এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নতুন সিনেমা - মানে, নিউ রিলিজ

    omnath
    সিনেমা | ১০ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৫২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 117.194.193.113 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৩394019
  • দেখলাম বিল্লু বার্বার। প্রিয়দর্শনের সিনেমা মানেই বোঝা গেল বাজে হবে।
    তো, দেখে টেখে রঙ্গিলার কথা মনে পড়ে গেল। পুরো সিনেমাটা ঝুলিয়ে, শেষ ১৫ মিনিট খুব ভালো করার এটা দ্বিতীয় নমুনা। শারুখের শেষ মনোলগ টা ভালোই উতরে গেছে, সব চেনা আর অসহ্য ম্যানারিজম সত্বেও। ইরফান খান বরাবরের মতোই সাবলীল আর শক্তিশালী।

    অথচ "চল চলা চল' কিন্তু বিগোন্দা থাকা সত্বেও তেমন বাজে লাগে নি। বেশ ছিমছাম লাগল। রাজপাল যাদব ও অনেকটা সহ্যেবল।

    রাজ - দা মিস্ট্রি কন্টিনিউজ দেখলাম। কঙ্গনা রানাওয়াত কে আমার পোষাত না। তো এটায় বেশ মিষ্টি লাগল। যদিও অভিনয় ব্যপারটা সেইই কেমন কেমন। ইমরান হাসমী কে আজকাল খারাপ লাগছে না। অন্তত শেষ যে কটা সিনেমা দেখলাম, ঠিকঠাকই লাগল। কি জানি। যাকগে, সিনেমাটা মোটামুটি লজিকাল থ্রিলার হয়েছে। ভুত টুত অতটা বিরক্ত করে না। বরং ভুতের গল্পের শেষে একটা লজিকাল সাইকোঅ্যানালিসিস রাখাই যেত।
  • Somnath | 117.194.196.175 | ২২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩০394020
  • দিল্লী-6

    বালের সিনেমা। এখনো মটকা গরম হয়ে রয়েছে। অথচ ওটা কত ভালো সিনেমা বানানো যেত! সব মেটেরিয়াল ছিল স্টোরিটায়। :-(
  • sayan | 160.83.96.81 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৫394021
  • হ্যা হ্যা হ্যা @ দিল্লী-৬
    অস্ট্রেলিয়া, গতবছরের সিনেমা, মিস করে গেস্লাম। ভালো লাগলো।
  • shyamal | 64.47.121.98 | ২৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:২১394022
  • একটা সিনেমা দেখে বেশ ভাল লাগল। নতুনই বলা যেতে পারে -- ২০০৮ এর। বর আসবে এখুনি।
    অনেককাল পরে একটা স্মার্ট বাংলা কমেডি দেখলাম। কাতুকুতু দিয়ে হাসানো নয়।

    বিশেষত: বিশ্বজিত চক্রবর্তির ডায়ালগ আর ক্রিকেট অনুষঙ্গ বেশ মজার ছিল।
  • Arijit | 61.95.144.123 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫১394023
  • বর আসবে এখুনি স্মার্ট কমেডি? মাইরি;-)
  • san | 12.144.134.2 | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৮394024
  • আম্মো দেখলাম, দেভ ডি। শুরুতে নড়বড়ে লাগছিল, কিন্তু জমে গেল। কোনো ন্যাকামি নেই। চোখের জলে ভেজা সংলাপ নেই। মাঝেমাঝে তীব্রতা আছে। যাকে বলে - ইন্টেন্স।
  • Somnath | 117.194.197.180 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:১৭394025
  • আজীব ব্যপার। অন্তহীন দেখলাম, আর বাজে লাগল না। মানে, বেশ টেলিফিল্ম টেলিফিল্ম, কিন্তু বাজে লাগল না। কিছুটা একান্ত সময়, কিছু চেনা মুখের সঙ্গে কাটিয়ে এলাম। গানগুলো বে-এ-এ-এ-এশ ভালো।

    বং কানেকশনের বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারের রোল করেছিল ছেলেটা এখানে বেশ ঘ্যাম নেওয়ার চেষ্টা করেছে অথচ হাইট এত কম যে আদতে খোরাক লেগেছে। আর একমাত্র ওকে দেখেই মনে হচ্ছিল চেষ্টা করছে মতন। বাকিরা সাবলীল। মিতা বশিষ্ট কে না নিলেও চলত। ঐ রোলটায়। এতখানি ইম্পর্ট্যান্ট কিছু নয়। শর্মিলা খুব ভালো। অপর্ণাকে ভালো লাগেনি। মোস্টলি হাইট আর ব্রেডথ টা বেশি এক্সপোজড হয়ে গেছে বলে। আর খানিকটা ডেপথ দেওয়া হয়নি, মানে সময় দেওয়া হয়নি বলে। ওর চেয়ে ওর বরকে বেটার লেগেছে। নায়ক অ্যাজইটইজ। লোকটার বাংলা উচ্চারণ আর একটুও ভালো হল না। :-(
    মেয়েটা বেটার। যদিও একটা সীনে ফালতু চান করা দেখিয়ে নিল। মানে টাকা দিয়েছি, ছাড়ব কেন টাইপস।

    ও হ্যাঁ স্টোনম্যন দেখলাম। কে কে মেনন যথারীতি ফাটাফাটি। পুরোটাই বেশ, শুধু নায়িকা একই রকম জবুথবু, আর সেম, তাকে দিয়ে একটা সীনে অকারণ স্নান করিয়ে খালি গায়ে জামা পরছে দেখিয়ে নিল। গল্পটা শুধু একটু গিলতে কষ্ট হয় টাইপস।

    দিল্লী -৬ আজ আবার বাড়িতে বসে কম্পুতে দেখলাম। অতটা অসাহনীয় লাগল না। আসলে বড় পর্দায় গাধামোগুলো বেশি করে চোখে পড়ে। আবার দেখে আবার মনে হল, ইস্‌ কতগুলো সম্ভাবনা ছিল। কত্তগুলো সীন ভালো বানিয়েও নিজের হাতে কেঁচিয়ে দিল। এই রাকেশ ওমপ্রকাশের কেস হল, সিনেমার মধ্যে একটা কিছু ইভেন্ট বানাবে। সেইটে এত ভালো করে বানাবে যে আর এডিট করতে ইচ্ছে করবে না। ফলে মাখিয়ে একাকার করবে। রং দে বাসন্তীতে ছিল ভগৎ সিং এর পিরিয়ড পীসটার শ্যুট। এখানে আছে রামলীলা স্টেজ শো। কিছুতেই মায়া কাটাতে পারে না, খালি ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকে। একসাথে দেখানো তো, চাপ, অত বড় পীস, লোকে বোর হয়ে যাবে বা মেইন গল্পটা থেকে কেটে যাবে।
  • M1 | 59.93.192.10 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৪394026
  • দিল্লী ৬- এমন ছেলে ভোলানো ক্লাইম্যাক্স রং দে বসন্তীর পরিচালকের কাছে আশা করিনি।
    প্রাপ্তি বলতে রহমানের সুর আর গুরুর বহূকাল পরে অভিষেকের একটু মনোযোগ দিয়ে অভিনয়
  • pi | 69.255.233.93 | ২৩ মার্চ ২০০৯ ০৬:৫৯394027
  • গুলাল। কিরকম অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। নেশার মতন ঝিম ধরে আছে এখনো। বেশি কিছু লেখা যাবে না এখন আর।
    আর আবার দেখতে হবে।
    অভিনয়, সিনেম্যাটোগ্রাফি এসব তো আছেই।
    অন্ধকারের সাথে গুলালের রঙের একটা অদ্ভুত মাখামাখিও আছে।
    কিন্তু গানের সুর আর কথা ... কোন কথা হবে না জাস্ট।
    শেষের ঐ লাল ঘাগরা ঘেরা পায়ের ছুটে পালিয়ে যাওয়ার এক ঝলক আর তার ই কোন ফাঁকে শুরু হওয়া 'দুনিয়া' ...খোয়ায়িশ মেইন লিপ্টি জরুরত কি দুনিয়া.. ইনসান কে সপ্নো কি নিয়ত কি দুনিয়া..গালিব কে মউমিন কে খাবোঁ কি দুনিয়া,মাজাজো কে উন ইনকালবো কি দুনিয়ার সাথে কখন মিশে যায় প্যাসার সেই ইয়ে দুনিয়া আগর মিল ভি যায়ে তো ক্যয়া হ্যায় ...
    সুর্ময়ী আনখেঁ কে প্যালো কি দুনিয়া ... নেশা হবে না ?
  • Somnath | 117.194.195.72 | ৩০ মার্চ ২০০৯ ০০:৩২394029
  • গুলাল একটি প্রচণ্ড ভালো সিনেমা। মূলত: অনুরাগ কাশ্যপ মানেই পয়সা উসুল। চোখ বন্ধ করে। কিছুই বলার নেই। প্রতি মিলিমিটার চেখে দেখার।

    লিটিল জিজু খারাপ না। নাসিরুদ্দিনের ছেলে ভালোই আন্ডারঅ্যাকটিং করে। বোমান ইরানি কে নিয়ে তো আর কিছু বলার নেই। দেখা উচিত।

    ফিরাক তুমুল ভালো কিছু লাগে নি, তার মূল কারণ সিনেমায় যা যা বলার তা অনেকবার পড়া ও শোনা হয়ে গেছে। মূলত হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে বানানো আর ভোটের আগে পলিটিকাল কমিটমেন্টের জায়গা থেকে রিলিজ করা। কয়েকটা জায়গা, কিছু অ্যাঙ্গেল নতুন, সেগুলো ভালো। নাসিরুদ্দিন তো অদ্ভুত ভালো। রঘুবীর যাদব ও। তবে ডাইরেকশন এ প্রফেশনালিজম এর অভাব দেখা যায়। কয়েকটা হয়ে-উঠতে-পারতো-ইউনিক সীনকে তো জাস্ট মিস করলো বলে মনে হল। যেমন দীপ্তি নাভালের একটা তাকানো, পরেশ রাওয়ালের সরে যাওয়া।

    বারা আনা ঠিক আছে গোছের, এক্টু অন্য রকম। হল্লা টাইপস। ভিজয় রাজ নরম্যালি ওভারঅ্যাকটিং করে। এখানেও কয়েকটা সীনে করেছে। আর কয়েকটা সীনে সামলেছে। তন্নিষ্ঠা চ্যাটার্জি কিউট। এঁর দিকে লক্ষ্য রাখুন।

    এক- থে পাওয়ার অফ ওয়ান - পাতি ক্যালাকেলি টাইপস কমার্শিয়াল। নানা পাটেকরের জন্যে হলে দেখলাম। লোকটা যখন তখন ম্যাজিক করে দেয়। সিচুয়েশন কমেডি গুলো দেখে ইন্সট্যান্স হেসে ফেলেছি। কি টাইমিং রে ভাই!!

    দেভ ডি র টাইটেল ট্যাগ টা হঠাৎ খেয়াল করলাম - দেভ ডি - কাম ফল ইন লাস্ট। এর পোস্টারগুলো সব আলাদা আলাদা ভাবে কালেক্ট করা উচিত। সতর্কবাণী, দেভ ডি যারা হলে দেখে নাই, তাদের সবার ই বেশ বাজে লেগেছে।

    এবং শেষে আবার , গুলাল একটি অদ্ভুত ভালো সিনেমা।

    টিনটোরেটোর যীশু কোথায় পাবো? বাংলা একটা সিনেমা, X-কানেকশন দেখতে চাই। নন্দিতা দাসের মাট্টি মায় ও দেখতে চাই। পাচ্ছি না।

    এটা নিউ রিলিজের মধ্যে আসে না, তবে রিসেন্টলি রাম তেরি গঙ্গা ময়লি নামালাম। বড়ো হয়ে রাজ কাপুরের মতো সিনেমা বানানোটা ছোটোরা অ্যাম্ভীশন রচনা লিখতে কাজে লাগাতে পারে। নতুন মুখদের চান্স দিয়ে স্টার বানানোর নামে যা ইচ্ছে করা যাবে। লিটেরালি, যা ইচ্ছে তাই। যেমন আবাসিক মাদ্রাসা বা অনাথ আশ্রমের হস্টেল সুপার হওয়াটা এখন ভ্যালিড অ্যাম্ভীশন। (ভীষন অ্যাম্বিশন)।
  • Somnath | 117.194.194.243 | ৩০ মার্চ ২০০৯ ২৩:৩৫394030
  • গুলালের গানগুলো কি করেছে মাইরি!!! শুধু ঐ গানগুলো শুনে যাচ্ছি দু দিন ধরে বার বার। কি করে এসব গান তৈরি হয়?? কে করে? পিযুষ মিশ্র এতদিন কোথায় ছিল?? কি জিনিস গুরু ?? পাগল না ভগবান??
  • shyamal | 117.199.176.95 | ৩১ মার্চ ২০০৯ ১৯:৫০394031
  • কলকাতায় এসেছি । ঠিক করেছিলাম অন্তহীনটা দেখব। দেখলাম। ভালই তবে দারুন নয়। এই ভদ্রলোকের আগের ছবি অনুরণন দারুন লেগেছিল।
    তার পর ভাবলাম একটা টিপিকাল গারবেজ বাংলা ছবি দেখব। তা নতুন রিলিজ করেছে চ্যালেঞ্জ। যার গানের কথা হল
    ১) চ্যালেঞ্জ নিবিনা শালা
    ২) কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা
    থিয়েটার পুরো ফাঁকা ছিল। এই ছবি দুবাই ও অন্যত্র শুটিং হয়েছে আর বহু হলে একসঙ্গে রিলিজ হয়েছে।

    রজতাভর কমিক মাফিয়া লিডারের রোল ( লক্ষ্মণ শেঠ?) খারাপ নয়। এছাড়া সিনেমায় কোন গল্প নেই। যা আছে তা পনের মিনিটের মধ্যেই বোঝা যায়।
    হলের অবস্থা দেখে মনে হল পাবলিকও রিজেক্ট করেছে।
    সত্যিই গারবেজ।
    তবে বাংলা সিনেমায় এই প্রথম স্বল্পবাসা সাদা তরুণীদের সাথে হিরোর নাচ।
  • dipu | 207.179.11.216 | ০২ এপ্রিল ২০০৯ ১৩:০৭394032
  • সোমনাথদা, নন্দিতা দাসের মাট্টি মায় আমার কাছে আছে। কিন্তু সাবটাইটেল পাচ্ছি না :-((
  • Z | 117.194.192.201 | ০৩ এপ্রিল ২০০৯ ২৩:৩৪394033
  • আমি দেখলাম 8x10 Tasveer

    বেশ হয়েচে। সাধারনত: হিন্দী থ্রীলার গুলো যেমন ল্যাগব্যাগে হয় সেরকম নয়। বেশ চমক আছে। Three star and 1/2 দেবো।
  • shyamal | 122.163.3.32 | ০৪ এপ্রিল ২০০৯ ১৭:০৩394034
  • ''কালের রাখাল'' দেখেছেন কেউ? রিভিউ পড়ে ভাল লাগল। দেখার চেষ্টা করব।
  • Somnath | 117.194.195.246 | ২৫ এপ্রিল ২০০৯ ০৯:৪১394035
  • কালের রাখাল দেখেছি। মোটামুটি। খুব ভালো কিছু নয়। প্রাক নির্বাচনী রিলিজের কারণ খুব স্পষ্ট।

    X ১০ তসবীর নর্মাল কমার্শিয়াল। ডাউনলোড করে দেখা যেতেই পারে। টাইমপাস। লাস্টে চমক আছে, যেমন শ্যামলানের লেখায় নর্মালি থাকে। এটা তো পপুলার গল্পের বই, শুনলাম।

    আ দেখে জারা ভালোই লাগল। জনি গদ্দারের ভালো লাগাটা কন্টিজিউ করেছে। মাঝে কয়েক মিনিট একটু বোর হওয়ার মতো হল। মানে কমার্শিয়াল মুভি যেমন ভালো লাগে।

    চৌরাস্তা ভালো লাগে নি। সিফোদের কেমং লাগল?
  • sinfaut | 218.248.76.22 | ২৫ এপ্রিল ২০০৯ ১৩:২৬394036
  • কুকুর, ছাগল, পাঠাঁ।

    চৌরাস্তা নিয়ে এই আমার নিবেদন, যাকে প্রতিবেদনও বলা যায।

    নমস্কার।
  • sinfaut | 218.248.76.22 | ২৫ এপ্রিল ২০০৯ ১৩:২৭394037
  • ভুল বললাম। কুকুর ছাগল বা পাঁঠাদের অপমান করা আমার উচিত হয়নি।

    মাফ করবেন।
  • Z | 117.194.195.10 | ২৫ এপ্রিল ২০০৯ ১৩:৫৩394038
  • আ দেখে জ্যারা -- ভাল।

    চৌরাস্তা দেখতে যে টাকা খসেছে আমার, আমি তা ফেরত চাই।
  • dipu | 121.243.161.234 | ২৫ এপ্রিল ২০০৯ ১৬:৪২394041
  • হ্যা হ্যা হ্যা
  • Z | 117.194.193.8 | ২৫ এপ্রিল ২০০৯ ১৬:৪৯394042
  • cross connection দেখব ভাবছি। কেমন হতে পারে কোনো আইডিয়া আছে?
  • Somnath | 117.194.195.245 | ২৫ এপ্রিল ২০০৯ ২০:৪৪394043
  • ঝুল ই হবে, তবে আম্মো দেখব।

    চৌরাস্তা - :-))

    দেখে এসেই ভেবেছিলাম লিখে সবাইকে সাবধান করে দেবো। ভুলে গেছি, আর জনতা আত্মহত্যার মতো কাজটি করে ফেলেছেন।

    লোকে প্রথমে গল্পটা কয়েকজনকে পড়িয়ে মতামত নিতে পারে তো! যাই লিখব তাই সিনেমা করব - এই অ্যাপ্রোচটা গানে চলত, কারণ দশটা গানের অ্যালবামে ৬ টা গান অবধি বাজে মেনে নেওয়া যায়। অঞ্জন কেন নচিকেতার কেস এ ও মেনে নিয়েছি। কিন্তু সিনেমা তো একটা মাত্র জিনিস, সেইটাই বাজে হলে কি দিয়ে মেকাপ দেবে?

    ক্যারেকটারগুলোকে আলাদা আলাদা ভাবে ডেসক্রাইব করলে শুনতে কিন্তু ভালোই লাগে। প্রত্যেকটা চরিত্রে অনেক শেড, অনেক ক®¾ট্রাভার্সি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের চরিত্রটা যদি বলি, শুনে বলবেই, বা:।
    এবার সিনেমা। সিনেমাটা হল এই চরিত্রগুলোর মধ্যের ইন্টার‌্যাকশন। তো, কোনো ঘটনা নাই, কোনো ঠিকঠাক ডায়লোগ, স্কীম, প্ল্যান নেই। ইন্টার‌্যাকশন টা হবে কোত্থেকে। ফলে ইন্টার‌্যাকশন নেই। আর ফলে সিনেমাও নেই।
    এবার প্রথমে বলা চরিত্রগুলো, সেগুলো আমি যখন গল্প লিখলাম তখন ঐ ভাবে ভাবলাম। কিন্তু সেই চরিত্রবৈশিষ্ট্যগুলোকে তো সিনেমা করে আস্তে আস্তে ডেভেলপ করে তুলতে হবে। সে সব কিসুই হলো না। হল থেকে বেরিয়ে তুমি বুঝতে পারলে অঞ্জন দত্ত এই এই ধরণের চরিত্রদের নিয়ে কিছু করতে চেয়েছিলেন। কিন্তু আদপে কিসুই করে ওঠেন নাই।

    তারচেয়ে এখন আর একবার গুলাল দেখি।
  • shyamal | 24.119.67.98 | ২৫ এপ্রিল ২০০৯ ২১:২২394044
  • ফেরার আগে দুটো ছবি দেখলাম : কালের রাখাল আর চৌরাস্তা।
    কালের রাখাল চমৎকার হয়েছে। অতি সৎ ছবি। বর্তমান গ্রামীন সমাজের ছবি যেখানে রাজনীতি, পুলিশ, সং, যাত্রা অভিনেতা সব মিশে গেছে। পরমব্রতকে খুব ভাল লাগল। কুডোস।
    চৌরাস্তার সমস্যা হল অঞ্জন দত্তের সমস্যা। ওনার গভীরতা নেই অথচ ভাব করেন যেন সিরিয়াস ছবি বানাতে পারবেন। তাই যেটা তৈরী হয় সেটা পাতে দেওয়ার যোগ্য হয়না। উনি সাত জন্ম চেষ্টা করলেও অপর্ণা বা ঋতুপর্ণর মত ছবি করতে পারবেন না। ওনার স্বপন সাহা বা হরনাথকে অনুসরণ করা উচিৎ। বং কানেকশনেও এই এক জিনিষ দেখেছি।
  • Somnath | 117.194.194.17 | ২৫ এপ্রিল ২০০৯ ২১:৪০394045
  • বং কানেকশন বেশ ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি ঐ বইটা দেখেই যত এক্সপেক্টেশন তৈরি হয়েছিল। তারপর থেকে লোকটা জিপিতে ছড়াচ্ছে।
  • Z | 117.194.200.129 | ২৫ এপ্রিল ২০০৯ ২২:০৬394046
  • চৌরস্তা দেখে প্রথমদিকে মনে হল গল্পপাঠের আসর। তারপর মনে হল ধারাবিবরণী। শেষদিকে মনে হল কেউ ফিলোজফির উপর থিসিস পড়ছে... যার কিসুই আমার মাথায় ঢুকল না। আচ্ছা, উল্লম্ফন থেকে বিরত হবার পর ভিক্টর সন্ত্রাসবাদীকে কি এমন বলল যে সে বাচ্চাটাকে ফেরত দিয়ে গেল?
  • Somnath | 117.194.194.93 | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৫৫394047
  • প্রেসিডেন্ট ইজ কামিং অমি দেখেছি। ভালোই।

    একটু ছড়ু ছড়ু দেখতে। যেখানে অ্যানিমেশন করেছে, আর যেখানে সবাই মিলে ধ্বস্তাধ্বস্তি করছে। মানে স্ক্রিপ্টের বাইরে যেখানে ইম্প্রোভাইজ করতে গেছে। তবে ধৈর্য ধরে দেখলে ভালোই।

    কঙ্কনা গোলা।

    অরিদা, গুলালের গান? টরেন্ট চলে? না চললেও চলবে। gulaal 320 kbps দিয়ে সার্চাও। ভুরি ভুরি সাইট আছে।

    একান্ত না পেলে বোলো, পেনে ভরে নিয়ে যাবো।

    যাঁরা জীবনের কাজের চাপে ওষ্ঠাগত হয়ে রিলিফ পেতে সিনেমা দেখেন, তারা গোবিন্দার সিনেমা দেখুন। ডেভিড ধাওয়ানের সিনেমা দেখুন। অনুরাগ কাশ্যপের সিনেমা না দেখাই ভালো। এমনকি সাসপেন্স থ্রিলার দেখতে আব্বাস মস্তানের সিনেমাও দেখতে পারেন। ইতিহাস, রাজনীতি, মনস্তত্ব, সমাজতত্বের পারা লাগানো আয়নায় ক্ষতবিক্ষত সমকালের মুখ দেখতে যাবেন না, চোখে ঝিলমিল লেগে যাবে।

  • arjo | 168.26.215.13 | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০০394048
  • গুলালে ইতিহাস, সমাজতত্বের পারা লাগানো ক্ষতবিক্ষত সমকাল!!!! না:, ছেলের দু:খ চিরকাল। ;)
  • a | 122.163.124.145 | ২৮ এপ্রিল ২০০৯ ০১:৪৪394049
  • গুলালটা কিসের সমকাল ওমনাথ? কোন সমকাল? খুব basic কিছু সমস্যা আছে সিনেমাটায়, গল্পের লজিকে। তবে আমি ভুল ও করতে পারি বুঝতে (খুব মন দিয়ে দেখিনি, সত্যি)। যেমন, কেন ঐ হোস্টেলে শুধু একগুচ্ছ ছেলে সারাদিন ঘরে বসে মাল খায় ইত্যাদি? মানে, বাকি ছাত্রদের জন্যে কি ওটা পুরো out-of-bounds? যদি তাই হবে তো কে কে র ডানহাত হিরোকে সেই হোস্টেলে জেতে দেখে কিছু বললো না কেন? তাছাড়া, হিরোর বন্ধু যে দলের হয়ে ভোটে লড়ে, তার বিরুধে্‌ধ জে মেয়েটি লড়ে সে কি না কে কে র দলের সদস্যের বোন। এই ইকুয়েশন stand করে না, কোনো লজিকে। আমি এই অবধি দেখে এট্টু ল্যাদ খেয়ে গেছিলুম বলে আর মন দি নি।
    সময় পেলে উত্তরিও
  • a | 122.163.124.145 | ২৮ এপ্রিল ২০০৯ ০১:৪৫394050
  • গুলালটা কিসের সমকাল ওমনাথ? কোন সমকাল? খুব basic কিছু সমস্যা আছে সিনেমাটায়, গল্পের লজিকে। তবে আমি ভুল ও করতে পারি বুঝতে (খুব মন দিয়ে দেখিনি, সত্যি)। যেমন, কেন ঐ হোস্টেলে শুধু একগুচ্ছ ছেলে সারাদিন ঘরে বসে মাল খায় ইত্যাদি? মানে, বাকি ছাত্রদের জন্যে কি ওটা পুরো out-of-bounds? যদি তাই হবে তো কে কে র ডানহাত হিরোকে সেই হোস্টেলে জেতে দেখে কিছু বললো না কেন? তাছাড়া, হিরোর বন্ধু যে দলের হয়ে ভোটে লড়ে, তার বিরুধে্‌ধ জে মেয়েটি লড়ে সে কি না কে কে র দলের সদস্যের বোন। এই ইকুয়েশন stand করে না, কোনো লজিকে। আমি এই অবধি দেখে এট্টু ল্যাদ খেয়ে গেছিলুম বলে আর মন দি নি।
    সময় পেলে উত্তরিও
  • Somnath | 117.194.192.61 | ২৮ এপ্রিল ২০০৯ ০৪:৫৮394052
  • সময় পেলে সত্যিই বড় করে লেখার ইচ্ছে আছে গুলাল নিয়ে, অয়ন। গত দু-তিন বছরের মধ্যে অত ভাস্ট হিন্দি সিনেমা দেখেছি বলে মনে করতে পারছি না। কোনো লজিকের সমস্যা আমি পাইনি।
    তৃতীয় প্রশ্নটা জাস্ট স্ট্যাণ্ড করে না। মানে রিলেশনগুলো কিসুই বুঝিস নি। কে কার বোন, কার দলের সদস্য - ইত্যাদি।

    প্রথম প্রশ্নটা জাস্ট কলেজ/হোস্টেল পলিটিক্স দিয়েই বোঝা যায়। কেন কিছু ছেলে হোস্টেলটাকে সাম্রাজ্য বানিয়ে রেখেছে ইত্যাদি।কলেজ ভোট, ইত্যাদি।

    দ্বিতীয় প্রশ্নটা - কেন কিছু বলল না, এটা একটা লেয়ারড উত্তর। বলেছে কিছু কিছু। পরে করেছেও অনেক কিছু।

    আমার মনে হয় আবার সিরিয়াসলি পুরোটা দ্যাখ। নির্ঘাৎ তোর কপিটার প্রিন্ট খারাপ ছিল। হলে গিয়ে যে দেখিস নি সে তো বুঝতেই পারছি। একটা ভালো প্রিন্ট জোগাড় করে দ্যাখ।

    মানে বই লিখিনা সিনেমার, অনেক দিন। তবে অভ্যেস একেবারে চলে যায় নি। সময় পেলে বোর করতেই পারি। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন