এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৯:১০71661
  • যাদবপুরময় এই ক্যাম্পেন।
    https://www.facebook.com/nabottama/media_set?set=a.10205141160800806.1073741847.1598191784&type=1&comment_id=10205141454688153¬if_t=comment_mention
    দেখে হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছিনা। অরিজিনাল ক্যাম্পেনটাও একটু অদ্ভুত লেগেছিল। মানে দৃষ্টি আকর্ষণের জন্য তাও ঠিক আছে। পিরিয়ড নিয়ে ছুৎমার্গ ভাঙ্গা অব্দি ঠিক আছে। সেখানে নারীমুক্তি এলেও ওকে। কিন্তু এটার সাথে ধর্ষণ/শ্লীলতাহানি জোড়া হলে সেটা বেশ কষ্টকল্পনা মনে হয়। 'Imagine if men were so disgusted with rape as they with period', এটা সত্যিই বুঝিনি। ছেলেরা কবে পিরিয়ড নিয়ে এত ডিসগাস্টেড হল যে তার সাথে রেপ নিয়ে ডিসগাস্টের তুলনা করা যায়, বুঝিনি।
    কিন্তু তাও সে একরকম ছিল। জামিয়ায় এটা দেওয়া ঐ পিরিয়ড নিয়ে ট্যাবুর বিরুদ্ধে অন্তত ভাল ক্যাম্পেনই মনে হয়েছিল। এ বি ভি পি এসে ন্যাপকিন ছিঁড়ে দেওয় সংক্রান্ত হইচই দেখেও মনে হয়েছিল, এটা ঐ রেপ/মোলেস্টেশনের মেসেজের বাইরেও অন্য কোথাও হিট করছে আর সেটা খারাপ না।
    জানিয়ার সলিডারিটিতে বা এ বি ভি পি র প্রতিবাদে জে উ তে এই ক্যাম্পেন হলেও এত কিছু লিখতে যেতামনা, কিন্তু এখানে এই
    পিরিয়ড+ রেপ/মোলেস্টেশন + ফেস্টের এই যৌন নিগ্রহের ঘটানার ঘ্যাঁট দেখে পুরো মোজা জ্বলে , কিন্তু যাচ্ছিলো , কিন্তু অ্যালবাম দেখতে দেখতে এইটি দেখে জাস্ট ফিকফিকিয়ে হাসি পেয়ে গেলো !
    https://www.facebook.com/photo.php?fbid=10205141199201766&set=a.10205141160800806.1073741847.1598191784&type=3&theater

    ঃ)
  • ~L~ | 127.194.192.189 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩৪71662
  • প্রতিবাদটা এই অ্যাঙ্গেল নিল কেন?
    ১) মেয়েটার ব্যাগে সেদিন স্যানিটারি ন্যাপকিন ছিল, যে জন্য সে চেক করতে আপত্তি জানিয়েছিল?
    ২) নাকি সে ব্যাগ চেক করতে আপত্তি জানানোয় কমেন্ট করা হয় যে - দ্যাখ হয়তো পিরিওড চলছে, ব্যাগে ন্যাপকিন রয়েছে, যেজন্য ব্যাগ দেখাতে চাইছে না?

    মানে সহজ বুদ্ধিতে এর বাইরে কোনো কারণ মাথায় আসছে না এই প্রতিবাদ ক্যাম্পেনের।
  • DKG | 135.16.17.145 (*) | ২৭ মার্চ ২০১৫ ১১:৫৮71583
  • Comment from DKG on 27 March 2015 09:05:52 IST 72.212.89.117 (*) #
    হোম মিনিত্রী র সার্কুলার কোথায় দেখতে পাব? কিছু মনে করবেননা আপনি পড়েছেন?
    ---
    এটি যিনি লিখেছিলেন তার প্রতি - DKG নিকটা আমি ব্যবহার করছিলাম গত কিছু দিন যাবত, কিন্তু এটা আপনারও পছন্দ বলে মনে হচ্ছে

    আমি যদি ভুলক্রমে আপনার চলতি নিক ব্যবহার করে থাকি তো নিতান্তই দুঃখিত - যদি জানান তবে অন্য নিক ব্যবহার করব (আগে কখনো এই নিক ব্যবহৃত হতে দেখিনি এবং আমার চলতি নাম এটা, তাই ব্যবহার করছিলাম)

    আর যদি এটা আপনার চলতি নিক না হয়, তাহলে কি এটা আমি ব্যবহার করতে পারি ? নানান জায়গায় এই নিকএ অভ্যস্ত হয়ে পরেছি, তাই এই অনুরোধ
  • Abhyu | 85.137.13.237 (*) | ২৭ মার্চ ২০১৫ ১২:২৬71585
  • কাগজে তো পেলাম না (খুব ভালো করে দেখি একথা বলতে পারি না) কিন্তু কেসটার আসল আপডেট কি কেউ সংক্ষেপে বলতে পারেন? মানে, সত্যি আইনের চোখে (সোস্যাল মিডিয়ার হিসেবে নয়) শ্লীলতাহানি না ফ্যাব্রিকেটেড কেস, অভিযুক্তদের কি হল ইত্যাদি। বোঝার চেষ্টা করছি যে আইদার অভিযুক্তরা বা ঐ মেয়েটি (কেস ফ্যাব্রিকেট করলে) কোনো শাস্তি পাবে কিনা। আরেকটা কথা, যাদবপুরের পরিবেশ কি রকম এখন - যথাপূর্বং ক্লাসটাস ইত্যাদি হচ্ছে?

    আর, শালীনতার সীমা অতিক্রম করা বা গ্রুপবাজি তো গুরুতে নতুন না :)
  • ex | 125.112.74.130 (*) | ২৭ মার্চ ২০১৫ ১২:২৬71584
  • সিসিটিভি বসানো, এক্সরে মেশিন , মেটাল ডিটেক্টর সমর্থন করি। দিল্লি তে আপ এর ১৫ লক্ষ ক্যামেরা বসানোর দাবি কেও সমর্থন করেছিলাম আগেও ।ক্যামেরায় অত ভয় কিসের অত লুকোচুরি কেন ? ক্যামেরা থাকলে মেয়েদের সাথে অসভ্যতা ঘটানো লোকেদের চিহ্নিত করে শাস্তি দেওয়া সহজ হয় , এক্স রে মেশিনে ও মেটাল ডিটেক্টর এ ব্যাগ এর মধ্যে কোনো ভয়ংকর জিনিস নিয়ে কেউ ঢুকছে কিনা detected হয় । বাস্তবের মাটিতে দাড়িয়ে টেকনোলজি ইউজ করতে দেব না বলা মূর্খামি ।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৮ মার্চ ২০১৫ ০২:৩৫71670
  • মেন্সট্রুয়াল ট্যাবুর বিরুদ্ধে ক্যাম্পেন নিয়ে বোধহয় কারোরই বক্তব্য নয়... তার সাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘণ্ট করে ফেলা এবং এইটাকে রিসেন্ট অভিযোগের সাথে জড়িয়ে সেইটাকে পলিটিকাল স্ট্যান্ড হিসেবে দাঁড় করানোর এই অক্ষম প্রচেষ্টাটাই হাস্যকর...
    মেন্সট্রুয়াল ট্যাবুর বিরুদ্ধে আন্দোলন খোরাক হতে যাবে কেন? এরকম কেউই বলছে বলে দেখিনি...
  • s | 117.131.42.250 (*) | ২৮ মার্চ ২০১৫ ০২:৩৫71669
  • এত প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিআক্রমন আর আন্দোলনের মধ্যেও লোকজন পড়াশোনা করার সময় বের করতে পারছে, এটা ভাবলেই ভীষন বিষ্মীত ও অবাক হতে হয় ।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৮ মার্চ ২০১৫ ০২:৩৭71671
  • সেই... পড়াশোনাটা আজ ও বেশ দরজা-জানলা বন্ধ করে অন্য কোনদিকে মন না দিয়ে বই মুখে দুলে দুলে মুখস্ত করে যাওয়ার ব্যাপারই... এইসব চিত্তচাঞ্চল্যে সব্বোনাশ হয়ে যায় পড়াশোনার :)
  • pi | 192.66.1.102 (*) | ২৮ মার্চ ২০১৫ ০২:৪২71673
  • খুব স্পষ্ট করেই লিখেছি, মেন্স্ট্রুয়েশান ট্যাবুর বিরুদ্ধে ক্যাম্পেন নিয়ে বক্তব্য ছিল না, সেটা দরকারিও মনে করি, সেটাও বলেছি। কিন্তু এখানে এই এইসবের ঘ্যাঁট পাকানোয় পুরো ব্যাপারটাই অর্থহীন আর হাস্যকর খোরাক লেগেছে, এর সঙ্গে আইসা নন আইসা , এরকম কারুর সম্পর্ক নেই, আমার প্রাণের বন্ধুরা করলেও এরকমই লাগতো ( এই ক্যাম্পেন ও আইসায় আমার বেশ কিছু বন্ধুবান্ধবও আছে)। আবার ফেটসু কি আমার অন্য কেউ পরিচিত অন্য কোন এরকম ঘ্যাঁটচচ্চড়ি পাকালেও এমনি লাগতো।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৮ মার্চ ২০১৫ ০২:৪২71672
  • "The purpose of education is to produce independent thinkers, not tamed gentlemen."
    -- শতাব্দী পালটে যায়, ধারণা পাল্টায় না... তাই এই কথাগুলো ও একই রকমভাবে প্রাসঙ্গিক থেকে যায়...
  • একক | 24.99.28.142 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৩:৫৭71674
  • ইন্ডিপেন্ডেনট থিঙ্কিং একটা ভয়ঙ্কর গোলমেলে ফ্রেস । প্রচুর প্রচুর পড়াশোনা না করলে ওটা করা যায় বলে মনে করিনা । অধ্যবসায় একটা জরুরি জিনিশ । যে কজন হাতেগোনা ইন্ডিপেন্দেন্ট থিঙ্কার দেখেছি তাঁরা সকলেই ইনসেনলি উচ্চশিক্ষিত এবং অধ্যবসায়ী ।

    স্বর্নেন্দুর পোস্ট এর প্রেক্ষিতে বল্লুম । এর সঙ্গে জাদব্প্পুরের জনতার ডিরেক্ট ম্যাপিং নাই । ওখানে মেধাবী স্টুডেন্টরা ভর্তি হয় । কীসে ওদের আখের ভালো হবে সেটা বোঝার যথেষ্ট ক্ষমতা আছে বলেই মনে হয় । কাজেই ও নিয়ে কুনো বক্তব্য নাই ।
  • pi | 37.62.139.237 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৪:৪০71676
  • আরো একটা খোলা চিঠি রইলো। ফেটসুর একটি মেয়ের চিঠি ( যে আগেও লিখেছিলো)।

    'My letter that has been widely circulated in the social medias seems to be the center of much controversy. It appears that some people have mistakenly limited the contents of my letter as a mere eyewitness account and overlooked the fact where I , along with my team members, have tried to bring to your attention the physical assault and humiliation that we have been subjected to. Further, our open letter has been deliberately branded as an act of ‘victim blaming’ ! It appears that either our mental and physical humiliation does not qualify as an assault or some people have unfortunately misunderstood our position. I want to take this opportunity to bring to your attention that one of my team members had lodged a compliant in relation to this assault with the university authorities and in all probability it was lodged before this much debated allegation of molestation. Our account may or may not be related to this allegation and even agreeing on the point that prima facie we have to assume that such allegations are beyond doubt . how does it justify the assault that i and my team members were subjected to ? Are we not victims of physical and mental assault ?
    We expect that the trauma that we are facing firstly because of the assault and secondly because of the deliberate downplaying of this assault will be taken into account!
    We request to your conscience to spend a minute or two to think about our predicament and ask yourself if neglecting our assault does not qualify as victim blaming ?
    WE request you to come forward in any capacity and play a constructive role in the speedy , independent and impartial investigation of all these incidents !
    We expect that justice will not be delayed for this incident or any other !'
  • কৌশিক | 75.49.14.75 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৪:৫৯71677
  • এবারো আমরা প্রমান করে দিয়েছি আসল দোষ ভিক্টিমের। Mission accomplished. সবাইকে দেখিয়ে দিয়েছি ক্যাম্পাসে আসল সর্দার আমরা। Being a jadavpurian is so much fun! ওহ আর পিনাকিদাকে ধন্যবাদ আপনি আমাদের হয়ে যে স্পিরিটেড ডিফেন্স করলেন, we salute you man!
  • যম | 193.90.37.187 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৫:২৪71664
  • শ্লীলতাহানির মুখ ঘোরাতে প্রতিবাদ পিরিয়ড এ চলে গেছে। যদুপুরের চেনা ছক।
  • Reshmi | 192.68.203.173 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৫:৫০71665
  • মেয়েটির দাবির সাথে মোটেও সহমত হয়ে মোটেও পুলিশ/নিরাপত্তা কর্মীর দাবি করা হয়নি"। হয়তো, কিন্তু কারো কারো পোস্ট দেখে মনে হয়েছে ফেটসুর ব্যাগ চেকিং এর অথরিটি নেই, অতএব তারা কেন ব্যাগ চেক করতে যাবে, সেটাই প্রধান ইস্যু।

    এবং, আমার ধারণা ছিল, পুলিশ/নিরাপত্তা রক্ষীর সাজেশনটা দেওয়া হচ্ছে যাতে সামগ্রিক ভালো হয় সেটার জন্য, শুধু ফেটসু বা ইন্ডিভিজুয়াল ভলান্টিয়ারদের গা বাঁচানোর জন্য নয়। যেখানে মেজরিটি ছাত্রছাত্রী ক্যাম্পাসে পুলিশি নজরদারির বিরুদ্ধে, আর যাদবপুরে পুলিশ ঢোকায় ঝামেলা কিছু কমেছে এমন প্রমাণ নেই, তাই, এই যে বেসিক অ্যাসাম্পশন, পুলিশ চেক করলে কোন ঝামেলা হত না, এটাই মেনে নিতে অসুবিধে হচ্ছে।

    আর স্পষ্ট করে বলি, আমি ক্যাম্পাসে সার্ভেল্যান্স ক্যামেরা/সিসিটিভির পক্ষেই, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই। কিন্তু দেখাই যাচ্ছে, ছাত্র-ছাত্রীরাই সেটা চায়্না, তার অন্য কনসিকোয়েন্স আছে ধরে নিয়ে। এই অবস্থায়, ফেটসুর যায়্গা থেকে ভাবলে, পিনাকী যা লিখেছে, ওরা এর থেকে বেটার কী করতে পারত?
  • pi | 192.66.10.73 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৭:৩৩71678
  • ভিক্টিম 'ব্লেমিং ' নিয়ে প্রশ্নটা এবার করেই ফেলি। অনেক দিন ধরে এই নিয়ে অভিযোগ শুনছি ও বুঝতে পারছিনা।' যেটুকু জানি, সেটুকু হল অভিযোগকারিণীকে রেপ /মোলেস্টেশনের জন্য 'ব্লেইম' ক্রলে, মানে সে তার পোশাক আশাক, কাজকর্ম, আচার আচরণ এসব দিয়ে এই রেপ/ মোলেস্টেশন ডেকে এনেছে, এরকম কিছু বলালে ভিক্টিম ব্লেমিং বলে। কিন্তু অভিযুক্তরা রেপ /মোলেস্টেশনের অভিযোগ অস্বীকার করলে আর সেই নিয়ে অন্যেরা বললে, তাকে অন্য কেউ সমর্থন করলে , অভিযোগকারিণী যে অভিযোগ এনেছেন সেটা কেউ ঠিক নয় বললে বা সেই কথ কেউ তুলে ধরলে তা কোন হিসেবে ভিক্টিম 'ব্লেমিং' হয়, তা একটু কেউ বুঝিয়ে দেন !
  • AP | 69.93.99.56 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৭:৪১71666
  • স্যানিটারী ন্যাপকিন থাকলে ব্যাগ চেক করাতে অসুবিধে কোথায় ? তাছাড়া যতদুর জানি মেয়েদের ব্যাগ মেয়েরাই চেক করছিল, তাই স্যানিটারী ন্যাপকিন নিয়ে গল্পটা ঠিক বিশ্বাস হল না।
  • pi | 24.139.221.129 (*) | ২৮ মার্চ ২০১৫ ০৮:৩৬71667
  • আরে মেয়েটির ব্যাগে স্যানিটারি ন্যাপকিন ছিল কি না ছিল, থাকা বা থাকার সাথে এর কোন সম্পর্জ নেই। জার্মানিতে স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটা ক্যাম্পেন শুরু হয়েছিল, পিরিয়ড নিয়ে ট্যাবু দূর করা নিয়ে। তার সাথে পুরুষতন্ত্র, তারপর রেপ/, মোলেস্টেশন আসে। জামিয়া মিলিয়াতে সেই মর্মে ক্যাম্পেন হওয়াতে অ বি ভিপি বাদ সাধে। জামিয়ার সলিডারিটিতে আবার দেশের নানা জায়গায় ক্যাম্পেন হয়। জে উ তেও তাই, তার সাথে এখানে রেপ /মোলেস্টেশন ইস্যুতে সাম্প্রতিক 'যৌন নিগ্রগ' এর ইস্যুকেও জুড়ে দেওয়া হয়েছে। ছবিগুলোর মধ্যে স্লোগান দেখলে বোঝা যাবে।
  • s | 117.131.42.250 (*) | ২৮ মার্চ ২০১৫ ১০:১২71679
  • শ্লীলতাহানি, ঘেরাও, ক্লাস বয়কট, হাতাহাতি, আবার শ্লীলতাহানি, স্যানিটারি ন্যাপকিনে প্রতিবাদের ভাষা ইত্যাদি হল ইন্ডিপেন্ডেন্ট থিংকিং। ঃ)

    এত বেশী জাগ্রত না হলেই ভাল হত,
    অ্যালজোলাম খাওয়াও তারে।
  • a x | 60.171.26.111 (*) | ২৮ মার্চ ২০১৫ ১২:৫২71668
  • বেসিকালি এই মেনস্ট্রুয়াল ট্যাবুর বিরুদ্ধে ক্যাম্পেনটা এখানে আইসা লিড করছে, তাই ফেটসু "খোরাক" নেবে। দুদিন বাদে সেটা আবার কোনো ইস্যুতে উল্টে যাবে, মানে তখন আইসা "খোরাক" নেবে। দিনের শেষে সব কিছু ডিস্টিলড হয়ে থাকবে "খোরাক"।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৯ মার্চ ২০১৫ ০১:৫৩71680
  • তুলে দিলাম। আরেকটা আছে প্রথম পাতায়, সেটায় ক্লিকাবেন না।
  • শ্রী সদা | 212.142.95.3 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৪:১৯71681
  • যে রাজ্যে এরকম কেজি কেজি ইন্ডিপেন্ডেন্ট থিংকিং এর চাষ-আবাদ হয় সেই রাজ্যই কেন যে এত দ্রুত জিজিযাত্রায় চলেছে কে জানে ঃ)
  • pi | 116.218.137.218 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৫:১১71684
  • সিকি, আমি তো প্রথম পোস্টেই সেটা লিখেছিলাম। এসেছে জার্মানি থেকে।
  • সিকি | 132.177.103.206 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৫:১৬71685
  • ওহো, খেয়াল করি নি। আসলে শেষ দুটো পোস্টে "ইন্ডিপেন্ডেন্ট থিংকিং" নিয়ে বিদ্রূপ দেখে মনে হল বলি এটা যাদপ্পুরের ইন্ডিপেন্ডেন্ট থিংকিং নয়।
  • Abhyu | 85.137.13.237 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৫:৩৫71686
  • বিদ্রূপ নয়, কিন্তু এককের 21:27:26 IST পোস্টে খুবই একমত।
  • pi | 192.66.9.115 (*) | ২৯ মার্চ ২০১৫ ০৭:২১71687
  • আর এই স্যানিটারি ন্যাপকিন সংক্রান্ত কাজে কারির অবদান যদি সত্যি বৈপ্লবিক মনে করি, তিনি ইনি।
    https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&rlz=1C1LENN_enUS487US487&ion=1&espv=2&ie=UTF-8#q=india%20napkin%20man

    ইন্স্টাগ্রামের ঐ ছবি ( ঐ ছবি দিয়ে ট্যাবু কাটানো আমার ঠিক আপত্তি বলবো না, কিন্তু কিছু প্রশ্ন আছে। ) বা এই জামিয়ার ক্যাম্পেন ( রেপ টেপ জুড়ে না, পিওরলি পিরিয়ড নিয়ে যে ক্যাম্পেন), এসবের থেকে অনেক বেশি দরকারি,ইনি যে কাজটি করেছেন সেটি। বা দুটোই পাশাপাশি দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন