এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 90.254.154.105 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:০৯71385
  • এসেম, কিছু মনে করবেন না, একটু আগে আমার দেওয়া তথ্যে অবিশ্বাস জানিয়েছেন, তাও বলি, ওএটি থেকে চার নম্বর গেটের বাইরে অব্দি লাইন পড়ে। প্রায় দু ঘন্টা লাগে শুধু সকলের ঢুকতে। ওএটির মাঠে অন্ধকার ও তাতে গিজগিজ করছে কালো মাথা। কোনো সিসিটিভির বাবার ক্ষমতা নেই এর মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ট্র্যাক করার। ওটা একমাত্র ভলান্টিয়ার দিয়েই কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোনো পুলিশ, কোনো অথরিটি ১৫০ লোক আপনাকে দেবে না যারা এরকম বড় স্কেলের ফ্রী অনুষ্ঠানকে নিজের মনে করে দায়িত্ব নিয়ে উৎরে দেবে।
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:০৯71384
  • ফেটসুর ছেলেমেয়েদের ব্যাগ চেক হয়নি ?
  • DKG | 222.227.38.247 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:০৯71345
  • পিনাকি ঠিক লিখেচেন। ব্যাপারটা এঅরকম হচ্ছে.।আপনার বাড়ি নেমন্তন্ন খেতে গেলাম। জুত খুলতে বললেন বলে চর থাপ্পর মেরে দিলাম। তারপর আপনি অত্কেছেন কেন বলে থানায় কমপ্লেইন করলাম। পারা প্রতিবেশীরা এসে বলতে লাগলো নেমন্তন্ন করেছেন জুত খুলতে বলার সাহস আপনার হয় কিকরে। ধন্য বঙ্গদেশ।
  • শ্রী সদা | 126.75.64.123 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১০71386
  • ঘন্ট পাকিয়ে আছে সব। তবে আপাতত এস এম এর ২১ঃ২৭ এর পোস্টে ক দিয়ে পাঁচিলে বসলাম তেঁতুলের আচার নিয়ে। বাদমভাজা শেষ।
  • sm | 233.223.159.253 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১২71387
  • আমাদের সময় ও তো কোনো চেকিং হত না।ফেস্ট হত। কয়েক জন নেশাও করত।
    তাহলে হটাত করে ব্যাগ চেকিং টা শুরু হলো কেন?
    ব্যাগ চেকিং এর আগের যুগ তো দিব্যি চলে যাচ্ছিল। ব্যাগ চেকিং যখন শুরু হয়েচে , তখন নিশ্চয় গন্ডগোল,বাওয়াল এগুলো বাড়ছিল।তাহলে সার্ভেইলেন্স এর বিরোধিতা কেন?
    আমার যুগে সি সি টি ভি ছিলনা, বলে এখন দাবি করব না?
    আর পিনাকীর এই কমেন্ট টা " শুনে মনে হচ্ছে অথরিটির সিসিটিভি সার্ভেইল্যান্সের মত এখানেও বুঝি মাতলামো কমানোর ঘোষিত লক্ষ্যের আড়ালে অন্যরকম নিয়ন্ত্রণের এজেন্ডা আছে।", পড়ে, একটা কথাই বলার আছে; বাংলায় মাতব্বরি বলে, তো একটা কথা আছে। আমি কতৃপক্ষ কে নাক গলাতে দেবনা; সবকিছু আমি ই নিয়ন্ত্রণ করব, এই এটিচ্যুড থেকেই এরকম পরস্পর বিরোধী আচরণ করা সম্ভব।
  • কল্লোল | 111.63.194.34 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১৫71388
  • প্রশ্নটা সবসময়ে যৌননিগ্রহের নয়। প্রশ্নটা শরীরের অধিকারের। সেই যে, আমার শরীর আমার মন, বন্ধ হোক রাজশাসন।
    আমার শরীরের পূর্ণ অধিকার আমার সেই অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ হওয়া উচিত। এটা লিঙ্গ নির্বিশেষে।
    এই বিশেষ ঘটনাটিতে নানান কথা শুনছি। আগেই লিখেছি, একদল বলছে এটা একটি বিশেষ ছাত্র সংগঠনের ষড়যন্ত্র। আর একদল বলছে, তেমন কিছু হয়নি। এবং অন্যেরা বলছে যৌন নিগ্রহ।

    ব্যাগ পরীক্ষা নিয়েও আগেই লিখেছি। এগুলো ক্ষমতার হাতে খেলে যাওয়া। আপাতঃভাবে খুবই নিরীহ বিষয়। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই ক্ষমতার পাঠ তৈরী করে। প্রথমেই একটা জিনিস মানিয়ে নেওয়া হলো, মদ, গাঁজা খাওয়া খুব খারাপ। এবার এটা আটকাও। কি ভাবে? না, বন্ধুদের ব্যাগ পরীক্ষা করে।
    হোক কলরবীদের কাছে অন্য কিছু আশা করেছিলাম। অবিশ্বাস নয় বরং বিশ্বাস আর আস্থার জায়গা থেকে বন্ধুদের বলাই যেতো - কাউকে বিরক্ত করিস না। কারুর ওপর খবরদারীও করিস না। তাতে ৩৬৫দিন ছবিটবি দিয়ে ছাপতো - এইত্তো কলরবীরা ফেস্টের নামে মদ-গাঁজার আসর বসিয়েছে। সে তো, আন্দোলনের সময়েও ছেপেছে।
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১৮71389
  • শারীরিক নিগ্রহ হয়ে থাকলে তাকে শারীরিক নিগ্রহ বলেই অভিযোগ করা হোক না, আপত্তি করিনি তো।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১৯71391
  • এসেম রেগে গেছেন।

    ১। আমি কিছু হয়েছেই বলিনি। বলেছি প্রচুর প্রত্যক্ষদর্শী আছে, তদন্ত হোক। সবাই তাই ই বলেছে দেখছি। আর তথ্য হিসেবে দেখেছি, পুলিশ অভিযুক্ত ছেলেদুটিকে জামিনযোগ্য চার্জ দিয়েছে এবং তৎক্ষণাত জামিনও দিয়েছে।

    ২। ফেটসু মনে হয় "আমাদের ছেলে মেয়েরা ছাড়া বাকি সবাকার ব্যাগ চেক হবে" বলেনি। বলে থাকলে নিঃসন্দেহে খুবই খারাপ হবে। :-)

    ৩। আর সর্বসম্মতি ব্যাপারটা দাবী করাই তো গা-জোয়ারি। ধরুন সিবিল ডিপার্টমেন্ট ঠিক করল ক্যাম্পাসে একটা ক্লোজড ডোর প্রোগ্রাম করবে। সে তো তারা করতেই পারে, অন্যের মতামত না নিয়েই তাই না? কর্তৃপক্ষের অনুমতি নেওয়া অবশ্য জরুরি। সে মনে হয় নেওয়া ছিল।

    আর রাগবেন না। তদন্ত টদন্ত হোক না।
  • Arunabha | 176.216.157.123 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:১৯71390
  • একিরে ভাই! ঈশান, পাই, পিনাকি - এইসব আলোকপ্রাপ্ত প্রোগেসিভরা তো ব্যাগ চেকের বিরুদ্ধে না! যে কোনো রকমের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে তো এরা। নাকি এরাও সেই যখন যেমন সুবিধা হয়।
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:২৩71394
  • তা ভাই, এয়ারপোর্ট, সিনেমাহল, বইমেলা কোন জায়গার ব্যাগ চেক নিয়ে গলা ফাটাতে দেখেছেন একটু বলবেন ? একটু আলোকপ্রাপ্ত হতাম, সুবিধেও হত ঃ)
  • Ishan | 214.54.36.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:২৩71393
  • না না আমি ব্যাগ চেকের বিরুদ্ধে না। মলে তো হয়ে থাকে, আমি স্লাইট খ্ল্লি করি ব্যস। আমি ব্ল্যাঙ্কেট সিসিটিভিরও বিরুদ্ধে না। এই টুলগুলোকে মরাল গার্জেনির পক্ষে ব্যবহার করার বিরুদ্ধে। এখানে সেটা হয়ে থাকলে তারও বিরুদ্ধে।
  • sm | 233.223.159.253 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:২৩71392
  • না পিনাকি , আপনার অনেক কথাই বিশ্বাস করি। কিন্তু রাতের অন্ধকারে, অগুন্তি লোকজন (অল্পবয়স্ক স্টুডেন্ট) এর যে সিচুএশোনের বর্ণনা করলেন, তাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সি সি টি ভি না থাকা তো চূড়ান্ত বালখিল্যতার পরিচয়।খালি কতিপয় ভলান্টিয়ারের হাতে দ্বায়িত্ব ছেড়ে দিলে আরো বেশি অঘটন ঘটবে।
    আপনি একটা কথা ঝেড়ে কাশুন তো, পরের বছর অনুষ্ঠানেও কি সিসিটিভি, আর কতৃপক্ষের ইনভলভমেন্টের বিরোধিতা করবেন?
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:২৫71395
  • আর কেউ তো বলছেও না, তদন্ত কেন হবে, তদম যেন না হয়। দ্বিমতটা কোথায় ?
  • sm | 233.223.159.253 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৩৩71396
  • কোনো রাগ নেই, কোনো দ্বিমত নেই, যাও সব নিজ নিজ কাজে।স্টুডেন্ট দের ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে বল।৭৫৭ থেকে উপরে উঠতে হবে তো।কাল আবার খেলা। কাজের অন্ত নেই।
  • - | 109.133.152.163 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৩৬71346
  • এখানে কার বাড়ি? কে নিমন্ত্রিত?
  • কৌশিক | 75.49.14.157 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৩৯71397
  • তদন্ত হোক না এটা ভালো দাবি মজার দাবি। আমরা সবাই জানি তদন্ত শেষ হয়ে রিপোর্ট আসতে আসতে ঘটনাটা কার্পেটের নীচে ঢুকে যাবে আর রিপোর্ট এলে সেট ঠান্ডাঘরে চলে যাবে। শুরুর দিকে আমরা অনেক অনেক থিওরি আনবো নতুন নতুন অ্যাঙ্গেল আনবো মাখো মাখো চিঠি আপলোড কোরবো সব গুলিয়ে দেবো আর সাতাট মাস পরে তৈরি হবো অন্য একটা ছাত্রকে ছাত্রীকে কিকরে শিকার কর যায়। তদন্ত হোকনা।
  • cm | 116.208.149.131 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৩৯71347
  • এটা একটা প্রশ্ন হল ! জোর যার মুলুক তার, সিম্পিল।
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৪৩71398
  • তবে কী চান ? তদন্ত নয়, খাপ ? নাকি যাদের আপনি অভিযুক্ত বলে রায় দিয়েই দিয়েছেন তাদের গণপ্রহার বা আরো কিছু ?
  • Ishan | 214.54.36.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৪৬71399
  • বেশ তো। তদন্তের বদলে অন্য কি করা যায় বলুন।
  • sm | 53.251.88.144 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৪:৫১71348
  • ইঞ্জিনিয়ারিং এর লোকেরা তাদের অনুষ্ঠান করতে কলাবিভাগ থেকে সর্বসম্মতি/মতামত নেবে? কেন? সেটা তো অনৈতিক কাজই হবে, নাকি?
    ----
    এইটার মানে আম্মো বুইলাম না।অনুষ্ঠান টা যদুপুর ক্যাম্পাসেই হচ্ছে তো?কলা বিভাগ তো ইউনির অংশ। বাকিটা বুঝিয়ে বললে ভালো হয়।
  • Arunabha | 176.216.157.123 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:০৫71400
  • একিরে ভাই! ভিসিকে অপসারণের দাবীর সময় তো বলা হয় নি যে ভিসির আচরণের বিরুদ্ধে তদন্ত হোক, কেস কোর্টে যাক, কয়েক বছর লাগুক - তারপর ভিসির যা শাস্তি কোর্ট দেবে তাই হবে।
    নাকি এক্ষেত্রেও সেই যখন যেমন তখন তেমন।

    যাই হোক, ঈশান আর পাই এর তাহলে যাদব্পুরে ব্যাগ চেক, সিসিটিভি ভিজিল্যান্স এসব নিয়ে আপত্তি নাই। ঈশানের মর‌্যাল গার্জেনিং এ আপত্তি আছে। পিনাকি এখনও কিছু বলে নি।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:১২71401
  • অ্যাঁ? কী যে বলেন। ভিসি আবার কোন আইন ভাঙলেন যে তদন্ত হবে?

    পদত্যাগ তো লোকে চাইতেই পারে। এই যে অরুমিতা দেখলাম, ফেটসুর সাধারণ সম্পাদকের পদত্যাগ চেয়েছে, তদন্ত চায়নি। সেও চাইতেই পারে। ওতে চাপের কি আছে?

    এই সোজা বাংলাটা না বুঝলে এসব কঠিন জিনিস কিকরে বুঝবেন বলুন তো। :-)
  • sm | 53.251.88.144 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:১২71349
  • মানে!!!!! ব্যাগ চেক করা মানিনা বলে গায়ের জোরে ধাক্কা মেরে ঢুকতে গেলে সেটাকে বাধা দেওয়া হবে না? (এইটা আমি যে ভার্শানটা বিশ্বাস করছি তার ওপর দাঁড়িয়ে বলা)।
    ---
    এইটা পিনাকিবাবু কেন বিশ্বাস করছেন? আর তার ভিত্তিতে পাতার পর পাতা লিখে গেলে তো কিছুই বলার থাকে না। লিখতে হলে দুদিকের ভার্শন কে মূল্য দিয়েই লেখা উচিত।একদিকের ভার্শন কে ঠিক ধরে নিয়ে যুক্তিসাজালে তো সেটা পক্ষপাত দুষ্ট হয়ে যাবে। ঠিক কি হয়েছিল, সেটা পুলিশ ও তদন্ত কমিটি ই ঠিক করবে।আপনার কথা মত কেউ জোর করে ঠেলে সরিয়ে ঢুকতে গেলে, ভলান্টিয়ারদের উচিত ছিল, কতৃপক্ষ কে ডাকা বা কমপ্লেন করা; নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়া নয়।ঠিক যেমন মলে বা সিনেমা হলেকেউ জোর করে ঢুকতে গেলে, নিরাপত্তা রক্ষীরা হায়ার অথোরিটি কে বা পুলিশ কে কল করে।

    মেইন প্রশ্ন ছিল, একদল প্রথম থেকেই ক্যাম্পাসে সার্ভেইলেন্স এর বিরোধী ,আন্দোলনের সময় বহিরাগত দের প্রত্যক্ষ উপাস্থিতি অনুচিত নয়,ক্যাম্পাসে পুলিশের হস্তক্ষেপ কাম্য নয় বলে গলা ফাটিয়েছেন; তারা এরকম নজরদারির কার্যে যুক্ত কেন? কতৃপক্ষই বা তাদের এইসব করতে অনুমতি দিয়েছে কেন?
    আর কোনো ছাত্র বা ছাত্রী তার বিরুদ্ধে নিগ্রহ এর অভিযোগ জানাতে গেলে উত্সব কমিটির শীর্ষ ব্যক্তি ; আমি দশ হাজারী কুম্ভ মেলা সামলাচ্ছি বলে তাকে পত্রপাঠ ভাগিয়ে দেবে কেন?মেজাজ ঠিক রাখার দায় সেই ব্যক্তির; অভিযোগকারিনীর নয়।
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:১৩71402
  • পাই এর যাদবপুরে সিসিটিভি ভিজিল্যান্সের আপত্তি নাই সেটা পাই অন্ততঃ বলে নাই। রোজ ক্লাস করতে যাবার জন্য ব্যাগ চেক হলেও আপত্তি নাই, এমন কথাও না। ক্যাম্পাসে রোজকার পরিস্থিতি আর ওএটিতে প্রচুর লোকের জমায়েতে পার্থক্য আছে বলেই মনে করি। যাই হোক, ওএটি তে ব্যাগ চেক এভাবে হতেই হবে, এমন কোন বক্তব্যও আমি কোথাও রাখি নাই। এনিয়ে আলোচনা তর্কের অবকাশ আছে বলে মনে করি।
  • Arunabha | 176.216.157.123 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:২১71403
  • ও আচ্ছা, ভিসি তাহলে কোনো আইন ভাঙেন নি, কিন্তু ওনার পদ্ত্যাগ চাওয়া হয়েছে এবং তদন্ত চাওয়া হয় নি। অর্থাৎ, কোনো আইন না ভেঙে ভিসির চাকরি গেল - এমন একটা কথা ঈশান বলল।

    পাই কখনও ব্যাগ চেকের পক্ষে, আবার কিছু ক্ষেত্রে নয় - সিলেক্টিভলি - তাই তো?
  • pi | 24.139.221.129 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:২৯71404
  • হ্যাঁ, আমি তো মনে করিনা, সবকিছু সমসত্ত্ব বা সবকিছুর সাধারণীকরণ করা সম্ভব।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:৩১71405
  • কোনো আইন ভেঙেছেন কিনা আমি গ্রান্টি দিতে পারিনা। তবে কিছু ভেঙেছেন বলে মনে করতে পারছিনা বা। আর সইত্যের খাতিরে এও বলতে হেয়, যে, ওনার চাকরি ঠিক যায়নি। উনি পদত্যাগ করেছেন।
  • যম | 193.90.37.140 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:৩৪71406
  • পশ্চিমবঙ্গে ৬০-৭০ এর দশকে একটি অপারেশন কোল্ডস্টোর - এর দরকার ছিল সিঙ্গাপুরের মত। ওই একটি অপারেশন বামপন্থীদের পশ্চাতদেশে যা ভরে দিয়েছিল, তাতেই দেশটি ৫০ বছর এগিয়ে গেছে অন্যদের থেকে।
  • যম | 193.90.37.140 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:৩৭71407
  • ভুল টই।
  • Ishan | 214.54.36.245 (*) | ২৫ মার্চ ২০১৫ ০৫:৪০71409
  • ওই দেখেন। আপনাদের নিয়ে এই এক সমস্যা। অল্পেই বড় রেগে যান। নইলে একটু ভাবলেই বুইতে পারতেন লি থিসিস এই মডেলের গণতন্ত্রে চলবেনা। ফলে আগে একটা ডিক্টেটরশিপ দরকার। সেটার কোনো আশু সম্ভাবনা দেখা যাচ্ছে না তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন