এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:১৮71448
  • তবুও পাইয়ের জন্য আমার প্রথম পোস্টের শেষ লইন আরেকবার কোট করে দিই।

    "ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত চিন্তা থাকলে, নিরাপত্তা দেখা যাদের কাজ, তাদের করতে দেওয়াই ভালো।"
  • pi | 24.139.221.129 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২০71449
  • ব্যাঙদি, ক্ষণে ক্ষণে তো রিফ্রেশ করা হয়না। তোমার পরের পোস্টটা আগে পড়লে নিশ্চয় প্রশ্নটা করতাম না। যাইহোক, স্ক্রোল না করে প্রশ্ন করার জন্য দুঃখিত।
  • pi | 24.139.221.129 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২১71450
  • হ্যাঁ, ঐ লাস্ট লাইনটা পড়েই প্রশ্ন পেয়েছিল। নিরাপত্তা দেখা যাদের কাজ তারা করলেও তাদের চোর অপবাদ দেবে কিনা। এখন জানলাম , দেবে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৩71452
  • ওমা দুঃখিত হচ্ছিস কেন? এই টইয়ে একটা কমিক ক্যারেক্টারের ভয়ানক প্রয়োজন দেখেই না আমি এখানে নাক গলালাম! তা নয়তো আজকাল আমি টাইয়ে বা ভাটে কোত্থাও তক্কো করতে যাই নাকি!
    কলেজ ফেস্টটা আমার কমন টপিক, হেব্বি প্রিপারেশন আর তার উপরে ভাইভা নিচ্ছেন পিনাকীস্যার। এইসব দেখেই কিনা আমি সাহস করে এলাম।
    ঃ)
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৩71451
  • না ফেটসু ল এনফোর্সমেন্ট অথরিটি নয়। কিন্তু এই পার্টিকুলার প্রোগ্রামে ফেটসু কী চেক করবে এবং কেন করবে সেটা ফেটসুর ছাত্রদের কাছে ক্লীয়ার। এখানে বলে রাখা ভালো (অনেকেই জানে না) ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ছাত্রই ফেটসুর সদস্য। ফেটসু কোনো রাজনোতিক দল নয়। ইউনিভার্সিটির আইন মেনে চলা ছাত্র ইউনিয়ন। তার সি আর (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) বডি হল সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা। এখন মূলতঃ ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত জিবি করে নেওয়া হয়। ফেটসু কোনো প্যারালাল গভর্নেন্স চালাচ্ছে না। মুক্তাঞ্চল তৈরীর কোনো বাসনাও তাদের নেই।

    এই ব্যাগ চেকিং যা ফেটসুর ছাত্ররা তাদের আয়োজিত ফেস্টের সিকিওরিটি মেজার হিসেবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, তাতে ফেটসুর সিংহভাগের সমর্থন আছে, গিভেন দ্য সিচুয়েশন যেখানে এটা না করলে প্রভূত বাওয়ালের পরিণতিতে ভবিষ্যতে ওএটিতে প্রোগ্রাম না হওয়ার সম্ভাবনা। ফেটসুর ছাত্রছাত্রীরা চায় না অথরিটি বা পুলিশ তাদের ব্যাগ চেক করুক। তারা তাদের নিজেদের মনোনীত প্রতিনিধিদেরই নিজেদের ব্যাগ চেক করার দায়িত্ব দিতে চায়, একটা বিশেষ প্রোগ্রামের শৃঙ্খলার স্বার্থে ফেটসুর ছত্রছাত্রীরা এই সিদ্ধান্তে এসেছে। ফেটসুর বাইরের লোকজনের যদি ব্যাগ চেকিং নিয়ে আপত্তি থাকে, ফেটসু তাদের সেই প্রাইভেসিকে সম্মান জানায় ও সবিনয়ে তাদের অনুষ্ঠানে ঢুকতে প্রত্যাখ্যান করে, কারণ এই প্রোগ্রামে ঢোকা ফেটসুর বাইরের ছাত্রদের জন্য কোনো 'রাইট' এর বিষয় নায়। অপশনাল।

    ফেটসু দেশের আইন কানুন মেনে চলে। মুক্তাঞ্চল স্থাপনের কোনো ঘোষিত অঘোষিত লক্ষ্য ফেটসুর নেই। মদ গাঁজা খাওয়া নিয়ে ফেটসুর কোনো মরাল অবস্থান নেই। প্রোগ্রামে মদের বোতল নিয়ে ঢুকলে কিছু বাড়তি অসুবিধে ফেটসু ফেস করেছে, তাই সেটা আটকানোর চেষ্টা করা হয়। লোকজনের যতটা সম্ভব কম অসুবিধে ঘটিয়ে। ব্যাগ চেকিং তার একটা অপ্শন। কেউ অন্য বেটার অপশন দিলে ফেটসু অবশ্যই ভেবে দেখবে। অন্যের প্রাইভেসিতে নাক গলানো ফেটসুর প্রাথমিক লক্ষ্য নয়। কাজেই লোকের পাছায় হাত বোলানো অব্দি পৌঁছোনোর কোনো প্রয়োজন ফেটসু এখনো অব্দি মনে করে নি। যদি কখনো সে প্রয়োজন দেখা দেয় ফেটসু তার ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করেই সেব্যাপারে সিদ্ধান্ত নেবে।

    ফেটসুর ছাত্ররা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে তাদের অফিসবীয়ারার ঠিক করে। এদের ঠিক কী পদ্ধতিতে 'ছুঁড়ে ফেলা' র কথা একক ভাবছে জানলে খুশি হই। ;-)
  • একক | 24.99.235.198 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৪71453
  • চেকিং নিয়ে ব্যাঙ্গের সঙ্গে আমার মিলে যাচ্ছে । আমি সার্ভায়লেনস সমর্থন করি কিন্তু ইন্ভেসিভ প্রসেসে অথরাইসেশন না দেখে কো-অপারেট তো করিই না উল্টে বাওয়াল দি । আই চ্যালেঞ্জ ইন্টিগ্রিটি ।এটা যে কোনো মানুষের অধিকার । আমার ব্যাগের জিনিস চুরি গেলে আমি এয়ারপোর্ট অথরিটি কে ধরব , ফেত্সুর লোকজন হাত সাফাই করলে কাকে ধরব ?

    বাইরের পুলিশ ডাকতে হবে তাই তো ? তার মানে যে ল্য এনফোর্স করছে তার কোনো দায় নেই ।এয়ারপোর্ট অথরিটির দায় আছে । এরকম একটা ইনকম্পিতেন্ট সিস্টেম কে আমি ইন্ভেসিভ সারভায়ল্যানস এর অধিকার কোনোমোতেই দেব না । যেখানে যেখানে নির্বিবাদে ব্যাগ করতে দি তারা সবাই একটা ইন্টিগ্রেটেড অথরিটি সিস্টেমের সঙ্গে টিকি বাঁধা । এরকম শুধু চেক করার গোঁসাই নয় ।
  • sm | 233.223.159.253 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৭71456
  • আজ পর্য্যন্ত কোনো কলেজে বা ইউনিতে ছেলে পুলেদের ব্যাগ সার্চ করতে দেখিনি। আপনি বি ই কলেজে দেখেছেন?
  • Ishan | 202.43.65.245 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৭71455
  • কিন্তু আমার কোশ্নের উত্তর কেউ ই দেয় না। এককও না ব্যাঙ ও না। আমি কি থুক্কু? :-(
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৭71454
  • "নিরাপত্তা দেখা যাদের কাজ তারা করলেও তাদের চোর অপবাদ দেবে কিনা।"
    ভুল ইন্টারপ্রিটেশন। মুখে কথা বসানো-ও বলা যায়, কিন্তু বললাম না। পুলিশ এর টেবিলের উপর ব্যাগ উপুড় করে দেওয়ার অর্থ, পুলিশের সেই অধিকার আছে বলে মানি।
    মলগুলির সিকিউরিটি এজেন্সিগুলির কর্মচারীদের নেই বলে মনে করি। তারা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে পরে, এক্সরে মেশিন দিয়ে দেখতে পরে। ব্যাগ খোলা বা গায়ে হাত বোলানোর অধিকার তাদের নেই বলেই মনে করি।
  • sm | 233.223.159.253 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৯71458
  • অপরের প্রশ্ন তা ইশান কে করলাম।
  • একক | 24.99.235.198 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:২৯71457
  • কলকাতা এয়ারপোর্ট এ দুবার সিনিয়ার অফিসার ডাকা করিয়েছি ফিল্ম এর রোল এক্স রে দিয়ে স্ক্যান করতে চেয়েছিল বলে । এটা করতে পারেনা আইন আছে হ্যান্ড চেকিং এর কিন্তু যারাই চাপ দেয়না তাদের ফিল্মে এক্সরে চালিয়ে বারোটা বাজিয়ে দেয় ।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩০71460
  • না আমি দেখিনি। আগেই লিখেছি। এসেমকে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩০71459
  • "নিরাপত্তা দেখা যাদের কাজ তারা করলেও তাদের চোর অপবাদ দেবে কিনা।এখন জানলাম , দেবে।"
    ভুল ইন্টারপ্রিটেশন। মুখে কথা বসানো-ও বলা যায়, কিন্তু বললাম না। পুলিশ এর টেবিলের উপর ব্যাগ উপুড় করে দেওয়ার অর্থ, পুলিশের সেই অধিকার আছে বলে মানি।
    মলগুলির সিকিউরিটি এজেন্সিগুলির কর্মচারীদের নেই বলে মনে করি। তারা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে পরে, এক্সরে মেশিন দিয়ে দেখতে পরে। ব্যাগ খোলা বা গায়ে হাত বোলানোর অধিকার তাদের নেই বলেই মনে করি।

    আগের পোস্টে ঠিকমতন কপিপেস্ট হয় নি, তাই আরেকবার।
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩২71462
  • আরে ভাই তোমাকে কে অধিকার দিতে বলেছে? যাদের দেওয়ার তারা দিয়েছে। তুমি চাপ নিচ্ছ কেন। বরং পরের বার তুমি ব্যাং এর টেকনিকটা এপ্লাই করার ট্রাই নিয়ে দেখতে পারো। মানে একটা পজিশনকে কাঠি করে করে তাকে এক্সপোজ করা। ভালো বুদ্ধি। এই মেয়েটিও সেরকমই কিছু করতে গেছিল বলে আমার বিশ্বাস।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩২71461
  • ঈশানের কোন কোশ্নো, কোন পোস্টে? আর পারা যায় না বাপু। আচ্ছা ঈশানের পোস্ট পড়ে, উত্তর দিচ্ছি। কিন্তু একইসঙ্গে প্লিজ নোট করবেন, পিনাকীও আমার প্রশ্নের উত্তর দেয় নি।
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৩71464
  • অর্পণ পুলিশের করা ব্যাগ চেকিং কেন ভালো?
  • Reshmi | 192.68.79.142 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৩71463
  • "ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত চিন্তা থাকলে, নিরাপত্তা দেখা যাদের কাজ, তাদের করতে দেওয়াই ভালো।"
    তাতেই বা আলাদা করে কী ভালো হত বুঝতে পারলাম না। সেখানেও যে অশান্তি করে লোকজন জড়ো করা যায় সেতো ১০ঃ৪৩-এর পোস্ট পড়েই বোঝা গেল। ঃ)

    এখন ছাত্র হচ্ছে, তখন ছাত্র বনাম নিরাপত্তারক্ষী হত।যৌন নিগ্রহ এখন হয়ে থাকলে তখন হতনা যে সেটাই বা কী করে ধরে নেওয়া হচ্ছে?
  • Reshmi | 192.68.79.142 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৪71465
  • * এখন ছাত্র বনাম ছাত্র হচ্ছে
  • মতামত | 132.172.106.131 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৮71467
  • "কাজেই লোকের পাছায় হাত বোলানো অব্দি পৌঁছোনোর কোনো প্রয়োজন ফেটসু এখনো অব্দি মনে করে নি। যদি কখনো সে প্রয়োজন দেখা দেয় ফেটসু তার ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করেই সেব্যাপারে সিদ্ধান্ত নেবে।"

    ওয়েল, ফুল বডি ফ্রিস্কিং কোনও আন-অথরাইজড গ্রুপ/কমিটি/অর্গানাইজেশন করতে পারে না। করলে সেটা ইল্লিগ্যাল। এটা কোনও স্টুডন্ট কমিটির দ্বারা ডিসাইডেড ওয়র্ক অর্ডার নয়, ইন্টার্ন্যাল বা এক্সটার্ন্যাল যে কোনও ক্ষেত্রে। খুব সম্ভবতঃ গভর্নমেন্ট থেকে এর জন্য গাইডলাইন আছে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৮71466
  • "কিন্তু আপনারা তো নানা কলেজে পড়েছেন। ছেলেপুলে নির্ঘাত সেখানেও বাওয়ালি করত বা করে। সেখানে শৃঙ্খলারক্ষার দয়িত্বে কাদের দেখেছেন? বা ভলান্টিয়ারির? পুলিশ কি? এইটা আমারও জানার ইচ্ছে আছে।"

    ঈশান কি আমার কাছে এই কোশ্নোর উত্তর চাইছে। যদি তাই হয়, তাহলে উত্তর দিচ্ছি। রেশমিকেও দিচ্ছি একই সাথে। যদিও রেশমির পোস্টটায় রেশমি যে কথা বলেছে, সেটা দাঁড়াচ্ছে না। কারণ আগেই একটি পোস্টে আমি বলেছি " সিকিউরিটি এজেন্সিগুলির কর্মচারীদের নেই বলে মনে করি। তারা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে পারে, এক্সরে মেশিন দিয়ে দেখতে পারে। ব্যাগ খোলা বা গায়ে হাত বোলানোর অধিকার তাদের নেই বলেই মনে করি।"
    ঈশানকে পরের পোস্টে লিখছি।
  • একক | 24.99.235.198 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৩৯71468
  • ঈশান
    উত্তর দিচ্ছি । বেলঘরিয়া মিশনে কালিপুজোর রাত্রে বিভিন্ন জেলা থেকে লোক আসেন ।অমানুষিক ভীড় হয় এবং প্রচুর মাতালও ঢোকে ন্যাচেরালি । আমি ওখানে এবং বেলুর মঠেও ভলান্টিয়ার দের কাজ দেখাশোনা করেছি । ব্যাগ খোলার অধিকার কারো ছিলনা । আমরা ম্যান-মার্কিং করতুম মাতাল বুঝলে । এমনিতে কিছুই বলা হবেনা । বাড়াবাড়ি করলে সিকিউরিটি গার্ড কে কল দেওয়া হবে । আর দুক্ষেত্রেই পুলিশ ও থাকে । আমাদের সময় লোকাল পিএস এর ওসি মিশনের প্রাক্তন ছাত্র ছিল। লোকে বোতল ছেড়ে দাও কাত্তা নিয়েও ধরা পরেছে । কিন্তু ছাত্ররা কখনো ব্যাগে হাত দেয়নি ।এটা দেওয়া যায়না ।জাস্ট ইল্লিগাল । আমি তর্ক করার জন্যে বলছিনা । ব্যাগ খুলে দেখার রাইট ছাত্রদের নেই যদি না তাদের মুক্তাঞ্চল হয় ।

    উল্টোদিকে , রাক্সৌলএ এমন এলাকায় ছবি তুলতে গেছি যেখানে লোকাল লোক ব্যাগ কেন প্যান্টের পকেট অবধি উল্টে দেখেছে । মেনে নিয়েছি । স্মাগলার দের ডেন । বাইরের শাসন চলেনা ।
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪১71470
  • ব্যাং আমার উত্তর দেওয়ার কিছু নেই। যারা যাদের প্রোগ্রামের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, তারা যদি তাতে কমফর্টেবল হয় কোনো কিছুই বলার থাকতে পারে না। বাইরের লোক সেই নিয়ম পছন্দ না করলে সেখানে যাবে না। তাকে তো কেউ বাধ্য করছে না। আর ওট তার ফান্ডামেন্টাল রাইটও নয়। কোন সালে ব্যাগ চেক করা হয়েছিল বা এক্জ্যাক্ট ব্যাগ খুলে চেক করা হয়েছিল নাকি বাইরে দিয়ে হাত বুলিয়ে চেক করা হয়েছিল এখন মনে নেই। কিন্তু অনুষ্ঠানের সিকিওরিটির দায়িত্ব আমরা নিয়েছিলাম অথরিটিকে নিতে দেবনা বলে। তার পিছনে যুক্তি কি ছিল আগে লিখেছি। ১৯৯৬ এর ওএটি মুভমেন্টের পর। মনে হয় ১৯৯৬ এই। বা ১৯৯৭।
  • pi | 24.139.221.129 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪১71469
  • ভুল ইন্টারপ্রিটেশনের জন্য দায়ী তোমার এই লাইনটা।
    'এয়ারপোর্টে বাওয়াল করি না কারণ ওখানে বাওয়াল করলে ফ্লাইট মিস হওয়ার সমূহ সম্ভাবনা।'

    এটা পড়ে মনে হয়েছিল,সময় থাকলে এয়ারপোর্ট অথরিটিকেও চোর অপবাদ দিয়ে বাওয়াল করতে। 'ব্যাগ খোলা বা গায়ে হাত বোলানোর অধিকার ' এয়ারপোর্ট অথরিটিরও নেই, কেবল পুলিশের আছে মনে করলে আলাদা ব্যাপার, নইলে স্ট্যান্ডটা কনফিউসিং। আর কেবল পুলিশের আছে, এয়ারপোর্ট অথরিটির নেই বললে সেটা কেন মনে হয় সেই প্রশ্ন আসবে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪২71471
  • "ওয়েল, ফুল বডি ফ্রিস্কিং কোনও আন-অথরাইজড গ্রুপ/কমিটি/অর্গানাইজেশন করতে পারে না। করলে সেটা ইল্লিগ্যাল। এটা কোনও স্টুডন্ট কমিটির দ্বারা ডিসাইডেড ওয়র্ক অর্ডার নয়, ইন্টার্ন্যাল বা এক্সটার্ন্যাল যে কোনও ক্ষেত্রে। খুব সম্ভবতঃ গভর্নমেন্ট থেকে এর জন্য গাইডলাইন আছে। "

    ঠিক তাই। এবং অধিকাংশ বেসরকারি সিকিউরিটি এজেন্সিরও এই অধিকারটি থাকে না। এর জন্য আলাদা অথরাইজেশন লাগে । এই কারণে এদের এই অনুমতিপত্রটি দেখাতে বললে এরা মুশকিলে পড়ে যায়।
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৩71472
  • পাছায় হাত বোলানো ইল্লিগাল হলে করবে না। ব্যাগ দেখতে চাওয়া কী ইল্লিগাল?
  • Arpan | 125.118.41.233 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৪71473
  • পিনাকী কাল উত্তর দেব। এখন ঘুমুতে যাবো।
  • pinaki | 90.254.154.67 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৫71474
  • ইল্লিগাল হলে ভুল কাজ করেছে ফেটসু। ইল্লিগাল না হলে এথিকাল সমস্যাটা কোথায় বুঝতে চাই।
  • sm | 233.223.159.253 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৬71476
  • ফেটসুর ছাত্রছাত্রীরা চায় না অথরিটি বা পুলিশ তাদের ব্যাগ চেক করুক। তারা তাদের নিজেদের মনোনীত প্রতিনিধিদেরই নিজেদের ব্যাগ চেক করার দায়িত্ব দিতে চায়, একটা বিশেষ প্রোগ্রামের শৃঙ্খলার স্বার্থে ফেটসুর ছত্রছাত্রীরা এই সিদ্ধান্তে এসেছে। ফেটসুর বাইরের লোকজনের যদি ব্যাগ চেকিং নিয়ে আপত্তি থাকে, ফেটসু তাদের সেই প্রাইভেসিকে সম্মান জানায় ও সবিনয়ে তাদের অনুষ্ঠানে ঢুকতে প্রত্যাখ্যান করে, কারণ এই প্রোগ্রামে ঢোকা ফেটসুর বাইরের ছাত্রদের জন্য কোনো 'রাইট' এর বিষয় নায়। অপশনাল।
    -- এই অধিকার টা ফেটসুকে কে দিল? এটা তে কি অথরিটির লিখিত পারমিশন দেওয়া আছে? নাকি ফেটসু নিজের মনগড়া ডিসিশন নিচ্ছে? যদি উত্তর হয় ফেত্সুর কাছে কোনো লিখিত পারমিশন নেই, তাহলে ফেটসু পরিষ্কার সমান্তরাল প্রশাসন চলচ্ছে। আর ইউনির ক্যাম্পাসে যদি কোনো অনুষ্ঠান করতে হয় , সেখানে সব্বার প্রবেশাধিকার আছে। কারণ যে ব্যক্তিজোর করে ঢুকতে চাইছে; সেও ইউনির স্টুডেন্ট। কতৃপক্ষ পারমিশন দিলে তবেই ফেটসু বলতে পারে; অমুক ব্যক্তি বা পুরো কলা বিভাগ/ সায়েন্স বিভাগের ঢোকার অনুমতি নেই। নচেত ইউনির বাইরে কথাও প্রোগ্রাম এরেঞ্জ করতে হবে। কারণ ইউনি টা তো ফেটসুর নিজস্ব সম্পত্তি নয়।
    আর একটা কথা জানিয়ে রাখি, স্পেশাল ক্ষেত্র ও পারমিশন ছাড়া পুলিশ/ নিরাপত্তা রক্ষী ও কাউকে স্টপ এন্ড সার্চ ( ব্যাগ) করতে পারে না।
  • byaang | 132.167.108.68 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৬71475
  • পাই, এয়ারপোর্ট অথরিটির কী কী অধিকার আছে সেটা আমার ঠিকভাবে জানা নেই আর নিয়ম করে প্রত্যেকবার শেষ মুহুর্তে পৌঁছে কোনোরকমে সিকিউরিটি চেক ইন করতে হয় বলে অধিকারের ব্যাপারটা ঠিকমত জেনে নেওয়ার সময় হয় না। তাই এই এয়ারপোর্টের ক্ষেত্রে আমার এরকম স্ট্যান্ড। ঃ))
  • Reshmi | 192.68.79.142 (*) | ২৬ মার্চ ২০১৫ ০৫:৪৯71477
  • ব্যাগ চেক করার অধিকার পুলিশ ছাড়া আর কারো নেই এই মূল্যবান তথ্য জানা ছিল না!
    সিআইএসএফ ব্যাগ চেক করতে চাইলে এবার জিগ্গেস করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন