এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষন কমাতে চান? আসুন আমরা আমাদের ছেলেদের শিক্ষিত করে তুলি।

    R-n-T
    অন্যান্য | ২৪ মার্চ ২০১৫ | ৭০৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৩৭667438
  • "এই "রেসপেক্ট উইমেন" টা ওয়েস্টার্ন শিভালরির পিতৃতান্ত্রিক ধারণা থেকে এসেছে ।"

    এককের সাথে একমত। সেইজন্য "মেয়েদের সম্মন করতে হবে" লিখে আমার নিজেরই ব্যাপারটা গুরুগম্ভীর লেগেছিল। আসল কথা হলো, মানুষকে সম্মান করতে শিখতে হবে। আমিও একজন মানুষ, আরেকজনও একটা মানুষ। ছেলে হোক কি মেয়ে, সেই মানুষটা একে অন্যের থেকে কোনদিক থেকে কম না, সবকিছুতে দুজনের সমানাধিকার। এটা শেখাতে পারলে মেয়েদের কমোডিটি হিসেবে ভাবা, না বাবা ওদের সাথে একান্তে সময় কাটাবো না, এই মেন্টালিটিটা কিছুটা পাল্টানো যেতে পারে। স্কুলে সেক্স এডুকেশান, আমাদের দেশের লিগাল সিস্টেম শেখানো, বাড়িতে উপদেশ দেওয়া, এগুলোর দরকার আছে। কিন্তু এগুলোর উদ্দ্যেশ্য হওয়া উচিত ওই ধারনাটা তৈরি করা - তুমি আর তোমার পাশে বসে যে মেয়েটা, তোমাদের দুজনেরই সমান অধিকার। কেউ কারুর থেকে কম না।
  • R&T | 125.241.199.100 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৩৭667437
  • অ্যামেণ্ডমেন্টের পর রেপের ডেফিনিশন:
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৪৪667440
  • রেপের ডেফিনিশনে আপত্তির কিছু দেখছিনা, তবে ষষ্ঠ ক্লজে এজ অফ কনসেন্ট বোধায় ষোল করা উচিত। এই নিয়ে ডিবেট করা যেতে পারে।

    এই টইয়ের প্রথম পোস্টে যা আছে, তার মধ্যে ৪ বা ৫ তো কোথাও দেখলাম না। ব্যাপরটা এরকম মনে হলোঃ আইনে আছে পাবলিশারের অনুমতি না নিয়ে বই জেরক্স করা যাবেনা। এতএব আপনি হাতে বই নিয়ে খবর্দার কোন জেরক্স মেশিনের ধারেকাছে যাবেননা, আর যে ঘরে মেশিনটা আছে সেই ঘরে একা একা বই নিয়ে সময় কাটাবেন না।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৪৯667441
  • আমি কিন্তু খাওয়ার সাথে কোনো ভাবে "মেয়ে" শব্দটা রিলেট করি নি - অন্যের মুখে কথা বসিয়ে তক্ক করলে কমিউনিকেট করা সম্ভব হয় না -

    ক্যাচ লাইন ছিল "মেয়ে শবদটার মানেই যদি সেক্স অবজেক্ট ভাবতে শেখে - তাকে কি সম্মান করতে পারবে"

    সেক্স অব্জেক্ট মানে তার সাথে সম্মতিক্রমে সেক্স করা এসব বিষয় না - যদি সিনেমায়, ক্লিপে, বিজ্ঞাপনে শুধু মেয়েদের যৌনতাকে মানে যৌন আবেদন কে হাইলাইট করা হয় তাহলে একটা ছেলের পক্ষে ভাবা কঠিন হবে সে-ও আমার মতো খেলাধুলো পড়াশোনা করা একটা জীব - তারও ইচ্ছে অনিচ্ছে আছে আমার মতোন - আমার গালটা কেউ বারবার টিপে দিলে যেমন লাগে - তারও সেইরকম গায়ে হাত দিলে খারাপ লাগে। আর এই ইকুয়ালিটির মনোভাবটা এলে তখনই সম্মতিক্রমে সেক্স এই শব্দগুলো আসবে। সেটা অনেকদুর - আগে তাকে মানুষ হিসেবে ভাবতে শিখতে হবে

    সিকি,
    এখানে সিক্স সিগমার গপ্প আসে না -রেপটা একটা প্রোদাক্ট না - স্টেদি রেটে প্রোদাকক্সান হয় না - সোস্যাল সিচুয়েশান তাকে কন্ত্রোল করে। রেপ যে বেড়েছে এই ডাটাটাও দিয়েছি। আর নিরক্ষরতাও যদি না কমানো হয় তাহলে বাড়তে থাকবে - নিরক্ষর বাবা-মা'র ছেলে নিরক্ষর হওয়ার প্রোবাবিলিটি বেশী হবে। যে কোনো সোস্যাল ফেনোমেনা না কমালে বাড়ে।

    আর আমি কি কথা লিখেছি একটু পড়ে দেখে মন্তব্য করলে ভালো হয় "যারা কুকুর খায় তারা কি কোনোদিন ভালোবেসে কুকুরকে বাড়ির সদস্য করতে পারবে?" কেউ যদি ভালোবেসে মুরগীকে পরিবারের সদস্য হিসেবে ভাবে তারা কোনোদিন খেতে পারবে না

    আমার analogy পড়ে কারো যদি মনে হয় মেয়েদের কুকুরের সাথে compare করা হয়েছে তাহলে মানসিক হাসপাতালে ভর্তি হলে ভালো হবে
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৫৬667443
  • তাহলে এটা কী?

    "একটা পার্টিকুলার স্পিশিকে যদি সবসময় খাদ্য বস্তু হিসেবে ভাবেন তাহলে কি তাকে সম মান দিতে পারবেন?"
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৭:৫৬667442
  • ডিসি

    এই "সমানাধিকার" মানেই বা কী ? সমানঅধিকার এর স্কোপ কিন্তু সমান-অনধিকার কেও ডিফাইন করে । সেই কারনে আমি সমানাধিকারে বিশ্বাসী নই । একজন মানুষ জেন্ডার হিসেবে আলাদা বলে তার কিছু ডিফারেন্ট চাহিদা থাকতে পারে ,আবার একই কারনে আমারও কিছু ডিফারেন্ট চাহিদা থাকতে পারে । যতটা সম্ভব কনফ্লিক্ট মিনিমায়স করার চেষ্টা করা যায় যতক্ষণ না একজনের অধিকার অন্যজনের উত্পাতের কারণ হচ্ছে । ওরকম সমানাধিকারের রেডিমেড প্রোগ্রাম লিখে চালিয়ে দিলে চাপ আছে :)
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০০667445
  • রেপ প্রডাক্ট নয়, একমত। যৌনতা একটা প্রডাক্ট। টিভিতে সিনেমায় বিজ্ঞাপনে যে লাস্যময়ী মেয়েদের দেখি তারা নিজেদের সেক্স অবজেক্ট হিসেবে প্রজেক্ট করছে না, বরং তারা তাদের যৌনতাকে প্রডাক্ট বেচবার কারণে ব্যবহার করছে।

    কোনও মেয়ের বুক পেটের ভাঁজ দেখলে যদি মনে না হয় যে সে-ও আমাদের মতই লেখাপড়া শেখা চাগ্রিবাগ্রি করা একটা সামাজিক মানুষ - তা হলে সেটা আমাদের ভাবনার দোষ। মেয়েটার দোষ নয়। এ নিয়ে গুচ্ছের তক্কো হয়ে গেছে এখানে, আর রিপিট করছি না।

    ছেলেদের চোখে মেয়েরা আকর্ষণীয়, সেটা ছেলে হিসেবে আমি বলতে পারি, মেয়েদের চোখেও ছেলেরা আকর্ষণীয়, সেটা কোন কোন প্যারামিটারে সেটা মেয়েরাই বোঝাতে পারবে হয় তো। একে অপরকে সেক্স অবজেক্ট হিসেবে সবসময়েই ভাবলে সেটা ভাবনার সমস্যা। সেক্স অবজেক্ট তো বটেই। নারীপুরুষের পারস্পরিক আকর্ষণ তো সেক্সের ধারণা থেকেই উদ্ভূত। কিন্তু তার সাথে অন্য চিন্তাগুলোর সহাবস্থানে অসুবিধে কোথায়?

    আবারও বলছি, শরীর পরিণত হবার সময়ে বা অব্যবহিত পরে, পারস্পরিক সম্মতিতে একে অপরকে এক্সপ্লোর করার জন্য সেফ সেক্সে আমার কোনও আপত্তি নেই, আঠেরো বছর অর নো আঠেরো বছর। "সেক্স"কে বাজেভাবে না দাগিয়ে "সেফটি"কে হাইলাইট করা উচিত বলে আমার মনে হয়।
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০০667444
  • একক,

    সমানাধিকার মানে ইকুয়াল রাইট্‌স্‌।
    সমান- অনধিকার ডিফাইন করে দিন। বুঝতে পারিনি ঠিক কী বলতে চাইছেন। নিশ্চয় খুব শক্ত কিছু হবে না। যদি খুব শক্ত হয়, তাহলে কাটিয়ে দিন।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০২667447
  • "একটা পার্টিকুলার স্পিশিকে যদি সবসময় খাদ্য বস্তু হিসেবে ভাবেন তাহলে কি তাকে সম মান দিতে পারবেন? যারা কুকুর খায় তারা কি কোনোদিন ভালোবেসে কুকুরকে বাড়ির সদস্য করতে পারবে?"

    এটা পরের সেন্টেন্সের জেনারেল স্টেটমেন্ট। আমার মনে হয় আমার বক্তব্য যথেষ্ট পরিষ্কার ভাবে বলেছি। তারপরও যদি কেউ কূট তর্ক করে প্রমাণ করতে চায় যে আমি মেয়েদের সাথে খাদ্য বা কুকুরের তুলনা করেছি তাহলে সেটা তার ব্যক্তিগত মানসিক বিকৃতি
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০৩667449
  • না, স্চ, মেয়েদের কুকুরের সাথে তুলনা করে নি বা খাদ্যবস্তু হিসেবেও তুলনা করে নি। একমত।
  • সিকি | 166.107.90.66 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০৩667448
  • ছেলে আর মেয়েতে "সমান" অধিকারের গপ্পোটাও গোলমেলে। নারী পুরুষ সমান নয়, তাই তাদের অধিকারের প্যারামিটার সমান হয় না। তা হলে বাসে ট্রেনে লেডিজ সীট লাগত না, মেয়েদের জন্য আলাদা টয়লেট লাগত না, ছেলেদের জন্য কন্ডোম বা মেয়েদের জন্য স্যানিটারি প্যাড লাগত না।

    তারা আলাদা। সেইটা অ্যাক্সেপ্ট করে নিয়ে সহাবস্থানে বিশ্বাসী হওয়া দরকার।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০৫667450
  • siki
    "তারা নিজেদের সেক্স অবজেক্ট হিসেবে প্রজেক্ট করছে না, বরং তারা তাদের যৌনতাকে প্রডাক্ট বেচবার কারণে ব্যবহার করছে।"

    কোথাও বললাম কি তারা নিজেদের সেক্স অবজেক্ট হিসেবে দেখাচ্ছে? বললাম তো দেখানো হচ্ছে।

    আর "আমাদের মতই লেখাপড়া শেখা চাগ্রিবাগ্রি করা একটা সামাজিক মানুষ" নিয়ে কথা হচ্ছে না - কথা হচ্ছে ১৪-১৫ বছরের একটা ছেলে যে চারপাশের সব কিছু থেকে নিজের মনের উপাদান সংগ্রহ করার চেষ্টা করে ওই বয়েসে। একটু লাইনে থেকে আলোচনা করলে ভালো হয়
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০৭667451
  • একক, একমত। আপনি যেগুলো বললেন সেগুলো ছাড়া আরো কিছু যোগ করতে পারি ক্যাপিটালিস্ট হিসেবে। মানে রিসোর্সের ওপর সবার সমান অধিকার এমনিতেই থাকার কথা না, ওটা তো সমাজবাদের কথা হয়ে গেল। সেসব মেনে নিয়েও বলতে পারি, মেয়ে আর ছেলের ইকুয়াল প্লেয়িং ফিল্ডে বিশ্বাস করি। খেলতে নেমে শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য তাকে যেনো কোন হ্যান্ডিক্যাপ না নিতে হয়, শুধুমাত্র ছেলে হওয়ার জন্য তাকে যেনো কোন অ্যাডভান্টেজ না নিতে হয়। আর সব কিছু একরকম হলে মেয়ে আর ছেলের মধ্যে যেন ডিসক্রিমিনেট না করা হয়, এটা বলতে চাইছি।
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ১৮:০৮667452
  • "তারা আলাদা। সেইটা অ্যাক্সেপ্ট করে নিয়ে সহাবস্থানে বিশ্বাসী হওয়া দরকার।"

    একমত।
  • sch | 192.71.182.106 | ২৪ মার্চ ২০১৫ ১৮:১২667453
  • আমার মনে হয় প্রথম দরকার সব স্কুলকে কো এডুকেশান করে দেওয়া আর ছেলেদের মনে মেয়েরা আলাদা একটা জীব এরকম কোনো ধারণা তৈরী না হতে দেওয়া। অন্ততঃ যদি ১৪-১৫ বছর অব্দি যদি একটা মেয়েকে নিজের মতোই আরেকজন সহপাঠী হিসেবে ভাবতে শেখে, তার সাথে লাফিয়ে ঝাপিয়ে খেলা ধুলো করে তাহলেই অনেক সমস্যা মনে হয় কমে যাবে। প্রেম ট্রেম জিনিসগুলো যদি না হয় ওই বয়েস অব্দি তাতে ক্ষতি নেই - পরে মেক আপ করে নেবে
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৮:১৩667454
  • না ,শিশি বোতল কিছু না :)
    আসলে "অধিকার" বলে ওরকম অমনিপ্রেসেন্ট তো কিছু হয়না । অধিকার মানে সিস্টেম আমাকে কী স্কোপ দিচ্ছে । সেখানে জেন্ডার একটা ইস্যু এবং কারো যদি কোনো জেন্ডার স্পেসিফিক সুবিধে-অসুবিধে থাকে সেটা শুনতে হবে । আমি দেখেছি ইকুয়াল -রাইটস এর মানে এইভাবে করা হয় যে ইকুয়াল রাইট ও চাই আবার আলাদা করে ফেসিলিটি চাই এরকম কেন ? যেমন ধরুন কলেজের মিক্স গ্রুপে টুর প্ল্যান তৈরী করার সময় রাস্তায় কোথায় কোথায় বাথরুম আছে খেয়াল রাখা । বা ধরুন সবাই ডাবল রুমে থাকবে সেখানে একা একজন মেয়েকে সিঙ্গল রুম প্রভাইড করা । এরকম প্রচুর উদাহরণ কাজের জায়গাতেও আসে । ছেলেরা অনেকেই এগুলো নিয়ে সামনে না হলেও পিছনে বলে ...........এই দেখো এই বলবে ইকুয়াল রাইটস আবার আলাদা করে এটা চাই ওটা চাই ।

    আপনি বলতে পারেন তারা ইকুয়াল রাইটস মানেই বোঝেনা । কিন্তু "মানে" জিনিসটা তো অধিকাংশ যা বোঝে সেখান থেকেই স্বীকৃত মানে তৈরী হয় । কাজেই জেন্ডার স্পেসিফিক আলাদা রাইটস এন্ড স্কোপ থাকতে পারে এটা প্রথমেই মেনে নেওয়া ভালো । তাহলে বেকার কনফ্লিক্ট হয়না । এবং এটাও শিক্ষার অংশ হওয়া উচিত ।
  • dc | 132.164.206.79 | ২৪ মার্চ ২০১৫ ১৮:১৫667455
  • sch ঠিক বলেছেন। দুটো গ্রুপকে আলাদা না রেখে বরং স্বাভাবিকভাবে মেলামেশা করতে দেওয়া উচিত।
  • :) | 118.171.159.41 | ২৪ মার্চ ২০১৫ ১৮:১৬667456
  • "সম্মতিক্রমে" - দ্য ওয়ার্ড মে লীড টু দ্য সেম প্ল্যাটফর্ম - "না" মানে "হ্যাঁ" - ফর গার্লস ইন মেনি কেসেস, ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান সামাজিক নির্মাণ, ইন এ ভাস্ট কনটেক্সট অব লিটারারি অ্যান্ড সেলুলয়েডাল এক্সপ্রেশন অ্যাফেক্টিং জেনেরাল পাবলিক সাইকি। "না" মানে "না" ইজ অ্যান অবভিয়াস ফরেন এক্সপ্রেশন ফর দ্য গার্লস দো।

    ওয়াচিং পর্ন = ওয়াচিং যৌন সম্পর্ক করা। নো। ওয়াচিং হাউ ওয়ান সারেন্ডারস কমপ্লীটলি টু দ্য সেক্সুয়াল প্লেজার। হাউ দ্য সেক্সুয়াল প্লেজার ইজ ওভারওয়েলমিং অ্যান্ড ওভারকামস দ্য সারাউন্ডিংস অ্যান্ড সারকামসট্যান্সেস। একইভাবে সমস্ত বিজ্ঞাপনে, পোস্টারে। পোর্ট্রেয়িং সিডাকশন, ফ্লন্টিং ওয়ানস সেক্সুয়ালিটি, ইন্সটিগেশন অব অর্গাজম বিয়িং দ্য পিনাকল অব ওয়ানস স্কিলস ফর মেসমেরাইজিং দ্য অপোজিট সেক্স। সামারিলি, পোর্ট্রেয়িং হাউ মাচ গার্লস এনজয় দ্য মেল গেজ অর সেক্সুয়ালাইজেশন অব এভরি অ্যাসপেক্ট অব ইন্টার‌্যাকশন অ্যান্ড জেনারেটিং নোশন দ্যাট ইটস বিয়িং এনজয়েড - ডাজ অ্যাফেক্ট দ্য টেন্ডার সাইকি - এটা মনে হয়।

    এই পরিমন্ডলে, যখন স্যোসাল নর্মস রিডিকিউলস সেক্সুয়াল আর্জ, পোর্ট্রেস সাচ ইন্সটিংক্টস টু বি লেসার মর্টাল, ভ্যালুস কন্ট্রোলিং অ্যান্ড সাপ্রেসিং সাচ এক্সপ্রেশনস অ্যাজ ট্রু সিভিলাইজেশন, তখন, উইথ এক্সপোজার টু দ্য মেনশনড কনফ্লিক্টস, সম্মান জিনিসটা ডেভেলপ করা নট সো ইজি। কন্টিনুয়াস প্যারেন্টাল অ্যাডভাইজ কান্ট প্লে দ্য রোল অ্যালোন।

    স্চ মোটামুটি এটাই বলতে চাইলেন। ঠিক?
  • সে | 188.83.87.102 | ২৪ মার্চ ২০১৫ ১৮:২৩667458
  • এখন বেরোচ্ছি। পরে পড়ব।
  • :) | 118.171.159.41 | ২৪ মার্চ ২০১৫ ১৮:৩১667460
  • সামারিলি, পোর্ট্রেয়িং হাউ মাচ গার্লস এনজয় দ্য মেল গেজ এর পরে একটা অ্যান্ড ভিসেভার্সা জুড়তে হত। ইকটুর জন্যি রিইইইই ...
  • cm | 37.56.203.245 | ২৪ মার্চ ২০১৫ ১৮:৩১667459
  • স্কুলের সিলেবাস বানাবার সময় গানবাজনা আর ছবি আঁকা অবশ্যই দেবেন।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৮:৪৭667461
  • @ :)

    ইয়া ইটস নট সো ইজি ,স্পেশালী ইন এন এরা হোয়েন উই আর ফেসিং আ প্যারাদায়ম শিফট অফ হিউম্যান মরালিটি ফ্রম এব্রাহামিক টু কান্টিয়ান , মোর ক্লিয়ারলি স্পিকিং .........ফ্রম সোশালিস্ট টু ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেম। বাট ইটস পসিবল এন্ড ফীসিবল টু ।
    রাদার দ্যান রাইটিং স্ক্রিপ্টস অন সোশাল ভ্যালুস অর রেপস আই উড আস্ক পিপল টু গো এন্ড জয়েন ইউনিসেক্স বক্সিং ক্লাসেস । ইট অযর্কস । ইট টেলস ইউ দ্য ভেরি ফাউনডেসন অফ দ্য ওয়ার্ড "রাইটস" । দ্যাট ইস "অন্দার্স্তান্দিং কন্সিকোএনস" । বী ইট আ গার্ল অর আ বয় ,ইউ আর নট এনটাইটলড টু এনি জেন্ডার স্পেসিফিক রাইট দেয়ার। গ্রোপিঙ হ্যাপেনস । গার্লস গেট কিকড অন দেয়ার ক্রচ । এন্ড দে এভেন্চুয়ালি লার্ন টু কিক ব্যাক এন্ড পে অন দ্য সিমিলার কয়েনস :) পার্সোনালি আইলাইক দ্যাট কাইন্ড অফ ওয়ার্ল্ড ।

    মজা হলো আমাদের চারপাশ টা "আইডিয়াল" না । ভালোর দিক দিয়েও না ,খারাপের দিক দিয়েও না । কাজেই এই ভ্যালু শিফট এর সময়ে দাঁড়িয়ে "ও কেন এত সেক্সি হলো ,আমি তো মানুষ" বলে কেঁদে লাভ নেই :) লার্ন কনসিকয়েনসেস , লার্ন ফাস্ট । অর গেট কিকড আউট । কেও ওপর থেকে কন্ট্রোল করে দেবেনা । গাঁজা খেলে কতটা খাবো । স্বল্পপরিচিত বন্ধুর অফার করা ড্রিঙ্কস খাবো কিনা এগুলো নিজেকেই বুঝতে হবে । বাবা-মা ওরকম সবসময় কোড ধরে ধরে শেখাতে পারেন না । তাঁরা যেটা করতে পারেন তা হলো পদে পদে বুঝিয়ে দেওয়া দেখো বাপু অন্যকে ফাউল করলে সেও তোমাকে আরও কড়া করে ট্যাকল করতে পারে । কাজেই যা করবে ভেবে করো । এই স্পোর্টসম্যান স্পিরিট টা । ওটাই শিক্ষা । একগাদা ডুস এন্ড ডোন্টস না ।
  • a x | 138.249.1.202 | ২৪ মার্চ ২০১৫ ১৯:২৬667462
  • আমি যখন বাচ্চাকে শেখাই কেন চুরি করা উচিৎ না, তখন চুরি করলে পুলিশে ধরবে সেটা দিয়ে শেখাই না। তাতে বরং কীভাবে পুলিশকে ফাঁকি দিয়ে চুরি করা যায় তা শেখানো হয় বলে মনে করি।

    যৌন অবদমনের প্রেসক্রিপ্শন দিয়ে ধর্ষণ আটকানো হিতে বিপরীত হবে।

    খুন করা খারাপ এ শেখানোর কথা মাথাতেই আসেনি অবশ্য!
  • Ekak | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৯:৩৭667463
  • অক্ষ কে ক ।

    শিক্ষার মধ্যে "শাস্তি" আনা মানেই ফাঁকি দেওয়ার পথ শেখানো । যেমন চুরি করা "খারাপ" বা "পাপ" নয় , এটা একটা বদভ্যেস ,ব্যাড ডীল ..........অন্যেরাও তোমার জিনিস চুরি করলে বা চুরিটাই এক্সেপ্তেদ মীনস হয়ে গেলে কন্সিকয়েনস কী হবে এটা বোঝানো জরুরি । কনসিকোয়েন্স বলতে সেটাই । অথরিটির দেওয়া শাস্তি না ।

    কদিন আগে ডকিন্স এর একটা ইন্টারভিউ দেখছিলুম ,এই এথেইস্ট সেন্স অফ মরালিটি নিয়ে । যেখানে এস সাচ কোনো সেন্ট্রাল পাওয়ার নেই ধরেই পাবলিক মরালিটির বেস তৈরী । ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনা পাল্টাচ্ছে । এই পাপ-পাপি-পুলুশ চক্কর থেকে বেরোতে সেটা দরকারী ।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ মার্চ ২০১৫ ১৯:৪০667464
  • @একক,
    বক্তব্যগুলো বেশ লাগছিল... সহমত ও বস্তুত প্রত্যেকটায়...
    শুধু " প্যারাদায়ম শিফট অফ হিউম্যান মরালিটি ফ্রম এব্রাহামিক টু কান্টিয়ান , মোর ক্লিয়ারলি স্পিকিং .........ফ্রম সোশালিস্ট টু ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেম।"-- এসব দেখে অদ্ভুত লাগে তো বটেই... সবচেয়ে যেটা সমস্যা যে এরকম লাইন আপনি প্রায়ই অন্য কন্টেক্সটে বক্তব্যের মধ্যে গুঁজে দেন...যেখানে সেই কন্টেক্সট এ আপনার বক্তব্যের সাথে সহমতও... ফলত কখনোই সেটা নিয়ে তর্ক করা যায় না... কারণ তাহলে মূল আলোচনার পরিসরের বহু বাইরে আলোচনা করতে হয়... তাই কোনবারেই কি করব বুঝে উঠতে পারিনা ...
    এখানে তাই এই আলোচনা নিয়ে আপনার বক্তব্য কে সমর্থন জানিয়েও ঐ লাইনটিতে আপত্তি জানিয়ে গেলাম আর অনুরোধ রইল সম্ভব হলে সোশালিস্ট আর ক্যাপিটালিস্ট ভ্যালু সিস্টেম নিয়ে আপনার মনে হওয়া গুলো আলাদাভাবে কোথাও দিতে, যেখানে সেইটা নিয়ে আলোচনা করা যাবে...
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ১৯:৫৪667465
  • এঃ বক্তব্যের সব অংশ সমর্থন কত্তে হবে এমন ফুটনোট তো দিইনি বাপু :)) আমি মনে করি সংঘাত টা ওই সিস্টেম শিফট এই ।কাজেই উল্লেখ তো থাকবেই । আমার লেখা লোকজন উইথ পিন্চ অফ সল্ট পড়েন ,সেরকম পড়লেই হলো ।
  • se | 204.230.159.136 | ২৪ মার্চ ২০১৫ ২০:০৫667466
  • আমি কিন্তু শাস্তির ভয় দেখিয়ে চুরি না করা - এই লাইনি ভাবিনি।
    আমি অন্য যুক্তির শিক্ষা পেয়েছি নিজে, এবং শিশুটিকেও সেভাবেই শিখিয়েছি।
    কী শিখিয়েচি সেটা এখানে লিখছি না।
  • একক | 24.99.24.14 | ২৪ মার্চ ২০১৫ ২০:১৭667467
  • এই চুরি করা ইত্যাদি যদ্দুর মনে পরে ভালো-মন্দ কিছুই শেখানো হয়নি বাড়িতে । আমাকে একটা জিনিস শেখাতে মা কে খানিক বেগ পেতে হয়েছিল ।তা হলো মেয়েদের ওরকম ছেলেদের মত ধরে পেটাতে নেই । খুব ছোটবেলায় কোনো ছেলে বন্ধু ছিলনা পাড়ায় । শুধুই মেয়ে । বোনের সঙ্গেও রাত্রদিন ঝার্পিট । কাজেই মেয়েরা আমার চুল টেনে দিলে কেনো নাকে টেনে এক ঘুঁসি মারবনা এটা কিছুতেই বুঝতে পারতুম না :)))) বাচ্চা মানুষ করা সত্যি টাফ কাজ ।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ মার্চ ২০১৫ ২০:২৭667469
  • @একক
    আহা পিঞ্চ অফ সল্ট নিয়েই তো পড়ি... তা বলে সেই গ্রেইন অফ সল্টটাকে নিয়ে আলাদাভাবে আলোচনা করার ইচ্ছে আছে এইতে বলতে পারবুনি, এ কেমন কথা হল? উল্লেখ তো থাকবেই লেখারও কারণ নাই, আপনার লেখায় আপনি কি লিখবেন সেটা আমি কিসের সাথে সহমত পোষণ করবও তাই দিয়ে ঠিক হবে এমন কথা বলতে চাইওনি, এখনো যা লিখেছিলাম সেইটা দেখে বলেছি বলেও মনে হচ্ছেনা... তবু আপনার মনে হয়েছে যখন পরিষ্কার করেই বলি... আপনি কি লিখবেন তাই নিয়ে বক্তব্য আদৌ রাখি নি... শুধু এই ফ্রেমওইয়ার্ক টা যখন বেশ স্পষ্টভাবেই আপনার ভাবনাচিন্তায় আছে তখন সেই নিয়ে আলাদাভাবে লিখলে তাই নিয়ে মিনিময়ের সুযোগ মিলত... এর বেশিও লিখিনি, কম ও না...
    আলাদাভাবে দিতে বলাটা বাস্তবিক ই অনুরোধ, যতদিন না আলাদাভাবে দিচ্ছেন ততদিন অন্য কথার ফাঁকে গুঁজে দেবেন না বা দেওয়া উচিত নয় এরকম কিছু বলতে চাইলে স্পষ্টভাবেই লিখে দিতুম সেটা... চাইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন