এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নতুন সিনেমা - মানে, নিউ রিলিজ

    omnath
    সিনেমা | ১০ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৫৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Netai | 180.149.52.43 | ১৬ অক্টোবর ২০১১ ০১:০০394153
  • সিনেমার ডায়লগ গুলো পছন্দ হয়েছে। হাসির উপাদান রয়েছে। যদি হাসতে চান। নাহলেও ক্ষতি নাই। সোহমের ক্যাবলার ভুমিকায় অভিনয় মানানসই। স্ক্রিপ্ট আর বেশী কিছু চায়নি তার থেকে। শ্রাবন্তী তো এখন কমার্শিয়াল বাংলা সিনেমায় ১ নম্বর।
  • Jhiki | 182.253.0.99 | ১৯ অক্টোবর ২০১১ ১১:৫৯394154
  • যা তা নেতাই, থ্যাংকু থ্যাংকু।
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১২:১৮394155
  • পল্লাম। ক্যামন হুড়ুম করে শেষ হয়ে গেল। কিছু ধত্তে পারলাম নি।
  • kumu | 122.160.159.184 | ১৯ অক্টোবর ২০১১ ১২:২৪394156
  • মনে হয়-খিদে পেয়ে যাওয়াতে নেতাই ঝপ করে শেষ করে দিয়েচে।
  • Netai | 121.241.98.225 | ১৯ অক্টোবর ২০১১ ১২:২৭394157
  • :-)
    বড্ড বেশীবার থামতে হচ্ছিল। তাই তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম।
  • Jhiki | 182.253.0.99 | ১৯ অক্টোবর ২০১১ ১২:৪৩394158
  • রিভিউ পড়ে আমার মনে হল আগে সিনেমাটার নাম ঠিক হয়েছে, পরে গপ্প(?) লেখা হয়েছে .... তো গপ্পের মূল উপাদান হল "বগা' কে ফান্দে ফেলা.... সে তো নেতাই এর লেখায় ভালভবেই আছে, বাকি থাকল বগার কাঁদন-কাটন!!

  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৮:০০394159
  • ঢিঁচ্‌ক্যাঁও ...
  • Du | 117.194.201.73 | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৪০394160
  • ভাবা যায় ! এই কলিযুগে ও।
  • Netai | 121.241.98.225 | ০৭ মার্চ ২০১২ ১৮:৩৩394161
  • সিনিমর নাম পান সিং তোমার। আমার কেমন ধারনা ছিল ইহা কমেডি সিনেমা হইবেক। ট্রেলর দেখিনি। শুধু পোস্টার দেখেছিলাম, ইরফান খান কাঁধে বন্দুক ঝুলিয়ে ইয়া মস্তো লাফ দেওয়া পোজে ঝুলে আছেন। একটা পা পোস্টারের এদিকে আর অন্য পা টা পিছন পিছন আসছে। আর পোস্টার জুড়ে কেমন বারুদ বারুদ গন্ধ। কেমন করে কমেডি সিনেমা ভেবেছিলাম জানিনা। সিনেমা দেখতে দেখতে অবশ্য বুঝলাম এটি খুব সিরিয়াস একটি সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

    যথারীতি দেরিতেই পৌঁছেছি সিনেমাহলে। দেরিতে পৌঁছনোর ব্যাপারে আমি আবার একদম সময়নিষ্ঠ। ভালোবাংলায় পাংচুয়াল। হিসেবমতন মিনিট পাঁচেক মিস গেছিল। গিয়ে দেখি একটা ভুঁড়িওয়ালা লোক হ্যাঁচড় ফ্যাঁচড় করতে করতে গলিখুঁজির সিড়ি বেয়ে ঘিঞ্জি বাড়ির ছাদে উঠে পড়েছে। তখন রাত্তিরবেলা হবে। লোকটা হেবি ভয় খাচ্ছিল। জার্নালিস্ট তো, তাই। তারপর ইরফান খান আবির্ভুত হলেন অন্ধকার কোন থেকে। ডাইরেক্টর তো শুরু দেখাতেই চায়নি কে বেরোচ্ছে। প্রথমে পা দেখালো, তারপরে পিঠ, পরিশেষে আস্ত ইরফান খান।
  • Netai | 121.241.98.225 | ০৭ মার্চ ২০১২ ১৯:০৭394163
  • এই কাহানি যখন শুরু হচ্ছে, সুবেদার পান সিং তদ্দিনে নামকরা 'বাঘী'। সদ্যই ন'জনকে খুন করে এয়েচেন। আর জার্নালিস্টটা তো ভালো করে কথাই বলতে পারছিলনা। অল্প তোতলা মতন। মোটেই স্মার্ট না। আর ইন্টারভিউ নেবে তো খাতাটাই কেমন পেটে মধ্যে রেখেছিল। এলোমেলোই লাগছিল কেমন শুরুতে। পান সিং বেরোতেই সিনেমা জমলো।

    পান সিংয়ের প্রচুর র‌্যালা। পান সিং বেরুলো। একজন ওমনি চেয়ার বার করে ছাদের মধ্যিখানে রেখে দিল। পান সিং ধুরেসুস্থে চেয়ারে বসলো। আর জার্নালিস্ট কে এক ধমকে বসিয়ে দিল মেঝেতেই। আরেকজন লোক বেরিয়ে টেবিল নিয়ে এসে রাখলো পান সিংয়ের সামনে। তারপর রুটি তরকারি নিয়ে এলো। নিয়ে এসে এক টুকরো রুটি তরকারি খেয়ে চলে গেলো।
  • siki | 122.177.11.185 | ০৭ মার্চ ২০১২ ২১:০৮394164
  • জমে গেছে।

    বাঘী নয়, বাগী।
  • pi | 72.83.76.34 | ০৭ মার্চ ২০১২ ২১:১২394165
  • পান সিং খেলো না ? পানও করলো না ?
  • PM | 2.50.42.138 | ০৭ মার্চ ২০১২ ২১:৩৯394166
  • পান সিং মোটেই আমার নয়। মোটেই অমি কোনোদিন ওকে চাই নি নিতাই-এর কাছ থেকে। ইন ফ্যক্ট দিলেও নোবো না। সে নিতাই যতই গচাতে চেষ্টা করুক
  • pi | 72.83.76.34 | ০৭ মার্চ ২০১২ ২১:৪২394167
  • :)

    হুঁ, আমিও মনে হয় নেবোনা।
  • Nina | 12.149.39.84 | ০৮ মার্চ ২০১২ ০০:১৪394168
  • এটা কোন সিন্মা :-০
    নেত্য কি হোলির ভাঙ খেল নাকি? সিন্মার নামটা কেয়ং যেন অবিশ্বাস্যরকমের অদ্ভুত :-০
  • kallol | 115.242.131.55 | ০৮ মার্চ ২০১২ ০০:৫১394169
  • এটা ক্ষীঈঈঈ হচ্ছে নেতাই। রুটি তরকারী তো টকে গ্যালো। এরপ যেইই খাক সে আমার বা তোমার, তার কপালে (নাহ ওটা পেটে হবে) শাহী অম্বল নাচছে। এর্পর সিন্মা করবে না জেলুসিল খাবে - অ্যাঁ
  • S | 99.26.200.89 | ০৮ মার্চ ২০১২ ০১:১৭394170
  • না না আছে ঐ নামে সিনেমা বেরিয়েছে - আমি এক্‌খুনি চেক করলাম।

    এই বছরের বলিউডে রিলিজ করা সিনেমার নাম্‌গুলো শুনবেন:

    Players,
    Chaalis Chauraasi,
    Ghost,
    Sadda Adda,
    Tutiya Dil,
    Agneepath,
    Staying Alive,
    Gali Gali Chor Hai,
    Love You To Death
    (এটা সিওর না হিন্দি কিনা),
    Ek Main Aur Ekk Tu,
    Valentine's Night,
    ?
    (এটাই নাম),
    Ek Deewana Tha,
    Married 2 America,
    Jodi Breakers,
    Pune tc,
    Tere Naal Love Ho Gaya,
    Diary of a Butterfly,
    London, Paris, New York,
    Paan Singh Tomar,
    Will You Marry Me?


    ২১ খান সিনেমার মধ্যে সাড়ে ১০ টার নাম ইঙ্গরাজিতে। আর একটা '?'। মানে হিন্দি ভাষার হেব্বি চাপ।
  • pi | 138.231.237.4 | ০২ মে ২০১২ ০০:৩০394171
  • ডেলি বেলি খাসা লাগল !
  • shrI sadaa | 127.194.201.221 | ০২ মে ২০১২ ০০:৫৯394172
  • অ্যাদ্দিনে দেখলে?
  • pi | 138.231.237.4 | ০২ মে ২০১২ ০১:০৭394174
  • নাঃ। কিছুদিন আগে। এই টইটা তুলেছিলাম, নামটা ঠিক দেখাচ্ছে কিনা দেখার জন্য। ভালো সিনেমা, বাজে সিনেমা কোনোটার নাম ই তো দেখাচ্ছে না !
  • ranjan roy | 24.97.98.124 | ০২ মে ২০১২ ০৭:৩০394175
  • নেতাইকে দিল্লি গিয়ে ক্যালাবো।
    পান সিং তোমরের পিন্ডি চটকেছে, ওটাকে ফান্দে পড়িয়া বগা'র সিক্যুয়েল বানিয়ে ছেড়েছে।
    ওর কথা শুনবেন না। ফিলিমটা দেখে ফেলুন। মানে যাঁদের জাঠল্যান্ডের জমির ব্যাপার নিয়ে নিও রিয়ালিজম ভালো লাগে। চোখটা ভিজে যায়, কিন্তু হলের মধ্যে রুমাল বের করতে হয় না, তাঁদের ।
    খালি সিঙ্গুর আর নোনাডাঙ্গা করবেন এবং হিন্দি বেল্টকে ভুলে যাবেন তা কি হয়! আর ইরফানের অভিনয়?
    দেল্লি বেলি হেভি মস্তি। স্মার্ট এডিটিং। সপরিবারে দেখতে গিয়ে কিচ্যাইন। চারপাশের ছেলে-ছোকরারা কাঁচা খিস্তি শুনে হেসে সিটে হাত-পা ঠুকে --। আর কমোড, পেটের আওয়াজ, টেবিলে হিরের জায়গায় অড়হর ডালের মত! গিন্নি নাকে রুমাল দিলেন।
    আমার এত ভাল লেগেছে যে দু'বার দেখলাম।
  • কল্লোল | 129.226.79.139 | ০২ মে ২০১২ ০৮:৩৬394176
  • ভুতের ভবিষ্যত - হেব্বি মস্তি।
    অ নেতাই দ্যাখো নাই? না দেখে থাকলে দেখে নিয়ে এট্টা রিভ্যু নামাও।
    দেখা হলেই বিরিয়ানী।
  • anamitra | 127.194.0.164 | ১৮ জুন ২০১২ ০৫:৩৭394177
  • বন্ধুগণ, হাতে তিরিশ মিনিট মতো সময় র একটা ছোট্টো ছবি দেখার ইচ্ছা থাকলে দেখে ফেলুন স্মৃতি... মৃত জনপদ ... মতমত জানান...>

    <http://www.cultureunplugged.com/documentary/watch-online/play/9078/Smriti----Mrito-Janopaud
  • kk | 117.3.243.18 | ২৪ জুন ২০১২ ০৫:১৭394178
  • ভিকি ডোনার তো চমৎকার লাগলো।
  • Nina | 78.34.167.250 | ২৪ জুন ২০১২ ০৬:৩২394179
  • bhiki Donaar aamaarao hebbi bhaal legechhe :-)))
  • S | 109.26.200.89 | ২৪ জুন ২০১২ ১২:১৭394180
  • ভিকি ডোনার আমরো বেশ লাগলো - সত্যিকারের পারিবারিক ছবি। আর অনু কাপুর লা-জবাব।

    আচ্ছা শুভ মুহরত অনলাইনে আছে?
  • এস জি | 138.151.71.18 | ২৪ জুন ২০১২ ২২:৫৩394181
  • গ্যাংস অফ ওয়াসিপুর নিয়ে কারো কোন বক্তব্য নেই? ডাউনলোড করবার আগে স্লাইট রিভিউ পেলে ভালো হত। স্পয়লার না দিয়ে।
  • নেতাই | 132.177.4.208 | ২৪ জুন ২০১২ ২৩:২৮394182
  • তেরি মেরি কাহানি কেউ দেখবেন না প্লিজ
    অনুরোধ করছি আপনাদের।
    অতি খাজা, জঘন্য সিনেমা।
  • এস জি | 138.151.71.18 | ২৪ জুন ২০১২ ২৩:৩৮394183
  • আর ইয়ে, মানে পান সিং তোমর বেহড়ে শুট করেছে না? সে তো জাটল্যান্ড নয়। রীতিমত চম্বল! আমার অবিশ্যি ইরফান খান কে বেশ ভালো লাগ্লো। সিনেমা টা দেখে ঈষৎ ঘাবড়েছিলাম, তাও। সত্যি ঘটনা যখন। তিগমানশু ধুলিয়া র আরেকটা ছবি দেখেছিলাম, "সাহেব বিবি গ্যাংস্টার"- সেটা বেশ যাকে বলে বলিউডি ধুম-ধাড়াক্কাময় হুঁ হুঁ বাওয়া টাইপ সিনেমা। এইবারে ভদ্দরলোক অভিনয় ও করে ফেললেন।
  • নেতাই | 131.241.98.225 | ১০ জুলাই ২০১২ ০৯:৫৮394185
  • কমেডি সিনেমা যাদের পছন্দ, গোলমাল (নতুন), ওয়েলকাম, হাউসফুল এইসব সিনেমা যাদের ভালো লেগেছে, তারা অবশ্যই দেখুন বোল বচ্চন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন