এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নতুন সিনেমা - মানে, নিউ রিলিজ

    omnath
    সিনেমা | ১০ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৬৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 160.83.72.211 | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৯394162
  • রক অন যা তা! কোনো কথা হবে না।
  • Arpan | 122.252.231.206 | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৯394173
  • আমি অ্যাদ্দিন বাদে "ভায়া দার্জিলিং' দেখে উঠলাম। বেশ ভাল। শেষটা বিশেষ করে।
  • Suvajit | 121.216.199.156 | ১২ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৮394184
  • C - Company ঝক্কাস লাগলো। পুরোদস্তুর কমেডি অনেকদিন বাদে। কিছুটা মুন্নাভাই থেকে অনুপ্রানিত। কিন্তু কোথাও বোর করে না। স্রেফ মস্তির সিনেমা দেখতে চাইলে, দেখতে পারেন।
  • Somnath | 59.94.2.179 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০১394195
  • তাহান পুরো ছবির মতো ইনেমা। পুরো ইরানী ছবি। কিংবা আরো মিষ্টি কিছু একটা।

    ডিভোর কথা মত জেনেলিয়ার তামিল ছবি সাবটাইটেলে বয়েজ দেখলাম। হুল্লাট সিনিমা।।
  • dd | 122.167.6.11 | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৪394206
  • রকন। দ্যাখলাম।
    কী ঈ ঈ প্রচন্ড প্রেডিক্টেবেল। এই সব স্ক্রিপ্ট ল্যাখে কারা? এই ২১ শতাব্দীতে?
    এ তো গত শতাব্দীতে আমাদের কলেজ জীবনের অ্যানুয়াল ফেস্টের উৎড়ে যাওয়া নাটকের গপ্পো। কলেজের ছেলে ছোকরার ল্যাখা।
    যেটা মিললো না সেটা হচ্ছে লাস্ট দিকে অবিরল করতালির মধ্যেই রকের পতন ও মৃত্যু। ফ্রীজ সট। পেছনে ব্যায়ালা (অভাবে তারসানাই)। ঐ টুকুই যা বাদ গ্যাছে।
    আর বাদ গ্যাছে জন আব্রাহামের (জনদা) দাড়ি। লাস্ট সিনে ভাবুন তো ব্যাকলাইটে উচ্ছ্বল সিলুয়েটে গীটারের ঝর্ণাধারা - ঢ্যাং ঢ্যাং ঢ্যাং ঢ্যাং - পিছনে উত্তল হাওয়া, উড়ে উড়ে যায় গো জনদার বাবড়ি চুল আর ঘন দাড়ি। সিনেমায় নেই কিন্তু স্ক্রীন ফেটে যায় স্যাক্সফোনের মন্দ্র ধ্বনিতে (সাব্লাইম সাব্লাইম)। ক্লিন শেভেন ফেসে ঐ প্যাশন আসে না গো,আসে না।
    পুরো রূপকথা।
    আমার মত পোড় খাওয়া ঢ্যামনারা শুধু ঠা ঠা করে হাসে।
  • pi | 69.251.184.3 | ১৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩১394217
  • জনদা নন, রামদা, রামদা।
  • papiya | 74.192.194.238 | ১৪ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৫394219
  • হ্যাঁ প্রচন্ড কাঁচা স্ক্রিপ্ট , তবে রাম দা কে ব্যাপক লেগেছে
  • Sudipta | 121.245.8.145 | ১৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৩394220
  • কাল The Last Lear দেখে এলাম। অমিতাভের অন্যতম সেরা অভিনয়, এর আগে আমার দেখা বেস্ট ছিল ব্ল্যাক। এটাকে প্যারালাল রাখবো। তবে নাটক , থিয়েটার এগুলো নিয়ে obsession না থাকলে ভালো না লাগতেই পারে; যেমন চাদ্দিকে রিভিউ দিচ্ছে তা-ই বলছি! অনেক দিন পর সিনেমার শেষে দর্শকদের হাত তালি দিতে দেখলাম স্বত:স্ফূর্ত ভাবে!
  • papiya | 74.192.194.238 | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০০394221
  • A Wednesday বেশ ভাল লাগল, হয়ত আমাদের মতন সাধারণ মানুষের কাছে এই উপায় ই আছে খালি :(
  • kali | 160.36.205.87 | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১২394223
  • 'দ্য লাস্ট লিয়র' ঋতুপর্ণ ঘোষের সবচেয়ে ভালো কাজ বলে আমার মনে হয়েছে। এমনিতে ঋতুপর্ণর কম সিনেমাই আমার ভালো লাগে। কিন্তু এটা ভালো লাগলো, থিয়েটারের প্রতি কোন অবসেশন ছাড়াই ভালো লাগলো।
  • sai | 123.136.64.13 | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৫394224
  • সিনেমাটা পুরো অমিতাভ কে নিয়েই বানানো। ওর জন্যই সিনেমা। অসাধরন অভিনয়। অর্ধেক অভিনয় তো গলার আওয়াজ ই করে দিয়েছে । অর্জুন রামপাল কে রক অন এ দারুন লেগেছিলো। এখনে আরো ভালো লাগল । ভালো সিনেমা। তবে বক্স ওফিস এ তেমন টিকবে না। তাতে কি..... বুড়ো বয়সে অমিতাভ এর আরেকটা বেস্ট এক্টর প্রাইজ জুটে জেতে পারে। ব্ল্যাক এ হয়নি, এইবার হবে।
  • Soma | 203.77.211.146 | ১৭ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৭394225
  • Black এ হয় নি মানে? 2005 এর best actor এর জাতীয় পুরষ্কার তো অমিতাভ বচ্চন ই পেয়েছেন Black এর জন্য।
  • kali | 160.36.205.87 | ১৯ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৪394226
  • সই/সাই,

    আমার কিন্তু একবারও মনে হয়নি সিনেমাটা অমিতাভকে নিয়েই বানানো বা ওঁর জন্যই সিনেমা। শবনম,বন্দনা আর আইভির মানসিক টানাপোড়েন তো বেশ ফুটেছে। সিদ্ধার্থের মানসিক ছবিটা ছোট্ট ফ্রেমের মধ্যে হলেও ছুঁতে কোনো অসুবিধে হয়নি। অবশ্য যীশু সেনগুপ্তর চরিত্রটা ঠিক এক্সপ্রেসড্‌ হয়েছে বলে আমার মনে হয়নি। আর আমার মতে বন্দনা আর হরিশের সম্পর্কটা এক্স্যাকটলি কি তা অত পষ্ট ভাবে না বললেও চলতো। দর্শককে ওটা কল্পনা করে নিতে দিলে ক্ষতি কি ছিলো? যাক গে, সেটা আমার পার্সোনাল অতামত অবশ্য।
  • arjo | 24.214.28.245 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:১২394227
  • কিং লিয়র দেখলাম। বাজে রকম ভাবে বড়। তবে গুরু, গুরুর জন্যই দেখা যায়। বাকি সব এলেবেলে। আচ্ছা কে যেন কোথায় বলেছেন গুরু নাকি ইংরেজীতে অভিনয় করতে পারে না। কিছুতেই মনে পড়ছে না কোথায় পড়লাম। গুরুতে না অন্য কোথাও। কিন্তু ইংরেজীতেও অসাধারণ। কোনো কথা হবে না।

    আচ্ছা একটা প্রশ্ন শেষ দৃশ্যে হ্যারি বাবার বাড়িতে খবরের কাগজের নামটা দেখলাম "বিজিনেস" দিয়ে শুরু। একটু কি অড। ক্যামেরা কিন্তু স্লো মোশনে মানে চোখে পড়বে। স্লো মোশন বলেই চোখে পড়ল এবং অড লাগল। হ্যারি বাবার বাড়িতে এই কাগজ ঠিক মানাল না। তবে গুরু একদিকে আর বাকি সব অন্যদিকে।
  • arjo | 24.214.28.245 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৫394228
  • **কিং লিয়র না দ্যা লাস্ট লিয়র। (সবাই ভুল ধরবে তাই শুধরে নিলাম)
  • sinfaut | 117.195.194.64 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৬394229
  • গুরু কে?
  • arjo | 24.214.28.245 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০394230
  • গুরু = অমিতাভ বচ্চন। এখুনি ভাবছিলাম এই ভুলটা শুধরে নেব। তার আগেই সিংফোং এসে পরেছে। মনে রেখো এখানে একনো শুক্কুরবার রাত।
  • sinfaut | 117.195.194.64 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৫394231
  • ও। হ্যাঁ। কেবিসি তে দেখিচি।
  • arjo | 24.214.28.245 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩০394232
  • হার্ড লাক। ;) বেটার লাক নেক্সট টাইম।
  • lcm | 71.132.140.254 | ১৩ অক্টোবর ২০০৮ ১৩:০১394234
  • এটা কেউ দেখেছে?
    কালবেলা (Calcutta My Love)
    ডিরেক্টর - গৌতম ঘোষ
    http://fest08.sffs.org/films/film_details.php?id=15

  • Arijit | 61.95.144.123 | ১৩ অক্টোবর ২০০৮ ১৩:১৫394235
  • ইস্‌স্‌স্‌স চ্যানেল ১০-এর বেচারা দুটোকে আজ্জোর কাছে পাঠিয়ে দিলে হত।
  • Somnath | 82.178.103.150 | ১৮ অক্টোবর ২০০৮ ২৩:৩০394236
  • এদেশে এসে দুখান সিনেমা দেখা হল। কিডন্যাপ আর দ্রোণা। দ্রোণা র রিভিউ আবাপ-তে গৌতম ঘোষ (?) যেভাবে লিখেছে তার চেয়ে আর ভালো লেখা যায় না। zঘইন্য সিনিমা।
    কিডন্যাপ ও বাজে। তবে টাইম পাসের জন্যে দেখলাম। ইমরান খান কে ফলো করছি। ছোকরা কদ্দুর যায় ইত্যাদি। সঞ্জয় দত্তকে দেখে কষ্ট হল। আহা, বাবা কি ছিলেন, কি হইয়াছেন .....

    কর্জ কেমন হল? হিমেশ রেশমিয়া কেমন করল? কেউ উৎসাহ নিয়ে দেখলে?
  • dd | 122.167.34.200 | ৩১ অক্টোবর ২০০৮ ২৩:৩৭394237
  • দোসর দ্যাখলাম। দোসর।

    প্রথমটা কি ভয়ানক ভালো। নি:শ্বাস ফেলা যায় না এমন স্মার্ট। সেই ঝকমকে হাবভাব। নেশা ধরার মতন অভিনব।

    চন্দ্রিল,মন্দাক্রান্তা,শ্রীজাত। ঐ রকম।

    শেষটায় গুবলেট। তিনি মেলালেন না। পারলেন না। মনে হলো চেষ্টাও করলেন না। বক্স অফিসের সামনে নতজানু হলেন রিতুপন্নো। "বাব্বা অনেক হয়েছে, এবার এট্টু মিষ্টি মিষ্টি।" য্যামনটা চন্দ্রিল, মন্দাক্রান্তা, শ্রীজাত। ঐ রকম।

    রিতুপন্নো খ্যামা দিলেন। আমি কল্লাম না।

    কিডন্যাপও দেখলাম তো। হা হা হা। বড্ড মজার।
  • sayan | 160.83.72.211 | ৩১ অক্টোবর ২০০৮ ২৩:৪৩394238
  • কিডন্যাপ - "আ ইয়ু খিডিন!'
    দ্রোণা - "খিলিন মি'
    ১৯২০ - "এক্সরসিজম'??!!! হাহাহাহা....

    হীরো - ফীডব্যাক দাও
    ওয়েলকাম টু সজ্জনপুর - ডিট্টো
  • papiya | 165.91.10.18 | ৩১ অক্টোবর ২০০৮ ২৩:৪৯394239
  • কর্জ দেখেছি, পুরো কমা-সেমিকোলন সমেত টোকা, হিমেশ অবশ্য গান এর চেয়ে অভিনয় টা better করে :), তবে ওর appearance ভীষণ বিরক্তিকর
  • pipi | 78.52.236.233 | ৩১ অক্টোবর ২০০৮ ২৩:৫৭394240
  • জনতাকে বিনা পয়সায় এইটুকু অ্যাডভাইস দিতে পারি যে কেউ ফিরিতে দেখালেও এবং সাথে তুমুল খাদ্য পানীয় ইত্যাদির প্রলোভন থাকলেও দয়া করে কর্জ্জ দেখতে যাবেন না। ইনসমনিয়ার রুগীরাও না। আর যদি জান তো সাথে পেনকিলার রাখবেন। বেচারী হিমেশ। ঐ থোবড়া, ঐ নাকি গলা আর টুকলি করা সুর নিয়েও গায়ক-নায়ক-সুরকার হয়ে নিজের (এবং বাকীদের) মাথায় টুপি পরিয়ে দিব্যি চালাচ্ছিল। কি কুক্ষণে টুপিটা বেচারি খুলে রাখল আর অমনি ম্যাজিক ভ্যানিশ:-)
    উর্মিলা zঘইন্য। আর মিস শ্বেতার কথা যত কম বলা যায় ততই ভাল।

    ওয়েলকাম টু সজ্জনপুর আমার দিব্যি লেগেছে। বিশেষত ফার্স্ট হাফ। সিনেমা বলে অবশ্য মনে হয় নি। কেমন যেন টেলিফিল্ম টাইপ।
  • papiya | 165.91.10.18 | ০১ নভেম্বর ২০০৮ ০০:০৬394241
  • আমি তো রাতে ঘুম আসছিল না বলেই দেখলাম :(
  • kali | 160.36.240.196 | ০১ নভেম্বর ২০০৮ ০১:০০394242
  • ওয়েলকাম টু সজ্জনপুর আমারও বেশ লেগেছে।
    আর কেউ কেন লাভস্টোরি ২০৫০ নিয়ে কিছু বলছে না? আমার মনে হয় ওটা এ শতাব্দীর বাজে তম সিনেমাদের মধ্যে একদম ওপরদিকে, রাম গোপাল ভার্মা কি আগ এর ঠিক পরেই থাকবে।
  • Tim | 198.82.30.17 | ০১ নভেম্বর ২০০৮ ০১:০৮394243
  • আরে আম্মো তো দেখলাম ""ওয়েলকাম টু সজ্জনপুর""। টাইটেল সং টা বেশ ভালো, যদিও চেনা সুর মনে হলো।
    শ্রেয়স ছেলেটাকে সেই ইকবাল সিনেমাটার থেকেই ভাল্লাগে আমার। সিম্পল এবং এন্টারটেইনিং সিনেমা। গল্পে আরেকটু টুইস্ট থাকলে, কমেডির আরো খানিকটা উপাদান হলে আরো জমাট হতো। :)
  • pipi | 78.52.236.233 | ০১ নভেম্বর ২০০৮ ০১:১৮394245
  • আসলে লাভস্টোরি ২০৫০ আর দ্রোণা - দুটোর মধ্যে কোনটাকে অতি ম্যাগোর লিস্টিতে রাখব সেই নিয়ে একটু কনফ্যুজড বলেই এখনো কমেন্ট করে উঠতে পারি নি:-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন