এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৮৪৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৫:৪০704342
  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এর রিপোর্ট আর আনন্দবাজার পরে গেলো গেলো রব তোলা ফেসবুকীয় পণ্ডিতদের তথ্য মিলছেনা , আমি অবিশ্যি অর্থনীতি বুঝিনা তাই কেউ যদি ব্যখ্যা করেন - আসল চিত্র টা ঠিক কি ?

    নূতন ব্যবসায়িক সংস্থার বৃদ্ধি ঃ-
    ষষ্ঠ ইকনমিক সেন্সাস অনুযায়ী নূতন ব্যবসায়িক সংস্থার জাতীয় গড় বৃদ্ধির অনুপাত 41.8% ঃ- 
উত্তর প্রদেশে 67.4% বৃদ্ধি ,তামিলনাড়ু মাত্র 15.6%, কর্ণাটক মাত্র 15% আর পশ্চিমবঙ্গ ? 41.4% -জাতীয় গড়ের তুলনায় সামান্য কিছু কম কিন্তু তামিলনাড়ু , কর্ণাটক এমনকি মহারাষ্ট্রের তুলনায় বেশী । অর্থাৎ পশ্চিমবঙ্গে বিগত জমানার তুলনায় নূতন ব্যবসায়িক সংস্থার বৃদ্ধি হয়েছে 41.4% এমনকি তামিলনাড়ু , কর্ণাটক এর তুলনায় প্রায় তিন গুন বেশী । তাহলে নূতন সংস্থা আসছেনা এই দাবীর ভিত্তি কি ?

    গ্রামাঞ্চলে নূতন ব্যবসায়িক সংস্থার বৃদ্ধি ঃ-
    উত্তর প্রদেশ 11.43%, মহারাষ্ট্র 10.49%, তামিলনাড়ু 8.6%,অন্ধ্রপ্রদেশ 7.25% আর পশ্চিমবঙ্গ 10.10% বৃদ্ধির হার ডবল ডিজিট এর অধিক । এই পাঁচটি রাজ্যে সারা দেশের গ্রামাঞ্চলের নূতন ব্যবসায়িক সংস্থার বৃদ্ধির হারের ৫০% এর অধিক সংগঠিত হয়েছে । বাকি ৩১ টি রাজ্য মিলে বাকি ৫০% । অর্থাৎ নূতন সংস্থা , গ্রামাঞ্চলে নূতন ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি এবং তার সাথে নূতন কর্মসংস্থান সৃষ্টি ষষ্ঠ ইকনমিক সেন্সাস এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে যথেষ্ট আশাজনক এবং অন্যান্য উন্নত রাজ্যের তুলনায় খুব কম নয় ।

    পার ক্যাপিটা NSDPঃ-
    পার ক্যাপিটা NSDP বৃদ্ধির হার বামফ্রন্ট সরকারের আমলে ২০০৮-২০০৯ সালে নেমে আসে মাত্র 3.05%( হতে পারে আমেরিকার সাব প্রাইম ক্রাইসিস এর জন্য দায়ী ),বামফ্রন্ট সরকারের শেষ অর্থ বছরে এই বৃদ্ধির গড় উঠে আসে 5.08% কিন্তু
    বর্তমানে এই গড় বৃদ্ধির হার (২০১৪-২০১৫ ) 6.42% । বর্তমান সরকারের 'পুওর ইমেজ’ এর বিপরীত তথ্য । পার ক্যাপিটা NSDP বৃদ্ধির হার পশ্চিমবঙ্গ ভারতের গড় বৃদ্ধির হারের তুলনায় বেশী এবংদিদির শাসনকালের প্রথম বছর বাদ দিলে প্রতি বছরই বেশী । তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা NSDP পারফরম্যান্স বিগত দশ বছরের তুলনায় বেশ ভালো ।

    রাজ্যের ঋণ ঃ-
    পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা NSDP পারফরম্যান্স ছাড়াও দিদির সরকার সামগ্রিক ভাবে রাজ্যের এবং রাজ্যবাসীর মাথার ওপর ঋনের ভার এবং অনুপাত কমাতে সক্ষম হয়েছেন । ২০১৫ বাজেট অনুসার বাজার থেকে নূতন ঋণ নেওয়া স্বত্বেও বর্তমান ঋণের অনুপাত 35% ( SDP) । যদিও বর্তমানে এই ঋণের অনুপাত খুব একটা কম নয় কিন্তু ২০১১ সালে এই ঋণের অনুপাত ছিল 41.9% সেই কথা মাথায় রাখলে বর্তমান সরকার সামগ্রিক ভাবে রাজ্যের এবং রাজ্যবাসীর মাথার ওপর ঋনের ভার প্রায় 7% এর মত কমাতে সক্ষম হয়েছেন ।

    এখন আরও মাইক্রো ইকনমিক ফ্যাক্টর রেজিস্টার্ড শিল্প , কৃষি , সার্ভিস সেক্টর , সরকারী ক্ষেত্র ইত্যাদি বর্তমান কিন্তু রাজ্য শ্মশান হয়ে গেল এই হাহাকার ষষ্ঠ ইকনমিক সেন্সাস এর রিপোর্ট বা RBI রিপোর্টের এর সাথে মিলছেনা । তবে বিশেষজ্ঞ গন ভালো বলতে পারবেন ।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৫:৪৩704453
  • দেবব্রত বাবু এগুলো চট করে কিছু বলা যায়্না। আপনি লিন্ক দিলে দেখে বলতে পারি।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৬:০২704506
  • দুটো অবজারভেশন খুব জলদিঃ
    ১) ২০১৩ জানুয়ারি থেকে ২০১৪ এপ্রিলের মধ্যে এটি সম্পন্ন করা হয়। এর আগেরটি করা হয় ২০০৫ এ।
    ২) চ্যাপ্টার ৭ এ রয়েছে কম্পারিজন ২০০৫ ও ২০১৩ র মধ্যে। বছর বছর কম্প্যারিজম তো পেলাম না।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৬:০৮704517
  • এই রিপোর্টে ইকনমিক অ্যাক্টিভিটির দুটো পরিমাপ করা হয়েছেঃ নাম্বার অব এস্টাবলিশমেন্ট্স আর এম্প্লয়্মেন্ট। CAGR দেখলে দুটোর কোনোটিতেই পব প্রথম ১০টি রাজ্যের মধ্যে নেই (টেবিল ৭।২)।

    এর থেকে বেশি তো এই রিপোর্টে দেখছি না। অন্য কোনো রিপোR্ত থাকলে জানাবেন। দেখবো।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৬:১৮704539
  • s আমার কফিউসন শুরু এই আজকের হিন্দুর রিপোর্ট টা নিয়ে , লিঙ্ক টা দিলাম ঃ- U.P. tops growth in enterprises, jobs - The Hindu http://www.thehindu.com/business/Economy/article8426989.ece এর ভেতরে পশ্চিমবঙ্গ বিষয়ে বলা আছে দেখছি
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৬:২৪704550
  • এই রিপোর্টে তো সেন্সাসের কোনো কথাই নেই???
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৬:২৯704561
  • বললাম তো এই গ্রোথ হয়েছে ২০০৫ থেকে ২০১৩ এর মধ্যে। আর হিসেবের প্যারামিটার দুটও বলে দিলাম। অতেব ঐ রিপোর্টে ভালো বা মন্দ কিছুই দেখা যাচ্ছে না।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:০১704343
  • রিপোর্ট আপনি যে লিঙ্ক তা দিয়েছেন তার পরবর্তী একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে (জুলাই ২০১৪ ) তাতে আসছে Percentage Growth in Total Number of Establishments (Excluding Crop Production, Plantation, Public Administration, Defence & Compulsory Social Security Services Activities) and Employment in 2013 (Sixth EC) as compared to 2005 (Fifth EC)

    Establishments এর ক্ষেত্রে ন্যাশনাল গ্রোথ রেট 41,73% পশ্চিম বঙ্গ 41,20%( কর্ণাটক মাত্র 14,97%,তামিলনাড়ু 16,11%)
    Employment এর ক্ষেত্রে ন্যাশনাল গ্রোথ রেট 34,34% পশ্চিম বঙ্গ 20,35% ( কর্ণাটক মাত্র 15,24%,তামিলনাড়ু 13,22%)

    লুরু এবং সেন্নাই কে দিদি গুনে তিন গোল দিয়েছে ।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:০৭704354
  • ২০১৪ তে যে রিপোর্টটি বেড়িয়েছে সেটি ইন্টেরিম রিপোর্ট ছিলো। আমি যে লিন্কটি দিয়েছি সেটির রিলিজ ডেট ৩১-মার্চ-২০১৬। আর কম্প্যারিজন আছে তো কিন্তু ২০০৫ এর সাথে ২০১৩। এই পুরো সময়টার শ্রেয় যদি দিদিকে দিতে চান তাহলে সেটাকে অন্ধ তিনোভক্তি ছাড়া আর কি বলবো।

    তাছাড়া এটি নাম্বার অব এস্টাব্লিশমেন্টের। অতেব ১ জনের একটি দোকানও এই হিসেবের মধ্যে পড়ছে।
  • b | 24.139.196.6 | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:১৩704365
  • কোনো সংখ্যা ১ থেকে ২ হলে ১০০% বৃদ্ধি, কিন্তু ২০০ থেকে ২৫০ মাত্র ২৫% বৃদ্ধি।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:১৬704376
  • না দিদি কি দেব কেন দিদির ২ বছর আর পূর্বের ৬ বছর । এই নিয়েই তো রিপোর্ট । আপনার লিঙ্ক আর আমার উল্লিখিত ইন্টেরিম রিপোর্ট এ অল্প %এর ফারাক আছে দেখছি যেমন আপনার রিপোর্টে Employment এর ক্ষেত্রে পশ্চিম বঙ্গের গ্রোথ রেট 24,09% আমি উলটে কম লিখেছি । আর কোন সংস্থায় কত লোক কাজ করে তারও হিসাব আছে দেখলাম ।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:২৩704387
  • হ্যা " কোনো সংখ্যা ১ থেকে ২ হলে ১০০% বৃদ্ধি, কিন্তু ২০০ থেকে ২৫০ মাত্র ২৫% বৃদ্ধি।" সঠিক কিন্তু সেই তত্ব মনিপুর বা আসামে প্রযোজ্য হলেও পশ্চিমবঙ্গে বা মহারাষ্ট্রে নয় এই সমস্ত রাজ্য ইতিমধ্যে কেও ১৫০ কেউ ১৭৫ এ বসে আছেন । এই সার্ভে অনুসার পশ্চিমবঙ্গ টপ ৫% রাজ্যের মধ্যে পরে - নাম্বার অফ এস্টাব্লিশ্মেন্ট এবং নাম্বার অফ এমপ্লয়মেন্ট হিসাবে ।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:২৮704398
  • ২০১৩ঃ
    নাম্বার অব এস্টাবলিশমেন্টসঃ
    পবঃ ৫.৯ মিলিয়ন
    তামিলঃ ৫.০৩ মিলিয়ন

    এম্প্লয়মেন্টঃ
    পবঃ 11.9 মিলিয়ন
    তামিলঃ 11.7 মিলিয়ন

    লোকসংখ্যা (২০১১)ঃ পবঃ 91 মিলিয়ন, তামিল ৭২ মিলিয়ন।
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ১৮:৩১704409
  • GSDP constant price 2014-15
    তামিলঃ ৯৭৬৭০৩ কোটি, পবঃ ৮০০৮৬৮ কোটি।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ১৯:০৯704420
  • একটু কর্ণাটক এবং গ্রোথ রেট টাও দিন
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ২০:০৪704431
  • রাজ্য ভিত্তিক ঋণ এবং GSDP অবস্থান

    পশ্চিম বঙ্গ ঃ-বামফ্রন্ট ২০১১ -২০১২ - 40.4% ,
    পশ্চিম বঙ্গ ঃ- তৃনমূল ২০১৪-২০১৫ - 34.3% ( তথ্য সূত্র ঃ- RBI)

    তৃনমূল বাজার থেকে ঋণ , ক্লাব , মেলা, অনুদান ইত্যাদি করলেও উল্টে ঋণ কমিয়েছে প্রায় ৬%।

    ২০০৫ -২০০৮ পশ্চিমবঙ্গের গড় রেভেনিউ ডেফিসিট ৩.3%
    ২০০৮-২০১০ পশ্চিমবঙ্গের গড় রেভেনিউ ডেফিসিট 4.9%
    ২০১০- ২০১৩ দিদির জমানা পশ্চিমবঙ্গের গড় রেভেনিউ ডেফিসিট কমে দাঁড়ালো ২.9%
    ২০১৩-২০১৪ দিদির জমানা পশ্চিমবঙ্গের গড় রেভেনিউ ডেফিসিট কমে দাঁড়ালো ১.7%
    ২০১৪-২০১৫ দিদির জমানা পশ্চিমবঙ্গের গড় রেভেনিউ ডেফিসিট কাহানী খতম PRD/GSDP পসিটিভ 2.7 %
    গেলো গেলো রব টিকছে ? সমস্ত সূত্র RBI
  • S | 108.127.180.11 | ০৩ এপ্রিল ২০১৬ ২৩:২৫704442
  • ঋণ কমেনি। GSDP বেড়েছে।
  • Debabrata Chakrabarty | ০৩ এপ্রিল ২০১৬ ২৩:৫৪704454
  • GSDP বেড়েছে সেই অনুপাতে ঋণ ,পূর্বে কি ছিল ঋণ বেশী GSDP কম । সাথে ব্যালেন্স ডেফিসীট ?
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ০০:১৮704476
  • হ্যাঁ ডেট/ (নমিনাল GSDP) কমেছে। ২০১৩-২০১৫ এই দুবছরে পবের নমিনাল ও রিয়েল গ্রোথ বেশ ভালই। তাছাড়া রেভিনিউ কালেকশান ইম্প্রুভ করেছে। আর 13 ফাইনান্স কমিশানের কাছ থেকে নাকি কিসব কনসেশান পেয়েছে (এইটা এখনো ঠিক বেড় করতে পারিনি)।

    আর কর্ণাটক নিয়ে তুলনার করার কিছুই নেই - পব ওদের থেকে অন্তত বিগত ১০-১৫ বছর এগিয়েই থেকেছে।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ০০:৩২704487
  • Finance Minister Arun Jaitley today said the state will get Rs 2,85,200 crore during 2015-20, which is nearly three times the amount it received in the previous five years of UPA-2 regime.

    "During 2010-15, West Bengal received a total tax devolution of Rs 1,03,539 crore. Between 2015-20, this amount will increase to Rs 2,85,200 crore," Jaitley said.

    In the last full year of the UPA government (2013-14), West Bengal received a total amount of tax devolution, Finance Commission grants and planned transfers of Rs 42,029.22 crore.

    "In the first full year of the NDA government -- 2015-16, this amount will be raised to Rs 63,578 crore," the post said.

    অতেব এইবারে যেই সরকারে আসুক, আগামী পাঁচ বছরে আপনি হঠাত করে ফাইনান্সিয়ালের উন্নতি দেখতে পাবেন যদি না সেই সরকার কিছু ম্যাসিভ অ্যামাউন্টে ছড়ায়।
  • S | 108.127.180.11 | ০৪ এপ্রিল ২০১৬ ০১:০৯704489
  • inabhesTamenT:
    http://www.wbidc.com/images/pdf/Investments_2010-11.pdf
    ২০১০-১১ তে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ইম্প্লিমেন্টেডঃ ১৫০০০ কোটি ও ৩১০০০ জনের এমপ্লয়মেন্ট।

    অন্যদিকে ২০১৫-১৬ র বাজেট স্পিচঃ
    http://www.salestaxindia.com/Online/Latest/WB_Budget_speech_2015-16.pdf

    Since May 2011 to December 2014, the total investment implemented or under implementation amounts to Rs. 84,211.85 crores. As a result huge employment opportunities are being created. In addition, investment proposals to the tune of Rs. 55,855.15 crores have been received. Another Rs. 2,43,000 crores worth of investment proposals have been received in the recently held Bengal Global Business Summit taking the total proposals on the table to around Rs. 3 lakh crores.(Rs. 2,98,627 crores). This investment will also generate huge employment opportunities.

    এইবারে ২০১৬-২০১৭র বাজেট স্পিচঃ
    http://www.wbfin.nic.in/writereaddata/Budget_Speech/2016_English.pdf
    In the recently concluded Bengal Global Business Summit 2016, the State received investment proposals worth Rs.250254 crores. In addition, 488 manufacturing units with investment of Rs.88,552.95 crores are under construction.
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ০৭:২৬704490
  • তাহলে মোটা মোটা কি দাঁড়ালো যে দিদি এমন কিছু ছড়ায়নি বরং আপনি বলছেন " ডেট/ (নমিনাল GSDP) কমেছে। ২০১৩-২০১৫ এই দুবছরে পবের নমিনাল ও রিয়েল গ্রোথ বেশ ভালই। তাছাড়া রেভিনিউ কালেকশান ইম্প্রুভ করেছে। " তাহলে এত গেলো গেলো রব কেন ?
  • PT | 213.110.242.6 | ০৪ এপ্রিল ২০১৬ ০৭:৫০704491
  • ওঃ!! ভোটের মুখে মুখে এই প্রচার করাটাই আসল উদ্দেশ্য ছিল?
  • Debabrata Chakrabarty | ০৪ এপ্রিল ২০১৬ ০৮:২৩704492
  • এই তো পিটি বাবু এসে পড়েছেন । আরে ভোটে কিছু হচ্ছেনা আমাদের ব্লগ আর কয় জনই বা পরে । কথা তথ্য নিয়ে হচ্ছে ।
  • PT | 213.110.242.6 | ০৪ এপ্রিল ২০১৬ ০৯:১১704493
  • আপনি এসে পড়েছেন বলে আমাকে আসতেই হল। চা-বাগানের নিবন্ধের মাওব্যথী ও এই নিবন্ধের তিনোব্যথী যোগটি স্পষ্ট করে দেওয়ার জন্যে।

    অমন তথ্য আগের সরকারের আমল সম্পর্কেও প্রচুর দেওয়া হয়েছে বা খুঁজলেই পাওয়া যেত। সেসব নিয়ে আপনাকে কখনো রা কাড়তে দেখিনি।
  • dc | 132.174.189.142 | ০৪ এপ্রিল ২০১৬ ০৯:৩১704494
  • ওদিকে আবার শিশির বাজোরিয়া নামের একজন কলিকাতার পলিটিশিয়ানের নাম পড়লাম। এনার নাম আগে শুনিনি, তবে ইকো টি বলছে ইনি নাকি আগে সিপিএম ঘনিষ্ঠ ছিলেন আর ২০১৪তে বিজেপি জয়েন করেছেন। আজ জানলাম পানামা সিগারেট এনার বিশেষ প্রিয়।
  • aranya | 154.160.226.93 | ০৪ এপ্রিল ২০১৬ ০৯:৫০704496
  • 'চা-বাগানের নিবন্ধের মাওব্যথী' - অদ্ভুত অভিযোগ!!
    চা বাগান নিয়ে লেখাতে মাওবাদের নামগন্ধ ছিল বলে মনে পড়ছে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন