এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • গ্রীন এনার্জি ঃ- একটি মিথ্যা প্রতিশ্রুতি ?

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২১ অক্টোবর ২০১৫ | ১২৬৯৪ বার পঠিত
  • (এখানে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনেই আপনি অথবা আপনার প্রতিনিধি -আমরা ইচ্ছা করেই কর্পোরেট প্রতিনিধিদের এই আলোচনা তে আমন্ত্রণ জানাইনি , আর তাছাড়া তাদের ছাপানো উত্তর আমাদের অজানা নয় ,তেনারা এমনিতেই ভীষণ চিন্তিত এই আমাদের এই একমাত্র বাসস্থানের ‘গ্লোবাল ওয়ারমিং’ এর সমস্যার সমাধানে - সেই সুযোগে আমরা নিজেরাই দেখেনি গ্রীন এনার্জির প্রতিশ্রুতি কতদূর সত্য )

    প্রশ্ন ঃ- গ্রীন এনার্জি - উইন্ড টারবাইন ,সোলার ফটো ভল্টিক এককথায় ‘ গ্রীন টেকনলজি ‘ কি আমাদের পৃথিবী কে বায়ু দূষণের হাত থেকে ‘গ্লোবাল ওয়ারমিং’ থেকে বাঁচাবেনা ?

    উত্তর- আজ্ঞে না । উইন্ড টারবাইন ,সোলার ফটো ভল্টিক প্যানেল, গ্রিড সিস্টেম প্রত্যেকটাই সস্তার ফসিল ফুয়েল ব্যবহারে সৃষ্ট । তেলের,গ্যাসের বা কয়লার দাম যখন যেরকম বাড়তে থাকবে উইন্ড টারবাইন ,সোলার ফটো ভল্টিক প্যানেল বা গ্রিড সিস্টেম ততোই তার ফিসিবিলিটি হারাতে থাকবে ,উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ার দরুন। এমন তো নয় যে উইন্ড টারবাইন ,সোলার ফটো ভল্টিক প্যানেল হাওয়ায় তৈরি হয় , প্রত্যেকের লাগে মেটাল, প্লাস্টিক এবং কেমিক্যাল । উপাদান খনি থেকে আহরণ, কারখানাতে পাঠানো,প্রসেস করা এবং নানাবিধ ধাপ গুলি পেরিয়ে তবে একটি সোলার ফটো ভল্টিক প্যানেল বা উইন্ড টারবাইন এর মোটর তৈরি হয় -এই পুরো পধ্বতিটার প্রত্যেক ধাপেই ছড়িয়ে আছে ধ্বংস ,পাহাড় জঙ্গল খুঁড়ে অ্যালুমিনিয়াম ,লোহা ,রেয়ার আর্থ মিনারেল সংগ্রহের চেনা লুণ্ঠন পদ্ধ্বতি ,জল দূষণ ,কলনাইজেসান ,দাস শ্রমিক ,গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং সর্বোপরি বৃহৎ পুঁজিবাদী মুনাফা ।

    গ্রীন এনার্জি বা রিনিউবেল এর প্রাথমিক উপাদান একটি সিমেন্ট বা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মতই মেটাল এবং এনার্জি নির্ভর। সিমেন্ট ফ্যাক্টরি বা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি যেমন ফসিল ফুয়েল এর সস্তার বিদ্যুৎ ব্যবহার না করে এক কিলোগ্রাম সিমেন্ট বা অ্যালুমিনিয়াম উৎপাদনে অক্ষম ঠিক তেমনই উইন্ড টারবাইন ,সোলার ফটো ভল্টিক প্যানেল উৎপাদনেরও একই পদ্ধ্বতি, সাথে নিয়মাগিড়ি পাহাড়ের মত অসংখ্য পাহাড়ের বুক চিরে অ্যালুমিনিয়ামএর উপাদান এবং খনির থেকে সিলিকা আহরণ সাথে সভ্যতার সুপ্রাচীন 'silicosis’ এর পুনর্জন্ম প্রদানের বাড়তি উপসর্গ ।

    শুরুর থেকে শেষ পর্যন্ত তথাকথিত ‘ রিনিউএবেল এনার্জির’ চলন বাকি বস্তু উৎপাদন পদ্ধ্বতির মতোই ধ্বংসাত্মক ,গত ১৫০-২০০ বছর ধরে যে সর্বাত্মক লুণ্ঠন আমাদের প্রগতির নামে বিক্রি করা হচ্ছে , রিনিউএবেল এনার্জি সেই তুলনাতে বিন্দুমাত্র পৃথক নয় ,রিনিউএবেল এনার্জি তত্বগত ভাবে যে সামান্য দূষণের অবসান ঘটাবে সে নিয়ে আমরা আদৌ চিন্তিত নই ,আমরা চিন্তিত পৃথিবীর সর্বাত্মক স্বাস্থ্যের অবনতির বিষয়ে ।

    প্রশ্ন ঃ- কি বলছেন? রিনিউএবেল এনার্জি যেমন ধরুন সোলার ,উইন্ড বা জিওথারমাল কি আপনার মনে হয়না আমাদের ক্ষতিগ্রস্ত প্রকৃতির ভারসাম্য ফেরত নিয়ে আসবে ?

    উত্তর ঃ- পুনরায় ‘না’ । উইন্ড এবং সোলার আমাদের কাছে তুলে ধরা হয়েছে আমাদের এনার্জি সমস্যার দূষণ হীন সমাধান হিসাবে , কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন , দীর্ঘ কয়েক দশকের প্রয়াসের অবশেষে ২০১২ সালে পৃথিবীর এনার্জি সাপ্লাইয়ের মাত্র ১% উইন্ড এবং মাত্র 0.2% সোলার এর মাধ্যমে উৎপাদিত -পৃথিবীর এনার্জি সাপ্লাইয়ের মাত্র ৫%অংশীদার হতে গেলে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন তা বিপুল । রিনিউএবেল এনার্জির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সিংহভাগ সেই খনিশিল্প ,অন্যান্য বস্তু উৎপাদনের ফ্যাক্টরি বা মানুফাকচারিং এ ব্যবহৃত , যা গত দুই শতাব্দী ধরে প্রত্যহ আমাদের পৃথিবীর স্বাস্থ্যের হানীতে নিয়জিত । যদিও রিনিউএবেল এনার্জির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের উৎপাদন তুলনামূলক ভাবে কম ক্ষতিকর কিন্তু সেই বিদ্যুতের ব্যবহার অবশ্যই নয় । প্রত্যেক বিদ্যুৎ চালিত যন্ত্র বা ডিভাইস যেমন ধরুন টেলিভিশন ,মাইক্রোওয়েভ ,কম্প্যুটার ,স্মার্ট ফোন ইত্যাদি আপনার হাতে আসার পূর্বে ফেলে এসেছে সেই ধ্বংসের পদচিহ্ন । রিনিউএবেল এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমরা যে পরিমাণ দূষণ নিয়ত্রনের বা কম করার কথা পরকল্পনা করছি তা অনায়াসেই বর্তমানের কয়লা গ্যাস তেল জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধ্বতি তাঁর আধুনিকীকরণ ,ম্যনেজমেন্ট , বণ্টন পদ্ধ্বতির উন্নতিসাধনে সেই পরিমাণ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব ,টেকনোলজি বর্তমান -আপনার নিশ্চয়ই মনে আছে যে ১৯৮০ সাল নাগাদ পেট্রল এ সীসার ব্যবহার নিসিদ্ধ্ব করা হয় দানবীয় দূষণের কারনে ,ইঞ্জিন নকিং কমানোর জন্য তেল কোম্পানিগন সীসার পরিবর্তে অন্য অ্যাডিটিভ ব্যবহার করতে বাধ্য হন -বর্তমানে খুব কম সংখ্যক দেশ এবং খুব অল্প সংখ্যক ক্ষেত্র ছাড়া মোটামুটি সারা বিশ্ব ‘আনলিডেড পেট্রল ‘ ব্যবহার করেন, শুধু এই একটিমাত্র বাধ্যতা মূলক প্রয়োগ বাতাসে সীসা জনিত দূষণের পরিমাণ কমিয়েছে ৭০% এর অধিক , কিন্তু উপায় থাকতেও তুলনামূলক খরচ সাপেক্ষ রিনিউএবেল এনার্জির মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের প্রতি এই প্রচার কেন ? ইনভেস্টরের স্বার্থ -ভবিষ্যৎ পুঁজির নিরাপত্তা আমার এবং আপনার স্বার্থ নয় ।

    প্রশ্ন ঃ- রিনিউএবেল এনার্জি মানে কি একবার খরচা করে লাগানোর পর আজীবন বিনা পয়সাতে বিদ্যুৎ বা শক্তি প্রাপ্তি নয় ?বাতাস এবং সূর্যালোক যখন অঢেল ?

    উত্তর ঃ- পুনরায় ‘না ‘ সোলার প্যানেল বা উইন্ড টারবাইন এর আয়ু মেরেকেটে ২০-২৫ বছর ( নিয়মিত রক্ষণাবেক্ষণ সমেত ), ব্যাটারির আয়ু খুব বেশী হোলে ৫-৮ বছর , তুলনামূলক ভাবে একটি তাপ বিদ্যুৎ বা পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অনায়াসে ৪০-৫০ বছর বা তাঁর অধিক সময় ধরে উৎপাদনশীল থাকে ( নিয়মিত রক্ষণাবেক্ষণ সমেত ) ,সম্প্রতি এক গবেষণাতে প্রকাশিত যে বিজ্ঞাপিত উৎপাদন ক্ষমতাতে উইন্ড টারবাইন কখনই পৌঁছাতে পারেনা এবং সময়ের সাথে উৎপাদন ক্ষমতা হ্রাস প্রাপ্তির কারণে ১২-১৫ বছরের মধ্যে তা ইকনমিক বাস্তবতা হারায়, সুতরাং আবার নূতন করে লাগানো, নূতন খরচ । এক বারের মত পাহাড় জঙ্গল খুঁড়ে অ্যালুমিনিয়াম ,লোহা ,রেয়ার আর্থ মিনারেল সংগ্রহ ,উৎপাদনের পদ্ধ্বতির কারনে একবারের মত জল দূষণ বায়ু দূষণ ,কলনাইজেসান ,দাস শ্রমিক ,গ্রিনহাউস গ্যাস নির্গমনের গল্প নয় -এ এক ধারাবাহিক পদ্ধ্বতি -এবং অতি দ্রুত প্রসারশীল - রিনিউএবেল এনার্জি কোনদিনই ফসিল ফুয়েল এর ইনফ্রাস্টাকচার বা ব্যবস্থাপনা প্রতিস্থাপিত করতে পারবেনা কারণ রিনিউএবেল এনার্জি ফসিল ফুয়েল এর ইনফ্রাস্টাকচার ওপর পূর্ণ মাত্রাতে নির্ভরশীল।

    প্রশ্ন ঃ- ঠিক আছে, কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে রিনিউএবেল এনার্জি কি অর্থনীতি বাঁচানোর পক্ষে সুবিধাজনক নয় ?

    উত্তর ঃ- দুঃখিত কিন্তু 'না’। রিনিউএবেল এনার্জি সারা পৃথিবীতে বর্তমানে ভীষণ ভাবে সরকারী 'সাবসিডির' ওপর নির্ভরশীল , সৌর ব্যবস্থা লাগালে গ্রামের সাধারণ জনগণ হতে শহরের কর্পোরেট সকলেই সরকারী অনুদান এর অধিকারী ,বিদ্যুৎ উৎপাদক বেশী দামে বিদ্যুৎ বিক্রি করে অনুদানের সুবিধার অধিকারী - কিন্তু এই অনুদান আসছে কোথা থেকে ? বাকি অনুদান যেইভাবে আসে -ট্যাক্স পেয়ার এর অর্থ সিধা জেনারল মোটর , বিপি , স্যামসাঙ ,মিতসুবিশির ব্যাঙ্ক একাউন্ট এ, আপনার আমার অর্থ রিনিউএবেল এনার্জিএর ক্লিন ফুয়েল এর নামে আপনার আমারই পকেট কেটে বৃহৎ কর্পোরেটের ঝুলিতে । রিনিউএবেল এনার্জি কোন ছোট পুঁজির কম্ম নয় ,কেন্দ্রীয় বৃহৎ পুঁজি এবং বৃহৎ পুঁজিবাদী সংস্থার কারটেল -কারা এই ব্যবসাতে আছে তার তালিকা দেখলেই বিষয়টি জলের মত পরিষ্কার। জেনারল মোটর , বিপি , স্যামসাঙ ,মিতসুবিশি, সিমেন্স এর ঠেকা পড়েনি বায়ু দূষণ নিয়ে মাথা ঘামানোর বরং রিনিউএবেল এনার্জি পৃথিবী ব্যাপী এনার্জি মার্কেট এর মনপলির কে কত অংশ দখল করতে পারে তাঁর প্রতিযোগিতা । বৃহৎ পুঁজির কুক্ষিগত টেকনোলজি নির্ভরতা নয় আমাদের প্রয়োজন স্থানীয় রসদের উপর নির্ভরশীল কমুইনিটি ভিত্তিক উৎপাদন । আপনার মতামতের জন্য ‘স্পেনের’ উধারন টি মনে হয় যথোপযুক্ত । ২০১৩ সালের এপ্রিল মাসে রিনিউএবেল এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদন স্পেন এর সমস্ত বিদ্যুৎ উৎপাদনের ৫৪% এর রেকর্ড মাত্রাতে পৌঁছায় , অথচ ২০০৬ সালে রিনিউএবেল এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ১৯% , স্পেন এর সরকারের ক্রমাগত উৎসাহদান এই বিপুল সাফল্যের কারন -কিন্তু প্রদীপের নিচের অন্ধকার দিকটি হোল- বিপুল ‘ tariff deficit’ এবং অনন্ত দেনা।২০১৩ সালের মে মাসে স্পেন সরকারের এই দেনা দাঁড়ায় $34 বিলিয়ন, এই বিপুল দেনার কারন প্রথমত রিনিউএবেল এনার্জির প্রতি উৎসাহ প্রদান ভাতা বা সাবসিডি । ২০০৭ সালে স্পেন ৫৫৬ ডলার প্রতি মেগাওয়াট /ঘণ্টা হিসাবে রিনিউএবেল এনার্জির উৎপাদক দের প্রিমিয়াম দিত, যেখানে ৫২ ডলার প্রতি মেগাওয়াট /ঘণ্টা নির্দিষ্ট ছিল কয়লা বা গ্যাস জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ,২০১২ সাল পর্যন্ত স্পেনের সরকার 10.6 বিলিয়ন মার্কিন ডলার রিনিউএবেল এনার্জি ইন্ডাস্ট্রি কে প্রত্যক্ষ সাবসিডি দিয়েছেন। এইবার এই বিপদ থেকে বা ঋণের জালথেকে মুক্তি পেতে স্পেনের সরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন ? প্রথমত রিনিউএবেল এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনে রাশ টানছেন যাতে কম সাবসিডি দিতে হয় , দ্বিতীয়ত নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকারী দের রিনিউএবেল এনার্জি হতে বিদ্যুৎ উৎপাদনে দাম বাড়াচ্ছেন সর্বোপরি 'sun Tax’ লাগু করছেন ,অর্থাৎ আপনি আপনার বাড়িতে নিজস্ব প্রয়োজনে সূর্যালোক ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে আপনাকে এইবার থেকে সরকার কে ট্যাক্স দিতে হবে , প্রকৃত অর্থে সরকার স্পেন বাসী কে নিরুৎসাহিত করছেন সোলার পিভি থেকে বিদ্যুৎ উৎপাদনে -স্পেন এর উদাহরণ রিনিউএবেল এনার্জি যে অর্থনীতি বাঁচানোর পক্ষে সুবিধাজনক নয় তাঁর অন্যতম নমুনা ।

    প্রশ্ন ঃ- রিনিউএবেল এনার্জির কিছু ইমপ্যাক্ট আছে মেনে নিলাম , কিন্তু তবুও তো কয়লা পুড়িয়ে /তেল জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদনের তুলনাতে শতগুণে ভালো , রাইট ?

    উত্তর ঃ- ‘ one bullet wound is better than two bullet wound ‘এ হোল সেরকম একটি তুলনা - পৃথিবী কে আপনি একবার না দুবার বুলেট বিদ্ধ্ব করে চান ? না আমি ফসিল ফুয়েল - কয়লা পুড়িয়ে /তেল জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদনের সমর্থক না রিনিউএবেল এনার্জির ধোঁকাবাজির ,দুটোই পৃথিবীর স্বাস্থ্যের পক্ষে সমান ক্ষতিকর -তুলনাতে আসাই সম্ভব নয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ‘ রিনিউএবেল এনার্জি’ ফসিল ফুয়েলের তুলনাতেও বেশী ক্ষতিকারক । বেশী বেশী রিনিউএবেল এনার্জি মানে কিন্তু কম কয়লা পুড়িয়ে /তেল জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন নয় ,বা কম পরিমাণ কার্বন নির্গমন নয় -অনেকদিন তো হোল, পৃথিবী বর্তমানে তার এনার্জি প্রয়োজনের মাত্র 1.2% রিনিউএবেল এনার্জির(সোলার উইন্ড ইত্যাদি ) মাধ্যমে উৎপাদন করে , জার্মানি প্রায় ২০-২৫% কিন্তু একটাও কয়লা পোড়ান /তেল জ্বালান তাপবিদ্যুৎ উৎপাদন কারখানা বন্ধ হয়েছে বলে শুনেছেন ? আদতে 'রিনিউএবেল’ আদৌ 'নেট এনার্জি' তৈরি করে কিনা সে এক বিতর্কের বিষয় - যে পরিমাণ এনার্জি মাইনিং ,প্যানেল বা টারবাইন উৎপাদন ,গবেষণা , পরিবহন, ইন্সটলেশান ,রক্ষণাবেক্ষণ ,ডিস্পসাল ,গ্রিড সংযোগ এর পেছনে ব্যয় করা হয় সেই তুলনাতে ‘নেট এনার্জি ‘ উৎপাদন কত ? আমরা যদি সমস্ত এনার্জি ইনপুট বিচার করি তাহলে হয়ত দেখবো রিনিউএবেল এনার্জির মাধম্যে এনার্জি উৎপাদন আদতে নেগেটিভ । জলবিদ্যুৎ আরেক মিথ্যার বেসাতি -ড্যাম শুধু প্রকৃতির ভারসাম্য নষ্ট করেনা যত বড় ড্যাম তত বড় ‘মিথেন ‘ নির্গমনের কারখানা , জলবিদ্যুৎ এর জন্য নির্মিত ড্যাম এবং তা থেকে নির্গত ‘মিথেন ‘ ৪% বা তার অধিক গ্লোবাল ওয়ারমিং এর জন্য দায়ী এ হোল বর্তমানের আনুমানিক হিসাব , যত দিন বাড়বে ,যত পুরানো হবে ড্যাম তত বেশী মিথেন নির্গমন আগামী এক দশকে জলবিদ্যুৎ এর জন্য নির্মিত ড্যাম এবং তা থেকে নির্গত ‘মিথেন ‘ ১০% বা তাঁর অধিক গ্লোবাল ওয়ারমিং এর জন্য দায়ী হোলে অবাক হওয়ার কিছু নেই ।

    প্রশ্ন ঃ- সোলার পাওয়ার বা সৌরশক্তি বিষয়ে আপনার কি মতামত ?

    উত্তর ঃ- সোলার প্যানেল উৎপাদন পদ্ধ্বতি বর্তমানে 'হেক্সাফ্লুরইথেন’ ‘ নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ এবং 'সালফার হেক্সাফ্লুরাইড’ নির্গমনের এর প্রধান সূত্র , এই ভয়ঙ্কর তিনটি গ্রিন হাউস গ্যাস প্লাসমা / সোলার প্যানেল তৈরির ইকুইপমেন্ট পরিষ্কার করতে কাজে লাগে । 'হেক্সাফ্লুরইথেন’ বায়ু দূষণের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এর তুলনাতে ১২০০০ গুন , নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ ১৭০০০ গুন এবং'সালফার হেক্সাফ্লুরাইড’ কার্বন ডাই অক্সাইড এর তুলনাতে ২৫০০০ গুন বেশী ক্ষতিকর , একবার বাতাসে মিশে গেলে আয়ু ১০০০০ বছর, এই তিন ভয়ঙ্কর ‘ গ্রিন হাউস ‘ গ্যাস পুরোটাই মনুষ্য সৃষ্ট এবং দুর্ভাগ্যজনক ভাবে Kyoto প্রোটোকলের আওতার বাইরে । বাতাসে ‘ নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ এর ঘনত্ব যা থাকা উচিৎ বর্তমানে তার তুলনাতে ৪% বেশী এবং ঘনত্ব বাড়ছে ১১% হারে প্রতি বছর - যত বেশী প্লাসমা / সোলার প্যানেল তত বেশী ‘ নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ । সোলার সম্বন্ধে ‘ সিলিকন ভ্যালী টক্সিকস কয়ালিশান ‘ কি বলছেন ?

    ‘ As the solar industry expands, little attention is being paid to the potential enviornmental and health costs of that rapid expansion .The most widely used solar PV panels have potential to create a huge new source of electronic waste at the end of their useful lives, which is estimated to be 20-25 years. New Solar PV technlogies are increasing efficiency and lowering costs,but many of these use extremely toxic materials or materials with unknown health and enviornmental risks (including new nano materials and processes)

    আপনি সোলার পিভী র মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এ কার্বন ফুট প্রিন্ট কমাবেন , যা কিনা ঢাক ঢোল পিটিয়ে মোদীর ছবি সমেত প্রচারিত অথচ যা কার্বন ফুট প্রিন্ট কমাবেন তাঁর দশ গুন বেশী নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ বাতাসে মেশাবেন এ কেমন অঙ্ক ? ২০০৬ সালে শুধুমাত্র সোলার প্যানেল উৎপাদন এর কারনে বাতাসে মিশেছে ৫৬ মেট্রিক টন নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড(NF3) ।আপাত দৃষ্টি তে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন ক্লিন এবং গ্রীন ,খুব কম মাত্রাতে কার্বন ডাই অক্সাইড বাতাসে নির্গত হয় ঠিকই কিন্তু সোলার প্যানেল তৈরি করতে বাতাসে মেশে 'হেক্সাফ্লুরইথেন’ ‘ নাইট্রোজেন ট্রাই ফ্লুরাইড’ এবং 'সালফার হেক্সাফ্লুরাইড’ যা কার্বন ডাই অক্সাইড এর তুলনাতে ১৭০০০ গুন বেশী ক্ষতিকর । আপনি আদতে কার্বন ফুট প্রিন্ট কমালেন না বাড়ালেন ?

    প্রশ্ন ঃ- কিন্তু উইন্ড টারবাইন? বা বায়ু শক্তি সে তো মোটামুটি নির্ভেজাল ?

    উত্তর ঃ- উইন্ড টারবাইন এবংসোলার পিভী উভয়েরই প্রয়োজন ‘ রেয়ার আর্থ মিনারেল ‘ মূলত চীন এবং তাঁর মঙ্গোলিয়া অঞ্চল এই ‘ রেয়ার আর্থ মিনারেল ‘ প্রসেস করে এবং সারা বিশ্বকে সরবরাহ করে।‘ রেয়ার আর্থ মিনারেল ‘ মাইনিং এবং প্রসেসিং বিপুল পরিমাণ বিপদজনক এবং তেজস্ক্রিয় বাই প্রডাক্টস এর উৎস । চীনের যে অংশে এই ‘ রেয়ার আর্থ মিনারেল ‘ প্রসেসিং এর কর্মকাণ্ডটি চলে সেখানে দুর দূরান্তে মাটিতে আর ফসল ফলেনা আপনার উইন্ড টারবাইন এর ম্যাগনেট তৈরি করতে যে তেজস্ক্রিয় বাই প্রডাক্টস এর সৃষ্টি তার কারনে সমস্ত জমি পূর্ণ অর্থে বন্ধ্যা । এইবার আমরা যদি উইন্ড এবং সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন বর্তমানের এনার্জি সাপ্লাইয়ের 1.2% থেকে ১০% এ নিয়ে যেতে চাই তাহলে শুধু ‘ রেয়ার আর্থ মিনারেল ‘ এবং তাঁর বিপদজনক এবং তেজস্ক্রিয় বাই প্রডাক্টস নয় তাঁর সাথে বিপুল পরিমাণ অন্যান্য বিষাক্ত মিনারেলস যেমন gallium arsenide,copper-indum-gallium-diselenide ,cadmium-telluide এর প্রয়োজন পাতলা সোলার পিভি এবংউইন্ড টারবাইন এর ম্যাগনেট বানাতে । একা চিন এই বিপুল পরিমাণ দূষণ তো আর বহন করবেনা তাই বাকি বিশ্ব বাধ্য হবে এই সমস্ত বিষাক্ত মিনারেলস এবং তেজস্ক্রিয় বাই প্রডাক্টস তৈরি করতে ,মঙ্গোলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে যেমন আর শস্য ফলেনা ঠিক সেই রকমই হয়ত বা আমাদের দেশ মঙ্গোলিয়ার ঐতিহ্য বহন করতে বাধ্য হবে।

    বিশ্বে সবথেকে প্রচলিত 1.5 মেগাওয়াট এর উইন্ড টারবাইন টির নকশা তৈরি থেকে ফাইনাল প্রোডাক্ট এর প্রস্তুত কর্তা 'জেনারাল ইলেকট্রিক ‘। 'জেনারাল ইলেকট্রিক ‘ এর এক একটি টারবাইন মুল বডির ওজন ৫৬ টন, টাওয়ার এর ওজন কমপক্ষে ৭১ টন এবং পাখার ওজন ৩৬ টন -এক একটি টারবাইন তৈরি করতে প্রয়জন হয় ১০০ টনের ওপর ইস্পাত , এটি হোল সবথেকে ক্ষুদ্র টারবাইন এর বিবরণ -বর্তমানের স্ট্যান্ডার্ড টারবাইন কমপক্ষে ৬০০ ফিট এর ওপর উঁচু -'জেনারাল ইলেকট্রিক ‘ এর টারবাইন এর তুলনাতে দরকার প্রায় আট গুন বেশী ইস্পাত ,তামা ,অ্যালুমিনিয়াম এবং মোটরের ম্যাগনেটের জন্য রেয়ার আর্থ মিনারেল - এই লোহা আসে হয়ত ভারত থেকে , তামা আফগানিস্থান এবং রেয়ার আর্থ মিনারেল অবশ্যই মঙ্গোলিয়া থেকে -কারোর বাসস্থান , কারও ক্ষেত ,কারও দাসত্বের বিনিময়ে -আমরা তাঁদের কোথা শুনতে চাইনা ,যদি ভুলক্রমে মানবপ্রজাতির অংশও হয় হয় গায়ের রং হয় কাল অথবা ব্রাউন , হত দরিদ্র এই মানব প্রজাতি (?) উন্নতি আধুনিক বিজ্ঞানের কিই বা বোঝে ?পৃথিবীর সবথেকে বড় উইন্ড টারবাইন প্রস্তুৎ কর্তা 'vestas’ ১৫ বিলিয়ন ডলারের কোম্পানি, আমেরিকার সর্ববৃহৎ উইন্ড টারবাইন প্রস্তুতকারকের নাম 'জেনারাল ইলেকট্রিক ‘ ৭০০ বিলিয়ন ডলারের অধিক সম্পদশালী এই কোম্পানি পৃথিবীর চতুর্থ বৃহত্তম “ বায়ু দূষণ ‘ কারী কোম্পানি । ফুকুসিমা , ভূপাল , ঘটে যাওয়ার পরেও আপনি কি এনাদের থেকে জাস্টিস , সাস্টেনাবিলিটি ইত্যাদি আসা করেন ? প্রফিট / লাভ যেখানে শেষ কোথা সেখানে বায়ু দূষণ আসছে কোথা থেকে ? সারা বিশ্বে গতবৎসরে ১৪০,০০০ -৩২৮,০০০ পাখি , বাদুড় উইন্ড টারবাইনএর দানবিক পাখা তে কাটা পরে মারা গেছে -এ হোল আমাদের উইন্ড টারবাইনের উপরি পাওনা একেবারে সোনায় সোহাগা ।

    প্রশ্ন ঃ- কিন্তু আমাদের তো ইলেক্ট্রিসিটি চাই তাইনা ? ইলেকট্রিক বিনা জীবন চলে কি উপায়ে ?

    উত্তর ঃ- দেখুন ইলেক্ট্রিসিটি তো এসেছে মাত্র ১২০-১২২ বছর পূর্বে , মিলেনিয়াম তো আমরা ইলেক্ট্রিসিটি বীণাই কাটিয়েছি তাইনা ? বাকি জীব জন্তুদের মতোই মানব প্রজাতিও মূলত তাঁদের এনার্জি পেয়ে থাকে শস্য জনিত খাদ্য এবং পশু জনিত খাদ্য হতে, গাছপালা তার এনার্জি সংগ্রহ করে সূর্যের কাছ থেকে সালোকসংশ্লেষ এর মাধ্যমে, যে কোন স্পিসিস এরই বেঁচে থাকার জন্য ইলেক্ট্রিসিটির বিন্দুমাত্র প্রয়োজন নেই, আমাদেরও নেই -এটাই প্রাকিতিক নিয়ম -কেবল মাত্র কল কারখানা এবং এই ক্ষয়িষ্ণু উৎপাদন পদ্ধ্বতির বেঁচে থাকার রসদ ‘ইলেক্ট্রিসিটি ‘ এনার্জি । বর্তমানে খাদ্যের নিরাপত্তা ,প্রকৃতির সুস্থতা বিসর্জন দিয়ে আমরা বজায় রাখছি নিরিবিছিন্ন 'ইলেক্ট্রিসিটি’ - মাইনিং , প্রসেসিং ,ইনফ্রাস্টাকচার ,ডাম্পিং এদের এবং এই ব্যবস্থার প্রয়োজন 'ইলেক্ট্রিসিটি’ -তাই অরণ্য ধ্বংস, মাটির বুক খুঁড়ে শেষতম বিন্দু পর্যন্ত তেল শুষে নেওয়া , এনার্জি সিকিউরিটির কারণে লাইফ সিকিউরিটির বলিদান । ইলেক্ট্রিসিটি উৎপাদন তা সে প্রচলিত রাস্তাতেই হোক অথবা তথাকথিত রিনিউএবেল গ্রিন এনার্জি রাস্তাতে আদতে আনসাস্টেনেবল , সাস্টেনেবল বলতে আমরা সেটাই বুঝি যা চালিয়ে যাওয়া জেতে পারে সাময়িক বা দীর্ঘকালীন ক্ষতি ছাড়া -কিন্তু এই গ্রিন এনার্জির নামে বৃহৎ পুঁজির ধোঁকাবাজি নিশ্চিত আমাদের একমাত্র বাসস্থানের মৃত্যু ত্বরান্বিত করবে খুব বেশী হোলে সাময়িক স্থিতি বজায় রাখবে নিত্য নূতন টেকনোলজির গল্পে । রাজনেতাগনের কাজ আমাদের প্রতিশ্রুতি দেওয়া 'গর্বিত জার্মানি’ থেকে 'আচ্ছে দিনের’ প্রতিশ্রুতি -যার অধিকাংশই ফাঁকা আওয়াজ এবং মিথ্যা প্রতিশ্রুতি হিসাবে প্রমাণিত -গ্রিন এনার্জি আমার মতে আরেক মিথ্যা প্রতিশ্রুতি অথচ কি প্রজ্ঞার সাথে গম্ভীর ভাবে বিজ্ঞাপিত ,আমাদের কি অটুট আশা এইবুঝি এসে গেলো 'গ্লোবাল ওয়ারমিং ' এর গ্রীন সোলার সমাধান !

    তথ্য সূত্র ঃ-
    A problem with wind power ঃ- by Eric Rosenbloom
    Energy Balance of the Global Photovotic (PC) Industry- is the industry a net Electric Producer? ঃ- by Michael date & Sally M.Benson .
    Solar Industry grapples with hazardous waste ঃ- by Jason Dearen .
    Reservoir Emissionsঃ- by international Rivers.
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২১ অক্টোবর ২০১৫ | ১২৬৯৪ বার পঠিত
  • আরও পড়ুন
    উৎসব - Sobuj Chatterjee
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রাজু | 186.126.237.214 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:০৮69952
  • ওঃ এবার বুঝেছি। আবার সেই গ্রিড দখল কেস। তা এব্যাপারে সোমনাথ আর হাগুবীরের সাহায্য নিতে পারেন। কতোরকম ছিটেল পাব্লিক যে আছে এই দুনিয়ায়!
  • lcm | 118.91.116.131 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:০৯69953
  • এবার ক্লিয়ার হল - মার্কিন চক্রান্ত। আগে বললেই হত।
  • lcm | 118.91.116.131 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:১৪69954
  • কিন্তু, মানুষ কি নিষ্ঠুর।
    গাছগুলোর খাবার (CO2) কেড়ে নিতে চায়। এদিকে গাছগুলো দিনের বেলা একটু কার্বন ডাইঅক্সাইড খেয়ে রাতে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেবে যখন - তখন টের পাবে স্বাত্থোপর মানুষ।
    আর কি ভন্ড, নাম দিয়েছে গ্রিন - সবুজ। গাছের খাবার কেড়ে নিয়ে গাছের প্রতি আদিখ্যেতা দেখানো। যত্তো সব, ইয়ে।
  • bip | 81.244.147.207 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:১৮69955
  • এমন বদ্ধ মাতালের পোষ্টে রিপ্লাই দেব কি না সেটাই ভেবে দেখি

    (১) রেয়ার আর্থ ম্যাগনেট শুধু টারবাইনেই লাগে? রেয়ার আর্থ ম্যাগনেটের ১% ব্যবহারিক ক্ষেত্রও না টারবাইন!! উন্মাদের মতন লিখে গেল উইন্ড এনার্জি আসা মানে রেয়ার আর্থ মাইনিং বাড়ানো।

    (২) সোলার সেল প্রসেসিং যে বিদ্যুৎ লাগে বনাম যে বিদ্যুৎ সারা জীবন একটা সোলার সেল দিতে পারে তার রেশিও কত? ১০০০ঃ ১ না ১০০০০০০০০ঃ ১ ????

    আর স্যোলার বিদ্যুৎ কাজে লাগিয়েই যে সোল্যার সেল তৈরী করা যাবে না এটা কোন গ্রন্থে গ্রথিত আছে?

    (৩) স্যোলার বিদ্যুতের মূল সমস্যা ভাল ব্যাটারীর জন্য স্টোর করা যায় না- গ্রীডে সব সময় ঠেলা যায় না। এম আই টিতে এল্যুমিনিয়াম ব্যাটারীর রিসার্চ নিয়ে লেখক কিছু জানেন ? মেগা ওয়াট -ঘন্টা এক ঘনফুটে রাখা যাবে। ব্যাটারি সমস্যা মিটলেই সোলার অনেক রিয়াল্যেবল হবে।

    তাছাড়া অধুনা উইন্ডো গ্লাসকেই সোলার সেল বানানোর চেষ্টা চলছে।

    যাইহোক গোটা লেখা জুরেই ইঞ্জিনিয়ারিং নিয়ে চূড়ান্ত অজ্ঞতা ছাড়া কিছু চোখে পড়ল না ।

    আর এত ধানাই পানাই করার আছে টা কি? জীবনের কোন উদ্দেশ্য নেই। ফলে ইলেক্ট্রিসিটি থাকা না থাকা, বাঁচা না বাঁচা সব সমান। সেই ভাবে যুক্তি সাজালেই মিটে যেত। বৃথা না জেনে ইঞ্জিনিয়ারিং ফলিয়ে লোক হাঁসানোর মানে হয় না।
  • ঝন্টিপাহাড়ির ঝন্টুরাম | 125.112.74.130 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:১৮69956
  • প্রাক মেশিনযুগে ফেরত যেতে হবে, তাই তো? বেশ যাবো। আগে বঢ়িয়ে, হাম আপকে পিছে হ্যায়।
  • রাজু | 186.126.237.214 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:২৫69957
  • কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে না, প্রাকমেশিনযুগেই বা কেন আটকে যাব? সতেরশো-আঠারশো শতাব্দীতে কেন? একেবারে প্রাগৈতিহাসিক যুগে ফিরে গেলেই তো হয়! মোটে দুশো বছর পেছনো যেন ছুঁচো মেরে হাত গন্ধোর মতো দেখাচ্ছে।
  • Debabrata Chakrabarty | 11.39.38.108 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৩০69958
  • Zero(০)র ভারত থেকে ইউরোপ ভ্রমণ ,গৌতম বুদ্ধ্বের ,ইসলামের বা নাগালান্ডের প্রত্যন্ত অঞ্চলে যীশুর বানী পৌঁছানর জন্য কোন ইন্টারনেট এর প্রয়োজন হয়েছে বলে আমার জানা নেই - তাই ননসেন্স বা ছিটেল মতামত প্রচারের কাজে ইন্টারনেট কউন সা কাম কা ?

    ইলেক্ট্রিসিটি না থাকলে বা মটরগাড়ি কি কি পাহাড় মাথায় ভেঙ্গে পড়তে পারে সে addict গনের সমস্যা, বিছানাতে চেপে সাত দিন বেঁধে রাখলে আচ্ছা আচ্ছা হেরোইন আসক্ত পুনারায় অনুভব করতে শুরু করে বাহ হেরোইন বিনা তো কই পাহাড় মাথায় ভেঙ্গে তো পরলনা ? ১২০ বছর পূর্বে মানে ইলেকট্রিক আবিষ্কারের বা ৪০-৫০ বছরের পূর্বে ইন্টারনেট প্রসারের পূর্বে মানুষ কি পঙ্গু ছিল না নপুংসক ? কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলুসানের পূর্বে বাতাসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ 270ppম থেকে 400ppm এ পৌঁছাল কি উপায়ে ?

    সব তো বুঝলাম কিন্তু বিজ্ঞ জনের কাউকেই দেখলাম না সেই ম্যাজিক এর সন্ধান দিতে -যে কয়লা /তেল ইত্যাদি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হতে থাকবে -বা ফসিল ফুয়েল পুড়িয়ে মটরগাড়ি অথচ বাতাসে গ্রিন হাউস গ্যাস কমতে থাকবে , বরফ এবং হিমবাহ গলবেনা সব কিছু দিব্য চলবে ।

    কেউ কি দেবেন একটু ? ইলেক্ট্রিসিটি না থাকলে বা মটরগাড়ি কি কি পাহাড় মাথায় ভেঙ্গে পড়তে পারে তার ফিরিস্তি না দিয়ে ?
  • রাজু | 186.126.237.214 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৩৭69959
  • প্রাক মেশিন যুগে ওভারল health indicator গুলো নিয়ে ধারনা আছে? পপুলেশন মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্ট্যান্সি, এগুলো নিয়ে? প্রাক মেশিন যুগে মানুষ পঙ্গু না হলেও আধুনিক চিকিৎসার অভাবে কিভাবে বাঁচতো বা মরতো সেসব জানেন? প্লেগ সংক্রমন হয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, পড়েননি বুঝি? নাকি বেশীদিন মানুষ বাঁচুক এটাও চান না?
  • রাজু | 186.126.237.214 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৪০69960
  • গ্রেট প্লেগ অফ লন্ডন - পড়ে নিন https://en.wikipedia.org/wiki/Great_Plague_of_London

    ইলেকটিরি বিনে ভ্যাক্সিনেশান প্রোগ্রাম কিভাবে চালাবেন?
  • ঝন্টিপাহাড়ির ঝন্টুরাম | 125.112.74.130 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৪৪69961
  • গণেশের যখন প্লাস্টিক সার্জারি হইচিলো তখন বুঝি ইলেকটিরি ছেলো? বল্লেই হল?
  • lcm | 118.91.116.131 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৪৬69962
  • ইলেকট্রিসিটি, মেগাসিটি, টেনাসিটি - সব ঠিক হ্যায়। কোয়ি প্রবলেম নেহি হ্যায়। যব প্রবলেম ই নেহি হ্যায় তো সল্যুশন কিস বাত কি?
    থোরা প্রবলেম হ্যায়, চায়না মে ১০০% লোগো কা ইলেকট্রিসিটি অ্যাকসেস হ্যায়, লেকিন ব্রেজিল মে ৯৯.৫ - অ্যায়্সা ছোটা মোটা না ইন্‌সাফি হ্যায় ইধার উধার, লেকিন কাম চল রহা হ্যায়, হো যায়েগা। সবকো মিল যায়েগা। আর পাওয়ার মে আজকাল হ্যায় কেয়া, সান-পাওয়ার হ্যায়, শারদ ভি হ্যায় - আইডিয়া চল রহা হ্যায়। শোচিয়ে মত্‌।
  • PM | 53.251.89.34 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৫:৪৮69963
  • কল্লোলদা এখানে পোস্ট করছেন না কেনো? এটা তো আপনার প্রিয় টপিক? ঃ)
  • sm | 233.223.159.253 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৬:৫২69983
  • আচ্ছা পলুশন কন্ট্রোলের জন্য অত বড় বড় টেকনোলজির পিছনে না দৌড়ে; এমন কোনো শৈবাল বা ব্যাকটেরিয়া তৈরী করা যাই কি যারা এইসব দুষিত গ্যাস নীলকন্ঠের মত শুষে নেবে আর বিশুদ্ধ অক্সিজেন বাতাসে ছেড়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখবে।
  • Blank | 24.99.104.220 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৭:০১69964
  • চারটি বরফ বা হিমবহ গললেই বা কি হবে !!! কিছু শহর ডুবে যাবে, নতুন কিছু জায়গা ভেসে উঠবে। দুদিকের এই আইস ক্যাপ তো সেদিনকার ব্যপার।
  • Atoz | 161.141.84.176 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৭:৩৫69984
  • আমি ভেবেছিলাম ঐ পালবাবু বুঝি ছদ্মনামে এসে পোস্টটা করেছেন।
    ঃ-)
  • Arpan | 74.233.173.198 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৮:০৫69965
  • বরফ আর হিমবাহ না গললে আর ক্যাপিটালিজমের হাত থেকে মুক্তি নেই।
  • Ekak | 113.6.157.186 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৮:১৩69966
  • এনার লেখাগুলো পরপর পড়ছি । বেশ মজার লেখেন । অব্সার্ভেশন গুলো আমেরিকান কন্সপিরেসি থিওরি চালানো সাইট গুলোর মত আর ইনফারেন্স গুলো তো খুবই চেনা , অম্বুলে বাঙালির রাজা-উজির গবেষণা শেষে গলা কাঁপিয়ে দাও ফিরে সে অরণ্য আবৃত্তি । এ রোগ তো নতুন নয় । এত উত্তেজিত হয়ে গাল দেবার ও দরকার নেই । জনতা এনজয় মাডি :)

    আসলে নিজে অমর হবার ইচ্ছের মতই মানবসভ্যতা কে অমর দেখার বাসনাও একরকম যযাতি রোগ । এই বিপুল কসমিক গ্যালা খ্যালার মধ্যে মানুষের জার্নি একটা চত্ব ঘটনা যা এখনো নিজেদের পাটকেল এর ওপর বসে লম্ফঝ্পম্প ও কিঞ্চিত ইধার উধার উড়ে আসা তেই সীমাবদ্ধ । ইন্টার প্ল্যানেতরি লাইফ ই শুরু হয়নি । বায়ো-ইঞ্জিনিয়ারিং এখনো কাঁথার শিশু ।ফন-নিউম্যান আর্কিটেকচার এর বাইরে বেরোনো যায়নি । মানুস কিস্যুই করে ওঠেনি বলতে গেলে । সভত্যা ধ্বংস হবে ,আবার গড়বে এটুকু স্যানিটি রাখা জরুরি । নিজেকে বড় বেশি ক্ষমতাবান ভাবার থেকেই যযাতিরোগ হয় । এস ইফ ইনাফ ইস ডান :))) লাইটইয়ার্স টু ম্যান । লাইট ইয়ার্স টু গো ..
  • Debabrata Chakrabarty | 11.39.38.114 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৯:৫৭69968
  • বিজ্ঞ জন সবই তো বুঝলাম এই চাইল্ড মরটালিটি ,প্লেগ কলেরা মায় বিশ্ব ব্রম্ভান্ড ঘুরে ফেললাম কিন্তু এখনো কিন্তু কেউ বললেন না 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে COPD/লাঙ্গ ক্যান্সার উবে যাবে - ইলেকট্রিক না থাকিলে কি কি হবেনা তার ফিরিস্তি পেলাম কিন্তু থাকিলে মরুভূমি হওয়ার হাত থেকে বা বাংলাদেশ জলের তলায় যাওয়ার হাত থেকে বাঁচবে কি উপায়ে তার একটিও নমুনা পেলাম না । মরুভূমিতে ইলেক্ট্রিসিটি কি ইয়েতে দেব ?

    আর যদিও গ্রীন এনার্জি বিষয়ে প্রাসঙ্গিক নয় তবুও এক বন্ধু প্রশ্ন তুলেছেন ' প্রাক মেশিন যুগে ওভারল health indicator গুলো নিয়ে ধারনা আছে? পপুলেশন মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্ট্যান্সি, এগুলো নিয়ে? প্রাক মেশিন যুগে মানুষ পঙ্গু না হলেও আধুনিক চিকিৎসার অভাবে কিভাবে বাঁচতো বা মরতো সেসব জানেন? প্লেগ সংক্রমন হয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, পড়েননি বুঝি? নাকি বেশীদিন মানুষ বাঁচুক এটাও চান না?' ওনার উদ্দেশ্যে ঃ- প্রাক মেশিন যুগে না ছিল দাঁতের রোগ , না হার্টের রোগ ,না ক্যান্সারের মহামারী , না গাঁটের ব্যাথা , না ডায়াবেটিস এর সুনামি আর না মানসিক রোগের ভয়ঙ্কর মহামারী - পড়েননি বুঝি?

    ইলেকট্রিক না থাকিলে কি কি বঞ্চনা তার ফিরিস্তি আমাদের অজানা নয় কিন্তু থাকিলে কার্বন ডাই অক্সাইড লেভেল বর্তমানের ৪০০ppmথেকে কি করে কমবে বলবেন প্লিস!
  • Debabrata Chakrabarty | 11.39.38.114 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৯:৫৭69969
  • বিজ্ঞ জন সবই তো বুঝলাম এই চাইল্ড মরটালিটি ,প্লেগ কলেরা মায় বিশ্ব ব্রম্ভান্ড ঘুরে ফেললাম কিন্তু এখনো কিন্তু কেউ বললেন না 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে COPD/লাঙ্গ ক্যান্সার উবে যাবে - ইলেকট্রিক না থাকিলে কি কি হবেনা তার ফিরিস্তি পেলাম কিন্তু থাকিলে মরুভূমি হওয়ার হাত থেকে বা বাংলাদেশ জলের তলায় যাওয়ার হাত থেকে বাঁচবে কি উপায়ে তার একটিও নমুনা পেলাম না । মরুভূমিতে ইলেক্ট্রিসিটি কি ইয়েতে দেব ?

    আর যদিও গ্রীন এনার্জি বিষয়ে প্রাসঙ্গিক নয় তবুও এক বন্ধু প্রশ্ন তুলেছেন ' প্রাক মেশিন যুগে ওভারল health indicator গুলো নিয়ে ধারনা আছে? পপুলেশন মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্ট্যান্সি, এগুলো নিয়ে? প্রাক মেশিন যুগে মানুষ পঙ্গু না হলেও আধুনিক চিকিৎসার অভাবে কিভাবে বাঁচতো বা মরতো সেসব জানেন? প্লেগ সংক্রমন হয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, পড়েননি বুঝি? নাকি বেশীদিন মানুষ বাঁচুক এটাও চান না?' ওনার উদ্দেশ্যে ঃ- প্রাক মেশিন যুগে না ছিল দাঁতের রোগ , না হার্টের রোগ ,না ক্যান্সারের মহামারী , না গাঁটের ব্যাথা , না ডায়াবেটিস এর সুনামি আর না মানসিক রোগের ভয়ঙ্কর মহামারী - পড়েননি বুঝি?

    ইলেকট্রিক না থাকিলে কি কি বঞ্চনা তার ফিরিস্তি আমাদের অজানা নয় কিন্তু থাকিলে কার্বন ডাই অক্সাইড লেভেল বর্তমানের ৪০০ppmথেকে কি করে কমবে বলবেন প্লিস!
  • Debabrata Chakrabarty | 11.39.38.114 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ০৯:৫৭69967
  • বিজ্ঞ জন সবই তো বুঝলাম এই চাইল্ড মরটালিটি ,প্লেগ কলেরা মায় বিশ্ব ব্রম্ভান্ড ঘুরে ফেললাম কিন্তু এখনো কিন্তু কেউ বললেন না 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে COPD/লাঙ্গ ক্যান্সার উবে যাবে - ইলেকট্রিক না থাকিলে কি কি হবেনা তার ফিরিস্তি পেলাম কিন্তু থাকিলে মরুভূমি হওয়ার হাত থেকে বা বাংলাদেশ জলের তলায় যাওয়ার হাত থেকে বাঁচবে কি উপায়ে তার একটিও নমুনা পেলাম না । মরুভূমিতে ইলেক্ট্রিসিটি কি ইয়েতে দেব ?

    আর যদিও গ্রীন এনার্জি বিষয়ে প্রাসঙ্গিক নয় তবুও এক বন্ধু প্রশ্ন তুলেছেন ' প্রাক মেশিন যুগে ওভারল health indicator গুলো নিয়ে ধারনা আছে? পপুলেশন মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্ট্যান্সি, এগুলো নিয়ে? প্রাক মেশিন যুগে মানুষ পঙ্গু না হলেও আধুনিক চিকিৎসার অভাবে কিভাবে বাঁচতো বা মরতো সেসব জানেন? প্লেগ সংক্রমন হয়ে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, পড়েননি বুঝি? নাকি বেশীদিন মানুষ বাঁচুক এটাও চান না?' ওনার উদ্দেশ্যে ঃ- প্রাক মেশিন যুগে না ছিল দাঁতের রোগ , না হার্টের রোগ ,না ক্যান্সারের মহামারী , না গাঁটের ব্যাথা , না ডায়াবেটিস এর সুনামি আর না মানসিক রোগের ভয়ঙ্কর মহামারী - পড়েননি বুঝি?

    ইলেকট্রিক না থাকিলে কি কি বঞ্চনা তার ফিরিস্তি আমাদের অজানা নয় কিন্তু থাকিলে কার্বন ডাই অক্সাইড লেভেল বর্তমানের ৪০০ppmথেকে কি করে কমবে বলবেন প্লিস!
  • রাজু | 186.126.237.217 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:০৮69970
  • "প্রাক মেশিন যুগে না ছিল দাঁতের রোগ , না হার্টের রোগ ,না ক্যান্সারের মহামারী , না গাঁটের ব্যাথা , না ডায়াবেটিস এর সুনামি আর না মানসিক রোগের ভয়ঙ্কর মহামারী"

    এই যুগান্তকারী সিদ্ধান্ত কি আপনার নিজস্ব গবেষনার ফল নাকি কোন পেপারে পেয়েছেন? অন্য কোথাও যদি পড়ে থাকেন তো সেই রেফারেন্স বা লিংক দিলে ভালো হয়।
  • Debabrata Chakrabarty | 11.39.36.63 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:১৫69971
  • এক বিজ্ঞ জন লিখেছেন উইন্ড টারবাইন এ নামমাত্র রেয়ার আর্থ মিনারেল লাগে এটি থাকলো তেনার উদ্দেশ্যে ঃ- Estimates of the exact amount of rare earth minerals in wind turbines vary, but in any case the numbers are staggering. According to the Bulletin of Atomic Sciences, a 2 megawatt (MW) wind turbine contains about 800 pounds of neodymium and 130 pounds of dysprosium. The MIT study cited above estimates that a 2 MW wind turbine contains about 752 pounds of rare earth minerals.

    To quantify this in terms of environmental damages, consider that mining one ton of rare earth minerals produces about one ton of radioactive waste, according to the Institute for the Analysis of Global Security. In 2012, the U.S. added a record 13,131 MW of wind generating capacity. That means that between 4.9 million pounds (using MIT’s estimate) and 6.1 million pounds (using the Bulletin of Atomic Science’s estimate) of rare earths were used in wind turbines installed in 2012. It also means that between 4.9 million and 6.1 million pounds of radioactive waste were created to make these wind turbines.

    For perspective, America’s nuclear industry produces between 4.4 million and 5 million pounds of spent nuclear fuel each year. That means the U.S. wind industry may well have created more radioactive waste last year than our entire nuclear industry produced in spent fuel. In this sense, the nuclear industry seems to be doing more with less: nuclear energy comprised about one-fifth of America’s electrical generation in 2012, while wind accounted for just 3.5 percent of all electricity generated in the United States.

    MIT সব অজ্ঞ ইঞ্জিনিয়ার এ ভর্তি "America’s nuclear industry produces between 4.4 million and 5 million pounds of spent nuclear fuel each year. That means the U.S. wind industry may well have created more radioactive waste last year than our entire nuclear industry produced in spent fuel" দাদা উইন্ড টারবাইন কি গ্রিন তাইনা ?
  • Debabrata Chakrabarty | 11.39.36.63 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:১৫69972
  • এক বিজ্ঞ জন লিখেছেন উইন্ড টারবাইন এ নামমাত্র রেয়ার আর্থ মিনারেল লাগে এটি থাকলো তেনার উদ্দেশ্যে ঃ- Estimates of the exact amount of rare earth minerals in wind turbines vary, but in any case the numbers are staggering. According to the Bulletin of Atomic Sciences, a 2 megawatt (MW) wind turbine contains about 800 pounds of neodymium and 130 pounds of dysprosium. The MIT study cited above estimates that a 2 MW wind turbine contains about 752 pounds of rare earth minerals.

    To quantify this in terms of environmental damages, consider that mining one ton of rare earth minerals produces about one ton of radioactive waste, according to the Institute for the Analysis of Global Security. In 2012, the U.S. added a record 13,131 MW of wind generating capacity. That means that between 4.9 million pounds (using MIT’s estimate) and 6.1 million pounds (using the Bulletin of Atomic Science’s estimate) of rare earths were used in wind turbines installed in 2012. It also means that between 4.9 million and 6.1 million pounds of radioactive waste were created to make these wind turbines.

    For perspective, America’s nuclear industry produces between 4.4 million and 5 million pounds of spent nuclear fuel each year. That means the U.S. wind industry may well have created more radioactive waste last year than our entire nuclear industry produced in spent fuel. In this sense, the nuclear industry seems to be doing more with less: nuclear energy comprised about one-fifth of America’s electrical generation in 2012, while wind accounted for just 3.5 percent of all electricity generated in the United States.

    MIT সব অজ্ঞ ইঞ্জিনিয়ার এ ভর্তি "America’s nuclear industry produces between 4.4 million and 5 million pounds of spent nuclear fuel each year. That means the U.S. wind industry may well have created more radioactive waste last year than our entire nuclear industry produced in spent fuel" দাদা উইন্ড টারবাইন কি গ্রিন তাইনা ?
  • রাজু | 186.126.237.217 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:১৬69973
  • btw রোগের সাথে রোগ নির্ণয় গুলিয়ে ফেলেননি তো? যেমন প্রাক মেশিন যুগে ক্যান্সার ছিল কারন যবে থেকে প্রকৃতিতে mutation শুরু হয়েছে তবে থেকে ক্যান্সারও আছে। তবে তখন ক্যান্সার রোগ ধরা পড়ত না কারন ক্যান্সার রোগ কাকে বলে বা কিভাবে তার ডায়াগনোসিস হয় সেটা জানা ছিলনা কারন ইলেকটিরি বিনে বয়োপসি করা যায়্না।

    দাঁতের রোগ, হার্টের রোগ, মানসিক রোগ এগুলো নিয়ে লিখলাম না কারন আপনার মনিমুক্তো পড়ে ঘোড়ারা এতো হাসছে যে কান পাতা দায় হয়ে উঠেছে।
  • Debabrata Chakrabarty | 11.39.36.63 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:৩২69974
  • রাজু বাবু ঃ- René Dubos, The Mirage of Health: Utopian Progress and Biological Change (New York: Anchor Books, 1959), was the first to effectively expose the delusion of producing "better health" as a dangerous and infectious medically sponsored disease. শুধু এইটা পরে নিন - দাঁতের রোগ, হার্টের রোগ, মানসিক রোগ এগুলো নিয়ে আমিও লিখলাম না কারন বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয় ।

    হাসবেন না কাঁদবেন সে বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই শুধু কেউ যদি বলে দেন 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে COPD/লাঙ্গ ক্যান্সার উবে যাবে এবং কার্বন ডাই অক্সাইড ৩৫০প্প্ম এ নেমে আসবে । ফিরিস্তি ফেঁদে লাভ নেই শুধু ম্যাজিক টা যদি কেউ বলে দেন ! ধান ভানতে শিবের গীত না গাইলেই হোল।
  • Debabrata Chakrabarty | 11.39.36.63 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:৩২69975
  • রাজু বাবু ঃ- René Dubos, The Mirage of Health: Utopian Progress and Biological Change (New York: Anchor Books, 1959), was the first to effectively expose the delusion of producing "better health" as a dangerous and infectious medically sponsored disease. শুধু এইটা পরে নিন - দাঁতের রোগ, হার্টের রোগ, মানসিক রোগ এগুলো নিয়ে আমিও লিখলাম না কারন বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয় ।

    হাসবেন না কাঁদবেন সে বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই শুধু কেউ যদি বলে দেন 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে COPD/লাঙ্গ ক্যান্সার উবে যাবে এবং কার্বন ডাই অক্সাইড ৩৫০প্প্ম এ নেমে আসবে । ফিরিস্তি ফেঁদে লাভ নেই শুধু ম্যাজিক টা যদি কেউ বলে দেন ! ধান ভানতে শিবের গীত না গাইলেই হোল।
  • রাজু | 186.126.237.217 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:৪৫69976
  • যাব্বাবা আপনি যেটা কোট করলেন সেটার সাথে প্রাক মেশিন যুগের রোগের কি সম্পর্ক? ওখানে বলা হয়েছে নাকি যে প্রাক মেশিন যুগে দাঁতের রোগ, মানসিক রোগ, ক্যান্সার ইত্যাদি ছিলনা? নিজে যা কোট করছেন সেটা পড়েও দেখেন না?
  • রাজু | 186.126.237.217 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১০:৪৭69977
  • ধান ভানতে শিবের গীত আপনিই গাইছেন তাই ভুলভাল পোস্ট করছেন। রোগটা ধরতে না পেরেই রোগের উপশম করতে চান, তাই এরকম হাতুড়ে চিকিৎসকের মতো আবোলতাবোল বকছেন।
  • ranjan roy | 132.180.38.215 (*) | ২৩ অক্টোবর ২০১৫ ১১:৪৭69978
  • দেবব্রত বলছেনঃ
    'হাসবেন না কাঁদবেন সে বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই শুধু কেউ যদি বলে দেন 'ম্যাজিক " টা কি ? তাপবিদ্যুৎ চলবে , চলবে মোটরগাড়ি কিন্তু বায়ুদূষণ হু হু করে কমে যাবে , কোন ফর্মুলাতে ড/লাঙ্গ ক্যান্সার উবে যাবে এবং কার্বন ডাই অক্সাইড ৩৫০প্প্ম এ নেমে আসবে । ফিরিস্তি ফেঁদে লাভ নেই শুধু ম্যাজিক টা যদি কেউ বলে দেন ! "

    --- ম্যাজিকটা এখনও কেউ জানে না ভাইটি! তাতে কি?
    আজ নয় কাল জানবে।আপনার "সাবধান বাণী" অ্যাকেসেপ্টেড, কিন্তু আপনার প্রেসক্রিপশন একেবারে জন্মজলের সঙ্গে শিশুকে ছুঁড়ে ফেলার মত!
    আয়ুর্বেদে কর্কট (ক্যান্সার) ও যক্ষ্মার কথা বলা আছে। তখন বলা হত রাজযক্ষ্মা শিবের অসাধ্য ব্যাধি।
    যাই হোক, শত অভিশাপ নিয়েও আধুনিক সভ্যতায় মানুষের গড় আয়ু অনেক বেশি এটা মানবেন তো?
    আজ আর কেউ পঞ্চাশোর্ধে বনং ব্রজেৎ করে না।
    আজকের মত করে সমাধান ভাবুন না!
    আচ্ছা, শেকসপিয়ার বা নিউটনের যুগে ক্লোন তৈরি হত?
  • PT | 213.110.243.23 (*) | ২৪ অক্টোবর ২০১৫ ০৫:১৩69985
  • "আগামী একশো বা দুশো বছরে আমরা পৃথিবী ছাড়িয়ে অন্যান্য গ্রহে ছড়িয়ে পড়ব, এ অবশ্যম্ভাবী।"
    না, না এ অসম্ভব ব্যাপার! ওখানে তিনো নেই ছিপিএম নেই। আর অত খালি জমি চারপাশে-ন্যানোর কারখানা হলে ব্যাগড়াবাদীরা "জমি বাঁচাও" আন্দোলনও করতে পারবে না। ওখানে গিয়ে বাঙালীর (বাচ্চা) নাতি-পুতিরা কি করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন