এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১৫:০৪702391
  • হ্যাঁ।
  • PM | 116.78.13.84 | ১২ মে ২০১৬ ১৫:৩৯702392
  • আহা!!--- এরকম ভাবে দেখুন (২০১১ র আগের গুরুদের বাণী অনুযায়ী) --- বিহার "ভদ্রলোক " হলো আর পঃবঃ "সাব অল্টার্ন" হলো।

    মানে বিহারের অধঃপতন আর পঃবঃ এর উত্থান ঃ)--- মহান নৈরাজ্যের দিকে এক সফল স্টেপ ঃ)
  • de | 24.139.119.171 | ১২ মে ২০১৬ ১৫:৪২702393
  • একটা ব্যাপার ভারী অবাক লাগে -

    এই যে মদন, এর কিন্তু বাল্মীকি-দশা হয়নি! এতো অন্যায়-অপরাধ করার পরও এদের পরিবারের লোকজন দিব্বি সাপোর্ট করে যায়। বউ,ছেলে,ছেলের বউ, নাতি - ভরন্ত-পুরন্ত সংসারের একজনেরও মনে হয়না লোকটা অপরাধী? বেসিক মূল্যবোধটা বড্ড বেশী নষ্ট হয়ে গেছে। এই একই ব্যাপার তো দেখ্লাম এই বিহারের এমএলের ক্ষেত্রে বা আম্বিয়া সোহরাবের ক্ষেত্রে। আপনজনের অপরাধকে ডিফেন্ড করার চেষ্টা। এটা আজকাল বড্ড বেশী করে চোখে পড়ছে।

    মদনের পোস্টের নীচের কুৎসিৎ কমেন্টগুলো কি কারোকে নিয়েই করা যায়? এই সব কমেন্ট যারা করছে, তারাও তো চুড়ান্ত অসুস্থ - ডাক্তার দেখানো উচিত তাদের!
  • Manish | 127.200.81.16 | ১২ মে ২০১৬ ১৬:৫৯702394
  • de এর সাথে একমত ঐ 2nd প্যারাটির জন্য।
  • cb | 208.147.160.75 | ১২ মে ২০১৬ ১৭:০৭702395
  • ইউ হ্যাভ নো আইডিয়া আনমডারেটেড কমেন্টস কোন পর্যায়ে যেতে পারে
  • ranjan roy | 132.162.174.101 | ১২ মে ২০১৬ ২১:৫৯702396
  • de এর পোস্ট নিয়ে মনীশের সাথে গলা মেলালাম।
  • ranjan roy | 132.162.174.101 | ১২ মে ২০১৬ ২২:০০702397
  • বেলুন,
    ঠিকই বলেছেন। তাই করব।
  • Arpan | 24.195.235.64 | ১২ মে ২০১৬ ২২:০৩702398
  • রঞ্জনদা, এতদ্দ্বারা ইমেলের প্রাপ্তিস্বীকার করিলাম। উনিশ তাং প্রাতঃকালে তালা ভাঙিবার চাবিখানিও গুপ্তস্থল হইতে বাহির করিবেন - তাহারই প্রতীক্ষায় উদগ্রীব রহিয়াছি।
  • pinaki | 90.254.154.105 | ১২ মে ২০১৬ ২২:৫৬702399
  • কাল কলকাতার একটা ছেলের সাথে কথা হচ্ছিল। মদন নিয়ে ওর বক্তব্য হচ্ছে মদন ছিঁচকে চোর সে নিয়ে সন্দেহ নেই। কিন্তু যে টাকা ও খেয়েছে সেই দিয়ে নিজে ফ্যামিলি সহ ফূর্তি করেছে। কামারহাটির লোকেদের পেছনে তো কাঠি করতে যায় নি। কিন্তু উল্টোদিকে কে? মানস মুখার্জী। সে লোকের পেছনে কি পরিমাণ কাঠি করেছে সিপিএম আমলে তা তো লোকে ভুলে যায় নি। তাহলে মদন কেন জিতবে না?

    যার সাথে কথা হল সে কিন্তু তিনোমূলের সাপোর্টার নয়। এমনকি নিজের কেন্দ্রে জোটকেই ভোট দিয়েছে। কিন্তু যেহেতু কামারহাটি অঞ্চলে ব্যাবসার কারণে দীর্ঘসময় কাজ করেছে, মানস মূখার্জীর কার্যকলাপ সম্পর্কে হাড়ে হাড়ে অবহিত। ইন ফ্যাক্ট এই যে অসীম দাশগুপ্তের আপ্তসহায়ক গণেশ দে, যাকে কিনা কিছুদিন আগে সিপিএম তাড়ালো সারদা কেসে জড়িত থাকার জন্য, সে যে একটা আদ্যন্ত করাপ্ট লোক এটা আমার এই ছেলেটির কাছ থেকেই শোনা - সেই ২০০৬ এ। কাজেই এর তথ্য আমি খুব একটা ভুল হতে দেখি নি। তো তার বক্তব্য, অসীম দাশগুপ্ত সব জেনে ধৃতরাষ্ট্র হয়ে ছিলেন এতকাল, ওনার চোখের সামনে গনেশ দে টাকা খেয়ে যেত - এ কি লোকে বোঝে না? নাকি এত সহজেই সব ভুলে যাবে? তাহলে কেন অমিত মিত্র খড়দায় জিতবে না?

    কাজেই মদন, অমিত মিত্র এরা জিতলে বুঝতে হবে এরকম ভাবে ভাবার লোক কম নেই।
  • cm | 127.247.97.144 | ১২ মে ২০১৬ ২৩:০১702401
  • অপরের অসুবিধে না করে টাকা চুরির রেসিপিটা পেলে বড় ভাল হত। মদনবাবু লিখে ফেলতে পারেন। ইকনমি চড়্চড় করে এগুবে।
  • PT | 213.110.242.23 | ১২ মে ২০১৬ ২৩:১৩702402
  • জাস্টিফিকেশন কি আর গাছে ফলে?
    গণেশ দে সারদার দায়ে বিতাড়িত হলেও দল বা অসীম দাসগুপ্তের দোষ কাটে না কিন্তু কোটি টাকার লুঠের দায়ে জেলবন্দী নেতার গ্রহণযোগ্যতা বেশী? এমন কুযুক্তি তো বাপের জন্মে শুনিনি। তা ঐ বন্ধুটিকে বলুন যে মদন আর গণেশের সম্পত্তি (ছেলের বৌএর গলার হার ও বৌভাতে লোক খাওয়ানোর খরচ সহ) একবার তুল্যমুল্য বিচার করে দেখতে। যে টাকা সারদা-মদনে লুঠেছে তা কি কামারহাটির প্যায়রাবাগানের গাছে ঝুলত? কতগুলো লোক গলায় দড়ি দিয়েছে তার হিসেব কে করবে?
    বললেই হয় যে মনুষ্যজীবন ছেড়ে ছাগল হব পিতিগ্গে করেছি। তার জন্যে এত হাবিজাবি বকা কিসের জন্য?
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ২৩:২৪702403
  • পিনাকিবাবুর দোস্ত কি চীটফান্ডে টাকা রেখেছিলেন?
  • পিনাকি বাবুর চেনা ছেলে | 119.177.246.149 | ১৩ মে ২০১৬ ০০:০১702404
  • সিরিয়াসলি এরকম বলেছিল, ওনাকে খোরাক করে নি তো?

    - মদন ছিঁচকে চোর সে নিয়ে সন্দেহ নেই। কিন্তু (সারদার) যে টাকা ও খেয়েছে সেই দিয়ে নিজে ফ্যামিলি সহ ফূর্তি করেছে। কামারহাটির লোকেদের পেছনে তো কাঠি করতে যায় নি। তাহলে মদন কেন জিতবে না?

    - অসীম দাশগুপ্ত সব জেনে ধৃতরাষ্ট্র হয়ে ছিলেন এতকাল, ওনার চোখের সামনে গনেশ দে টাকা খেয়ে যেত - এ কি লোকে বোঝে না? তাহলে কেন অমিত মিত্র খড়দায় জিতবে না?
  • Pinaki | 95.229.73.124 | ১৩ মে ২০১৬ ০০:৪৪702405
  • আরে এরকমই বলল। বক্তব্যটা হল মদনকে কামারহাটির লোকেদের ডায়রেক্ট ঝেলতে হয়নি। তারা মানস মুখার্জীকে সরাসরি ঝেলেছে এককালে। এটা একটা কম্পারিজন। অন্যদিকে খড়দার সেটটা আলাদা। সেখানে লোকে তুলনা করবে অমিত মিত্রর সাথে। সেখানে তুলনাটা মদনের সাথে করবে না। আমি শুনে একটু অবাকই হয়েছি। কিন্তু ভেবে দেখলাম মে বী এই যুক্তিবোধ লোকের মধ্যে নিশ্চয়ই চলে। নইলে মদনকে টিকিট দিল কেন? ঐসব দিকে ক্লাব ইত্যাদিকে হাতে রাখা ভোট পাওয়ার একটা বড় হাতিয়ার। মানস মুখার্জীও তাই করত। বেলঘরিয়া উত্সব। বিশাল বড় করে।
  • Pinaki | 95.229.73.124 | ১৩ মে ২০১৬ ০০:৫১702406
  • আর ওর কাছে হিসেব খুব পরিষ্কার। ও বলে আমি ব্যাবসা করে খাই। টাকা আমাকে সিপিএমকেও ভুরি ভুরি দিতে হয়েছে। তিনোদেরও দিতে হয়েছে। এখন তিনোদের প্রায় সবাই নেতা। তাই অনেককে দিতে হচ্ছে। সিপিএমের সময় প্রসেস স্ট্রীমলাইন্ড ছিল। তাই এবার সিপিএমকে দিয়েছি ভোট।
  • Pinaki | 95.229.73.124 | ১৩ মে ২০১৬ ০০:৫২702407
  • মানে টাকা খাওয়ানোর প্রসেস।
  • Ekak | 53.224.129.50 | ১৩ মে ২০১৬ ০১:১২702408
  • মানুষ টাকা খাওয়া নিয়ে অত ভাবিত নয় যতটা আমরা নেট দুনিয়ায় হাল্লা করি । যে লোক কোনদিন এক লাখ চোখে দেখেনি তার সামনে যদি দুটো অপশন থাকে যাদের একজন একশো কোটি খেয়েছে আরেকজন হাজার কোটি , সে আলাদা করে কোনো পার্থক্যই করতে পারবে না ।

    আমরা যখন সততার ক্ষেত্রে কয়ান্তায়জেষণ এর কথা বলে চেন্চাই তখন একটা জিনিস ভুলে যাই । এইযে আপনি পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ -উপগ্রহ দেখেন এর মধ্যে কোনটা কত বড় মাথা ঘামান ? সবই এক রকম দেখায় কারণ আমরা সবার থেকেই অনেক দুরে আছি । সোশাল মিডিয়া তে থাকাকালীন আমরা একটা আলাদা আই ভিউ পাই বা পেয়েছি বলে ভাবি যাতে স্পেস এর মেম্বার দের কয়ান্তায়স করতে চাই । কিন্তু সাধারণ মানুষের কাছে সব নেতাই চোর এবং কে কত কোটি খেয়েছে বিচার্য না ।

    মানুষ দেখে তার প্রাত্যহিক জীবনের ত্রান্সাক্সনে কোনো পরবর্তন আসবে কিনা । না এলে বয়ে গ্যাছে ওসব নিয়ে মাথা ঘামাতে ।

    আর সরদার মত দুর্নীতির প্রভাব গ্রামের ভোটে পরেনা । চাষী বাসী রা ধান তোলার সীসনে ওরকম স্কীমে প্রতিবছরই কাঁচা টাকা রাখে , মার যায় , কদিন দুঃখ করে আবার ভুলে যায়, আবার পরের্বছর কেও তাদের মাথায় হাত বুলোয় । বরং যে সমস্ত এজেন্ট শহরের নেটয়ার্ক এ কাজ করেছিল সেখানে চাপ । শ্রমিক দের কাছে দশ বিশ হাজার টাকা হারানো ভোলা মুশকিল ।
  • S | 108.127.180.11 | ১৩ মে ২০১৬ ০১:১৫702409
  • এই একজনকে পাইসি যার লেখাতে আমার থেকেও বেশি বানান ভুল আর টাইপো থাকে।
  • avi | 125.187.34.160 | ১৩ মে ২০১৬ ০১:২৪702410
  • ওটা ওনার সিগনেচার স্টাইল, লাইক গাঙ্গুলী আগেইনস্ট শর্ট বলস। এখন বেশ ধাতস্থ হয়ে গেছি, গড়গড়িয়ে পড়ে যাই। দিব্বি লাগে। এবং পুরো ব্যাপারটার মধ্যে একটা শৃঙ্খলা আছে, রেগুলারলি ইরেগুলার। :-)
  • Ekak | 53.224.129.50 | ১৩ মে ২০১৬ ০১:৫৬702412
  • ৫৫% -৬০% মানুষ পিকটোরিয়াল ফর্মে রীডিং করতে পারে । পুরো ওয়ার্ড ওরকম বানান করে পড়েনা । বর্ণ দের আপ -ডাউন কার্ভ আর কন্টেক্স্ট থেকে বুঝে নেয় । যেমন "সারদা " কে "সরদা " লিখলে মাথা আলাদা করে কোনো চেক করবেনা নিয়ারেস্ট ওয়ার্ড "সারদা " ধরে নেবে এক্ষেত্রে । "সরোদ " লিখলে মাথা একবার চেক করবে এটা সরোদ বাজানোর কন্টেক্স্ট কিনা । প্র্যাকটিস হয়ে গেলে এই পার্সেন্টেজ টা ৭৫% -৮০% এ উঠে যায় কারণ তখন ব্যাক অফ দ্য মাইন্ড ডিক্সনারী তৈরী হয়ে যায় । ৭৫% কে রীচ করতে পারলে ,আর ধরে ধরে বানান লেখার দরকার কি । বর্ণ বিভ্রাট করে কনটেক্সচুয়াল কিন্তু উল্টো মানে দাঁড়ায় এরকম বানান না লিখে ফেললেই হলো । সেটুকু খেয়াল থাকে ।
  • Mmu | 99.87.178.253 | ১৩ মে ২০১৬ ০৩:৪৩702413
  • এগুলো কি ?
    উত্তর - এরকম বহু ঘটনা ৩৪ বৎসরে ভুলে গেছি ।
    তাই না ?

    ও হ্যাঁ একটা ভুল হয়ে গেল, এটা তো আবার 'সংবাদ প্রতিদিন' পত্রিকা । আচ্ছা একটু অপেক্ষা করি তাহলে । অন্য পত্রিকায় ছাপে কিনা দেখি !

    প্রতিদিন * ১২ মে ২০১৬
    -------------------------------
    এসএফআই করবি না? ছাত্র নেতারা প্রস্রাব খাওয়াল এবিভিপি সমর্থককে
    May 12, 2016 pratidin_admin 0 Comment #ABVP, #ABVPSupporter, #Tripura
    এসএফআই-এর সদস্য না হতে চাওয়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সমর্থকের মুখে প্রস্রাব করা ও জোর করে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠল সিপিএম শাসিত ত্রিপুরায়৷ অভিযোগ বুধবার প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার এ নিয়ে মুখ খোলেননি৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, ঘটনাটি সত্যি এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে৷

    ঠিক কী ঘটেছিল ওই এবিভিপি সমর্থক ছাত্রের সঙ্গে? অলোক দেব নামে ওই ছাত্রটির বয়ান উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, ত্রিপুরার কমলপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অলোক আদতে বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-র সমর্থক৷ তাঁর বাড়ি কমলপুরের আমবাসার শান্তিপাড়াতে৷ এসএফআই-এর সদস্য হওয়ার জন্য অলোকের উপর কয়েকদিন ধরেই জবরদস্তি করছিল বাম ছাত্র শিবিরের নেতারা৷ এদিন তারা একটা হেস্তনেস্ত করার জন্য তাঁকে টার্গেট করে৷

    মঙ্গলবার সেমেস্টারের পরীক্ষা দেওয়ার জন্য কলেজে এলে অলোককে ইতিহাস বিভাগের একটি কক্ষে ডেকে পাঠায় এসএফআই-এর সদস্যরা৷ তাঁকে কয়েক জন মিলে লাগাতার কিল, চড়, লাথি ঘুসি মারে বলে অভিযোগ৷ জখম হয়ে ক্লাসের মেঝেতে পড়ে থাকা অলোকের মুখে এক এসএফআই সমর্থক প্রস্রাব করে৷ তাঁর মুখ খুলিয়ে সেই প্রস্রাব দফায় দফায় গিলতে বাধ্য করা হয়৷ অলোকের পকেটে ছিল বই কেনা ও এক বন্ধুকে দেওয়ার জন্য মোট পনেরোশো টাকা৷ সেই টাকাও ছিনিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে৷ জখম অবস্থায় কোনওমতে উঠে দাঁড়িয়ে দু’জন সহপাঠীর সাহায্যে প্রথমে তিনি অধ্যক্ষা ছন্দা ভট্টাচার্যকে সব জানানোর চেষ্টা করেন৷ কিন্তু অধ্যক্ষা সেই সময় তাঁর ঘরে ছিলেন না৷ বাড়ি পৌঁছে বাড়ির লোকজন ও পাড়ার বাসিন্দাদের সব জানান অলোক৷ এরপর থানায় তিনজনের নামে এফআইআর করেন তিনি৷ যে তিনজন এসএফআই নেতার নামে অত্যাচার, ভয় দেখানো ও খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন দেবাঞ্জন দাস, মনোজ সিনহা এবং বীরজিত্‍ দেববর্মা৷ ঘটনার খবর কানে যেতেই রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব অলোককে দেখতে যান৷ এখনই দোষীদের গ্রেফতার করা না হলে তিনি বড় আন্দোলন ও অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন৷
  • Mmu | 99.87.178.253 | ১৩ মে ২০১৬ ০৪:০৯702414
  • *** * এরকম ঘটনা ৩৪ বৎসরে বহু ঘটেছে, এখন আমরা ভুলে গেছি ।
  • Ekak | 53.224.129.50 | ১৩ মে ২০১৬ ০৪:২০702415
  • ভুলবো ক্যানো । দিব্য মনে আছে । এসেফাই এর হারামজাদা দের সঙ্গে ক্যাচালের অভিজ্ঞতা সবারই আছে কলেজ লাইফে । যারা সিপুএম ছিল তারা বাদে । দামড়া হয়ে পার্থক্য এইটুকুই হয়েছে যে বোঝা গ্যাছে এগুলো সিপুএম -কংগ্রেস এর ব্যাপার না । পাল্টা মার দিতে হবে । দরকারমত এলাই করতে হবে । দল দেখলেই ভেঙ্গে দিতে হবে । বাঙালিকে কোনভাবেই দল পাকিয়ে থাকতে দেওয়া যাবেনা । ওই ছেলেটাও বড় হতে হতে বুঝে যাবে । মার দেওয়ার বয়েস তো চলে যাচ্ছেনা । কোনো সহানুভুতি নয় ,ভবিষ্যতের জন্যে শুভেচ্ছা রইলো ।
  • PT | 213.110.242.8 | ১৩ মে ২০১৬ ০৭:০০702416
  • লোকে মনে রাখে? সত্যি?

    আমার কিশোরবেলায় সোদ্পুরে পাইপগান এবং কাতান শোভিত পারিষদ পরিবৃত হয়ে ইন্দিরা কং-এর নান্টু গুন্ডাকে এলাকায় দেখতাম। তরুণ তুর্কিদের অনুপ্রেরণায় এশিয়ার মুক্তিসুর্যের হয়ে ভোট করানোর জন্য এলাকায় ভয় দেখিয়ে যেত দিনে একবার করে। সেই লোকটা কামারহাটির কাছেরই এক জায়গার তিনো বিধায়ক।

    জাস্টিফিকেশনের দরকার কি? বললেই হয় যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জঙ্গলের রাজত্ব কায়েম করেছি। জঙ্গলেই তো ঘাস-পাতা বেশী পাওয়া যায় যায়। তাতেই তো ছাগল জন্ম সার্থক।
  • নাগরিক | 127.194.66.41 | ১৩ মে ২০১৬ ০৭:০২702417
  • SFI এর মার দেবার জাস্টিফাই ও করবে অনেক লোক , এই গুরুতেও।সেটা করতে গিয়ে ভুলে যাবে এতে intolerance এর বিরুদ্ধে লড়াই এর নীতিগত অবস্থান দুর্বল হয়ে যায় , পাল্টা মার খেলে তখন কোন মুখে প্রতিবাদ করবে ! মানুষ কে তখন পাশে পাবে না । পাপ বাপ কেও ছাড়ে না, অপরাধের ভিসিয়াস সাইকেল ঘুরতে থাকে । বাংলার অভিজ্ঞতা থেকে তো শেখা উচিত
  • pi | 24.139.209.3 | ১৩ মে ২০১৬ ০৭:২১702418
  • পিনাকীদার পোস্ট পড়ে মনে পড়লো, কিছু লোকজনের কাছে শুনে এলাম, শহর বা মফস্বলেও নারদা টারদা নিয়ে লোকের তেমন রাগ নেই। বলছে ঐ তো পাঁচ লাখ টাকা, ওসব বা ওর থেকেও বেসি তো রাজনৈতিক দলগুলো নিয়েই থাকে। এরা তাও কিছু কাজ করেছে যেগুলো দেখা যাচ্ছে, যেমন রাস্তাঘাট, নর্দমা, আলো। কন্যাশ্রী , নায্যমূল্যের ওষুধ আর সাইকেলের কথাও বললেন।
    কিন্তু ভোটটা এনারা জোটকেই দেবেন। কারণ ঠিক সিপিএম সমর্থক বলা যাবে কিনা জানিনা, কিন্তু ভোটটা বরাবরই সিপিএম কে দেন ঃ)। এবং দিদিকে নিয়ে তুমুল খোরাক টোরাকও করে থাকেন।
    এগুলো বললেন ঐ তবে সইত্যের খাতিরে কইতেই হয় টাইপের টোনে।
  • কল্লোল | 125.242.154.196 | ১৩ মে ২০১৬ ০৮:০৪702419
  • এই একটা ব্যাপার বুঝতে পারি না।
    ১)তিনো না করে এসএফাই বা এভিপি করছে বলে তার মুখে পেচ্ছাপ করে দেওয়া হলো - ছি ছি ছি
    ২)এভিপি না করে তিনো বা এসএফাই করছে বলে তার মুখে পেচ্ছাপ করে দেওয়া হলো - ছি ছি ছি
    ৩)এসএফাই না করে তিনো বা এভিপি করছে বলে তার মুখে পেচ্ছাপ করে দেওয়া হলো - ওঃ ৭২-৭৭ আমাদের কিভাবে নির্যাতন করা হয়েছে ভুলে গেলেন সবাই?
    আরেঃ দরকারে তাদের একাংশের সাথেই তো হাত মেলাতে হলো।
    খোলা মনে ছি ছি ছি করতে ক্ষীই ক্ষষ্ট!!!
  • সইত্যের খাতিরে | 103.115.95.207 | ১৩ মে ২০১৬ ০৮:০৬702420
  • নারদায় যে রেট দেখিয়েছে, তা খুবই সস্তা - এ অস্বীকার করার তো কিছু নেই । দেখেই মালুম দেয় মা-মাটি-মানুষের সরকার ।
  • PT | 213.110.242.8 | ১৩ মে ২০১৬ ০৮:২৬702421
  • রাজনৈতিক রং ব্যতিরেকেই বলা যায় যে আকাশের নীচে এত খোলা জায়্গা থাকতে কেউ কারো মুখে পেচ্ছাপ করে দেওয়াটা মোটেই সমর্থন করে উল্লাস করার মত ব্যাপার নয়।
    কাজেই ছি ছি করতে অসুবিধে নেই কিন্তু সত্যি SFI ABVP-র মুখে পেচ্ছাপ করেছে তো? নাকি এও সেই "ছেলের রক্ত দিয়ে ভাত মেখে মাকে খাইয়ে দেওয়ার" মত গুল্প?
  • কল্লোল | 125.242.154.196 | ১৩ মে ২০১৬ ০৮:৩৫702423
  • অন্যদের বেলায় ছি ছি করতে গুল্প-টুল্প মনে পড়ে না। এটাও আশ্চর্য।

    সাঁই বাড়িতে যা ঘটেছিলো সেই একই কান্ড বহু সিপিএম বাড়িতেও ঘটেছে ৭০এ নকশাল ও নব-যুব কংগ্রেস ঘটিয়েছে। একই কান্ড নকশাল বাড়িতেও ঘটেছে - সিপিএম ও নব-যুবরা ঘটিয়েছে। ঐ নৃশংস কাজ যারা ঘটায়, বিশেষ করে যখন ঘটায়, তখন তারা পিশাচে পরিনত হয় - এর মধ্যে সিপিএম-নকশাল-কংগ্রেস-তৃণমূল-বিজেপি নেই। একাজ বাংলাদেশে পাকিস্তানি ও তাদের দালাল বাঙ্গালীরা করেছে, গুজরাটে গুজরাটিরা করেছে, সিরিয়ায় আইসিস করছে।
    এটা গুল্প ওটা গুল্প নয়, এভাবে ভাবার কোন অবকাশই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন