এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নতুন সিনেমা - মানে, নিউ রিলিজ

    omnath
    সিনেমা | ১০ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৫৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • D | 203.143.184.10 | ০৬ নভেম্বর ২০০৮ ০৯:২৮394278
  • "লাল কালো' -- আহা সেই অসাধারণ বইটা। অ্যানিমেশান হচ্ছে বলে খবরে দেখেছিলাম অনেকদিন আগে। সেটা তৈরী হয়ে বাজারে চলেও এসেছে। দেখতে চাই। কিন্তু পাই কোথায়?
  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১১:১০394280
  • শুধু একটা চন্দ্রবিন্দু যোগ করে একটা ল্যাণ্ডমার্ক সিনেমার নাম ঝেড়ে দিলো?
  • siki | 203.122.26.2 | ০৬ নভেম্বর ২০০৮ ১১:১৪394281
  • চিটি চিটি শুনেছি খুব ভালো হয়েছে সিনেমাটা। অ্যানিমেশন মুভি।

    হিন্দিতে চিটি মানে পিঁপড়ে।
  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১১:১৯394282
  • চিটি না চিঁটি? চন্দ্রবিন্দু না থাকলে তো আরোই কেলো - কারণ চিটি চিটি ব্যাং ব্যাং একটা বিখ্যাত ইংরিজী মিউজিক্যাল - একটা উড়ন্ত গাড়ি নিয়ে।
  • d | 203.143.184.10 | ০৬ নভেম্বর ২০০৮ ১১:৩৩394283
  • তোমরা কেউ লাল কালো পড় নি? ওটা তো পিঁপড়ে নিয়েই। "চিটি চিটি'ই তো হওয়া উচিৎ।
  • Arijit | 61.95.144.123 | ০৬ নভেম্বর ২০০৮ ১১:৩৬394284
  • চিটি হোক না, কিন্তু ব্যাং কেন? বেমালুম নাম চুরি করলো, আর কেউ সেটা বলছেই না!!! কেস হবে নির্ঘাৎ, দেখো।
  • Arpan | 216.70.175.80 | ০৬ নভেম্বর ২০০৮ ১৭:২৭394285
  • সিঁফো সেই সাত ভাই চম্পার সিনেমা দেখেনি?
  • kali | 160.36.241.91 | ০৬ নভেম্বর ২০০৮ ১৯:৫২394286
  • আমি আবার লাস্ট লিয়র রিভিউ লিখলাম কোথায়? যাব্বাবা!
  • arjo | 168.26.215.13 | ০৬ নভেম্বর ২০০৮ ২০:০১394287
  • ঐ চেং খুলি কে মেং খুলি সিনেমার নাম আমি জানি। শঠ্যে পে শঠ্যা। Seven Brides for Seven Brothers এর থেকে হুবহু কপি।
  • sayan | 160.83.72.212 | ০৬ নভেম্বর ২০০৮ ২০:১৩393930
  • আর আমি কাল কলিদি'র রিভিউ খুঁজছি খুঁজেই চলেছি গোটা টইময় ....
  • pipi | 141.80.168.31 | ০৬ নভেম্বর ২০০৮ ২০:৪১393931
  • সিঁফো,

    চ্যান কুল্লি কি ম্যাঁয় কুল্লি - এর মানে আমি জানি না। গত বছর রিলিস হয়েছিল। স্টার অভিনেতা বলতে একমাত্র রাহুল বোস। মেন চরিত্রে এক খুদে, Zain Khan, সিনেমায় যার নাম করণ। সে অনাথালয়ে মানুষ। জীবণে তার দুটি স্বপ্ন - বাবা-মা'কে পাওয়া (করণ একটা পরিবার চায় কিন্তু তাকে কেউ অ্যাডপ্ট করতে চায় না) আর দুই, ক্রিকেট খেলা। করণের আদর্শ কপিল দেভ।
    করণের জীবণের মোড় ঘুরিয়ে দেয় একটা অর্ডিনারি ক্রিকেট ব্যাট, একটা ম্যাজিক ব্যাট। এই ব্যাটের জোরে করণ শুধু যে ইণ্ডিয়ান ক্রিকেট টিমে জায়গা করে নেয় তাই নয়, সারা দেশের নয়ন মণি হয়ে ওঠে। সেই টিমের ক্যাপ্টেন বরুণ (রাহুল বোস)। প্রথমদিকে করণকে সে পেস্ট ছাড়া আর কিছু ভাবতে পারে না। ধীরে ধীরে দুজনের দোস্তি প্রগাঢ় হয়ে ওঠে। করণের নিজস্ব কোন পরিবার নেই, আর বরুণের থেকেও নেই কারণ বরুনের সাথে তার বাবার ঝগড়া। করণ কিভাবে বরুণকে ফিরিয়ে দেয় তার পরিবারের কাছে আর বরুণ ফিরিয়ে দেয় করণের আত্মবিশ্বাস সেই নিয়েই এই মুভি। নিজের উপর বিশ্বাসে যদি তুমি অটল থাকো, দুনিয়া ঝুঁকবে তোমার পায়ের কাছে - এটাকেই গল্পচ্ছলে বলতে চাওয়া হয়েছে ম্যাজিক ব্যাটের মেটাফর এর সাহায্যে।
    খুব সুন্দর এক্সিকিউশন। আমার তো দিব্যি লেগেছে। বাচ্চাদের জন্য কিন্তু বড়দের ভাল না লাগার কোন কারণ নেই।
  • Arijit | 61.95.144.123 | ০৭ নভেম্বর ২০০৮ ০৯:২৮393932
  • "শঠ্যে' না "সত্তে" - মানে সাত থেকে আসা নয় কথাটা?
  • Somnath | 85.154.255.42 | ০৭ নভেম্বর ২০০৮ ০৯:৩৬393933
  • Name: kali Mail: Country:
    IP Address : 160.36.205.87 Date:19 Sep 2008 -- 07:14 PM


    এই টইতেই আছে। ছোটো যদিও। কলিদি বহুদিন বড় কিছু লেখে না। :-(
  • sayan | 24.0.145.33 | ০৯ নভেম্বর ২০০৮ ১১:০৩393934
  • হুঁ। কলিদি' লিখে নিজেই এখন ভুলে গেছে :))
    EMI। আর পাঁচটা অতি সরল সাধারণ সিনেমার মতই। পরিচিত সঞ্জয় দত্তের অভিনয়। আরও অনেক হাবিজাবি চরিত্রের সমাগম, কিছু মশলা গান আর হ্যাপী এন্ডিং। সিনেমার নাম ইএমআই না হয়ে ক্লেইম/ রিকভারী এজেন্সী/ কলিফ্লাওয়ার/ টুথব্রাশ যা খুশী হতে পারত কিন্তু আপ্তবাক্য একটাই - "টেক লোন রেস্পন্সিবলী'।
  • dd | 122.167.5.95 | ০৯ নভেম্বর ২০০৮ ১৬:০০393935
  • সায়ন কী সিনেমা দ্যাখে রে বাবা। এই জন্যি ই তো আর কবতে ল্যাখার সময় পায় না।

    তো আম্মো দ্যাখলাম। ফুঁক। এক্সরসিস্টের মতন। গনেশের দুধ খাওয়া বা সৌমিত্র বসুর "প্রতিবেদনের" মতন। একই মেন্টালিটিতে দুটোই বিশ্বাস করা যায়। ফুঁক ও।

    সুতরাং যুক্তি টুক্তি নিয়ে কিছু কইছি না। যদিও ভয়ানক রিপিটেটিভ,তাও ফটোগ্রাফীর কায়দাটা দারুন। বিবরণ দিচ্ছি না, যদি দ্যাখেন তো দেখলে বুঝবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সারাক্ষন অষ্টপ্রহর শুধু গা ছম ছমে বাজনা। শেষটায় বিরক্তি ধরে। সব মিলিয়ে খুব একটা খারাপ তো লাগলো না।

    আর shoot on sight। কিন্তু হালার ডি ভি ডিটাই ডিফেক্টিভ ছিলো। কয়েকটা ভাইটাল ডায়ালগ মিস হয়ে গ্যালো। গল্প,তাই কিছু অধরাই থেকে গেলো। খুব পাতে দেওয়ার মতন না হলেও একটা দাগ রেখে যায়।খুব সিন্সিয়ার অনেস্ট এফর্ট। দেখুন।

  • kali | 76.114.76.159 | ০৯ নভেম্বর ২০০৮ ২১:২৩393936
  • ধুৎ এই সোমনাথ আর সায়ন দুটোই পাগল! ওটা তো রিভিউ নয় মোটেই !

    ডিডি, ফুঁক না আমার অবশ্য একদম ভালো লাগেনি। রামগোপালের যেকোন সিনেমায় ঐ অচিরাচরিত অ্যাঙ্গেলে ক্যামেরা রাখাটাই দেখি সিনেমার আর সবকিছুকে ছাপিয়ে যায়, তাই আমার কেমন যেন আরোপিত মনে হয়। আর এতে অশ্বিনী কার্লেকারের কি প্রচন্ড অতি অভিনয় বাপ রে! আর জাকির হোসেনও। 'জনি গদ্দার' এ এঁদের দুজনেরই ভালো অভিনয় দেখেছিলাম, তাই এটা বেজায় চোখে লাগলো। রামগোপালের একটাই সিনেমা আমার হালে মন্দ লাগেনি, সেটা হলো 'সরকার রাজ'।
    যাগ্গে,বাদ দিন, অবশ্যই এসব আমার নিজের মনে হওয়া।

  • ami | 203.110.246.230 | ১০ নভেম্বর ২০০৮ ০০:২২393937
  • আম্মো লিখবো।
    নো স্মোকিং। আগে দেখেছিলুম। সাউন্ডট্র্যাক খারাপ ছিলো বলে ট্যান গ্যাছলো। এইমাত্র দেখে ফেল্লুম। পরের হপ্তা পরীক্ষা, তাও। গুচ্ছ বানিয়েছে।
    আমি আর সিগারেট খাবুনি!
  • sayan | 24.0.145.33 | ১০ নভেম্বর ২০০৮ ০৭:৪৬393938
  • একটু অন্য ধরণের সিনেমা, "মুখবির'। "চমকু'-র সাথে সামঞ্জস্য রয়েছে। ইনটেশন অন্য। ""ব্লকবাস্টার'' মেটিরিয়াল নয় যদিও। :))
  • papiya | 74.192.194.238 | ১০ নভেম্বর ২০০৮ ০৯:৩৫393939
  • fashion ব্যাপক হয়েছে, best scene প্রিয়াঙ্কা চোপড়া যখন একটার পর একটা টিসু দিয়ে চোখের কালি মুছছে
  • pp | 78.52.237.254 | ১৭ নভেম্বর ২০০৮ ০৩:১৮393941
  • দোস্তানা

    প্রিয়াঙ্কা চোপরা - vervo ফ্যাশন ম্যাগের অ্যাসিস্টান্ট এডিটর
    অভিষেক বচ্চন - নার্স
    জন আব্রাহাম - ফোটোগ্রাফার
    স্থান - মিয়ামি
    প্রথম দৃশ্যতেই বুঝিয়ে দেওয়া হয় যে অভিষেক আর জন যাকে বলে স্ট্রেইট। এহেন দুজন ঘর খুঁজছে। খুঁজতে খুঁজতে হাজির প্রিয়াঙ্কার ফ্ল্যাটে। সেখানে দুটি ঘর খালি আছে কিন্তু মুশকিল হচ্ছে শুধুমাত্র বেবিলোগোঁকে লিয়ে, বাবালোগ নই মাঙ্গতা। উপায়? অভিষেক আর জন গে বনে গেল। সত্যি সত্যি নয়, অফকোর্স। কামরা দুটি পাওয়ার জন্য স্রেফ নাটক। বেচারী সরল সাদাসিধে প্রিয়াংকা তাদের জিগরি দোস্তও বানিয়ে ফেলল। অতি অল্প সময়েই তিনজন যাকে বলে একদম তিন জিগর, এক জান। অ্যাস ইউসুয়াল অভি আর জন দুজনেই প্রিয়াঙ্কার প্রেমে পল্ল। কিন্তু সেটা জানাতে গেলে তো ঝুলি থেকে ম্যাও বের হয়ে পড়বে, এতদিনের নাটক খতম। ওদিকে প্রিয়াঙ্কাও একটু একটু করে ডিভোর্সী (এবং দু:খী) বস (ববি দেওল) যার দুনিয়া বলতে তার একমাত্র ছেলে ভির তার প্রেমে পড়ে। ববিও প্রিয়াংকাকে চায়। কেস জন্ডিস! উপায়?
    জানতে হলে দেখুন গে কাপলদের নিয়ে করণ জোহরের কমেডি সার্কাস - দোস্তানা:-)
    এ প্রসঙ্গে চার পয়সা:
    ১। অভিষেক বচ্চনের সিরিয়াসলি ওয়ার্ডরোব ডিসাসটার নিয়ে ভাবা উচিত তৎসহ ভুঁড়ি। ভীষণই স্বচ্ছন্দ অভিনয়, খুব ভাল কমিক টাইমিং কিন্তু জন আর অভি পাশাপাশি থাকলে সারা অ্যাটেনশন খিঁচে নিচ্ছেন জন। মাসলের জোরে নয়, ড্রেস সেন্সের জোরে। সারা মুভিতে অভিষেকের পরনে লাল, নীল, হলদে, সবুজ ফুলশার্ট আর গলায় ঐ রংএর স্কার্ফ। নিট রেসাল্ট - পুরো মাওয়ালী কি টপোরী লুক এবং অসহ্য। সারা মুভিতে জন যেখানে প্রায় আধনাঙ্গা অভি সেখানে মাথা থেকে পা অবধি ড্রেসড তাও আবার ঐরকম পোষাক আশাক এবং এই বৈষম্য চোখে লাগে। এবং ভুঁড়িটা নিয়ে অভির সিরিয়াসলি কিছু করা উচিত।

    ২। জন আব্রাহাম - একেবারে যারে কয় মাসকেল ম্যান। উফ কি ফিগার, সব সত্যি কিন্তু তাই বলে সারা সময় জুড়ে যদি তার খুল্লমখুল্ল প্রদর্শন দেখতে হয় সত্যি বলতে কি বিরক্তি লাগে। অভিনয় - আহামরি কিছু নয় তবে জন যে দক্ষ অভিনেতা একথা কোন বাইবেলে লেখা আছে।

    ৩। প্রিয়াঙ্কা চোপরা - এত গর্জাস এর আগে কোন মুভিতে লাগে নি। ফ্যাশনেও না (ইনফ্যাক্ট ফ্যাশনে প্রিয়াঙ্কাকে আমার মনে হয়েছে ডিসাসটার)। অভিনয় যথাযথ। ঠিক সময়ে চোখের জল ফেলেছেন, ঠিক জায়গায় দাঁত কেলিয়েছেন (একটু বেশিই), ঠিকঠাক ডায়লগ বলেছেন এবং গোটা সময় দুরন্ত দেখিয়েছে। ব্যস ব্যস আর কি চাই।

    ৪। কিরণ খের - অভির মা'র রোলে - হিলারিয়াস। বিশেষ করে সেই জায়গায় যখন জনকে বরণ করে ঘরে নিয়ে এসে নিজের হাতের বালা খুলে পরিয়ে দিতে দিতে বলছেন - তু মেরা দামাদ হ্যায় কে বহু হ্যায় মালুম নহি এটসেটেরা - হাসতে হাসতে পেট ফাটার জোগাড়।

    ৫। করণ জোহরের প্রথম মুভি যেখানে কোন মেলোড্রামা নেই, নেই চোখের জলে বুক ভেসে যাওয়া। (আহ কি শান্তি)।

    ৬। মুভি দেখতে দেখতে মনে কটা প্রশ্ন আসে - গে মানেই তাকে/তাদের মেয়েলী হতে হাবে এই স্টিরিওটাইপ ভাবনা চিন্তার অবসান কবে হবে। ভারতীয় সমাজে যেখানে হোমোসেক্সুয়ালিটি বিশাল ট্যাবু সেখানে ব্রোকব্যাক মাউন্টেনের মত মুভি আশা করাই যায় না কিন্তু তা বলে তারাও কি এবার থেকে সিনেমায় হিজড়াদের মত হাসির খোরাক জোটাতে ব্যবহৃত হবে? প্রশ্নটা মনে আসে কারণ সদ্য রিলিসড ফ্যাশন সিনেমাতেও হর্ষ ছায়া যে গে চরিত্রটিতে অভিনয় করেছেন সেই মেয়েলী এবং কমিক চরিত্রটির কথা ভাবুন। মনে হচ্ছে হোমোসেক্সুয়ালিটিকে এবার থেকে ভাঁড়ামোর জন্যই ব্যবহার করা হবে।

    এত সব কিছু লেখার পরেও এই আপাদমস্তক সিলি মুভিটি দেখুন। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। অন্তত আমার তো তাই হয়েছিল। তবে সেকেণ্ড হাফ একটু বোরিং।
  • pp | 78.52.237.254 | ১৭ নভেম্বর ২০০৮ ০৩:৩৩393942
  • এক বিবাহ অ্যায়সি ভি

    রাজশ্রী পিকচার/সুরজ বরজাতিয়া হলেন বড় পর্দার একতা কাপুর। এটা আমার জানা। বহুদিন যাবত। তবুও যে এই মুভিটি দেখার মত দু:সাহস অর্জন করলাম তা বোধহয় এই কারণে যে কাজ না থাকলে মানুষ ভ্যারেণ্ডা ভাজে। আমিও তাই এটিকে ভাজার চেষ্টা করছিলাম। আমার ভেজাই ফ্রাই হয়ে গেল। প্রথম এক ঘন্টাতেই ছ খানা, না না সাত খানা এবং তিনটি এলাবোরেট বিবাহ অনুষ্ঠান দেখার পরে সত্যি কথা বলতে কি আমি গুনতি ভুলে গেছিলাম। আর গানের সংখ্যা দশ পার হয়ে যাবার পর তো প্রায় অর্ধোন্মাদ। আর সে কি গান। তবুও বীর বিক্রমে আমি শেষ অবধি দেখেছি। এবং দেখার পরে হলপ করে বলতে পারি নার্কো টেস্ট, ব্রেন ম্যাপিং কোন ছার, এই মুভিটি দেখালেই অপরাধীদের মুখ থেকে গলগল করে স্বীকারোক্তি বেরিয়ে আসতে বাধ্য।

    এক টর্চার অ্যায়সি ভি
  • sayan | 24.0.145.33 | ১৭ নভেম্বর ২০০৮ ০৩:৩৪393943
  • হুঁ সেকেন্ড হাফে এট্টুস বেশী টেনেছে .. কিরন খের জন'কে আশীর্ব্বাদ করে "ফলোঁ, ফুলোঁ'' তার্পর একটু থেমে "খ্যায়ের ছোড়ো' - হাহাহাহা।
  • sayan | 24.0.145.33 | ১৭ নভেম্বর ২০০৮ ০৩:৩৬393944
  • আরে ওটাকেও ছাড়িসনি! এক ভিভাহ আমি চালিয়েও বন্ধ করে দিয়েছি। তাচ্চেয়ে কোয়ান্টাম অফ সোলেস দ্যাখ।
  • sayan | 24.0.145.33 | ১৭ নভেম্বর ২০০৮ ০৬:২৮393945
  • নতুন সিনেমা "হল্লা'। কার্তিকা রাণে, রজত কাপুর এর ফাটাফাটি অভিনয়। দুর্দান্ত প্লট।
  • papiya | 74.192.194.238 | ১৭ নভেম্বর ২০০৮ ১০:৩৬393946
  • দোস্তানা অসম্ভব রকমের বিরক্তিকর
  • umesh | 62.254.196.200 | ১৭ নভেম্বর ২০০৮ ১৪:২৬393947
  • অভিষেক'র সিনেমা দেখার দু:সাহস আমার এখনো হয় নি।
    EMI ভালো হয়েছে।
    ফ্যাশন বেশ ভালো শুরু করেছিলো। কিন্তু বড্ডো বড়ো করে ফেলেছে।
    সিনেমা টা ১৩০-১৪০ মিনিটে শেষ করলে মনে হয় ভালো হতো।
    shoot on sight দারুন হয়েছে।
    golmaal returns ২০০৮ এ আমার দেখা সবচেয়ে বিরক্তিকর সিনেমা।

  • sinfaut | 165.170.128.65 | ১৭ নভেম্বর ২০০৮ ১৪:৩৫393948
  • অভিষেক তো ভালো অভিনয় করেন। দেখতে দু:সাহস লাগবে কেন?

    ফ্যাশন ১৪০ মিনিটের থেকেও বড়!? বাবাগো।
  • umesh | 62.254.196.200 | ১৭ নভেম্বর ২০০৮ ১৬:২৪393949
  • 'ফ্যাশন' ১৬৫ মিনিটের।
  • Somnath | 85.154.255.42 | ১৭ নভেম্বর ২০০৮ ১৭:১২393950
  • ওয়েলকাম টু সজ্জনপুর শ্যম বেনেগালের জানতাম না। প্রচণ্ড ঠোকার চেষ্টা করেছে। আর খানিকটা প্রিয়দর্শন ক্যাটাগোরি এনে ফেলেছে।

    হল্লা বেশ ভালো। যদিও শেষটা তাড়াতাড়ি শেষ হল না কেটে দিল বুঝলাম না। টরেন্ট ছাড়া সিনেমা নামানোর এই জ্বালা।

    ই এম আই দেখেছি। ভাটের।

    ফ্যশন দেখেছি। পরে লিখব।
  • tu | 47.129.114.42 | ১৭ নভেম্বর ২০০৮ ২৩:০৪393952
  • Quantum of solace online কোন siteএ দেখা যাছে্‌ছ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন