলে বঙ্গে ঢুকে লুম্পেনরাজ কায়েম করল। এখন ভদ্রলোকেরা আউটনাম্বারড বাই লুম্পেন ছোটলোক। কাজেই। এই দেখুন না, যাদবপুরের কলেজ ইউনিয়নেও ভদ্রলোকদের ক্ষমতাচ্যুত করে চুমু-খাওয়া লুম্পেনরা ক্ষমত দখল করে ফেলল।
    এখন আমরা ভদ্রলোকেরা কী করি?
    -- শায়েস্তা খাঁর আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত, বলে দীর্ঘশ্বাস ফেলি।

    All said and done! This ought to change! Enough is enough!
    তোমার এই সরকার,, আর নেই দরকার!
    ডিঃ এই কথা বলার জন্যে বর্গী-বিজেপি-বিন লাদেন-- কার হাত শক্ত হল-- সে নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি অংকে কাঁচা।
    একক কে ক!
  • b | 24.139.196.6 | ৩১ জানুয়ারি ২০১৫ ০৭:৫৯657198
  • তার আগেও কি লুম্পেন প্রলেতারিয়েত কথাটা শুনি নাই? মানে এই ৩৪ বছরের আগে?
  • lcm | 118.91.116.131 | ৩১ জানুয়ারি ২০১৫ ১০:৫৪657199
  • ব কিন্তু 'লুম্পেন' শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্নটি জাগিয়ে তুলল।

    'লুম্পেন প্রলেতারিয়েত' শব্দটি সম্বন্ধে উইকি বলছে - Lumpenproletariat is a term that was originally coined by Karl Marx to describe that layer of the working class that is unlikely ever to achieve class consciousness and is therefore lost to socially useful production, of no use to the revolutionary struggle, and perhaps even an impediment to the realization of a classless society.

    এবার ডিকশনরি-ডট-কম এ 'লুম্পেন' শব্দটির দুটি অর্থ বলছে -
    Lumpen - (adj.) of or relating to disfranchised and uprooted individuals or groups, especially those who have lost status

    Lumpen - (adj.) (informal) stupid or unthinking

    কনফিউশন হল, আমরা লুম্পেন আর লম্পট প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করে ফেলি। যেমন আমি আগের পোস্টে করেছি। আমার ধারণা সেটি ভুল ব্যবহার করেছি।

    শব্দ বিশেষজ্ঞরা একটু দেখবেন তো সময় পেলে।
  • কল্লোল | 125.242.188.76 | ৩১ জানুয়ারি ২০১৫ ১০:৫৬657200
  • বি।
    ৩৪ বছরের আগে লুম্পেন ছিলো তো। কংগ্রেসে ছিলো, নকশালে ছিলো। শুধু সিপিএম-এ ছিলো না। তাই সিপিএমের ৩৪ বছরে সংস্কৃতিবান ভদ্রলোকদের সরকার সমস্ত ছোটলোকদের লুম্পেনদের বঙ্গের সীমানার ওপারে খেদিয়ে দিয়েছিল।
    এখন আবার সে এসেছে ফিরিয়া।
    আপনি বরং এইটা পড়ুন, প্রাণে আরাম পাবেন।
    http://www.aajkaal.net/31-01-2015/cat/6/post%20editorial/
  • ন্যাড়া | 172.233.205.42 | ৩১ জানুয়ারি ২০১৫ ১১:১৫657202
  • প্রখ্যাত সমাজতাত্ত্বিক-তথা-ইতিহাসবিদ-তথা অর্থনীতিক-তথা-বুজী-বিশেষজ্ঞ পিটিবাবু অন্য একটি টইতে বাংলা রাজনীতিতে লুম্পেনদের আবির্ভাব দিনক্ষণ শুদ্ধু নির্দেশ করে দিয়েছেন। হুঁহুঁ বাওয়া!

    কিন্তু সিরিয়াসলি, লুম্পেন চেনায় পিটিবাবুর মতামতকে আমি গুরুত্ব দিই। ৩৪ বছর ধরে ওনারা যে নিবিড়ভাবে লুম্পেনসঙ্গ করেছেন তা করার সুযোগ আর কেই বা পেয়েছে!?
  • lcm | 118.91.116.131 | ৩১ জানুয়ারি ২০১৫ ১১:২১657203
  • লুম্পেন-লম্পট রহস্য ---
    The word is derived from the German word Lumpenproletarier, a word literally meaning "miscreant" as well as "rag".
  • trx | 47.228.106.193 | ৩১ জানুয়ারি ২০১৫ ১১:৪৯657204
  • @শিবাংশুদা - তুলনা করি নি, যেটা বলার সেটা হল কলকাতা তো রিজার্ভ ফরেস্ট নয়, অন্যত্র যা হয় সেটা এখানেও হবে (বা শুরু হবে) কোন না কোন সময়ে। ভাসানে উন্মত্ত নাচগান কয়েক বছর ধরেই দেখছি।
  • dc | 213.109.107.195 | ৩১ জানুয়ারি ২০১৫ ১১:৫১657205
  • লুম্পেন আর লম্পটে গুলিয়ে ফেললেন? তাহলে ফরাসিদের কি অবস্থা হবে ভাবুন তো! লুম্পেন আর শ্যাম্পেন!
  • lcm | 118.91.116.131 | ৩১ জানুয়ারি ২০১৫ ১২:৪৮657206
  • ডিসি, ঃ-)

    টিআরএক্স আর একটি পয়েন্ট ধরেছেন। সারা দেশে যেমনটি চলছে, সেটি আজ না হোক কাল আসবে। তাকে লুম্পেনগিরি বা কালচার যে লেবেল-ই দেওয়া হোক।
  • cm | 116.208.16.11 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯657207
  • কেনো আসবে ৩৪ বছর বামফ্রন্ট কি করছিল শুনি?
  • Ekak | 24.99.167.86 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৪:৫৫657208
  • দ্বার বন্ধ করে রেখে ভুল হওয়া আটকাচ্ছিল :) বিশাল কাজ ।
  • dc | 213.109.107.195 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৫:২৯657209
  • কেন সিপিয়েম অপসংস্কৃতির বিরুদ্ধে খুব গন্ভীর সব আলোচনা আর প্রবন্ধ লিখত তো। অমিাভ বচ্চন, জিন্সের প্যান্ট, মাইকেল জ্যাকসন, এই সব কিছু ছিল অপসংস্কৃতি। আর স্ট্যালোন আর র‌্যাম্বোর নাম শুনলে তো তেলে বেগুনে জ্বলে উঠত! এগুলো সব ছিল গভীর সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর সিআইয়ের চক্রান্ত।
  • cm | 127.247.114.187 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৮:৩১657211
  • বীতশ্রদ্ধবাবু কি পার্টি নেতৃত্বের সাথে যোগাযোগে ব্যস্ত? আপনার মতে "যাইহোক, আপনি বলছেন টাকা দিয়ে অন্যায়টা "বেশি" করছে, কারণ আপনি প্রমাণ করতে চান অন্য সুবিধে আর অন্যান্য সুবিধের থেকে সরাসরি টাকা দেওয়াটা "বেশি" অন্যায়। এটা একেবারেই আপনার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। একে সমর্থন করাটা একমাত্র রাজনৈতিক অবস্থান ও মতাদর্শগতভবেই সম্ভব। কারণ অন্য আর অন্যান্য সুবিধের সাথে মানুষকে সরাসরি এক্সপ্লয়েট/উত্যক্ত করারও একটা ব্যপার থাকে।"

    এখনো সুবিধে+ সাহায্য কিনা বললেন না যে! আমি কিন্তু মোটেই বলছিনা আপনার রাজনৈতিক উদ্দেশ্য আছে বা "ছাগল কিংবা তৃণমূল (ঘোমটার আড়ালে বা আড়ালহীন) , কিংবা বিজেপি, কিংবা ধান্দাবাজ।" আপনি মনে হয় খাঁটি আগমার্কা নিরপেক্ষ।
  • b | 24.139.196.6 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৮:৩১657210
  • ওটা সি পি এম না। যতীন চক্কত্তি।
  • dc | 213.109.107.195 | ৩১ জানুয়ারি ২০১৫ ১৮:৪০657213
  • শুধু যতীন চক্কোত্তি না, সিপিয়েমের বেশীরভাগ নেতাই অপোসমস্কিতি নিয়ে অনেক চিন্তাভাবনা করত। বিমান বোসকে তো কয়েকবার টিভিতে "এসব অপোসমোস্কিতি" টাইপের ডায়ালগ ঝাড়তে দেখেছি। হিন্দি সিনেমা, হিন্দি নাচগান, এসব নিয়েও খুব দুশ্চিন্তায় থাকত লোকগুলো।
  • !! | 59.207.216.186 | ৩১ জানুয়ারি ২০১৫ ২০:২৮657214
  • তা দাবীটা কি অপসংস্কৃতিকে সংস্কৃতি বলতে হবে, নাকি মমতার মত মামণিদের নিয়ে মঞ্চ আলো করতে হবে?
  • SC | 34.3.17.255 | ৩১ জানুয়ারি ২০১৫ ২০:৫১657215
  • রাম্বো আবার কি দোষ করলো? বেশ ভালো সিনেমা তো। ওই সিপিএমের বুদ্ধিজীবিদের মোটা মাথায় না ঢুকলে আমার কিছু করার নেই।
  • ranjan roy | 24.96.107.35 | ৩১ জানুয়ারি ২০১৫ ২১:০০657216
  • তা কেন? একটাই দাবিঃ কোনটা অপসংস্কৃতি সেটা বাম সরকারের আধিকারিকটা ঠিক করে দেবেন। দিয়ে আটকে দেবেন। ঠিক যেভাবে নন্দনে সুমন মুখোর পরিচালিত নবারুণের হার্বার্ট আটকে দেওয়া। প্রতাপ মেমোরিয়াল হলে "বারবধু" নাটক নিয়ে ডি ওয়াই এফ জঙ্গী প্রদর্শন।
    বিজেপি রাজত্বে এই কাজটিই আর এস এস এর কালচারাল ফ্রন্ট সংস্কার ভারতী করে। আর হিন্দু সেনা জঙ্গী প্রদর্শন করে ফৈজাবাদে, বড়োদরায়। অপসংস্কৃতির ধুয়ো তুলে।
    ব্রিটেন থেকে গায়ক ব্রায়ান এর প্রোগ্রামও কোলকাতায় শেষ মুহুর্তে বন্ধ হল--অপসংস্কৃতির ধুয়োয়।
    হাংরি কবিতাও অপসংস্কৃতি।
    অপবাদঃ সুনীল গাঙ্গুলি। ১৯৭৭ পর্য্যন্ত তিনি ইয়াংকি কালচারের দালাল। তারপর বাম সরকারের ঘনিষ্ঠ হতেই প্রগতিশীল।
    সংস্কৃতির ব্যাপারে রাম-বাম ভাই ভাই।
  • PM | 233.223.154.71 | ৩১ জানুয়ারি ২০১৫ ২১:২২657217
  • Name: lcm

    IP Address : 60.242.74.27 (*) Date:30 Jan 2015 -- 10:38 PM

    "সোসাইটির লুম্পেনাইজেশন তো এরকম হঠাৎ করে হয় না। দীর্ঘ ৫০/৬০ বছর ভারি সুন্দর সিভিলাইজ্‌ড সোসাইটি ছিল, হঠাৎ সরকার "পরিবর্তন" হল আর লুম্পেনে ভরে গেল দুনিয়া - তা তো নয়। এই মুহূর্তে তিনোমুল গিয়ে, সিপিএম/বিজেপি/কংগ্রেস ক্ষমতায় এলেও সহজে কোনো "পরিবর্তন" হবে না।"

    এখানে একটু বক্তব্য আছে। ১৯৭২-৭৭ এটা হলো পঃবঃ এর ইতিহাসে বোধ হয় সবচেয়ে লুম্পেনাইস্ড সময়। ঐ সময় আমারা অনেকেই দেখি নি। আজাকের সময় তার থেকেও খারাপ কিনা তা কালোলদা,PT, রন্জনদা বলতে পারবেন।

    এই পাতায় sm সহ অনেকে ( কট্টর বাম বিরোধী) বলেছেন যে ৮০-র দশকে পঃবঃ লুম্পেনাইসেসন ছিলো না।

    Name: sm

    IP Address : 233.223.159.253 (*) Date:30 Jan 2015 -- 08:26 PM

    "।বাম রাজত্বকালের প্রথম ৫-১০ বছর এরকম অরাজকতা ছিল না।কলকাতায় প্রমোটার রাজ এর রমরমা শুরু হয়েছে ৯০ দশকের এর প্রথম থেকে। "

    যেটুকুকু ব্যাপারে সবাই একমত সেটুকু ব্যাপারেই কথা বলা যাক।

    lcm এর "লুম্পেন সংরক্ষন সুত্র" অনুযায়ী লুম্পেন হঠাত তৈরী হয় না ধ্বংস- ও হয় না ঃ) । তাহলে ৭২-৭৭ এর অকল্পনীয় অরাজকতা/লুম্পেনাইসেসনের পরে ৮০ র দশকের "মরুদ্যান" এলো কি করে? দুনিয়া কাঁপানো লুম্পেন বাহিনী কোথায় গেলো? আকাশে উবে গেলো?

    ত্রিপুরার ঐ চরম অরজকতার পরে আজকের আইনের শাসন প্রতিষ্ঠা হলো কি করে? সেখানকার লুম্পেন/ চরমপন্থী রা কি উবে গেলো? পান্জাবের কথাও ভুলবেন না।

    আমি আশাবাদী। আমরা যদি নিজেদের পাল্টাই ভালো সময় আসবেই। ৭২-৭৭ র পরে যদি ৮০ র দশক (যখন নাকি আইন শৃন্খলা পরিস্থিতি রিসিনেবলি ভালো ছিলো) আসে-- যদি ত্রিপুরার ঐ রোজ ১০ টা লাশ পারার দিন পাল্টে আজকের শান্তি আসতে পারে, পান্জাবের ইতিহাস যদি পেছনে পরে থাকে ---তবে ২০১১-১৬ র মরুভুমির পরেও এক মরুদ্যান তৈরী হতে পরে--এ সম্ভবনা অসম্ভব নয় মোটেই। দরকার ইচ্ছাশক্তি আর সামনে দিকে তাকানো নেতৃত্ব। তবে আমাদের নিজেদের-ও পাল্টানো দরকার অভিজ্ঞ্তার নিরিখে।
  • !! | 59.207.216.186 | ৩১ জানুয়ারি ২০১৫ ২১:২৩657218
  • আর ভামেদের অবস্থানটা কি একটু জানা যাবে, নাকি সেটা সুবিধাবাদী?
  • cm | 116.208.21.244 | ৩১ জানুয়ারি ২০১৫ ২১:৪৪657219
  • অবস্থানতো অবশ্যই জানবেন কিন্তু ঐ দ্বিগুণ বিষ্ময়বোধকের বদলে একটা আক্ষরিক নিক নিলে হয় না?
  • Arpan | 181.76.126.132 | ৩১ জানুয়ারি ২০১৫ ২২:২৭657220
  • র‌্যাম্বো খারাপ কারণ ভিয়েতনাম থেকে আফগানিস্তান সর্বত্র সাম্তাজ্যবাদের দালালি করে গেছে।

    অন আ সিরিয়াস নোট, পার্সেপশনটা ভুল কিছুও নয়। ভিয়েতকংদের হাতে রাম প্যাঁদানি খাওয়ার পরেই হলিউডে র‌্যাম্বো অবতারের জন্ম হয়।
  • SC | 34.3.17.255 | ৩১ জানুয়ারি ২০১৫ ২২:৪২657221
  • এর সাথে সিনেমা ভালো খারাপের কি সম্পর্ক? আর রাম্বোর সবচেয়ে ভালো সিনেমা হচ্ছে ফার্স্ট ব্লাড।সেখানে কোথাও দালালি করতে যায়নি, আমেরিকা তেই ছিল।
  • SC | 34.3.17.255 | ৩১ জানুয়ারি ২০১৫ ২২:৫০657222
  • ভিয়েতনামে প্যাদানি খেয়ে রাম্বোর জন্ম হয় কি? মনে হয় না। রাম্বোর প্রথম ছবি ছিল ১৯৮২ তে, ভিয়েতনাম যুদ্ধর অনেক বছর পরে।
    বরং রেগান জমানার মার্কিন জাতীয়তাবাদ, দক্ষিনপন্থী রাজনীতির ফসল বলা যেতে পারে।
  • Arpan | 181.76.126.132 | ৩১ জানুয়ারি ২০১৫ ২২:৫২657224
  • আরে সে কথা পরের, আগে তো দেখতে হবে মালটা সাম্রাজ্যবাদের দালাল কিনা! সিনিমা ভালো খারাপ বিচার পরে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন