এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় অতলে নেমে যাচ্ছি আমরা ? কলকাতা কি আর সভ্য মানুষের বাসযোগ্য আছে ?

    adhuli
    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৫ | ১০২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.178.62 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১০657141
  • বিরাট ক।
    ২০১১তে বারুইপুরের রিক্শা স্ট্যান্ডে ( লাল ইউনিয়ন) বাম সরকারের বিরুদ্ধে কথাবার্তায় যে আক্রোশ দেখেছিলাম--।
  • cm | 116.208.117.57 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২২657142
  • দেখুন মশাই তাত্বিকতা করছেন করুন অকারণে বেচারি নিরীহ রিক্সাওয়ালাদের দোষ দেবেননা। তারা এসব ঘটাচ্ছেনা।
  • d | 24.96.60.228 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৩657143
  • উঁহু কেসির সাথে স্লাইট দ্বিমত। সবটাই 'পশ্চাত' সিন্ড্রোম নয়। আমার যে টা মনে হয়েছে, ক্যালকেশিয়ানরা এমনিতে বাকী পশ্চিমবঙ্গের তুলনায় নিজেদের হেব্বি এগিয়ে থাকা ভাবে, প্রাপ্ত সুবিধে ইত্যাদির জন্য সেটা কিছু ক্ষেত্রে সত্যিও বটে। এইবারে এই সুপিরিয়রিটি কমপ্লেক্ষওয়ালা ক্যালকেশিয়ান যখন বাইরে কোথাও যায় তখন দেখে যে সে আসলে অন্য বঙ্গবাসীদের তুলনায় খুব কিছু এগিয়ে নেই বাইরের সাপেক্ষে। তখন যে ঠাপটা খায় সে সেটারই প্রকাশ ঘটে বিভিন্ন হাভাতেপনায় , দেখানোপনায়।

    এখন মিডিয়া বুমের সূত্রে বাইরে না গিয়েও আত্ম্নোপলব্ধি হয়েই যাচ্ছে অগত্যা ....
  • d | 24.96.60.228 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৫657144
  • আত্মোপলব্ধি
  • d | 24.96.60.228 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৬657145
  • আত্মোপলব্ধি
  • সে | 188.83.87.102 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৪657146
  • "Name: ranjan roy IP Address : 24.99.65.221 (*) Date:04 Feb 2015 -- 10:25 AM"

    ------
    ওরকম পিকনিক নব্বইয়ের দশকে প্রর্তি ক্রিসমাসে দেখেছি ব্যান্ডেল চার্চের পাশে গঙ্গার ধারে। ভয়ঙ্কর।
    চার্চের ফাদাররা বলেছিলেন, যে ঐ সময় এত উন্মত্ত হয়ে ওঠে পিকনিক পার্টি ও অন্যান্য কিছু লোকজন যে চার্চ বন্ধ রাখতে হয় কটা দিন। ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যিখানে। চুড়ান্ত অত্যাচার চলে। নব্বইয়ের দশক কিন্তু সিপিয়েম রাজত্ব। ভুলে যাবেন না।
    ২০০০ সালের ক্রিসমাসেও দেখলাম একই অবস্থা। না দেখলে বিশ্বাস হবার নয়। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে টেম্পোতে চেপে এসেছে অজস্র পিকনিক পার্টি। গঙ্গার ধারটাতে (ব্যাণ্ডেল চার্চের ঠিক ধার ঘেঁষে, নীচে) প্রায় শখানেক স্পীকারে আলাদা আলাদা গান বাজছে গাঁক গাঁক করে। অসংখ্য পিকনিক পার্টি রান্না করছে। ওখানেই একটু এগিয়ে গিয়ে পেচ্ছাপ করছে। গানের সঙ্গে চলছে কুৎসিত ভঙ্গী করে করে নাচ। কোনো পিকনিক পার্টিতে মেয়ে থাকলে, তাকে অশ্লীল ইঙ্গিত। মারামারিও হচ্ছে।
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১০657147
  • ব্যান্ডেল চার্চের মাঠে আমার আড্ডা ছিল। নব্বইয়ের দশকের একটা বড় সময় জুড়ে। বীভৎস জোরে সাউন্ডসমেত পিকনিক পার্টির দৌরাত্ম্য সেদিনও ছিল, আজও আছে, তার জন্য ক্রিসমাস থেকে নিউ ইয়ারের সময়ে কোনওদিনও চার্চ বন্ধ হয় নি। প্রতি ক্রিসমাসে আমি চার্চে যেতাম, ফাদারদের সাথে দেখা করতাম। ম্যাসিভ ভিড় হত, হয় তো আজও হয়, ইন ফ্যাক্ট ক্রিসমাসের আগে পরে দু তিনদিনের জন্য এক্সট্রা ট্যুরিস্ট সামলানোর জন্য ব্যান্ডেল স্টেশন থেকে ভ্যানরিক্সাও চলতে দেখেছি। এমনিতে ওটা চলত না।

    চার্চের মাঠের বাইরের দিকে একটা পাঁচিল আছে। সেই পাঁচিলের ওপ্রান্তে, গঙ্গার ধার ঘেঁষে বসে পিকনিক পার্টিরা, চার্চের মাঠ বলে যে ঘেরা জায়গাটাকে জানি আমরা, সেখানে পিকনিক করা যায় না।

    গঙ্গা ক্রমশ নৈহাটির দিকে সরে যাওয়ায় চড়া জেগে এই মাঠের জন্ম। পাঁচিলঘেরা অংশটা চার্চের জবরদখল। ওটা অরিজিনালি চার্চের জমি ছিল না।
  • তাপস | 233.29.204.178 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৫657148
  • বিজেপি বিজেপি বিজেপি - এদের জন্যেই বিজেপি - ৮ ৯ এর দশকে ও নতুন শতকের প্রথম দশকে যা ঘটেছে, সেগুলি বিছিন্ন ঘটনা, কিম্বা বাজার, মুনাফাখোর সংবাদমাধ্যমের অপপ্রচার - এইটা যারা মানছে না, তারা সবাই বিজেপি---- র শক্ত করছে ইয়ে মানে হাতের l
  • তাপস | 233.29.204.178 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৬657149
  • ইয়ে মানে হাত
  • একক | 24.99.186.199 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৯657152
  • কী শক্ত করছে পোস্কার করে বলো ! হাত ,লেজ না ইয়ে ? এরকম গুলিয়ে গেলে শক্ত করবো কী করে :(
  • সে | 188.83.87.102 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৯657151
  • দৌরাত্মে চার্চ বন্ধ রাখে, কনফার্ম করলাম।
    পাঁচিলটা তোলা হয়েছে দৌরাত্ম ঠেকাতেই। এবং পিকনিক হয় নীচে, সেটা আগের পোস্টেই বলেছি। এখন জোর করে চার্চ খোলা রাখলে আমার কোনো বক্তব্য নেই ;-)))
    চলি। বাই।
  • Tim | 188.91.253.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫১657153
  • ১৯৯৮ সালে ব্যান্ডেল চার্চে গেছিলাম বন্ধুবান্ধবী মিলে। পিকনিক হচ্ছিলো আসেপাশে, কিন্তু অসুবিধে হয়নি।
    ২০০৪ নাগাদ ছাত্রদের নিয়ে গেলাম গাদিয়ারা। ওরে বাবা সে কি বাওয়াল। ছোত বাচ্চারা ক্রিকেট খেলছে সেখানে এসে মাতালেরা চেল্লামিল্লি খিস্তিখাস্তা। মারামারি লেগে যায় আর কি।
    এখন দেখা যাচ্ছে সেসবই আসলে বিজেপির ইসে শক্ত করার কল ছিলো।
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫২657154
  • বাচ্চাদের মতন তর্ক হয়ে যাচ্ছে। পাঁচিলটা ছিল আমার ছোটবেলা থেকেই - অশির দশকে। এবং ক্রিসমাস থেকে নিউ ইয়ার প্রতি বছরই চার্চ খোলা থাকে। ঐ সময়েই তো চার্চে ট্যুরিস্টদের ঢল নামে।

    যাকগে, সেই নব্বইয়ের দশকও নেই, আমিও সেখানে এখন নেই।
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৩657155
  • ইন ফ্যাক্ট পাঁচিলটা দেবার ফলেই বিজেপির হাত শক্ত হল কিনা কে জানে। নাকি ইয়ে শক্ত হল!
  • Tim | 188.91.253.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫657156
  • চার্চ বন্ধ করে দিয়ে ইয়েটারে রুখি....
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫৫657157
  • আমি ৮৩-৯০ এর সময় টাতে প্রত্যেক বছর ক্রিসমাস থেকে নিউইয়ারের সময় ব্যান্ডেল যেতাম। চার্চ বন্ধ থাকা তো দুরের কথা বরং সেই সময় চার্চ সবার জন্যে খুলে দেওয়া হতো, ভেতরে যেতাম।
    আর সিকি যেটা বললো, চার্চের মাঠে পিকনিক করার অনুমতি ছিল না। তবে বাইরের পিকনিকে যে হুল্লোড় হতো না, সেটা বলছি না।
    ৯০ এর পরে আর যাওয়া হয় নি, তাই আর জানি না।
  • dc | 133.201.213.43 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০১657158
  • আমি কয়েকবার ব্যান্ডেল চার্চের কাছে গেছি, তবে পিকনিকে না। ওখানে নৌকো ভাড়া পাওয়া যেত, বান্ধবীকে নিয়ে এক দু ঘন্টা গঙ্গায় নৌকোভ্রমন করা যেত। শক্ত টক্ত করার কথা আর না বলাই ভালো।
  • Arpan | 116.198.115.64 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৪657159
  • ৯০ এর পর আর যান নি কেন?

    এতে করে বিজেপির ইয়ে শক্ত হচ্ছে জানতেন না?
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৫657160
  • @অর্পণ
    ঃ-))))))))
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৯657162
  • যদি তখন জানতেম, তাহলে ৯০ এর পরেও যেতাম।
  • ? | 119.163.234.9 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৭657163


  • আচ্ছা ৩.২৬ এ ওটা কী বলছে?
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৪657164
  • Name: ঊমেশ

    চার্চ বন্ধ থাকা তো দুরের কথা বরং সেই সময় চার্চ সবার জন্যে খুলে দেওয়া হতো, ভেতরে যেতাম।
    --------------------

    ব্যান্ডেল চার্চ সারা বছরই সবার জন্য খোলা থাকে। ঐ সময়ে ভিড় বাড়ে। বাটুদের পাশাপাশি প্রচুর বিটু-ও আসে।
  • cm | 127.247.112.203 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৯657165
  • "গানের সঙ্গে চলছে কুৎসিত ভঙ্গী করে করে নাচ। কোনো পিকনিক পার্টিতে মেয়ে থাকলে, তাকে অশ্লীল ইঙ্গিত। মারামারিও হচ্ছে।" খুন বা রেপ হত? হিসেব আছে? একি সরলীকরণের সংগঠিত প্রয়াস? কথা বলতে গেলে পিটিয়ে মারা হচ্ছে। তাদের সকল প্রকার সরকারি সমর্থন মিলছে। রাজনৈতিক উদ্দেশ্যরহিত নিরপেক্ষতায় কেমন যেন চক্ষু কট কট করছে।
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৯657166
  • না। খুন হয় তো হত কালেভদ্রে, পুরো আশি আর নব্বইয়ের দশকে একটা কি দুটো খুনের কথা শুনেছিলাম, তাও সাধারণ মানুষের খুন বা রেপ নয়, যে বা যারা খুন হয়েছিল সে বা তারা ছিল মোর অর লেস অন্ধকার জগতের লোক।

    আমাদের পাড়ার মেয়েরা রাত বারোটা কি ভোর তিনটের সময়ে হেঁটে হেঁটে ব্যান্ডেল স্টেশন যেত বা স্টেশন থেকে ফিরত। স্ট্রে কুকুর ছাড়া আর কিছুর ভয় ছিল না। এখন অনেক রকমের ভয় বেড়েছে। স্টেশনের বাইরেটার থেকে স্টেশনটা অনেক সেফ।

    পার্টির ছেলেদের ছ্যাঁচরামো তখন ছিল। পাড়ার কাউন্সিলরের একচোখোমি ছিল। কিন্তু এই লেভেলে ছিল না।

    ভায়োলেন্সের যে লেভেল আজকে আমরা দেখছি, পাড়ায় দেশে এবং বিদেশে, গত শতকে এই ধরণের ভায়োলেন্সের সঙ্গে পরিচিত হই নি আমরা কেউই। তখন শুধুই দূরদর্শন আর মেট্রো চ্যানেল ছিল, কল্পনার পরিধি খুব বেশিদূর পর্যন্ত ছিল না।
  • cm | 116.208.110.71 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৩657168
  • লাশের দখল কি করে নিতে হয় জানেন? আমরা শিখছি। অরূপ ভান্ডারীর মৃত্যু গোষ্ঠিদ্বন্দ! বীতশ্রদ্ধবাবু রাজনৈতিক উদ্দেশ্যরহিত বুকনি জারি রাখুন। সাথে পোঁ ধরার লোকও পাবেন।
  • ranjan roy | 24.96.120.122 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৯657169
  • সিপিএম লাইনে আসচে।
    বিবেকানন্দ সুভাষ ও গান্ধীকে নিয়ে ২৪ পরগণা কমিটি অফিসিয়ালি পোস্টার দিচ্ছে। খালি দিদি আর মোদীই স্বামীজি-নেতাজি-গান্ধীজি কে কব্জা করবেন তা হয় নাকি!
    সিপিএম এখন এই তিন আইকনের পতাকা দুষ্টুদের হাত থেকে ছিনিয়ে নেবে এই ভরসা!
  • PT | 213.110.243.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৩657170
  • এট্টু পুরনো খপর।
    অবিশ্যি ইস্কুল-কলেজের মাস্টার ঠেঙিয়ে তাদের তিনোর "লাইনে" আনার চাইতে এটা বেশী মুখরোচক!
  • ranjan roy | 24.99.104.56 | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৬657171
  • এরপর সাম্প্রদায়িকতা ঠেকাতে ঠাকুর রামকৃষ্ণদেবকে আনা হোক!
    এই দেখুন"

    ১)" এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে।
    তার বিবেক-বৈরাগ্যঝুলি দুই কাঁধে সদাই ঝোলে।
    একোয়া -ওয়াটার- পানি- বারি নাম দেয় জলে,
    আল্লা-গড-ঈশা-মুশা-কালী নাম ভেদে বলে"।

    ২)
    রামকৃষ্ণ-শ্যাম--শ্যামা-শিবে ভেদ ভেব না আমার মন,
    নামরূপের গেলাপে ঢাকা আছেন সেই এক নিরঞ্জন।
    অস্থি-মাংস-মেদ-শোণিতে সকল শরীর হয় গঠন,
    এক আত্মারাম বিহরে তায় কে হিন্দু ভাই Kএ যবন?"

    ৩) "যত মত, তত পথ"।
    এবার নির্বাচনের আগে মিশনের প্রেসিডেন্ট মহারাজের কাছে আশীর্বাদ নিতে কমঃ বিমান ও প্রতিনিধিমন্ডল যাবেন আশা রাখি।

    গতবারও ফুরফরাশরীফের পীরের আশীর্বাদ নিতে কমঃ বিমান গিয়েছিলেন, তবে রামকৃষ্ণ মিশন কি দোষ করল?
  • PT | 213.110.243.21 | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৫657173
  • বহুদিন ধরে কংগ্রেস আর এখন তিনোরা এসব নিয়ে অনেক বাক্যব্যয় করেছে। তাদে দাঙ্গা বা বিজেপির উত্থান ঠেকানো যায় নি। সিদ্ধার্থ-ইন্দিরা রামকৃষ্ণে বোধহয় বিশ্বাস করতেন কিন্তু "যত মত তত পথ"-এ নয়। তাই জরুরী অবস্থার আশ্রয় নিয়েছিলেন।

    রামকৃষ্ণ মিশন ভোটের বাজারে খুব একটা কাজ দেয় না। মতুয়াদের বড়মা বা ফুরফুরাশরীফ সেই হিসেবে ভোটে বেশী কার্যকরী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন