এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ষষ্ঠ ইকনমিক সেন্সাস এবংপশ্চিম বঙ্গের প্রকৃত অর্থনৈতিক অবস্থা

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১৬ | ২৮৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:২৪704563
  • দাদা ওটা তো বাজেটেড এস্টিমেট। আসল এস্টিমেট দেখতে হবে। কারণ বাজেটে লোকে কিনা বলে?

    যেমন নেট রেভিনিউ ডেফিসিটঃ
    ২০১৩-২০১৪ র বাজেটেড এস্টিমেটঃ ৩৪৮৮ কোটি
    ২০১৩-২০১৪ র রিভাইস্ড এস্টিমেটঃ ১২০৬৯ কোটি।

    ২০১৪-২০১৫ র বাজেটেড এস্টিমেটঃ ০
    ২০১৪-২০১৫ র রিভাইস্ড এস্টিমেটঃ ১০৩৬২ কোটি।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:৩০704565
  • দেবব্রতবাবু এটা ঠিক ধরেছেন, আমি আপনার মত অতটা পন্ডিত নই। আমার ঘোরাফেরা খুবই ক্ষুদ্র পরিসরে। সেই জন্য পন্ডিতদের সমঝে চলি। আপনি অবশ্য অনেক কিছুই জানেন। সে জন্যই আপনার কথায় ভরসা করছিলাম, তবে সেটা একটু কমছে। পুরন্দর ভাটের লেখাটা পড়ুন, আপনার লেখার ভাটত্ব আশাকরি বুঝবেন ।
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:৩২704566
  • আরো গল্প আছেঃ

    নেট রেভিনিউ ডেফিসিটঃ
    ২০১৩-২০১৪ র বাজেটেড এস্টিমেটঃ ৩৪৮৮ কোটি
    ২০১৩-২০১৪ র রিভাইস্ড এস্টিমেটঃ ১২০৬৯ কোটি।
    ২০১৩-২০১৪ র আসলঃ ১৮৯১৫ কোটি।

    ২০১৪-২০১৫ র বাজেটেড এস্টিমেটঃ ০
    ২০১৪-২০১৫ র রিভাইস্ড এস্টিমেটঃ ১০৩৬২ কোটি।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:৩৩704567
  • dc খুবই ভালো প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় ডেটা সোর্স দিয়ে দিলে আর দায় থাকেনা। সোর্সের বিশ্বাস যোগ্যতার সাথেই সেই তথ্যের বিশ্বাস যোগ্যতা। যারা ncrb তে দুবছর ডেটা দেয়নি তাদের ভরসা করা শক্ত।
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:৪০704568
  • পুরো পিকচারঃ

    নেট রেভিনিউ ডেফিসিটঃ
    ২০১৩-২০১৪ র বাজেটেড এস্টিমেটঃ ৩৪৮৮ কোটি
    ২০১৩-২০১৪ র রিভাইস্ড এস্টিমেটঃ ১২০৬৯ কোটি।
    ২০১৩-২০১৪ র আসলঃ ১৮৯১৫ কোটি।

    ২০১৪-২০১৫ র বাজেটেড এস্টিমেটঃ ০
    ২০১৪-২০১৫ র রিভাইস্ড এস্টিমেটঃ ১০৩৬২ কোটি।
    ২০১৪-২০১৫ র আসলঃ ১৭১৩৭ কোটি।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৩:৪৬704569
  • আপনি যে ফেসবুক বিপ্লবীর পোস্ট উল্লেখ করেছেন তিনি আমার সঙ্গে কথপথনে কি লিখেছিলেন দেখুন
    Purandar Bhat
    Purandar Bhat Jak apni sujoger sodbyabohar korenni.

    2010-11 te Shilpo itpadon chhilo Rs 310 billion seta 2011-12 te kome dnaray Rs 280 billion. Bishal negative growth. Tarpor 2012-13, 2013-14 ar 2014-15 te samanyo recover korechhe, khub samanyoi.

    Ei holo RBI-er table.

    https://www.rbi.org.in/Scripts/PublicationsView.aspx...

    তার সাথে যে টেবিল তা দিয়েছেন সেই টা পড়ুন আর ভাটের দাবীর সতত্যা দেখুন । আপনার ফেবু বিপ্লবী কিন্তু RBI টেবিল ী দিচ্ছেন ।
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:০২704570
  • অতেব পব সরকার রাজ্যকে ডেফিসিট থেকে সারপ্লাস এ নিয়ে গেছে - সেটা ভুল। বাজেটে গভঃ গালভরা ব্যালেন্স দেখিয়ে দেয়। তারপরে যখন হিসেব হয় তখন বোঝা যায় আসলে কি চলছে। বাজেটেড এস্টিমেট থেকে রিভাইস্ড এস্টিমেটের মধ্যে এতো ফারাক, আরো ইন্টারেস্টিঙ্গ হলো রিভাইস্ড এস্টিমেট আর আসলের মধ্যে যে ফারাক।
  • cb | 208.147.160.75 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:০৯704571
  • S এর ১ ৪০ এর সত্যতার উপর গোটা টই টাই নির্ভর করছে
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:০৯704344
  • ১) কারু ব্যক্তিগত কথোপকথন সম্পর্কে উভয়পক্ষের অনুমতি ভিন্ন মন্তব্য করিনা। ওটি পাবলিক পোস্ট তাই শেয়ার করেছি। টেবিল খুলছেনা।

    ২) ঐ লেখা থেকেই পাচ্ছি, “প্রথমে যেটা বলা প্রয়োজন যে পর্যালোচিত সময়ের মধ্যে (২০০৪-২০১৪), বাম আমলে (২০০৪-২০১১) রাজ্যের গড় বার্ষিক মাথাপিছু আয় বৃদ্ধি তৃণমূলের আমলের (২০১১-২০১৪) চেয়ে বেশি হয়েছে। বাম আমলে সংখ্যাটা বার্ষিক ৫।৫৫% আর তৃণমূলের আমলে ৫।০৪%। ” আপনি যে সুবিধেমত জানলা স্থির করেছেন, সে দিকেই নির্দেশ করা আর কি।

    ৩)“ যেটা প্রথমেই চোখে পড়বে যে কৃষি ক্ষেত্র বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই তৃণমূল বাম আমলের তুলনায় পিছিয়ে। জাতীয় বৃদ্ধির সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে বাম আমলে বার্ষিক গড় কৃষি বৃদ্ধির হারে জাতীয়র চেয়ে রাজ্য অনেকটাই পিছিয়ে ছিল, তৃণমূলের আমলে রাজ্যে কৃষি বৃদ্ধির হার খানিক বেড়েছে আর জাতীয় কৃষি বৃদ্ধির হার কমেছে ফলে দুটোর মধ্যে তফাৎ কমেছে। আমাদের দেশে কৃষি এবং কৃষি সংলগ্ন উত্পাদন অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। সরকার বিনিয়োগের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নতি করে এই নির্ভরতা কমাতে পারে কিন্তু সেটা লম্বা প্রক্রিয়া। যে সময়সীমা নিয়ে আমরা আলোচনা করছি এখানে তার মধ্যে সেচ ব্যবস্থার উন্নতি কৃষি উত্পাদন বৃদ্ধির কারণ হতে পারে না। এই কৃষি উত্পাদন বৃদ্ধি পুরোটাই আবহাওয়ার বদান্যতায় ঘটেছে, রাজ্য অনুকুল আবহাওয়া পেয়েছে আর দেশের অন্যত্র প্রতিকুল। আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের মূল্যও কৃষিবৃদ্ধির হারের ওপর প্রভাব ফেলে থাকতে পারে কিন্তু সেটাও রাজ্যের এখতিয়ারের বাইরে, আবহাওয়ার বদান্যতার মতই সেটাও ভাগ্যেরই ব্যাপার। ”

    ৪) “ এবার আসা যাক পরিষেবা। এই পরিষেবা ক্ষেত্রই আসলে তৃণমূলের আমলে রাজ্যের আয় বৃদ্ধিকে জাতীয় আয়বৃদ্ধির ওপরে নিয়ে যেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। যদিও এই ক্ষেত্রেও বাম আমলে বৃদ্ধির হার তৃণমূলের আমলের চেয়ে বেশি কিন্তু বাম আমলে বৃদ্ধির হার জাতীয় বৃদ্ধির হারের চেয়ে কম ছিল। ২০১১-২০১৪-এর ভেতর পশ্চিমবঙ্গে পরিষেবা বৃদ্ধির হার ০।৫১% কমলেও জাতীয় স্তরে পরিষেবা বৃদ্ধির হার কমেছে আরো বেশি, ৩।৭%। আমাদের রাজ্যের অর্থনীতিতে পরিষেবাই সবচেয়ে বড় ক্ষেত্র তাই পরিষেবার বৃদ্ধির হারের পার্থক্যের ফলেই জাতীয় আয় বৃদ্ধির চেয়ে রাজ্যের আয় বৃদ্ধি বেড়ে গেছে। পরিষেবার কোন ক্ষেত্রর জন্যে এই বৃদ্ধি? পরিষেবার মধ্যে অনেক কিছুই পড়ে যেমন শিক্ষা, স্বাস্থ্য, হোটেল এবং রেস্তোরাঁ, নির্মান, রিয়াল এস্টেট, ব্যাংক এবং বিমা ইত্যাদি। এই গুলোর মধ্যে কোনটার বৃদ্ধির গতি তৃণমূলের আমলে সব চেয়ে বেশি? উত্তর হলো রিয়াল এস্টেট। রিয়াল এস্টেটের গড় বার্ষিক বৃদ্ধির হার তৃণমূল জমানায় বেড়ে দাঁড়িয়েছে ১০।১% যেখানে বাম আমলে তা ছিল ৬।৭%।
    রিয়াল এস্টেট যে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটা পরিসংখ্যানের মাধ্যমে পরিষ্কার হবে। ২০০৫ থেকে ২০১১-এর ভেতর রাজ্যে শিল্প উত্পাদন বেড়েছিল ৮,৮৩৫ কোটি টাকা আর রিয়াল এস্টেট পরিষেবায় উত্পাদন বাড়ে ৬,৪৫৮ কোটি টাকা। তৃণমূল সরকারের আমলে অর্থাৎ ২০১১ থেকে ২০১৫ এর মধ্যে শিল্প উত্পাদন বেড়েছে মাত্র ৯৫৫ কোটি টাকা কিন্তু রিয়াল এস্টেট পরিষেবায় উত্পাদন বেড়েছে ৯,৪০৫ কোটি টাকা! অর্থাৎ তৃণমূলের আমলে রিয়াল এস্টেটে উত্পাদন বেড়েছে শিল্পের তুলনায় ১০ গুন!!”
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:১১704345
  • স আপনি আমার পোস্ট কি পড়েছেন RD অনেক ভাগ আছে তাইনা ?
    RD /GSDP
    GFD /GSDP
    PD /GSDP
    PRD /GSDP

    বর্তমান অবস্থায় GFD/GSDP:- 1.9 অর্থাৎ গ্রস ডেফিসিট এখনো 1,9% অফ GSDP ( ঋণের সুদ ইত্যাদি ) এইবার এর সংজ্ঞা বা অর্থ কি ? Gross Primary Deficit is Gross Fiscal Deficit less interest payments. Net Primary Deficit is Net Fiscal Deficit minus net interest payments. ( কত ইন্টারেস্ট পেমেন্ট করেছে আমাদের রাজ্য বিগত লোণের জন্য ? )

    Definition: Gross Primary Deficit is Gross Fiscal Deficit less interest payments. Net Primary Deficit is Net Fiscal Deficit minus net interest payments. Net interest payment is interest paid minus interest receipt.

    Description: A shrinking primary deficit indicates progress towards fiscal health. The Budget document also mentions deficit as a percentage of GDP.
    এইবার দুটি পয়েন্ট বলুন রাজ্য কত ইন্টারেস্ট পেমেন্ট করেছে আমাদের রাজ্য বিগত লোণের জন্য ? তাই GFD/GSDP:- 1.9 অর্থাৎ গ্রস ডেফিসিট এখনো 1,9% অফ GSDP বর্তমান ।

    DeBT/GSDP কমেছে কি বেড়েছে ?

    প্রাইমারি ডেফিসিট কমছে না বাড়ছে ( A shrinking primary deficit indicates progress towards fiscal he alt)
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:১৯704346
  • "S এর ১ ৪০ এর সত্যতার উপর গোটা টই টাই নির্ভর করছে"

    লিন্কঃ
    http://wbfin.nic.in/writereaddata/Budget_Speech/2014_English.pdf

    http://wbfin.nic.in/writereaddata/Budget_Speech/2015_English.pdf

    http://wbfin.nic.in/writereaddata/Budget_Speech/2016_English.pdf

    তিনটেই পব সরকারের ওয়েবসাইটে রয়েছে। অমিত বাবুর নিজের ডিপার্টমেন্ট। উনার নিজের স্পীচ। প্রত্যেকাটা লিন্ক খুললে একটা করে পিডিএফ পাবেন। সেইগুলোর লাস্ট পাতায় চলে যাবেন।

    ২০১২-২০১৩ র টাও লিখে দিঃ
    বাজেটেডঃ ৬৮৫৮
    রিভাইস্ডঃ ১৩৩০৮
    আসলঃ ১৩৮১৫
  • cb | 208.147.160.75 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:২৬704347
  • থ্যান্কস S

    আর বিশেষ কিছু বলার নেই। আসল চিত্র এরকম না হলেই খুশি হতাম
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:৩১704348
  • করঞ্জাখ বাবু ঃ- এই হোল আপনার ফেবু বিপ্লবীর পোস্টের RBI টেবিল যেটি উনি নিজেই দিচ্ছেন https://www.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=16449

    আর এই তার সামারি RBI থেকে ঃ- ২০০৯ ২০১০ থেকে -
    ২০০৯-২০১০ পশ্চিম বঙ্গে এগ্রি ৫৩৯ .91
    ২০১০-২০১১ পশ্চিম বঙ্গে এগি 524.58 ( নেগেটিভ গ্রোথ )
    ২০১৪ -২০১৫ পশ্চিম বঙ্গে এগ্রি 577.00

    ২০১০ -২০১১ ‘র তুলনায় কৃষি তে বৃদ্ধি ঃ- ১০%

    ২০০৯-২০১০ ইন্ডাস্ট্রি ঃ- 283.50
    ২০১১-২০১২ ইন্ডাস্ট্রি ঃ- 280.86 ( নেগেটিভ গ্রোথ -দিদির প্রথম বছর )
    ২০১৪-২০১৫ ইন্ডাস্ট্রি ঃ- 319.72

    ২০০৯ -২০১০ এর তুলনায় শিল্পে বৃদ্ধি ঃ- 12.72% এটি যাকে উধ্রিত করছেন তার দেওয়া টেবিল , দেখুন তো খোলে কি না
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:৩৪704349
  • দেবব্রত বাবু আপনি যেটা বলতে চাইছেন সেটা হলো যে লোনের ইন্টারেস্ট দেওয়ার কারণে ডেফিসিট থাকছে। ২০১৪-১৫ র যে নাম্বার (রেশিও) আপনি দেখছেন সেটা বাজেটেড, আর আসল হিসেব ওর থেকে অনেক বেশি।

    আসল রেভিনিউ ডেফিসিটঃ ১৭১৩৭ কোটি।
    ইন্টারেস্টের পরিমাণ মনে হয়ঃ ৯০০০-১০০০০ কোটির আশে পাশে হবে। কমও হতে পারে।

    ২০১৩র ফেবরুয়ারির খবরঃ
    West Bengal will not pay interest on central loans for 3 years: Mamata Banerjee
    http://articles.economictimes.indiatimes.com/2013-02-02/news/36703945_1_central-loans-central-taxes-mamata-banerjee
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৪:৩৯704350
  • আরেকটা কথা বলে দিঃ

    যেখানে বাজেটেড এস্টিমেট, রিভাইস্ড এস্টিমেট, আর আসলের মধ্যে এমন বিশাল ফারাক সেখানে একটা টেবিলে প্রথম বছরের আসল, সেকেন্ড বছরের রিভাইস্ড এস্টিমেট, আর তৃতীয় বছরের বাজেটেড এস্টিমেট দেখিয়ে একটা ট্রেন্ড দেখানোর প্রয়াস দেখে অবাক আর হতাশ হই।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৫:৩২704351
  • RBI টেবিলে (https://www.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=16449) কিছু ইন্টারেস্টিং তথ্য পাচ্ছি।

    দুটো বড়ো ভাগ আছে, এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি।

    এবার আপনি যেমন বলছেন, পবর গ্রোথ রেট এদুটোতেই পজিটিভ। তবে কম্পারিসন এক ইয়ার ধরে করলেই হয়, অর্থাত এগ্রিতে আপনি ২০১০ -২০১১ ‘র তুলনায় কৃষি তে বৃদ্ধি হিসেব করলেন ১০%, তাহলে ইন্ডাস্ট্রিতেও ২০১০-১১ ধরেই করুন। সেটা করলে ইন্ডাস্ট্রির গ্রোথ রেট দাঁড়ায় মাত্র ৩%। এটা কি হেল্দি গ্রোথ রেট বলা যায়?

    একটু তুলনা করি তামিল নাড়ুর সাথে। এই একই পিরিয়ডে ইন্ডাস্ট্রির গ্রোথ রেট ছিল ১২% আর কৃষির ছিল ৮।৮% (হিসেবে ভুল করলাম কিনা একটু চেক করে নেবেন।

    তাহলে যে প্রশ্নটা, মানে গেল গেল রব কেন, সেটার কি কিছুটা উত্তর পাওয়া যাচ্ছে?
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৫:৩৪704352
  • আগের পোস্ট দেবব্রতদাকে
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৫:৫২704353
  • নেট রেভেনিউ ডেফিসিট কি ? S বাবু ?
    এখন ডেফিনেসন ব্যখ্যা করতে গেলে তো মুশকিল তাও বাকিদের জন্য যারা আপনার তথ্য পড়ে ভাবছেন সেকি RBI কি পাগল ? না দেবব্রত গোলাপি তথ্য দিচ্ছে !

    What is revenue deficit?
    A mismatch in the expected revenue and expenditure can result in revenue deficit. Revenue deficit arises when the governments actual net receipts is lower than the projected receipts. On the contrary, if the actual receipts are higher than expected one, it is termed as revenue surplus. A revenue deficit does not mean actual loss of revenue.

    ধরা যাক একটি রাজ্য বছরের প্রথমে ধরে নিল আমরা এই বছর ১০০ টাকা রেভেনিউ পাব এবং সেই অনুযায়ী ৯০ টাকা খরচ করব , তাহলে নেট রেভেনিউ দাঁড়াবে ১০ টাকা কিন্তু বছর শেষে দেখা গেল আসলে রেভেনিউ এসেছে ৮০ টাকা কিন্তু খরচ রয়ে গেছে ৮৫ টাকা which is Rs 15 lesser than the budgeted net revenue and called as revenue deficit. তাতে কি এসে গেলো ? অর্থনীতির বাচ্চারা এই হিসাব জানে সব রাজ্যে সব দেশে revenue deficit হয় । এই revenue deficit কি ভাবে ম্যানেজ হয় ? ঋণ নিয়ে । সমস্য হয় তখন যখন GSDP/RD অনুপাত বেড়ে যায় । আগে সেটি ছিল বর্তমানে নেই । বোঝা গেল ?

    এই বিষয়ে CAG রিপোর্ট 2011 পশ্চিম বঙ্গ ঃ-
    The State had a Re venue Deficit of `17,274 crore a nd a Fi scal Def icit of `19,535 crore re presenting 3.75% an d 4.25% of the Gross Sta te Domestic Produ ct (GSDP)1. T he Fisca l Deficit constituted 29% o f to tal expenditure. This deficit w as met fro m Pub lic Debt (`17,954 crore), increased liabilities in Public Account (`1,646 crore), contribution from the Contingency Fund( `3 crore), and ne t of open ing and closing cash balance(-`68 crore). Around 70% of the revenue receipts (`47,264 crore) of th e State Go vernment wa s spent o n co mmitted e xpenditure like Salaries (`10,729crore), Intere st paymen t (`14,517crore) and P ensions (`8,078crore).

    http://agwb.cag.gov.in/html/(ag(ae))/accounts/AccountsAtGlance/2010_11_AAG.pdf
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৫:৫৯704355
  • আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য, ওপরের টেবিল থেকেই।

    পবতে ২০১০-১১ থেকে ২০১৪-১৫ তে টোটাল ইন্ডাস্ট্রি গ্রোথ রেট ৩% (আগেই বলেছি)।

    এর মধ্যে রেজিস্টার্ড ইন্ডাস্ট্রির গ্রোথ রেট কতো? -১৬%!!!
    আর আনরেজিস্টার্ডের গ্রোথ রেট ২৩%

    তামিল নাড়ুর সাথে তুলনা করলে, রেজিস্টার্ড ইন্ডাস্ট্রির গ্রোথ রেট ৭% আর আনরেজিস্টার্ড ১২% (ওভারল ৮।৮%)

    তাহলে সিঙ্গুর এফেক্টটা কি কিছুটা বোঝা যাচ্ছে? আশা করি মানবেন যে রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি প্রেফারেবল।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:০৭704356
  • dc গুড রিপোর্ট এবং টেবিল পড়ছেন আপনি পশ্চিম বঙ্গে থাকুন কারন বামেরা হাওয়ায় চেঁচাচ্ছে (তামিল নাড়ু পরে আসছি ) অনেক ভাগ আছে কৃষিতে এবং শিল্পে নিশ্চয়ই দেখেছেন সামারি এই রকম ঃ-
    ২০০৯-২০১০ পশ্চিম বঙ্গে এগ্রি ৫৩৯ .91
    ২০১০-২০১১ পশ্চিম বঙ্গে এগি 524.58 ( নেগেটিভ গ্রোথ )
    ২০১৪ -২০১৫ পশ্চিম বঙ্গে এগ্রি 577.00

    ২০০৯ -২০১০ ‘র তুলনায় কৃষি তে বৃদ্ধি ঃ- 6।৮৬% ( রিভাইস করলাম ২০০৯-২০১০ বছর হিসাবে ধরে )

    ২০০৯-২০১০ ইন্ডাস্ট্রি ঃ- 283.50
    ২০১১-২০১২ ইন্ডাস্ট্রি ঃ- 280.86 ( নেগেটিভ গ্রোথ -দিদির প্রথম বছর )
    ২০১৪-২০১৫ ইন্ডাস্ট্রি ঃ- 319.72

    ২০০৯ -২০১০ এর তুলনায় শিল্পে বৃদ্ধি ঃ- 12.72%

    তাহলে যদি কৃষিতে নেগেটিভ গ্রোথ থেকে ২০০৯-২০১০ এর হিসাবে 6,86% গ্রোথ হয় এবং একই বছরের অনুপাতে শিল্পে 12,72% ওই চাকলাদার বাবুর ফেসবুক বিপ্লবীর ভাটের পোস্ট কি টেকে ?
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:১৪704357
  • দেবব্রত বাবু, এইরকম এগজ্যাম্পল ইন্টারনেটে ভুড়ি ভুড়ি আছে। আর অর্থনীতি আমিও অল্প স্বল্প পড়েছি। তবে অবশ্যই আপনার মতন পন্ডিত নই।

    আমি যে অন্কটা দিচ্ছি সেটা হলোঃ নেট রেভিনিউ ডেফিসিট = -(রেভিনিউ রিসিট - রেভিনিউ এক্সপেন্ডিচার)

    রেভিনিউ রিসিট মানে হলো পাতি কথায় আয় (লোন না নিয়ে বা অ্যাসেট বিক্কিরি না করে)।
    রেভিনিউ এস্কপেন্ডিচার মানে হলো পাতি কথায় ব্যায় (লোন শোধ বা অ্যাসেট কেনা না ধরে)।

    অতেব হিসাব এক্কেবারে ঠিক আছে। আপনি নতুন কোনো ইকনমিক্সের বাচ্চা ছেলে ধরে আনুন।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:১৭704358
  • dc " রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি প্রেফারেবল। " উত্তর না , তবে দরকার , কেন " না " তার জন্য ইকো সেন্সাস পড়তে হবে কারন ছোট ইন্ডাস্ট্রির সাথে বেশী এমপ্লয়মেন্ট জড়িত -আর আপনি দেখুন দিদির প্রথম বছর বামদের শেষ বছরের তুলনায় শিল্পে নেগেটিভ গ্রোথ কিন্তু ২০০৯-২০১০ তুলনায় প্রায় সমান , কারন মধ্যে টাটা এফেক্ট । কিন্তু টাটা নেই তাতে পশ্চিমবঙ্গের গ্রোথ শিল্পে ২০০৯ -২০১০ এর তুলনায় শিল্পে বৃদ্ধি ঃ- 12.72% দিদি কে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা
  • S | 108.127.180.11 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:২৩704359
  • " রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি প্রেফারেবল। " উত্তর না

    ১) ছোটো মানেই আনরেজিস্টার্ড নয়
    ২) ইকো সেন্সাসের প্রথমেই লেখা (ইঙ্গিত দেওয়া) আছে যে আনরেজিস্টার্ড ইন্ডাস্ট্রি ঐ হিসাব থেকে বাদ। (সেকশন 1.4.2)
    ৩) রেস্জিস্টার্ড ইন্ডাস্ট্রিতে এনাফ জব নেই বলেই লোকে আনরেজিস্টার্ড ইন্ডাস্ট্রি জয়েন করে।
    ৪) আনরেজিস্টার্ড ইন্ডাস্ট্রির লোকেদের স্কিল লেভেল কম হয় আর ইউনিয়ন নেই বলে ওয়েজ রেট কম হয় আঅর এক্সপ্লয়টেশন বেশি।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:২৯704361
  • তাতে কি হোল ? রেভিনিউ রিসিট মানে হলো পাতি কথায় আয় কে বারন করেছে - আয় কত ছিল আর কত হয়েছে , ধার কত ছিল তার অনুপাত আর নূতন ধার কত তার অনুপাত ? এইটা CAG পশ্চিমবঙ্গ ২০১১ " The State had a Re venue Deficit of `17,274 crore a nd a Fi scal Def icit of `19,535 crore re presenting 3.75% an d 4.25% of the Gross Sta te Domestic Produ ct (GSDP) আপনি নিজে কি বলেছেন নিজের পোস্টে দেখেছেন ? “ হ্যাঁ ডেট/ (নমিনাল GSDP) কমেছে। ২০১৩-২০১৫ এই দুবছরে পবের নমিনাল ও রিয়েল গ্রোথ বেশ ভালই। তাছাড়া রেভিনিউ কালেকশান ইম্প্রুভ করেছে।”
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:২৯704360
  • রেজিস্টার্ড ইন্ডাস্ট্রিতে বোধায় ওয়ার্কারদের কিছু সুযোগ সুবিধে থাকে যা আনরেজিস্টার্ড ইন্ডাস্ট্রিতে থাকে না। রেজিস্টার্ড মানে আমি যদ্দুর জানি ফ্যাক্টরি অ্যাক্টের আওতায় পড়ে, এর সাথে ছোট বড়োর ডাইরেক্ট সম্পর্ক নেই। কুড়িজনের বেশী হলেই ফ্যাক্টরি অ্যাক্টের আওতায় আসার কথা।

    আর বড়ো ইন্ডাস্ট্রির সাথে অনেক অনুসারী শিল্পও থাকে যা ছোট ইন্ডাস্ট্রিতে থাকেনা।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:৩১704362
  • হ্যাঁ S এর চার নং পয়েন্ট মাথায় রেখেই বলেছিলাম রেজিস্টার্ড ইন্ডাস্ট্রি প্রেফারেবল।
  • Debabrata Chakrabarty | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:৩৫704363
  • dc ঃ- আমার প্রশ্ন ইকোনমিক নীতি বড় শিল্প ছোট শিল্প কৃষি ইত্যাদি দিয়ে নয় প্রশ্ন এই যে গেলে গেলো রব পশ্চিম বঙ্গ শ্মশান হয়ে গেলো সেই দাবী কি টিকছে ? কৃষি তে গ্রোথ , শিল্পে গ্রোথ ( সব মিলিয়েই শিল্প ) নারেগা রেকর্ড ভালো , রেভেনিউ কালেকশন বাড়ছে , দেনার অনুপাত কমছে এই সত্য অস্বীকার কোন তথ্যের ভিত্তিতে ? বাকি দিদি কি করল , দু টাকা চাল , লাখ চাকরী অন্য প্রশ্ন , পোস্টের উদ্দেশ্যও নয় ।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:৩৬704364
  • আর ইয়ে আনরেজিস্টার্ড সেক্টরে ২৩% গ্রোথ দেখে সেই তেলেভাজা শিল্পের কথা মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে যেখানে রেজিস্টার্ড সেক্টর শ্রিংক করছে। দিদিকে সত্যিই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
  • dc | 132.174.69.203 | ০৫ এপ্রিল ২০১৬ ১৬:৪২704366
  • দেখুন পবর তো আগে থেকেই কৃষিতে ভালো গ্রোথ ছিল, সেটা RBI টেবিল থেকেও দেখা যাচ্ছে। এবার শিল্পের গ্রোথ দেখাই যাচ্ছে অনর্গানাইজড সেক্টরে বেশী হচ্ছে, যেখানে একপ্লয়টেশন অনেক বেশী হয়। ওই টেবিলেই দেখুন পবতে রেজিস্টার্ড সেক্টরটা এমনকি ২০০৯-১০ লেভেলেরও নীচে চলে গেছে (১১০ থেকে নেমে ১০৬) অথচ আনরেজিস্টার্ড লাফিয়ে বাড়ছে। এরকম স্কিউড গ্রোথ কিকরে একটা রাজ্যের জন্য ভালো হতে পারে জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন