এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় অতলে নেমে যাচ্ছি আমরা ? কলকাতা কি আর সভ্য মানুষের বাসযোগ্য আছে ?

    adhuli
    অন্যান্য | ৩০ জানুয়ারি ২০১৫ | ১০২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 233.238.243.10 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৩657108
  • তাইলে কী খাড়াইল? ময়ূর হইল গিয়া সাজানোগুজানো কাক?
  • trx | 125.112.74.130 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৭657109
  • মৃতদেহর দখল নেওয়ার খেলাটা কার অবদান কেউ বলতে পারবেন?
  • d | 24.96.229.48 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৫657110
  • ওটা হীরকরাণীর। সেই সুভাষ মুখুজিএর বডি নেওয়া থেকে, যদ্দুর মনে করতে পারছি
  • d | 24.96.229.48 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৯657111
  • *মুখুজ্জের

    কলকাতার কিছু টিপিক্যাল ছিঁচকেমি ও ছ্যাঁচড়াপনা, ভিখিরিপনা আছে যা অন্যত্র চট করে দেখা যায় না। এটা যে পার্টিই আসুক বা যাক থাকবেই মনে হয়।
  • :) | 118.171.159.41 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫২657112
  • Name: PT Date:03 Feb 2015 -- 09:32 AM

    "সি পি এম হইল ময়ূর আর সব হইল গিয়া ময়ূরপুচ্ছ ধারী কাক"
    এমন কথা কেউ লেখেনি।
    ময়ুরের সব কিছু ভাল হয়না। ....কিন্তু তাই বলে ময়ূর আর ময়ূরপুচ্ছধারী কাকের মধ্যে গুলিয়ে ফেলতে হবে নাকি?
    ===================
    তাহলে কী দাঁড়াল?
    সি পি এম হইল ময়ূর (তা সে যতই বিচ্ছিরি আর কদাকার আর ঠোকরানোপ্রবণ হোক) আর সব হইল গিয়া ময়ূরপুচ্ছ ধারী কাক - তাই তো?
  • সিকি | 135.19.34.86 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৮657113
  • না না, উনি তো আবার "সিপিয়েমে"র হয়ে কোনও কথাই বলেন না। আপনারাই বড় সংকীর্ণমনা। ওটিকে "বাম" বা "বামপন্থী" পড়তে হবে। যত যাই ঘটে থাকুক, ওঁয়ারা ময়ূর। আওয়ার ন্যাশনাল বার্ড, পালকে পালকে চোখের মণি :)
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৯657114
  • বোঝো কান্ড। বাঙালী কাক আর ময়ূরের পার্থক্য করতে পারছে না। এর পরে বাঙালী ময়ূর আর শকুনের মধ্যেও কোন ভেদ দেখবে না।

    এবার বোঝা যাচ্ছে যে পব-তে বিজেপির এত বাড়-বাড়ন্ত কেন!!
  • সিকি | 131.241.127.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৬657115
  • হুঁহ্‌, আপনারা ফেব্রুয়ারি মাস আর মাঘ মাসের তফাৎ করতে ভুলে গেছেন। এর পরে আপনারা পয়লা বৈশাখ আর পনেরোই এপ্রিলের মধ্যে কোনও ভেদ দেখবেন না।

    বিজেপি কি সাধে এত বাড়ছে?
  • শুভাপ্রসন্ন | 56.165.221.166 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩০657116
  • ময়ুর আর কাকের মধ্যে এই 'আমরা-ওরা' বিভাজনের তীব্র নিন্দা জানাই। সিপিয়েমের এসব ডিভাইড অ্যান্ড রুল চালবাজী এসব ফ্যাসিবাদের কালো লেজকেই শক্তিশালী করবে।
  • একক | 24.96.90.39 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৯657118
  • "কালো লেজ" টা হেব্বি সুইট হয়েছে :) পুরো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের টায়রানসরাস রেক্স তার বিশাল কালো লেজের ঝাপটায় বাঙলার সব "পাট্টি অপিস" ভাঙ্গতে ভাঙ্গতে এগিয়ে চলেছে !! পায়ের চাপে গোবরের মত খিচে যাচ্ছে সমস্ত আহা উহু নষ্টালজি ..........!!! উফফ
  • SC | 34.3.17.255 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪৬657119
  • পিটি, এটা কি আপনার পোস্টের সিগনেচার:
    "এবার বোঝা যাচ্ছে যে পব-তে বিজেপির এত বাড়-বাড়ন্ত কেন!!"

    ওটাকে পাল্টে এই সিগনেচার টা দিন:
    "ঠাকুরঘরে কে? আমি তো কলা খায়নি" :)
  • CB | 181.25.193.20 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৭657120
  • d

    IP Address : 24.96.229.48 (*) Date:03 Feb 2015 -- 10:19 AM

    *মুখুজ্জের

    কলকাতার কিছু টিপিক্যাল ছিঁচকেমি ও ছ্যাঁচড়াপনা, ভিখিরিপনা আছে যা অন্যত্র চট করে দেখা যায় না।

    ঠিক কী ধরণের d?
  • PT | 213.110.246.230 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১০657121
  • ঠাকুরঘরে যারা এর আগে ছিল তারা তো বিজেপিকে ১১%-এর ওপরে উঠতে দেয় নি কখনো। তাহলে তাদের ঘাড়ে কলা খাওয়ার দোষ চাপানোর প্রচেষ্টা কেন?
  • cb | 68.106.0.240 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৬657122
  • CB এবং cb কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। :)
  • cm | 127.247.112.158 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২২657123
  • Name: বীতশ্রদ্ধ Date:30 Jan 2015 -- 09:08 PM
    "একটা সুক্ষ্ম পার্থক্য ও আছে, ক্লাবদেরকে বর্তমানে এই প্রাপ্ত অর্থের অডিট দেখাতে হয়।"

    কিন্তু বীতশ্রদ্ধ http://www.epaper.eisamay.com/Details.aspx?id=15890&boxid=41852687 এখেনে যে অন্যরকম বলছে। চুপ থাকলে তো আগমার্কা নিরপেক্ষ বলা যাবে না। তখন লোকে একে "এটা একেবারেই আপনার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। " বলবে যে।

    আর ঐ খোচর, শকুনি এসব বেশি না বলাই ভাল। বুঝতে পারছি সম্প্রতি সারদা ও নানা কারণে মন ভাল নেই, তা আর কি করা। একটু পদ্য পড়েও তো মন ভাল করা যায়। সে বই নাকি ব্লগে এসে গেছে।
  • সিকি | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৫657124
  • ক্ষীই সব প্রজ্ঞা, মাইরি! হাজার সোসনের মধ্যেও খ্যাখ্যা করে হাসি পেয়ে যায়।
  • Arpan | 233.227.215.68 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৯657125
  • এতেও হাসি পাচ্ছে!

    এবার বোঝা যাচ্ছে যে পব-তে বিজেপির এত বাড়-বাড়ন্ত কেন!!
  • lcm | 118.91.116.131 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৪657126
  • ময়ূর শ্রেষ্ঠ পাখি। আওয়াজ একটু কর্কশ হতে পারে। পালক, ছাল উঠে ঘিয়ে ভাজা হলেও, ঠুকরে জনগণের রক্ত বের করে দিলেও ময়ূর তো ময়ূর ই। ধমনীতে বেগুনী রক্ত। পারবে ? পারবে মহিম গাঙ্গুলি? ও জানে এই রক্তের গ্রুপ? পারে নি, পারবে না, হা হা হা, পারে নি, পারবে না....
  • PT | 213.110.243.21 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৫657127
  • ঠিক!
    তাই ৩৪ মাসেই কি ছ্যকরা-ব্যাকরা ল্যাজে-গোবরে দশা...
  • lcm | 60.242.88.91 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৮657129
  • বেশ। তবে, জয় বিশ্বম্ভর রায়-এর জয়...
  • PT | 213.110.243.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:০৫657130
  • PM: এই খবরটা দেখুন। সিধুদার এমন কপাল ছিলনা!! সত্তর আর এখনকার মধ্যে এটা একটা বিরাট তফাৎ। তবে এই নকশালরা কংশালের তুল্য কিনা সেটা জানা নেই।
    http://www.telegraphindia.com/1150204/jsp/bengal/story_11492.jsp
  • trx | 125.112.74.130 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০২657131
  • কোথায় যেন লক্ষণরেখার কথা উঠলো, এখন মনে করতে পারছি না। এখানেই লিখে দিই।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=15910&boxid=11053390

    এরাও প্রায় তাইই বলছে। নইলে "পাল্লা দিয়ে বেড়েছে" কথাটার কোনো মানে হয় না। গত তিনদিন ধরে এই সময়ে এই নিয়ে লেখা বেরিয়েছে (রাজ্যসভার সীটটা...)।
  • ranjan roy | 24.99.65.221 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৫657132
  • trx কে ক।
    লেখাগুলো পড়েছি। আর ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই। গত বছরই পারিবারিক পিকনিকে কোলকাতা থেকে ঘন্টা দুই দুরত্বে গঙ্গার পাড়ে একটি স্পটে এই ক্লাবগুলোর প্রায় কয়েক শ' উদ্দাম পিকনিকের নমুনা দেখে আশ্চর্য হতেই কানে এলো-অনুদানের কথা।
    যেভাবে বিশাল জেনারেটর আর পেল্লায় অ্যাম্প্লিফায়ার ট্রাকে করে এনে স্পটে লাগিয়ে কানফাটা আওয়াজে গান বাজল আর উদ্দাম নাচ চলল তার বেপরোয়া গা-জোয়ারিভাব বড় স্থুল ও শক্তির আস্ফালনের দ্যোতক।
    আশপাশের মানুষদের জন্যে কনসিডারেশন চুলোয় যাক, নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতার ভাব বড়ই প্রকট।
  • kc | 204.126.37.78 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫২657133
  • এইগুলো ছিপিএম-তিনোমুল এর ব্যাপার নয়। এগুলো সামাজিক অবক্ষয়। সমস্যা অনেক গভীরে। ধনের অসম বন্টনই এই সমস্যার মূলে। পশ্চাতে যাদেরকে রাখা হয়েছে বা সামাজিক সিস্টেমে এতদিন যারা পশ্চাতে রয়ে গেছে, তারা আজ পশ্চাতে টানবেই। "নিজের পশ্চাতদেশ নিজেকেই বাঁচাতে হবে। এছাড়া আশু কোনও উপায় নাই।
  • ranjan roy | 24.99.96.242 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১০657134
  • kc,
    এটা বোধহয় ঠিক বলেচেন। একটু খেয়াল করে দেখছি -- পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে!
    এদের বোধ্হয় কিছু পাওয়ার মধ্যেই ছদ্ম-ক্ষমতায়নের স্বাদ পাওয়ানো হচ্ছে। চারদিকে শস্তায় দু'পয়সা কামানোর ধান্দা!
    কোথায় একটা হাভাতেপনার ভাব!ঃ(((
  • PT | 213.110.243.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১২657135
  • "এগুলো সামাজিক অবক্ষয়।"
    অবক্ষয় যদি আমাকে ক্ষমতায় রাখে তাহলে তো আমি অবক্ষয়কেই প্রশ্রয় দেব!?
  • cm | 116.208.42.88 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৩657136
  • যদি সাম্প্রতিক সময়ে বাড়ে তাহলে একদম বামফ্রন্ট তৃণমূল নয় কি করে বলি।
  • PT | 213.110.243.22 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৯657137
  • আগে শুনতাম যে গ্রামে মদ-মাংসের বিনিময়ে ভোট পাওয়া যেত। শহরের লোক বেশী "সচেতন" বলে এইসব সায়েন্টিফিক রিগিং কাজ করত না। গত তিন বছরে কি তাহলে শহরের মানুষের "সচেতনতা" উধাও হয়ে গেল?
  • lcm | 118.91.116.131 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৬657138
  • কেসি একদম ঠিক কইসে।
    সিপিএম/তিনোমুল আর কটা লোক করে। ধরো ৫ লাখ। বাকী ৮ কোটি ৯৫ লাখ মানুষ তো আর ক্ষয়-প্রুফ নয়।
    সব্কিছুর দোষ পলিটিক্সের লোকেদের ঘাড়ে চাপালে হবে।
  • kc | 204.126.37.78 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২657140
  • বরং আরও অ্যানেকডোট ঝাড়ি,

    পিটিদা, গ্রামে শুধু মদ-মাংসের বিনিময়ে ভোট হয়না। বাইরেও হয়, হয় না বলে হত বলাও যায়। দেশের একদম হাইফাই কলেজ, যেখানকার ছাত্ররা পাশ করে বেরোলেই এনারাই হয়ে যেত সে কলেজেও মেস ম্যানেজার নির্বাচনে ছাত্রদের বীয়ার খাইয়ে ভোট কিনতে হত। একদম লালে-লাল লাল সময়ের যুগেও। এখন মিডিয়া বেড়ে গেছে বলে সবাই শিখে নিয়েছে।

    এজেসি বোস ফ্লাইওভারের কনস্ট্রাকশনের সময় মাঝে মাঝেই নাইট ডিউটি পড়ত। লেবার, সুপারভাইজার সবাই, হিন্দুস্তান ইন্টারন্যাশনালে যারা ঢুকত তাদের দিকে লোলুপ হয়ে দেখত আর অদ্ভুতরকম হিংস্রভাবে সেইসব মানুসদের খিস্তি করত। পশ্চাতে থাকা মানুসের সে কিরকম আক্রোশ হতে পরে নিজের চোখেই দেখেছি। লাল সময়েই। এখন লাল সবুজ হয়েছে, তো কী হয়েছে? সেই আক্রোশ কমেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন