এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.43.65.245 (*) | ২৬ মার্চ ২০১৫ ১০:০৯71508
  • ওহো আরেকটা কথা। যাবার বেলায়। পুলিশ নিয়ে তীব্র ছুঁৎমার্গ রাখার কোনো মানে আছে বলে মনে হয়না। পুলিশি অভিযান আর পুলিশ ঢোকায় তো তফাত আছে। এই তো এই শ্লীলতাহানির অভিযোগে পুলিশ ঢুকল। হস্টেলে কোনো মিস-হ্যাপ হলেও ঢুকবে। সেরকম অনুষ্ঠানে দরকার হলে এক আধজন কনস্টেবল থাকলে সমস্যা কি?

    আমি এমনিতে ফ্রি স্পিরিটের পক্ষেই। "নিজেরাই সবটা সামলাবো"র ফরে। ক্যাম্পাসে পুলিশ দিয়ে কিছু করানোরই চরম বিপক্ষে। কিন্তু কোনো অনুষ্ঠানে এই রেঞ্জে বাওয়াল যদি হতে পারে, লোঅকজনের মাথায় যদি ব্যাং এর মতো দুষ্টবুদ্ধি আসে, বা বিষয়টাতেই যদি "ফ্রি-স্পিরিট"এর বদলে লিগালিটির প্রশ্ন চলে আসে, তাহলে অতি অবশ্যই রিথিংক করার দরকার।

    পুঃ আমি পুলিশ লাগবেই, এর ফরে একেবারেই বলছিনা। দরকার হলে ইত্যাদি বলেছি। অন্য উপায় বেরোলে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবেনা যদি হয়, সে হল বেস্ট অপশন।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৬ মার্চ ২০১৫ ১০:৪২71509
  • "ব্যাগ চেক পুরোটাই গুড ফেথের উপর থেকে করা।"
    আমিও একবার লেখার চেষ্টা করেছিলুম যে ব্যাগ দেখিয়েই ( দেখিয়েই তে বোল্ড ও আন্ডারলাইন করার উপায় তখনো ছিল না, এখনো নেই... দরকার হবে মনে হলে এইরকমটাই করতুম তখন ) ঢোকে... ফেতসুর নেতা-নেত্রী রা থেকে সাধারণ ছাত্র-ছাত্রী সব্বাই ই ...
    তখন কেউ পাত্তাও দিলও না কো :(
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২৬ মার্চ ২০১৫ ১০:৪৯71510
  • আর ব্যাগ চেক করা নিয়ে নৈতিক আপত্তিটা নিশ্চয়ই সেদিনই গজায়নি... তাহলে সংস্কৃতি কমিটির মিটিঙ, সংস্কৃতি কমিটি ঠিক করার জিবি সবই তো প্রকাশ্য... হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সংস্কৃতির জিবি তে আর্টসের ছাত্র- ছাত্রীদের ডাকার কালচার নেই বটে ( অন্ততঃ আমাদের সময়ে ছিল না, আর সেটা আমার খানিক অদ্ভুত ও লাগছে ) , কিন্তু কেউ কোনও মত বা আপত্তি জানাতে এলে তাকে ফুটিয়ে দেওয়া হত বলেও মনে হয় না... আদৌ এরকম চেষ্টা করা হয়েছিল বলে কেউই বলছে না, যারা এত মর‍্যাল হাই গ্রাউন্ডের কথা বলছেন তারা একটু লিখবেন যে কেন এমন কিছু করা হয়নি?
  • Mamba Bullpens Spec | 195.26.182.40 (*) | ২৭ মার্চ ২০১৫ ০১:০১71511
  • স্কুলে পড়ার সময় খুব বড় করে গোল্ডেন জুবিলি প্রোগ্রাম হয়েছিলো, স্কুলের মাঠে। লরেন্সের মাঠ যারা দেখেছেন তাঁরা জানেন সেটার সাইজ কেমন। ছাত্র ভলান্টীয়ার অবশ্যই ছিলো, কিন্তু ব্যাগ/বডি সার্চ জাতীয় কাজ তারা করেনি।

    জেভিয়ার্সের প্রোগ্রামেও মনে হচ্ছে তাই দেখেছি।

    বি ই কলেজেও ছাত্র ভলান্টীয়াররা ব্যাগ/বডি সার্চ করতো বলে মনে পড়েনা। আর রেবেকার শেষ রাতে শুধু বিক্কলেজ নয়, গোটা শিবপুর হাজির হত।

    ছেলে/মেয়ের স্কুল প্রোগ্রাম রবীন্দ্রসদন বা নজরুল মন্ঞ্চে হয়। তাই নিয়েও ডিট্টো।
  • Mamba Bullpens Spec | 47.228.105.78 (*) | ২৭ মার্চ ২০১৫ ০১:০৬71512
  • আগের পোস্ট ইশানের 22:44:22 এর উত্তরে। শৃঙ্খলারক্ষা মানে ওরে তোরা চুপ করে বোস ইঃ স্টুডেন্ট ভলান্টীয়াররাই করতো, কার্ডের ব্যবস্থা থাকলে সেটাও দেখে/দেখতো, কিন্তু ব্যাগ/বডিসার্চটা পীয়ার লেভেলে করকে চাপ আছে।
  • Mamba Bullpens Spec | 47.228.107.140 (*) | ২৭ মার্চ ২০১৫ ০১:৩০71513
  • একটা খুব বোকা বোকা প্রশ্ন পেলো। কেউ যদি থাম্স আপের বোতলে রাম ভরে ঢোকে? মদের বোতল চেক হবে বলছেন, কিন্তু অন্য বোতল?
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০১:৫৯71514
  • কার্ড দেখলেও ইল্লিগাল। নজরুল মঞ্চ, রবীন্দ্রসদন, বিক্কলেজ সর্বত্র। এককের লিগালিটির ডেফিনেশন দিয়ে (একক টিকিট চাইলে টিটির আইডেন্টিটি কার্ড আগে চায়)। :-)
    এই সূক্ষ বিচারে বহু কিছু ইল্লিগাল। এককের মাতালদের টেলগেটিং করা ইল্লিগাল (প্রাইভেট গোয়েন্দার আইকার্ড আছে?) । ব্যাং আর এককের চোর অপবাদ দেবার সলুশন তো আরও ইল্লিগাল। জেল হতে পারে। এত সূক্ষ বিচার হঠাৎ যদুপুরের ক্ষেত্রে এসে পড়ল কেন, সে এক প্রশ্ন।

    তবুও লিগালিটির প্রশ্নটা খতিয়ে দেখাই উচিত। প্রশ্ন যখন উঠেইছে। কিন্তু একই সঙ্গে লিগালিটির দাবীতে এই যে তথাকথিত প্রতিবাদ (যথা চোর অপবাদ দেওয়া), এগুলোকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া উচিত না। এই কালচার চালু হলে যেকোনো দিন যাকে খুশি চোর কিংবা মলেস্টার অপবাদ দিয়ে "কী প্রচন্ড বিপ্লব করছি" হাবভাব নেবার পথ প্রশস্ত করা হবে।
  • Mamba Bullpens Spec | 47.228.107.140 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:১৩71515
  • টিটির কোটে নেমট্যাগ থাকে বলে আলাদা করে জিগ্গেস করিনি। কিন্তু পাসপোর্টের ভেরিফিকেশনে যে পুলিশটা বাড়ি এসে ডকুমেন্ট নিয়ে গেলো, তার আইকার্ড দেখতে চেয়েছিলাম। পার্সোনাল ডকুমেন্টের কপি দেবো, এটা তো দেখতেই হবে!
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:১৮71516
  • পিনাকীর পোস্ত পড়ে সেন্ট লরেন্সের মাঠের কথা লিখব ভেবে নীচে এসে দেখি মাম্বা আগেই লিখে দিয়েছে।

    আর যাদবপুরের ওএটিতে পরিক্রমার গান শুনতে দশহাজার লোক আসত এটা দেখে, মানে, কী আর বলি। আর ফেটসুর জনতাকে কী অমানুষিক পরিশ্রম করতে হয়েছিল এই হেডকাউন্ট করতে গিয়ে সেটা ভেবে সত্যিই ফেটসুর প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে।

    যাগ্গে, যেটা বলার ছিল ঈশানকে, সেটা বলি আগে। এটা "প্রতিবাদের কোনো পন্থা" হতে যাবে কেন? এরে কয় পাতি কেস খাওয়ানো। কিন্তু বারোয়ারি প্রতিবাদপুজোর দরকারটাই বা কী? যেখানে "ব্যাং এর মতো দুষ্টবুদ্ধি"ওয়ালা একটা দুটো লোকই যথেষ্ট কেস খাওয়ানোর জন্য।

    আর এই "গুড ফেথ" ব্যাপারটা ঠিক কী? মানে ফেটসুর ভলান্টিয়ার ব্যাজধারীরা বলল, "ওরে আমাদের কাছে ব্যাজ আছে, ফেটসু আছে, তোরা আমাদের ফালতু কেস খাওয়াবি না, তোদের প্রতি সেই গুড ফেথও আছে। তাই এবার দ্যাখা তোদের কাছে তোদের ব্যাগে কী আছে?"

    আর অম্নি অন্যান্য জনতারা বলল "আমাদের কাছেও তোদের থেকে অনেক বেশি বড় সাইজের গুড ফেথ আছে। এই নে তোরা আর ব্যাগ হাঁটকাবি কী? আমরাই ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি।"

    মানে গুডফেথ-গুডফেথ ম্যাচিং!!! ঃ)))

    তবে আর শ্লীলতাহানির অভিযোগ করে এল কেন বলে কান্নাকাটি কেন? গুড ফেথের নামে কেস খেতে মাথা পেতে দিলে লোকে কেস খাওয়াবেই। খাওয়াচ্ছেও।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:২৭71517
  • কান্নাকাটি করিনি তো। এই "কেস খাওয়ানো"টাকে অসততা বলেছি। :-)
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৩৩71518
  • পিনাকী অনেক আগে থেকেই চেষ্টা করছে হেজিয়ে হেজিয়ে কথাগুলো ঘুরিয়ে দিতে। যথা এই লাইনটা "আর এমন কোনো জায়গা আমার জানা নেই যেখানে পুলিশ সিকিওরিটি মেইন্টেইন করছে আর লোকে দিব্যি পুলিশের সামনে দিয়ে মালের বোতল নিয়ে ঢুকছে।" আর এখন ঈশান প্রতিবাদের ফর্ম নিয়ে।
    যেখানে কথাটাই হল, যে ফেটসুর জনতার আদৌ এই সব করার অধিকার আছে কিনা। তো আগের পোস্টগুলো পড়ে বোঝা গেল, ফেট্সুর জনতারা গুড ফেথে এসব করে। তবে তো ঠিকই আছে। তাহলে আর " "কী প্রচন্ড বিপ্লব করছি" হাবভাব নেবার পথ প্রশস্ত করা হবে।" এই কথা টা উঠছে কেন? প্রতিবাদ করার দরকারটাই বা কী? আপনাদের কথামত ত সবকিছুই গুড ফেথে চলছে। শুধু "ব্যাং এর মতো দুষ্টবুদ্ধি"অলা লোকগুলো যদি ফেটসুর প্রতি গুড ফেথ না রাখতে পারে, সে দায় ফেটসুর তো হতে পারে না, সে দায় ব্যাংদেরই।
    আবার করে বলার দরকার নেই, আমি ভালো করেই জানি, "ব্যাং এর মতো দুষ্টবুদ্ধি"টা প্লেসহোল্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে। ঃ))))

    যাই কাল রাতের বাসি মাছ্ভাত মুখে দিয়ে কাজে লাগি। সক্কাল সক্কাল হেব্বি খোরাক।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৩৫71519
  • হ্যাঁ হ্যাঁ জানি তো "কী প্রচন্ড বিপ্লব" করতে হলে বিপ্লবকে লিলিফুলের মতন পবিত্র ও পরিষ্কার রাখতে হবে, অথবা রাজহাঁসের পাখার মতন।

    কিন্তু বিপ্লবটা করতে হবে কেন?
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৩৬71520
  • আমার উপরের ৮ঃ০৫ এর পোস্ত ঈশানের ৭ঃ৫৭র পোস্তর প্রেক্ষিতে লেখা।
  • | 24.97.159.173 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৩৯71521
  • তাহলে পিনাকীর দায়িত্ব নিয়ে এবং অ্যাগ্রেসিভলি (কারণ সেটা নাকি খুউপ দরকারী) বলা অমুক তমুক সাল থেকে ব্যাগ চেক করা হয় (যা নাকি আবার অন গুড ফেথ) কথাটা ভুল। এখন দেখা যাচ্ছে তাঁর ঠিক করে মনে নেই কত সাল থেকে চেক করা হচ্ছে।
    ইন্টারেস্টিং!!!

    তা আমার কাছে এই ভুলটি ইচ্ছাকৃত মিথ্যা বলেই মনে হল। ঐ তথাকথিত প্রয়োজনীয় অ্যাগ্রেসিভনেসের সাথের গয়নাগাঁটি আর কি।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৪০71522
  • আমার রাত পোহাল শেষ মার্চের ঘর্মাক্ত প্রাতে,
    ব্যাটন তোমায় দিয়ে গেলাম এসেম আর মাম্বার হাতে।
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৪২71523
  • গুগল করে এই ব্যাপারে আমেরিকার প্রসিডিওর দেখছিলাম। বেসর্রকারি কর্তৃপক্ষ তাদের এলাকায় গেলে আপনার ব্যাগ চেক করতে চইতেই পারে। আপনি রিফিউজও করতে পারেন। এবং তারা আপনাকে বেরিয়ে যেতেও বলতে পারে। সবকটাই উভয়ের রাইট। সে হিসেবে যদুপুরে ইল্লিগাল কিছু হয়নি।

    তবে যদুপুর আমেরিকা নয়, আর আমিও এই ব্যাপারে আজকের আগে কিছু খুঁজে দেখিনি। ভারতের আইন কিছু আছে কিনা জানার ইচ্ছে ছিল। পেলাম না। যাঁরা ইল্লিগাল বলছেন, একটু লিগাল রেফারেন্স দেবেন?

    পুঃ "চুরির দায়ে কেস খাওয়ানো" শুধু অসততাই নয়। বেআইনীও। এর রেফারেন্সটা আমার জানা আছে। মানহানি টানি ছাড়াও "ফেব্রিকেটিং ফলস এভিডেন্স"।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৪৫71524
  • মলে যে পদ্ধতিতে ব্যাগ চেক করে সেটাকে খেলাখেলা (বন্ধুত্বপূর্ণ) বল্লেও কম বলা হয়। ব্যাগটা দেখিয়ে যান বলে লোকের ব্যাগের মধ্যে উঁকি মেরে কি দেখে ভগাই জানে,একমাত্র ব্যাকপ্যাকগুলো তুলনায় একটু বেশি সময় নিয়ে দেখে( বোমাতংক আর ব্যাকপ্যাক অনেকটা কুকুরের দুপায়ের ফাঁকে ল্যাজ আর জলাতংকের সমার্থক)।সেই ব্যাগ যারা দেখে তারা মলের সুরক্ষাকর্মী। গায়ে যন্ত্র বোলালে যাদের ছিরিছাঁদ দেখে ভক্তি তো দূরস্থান,বিরক্তি জাগে। দুচার কথা দিব্যি শুনিয়েও দেওয়া যায়

    অন্যদিকে এয়ারপোর্টের সুরক্ষাকর্মী যারা কিনা সিআইএসএফের কর্মী তাদের হাতে নিজেকে সঁপে দিতেই হয়। যত্ন করে গায়ে হাত বুলিয়ে এরা চেক করেন- তখন আমাদের মুখ থেকে টুঁ শব্দও বেরোয় না,কারণ এদের হাতে আমাদের নিরাপত্তার ভার,প্লাস ট্যাঁফো করলে প্লেনের বদলে শ্রীঘরে জায়গা হতে পারে।

    আমাদের ভয়,ভক্তি ও বীরত্ব বেশ নিক্তিতে মেপেই ঠিক হয়ঃ)
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৪৬71525
  • "
    পুঃ "চুরির দায়ে কেস খাওয়ানো" শুধু অসততাই নয়। বেআইনীও। এর রেফারেন্সটা আমার জানা আছে। মানহানি টানি ছাড়াও "ফেব্রিকেটিং ফলস এভিডেন্স"।

    "
    সৎভাবে কোট করতে চাইলে "চুরির দায়ে" শব্দদুটো কোটেশন মার্কের মধ্যে পুরবেন না প্লিজ। থ্যাংকিউ।

    অভিযোগ "ফলস" কিনা আগে তো সেটা প্রমাণ করতে হবে।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৫১71526
  • "আমাদের ভয়,ভক্তি ও বীরত্ব বেশ নিক্তিতে মেপেই ঠিক হয়ঃ)"

    ঠিক তাই। ঃ))) কথাটা ফেটসুর দিক থেকেও সত্যি।
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৫২71527
  • যাদের গায়ে হাত দেওয়ার অনুমতি আছে, তাদের কথা মানব। যাদের নাই, তাদের কথা মানব না।
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৫৫71528
  • পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি.. ইত্যাদি..:))
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৫৮71530
  • সেই ভাবে দেখলে মলের নিযুক্ত নিরাপত্তারক্ষা কর্মীদের হাতে মলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আছে বলতে হয়ঃ)
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০২:৫৮71529
  • তা ফেটসু নিজেদের গুড ফেথের ধারক-বাহক ভাবলে ব্যাংদের নিজেদেরকে "দুষ্টবুদ্ধি" ইত্যাদি বলে ভাবতে হবে বৈকি। ঃ)))
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:০২71531
  • নিরাপত্তার দায়িত্বের কতটুকু দেওয়া আছে, সেটাও তো জানতে হবে। মলমালিক খরচা বাঁচাতে এক্সরে মেশিন না লাগিয়ে সিসিটিভি না লাগিয়ে কয়েকজন নিরাপত্তাকর্মীকে লোকের গায়ে হাত দিতে বললে, আর ব্যাগ খুলে দেখাতে বললে, কতটা দায়িত্ব পালন হয়, কে জানে!
  • Ishan | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:০৪71532
  • ঠিক আছে। সংশোধন করে দিলাম। চুরির দায়ে "কেস খাওয়ানো"।

    অভিযোগ ফলস কিনা আগে প্রমাণ করতে হবে, সেও ঠিক। প্রমাণ না হওয়া পর্যন্ত চোর-ডাকাত কেউই দোষী না।

    তবে এই হল্লবাজিতে একটু লিগাল রেফারেন্সের কথাটা মাথায় রাখবেন। ভুলে যাবেন না। ওটা নিয়ে আমার স্লাইট সন্দো হচ্ছে। :-)
  • | 183.17.193.253 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:০৬71533
  • এর উত্তরে বলতে হয়, মলমালিকের ইচ্ছেনুসারে সে পদ্ধতি ঠিক হয়েছে। যেমত,মেট্রোস্টেশানে শুধুমাত্র ব্যাকপ্যাক বা বড় ব্যাগ শুধু স্ক্যানারের মধ্যে দিয়ে যায়ঃ)
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:০৭71534
  • শেষ পর্যন্ত ঈশানকে ক্ক দিতে হল!!! ঃ))

    ঈশনার ৮ঃ৩৪ঃ৩৭এর পোস্টে ক্ক দিয়ে গেলাম। সব লাইনে। "স্লাইট সন্দো"তেও। ঃ)))
  • byaang | 132.167.108.68 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:০৮71535
  • উফ্ফ *ঈশানের ।
  • lcm | 118.91.116.131 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১০71536
  • ধুস, এইসব আলিমুদ্দিনের আভ্যন্তরীন ব্যাপার, থুরি, যাদব্পুরের আভ্যন্তরীন ব্যাপার নিয়ে কার এত মাথাব্যাথা আছে।

    এদের দেয় কে? কে? কে?
  • sm | 233.223.153.107 (*) | ২৭ মার্চ ২০১৫ ০৩:১১71537
  • বেসর্রকারি কর্তৃপক্ষ তাদের এলাকায় গেলে আপনার ব্যাগ চেক করতে চইতেই পারে। আপনি রিফিউজও করতে পারেন। এবং তারা আপনাকে বেরিয়ে যেতেও বলতে পারে। সবকটাই উভয়ের রাইট। সে হিসেবে যদুপুরে ইল্লিগাল কিছু হয়নি।
    ---
    বেশ কমজোরী যুক্তি। যদুপুরে কতৃপক্ষ ব্যাগ সার্চ করছিল না।স্টুডেন্টরা করছিল।আপত্তি টা সেখানে। কতৃপক্ষ যদি ২৪ ঘন্টা /৩৬৫ দিন ইউনি তে ঢোকার আগে ব্যাগ চেকিং এর পদ্ধতি চালু করে, সাধুবাদ জানাবো।
    কারণ ইউনি তার নিজের মত করে নিয়মাবলী তৈরী করতেই পারে।এটা কোনো ক্লাব, বেসরকারী অফিস, যেকোনো সংস্থার জন্য প্রযোজ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন