এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৫৩১৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantan | 160.83.72.212 | ১৭ অক্টোবর ২০০৮ ২৩:১৮696712
  • আপাতত আমার আর মনিটরের সাইবেরিয় অবস্থানের মাঝে বিরাজমান একফালি ব্যাঁকা চাঁদের ন্যায় পীৎজা'র টুকরো।

    পীৎজা, তুমি কার?
  • bitoshok | 128.101.220.108 | ১৮ অক্টোবর ২০০৮ ০০:৫১696713
  • টাটা-র সমর্থকদের কাছে আমার কয়টা কোচ্চেন ছিলো।

    ১) সিঙ্গুরে টাটার কারখানা হলে কতজন কাজ পেত -প্রত্যক্ষ এবং পরোক্ষ? আমি পরিষ্কার তথ্য-প্রমান চাই।

    ২জীবিকাচ্যুতদের কয়জন এইখানে কাজ পেত? কি ধরনের কাজ পেত?

    ৩) টাটা-র কারখানায় সরকারী ভর্তুকির অর্থনৈতিক যুক্তি কি? এটা কেউ দেখাতে পারবে যে যেই পরিমান টাকা সিঙ্গুরে ঢালা হত কমপক্ষে সেই পরিমান টাকা সরকারি টাকা কোষাগারে ফেরত আসত? যাতে নোবেলম্যান বাবলু-দার যুক্তি অনুযায়ী সরকার অন্য জনকল্যানী কাজ করতে পারে।
  • Blank | 59.93.241.49 | ১৮ অক্টোবর ২০০৮ ০১:১৪696714
  • ৩) পশ্চিম বঙ্গের ইমেজ তৈরী হতো। যা টাটা কারখানার চেয়েও বেশী দরকারি ছিল। আপাতত তা ভেসে ভ হয়ে গেছে।
  • Du | 67.111.229.98 | ১৮ অক্টোবর ২০০৮ ০১:৩৯696715
  • ঠিক এইধরণের দ্বিধা, চিন্তা, ভয়ের জন্যই সিঙ্গুরে বহু লোকে টাকা নেয় নাই। কারণ ব্যাংকে (অবস্থাপন্নরা বড়জোর শেয়ার) টাকা রাখা ছাড়া বাঙালী (বিশেষত: পশ্চিমবঙ্গে ঘটিরা এবং বাংলাদেশে বাঙালেরা, অসম বা আন্দামানে অন্য গল্প) টাকা বাড়াবার কোন উপায়ের কথা ভেবে উঠতে পারে না।

    সেই দিক থেকে তাড়াহুড়োই বটে। লোকের মেন্টালিটিই যে উল্টোদিকে। তাদের প্রোটেক্টেড স্ট্যাটাস পাওয়া উচিত। সেইসঙ্গে বর্ডার সীল এবং অন্য রাজ্যের মানুষের আসা বন্ধ এবং বিতাড়ন। চেনা দৃশ্য।

    হলে কি হত ? মোদীও ঐসব দশ হাজার চাকরি জাতীয় 'মিথ্যে' কথা বলেছে।
    বরং যা হয়েছে তাই নিয়েই থাকা যাক। নইলে কংগ্রেস/তৃণ গত তিরিশ বছর থাকলে ১০০০ একর জমির ১০০০০ মালিক থাকতো কিনা
    ঐসব অংকও ঢুকে পড়ে।

    আমি বাড়িতে থাকলে গম পেষাই করিয়ে গরম রুটি তৈরী করে রাখতাম আর আমার ছেলে তিনটেতে ফিরে খেত। কত সুন্দর না! এর কোন তুলনা হয় স্বাস্থ্য বা কোন দিক থেকে?
  • bitoshok | 134.84.199.66 | ১৮ অক্টোবর ২০০৮ ০৩:০৬696716
  • যা: বাবা। শেষে লোকের মেন্টালিটির দোষ!

    মোদী ঢপ দিচ্ছে বলে বঙ্গীয় বামপন্থীদের ঢপবাজিও গ্রহনযোগ্য -এটাও যুক্তি হিসেবে চমৎকার! তিরিশ বছর পেটে ভাত দিয়েছি বলে এখন পেটে লাথি মারব -এটা তো একেবারে লা-জবাব!

    তিরিশ বছরের মার্ক-শীট তৈরি করতে গেলে আরো কিছু অংক ঢুকবে যে!

    আরে বাবা everything has a price -সেটা সবাই মানে। তো এই উন্নয়ন মডেলের সামাজিক মূল্য কত সেটাই তো জানতে চাইছি।
  • bitoshok | 134.84.199.66 | ১৮ অক্টোবর ২০০৮ ০৩:১৪696717
  • blank-কে :

    'ইমেজ তৈরি' -এটা quantify হবে কি করে? আর কি ধরণের ইমেজ -- 'চরণে সেবা লাগে' -ধরনের? তো সেরকম উদাহরণ তো আছে -- মিৎশুবিশি @ হলদিয়া।
  • arjo | 24.214.28.245 | ১৮ অক্টোবর ২০০৮ ০৯:২০696718
  • রতন টাটা একজন ব্যবসায়ী মতান্তরে একজন এনলাইটেন্ট ব্যবসায়ী। প:ব: এ সিঙ্গুর নিয়ে যখন বিরোধী ও সরকার পক্ষ মিটিং এ বসছে তখন উনি জানালেন না রাজনীতি ওনার কাজ নয়। অথচ সেই মিটিং এ উনি বা ওনার প্রতিনিধি থাকলে হয়ত একটা জায়গায় পৌঁছন যেত। কিন্তু উনি রাজনীতি তে জড়াবেন না। ভালো কথা। বাট হোয়াই নাও?? টাটা গোষ্ঠীর শীর্ষ নেতার এই এনলাইটমেন্টটা ঠিক বোঝা যায় নি। যে শিক্ষিত বঙ্গসমাজ টাটার রিলেটিভ এনলাইটমেন্ট নিয়ে গবেষণা করে একটা জায়গায় পৌঁছেছেন এইটা একটু বুইয়ে দেবেন পিলিজ।
  • bozo | 68.227.84.133 | ১৮ অক্টোবর ২০০৮ ১১:০৬696719
  • ন্যানো ফাকটরি তে কি হত জানি না তবে হলদিয়া পেট্রোকেমিক্যাল কিন্তু যত চাকরী দেবে বা তৈরী করবে বলে আশ্বাস দিয়েছিল তার ২০% নতুন চাকরী ওখানে হয় নি।
  • Ishan | 121.245.105.1 | ১৮ অক্টোবর ২০০৮ ১২:০৮696720
  • অজ্জোকে। রতন টাটা নিজে রাজনীতি করেন না। রাজনীতিতে ওনার কিছু এজেন্ট আছে। তারা সমস্বরে ওনার এনলাইটেনমেন্টের পক্ষে প্রচার করে যাচ্ছে এবং যাবে। সোজা জিনিস। না বোঝার কি আছে? :)
  • Blank | 59.93.193.97 | ১৮ অক্টোবর ২০০৮ ১৫:৫৭696722
  • ইমেজের রেটিং করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক । Ease of doing business index ওদের ই তৈরী। তবে আজকাল অনেক গুলো সংস্থা তৈরী হয়েছে আরো। যারা বিভিন্ন জায়গা বেসিসে রেটিং তৈরী করে। এই সব রেটিং এ প: বঙ্গ ভয়ানক পিছিয়ে যাবে (জমি পাওয়া, জমি রেজিস্ট্রেসান এগুলো বেশ বড় ফ্যাক্টর)।
    আজকাল বেশীর ভাগ কোম্পানী কোনো নতুন জায়গায় ব্যবসা শুরু করার আগে এই সব রেটিং দেখে নেন। সবাই তো টাটা নয় যে সিঙ্গুর না হলে গুজরাট যাওয়ার লোকসান টেনে দিতে পারবে। যাগ্গে , এটাই বেশী মাথা ব্যথার কারন। এই ইমেজ টা। আশা করি বুঝেছেন, কাকে ইমেজ বলে।

  • arjo | 24.214.28.245 | ১৮ অক্টোবর ২০০৮ ১৯:১০696723
  • হ্যাঁ প:ব: এমনিতেই এই ইমেজ রেটিং এ পিছিয়ে রয়েছে। বলেছিলাম বোধহয় সফটওয়ার অফশোরিং সিটি গুলোর মধ্যেও কলকাতা তৃতীয় সারির শহরগুলোর মধ্যে একটা। কোয়েম্বাটুরের মতন শহরও কলকাতার আগে। তা সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি জাতীয় ঘটনা তো আরও পিছিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। গত ত্রিশ বছরের লেগাসি কাটানো কম কথা নয়। একটা কথা কর্পোরেটে খুব চালু আছে ""ডোন্ট ডু ইট রং ফার্স্ট টাইম""। ত্রিশ বছরের এই লেগাসি কাটাতে সেটা আরও দরকার ছিল। মহ: বিন তুঘলক খুব পন্ডিত এবং ভালো টাইপ রাজা ছিলেন। কিন্তু তিনিও ইতিহাসে পাগলা রাজা হিসেবেই খ্যাত। করার ইচ্ছেটাই সব সময় বড় নয় সরকারের ক্ষেত্রে কিভাবে করা হচ্ছে সেটাও ইমপর্ট্যান্ট। সবাইকার ভুলের ইমপ্যাক্ট এক নয়। যেমন

    সফটওয়ার প্রফেশনালরা ভুল করলে একটা প্রোগ্রাম বাজে চলে একটি কোম্পানীর কিছু টাকা লোকসান হয়।

    ডাক্তার ভুল করলে লোকের জীবন যায়।

    সুশীলে ভুল করলে কিছু লোকের ইরিটেশন হয়।

    বিরোধীরা ভুল করলে সরকারের অসুবিধা হয়।

    আর সরকার ভুল করল একটি জাতি ভোগে। যেমন লার্ণিং ইংলিশের জন্য আমাদের সমসাময়িক প্রত্যেকটি ছাত্র ভুগেছে এবং ভুগে চলেছে।

    পাওয়ার উইদাউট রেসপনসিবিলিটি তো হয় না। সরকারে থাকার পাওয়ার নেবেন অথচ রেসপনসিবিলিটি সুশীল, নক্সাল, গোপাল বাবু ও মমতা ব: ওপর চাপিয়ে দেবেন সেটা ঠিক হয় না।
  • Du | 71.170.214.49 | ১৮ অক্টোবর ২০০৮ ২০:১২696724
  • ভবিষ্যত সরকারকে সমালোচনা করার আর একটা সিমুলেশন দেখা গেল অন্তত: টাটার চিঠির সূত্রে । এজেন্ট ইত্যাদি।

    বিরোধীদের জায়গায় অন্তত: ত্রুটি রাখবে না তারা।
  • Du | 71.170.214.49 | ১৮ অক্টোবর ২০০৮ ২০:১৩696725
  • জায়গা দিতে **
  • Blank | 59.93.241.56 | ১৮ অক্টোবর ২০০৮ ২১:০৪696726
  • আজ্জো দার থিওরির সব ভাল, শুধু নক্সাল = গোপাল=সুশীল=বিরোধী দল, এই ফর্মুলাটা কেমন ঘাঁটা। বিরোধী দল জিনিসটা তো তুলে দিলেই হয় যদি বিরোধী দলের বিরোধীতা আর সুশীলদের বিরোধীতার ইকুইভ্যালেন্ট হয়।
  • aja | 71.106.244.161 | ১৮ অক্টোবর ২০০৮ ২২:৩৩696727
  • উইইই। মামু টাটার এজেন্টদের ধরে ফেলেছে, গ্রেট পার্জ শুরু হোক। নাকি মামুর সাংকিতিক বিপ্লব পচন্দো?

    এবারে মারুতির দালালদের ধরতে পারলেই পুরো জমে দই হয়ে যাবে ব্যাপারটা।
  • aja | 71.106.244.161 | ১৮ অক্টোবর ২০০৮ ২২:৪১696728
  • একি, সুশীলেরা মান করেছে। বুদ্ধ কেন সুশীলদের মন রেখে সব কিছু করছে না।
  • aja | 71.106.244.161 | ১৮ অক্টোবর ২০০৮ ২২:৪৪696729
  • সুশীলেরা, বুদ্ধকে হাটাও। নির্বাচনে না পারলে সিদ্ধার্থশঙ্করকে কনসালট্যান্ট করে নিয়ে এসো। মমতা বুড়ি হয়ে একটু ওজন বাড়িয়েছে। তবু একদিকে সুশীল আর অন্যদিকে কংশালে (নাকি তৃণশাল) ভর দিয়ে বুদ্ধের গাড়ির বনেটে উঠে নাচুক।
  • Ishan | 121.245.101.253 | ১৮ অক্টোবর ২০০৮ ২৩:১৯696730
  • বুদ্ধ? :)

    চোরেদের ক্যাবিনেটে থাকবনা, এখন বড়ো দু:সময়, কে বলেছিলেন?

    আমার দুর্ভাগ্য আমি পার্টি করি (যারা বন্ধ সমর্থন করে), কার উক্তি?

    মহম্মদ বিন তুঘলক এমনিই জাহাজ ডুবিয়ে ছাড়বে। আর কাউকে লাগবেনা। :)
  • Ishan | 121.245.101.253 | ১৮ অক্টোবর ২০০৮ ২৩:২৩696731
  • হ্যাঁ। এট্টুস জিকেও দিয়ে দিই। মমতা কস্মিনকালেও জয়প্রকাশের গাড়ির বনেটে নাচেন নি। জেনে রাখুন প্লিজ। ডক্টরেটটা সত্য কথা, কিন্তু এই নাচার গপ্পোটা ডাহা গুল।
  • arjo | 24.214.28.245 | ১৮ অক্টোবর ২০০৮ ২৩:৫৬696734
  • ও ব্ল্যাংকি আমি এমন ইকুয়েশন কবে দিলাম। এতো আমার বিরোধী পক্ষের ইকুয়েশন। :((

  • Blank | 59.93.195.138 | ১৯ অক্টোবর ২০০৮ ০০:১৬696735
  • মানে রেসপনসিবিলিটি চাপানোর কেসে তুমি সুশীল আর মমতাকে এক ব্র্যাকেটে রেখেচো কিনা। তো সুশীলদের মতন মমতার ও যদি রেসপনসিবিলিটি জিরো হয় তো বিরোধী পক্ষের দরকার টা কি? তুলে দিলেই হয়
  • arjo | 24.214.28.245 | ১৯ অক্টোবর ২০০৮ ০০:৪১696736
  • না তো আমি বলেছি বিরোধীকে কি করে সামলাবে সেটা সরকারের সমস্যা। ট্যাক্স পেয়ার কে সেই সমস্যার কথা শোনানোর কোনো মানেই হয় না। এলিটিস্ট মনোভাব নিয়ে সেসব হয় না।

    সুশীল আর বিরোধী এক হল নাকি? সুশীলে একশ বার হাঁটলেও সিঙ্গুরে শিল্প গড়তেও পারবে না ভাঙতেও পারবে না।

  • aja | 71.106.244.161 | ১৯ অক্টোবর ২০০৮ ০০:৫৭696737
  • মামু বলেছে মমতা জয়প্রকাশের গাড়ীর বনেটে নাচেনি, সুতরাং ইহা সত্য! কিন্তু জয়প্রকাশ সিঙ্গুরে কোতা থেকে এল? তিব্বত থেকে?
  • aja | 71.106.244.161 | ১৯ অক্টোবর ২০০৮ ০০:৫৯696738
  • এই ব্যাটা বুদ্ধএর যে কি বুদ্ধি! বিরোধীকে সরকার করে দাও। তখন বিরোধীরা নিজেরাই নিজেদের সামলাবে।

    পাগলা ক্ষীর খা।
  • c | 131.95.121.107 | ১৯ অক্টোবর ২০০৮ ০১:৪৪696739
  • আমি একজনকে চিনতাম। তার নাম ছিলো
    বিরোধলাল সরকার!
  • sg | 203.197.115.37 | ১৯ অক্টোবর ২০০৮ ০৬:১৪696740
  • জয়প্রকাশের গাড়ীর বনেটে ঊঠে নেচেছিলেন বেলেঘাটার শঙ্করী, মমতা নন। CPM সমর্থকরা এ তথ্য জানেন না দেখে অবাক লাগছে
  • d | 117.195.35.211 | ১৯ অক্টোবর ২০০৮ ০৮:৪৪696741
  • সেকি! অজ্জিত যে বলে, ও নাকি নিজের চোক্ষে দেখেছিল মমতাকে জয়প্রকাশের বনেটের ওপর নাচতে??
  • bitoshok | 98.240.230.68 | ১৯ অক্টোবর ২০০৮ ১১:০৬696742
  • কলকাতায় সায়েন্স স্কলার মহলে জনশ্রুতি আছে মমতার ভুয়ো ডক্টরেটের তথ্য যিনি উদ্ধার করেছিলেন তিনি সারা জীবনে ঐ একটি মাত্র রিসার্চ ওয়ার্ক করেছেন (নিজের ph.d ছাড়া)।

    এনিওয়ে, ৮-১০ বছর আগেও মমতার ভুয়ো ডিগ্রীর দাবি যতটা সিরিয়াস অফেন্স মনে হত, এখন মনে হয় না। পবিত্র সরকারের ফেরেব্বাজির কিস্‌সার তুলনায় এতো নস্যি। আকাডেমিক্সের লোকেরাই অসৎ, তো পোলিটিসিয়ান দের কাছ থেকে কি প্রত্যাশ্যা করব? atleast মমতা ধরা পড়ার পরে ঐ দাবি আর তোলেন নি, বা ঐ জাল ডিগ্রি ব্যাবহার করে কোনো সুবিধে নিয়েছেন বলে জানি না।
  • d | 117.195.35.211 | ১৯ অক্টোবর ২০০৮ ১২:০০696743
  • ওফ্‌! এই সুনন্দ সান্যাল আর পবিত্র সরকার --- এদের নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভাল।
    আর বিমান বোস আর মমতা বন্দ্যো তো একই পুরীষখন্ডের এপিঠ আর ওপিঠ। একইরকম uncouth একইরকম নির্বোধ আর একইরকম repulsive
  • ranjan roy | 122.168.7.216 | ১৯ অক্টোবর ২০০৮ ১২:৩৫696745
  • দাঁড়াও! দাঁড়াও!
    দিদিবাহিনীর চরেরা ছত্তিশগড়েও ঢুকে পড়েছে। আগে তো রায়গড়ে SEZ ভোগে গেলো। এখন রায়পুর জেলার কসডোলের কাছে( যেখানে সতী হয়েছে আর কি!) কলেক্টর নোটিস জারি করে মুম্বাইয়ের ESSAR কোম্পানিকে স্টীল প্ল্যান্টের জন্যে ১৪০০ একর জমি দেওয়র কথা ঘোষণা করতেই "" জমি দেব না'' করে হল্লা শুরু, কিসান সংঘর্ষ সমিতিও তৈরি হয়ে গেছে।দেখা যাক!
    এদিকে জাজগীর জেলার কিছু এলাকায় (ডবরা- ধুরকোট) গত দু'বছর ধরে দুটো কোম্পানি ঐ মিনি স্টীল প্ল্যান্টের জন্যে জমি নেয়ার কাজ অনেকটা এগিয়ে নিয়েছে। তবে ওরা সরকারী মধ্যস্থতা ছাড়াই সোজাসুজি গাঁয়ে গিয়ে কিসানদের সাথে বৈঠক-ঝগড়া-দলাদলি সব ফেস করে পেমেন্ট করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন