এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৫৩১৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 121.245.72.225 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:০৩696646
  • জ্জিইও। টাটার মতো আবাপকেও এবার বঙ্গীয় এনলাইটেনমেন্টের ভগীরথ বলা চালু হোক। :)
  • aja | 207.47.98.129 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:১২696647
  • মাইরি না। ভগীরথ নিয়ে কি সব যেন গল্প আছে।
  • Ishan | 121.245.72.225 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:১৮696648
  • খ্যাক খ্যাক। কেন নয়?

    আবাপও তো অন্য সংবাদপত্র গোষ্ঠীর চেয়ে আলাদা। কর্মীস্বার্থ দেখে। বেশি মাইনে দেয়। পারতপক্ষে চাকরি যায়না। ঐতিহ্যশালী কোম্পানি। স্ট্রাইক ফাইকও হয়না। অন্যদের থেকে আলাদা। এবং এনলাইটেনমেন্টের পক্ষে। হবেনা কেন?

    অবশ্য বানান দিয়ে বিচার করলে নাও হতে পারে। অজদা ভালো বলতে পারবেন।
  • Ishan | 121.245.72.225 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:২৮696649
  • আসলে তো প্রুফ টুফ লাগেনা। এখন টাটাকে ভালো বলা দরকার। তাই ভালো। আবাপকে খারাপ বলা দরকার। তাই খারাপ। ব্যস। আমরা ২৩৫ ওরা ৩০। যা খুশি বলব। আমাদের আটকাবে কে? :)

    পু: তবে মাঝে মাঝে আটকে যাবেন, তো দেখতেই পাচ্ছি। তখন জ্বলুনির বহি:প্রকাশ হবে। সেন্টিমেন্টের প্লাবন হবে। গালাগালির বন্যা হবে। দেখব। এবং মজা পাব। :)
  • aja | 207.47.98.129 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:৪৩696650
  • প্রুফ আবার কার লাগে? পাঁচ ভাইয়ের দাদা হয়ে যাঁরা দল চালান, মমতার সাথে গিয়ে বসতে তাঁদের কোন যুক্তির দরকার করে নাকি? শুধু সিপিএম ক্ষমতায়, জনহীন জনগনের নেতারা নন, এই জ্বলুনিটুকুই তো যথেষ্ট।

    তাঁদের দেখে তো মজাই পাই।
  • arjo | 168.26.215.54 | ১৪ অক্টোবর ২০০৮ ২১:৪৮696651
  • অজদা র মত = ব্র্যান্ড বুদ্ধ ভালো, টাটা ভালো, মমতা খারাপ, সুশীল খারাপ

    আবাপর মত = ব্র্যান্ড বুদ্ধ ভালো, টাটা ভালো, দাদা ভালো, মমতা খারাপ, সুশীল খারাপ।

    না ঠিক এক নয় অজদার মত অ্যাসিমপটোটিকালি টেন্ডস টু আবাপর মত। :-))
    (হেন্স প্রুভড)

    কালে কালে দাদা ভক্ত করে দিলেই এক্স্যাট ম্যাচ। :-))
  • aja | 207.47.98.129 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:০৫696652
  • অ:, এই কতা।

    ভারী ভাল তো। রবিঠাকুর পদ্য লিকত, হরিদাসও লেকে। হরিদাসের ক্যালিবার অ্যাসিম্পটোটিকালি টেন্ডস টু রবিঠাকুরের ক্যালিবার। এখন নোবেলটা পেলেই একজ্যাক্ট ম্যাচ।
  • arjo | 168.26.215.54 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:০৯696653
  • না না অল্প ভুল আছে। হরিদাসের পদ্য আর রবিঠাকুরের পদ্য মিলিয়ে দিতে হবে। দিলেই এক্স্যাট ম্যাচ। তবে কে আগে লিখেছে সেটা প্রুফের বাইরে। এবার যদি প্রুফ করা যায় হরিদাস আগে লিখেছে তাইলেই কেল্লা ফতে। তবে খুব শক্ত প্রুফ। :(
  • aja | 207.47.98.129 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:২৬696654
  • তাহলে তো আবাপর মতে বুদ্ধ কেন ভাল আর অজর মতে বুদ্ধ কেন ভাল, তাও মেলাতে হবে।
  • arjo | 168.26.215.54 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:৩০696656
  • অজদা যে সূত্রে মমতা, সুশীল, নকশাল, আমেরিকার সাম্রাজ্যবাদ সব এক সেই সূত্রে অজদার মত আর আবাপর মতও এক। বেশ সহজ ছিল কিন্তু। ;)
  • aja | 207.47.98.129 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:৩৭696657
  • সেই সূত্রেই হরিদাস আর রবিঠাকুরও এক। বেশ সহজ ব্যাপার কিন্তু :)))।
  • arjo | 168.26.215.54 | ১৪ অক্টোবর ২০০৮ ২২:৫১696658
  • আহেম, তবে তাই হোক, আপত্তি নেই। সূত্র আপনাদের যে ভাবে ইচ্ছে ব্যবহার করুন, গণতন্ত্র। শুধু মেনে নিলেই চলবে অজদার মত = আবাপর মত।

    জানার অপেক্ষায় রইলাম অন্যরা নিজেদের অবস্থান সম্বন্ধে কি ভাবছেন।
  • MR | 76.187.29.43 | ১৪ অক্টোবর ২০০৮ ২৩:০৬696659
  • এবার আবার একটা banner খাটানো হোক - আমরা successfullyTATA কে বাংলা থেকে তাড়িয়ে যারপরনাই গর্বিত।-ধন্যবাদান্তে গরুচন্ডালী থুড়ি গুরুচন্দালী বৃন্দ।
  • r | 125.18.104.1 | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৪৭696660
  • অবস্থান জানতে হলে অবস্থিত জাড্যের নির্বিকল্প প্রপঞ্চময় যে পরিস্থিতি আছে, তার ব্যত্যয়মূলক হ্লাদিনীশক্তির নিম্নবর্গীয় অবভাসকে ছুঁতে হবে। সেটা করা আপাতত: খুব কঠিন। বরং এইফাঁকে পড়ে ফেলুন "দ্য রেজিস্টিব্‌ল রাইজ অফ আর্তুরো উই"- কনটেম্পোরারি বঙ্গীয় রাজনীতি ফর ডামিজ।

  • shrabani | 124.30.233.105 | ১৫ অক্টোবর ২০০৮ ১৫:৫৬696661
  • একটু বাংলায় লিখলে হয়না?
  • r | 198.96.180.245 | ১৫ অক্টোবর ২০০৮ ১৬:১২696662
  • আগে বাংলা জাগুক। :-)
  • shrabani | 124.30.233.105 | ১৫ অক্টোবর ২০০৮ ১৬:৫৭696663
  • কেন, জেগেছে তো! কাল যে এতগুলো লোক মিলে "জাগো বাংলা" পড়লাম, তারপরেই!:-)
  • arjo | 168.26.215.54 | ১৫ অক্টোবর ২০০৮ ১৮:৩০696664
  • বুঝিলাম অবস্থানহীনতাই বঙ্গীয় নিম্নবর্গীয় অবভাসের প্রপঞ্চময় অবস্থান। তাই ব্যত্যয়মূলক হ্লাদিনীশক্তির নির্বিকল্প নীরবতাই স্থিতি জাড্যের উৎস। "ক্লিয়ার অ্যাজ মাড", নো নিড অফ "দ্যা রেজিস্টিবল রাইজ অফ আর্তুরো উই'। ;)
  • Ishan | 121.245.97.50 | ১৬ অক্টোবর ২০০৮ ১১:২৩696665
  • অ্যাজ সাচ অবস্থানহীনতা ভয়ংকর কিছু খারাপ ব্যাপার না। "এই ব্যাপারে আমি কোনো অবস্থান নিতে পারছিনা', এরকম একটি স্টেটমেন্ট একটি আদ্যন্ত সৎ ব্যাপার। এবং পোমো ঘরাণার। "বাম' লোকজন গাঁটপনা ছেড়ে ক্রমশ: পোমো হয়ে উঠছে, দেখে পরম প্রীত হচ্ছি। :)

    কিন্তু অবস্থানহীনতা মানে প্রলাপ বকা নয়। যিনি স্বেচ্ছায় অবস্থানহীনতাকে গ্রহণ করছেন তাঁকে সেটা স্টেট করতে হবে। বুক ফুলিয়ে বলতে হবে, আমি সময় বিশেষে গাছের খাই, চান্স পেলেই তলারও কুড়োই। নচেৎ "আমি আদতে সিপিএম কিন্তু এখন ঠেলায় পড়ে পাকেচক্রে কিছু সময়ের জন্য অবস্থানহীন', এই জাতীয় সুবিধেবাদের খপ্পরে পড়তে হবে। এই আর কি।
  • Arijit | 61.95.144.123 | ১৬ অক্টোবর ২০০৮ ১১:৩৮696667
  • ভূমিপুত্র সিঙ্গুর নিয়ে একটা নৈর্ব্যক্তিক পোমো লেখা ল্যাখে না কেন?
  • r | 125.18.104.1 | ১৬ অক্টোবর ২০০৮ ১৩:৫২696668
  • ইল্লি আর কি!

    পোমো ঘরানায় অবস্থানহীন হলে তুমি সৎ যেহেতু মামু পোমো

    আর সি পি এম থেকে অবস্থানহীন হলে তুমি সুবিধাবাদী যেহেতু মামু অ্যান্টি-সি পি এম

    !!!!!!!
  • arjo | 168.26.215.54 | ১৬ অক্টোবর ২০০৮ ১৯:০৪696669
  • অবস্থানহীনতা দুই কারণে হতে পারে

    ১। কনফিউজড - বলার কিছু নেই। কনফিউশন তো চিন্তারই অঙ্গ।

    ২। পুরাতন প্রেম - না পারি গিলতে না পারি ফেলতে।

    এই তো ভেবে ভেবে বার করলাম। যদি অন্য কোনো কারণ থেকে থাকে এট্টু ধরিয়ে দেন না। অবস্থানহীন হোন কিন্তু কেন অবস্থানহীন সেটাতো অন্তত জানবেন। যদি না জানেন তাইলে দুটি কথা আছে।
  • r | 125.18.104.1 | ১৬ অক্টোবর ২০০৮ ১৯:৪৮696670
  • উফ্‌! ইকি বাজে ভাট!

    অবস্থানহীনতা বলে কিছু হয় না কারণ অবস্থানহীনতা নিজেই একটি অবস্থান। (:-)))

    ঠিক সেইভাবে কনফিউজ্‌ড ও পুরাতন প্রেম -এগুলোও এক একটি অবস্থান।

    অতএব, যা এখানে বোঝানো হচ্ছে তা অবস্থানহীনতা নয়, দলহীনতা/মেরুহীনতা। অর্থাৎ, আপনি কার দলে, বা আপনি কোন মেরুতে?
  • Ishan | 121.245.79.20 | ১৬ অক্টোবর ২০০৮ ২০:০০696671
  • বাজে ভাট। "অবস্থানহীনতা নিজেই একটি অবস্থান' বলেই তো অবস্থানহীন হওয়া যায়। অবস্থানহীনতা মানে মহাকাশে ঝুলে থাকা হলে তো কেসটা অলীক হয়ে যেত।

    অবস্থান আছে না হয় মেনেও নিলাম। কিন্তু কি অবস্থান সেটা একটু কিলিয়ার করে বললেই তো বুঝে যাই। খামোখা আমার অবস্থান আছে, কিন্তু সেটা বলবনা, বললে চলবে কিকরে? :)

    পু: আমি কনফিউজড, কেসটা কিছু বুঝছিনা, এতে অসততার কিছু নেই। মামু বল্লেও নেই, রঙ্গন বল্লেও নেই। :)
  • r | 125.18.104.1 | ১৬ অক্টোবর ২০০৮ ২০:২৬696672
  • মাইরি! কবে একটা রসিকতা করেছিলুম আর তার ল্যাজ ধরে চলছে দ্যাখো- রেকারিং ডেসিমেল!! হে ন্যানোবাবা, এদের রক্ষে করো!!!
  • Du | 67.111.229.98 | ১৬ অক্টোবর ২০০৮ ২০:৫৭696673
  • ঠিকই, বোঝা যায় নি । তবে নক্সালেরাও ১০০০ এর মধ্যে তিনশো আর কৃষি শিল্পের হাত ধরাধরি চাইলো কেন? আরও প্রশ্ন , ঐ হাজার একর ছাড়াও সিঙ্গুরে এইসূত্রে (অর্থাৎ টাটারা আসছে বলে) আরও অন্য ডেভেলপে্‌মন্ট জমি কেনাকিনি হয়েছে। সেই জমিগুলো নিয়ে কারো কোন বক্তব্য আছে কি এবং না থাকলেই বা নেই কেন? বহুফসল, খেতমজুর সবই তো আছে ওগুলোতেও।

    আর ভূমিপুত্রের কাছে সিঙ্গুর থেকে একটু আঁখো দেখা হাল চাই ওখানেই আছেন যখন। সত্যি সত্যি অবস্থান ছাড়া উবাচ।
  • arjo | 168.26.215.54 | ১৬ অক্টোবর ২০০৮ ২১:০০696674
  • রসিকতা কই! এই যে শুনলুম সুশীল, নকশাল ও অন্যান্যদের ছ্যাবলামো সহ্য করা যাচ্ছে না বলে ""যার যা ঝাড় প্রাপ্য"" তাই দেওয়া হচ্ছে। তো, মাথার পিছনে হ্যালো জ্বালিয়ে অন্যদের ""ঝাড়"" দেবেন, মমতার গুন্ডাদের দিয়ে ""মালেদের"" ছাল গোটাবেন, কিন্তু নিজের অবস্থানটা জানাবেন না বা নিজেই জানবেন না তা কেমন করে হয়।
  • Ishan | 121.245.121.50 | ১৬ অক্টোবর ২০০৮ ২১:০৭696675
  • খ্যাক খ্যাক। রসিকতা ছাড়া এ ব্যাপারে আর কিছু পাওয়া যাচ্ছে না। অবশ্য রসিকতাও এক ধরণের অবস্থান। :)

    দু কে। সিঙ্গুরের হালচাল লিখব। কাল-পরশু করে।
  • aja | 207.47.98.129 | ১৬ অক্টোবর ২০০৮ ২২:৩৫696676
  • আরে অবস্থান তো টাটাকে চাই। মমতাকে চাই না।
    সুতরাং মমতাকে সুশীলদের দিয়ে দাও।
  • arjo | 168.26.215.54 | ১৬ অক্টোবর ২০০৮ ২৩:৫৬696678
  • জানি তো। তার সাথে বুদ্ধ ভালো। মমতা, নক্সাল আর সুশীল খারাপ। দাদা ও নিশ্চয়ই ভালো। মানে আবাপ। :-))
    অন্যদেরটা জানতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন