এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিভি রামনের পরে-কোন বিজ্ঞানে কোন নোবেল নেই ভারতে

    bip
    অন্যান্য | ০৭ অক্টোবর ২০১৬ | ১৯০১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 90056.185.673423.55 | ১২ অক্টোবর ২০১৮ ১১:৫২721236
  • আর দেশের ইন্স্টি গুলোকে ভারত মহাসাগরে ডুবিয়ে আসা উচিত -

    দেশের গ্রাজুয়েশন , পোস্ট -গ্রাজুয়েশন যদি এতোই খারপ তাহলে দেশে এসব পড়ানো বন্ধ করে দিলেই পারে - পিএইচডি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিলেও হয় -

    কিছু পয়সা বাঁচে - সেই টাকায় আরো কিছু মানবপ্রাচীর সিয়াচেনে তৈরী হতে পারে -
  • de | 90056.185.673423.55 | ১২ অক্টোবর ২০১৮ ১১:৫৪721237
  • ডিসি - এই খপ্পরে একেবারে পড়বেন না - বাচ্চাকে নিজে র মতো করে শিখতে দিন - একটু আনন্দে থাকতে দিন -
  • sm | 342323.176.3467.54 | ১২ অক্টোবর ২০১৮ ১২:১১721238
  • খপ্পরে কেউ পড়ে না। পড়তে হয়।
    ভালো রেজাল্ট করলে তবেই ভালো ইনস্টিটিউট এ পাওয়া যায়।
    জি আর ই তে ভালো করলে, তবে ই আমেরিকার ভালো ইনস্টিটিউট এ পাওয়া যাবে। স্কলারশিপ ও মিলবে।
    দেশের ইনস্টিটিউট গুলো য় রিসার্চ করা মানে,দলাদলি ও মুখ শোঁকা শুকির শিকার হওয়া।
    দম বন্ধ পরিস্থিতি!
    এর চেয়ে বিদেশে উচ্চশিক্ষা ও রিসার্চ ঢের বেশি কার্যকর।
  • sm | 7845.15.455623.177 | ১২ অক্টোবর ২০১৮ ১২:২৫721239
  • ফিটজি বা আকাশ এগুলো ইলেভেন টুয়েলভ থেকে নেওয়া উচিত। কেউ কেউ অত্যুৎসাহী হয়ে নাইন টেন থেকে নেয়। নিলে আখেরে লাভ ই আছে।
    কারণ সাকসেস মেকস এ পার্সন সাকসেসফুল!
    আদর ওয়াইজ, বন্ধু বান্ধব রা আই আই টি, জয়েন্ট পেয়ে যাবে আর যে কোচিং নেবে না সে প্রেসিডেন্সি বা সুরেন্দ্রনাথ এ জমা হবে।
    দুটি তেই ভবিষ্যত্ কি বুঝতে পারছেন।))
  • dc | 232312.164.340123.189 | ১২ অক্টোবর ২০১৮ ১২:৩০721240
  • de, আমি সত্যিই চাই না যে আমার মেয়েকে একেবারে ক্লাসের প্রথম পাঁচের মধ্যে থাকতেই হবে। পড়াশুনো করুক, কিন্তু সেটা যেন দমবন্ধ পড়াশোনা না হয়ে ওঠে। ইন ফ্যাক্ট একটা কোচিং ক্লাসের থেকে এক মার্কেটিংএর ভদ্রলোক আমাদের বাড়ি এসেছিলেন, আমি ওনাকে জিগ্যেস করেছিলাম, সবাইকে কেন ইঞ্জিনিয়ারিং বা ডক্তারি পড়তেই হবে? আর সবাইকে কেন ভালো ছাত্র হতেই হবে? তাতে ভদ্রলোক ভারি ঘাবড়ে গেছিলেন ঃ)

    sm, হ্যাঁ বিদেশে উচ্চশিক্ষা হয়তো ভালো হতেও পারে। দেখা যাক।
  • dc | 232312.164.340123.189 | ১২ অক্টোবর ২০১৮ ১২:৩৭721241
  • sm, তা কেন? আমি মেয়েকে এখন থেকেই বলি তুমি যে সাবজেক্টে ইন্টারেস্ট পাবে সেটা নিয়েই পড়বে। মেয়ে গল্প বলতে আর শুনতে খুব ভালোবাসে, তো ও যদি বড়ো হয়ে পারফর্মিং আর্টস এ যোগ দেয় তো আমার কোন আপত্তি থাকবে না। আর আইআইটি বা জয়েন্ট না পেলে যে ভবিষ্যত অন্ধকার সেটাও তো মনে হয়না। বেসিকালি কারুর ভেতরে যদি ইচ্ছে থাকে যে আমি যেটা করছি সেটা ভালোভাবে করবো, তাহলে সে যেকোন কিছুতেই সফল হতে পারে। আর সেই সাফল্য মানেও এই না যে সে বিরাট বিখ্যাত হয়ে গেল। সে নিজে ভালোভাবে কিছু করতে পারলেই হলো। ধরুন কেউ ভালো স্কুবা ইনস্ট্রাকটর হলো, তো সেটাই তার সাফল্য, সেটা নিয়েই সে খুশী থাকতে পারে। আমার মতে সাকসেস নিজের কাছে, অন্যের কাছে না।

    তবে হ্যাঁ, আমার মেয়ে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়ই তো বাধা দেব না, তবে মনে মনে একটু দুঃখ পাব। বড্ডো বোরিং সাবজেক্ট।
  • sm | 7845.15.455623.177 | ১২ অক্টোবর ২০১৮ ১২:৩৮721242
  • ডিসি, আপনি না চাইতেও পারেন। কিন্তু আপনার মেয়ের ওপরেও তো একটা সহপাঠী প্রেশার রয়েছে।
    এটা একটা, টু এজড শোর্ড!
    কোচিং দিলেও বিপদ না দিলেও বিপদ।
    বাঙালি যদি ব্যাবসা করা কে পড়াশোনার আগে রাখে বা দাম দেয়;তখন হয় তো এই ইঁদুর দৌড় কমবে।
    আপাতত কোন লক্ষণ দেখছি না।
  • dc | 232312.164.340123.189 | ১২ অক্টোবর ২০১৮ ১২:৪০721243
  • এটা ঠিক বলেছেন, পিয়ার প্রেশার। আর শুধু সহপাঠী দের থেকে না, আত্মীয়, বন্ধু সবার থেকে। পিয়ার প্রেশার ভয়ানক। তাও চেষ্টা করি মেয়েকে আস্তে আস্তে পিয়ার প্রেশারের ব্যাপারটা নিয়ে বোঝাতে।
  • de | 90056.185.673423.55 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:২৩721244
  • বাচ্চার চাইতেও বাবা-মায়েদের ওপর পিয়ার প্রেশারের এফেক্ট বেশী, বাবা-মা ওটা সামলে নিলে বাচ্চা ঠিকই পারবে -

    আমাদের মুশকিলটা হোলো আমরা সাকসেসের মানে করি কম্পিটিটিভ একজামে সফল হওয়াকে, যেটা কোনভাবেই কোনকিছুর মাপকাঠি হওয়া উচিত নয়, সফলতার নয়, প্রতিভারও নয় - এই দৃষ্টিভঙ্গীর পরিবর্তন বড়োদের মধ্যে না এলে বাচ্চাদের দোষ দিয়ে কি লাভ!

    সফলতা মানে একটা বিষয়কে ভালোবেসে আত্তীকরণ করা - লিভিং উইদ দ্য সাবজেক্ট না হলে আত্তীকরণ হয় না, তার জন্য সময় দরকার - আর এটাও জানা দরকার যে কোনটা কার সাবজেক্ট, সবার জন্য এক ফর্মূলা খাটে না -
  • pi | 7845.29.453423.164 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:২৬721246
  • প্রেসিডেন্সিতে পড়লে কোন ভবিষ্যত নেই? আচ্ছা। অবশ্য কে বলেছেন দেখতে হবে তো।
  • pi | 7845.29.453423.164 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:৩০721247
  • ডিসির ১২ঃ৩০ এত ভাল লাগল! দেদিও আগে এরকম লিখেছিল। এগুলো একেবারেই হক্কথা। নিজেদের অভিজ্ঞতা তাই বলে। কিছু বাবা মা এই আকালেও গড্ডলিকা প্রবাহের বাইরে আছেন দেখে ভাল লাগে।

    বাকি এক্স্পেরিমেন্টাল সায়েন্স দেশে করার কিছু আলাদা অসুবিধা নিয়ে লেখার আছে। শরীর একটু ঠিক হলে লেখার ইচ্ছে রইল।
  • Amit | 9003412.218.78.136 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:৩২721248
  • জাস্ট তিন মাস আগেই আমার স্কুল এর বন্ধুর ছেলে (এ বছর 12th দেবে ) কলকাতায় চার তলার ফ্লাট থেকে লাফিয়ে suicide এর চেষ্টা করেছিল। পা ভেঙে এখন শুয়ে আছে । খবরটা কাগজের এক কোনে এসেছিলো নাকি। আমরা জানলাম WhatsApp এ।

    এই তথাকথিত সাকসেস এর নেশায় যে কত জন শেষ হয়ে যাচ্ছে ।
  • Amit | 9003412.218.78.136 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:৩৪721249
  • Dc এর লেখাটা সত্যি ভালো লাগলো ।
  • de | 90056.185.673423.55 | ১২ অক্টোবর ২০১৮ ১৩:৪১721250
  • বম্বেতে অজস্র বাচ্চাকে রেগুলার ডিপ্রেশনের ওষুধ খেতে হয় - অজস্র সুইসাইড অ্যাটেম্প্ট, সেদিনই একটা বাচ্চা, ক্লাস টুয়েলভের - রাত্তিরবেলা দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ফেরেনি --

    আর কতগুলো জীবন শেষ করে আমরা বুঝবো -

    অনেক দেরী হয়ে যাচ্ছে - বাবা-মায়েদের ইনিশিয়েটিভ নিয়ে এই দৌড় থেকে বেরিয়ে আসতে হবে - না হলে পরের প্রজন্ম বলে আমাদের আর কিছু থাকবে না!
  • PT | 340123.110.234523.6 | ১২ অক্টোবর ২০১৮ ১৪:০২721252
  • কিন্তু এসবের বাইরেও তো একটা রাষ্ট্র বলে বস্তু আছে যে কিনা খরচের প্রায়রিটি নির্ধারণ করে। রাষ্ট্র যদি মনে করে যে লেখাপড়ায় খরচা করাটা গুরুত্বপূর্ণ নয় তার চাইতে পূজোয় আনন্দ করাটা বেশী জরুরী তাহলে নিম্ন, মধ্য কিংবা উচ্চশিক্ষা সেই মাপেই হবে।

    "দু’মাস ধরে বেতন পাচ্ছেন না রাজ্যের ৫০ হাজার শিক্ষক!"
    "গভীর রাতেও পুজোর চেক দিচ্ছে পুলিশ"

    (না, না এই টইকে হীরাভ বানানোর কোন উদ্দেশ্য নেই)
  • sm | 7845.15.234523.207 | ১২ অক্টোবর ২০১৮ ১৪:০২721251
  • বাচ্চা দের সুষ্ঠু ভবিষ্যত্ গড়ার সুযোগ গড়ে দিক না সরকার।
    ইঞ্জনিয়ারিং, ডাক্তারি পড়ে চাকরি পাওয়া যায়, করে খেতে পারে লোকজন।
    জেনারেল সাইয়েন্স পড়ে শেষ অবধি দৌড় তো সেই উচ্চ শিক্ষার জন্য আমেরিকা বা ইউরোপ যাওয়া।
    তাহলে লাস্ট ট্রেন ধরে লাভ কি?
    যদি ডাক্তারি, ইঞ্জিনি়ারিংয়ের লাইনে যেতে হয় তো কোচিং মাস্ট।
    যদি জেনেরাল সাইয়েন্স এ যেতে হয় তো জি আর ই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এতে নিজের ভালো, দেশেরও ভালো।দরকার পড়লে জি আর ই এর কোচিং ও নিতে হবে।
    ফেজ অফ ডিনাইয়াল এ থাকলে তো চলবে না।
    অনেকে আবার ইংলিশ তুলে দেবার মত সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেয়। কিন্তু, নিজের ছেলেমেয়ে কে ইংলিশ মিডিয়ামে ই ভর্তি করে।

    আবার বলছি, বাঙালি যদি ব্যবসা কে চাকরির আগে রাখে, তবে এই ইঁদুর দৌড় শেষ হতে পারে।
  • sm | 7845.15.234523.207 | ১২ অক্টোবর ২০১৮ ১৪:১৩721253
  • এই রে!)))
  • PT | 340123.110.234523.17 | ১২ অক্টোবর ২০১৮ ১৪:৩৭721254
  • না, এটা সিরিয়াস ইস্যুঃ
    আমেরিকার সরকার/ব্যবসায়ী চেয়েছে বিজ্ঞান করতে-তাই ওদেশে বিজ্ঞানচর্চা হয়েছে। সোবিয়েত চেয়েছিল মহাকাশে যেতে তাই স্পুটনিক। তালিকা করতে থাকুন-দেখবেন রাষ্ট্র চেয়েছে বলে বিজ্ঞানচর্চা হয়েছে।
    ব্রিটিশরাও চেয়েছিল পরাধীন ভারতে বিজ্ঞানচর্চা হোক-তাতে হয়্ত তাদের অন্য কোন ধান্দা ছিল। কিন্তু সেই আমলেই নোবেল এসেছে। আরো দু-একটা আসতেও পারত।

    আর চীন?
    "To fully utilize ..... limited resources and explore Chinese medicines, the ****national leadership**** launched programs in an effort to promote the ideas of enhancing the healthcare services through a “combination of Western and traditional Chinese medicines.”.............
    In China, the military institutes started confidential antimalarial research in 1964. In 1967, the Chinese leadership set up a group office for malaria control (abbreviated as the National 523 Office) to coordinate nationwide research.
    তাই আর্টিমিসিনিন, তাই ২০১৫-তে তু ইয়ুইউর নোবেল।

    ভাল ছাত্র, খারাপ ছাত্র, জিআরি, জেইই, প্রেসিডেন্সি বনাম দীনবন্ধু এন্ড্রুজ এসব নিছকই আমড়াগাছী।
  • sswarnendu | 5690012.176.341212.87 | ১২ অক্টোবর ২০১৮ ১৫:২০721255
  • b,
    হ্যাঁ, পরের সবাই দেশেই...
    PT,
    মনে হয় এত সরলরৈখিক নয়৷ সৌদি আরব কিন্তু বেশ কিছুদিন হল টাকা ঢালছে অনেক, কিস্যু হয়নি৷
  • S | 90067.146.9004512.46 | ১২ অক্টোবর ২০১৮ ১৫:৪৮721257
  • "গত প্রায় বছর সাত-আট ধরে আইআইটির এন্ট্রান্স এক্জাম ভারতীয় পড়াশোনার বারোটা বাজিয়ে চলেছে"

    এটা একদম সঠিক কথা। এর ফলে ১৮ ঘন্টা খাটতে পারে এমন কেরানী ছাড়া অন্য কিছু তৈরী হওয়া অসম্ভব।

    কনগ্র্যাচুলেশন ডিসি। মেয়েকে অ্যাসেমব্লি লাইনে না ফেলে হয়তো অন্য অনেক বড় কিছু করার সুযোগ করে দিয়েছেন আপনি। আপনার মতন সত্সাহস খুব কম লোকের আছে।
  • PT | 340123.110.234523.17 | ১২ অক্টোবর ২০১৮ ১৫:৫২721258
  • "সৌদি আরব কিন্তু বেশ কিছুদিন হল টাকা ঢালছে অনেক"
    সাহেব ভাড়া করে নিয়ে এসে বিজ্ঞানচর্চা?
  • sm | 7845.15.234523.207 | ১২ অক্টোবর ২০১৮ ১৫:৫৩721259
  • পিটির পোস্ট আংশিক ভাবে ঠিক।
    সরকার/ব্যবসায়ী, না চাইলে, রিসার্চ ক্ষেত্রে উন্নতি অসম্ভব।
    ধরা যাক, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বর্তমানে,আমেরিকার হেলদোল নেই।
    অন্যান্য দেশ গুলোর মাথা ব্যথার শেষ নেই।
    কিন্তু বাস্তবে হয় তো দেখা যাচ্ছে, আমেরিকা তেই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বেশি রিসার্চ হচ্ছে ও ইনভেস্ট করা হচ্ছে।
    দশ বছর পর হয় তো বড়দা গ্লোবাল ওয়ার্মিং প্রবলেম বলে মান্যতা দিলো ও আন্তর্জাতিক কঠোর আইন প্রণয়ন করতে সাহায্য করলো।
    এবার দেখা গেলো, গ্লোবাল ওয়ার্মিং কমব্যাট করার টেকনোলজি আমেরিকা বেশি আয়ত্ব করে ফেলেছে। সব দেশ কে, সেই টেকনোলজি পয়সা দিয়ে কিনতে হচ্ছে।
    অর্থাৎ দুদিকেই লাভ।
    আপাত দৃষ্টিতে মৌলিক গবেষণার ক্ষেত্রে ও ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গী লুকিয়ে থাকে। থাকাই স্বাভাবিক।
    তবে কৌশল সব দেশে সমান হবে না। চীন ও আমেরিকা একই কৌশল নেবে না। ভবিষ্যতে আন্তর্জাতিক বৃহৎ ঝামেলা গুলো ও এই রীতি নীতি নিয়েই হবে।
  • S | 90067.146.9004512.46 | ১২ অক্টোবর ২০১৮ ১৫:৫৯721260
  • হ্যাঁ এখনো কিছু তেল আর কয়লা বিক্রি করা বাকি আছে। ভবিষ্যতে গ্লোবাল ওয়ার্মিং বা রিনিউএবল টেকনলজি প্রচুর দামে বিক্রি হবে বলাই বাহুল্য। আর সেটাও কে/কারা বিক্রি করবে সকলেই জানে।
  • sm | 7845.15.234523.207 | ১২ অক্টোবর ২০১৮ ১৬:১৬721261
  • ভারতের ,বিদেশের বাজারে যেটুকু পরিচিতি ওই ১৮ঘণ্টার কেরানি দের জন্যই। আর একদল আছে যাঁরা শ্রমিক শ্রেণী। এই সব এন আর আই রা প্রতিবছর প্রায় ৬০--৭০বিলিয়ন ডলার দেশে পাঠায়। কম কথা নয়।সেটাই ব্যাংক থেকে চুরি করে নীরব মোদী ও মালিয়া রা নতুন করে এন আর আই হয়। সে যাকগে।
    কথা হলো, আমার যদি অগাধ পয়সা না থাকে, আমি আমার ছেলে মেয়ে কে প্রফেশনাল লাইনে থাকতেই এনকারেজ করবো। কারণ, সেফ বেট।
    আমার সন্তান যদি বলে আমি সাহিত্য/মিউজিক নিয়ে পড়তে চাই, আমি বলবো, বাপু হে, নিজের খাওয়ার পয়সা জোটাতে পারলে অবশ্যই পড়বে।
    কারণ বিকল্প পথটা দেখানোও আমার কর্তব্য।
    এটা খুবই সংবেদনশীল জায়গা। এখানে হার্ট নয় ব্রেন কাজ করা জরুরী।
    আমার পয়সা থাকলে বিদেশেও পড়তে পাঠাবো। কিন্তু পকেট খালি হলে তো বিলাসিতা সম্ভব নয়।
    ছোট বেলাতে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবো। বাড়ি , ঘর, ব্রিজ বানাবো। কারণ তখন অত বেশি করে সফটওয়ার ইঞ্জিনিয়ার তৈরী হয় নি।
    এখন দেখছি একটা টুয়েলভ পাস প্রোমোটার, তিনটে ইঞ্জিনিয়ার কে পুষতে পারে।
    তাই ভাবি, বাঙালি কালচারে একটু বেশি করে ব্যবসা ঢুকে পড়ুক।
    এই ইঁদুর দৌড়ের সংশয় দূর হবে।
  • S | 90067.146.9004512.46 | ১২ অক্টোবর ২০১৮ ১৬:২৮721262
  • আসলে সব প্রফেশনেরই জায়্গা তৈরী হওয়া উচিৎ। তাতে অর্থনীতিরও মঙ্গল। শুধু আইটি আর এনারাই দিয়ে দেশে চলেনা।
  • sm | 7845.15.234523.207 | ১২ অক্টোবর ২০১৮ ১৬:৪১721263
  • আমাদের দেশে বুরবক রাজনৈতিক নেতা ও পলিসি মেকাররা এটা কোনোদিন ই বুঝতে পারবে না।অগত্যা বিদেশে পাড়ি দেওয়া ই সেফ বেট।
    একজন দক্ষিণী ভদ্রলোক জেনেটিক্স ও ডাইয়াবেটিস নিয়ে কাজ করেন।তাঁর চর্চার বিষয় হলো, একটি বিশেষ ধরনের ডায়াবিটিস ও তার ওপর বিভিন্ন ঔষধের প্রভাব।
    তিনি ওই পার্টিকুলার ডাইবেটিস এর গোটা পোনেরো জেনেটিক ভ্যারাইটি বার করেছেন।
    দেখা যাচ্ছে এক একটি রোগের ওপর এক একটি ঔষধ বেশি বা কম কাজ করছে।
    অর্থাৎ কম্পিউটারে ফেলে দিলে কোন ঔষধ কোন ভ্যারাইটির ওপর বেশি কার্যকরী হবে পিন পয়েন্ট করা যাবে।
    এক কথায় অসাধারণ কাজ। ও বিপুল বানিজ্যিক সম্ভাবনা।
    এটা যেকোন রোগের ক্ষেত্রেই এপ্লাই করা যাবে,অদূর ভবিষ্যতে।
    সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ ও হচ্ছে।
    কিন্তু ভারতীয় বুরবক দের বোঝানো তো না মুমকিন হ্যায়।
    অত এব..
  • AP | 232312.15.3467.241 | ১২ অক্টোবর ২০১৮ ১৬:৪৪721264
  • যদিও কথা অনেকদুর এগিয়ে গেছে,তবু একটু আগে থেকেই শুরু করছি। দে'র পোস্টে বার বার 'কেমিস্ট্রি'র লোকেরা আর দক্ষিণের ডন এক ব্রাকেটে দেখে বেশ খারাপ লাগল। সি এন আর রাও যে আদতে 'কেমিস্ট্রির' লোক তা উনি নিজে তো ভুলেছেনই বিজ্ঞানের জগতের লোকেরাও অনেকেই ভুলেছেন। অজস্র পদার্থবিজ্ঞানী ওঁর ছাত্র। ভারতের বিজ্ঞানের জগতে নিজের ছাত্রদের চাকরী পাইয়ে দেওয়ার জন্য প্রচন্ড ক্ষমতাবান লোক না হলেও চলে, যার যেটুকু ক্ষমতা আছে তিনি সেটুকুই ব্যবহার করেন, না করলেও লোকে তাঁকে গালাগাল দেয় ছাত্রদের দেখেন না বলে। তাই রাও এর মত ক্ষমতাবান মানুষ যে সেটা করবেন তাতে আশ্চর্য কিছু নেই। এখানে আলাদা করে কেমিস্ট্রিতে হয় ফিজিক্সে বা অঙ্কে হয় না বল্লে 'ঘুড়ায় হাসব'। শুধু উনিই ছাত্রদের চাকরী পাইয়ে দেন আর কেউ দেন না, ওঁর ছাত্ররা ওঁর জন্য চাকরী পেয়েছে বাকীরা সব নিজেদের চাকরী নিজেরাই করে নিয়েচে, তেমন দাবী করলেও একই কথা। কথা হচ্ছে ভারতীয় বিজ্ঞানের হাল নিয়ে সেখানে কেমিস্ট্রি না ফিজিক্স , থিয়োরী না একস্পেরিমেন্ট এই ভাবে ভাগাভাগি করলে কিছুই বোঝা যাবে না।

    কিন্তু বিজ্ঞান উপদেষ্টা হিসেবে বিজ্ঞানের গবেষণায় সরকারী অনুদান বড়ানোর জন্য উনি লড়েছেন। আজ রিসার্চ স্কলাররা ভদ্রস্থ মাইনে পায় এবং সেই স্কেলও নিয়মিত বাড়ে, তার জন্য ওঁর অনেক ধন্যবাদ প্রাপ্য। সে সব কথাও উঠে আসা উচিত ছিল। ওঁকে না ধরলে প্রজেক্ট পাওয়া যায় না একথা ঠিক নয় কিন্তু ওঁকে ধরলে প্রজেক্ট এক কথায় পাশ হয় সেটা নিশ্চিত। সে এখন এত বড় ডন হলে সেটুকু সুযোগ তো পাবেনই !
  • dc | 342323.228.568912.254 | ১২ অক্টোবর ২০১৮ ১৭:৩০721265
  • S আরে সেরকম কিছু না :d তবে থ্যাংকস।
  • বাঙাল | 238912.66.347812.182 | ১২ অক্টোবর ২০১৮ ১৮:২০721266
  • কে নোবেল পাবে সেটা কারা, কিভাবে ঠিক করেন? কমিটিতে কজন থাকেন? তারা সকলেই গোটাগুটি ফিজিক্স বোঝেন? সেটা কি সম্ভব?
  • S | 90067.146.9004512.46 | ১২ অক্টোবর ২০১৮ ১৮:২১721268
  • রেকো লেটার দেখে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন