এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪১667620
  • আগেরটা DCকে
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪২667621
  • বাচ্চাকে পেটানো তো চাইল্ড অ্যাবিউজ। বাবা মা করেন, ইস্কুলে মাস্টারেরা করেন। পরে সেইসব বাচ্চারাই বড়ে হয়ে হেসে হেসে বলে বেড়ায় ইস্কুলে কত ঠ্যাঙানি খেয়েছি, মা কত মারত, এইরকম। এইসমস্ত চাইল্ড অ্যাবিউসের ফল কি ভালো?
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৭667622
  • R&Tর আগের পোস্টটা বুঝলাম না। আমি উল্টোটাই বলেছি, মেয়েদের ইচ্ছেকে মেনে নিতে, গুরুত্ত্ব দিতে, সম্মান দিতেই বলেছি। ১৮র ওপরে হলেও দিতে বলেছি, কম হলেও দিতে বলেছি। কোন মেয়ে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে না চায় তাহলে সেই ইচ্ছেকেও মেনে নিতে বলেছি, আবার কোন মেয়ে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় আর তাতে যদি ছেলেটির আপত্তি না থাকে তো সেই ইচ্ছেকেও মেনে নিতে বলেছি।
  • :) | 118.171.159.41 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৮667624
  • এখনো হেথায় পিটি আর মাধুরীর নাভি আসে নাই? অপেক্ষা ....
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৮667623
  • কী মুশকিল​, মিশবেনা কেনো? কিন্তু জেনেশুনে মিশবে, স্থান কাল পাত্র বিবেচনা করে মিশবে।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৯667625
  • পেটালে বাচ্চা ধ্যাতরা হয়ে যায় এটুকু বলতে পারি । শাসন ব্যপারটাই খুব ব্যালান্সড কন্ডিশনিং একটিভিটি । সে বকুনি দেওয়া হোক কী কালমলা ।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৫৬667626
  • @DC
    "আবার কোন মেয়ে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় আর তাতে যদি ছেলেটির আপত্তি না থাকে তো সেই ইচ্ছেকেও মেনে নিতে বলেছি।"
    এই মেয়েটির চাওয়ার ভিত্তিতে ছেলেটি যৌন সম্পর্ক স্থাপন করলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে যদি মেয়েটি ১৮এর নীচে হ​য় অথবা মেয়েটি ইনটক্সিকেটেড অবস্থায় থাকে। এটা বুঝতে অসুবিধাটা কী?
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৫:৫৭667627
  • কে কাকে পেটাচ্ছে?? অ্যাঁ...
    @একক
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৬:০৩667628
  • আরে ওই বাচ্চা ছেলেটির মা তাকে পিটিয়েছিলেন । সেই প্রসঙ্গে .......।
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:০৬667630
  • বুঝতে অসুবিধে হয়নি ঃ-) আমি আগেই বলেছি, আমি ছেলেমেয়ের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কে বা, যদি দুজনেরই যদি সম্মতি থাকে তো, যৌন সম্পর্কে বিশ্বাসী। বা দুটো ছেলের মধ্যে বা দুটো মেয়ের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্কে বা, যদি দুজনেরই যদি সম্মতি থাকে তো, যৌন সম্পর্কে বিশ্বাসী। কাজেই ছেলেমেয়ের পরস্পরকে সম্মান দিতে শেখানোয় বা দুজনের সমানাধিকার শেখানোয় বিশ্বাসী। মেয়েটি ১৮র নীচে মানেই সে চাইলেও, আর তার কোন ছেলে বা মেয়ে বন্ধু চাইলেও, যৌন সম্পর্ক গড়া যাবেনা আইনের বাধা আছে বলে, এটা ঠিক মনে করিনা। আমাদের দেশের আইন যদি এরকম না হয় তো আইন পাল্টানোর জন্য চিন্তা করা উচিত মনে করি।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৬:০৯667631
  • আমার ৪ ও ৫ নম্বর প​য়েন্টটা কারো কারো তালিবানি মনে হ​য়েছে, তাঁরা কি প​য়েন্টগুলো খুঁটিয়ে প​ড়েছেন?
    দেখুন দুটোতেই 'একান্তে' শব্দটা আছে।
    btw
    গুরুতে বোল্ড অ্যাণ্ড আণ্ডারলাইন করার কোনো উপায় আছে?
  • de | 24.139.119.171 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১০667633
  • ছেলেটিও ১৮ র নীচে হতে পারে - দুজনেই -
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১০667632
  • ডিসি আর কুম্ভমেলা ... আবারও ...
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১২667635
  • ডিসি

    আইনটাতে সমস্যা কী ? উভয় জেন্ডারের ক্ষেত্রেই একটা মিনিমাম কনসেন্ট এজ থাকা উচিত তো ।

    তবে ১৮ টা ঠিক এজ বলে মনে করিনা । আধুনিক গবেষণা বলছে , গড় পুষ্টিহার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ছেলে-মেয়ে উভয় এরই যৌন বিকাশের বয়েস কমছে । মানে কম বয়েসে পূর্ণাঙ্গ যৌনতা প্রাপ্তি ঘটছে । বয়েসের সীমারেখা টা কমানো উচিত বলে মনে করি । কারণ আপনার শারীরিক গঠন সম্পূর্ণ হয়েছে অথচ যৌন অধিকার নেই এটা বেশি করে অপরাধের জন্ম দেয় ।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১২667634
  • নাঃ। গুরুতে সবই প্লেন টেক্সট। বোল্ড আন্ডারলাইন হয় না।

    "একান্তে" পড়েই বলছি, আমার বিশেষত ঐ ৪ আর ৫ নং একটু কেমং যেন মোজেসের শিলালিপির সারমন টাইপের মনে হয়েছে। দাউ শ্যাল্ট নট ইত্যাদি। করিলে ভারতীয় দণ্ডবিধি অঅপ করে বকে দেবেন।
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৪667637
  • সিকি :d

    হ্যাঁ ৪ আর ৫ আমার তালিবানি মনে হয়েছে। একান্তে সময় কাটানো যাবেনা এরকম আইনে আছে নাকি? হয়তো কোনদিন সুপ্রীম কোর্ট এটাও বাতিল করবে, যেমন আজ ৬৬a বাতিল করলো। হোমোসেক্সুয়ালিটি আইনও তো প্রায় বাতিল হয়ে গেছিল। কমন সেন্সের বাইরে যেসব আইন সেগুলো বাতিল হলেই ভালো হয়।
  • sosen | 192.66.10.231 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৪667636
  • ব্র্যাকেটে লিখে দিতে হবে। বা কোট আনকোট এর মধ্যে।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৬667638
  • আন্দোলন করুন​, আইন পাল্টান​, কিন্তু না পাল্টানো পর্যন্ত ওটাকেই মানতে হবে মহাশ​য়া/মহাশ​য়। ঃ)
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৭667639
  • বাচ্চা বয়সে ঠ্যাঙানি খাওয়া (চাইল্ড অ্যাবিউস ) হওয়া বাচ্চারা অপরাধপ্রবণ হতে পারে। শারিরীক হিংসা প্রবণ হয় এরা। মুশকিল হচ্ছে, এই চাইল্ড অ্যাবিউসের শিকার এতজনে যে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।
    এই টর্চারগুলো এদের শিশুমনে ক্ষতচিহ্ন তৈরী করেছে, যদিও এরা তা স্বীকার করবে না। বরং উল্টো। হেসে হেসে বলবে, যেন কত মজার কথা। সাইকোলজিতে এটা কী যেন একটা বলে। ভুলে গেছি।
  • বেশ | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২১667642
  • বেশ, তা হলে বোঝা গেল বাচ্চা বয়েসে ঠ্যাঙানি খেলে এক এক জেনারেশনে এক এক রকমের ফল হয়। এক জেনারেশনে বাচ্চারা ঠ্যাঙানি খেলে তারা পরে বড় হয়ে হেসে হেসে সেসব কথা বলবে, যেন মজার কথা, আর তার পরের জেনারেশনের বাচ্চারা ঠ্যাঙানি খেলে বড় হয়ে অপরাধপ্রবণ হয়ে যাবে, শারীরিক হিংসাপ্রবণ হয়ে যাবে, তখন আর হেসে হেসে মজার কথা হিসেবে রিকল করবে না।

    :)
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২১667641
  • একক, মিউচুয়াল কনসেন্ট নিয়ে তো আমার কোন সমস্যাই নেই! বারবার মিউচুয়াল কনসেন্টের ওপর জোর দিচ্ছি। কিন্তু মোটামুটি ১২-১৩-১৪ বছরের পর, যখন বেশীর ভাগ ছেলেমেয়ে দুনিয়া বুঝে যায়, তারপর এই বিধিনিষেধ গুলো বেশ তালিবানি মনে হচ্ছে। আবারও বলি, ছেলে-মেয়ে দুজনকেই ছোটবেলার থেকে সমানাধিকারের, পরষ্পরকে সম্মান করার শিক্ষা দেওয়া উচিত। কিন্তু তাই বলে একান্তে দুজন সময় কাটাতে পারবে না, এটা চাওয়া বাড়াবাড়ি। ১৫-১৬ বছরের ছেলেমেয়ে পরস্পরের সাথে সময় কাটাবে, সেক্সুয়াল এক্সপ্লোরেশন করবে, নেশাভং করবে, এটাই বরং ওই বয়সের স্বাভাবিক প্রবৃত্তি। ওটা দমন করার কোন মানে দেখিনা।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২২667643
  • ওটা আপনার বক্তব্য। আমার নয়। নিজের বক্তব্য বোঝান আমাদের। শুনি।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২৫667646
  • ৪ ও ৫ টা প্রিভেন্টিভ মেজার হিসেবে লেখা হ​য়েছে, ওটা আইনের কোনো কথা না ।
    একান্ত মানে যেখানে ওই কজন ছাড়া আর কেউ নেই, ওইখানে কোনো ঘটনা হলে ওরা ছাড়া আর কারো বক্তব্য পাওয়া যাবে না, কিন্তু ওই স্থানে ওই কজন গিয়েছিল সেটা অনেকের ব​য়ান থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২৫667645
  • বরং কনট্রাসেপ্টিভ, কন্ডোম এইগুলো সম্বন্ধে জ্ঞানদান করা হোক, সেফ সেক্স কীভাবে করা যায়, নিজের বা পার্টনারের ক্ষতি না করেও কীভাবে "এক্সপ্লোর" করা যায়, সেই আলোচনাগুলো ঘরে শুরু হোক। যা ন্যাচারাল, তাকে আইনের মাধ্যমে দুতিন বছর ধরে দমিয়ে রাখলে চাপ হবে। আবার আইনের চোখে প্রাপ্তবয়স্ক হলেও যে ইচ্ছেমত সেক্স করা যায় না - সেই কনসেপ্টটাও চালু হোক। সেক্স - ক্ষিদে-ঘুম-বাহ্যির মত একটা ন্যাচারাল ব্যাপার। সেটা নিজের, পার্টনারের, এবং সমাজের ক্ষতি না করে এনজয় করতে শিখলেই ভালো। আইনত বয়েস হবার আগেই ব্লু ফিল্ম দেখে ছেলেমেয়ের দল, আনন্দলোক বা ডেবোনেয়ারের পাতা ওল্টায়, হাতেকলমে করতে চাইলে কি সেটা আইন দিয়ে আটকানো যায়?
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২৫667644
  • এককের সাথে একমত, মিনিমাম কনসেন্ট এজ কমানো উচিত। আর একান্তে সময় কাটানো যাবেনা এরকম কিছু আইনে থাকলে সেটাও কমানো উচিত। যদিও একান্তে সময় কাটানো যাবেনা এটা সেই জেরক্স করা যাবেনা টাইপের আইন। একেবারে বাচ্চা বয়স থেকে যে কতো সময়েই একটা ছেলে আর মেয়ে কতো কারনে একান্তে সময় কাটায়! এমনকি দুজন বসে লুডো খেলতে গিয়েও বোধায় একান্তে সময় কাটিয়ে ফেলে।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৬:২৭667647
  • ওটা কোনও এফেক্টিভ প্রিভেন্টিভ মেজার নয়, IMHO
  • dc | 132.164.68.19 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩০667648
  • সিকির সাথে একমত। সেক্স জিনিষটা ন্যাচারাল, খিদে তেষ্টার মতোই, সেটা অন্যের ক্ষতি না করে এনজয় করা যায় মিউচুয়াল কনসেন্ট থাকলে, এগুলো বরং শেখানো উচিত।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩৪667649
  • আইনের কথা যখন আসছেই, তখন দেশের আইন এ ব্যাপারে কি বলে, সেটা সম্বন্ধেও ওয়াকিবহাল করতে হবে কিশোর কিশোরীদের। তারা জেনে নিক কোনটা করলে সেটা আইনতঃ ঠিক নয়। অবশ্য ৩৭৭ নিয়ে এখানে বলছি না (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড)। তাদের এটুকু জানা থাকুক যে সঙ্গমের জন্যে মিনিমাম বয়স, কন্সেন্ট এইসমস্ত নিয়ে কী আইন আছে তাদের জুরিস্‌ডিক্‌শানে। আইন তো প্রায় পড়ানো ই হয় না স্কুলগুলোতে। এ নিয়ে আগেও অনেক বলেছি। তখন পাল্টা জবাবের তোড়ে ভেসে গেছি। কিন্তু আবারো বললাম। বেসিক রাইট্‌স্‌, কোনটা অপরাধ, এসব জানিয়ে দিলে ক্ষতি কী?
  • :) | 118.171.159.41 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩৫667650
  • প্রসঙ্গক্রমে পানু দেখার ব্যাপারটা যেন আসে, নেশা আর পানুর সাথে এই ক্রাইমটার একটা ম্যাপিং আছে আমার থিয়োরিতে। সেই প্রসঙ্গ এলেই এন্ট্রি নোবো। নেশা করা আর পানু দেখা বিষয়ে কি কি শেখানো দরকার আর মাস্টার্বেশন কত বয়সে শেখানো দরকার সেটা পষ্ট জানতে চাই। আমাদের সময়ে আবার স্কুলে যৌনশিক্ষা চালু ছিল না।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৬:৩৬667652
  • @সে,
    একমত​।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন