এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১২71538
  • "এর উত্তরে বলতে হয়, মলমালিকের ইচ্ছেনুসারে সে পদ্ধতি ঠিক হয়েছে।"

    বলতে হবে কেন, জানিই তো মলমালিকের ইচ্ছানুসারে হয়েছে। তাই তো যতক্ষণ না মলমালিকের অ্যাডমিন আপিসের লোকজন আসেন, চিল্লানি থামাই না। মলমালিক আমার এন্ট্রি নিষিদ্ধ করতেই পারেন তাঁর ইচ্ছানুসারে। তবে আজ অব্দি দেখি নি কোনো মলমালিক আমার এন্ট্রি নিষিদ্ধ করতে চেয়েছেন বলে। আমার উপর মলমালিকদের "গুডফেথ" বলা যেতে পারে। ঃ))
  • pi | 192.66.11.192 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১৫71539
  • কত সাল থেকে শুরু হয়েছে তা আমার জানা নেই বা থাকলেও খেয়াল নেই, কিন্তু ৯৬-৯৭ এ হয়েছিল, এ আমার নিজের দেখা। আমিও ভলান্টিয়ার ছিলাম।আর সার্চটা গুড ফেথেই হয়েছিল, লোকজনকে বললেই তারা ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছিল।
    যে জিনিসটা আগেও হয়েছে আর এবারেও হওয়ার কথাই আছে, তাই নিয়ে লোকজনের আপত্তি থাকতেই পারে, কিন্তু ঐ স্বর্ণেন্দু যা বললো, আগেও বলেছিলাম, এই নিয়ে আগে থেকেই বা পলিটিক্যালিই তো আপত্তি তোলা যেত, নানাভাবে। একজন ইন্ডিভিজ্যুয়াল হিসেবে আপত্তি না তুলে। এটা আমার মনে হয়।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১৯71541
  • এসেমকে।

    কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে হয়নি, এটা ধরে নিয়েছি (পিনাকি যেটাকে নেগোশিয়েশন বলেছে)। সেটা না থাকলে বাকিটা দাঁড়ায়না। মনে হয় অনুমতি ছিল।

    তবে এ ব্যাপারে ভারতীয় আইন অন্যও হতে পারে। সেটা পারলে কেউ একটু লিখবেন। আমি এটা জানিও না, এ ব্যাপারে বিশেষজ্ঞ তো নইই।

    বিধিসম্মত সতর্কীকরণঃ এখানে জাস্ট লিগালিটি আছে কিনা জানতে চাইছিলাম। লিগালিটি কিন্তু কিছু করার একমাত্র ছাড়পত্র নয়।

    ব্যস, আমাকে দিয়ে আজ আর বকাবেন না। আবার কাল।
  • pi | 192.66.11.192 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১৯71540
  • তবে আমার বেশ মজা লেগেছে, সার্ভেইলেন্সের একদম এক্সট্রিম বিপক্ষ ও পক্ষের লোকজনের এই সার্ভেইলেন্স ইস্যুতে এখানে পারস্পরিক ক দেওয়াকেঃ)
  • Ekak Pinaki | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২১71586
  • name: একক mail: country:

    IP Address : 24.96.22.79 (*) Date:27 Mar 2015 -- 01:50 PM

    আপডেট toi তে পোস্ট করার লিংক আসছেনা ।এখানেই দিয়ে গেলুম । সন্ধ্যেবেলা আসছি ,এখন পর পর মিটিং আছে ।বেরোতে হবে ।
    কোনো সহৃদয় ব্যক্তি পারলে ওখানে পস্তিয়ে দেবেন ।
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    ঈশান:
    "১। ব্যাগ চেক করা এবং তাতে রাজি না হলে ঢুকতে না দেওয়া ইল্লিগাল কিনা। মলে হোক বা অন্য কোথাও। জবাব পাওয়া যায়নি।

    ২। সার্ভিলিয়েন্সের প্রতিবাদ করতে গিয়ে "কেস খাওয়ানো" অসততা কিনা। নীতিগতভাবে সার্ভিলিয়েন্সের তীব্র বিরোধীদের এই ব্যাপারেও কোনো উচ্চবাচ্য দেখছি না।
    "

    ------------------------------

    ঈশান ঠিক কোন আইনের রেফারেন্স চাইছ পরিস্কার করে বলে সুবিধে হয় । বারংবার বলেছি ,ক্যাম্পাসে ল্য এনফোর্সমেন্ট এর অথরিটি যাদের নেই (এক্ষেত্রে ফেটসু ,এবং নেই যে সেটা পিনাকীর পোস্ট এই আছে) তারা ব্যাগ চেক করতে পারেনা । ঠিক যেমন শপিং মলে সেলসপারসন ব্যাগ চেক করতে পারেনা । যে গার্ড রা থাকেন তাদেরও অথরিটি থাকে ননইন্ভেসিভ চেকিং এর ।মেশিন ইউস করে । ব্যাগ খুলে ঘাঁটার রাইট নেই ।
    বক্তব্য টা কী ? যার অধিকার নেই সে আমাকে ফ্রিস্ক করলে সেটা বেয়ায়নি নয় ? রামা-শ্যামা যে কেও আমার ব্যাগে হাত দিতে পারে ? ফেটসু কী /তাদের জিবি অমুক তসুক কিছু দিয়েই কিন্তু এটা এখনো পর্যন্ত প্রমানিত নয় যে তাদের ক্যাম্পাসে ল্য এনফোর্স করার এবং ফ্রিস্কিং এর অথরায়সেষণ/ এড হক ওয়ার্ক অর্ডার আছে ।

    একজন স্টুডেন্ট যখন ইউনিভ এডমিশন নিচ্ছে তখন সে ইউনিভ অথরিটি কেই অথরিটি হিসেবে জেনে নিচ্ছে । কাজেই সে ফেটসু কে ভোট দিয়েছে কিনা বা ইভেন সে ফেটসুর পক্ষে কিনা তার চেও বড় কথা অথরিটি হ্যান্ড ওভার হয়েছে কিনা । এগুলো যদি কিছুই না হয়ে থাকে তাহলে ফেটসু পাতি গা জোয়ারি চালাচ্ছে সে তুমি যতই খাপ কে ফ্যাশন বলো আর যাই বলো । কাজেই ফেটসু /এক্স /ওয়াই যেই হোক অথরিটি না থাকলে ইন্ভেসিভ চেকিং করা এক্সট্রা জুডিশিয়াল একটিভিটি । যে কোনো মুহুর্তে চ্যালেঞ্জ করা যায় ।

    ২। শেষে "সততা " :))) । এরকম কোনো এব্সলিউতিস্ট "সততা" র ধারনায় বিশ্বাস করিনা । স্কোপ স্পেসিফিক ইন্টিগ্রিটি তে করি । আমার মনে হয় আমার বক্তব্যে সেটা আছে । প্রথমত সার্ভায়ল্যানস এর "প্রতিবাদ" করতে গিয়ে নয় "প্রতিয়াক্রমন" করতে গিয়ে কেস খাওয়াচ্ছি । আমি বল্লুম আমি যবে এই কলেজে পড়তে ঢুকেছি কলেজ অথরিটি কে একমাত্র কেম্পাস-এর ল্য এনফোর্সমেন্ট অথরিটি জেনে ঢুকেছি । তুমি আগে তোমার অথরায়সেষণ আছে শো করো ,নইলে আমাকে ঢুকতে দাও । এই অবধি "প্রতিবাদ" ছিল । এরপর তুমি আমার ব্যাগে হাত দিলে বা টানা-হ্যাচরা করলে আমি যেটা করব সেটা সিম্পল "প্রতি-আক্রমন" । পুলিশ কল করে কেস খাওয়াব । যারা উইদৌত অথরিটি প্রাইভেট প্রপার্টি এনক্রচ করে দে আর গুনস । তাদের সঙ্গে আবার প্রতিবাদ কী । আমি আক্রান্ত । আর প্রতি-আক্রমনের কোনো সততা -অসততা হয়না ।

    বাপি পাল মনে পরে ? তুমি উদ্বিগ্ন হয়ে প্রবন্ধ লিখেছিলে তাকে নিয়ে ।আমি ও উদ্বিগ্ন হয়েছিলুম । কেস টা কী জানতে এদিক ওদিক যোগাযোগ করি । আইও -র সঙ্গে কথা হয় । মমতা সরকার কে মিডিয়ায় কেস খাওয়ানোর জন্যে মালদার এডভোকেট দের সিপিয়াইএম লবি বাপি পালের জামিন করায় নি । এটা কী অসততা রাজনৈতিক দিক থেকে দেখলে ? ডায়রি নম্বর লাগলে বোলো দিয়ে দেব । ওটা কাগজে বেরয় নি ।

    ফেটসু একটা কাঁচা কাজ করেছে যেটার মাসুল গুলে নাইভ ছেলে-মেয়েরা মাঝখান থেকে কেস খেয়ে যেতে পারে । তারা ভাবছে পেছনে ফেটসু আছে । পুলিশ ধরলে ক্লিয়ার হয়ে যাবে ফেটসুর কোনো ল্য এনফোর্সমেন্ট অথরিটি নেই ,কাজেই কেস খাবে শুধু ইন্ডিভিজুয়াল । এটা খারাপ । নেহাতই যদি সততা নিয়ে মাথা ঘামাতে হয় তাহলে এইটুকু ভাবা উচিত যে পেছন থেকে ফলস বার খাইয়ে কিছু বাচ্চাকে ঝামেলায় ফেলব না যেখানে আমার নিজের কোনো রিটেন অথরিটি নেই কাজটা করার । আর যদি বল এভাবেই মাস মবিলায়সেষণ হয় অত লীগালিটি ভাবলে ক্ষমতা কে আঘাত করা যায়না ইত্যাদি ইত্যাদি তাহলে বাপু সততার হ্যাজ টা কাটাও :)

    রাত্তিরে এসে আবার দেখছি । আপাতত পেটের ধান্দা :(

    ----------------

    name: pinaki mail: country:

    IP Address : 90.254.154.105 (*) Date:27 Mar 2015 -- 02:51 PM

    কারুর অসম্মতিকে ব্যাগে হাত দেওয়া বা টানা হ্যাঁচড়া করার কথা আসছে কোত্থেকে? কেউ স্বেচ্ছায় ব্যাগ না দেখালে তাকে ঢুকতে দেওয়া হয় না। এই অ্যাক্টটা ইল্লীগাল কিনা সেইটা জানতে চাওয়া হচ্ছে।

    আর ফেটসু কোনো কাঁচা কাজ করেছে বলে মনে করিনা। যেকোনো অনুষ্ঠানে ভলান্টিয়ারিং করতে গেলে বাওয়াল থামাতে গেলে এরকম ঘটনা ঘটতেই পারে। সেই রিস্ক মেনে নিয়েই এগুলো করা। ফেটসুর অফিস বীয়ারাররা এবং ছাত্রছাত্রীরা সকলেই সমবয়েসী স্টুডেন্ট। এখানে একদল নাইভ এবং অন্য একদল তাদের গাছে তুলে মই কেড়ে নিচ্ছে জাতীয় আলটপকা মন্তব্যগুলো ওখানকার পরিস্থিতি সম্বন্ধে কিছু না জেনে না করাই ভালো। এবং সবচেয়ে বড় কথা হল সংস্কৃতি অর্গানাইজ করে 'সংস্কৃতি অর্গানাইজিং কমিটি'। সিআর বডির মীটিং থেকে সেই কমিটি ঠিক হয়। মূলতঃ অরাজনৈতিক লোকজনই সংস্কৃতিটা দেখে। এইসব ভলান্টিয়ারিং এর ব্যাপার স্যাপার তারাই মূলতঃ ঠিক করে। সেখানে ফেটসুর অফিস বীয়ারাররা অধিকাংশ ক্ষেত্রেই যুক্ত থাকে না। অথরিটির সাথে কোনো নেগোশিয়েশনের ব্যাপার হলে বা সংস্কৃতির গ্রস ওরিয়েন্টেশেন ফেটসুর অবস্থানের খুব বিপরীত কিছু না হওয়া অব্দি ফেটসুর ইন্টারভেনশন ন্যূনতম থাকে।

    এই ফিউটাইল তর্কটা থেকে নিজেকে উইথড্র করলাম। যে যার মতামত নিয়ে খুশি থাকুক। শুভেচ্ছা রইল। শুধু অন্যের বক্তব্য সাজিয়ে নিয়ে কাউন্টার করা বা ইচ্ছাকৃত মিথ্যে কথা বলা - এইসব জাজমেন্টাল কমেন্টগুলো ভবিষ্যতে না করলেই খুশি হব।
  • pi | 192.66.11.192 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২৪71542
  • 'যাদের গায়ে হাত দেওয়ার অনুমতি আছে, তাদের কথা মানব। যাদের নাই, তাদের কথা মানব না।'

    আর এটা জুড়লে না, কারুর কারুর অনুমতি আছে কিনা চেকও করবো না ? যেমতি এয়ারপোর্ট সিকিওরিটি ? ঃ)
    মানে, আমি দেরি হয়ে গেলে তখন চেক করার কথা বলছিনা, যেহেতু তোমার এইনিয়ে একটা প্রিন্সিপালড স্ট্যান্ড আছে, তাই অন্যসময়ে জেনে রাখার কথা বলছি। তবে এই লিগালিটি, এয়ারপোর্ট হোক কি মল, এনিয়ে আমিও জানতে আগ্রহী। জানতে পারলে একটু জানিও।
  • | 24.97.159.173 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২৭71543
  • এয়ারপোর্টে লোকেদের আছে রে ভাই। এভিয়েশান ডিপার্টমেন্টের একটা সার্কুলার আর হোম মিনিস্ট্রির একটা সার্কুলার। আরও চাইলে কর্মীদের মানে যাঁরা চেক করেন তাঁদের নিয়োগপত্র উইথ BCG Report

    অন্তত পুণেতে এইগুলো থাকে। গ্রাউন্ড লেভেল স্টাফের কাছে থাকে না, তবে সেন্টার ইনচার্জ গোছের একজনের কাছে থাকে।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২৭71544
  • চিল্লানি সম্পর্কে আমার কোনো মতামত নাই। চারদিকে এমন সব তাথৈ তাথৈ নিয়ম এবং নিয়মনির্ধারক দেখে এলাম- হাসা না কাঁদা কোনটা উচিত কে জানে!
  • Ishan | 214.54.36.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২৮71587
  • "কারুর অসম্মতিকে ব্যাগে হাত দেওয়া বা টানা হ্যাঁচড়া করার কথা আসছে কোত্থেকে? কেউ স্বেচ্ছায় ব্যাগ না দেখালে তাকে ঢুকতে দেওয়া হয় না। এই অ্যাক্টটা ইল্লীগাল কিনা সেইটা জানতে চাওয়া হচ্ছে।"

    একদম এইটাই প্রশ্ন।
  • pi | 192.66.11.192 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:২৯71545
  • যাঃ, তাহলে সময় থাকলেই ব্যাঙদি যে বলছিলো, এয়ারপোর্ট সিকিওরিটির উপরেও চুরির অপবাদ দিয়ে বাওয়াল করবে !
  • কৌশিক | 75.49.14.83 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩০71546
  • শালা হেজিয়েই চলেছে হেজিয়েই চলেছে। আমাদের ক্যাম্পাসে আমরাই অথোরিটি ঠিকাচে? প্লেন অ্যান্ড সিম্পুল। যার ইচ্ছে ব্যাগ সার্চ কোরবো যাকে ইচ্ছে কেলিয়ে পট কোরবো যাকে ইচ্ছে খিস্তি মেরে বাপের নাম খগেন করে দেবো। বালের ভিসিটাকেই তাড়িয়ে দিলাম এরা আবার এসছে বিপ্লব মারাতে। আরে পুলিশ আমাদের আটকে রাখতে ভয় পয় রে সেদিনই জামিন দিয়ে দিয়েছে। পারলি আটকাতে? কার পোঁদে কটা গু ঝুলচে যে আমাদের ওপোর খবোরদারি কওরতে এসছে?
  • lcm | 118.91.116.131 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৩71548
  • এহে! এই টইতে আর ঢোকা যাচ্ছে না।
    মল, গু, মলমালিক...
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৩71547
  • "এয়ারপোর্টের লোকদের নাই," এটা আমি কখন বলেছি ? যেটা বলেছি সেটা হল তাদের আছে কি নাই, এটুকু ভাবার মতন সময়ও থাকে না আমি যতক্ষণে পৌঁছাই। আর আগেই তো বলেছি সরকারি লোকদের কাছে অনুমতি থাকাটাই স্বাভাবিক। তাই বলে অবিশ্যি এটা বলছি না সরকারি স্যানিটারি ইন্সপেক্টর আমার ব্যাগ খুলে চেক করতে চাইলে আপত্তি করব না। ঃ)
    আর আমার বাপু কোনো ব্যাপারেই "প্রিন্সিপালড স্ট্যান্ড" নেই, বাওয়াল দিতে ইচ্ছে করলে, সময় থাকলে দিই। ইচ্ছে না করলে, সময় না থাকলে কাটিয়ে দিই। "দুষ্টবুদ্ধি"লোকরা এমনই হন ।
  • DKG | 72.212.89.117 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৫71549
  • হোম মিনিত্রী র সার্কুলার কোথায় দেখতে পাব? কিছু মনে করবেননা আপনি পড়েছেন?
  • a x | 60.171.26.111 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৭71550
  • পিনাকী, আমি কল্লোলদার পোস্টটা অন্য কারণে পড়তে বলেছিলাম।

    যাই হোক, হ্যাঁ আমার সার্ভেলেন্স নিয়েই অসুবিধে আছে। সার্ভেলেন্স এবং এই ধরণের ইনভেসিভ ব্যাগ হাতড়ানো এটা আগেও বলেছি একটা ক্ষমতার ভাষা, স্টেটিস্ট অ্যাপ্রোচ। যদুপুরের কর্তৃপক্ষকে ফেটসুর ভলান্টিয়ার দিয়ে রিপ্লেস করলেও ভাষাটা একই থাকে, শুধু অথরিটি বদলে যায়। আমারও যারা ইন জেনেরাল সার্ভেলেন্স ইত্যাদি বিনা প্রশ্নে মেনে নেয়, তাদের কথা বুঝতে অসুবিধে হচ্ছেনা। আমার তাদের কথা বুঝতে অসুবিধে হচ্ছে যারা এতদিন এইসব সার্ভেলেন্স ইত্যাদির -নীতিগত- বিরোধিতাই করে এসেছে। অথবা আমি তাই বুঝেছিলাম। এখন হয়ত পিছলে পিছলে গিয়ে বুঝতে হবে যে আমি আসলে ভুল বুঝেছিলাম। সে হতেই পারে। আশা রাখছি দুদিন বাদেই আবার যখন সিসিটিভির বায়নাক্কা উঠবে তখন কর্তৃপক্ষও এটা বুঝবে। তাদেরকেও তো হাজার দশেক মত ছাত্রছাত্রীর প্রতিদিনকার সুরক্ষার দায়িত্ব নিতে হয়। বিশেষ করে যখন মাঝেমাঝেই অপ্রীতিকর ঘটনা সব ঘটছে।

    তো বেশ, আমরা ঐ সব হাই মরাল গ্রাউন্ডে চড়ব টড়ব না, আমরা মাটির লোক। ঠিক এই জায়গা থেকে এবার তোমাকে বিরোধিতা করতে হচ্ছে তাদের সাথেও যারা সাধারণ ভাবে সার্ভেলেন্স মেনে নেয়। এবং তাদের যুক্তি গুলো একদম প্র্যাক্টিকাল দিকগুলো দিয়েই আসছে - বেসিকালি একক, ব্যাং ও এসেমের যুক্তি। তখন তুমি আবার উল্টে গিয়ে, না না এগুলো আবার কি, এতো গুড ফেথ, ফ্রেন্ডলি ব্যপার স্যপার কিম্বা, ঐ "সাজানো" হার চুরি ইত্যাদি অতি বদ কাজ এইসব বলবে। আমি আরো জুড়ব। এইসব সার্ভেলেন্সের পরেও যখন মদ চলছে, বোতল পাওয়া যাচ্ছে, সেসব আসছে কীভাবে? এর দায় তো পুরোপুরি তাহলে এই দ্বাররক্ষীদের ওপর বর্তায়, তারা কি কাউকে কাউকে বা নিজেদের বন্ধুদের বা নিজেরাই এসব নিয়ে ঢুকছে (সামনে বা পেছনের দরজা দিয়ে)?

    এটা আমার কোনো জেনুইন প্রশ্ন না, আমার প্রশ্ন ও অসুবিধে কোথায় আগেই বলেছি, আমি খালি এইভাবে জলেও নামব, পা ভিজবেনা এই পজিশন নেওয়া যায় কিনা জানতে চাই।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৩৮71551
  • ঐ সিএসাইএফের পোশাক আর ব্যাজই দেখেই কাজ চলে যায়। দিল্লি বা কোলকাতা এয়ারপোর্টে কোনো সেন্টার ইনচার্জ গোছের লোকের দেখা পাইনি।
  • রাঘব বোয়াল | 82.209.12.191 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪০71588
  • আমি একবার বহিরাগত হিসেবে যাদবপুরের ওয়েটিতে মাইল্স না এলারবি কাদের যেন গান শুনতে গেছিলাম, ৯৮ সালে বোধয়। জীবনের সব আয়োজনই সঙ্গে মানে পকেটে টকেটে ছিল আরকি। কিন্তু আমরা এমন অবিমৃশ্যকারী অপচয়ী ছিলাম না যে নানান উঞ্ছবৃত্তি করে রোজগার করা পয়সায় কেনা গাঁজা বা স্প্যাস্জ অন্য লোকের গায়ে ছুঁড়ে নষ্ট করবো। আজকালকার এলিট দাম্ভিক পোলাপান তারওপর আমাদের ভয়েসটা শুনলো কই।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪০71552
  • পাইয়ের একটা পোস্ত নীচে কপি পেস্ট করলাম। কাল রাতের পোস্ত।

    ====================
    'এয়ারপোর্টে বাওয়াল করি না কারণ ওখানে বাওয়াল করলে ফ্লাইট মিস হওয়ার সমূহ সম্ভাবনা।'

    এটা পড়ে মনে হয়েছিল,সময় থাকলে এয়ারপোর্ট অথরিটিকেও চোর অপবাদ দিয়ে বাওয়াল করতে। 'ব্যাগ খোলা বা গায়ে হাত বোলানোর অধিকার ' এয়ারপোর্ট অথরিটিরও নেই, কেবল পুলিশের আছে মনে করলে আলাদা ব্যাপার, নইলে স্ট্যান্ডটা কনফিউসিং। আর কেবল পুলিশের আছে, এয়ারপোর্ট অথরিটির নেই বললে সেটা কেন মনে হয় সেই প্রশ্ন আসবে।
    ====================

    পাইয়ের এই উপরের পোস্টটায় পাই লিখেছিল, পাইয়ের "মনে হয়েছিল"।

    যাই হোক, আপাতত নীচে কপিপেস্ট করা পাইয়ের এখনকার পোস্টটায় পাই আর মনে টনে হওয়ার ধার ধারে নি, বলেই দিল যে আমি বলেছি। গুড গোয়িং । ঃ))))))

    ======================
    যাঃ, তাহলে সময় থাকলেই ব্যাঙদি যে বলছিলো, এয়ারপোর্ট সিকিওরিটির উপরেও চুরির অপবাদ দিয়ে বাওয়াল করবে !
    ======================
  • একক | 24.99.33.66 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪২71589
  • এটার উত্তর আগেই কেও দিয়েছিল । ক্যাম্পাস এর অনুষ্ঠান সবার জন্যে (সবার বলতে এখানে অবশ্যই পৃথিবীশুদ্ধু না ,ওই ছাত্রছাত্রীরা ,ইত্যাদি আর কী) সেখানে ক্যাম্পাস এ ল্য এনফোর্স করার অথরিটি যদি আমার না থাকে এবং সেরকম কোনো অথিরিটি ফলিয়ে আমি তাদের ঢোকা আটকাই সেটা বেআইনি তো । এটা বুঝতে সমস্যা ঠিক কোথায় ?

    এটা তো ব্যাগ চেক করা নয় ,টানা-হ্যাচরা ইত্যাদি বাদ দিয়ে তুমি ইনভেশন টা কাটাচ্ছ বুঝতে পারছি ঠিকাছে ফেটসু কী বলতে পারে যে আপনি অনুষ্ঠানে ঢোকার আগে "যদি কুমড়োপটাশ নাচে" পদ্য টি নেচে নেচে আবৃত্তি করে দেখান ? জিরো ইনভেশন কিন্তু একটা নির্দিষ্ট একট করতে বাধ্য করা শর্ত হিসেবে । সেক্ষেত্রেও একই প্রশ্ন : যে এনফোর্সমেন্ট অথরিটিই নয় সে শর্ত দেয় কিসের এক্তিয়ারে ? সংখ্যাগরিষ্ট ভোট করে ঠিক করেছে এটা আদৌ এনফোর্সমেন্ট এর ভিত্তি হতে পারেনা । ঐসব আংবাং বললেই তখন মুক্তাঞ্চলের কথা মনে আসে ।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪৫71553
  • আ মোলো যা পঞ্চাশবার শুধু "দুষ্টবুদ্ধি" বলে কেন। আমি শুধু দুষ্টবুদ্ধি বলেছি তাই না। অসততা, বে-আইনী কাজও বলেছি। শুধু তাই না, মলের লোকেরা ( বা ফেটসু) যে বে-আইনী কাজ করেছে, তার আইনী রেফারেন্সও চেয়েছি। সেগুলো কি বানের জলে ভেসে গেল?

    লিগাল্টির দুই প্রবক্তা একক এবং ব্যাং, বাজে না বকে রেফারেন্সটা দিয়ো বাপু। কাল সকালে যেন দেখতে পাই। :-)
  • a x | 60.171.26.111 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪৭71554
  • আহ ডিডি! এরমধ্যেও পলিটিকালি ইনকারেক্ট প্রশ্ন করার চান্স ছাড়েন নি! ঃ-))
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪৮71555
  • পাইয়ের ৮ঃ৫৯র পোস্তর পর আমি এই আলোচনা থেকে রিটায়ার করলাম। কারণ মূল ইস্যুটার থেকে আলোচনা সরিয়ে নেওয়ার চেষ্টাটা বড্ড বেশি এবার চোখে পড়ছে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৪৯71556
  • "দুষ্টবুদ্ধি" কথাটা হেব্বি ছুইট লেগেছে। তাই। ঃ)))
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৫২71590
  • বে-আইনী টা কিকরে বুঝব? তোমার কথায় নিশ্চয়ই না। তাই আইনটা জানতে চাইছি। যে আইনে মলের সিকিউরিতির ব্যাগ চেক কারতে চাওয়া এবং কোনো অনুষ্ঠানের উদ্যোক্তাদের ব্যাগ চেক করতে চাওয়া বে-আইনী।

    ফেটসু নিশ্চয়ই মুক্তাঞ্চল বানাতে পারেনা, কিন্তু তুমিও তো আইন বানাতে পারোনা। :-)
  • Ishan | 202.43.65.245 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৫৪71592
  • ধরা গেল, আমি পরশু দিন একটা গানের প্রোগ্রাম করব আমার বাড়িতে। তাতে ঢোকার একটাই শর্ত। "আনন্দধারা বহিছে ভুবনে" পুরোটা সুরে গাইতে হবে। সুরে কিনা আমি বিচার করব। বেসুরো মনে হলে ঢুকতে দেবনা।

    সেটা বে-আইনী নাকি?
  • রাঘব বোয়াল | 82.209.12.191 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৫৪71591
  • জলের পাত্র, তার সঠিক ব্যবহার, আইডেন্টিটি, সঙ্গে রাখা এইসবও খুব কৃটিকেল জিনিস।

    সাব্রুমের হেডমাস্টারমশাই সেই যুগে দুরপাল্লার ট্রেনে ভ্রমণ করছিলেন, বাথরুমে জল ছিল না। তো পথিমধ্যে তাঁর হাগা পায়।কোন রকম ফ্রিস্কিং সার্ভিলেন্স চেকিঙের বাধা না থাকা স্বত্ত্বেও তিনি কোন রকম বোতল টোতল সঙ্গে রাখেননি। তো ঘুমন্ত ধর্মপ্রাণ সহযাত্রীর ধর্মাচরনের জলের পাত্র নিয়ে বাথ্রুম তো গেলেন, বেরিয়ে আসার পর সাম্প্রদায়িক দাঙ্গা লাগে আরকি।

    আবার সেই যে কে যেন ঘি ভরা ঘটি নিয়ে বাথ্রুম গেছিলেন, সেও খুব ডেঞ্জারাস। তো জলের বোতলে জল মদের বোতলে মদ ঘিয়ের শিশিতে ঘি এইসব সীমরেখা মেন্টেন করতেই হয়। আর হ্যাঁ, লোকের গায়ে ছিটিয়ে অপচয় করারই বা কি দরকার। পয়সা কি গাছে ফলে?
  • Mamba Bullpens Spec | 125.112.74.130 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:৫৮71557
  • কিন্তু এইটা একটু ক্লিয়ার করে দিন - মদের বোতল নিয়ে ঢোকায় আপত্তি না বোতলে মদ নিয়ে ঢোকায় আপত্তি? মানে যদি সিকিউরিটির দিক থেকেও ধরি, একটা বিরাট ফ্ল থেকে যাচ্ছে। কেউ যদি কোল্ড ড্রিঙ্কসের বোতলে রাম ভরে ঢোকে, সব বোতল কি খুলে শুঁকে বা চেখে দেখা হবে?
  • Arpan | 125.118.164.63 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০০71558
  • আহ, কমরেড, গুড ফেইথ। এটা মাথায় রাখবেন। ফ্ল ধরে তো দুষ্টবুদ্ধির লোকেরা।
  • রাঘব বোয়াল | 82.209.12.191 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০১71593
  • আমি একবার রামকুমার চট্টোর ঘরোয়া অনুষ্ঠান কাটিয়ে দিয়েছিলাম পাজামা পাঞ্জাবী পরতে হবে বলে। সেই নিয়ে কি অনুতাপ। এইসব তক্কো তখন উঠলে একটু বাওয়ালি দেওয়া যেত।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৪:০৩71559
  • মেট্রোর ঐ তুঘলকি নিয়মটা সম্পর্কে আপনারা কিছু জানালে জানাবেন তো- বড় ব্যাগে নিরাপত্তা বিঘ্নিত হয়,এ কোন মামাবাড়ির আব্দারঃ(

    খুব আগ্রহী হয়ে রইলাম। আমি ছাড়া কেউ মেট্রো চড়েনি এরম বলবেন না প্লিজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন