এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • নতুন সিনেমা - মানে, নিউ রিলিজ

    omnath
    সিনেমা | ১০ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৫২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 122.167.25.53 | ২৭ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৯393986
  • মহারথী।
    আদতে জেমস হ্যাডলি চেসের গল্প। সেটা টুকে মহারথী নামের এক গুজরাটী নাটক। আর এই সিনেমাটা সেই নাটকের ফিল্মায়ণ।

    কাস্টিংটা একবার দেখুন - পরেশ রাওয়াল,নাসিরুদ্দীন শাহ,ওম পুরী।

    প্রথমটা এট্টু স্লো, বোধয় নাসিরুদ্দীনকে বেশীক্ষন দেখানোর তাগিদে। শেষটা ফাস্ট। যদিও একটু নাটকের স্টেজের মতন, কেননা একই ঘরে ছবিটা তোলা।

    দেখুন, ভাল্লাগবে।
  • sayan | 24.0.145.33 | ২৮ ডিসেম্বর ২০০৮ ০০:১৩393987
  • কাল স্লামডগ মিলিয়নেয়ার দেখলাম। বেশ অন্যরকম ভাবে শুরু হয়েও খুব প্রেডিক্টেবল শেষ। নতুন মুখ। একটু ন্যাগিং ডাইরেকশন। একবার দেখা যায়।
  • bubu | 123.136.64.14 | ২৮ ডিসেম্বর ২০০৮ ১২:১০393988
  • বাইলিঙ্গুআল সিনেমা। তবুও কেন যে খামোকা একটা ইং রিজি নাম দিতে গেল।
  • sayan | 24.0.145.33 | ২৮ ডিসেম্বর ২০০৮ ১২:১৭393989
  • প্রডাকশন হাউসগুলো আর ডাইরেকটরের নাম দেখলেন না?
  • bb | 59.161.125.197 | ২৮ ডিসেম্বর ২০০৮ ১৩:৪৪393990
  • টিনটোরেটোর যিশু দেখলাম নন্দনে।খুব একটা ভালো লাগলনা। সম্ভাব্য কারণ:
    ১) সব্যসাচীকে ক্লোজ-আপে বেশ বয়স্ক লাগলো।
    ২) তপশের বিশেষ ভুমিকা নেই :(
    ৩) লালমোহন বাবু হিসাবে সন্তোষ দত্তের অভাব অনুভব করলাম।
    ৩) রহস্য বলে কিছুছিলনা গল্পে
    ৪) অনেক বেশি আশা করেছিলাম।

    ভালো লেগেছে আবহ-সঙ্গীত যা সত্যজিতের ঘরাণা বজায় রেখেছে।
    আধুনিকতার ছোঁয়া ।
    তবু সিনেমার শেষে একটা ভালো লাগার অনুভুতি থেকে যায় মনে যেটা এক বড় প্রাপ্তি।
  • dd | 122.167.12.88 | ০৩ জানুয়ারি ২০০৯ ২২:০৮393991
  • ঘাজনী দ্যাখলাম। ঘাজনী।
    ক্যানো দেখবেন ঘাজনী?

    দেখুন মিউজিকের জন্য,আনন্দীকল্যাণের ঝংকৃত সেতার ও গোট্টুবাদ্যম, কখনো ইরৈকার কোরাল ফ্যানটাসীর বৃন্দসংগীতের মুর্চ্ছনা। গল্পের মীঢ় ও ঝমকের সাথে মিলে যায় ড্রাম রোল।

    আর ফোটোগ্রাফী? শেষ অংশের সাদা কালো আলো ছায়ার চিরাস্কুরো। দেওয়ালের কোন থেকে ঘাড় নীচু করে ক্রুদ্ধ শ্বাপদের মতন দাপিয়ে আসছে আমীর খান। তার চোখের নীচে প্রতিহিংসার কালো আঁচড়।

    দেখুন ঘটনার অভিনবত্বের জন্য। কাহিনির চমকের জন্য।......

    মানে সব মিলিয়ে আমার কিন্তু বেশ বাজেই লাগলো। এ যেন কাতুকুতু দিয়ে ভয় দেখানোর চেষ্টা। ছ্যা:
  • kS | 122.169.85.213 | ০৫ জানুয়ারি ২০০৯ ০৩:০৫393992
  • টিভিতে 'আমির' দেখলাম আজ, রাজেশ খান্ডেলওয়াল কে বেশ ভালো লাগলো। ফিল্মটাও। গল্পে খুব নতুন কিছু নেই, খুব অসাধারন কিছুও না, তবু অল্প কিছু আছে যা সরতে দেয় না।
    না দেখা থাকলে, একবার দেখতে পারেন।
  • dd | 122.167.1.140 | ১০ জানুয়ারি ২০০৯ ২৩:৩৪393993
  • দসভিদানিয়া - দেখুন।
    আমার তো দারুন লাগলো। খুব স্মার্ট ডায়ালগ,ফাটাফাটি এডিটিং। আর অ্যাকটিং।

    শেষটা....শেষটা.... আরেট্টু টানটান হয়তো কত্তে পারও।
  • sinfaut | 117.195.195.129 | ১১ জানুয়ারি ২০০৯ ০৮:৫৬393994
  • দাসভিদানিয়া - আমার ভালো লাগে নি। কেন লাগেনি এখন তো মনে পড়ছে না.... ও হ্যাঁ, স্বপ্নপূরণ গুলো বড্ড সরলরৈখিক আরও কি কি সব যেন ছিল। মনে পড়ছেনা।

    বরং দেখুন :
    দিল কাবাড্ডি :

    দুই কাপলের নিজেদের মধ্যেকার সন্দেহ আর গোপন আকাঙ্খা। চারজনেই তো দুরন্ত, ইরফান-সোহা, কঙ্কনা-রাহুল। মাঝে আবার রনভীর শোরি। সবাইতো কেয়াবাত অভিনয় করেন সেতো জানেনই। শুধু একটা কথা, ওয়াঁরা বড্ড বড়লোক, ঠিক সাধারন না। অনেকগুলো গাড়ি দেখলাম অনেকের, তারউপর দারুন সাজানো অ্যাপার্টমেন্ট। ঠিক সাধারন মানুষ নন। আর আমি সিনেমায় বড়লোক দেখে দেখে একটু বিরক্ত হয়ে গেছি। আগে তবু ঠিক ছিল। "ঠাকুর" টাইপের একটা পরিবার তাকে গ্রামের সবাই বড়লোক হিসেবেই জানে। কিন্তু এখনকার এই আর্বান উচ্চবিত্তদের যেন সাধারন মানুষ হিসেবেই চালিয়ে দেওয়া হয়। আলাদা করে তারা যে বড়লোক সেটা বোঝানো হয় না। তারফলে, ওয়াঁরাই এখন বোধহয় মধ্যবিত্তের হয়ে ওঠার স্বপ্ন সাপ্লাই করেন।
  • dear | 117.99.0.32 | ১১ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫393996
  • ১) গজনি'র উপর আশা করেছিলাম শুধু আইডিয়া টার জন্যে (short term memory loss), লাভ হল না। ভুলভাল। ও, লাভ আছে- আমির এর বডি।... সারেগামাপা'র আসমা'র ভালো লাগবে--- কেয়া বডি হ্যায় রে বাপ!

    ২) রব নে বনা দি জোড়ি--- শুরুটায় সম্ভবনা ছিলো। তারপর যথারীতি ছড়াতে আরম্ভ করলো। তারপরেও একটা "গরীব লোকের' shall we dance হওয়ার চান্স ছিলো। তাও জলে---
  • pi | 69.251.184.3 | ১১ জানুয়ারি ২০০৯ ২১:৪০393997
  • নাহ, গানের জন্য ও ঘজনী দেখা গেলনা ! হতে পারে ইনস্ট্রুমেন্টেশান ইত্যাদিতে পরীক্ষানিরীক্ষা আছে, কিন্তু আউটপুট তো অন্যরকম কিছুই লাগেনা, কানের ভিতর দিয়া মরমে পশা র ব্যাপার স্যাপার তো পরে,কানে ই লেগে থাকে না !
    আর কি যে বিরক্ত লাগে বিজ্ঞাপনের বিরতি আসার ফ্রিকোয়েন্সিতে একেকটা নাচাগানার আবির্ভাবে।
    ঠিক ততটাই বিরক্তিকর ঘজনী নিজে, একজন সম্মানিত প্রতিষ্ঠিত শিলপপতির এক্কেবারে আশির দশকীয় ভিলেন সুলভ আচার আচরণ আর ডায়লগবাজি বালখিল্য লাগে শুধু তাই নয়, জাস্ট নেওয়া যায়না।
    বিরক্তিকর হিরোর ঐ লার্জার দ্যান লাইফ ইমেজ প্রতিষ্ঠার জন্য গুচ্ছ গাঁজাখুরির আমদানিতে।

    ভয় ? নাহ, করেনি তো।
    গা ছমছম কি হয় কিহয় ! নাহ, একটিবারের তরেও মনে হয় নাই।

    ফোটোগ্রাফি কি সেট নির্মাণে চমৎকারিত্ব, কিছু মুহূর্তে আমির খান, গল্প বলায় কিছু ঝলকে একটা টানটান ব্যাপার, এসব থাকলেও সিনেমাটা সব মিলিয়ে একটি অত্যাচার বিশেষ।
    তবে সাধ করে ঘণ্টা তিন ধরে কে আর মাথার দিব্বি দিয়েছিল এই অত্যাচার সইতে আর তারপর এই ঘ্যানঘ্যান করতে?
    সইলাম শুধু তাকেই দেখবো শুনবো বলে, ঐ যে, যার জন্য নায়ক ও এত অত্যাচার সইলো, অত্যাচার কল্লো ..
    oi naayikaaTi
    ... কি যেন নাম ?
  • d | 117.195.32.247 | ১১ জানুয়ারি ২০০৯ ২১:৪৫393998
  • ঘজনি না ঘজিনি? jর পরে ওটা I না?
  • kali | 76.114.76.159 | ১১ জানুয়ারি ২০০৯ ২২:৩৯393999
  • সিফোঁ, দিল কবাড্ডি তে রনভীর শোরি কোথায়? রাহুল খান্নার কথা বলছো?
  • sinfaut | 117.195.195.45 | ১১ জানুয়ারি ২০০৯ ২৩:৩৬394000
  • একী?!!! ওর নাম রাহুল খান্না? দেখেচো, আমি এদের ভালো করে চিনিনা তাহলে। আমি তাহলে এই এতদিন এই রাহুল খান্নাকেই রনভীর শোরি ভাবতাম।:P

    কলিদি, রনভীর শোরি তাহলে কোনটা একটু বলো তো।
  • Binary | 70.64.8.206 | ১১ জানুয়ারি ২০০৯ ২৩:৪৪394001
  • রনভীর শোরি বোধহয় সেই লোকটা যে, মধু ভান্ডাকরের ছবিতে অবশ্য-ই থাকবে, কঙ্কনা সেনের সাথে অ্যাফেয়ার থাকবে, বউ বা বন্ধবী। আর রিয়েল লাইফে-ও।
  • kali | 76.114.76.159 | ১২ জানুয়ারি ২০০৯ ০০:১২394002
  • রনভীর শোরি হলো 'মিথ্যার' হিরো, 'খোসলা কা ঘোসলায়' চেরির বড় ভাই, 'দসভিদানিয়ায়' বার এ এসে যে ভিনয় পাঠককে প্রথম বললো যে মরে বাঁচার কোন মানে হয়না,'ভেজা ফ্রাই' তে..... যাকগে, বুঝে গেছো নিশ্চয়ই এবার।
  • kali | 76.114.76.159 | ১২ জানুয়ারি ২০০৯ ০০:২০394003
  • 'স্লামডগ মিলিওনেয়ার' তো অনেক গুলো ক্রিটিক'স চয়েস অ্যাওয়ার্ড পেলো, ইনক্লুডিং বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট ইয়াং অ্যাক্টর (দেভ প্যাটেল),বেস্ট কম্পোজার (এ. আর রহমান)। গল্পটা মন্দ লাগেনি তো। তবে ঐ আর কি,অনেক ফাঁক বার করা যায়।

    ঈশানের অ্যান হেওয়ার্থও তো বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে (জয়েন্টলী মেরিল স্ট্রিপের সাথে অবশ্য)।'রেচেল গট ম্যারিড' এর জন্য। ঈশান সবাইকে খাওয়াবিনা?
  • m | 12.217.30.133 | ১২ জানুয়ারি ২০০৯ ০৯:২২394004
  • গজিনি- ধুত্তেরি মার্কা সিনেমাটা নিয়ে কিছু বলার নাই,কিন্তু দিল চাহতার আমির খান আর মনোহর আইচ কবে যে এক দেহে লীন হয়ে গেলো টের ই পেলাম না এই যা দু:খের!!!

    রব নের শুরুটা মন্দ হচ্ছিলো না-তারপর যথারীতি গরু গাছে উঠে গেলো।

    মজার কথা হলো,দুটিতেই একটা কাকতালীয় মিল পেলাম-দুই নায়ক ই একটি পরিচয় গোপন রাখেন,দুই নায়িকাই ভারী 'সরল'-দুজনের কেউই গোটা সিনেমাতে নায়ক এর অন্য পরিচয় জানতে পারেন না।

    আর দুই নায়ক ই ঘটি হাতা জামা পত্তে বিষম ভালোবাসেন:)
  • siki | 220.226.51.146 | ১২ জানুয়ারি ২০০৯ ১৪:৩০394005
  • ঘাজিনি দেখে এলাম। মন্দ লাগল না। তবে গানগুলো সিনেমায় না রাখলেই পাত্তো। বাকি স্টোরিলাইন নিয়ে আর কিছু বল্লাম না, সবাই বলে দিয়েছেন। নামকরণের সার্থকতা লিখতে দিলেও গোল্লা পাব, খামোকা ভিলেনের নামে যে কেন সিনেমার নাম হল, বুঝলাম না। ও দাদা, গজনীর অন্য কোনও মানে আছে নকি? আমি তো জানতাম গজনী একটা জায়গার নাম, সেখানকার সুলতান ছিলেন মামুদ, ১৭৩৯ সালে ভারত আক্রমণ করেছিলেন।

    তবে একবার টিকিস কেটে দেখা যায় সিনিমাটা। দুবার নয়।

    ইয়ে, অস্ট্রেলিয়া কেউ দেখেছেন? দেখা উচিত? TOIএর রিভ্যুতে দেখি পাঁচে পাঁচতারা পেয়েছে অস্ট্রেলিয়া।
  • Riju | 125.17.122.22 | ১২ জানুয়ারি ২০০৯ ১৬:৫৯394007
  • এখানে কেউ বাংলা বই এর রিভিউ লেখে না কেন? আমাদের টলিউডের গরীব শিল্পীদের ও তো করে খেতে হবে।আমি ই দুটো বাংলা বই এর রিভিউ দিয়ে যাই -
    বর আসবে একখুনি - আবাপ তে লেখে যে রংগন চক্রবর্তী তার অরিচালনা ,কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা। কোয়েল মল্লিক যে অভিনয় পারে না পোস্কার বোঝা গেল। কাঞ্চন ,বিশ্বজিত চক্কোত্তি আর তনিমা বসুকে দিয়ে ভাঁড়ানো করা হয়েছে।প্রেমের গল্প টাও কিরকম যেন। তবু জেদ করে শেষ অবধি দেখে ফেল্লাম ।
    টিনটোরেটোর যীশু - কোথায় রহস্য ? প্রথম কয়েকটা দৃশ্যেই বলে দেওয়া হল দুষ্টু লোক কে বা কারা। ফেলুদা মগজাস্ত্র হারিয়ে ফেলেছে মনে হল। বর্তমান জটায়ু যতটা ক্ষমতা করেছে,সন্তোষ দত্ত ছিলো অন্য ক্লাস।তোপসে কে বেশ লাগছে।সত্যজিতের থিম মিউজিক নস্টালজিক করে তোলে।বাস এটুকুই।
    তবু শেষ হলে ভালো লাগার রেশ থেকে যায় - সত্যি ই ফেলুদার পক্ষে স্মৃতির মধ্যে থমকে থাকা কষ্টকর। আশা রইলো -ছুটবে ঘোড়া কল্পনা টার সত্যজিতের পথ ধরে।

    ঘজিনি টা দেখেছি কিন্তু আমার পোষায় নি।আমীরের থেকে একটাই প্রাপ্তি - এইট প্যাক
  • siki | 220.226.51.146 | ১২ জানুয়ারি ২০০৯ ১৭:১১394008
  • সমরেশ মজুন্দারের কালবেলা নিয়ে সিনিমা করেছে গৌতম ঘোষ। সে কি রিলিজ করে গেছে?
  • umesh | 62.254.196.200 | ১২ জানুয়ারি ২০০৯ ১৮:৫০394009
  • কেউ তো 'তিন ইয়ারী কথা' নিয়ে কিছু বলছে না!
    অনেক দিন বাদে বাংলা সিনেমা দেখে বেশ হাসির খোরাক পেলাম।
  • Arijit | 61.95.144.123 | ১৩ জানুয়ারি ২০০৯ ১০:৫৪394010
  • বর আসবে এক্ষুনি আম্মো দেখেছি - আপিসবাসে ফেরার সময়। মা গো মা...অত নামধাম মনে রেখেছে মানে ঋজু বেশ মন দিয়ে দেখেছে - আমি সেইটা পারি নাই।
  • ami | 203.110.243.21 | ১৮ জানুয়ারি ২০০৯ ২২:১৮394011
  • কালবেলা।
    কেউ দেখেছেন? আমার বন্ধুরা দেখে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বেরিয়েছে। পুরো সিনেমাটায় নাকি একটা NOT গেট লাগালে বইয়ের গল্পটা আসে। বাকিদের মতামত জানতে চাইছি।
  • Riju | 121.241.164.22 | ১৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৩394012
  • অরিজিত দা,মন দিয়ে না দেখলেও অভিনেতাদের নামধাম গুলো মনে রাখা কোন বড় কাজ নয় যেহেতু বেশ কয়েক বছর ধরেই এরা টিভির পরিচিত মুখ,তুমি দেশের টিভি অনেকদিন পরে দেখছো বলে হয়ত জানোনা।। বাংলা টিভি চ্যানেল গুলোএকের পর এক রিমোটে সার্ফ করলেই ওদের কোন না কোন সিরিয়ালে/গেম শো /রিয়ালিটি শো তে দেখা যায়। আর এই দুটো সিনেমাই বঙ্গসংস্কৃতির ধ্বজাধারী নন্দনেও এসেছিলো। মা গো মা তোর একি ছলনা :-)
  • M | 118.69.154.42 | ১৯ জানুয়ারি ২০০৯ ২১:১৭394013
  • কালবেলা ও সিনেমাতে!!! এর থেকে দু:সংবাদ আর কিছুই হতে পারেনা, ওটা পড়ে কতদিন ঠিক করে ঘুমুতে পারিনি, চান্স থাকলে ঠিক নকশাল আন্দলনে ঠিক যোগ দিতাম নেহাত জন্মাবার কয়েকবছর আগে সেটা ভোগে গেছিলো।কিন্তু মফস্বলের ছেলেদের প্রতি কেমন কেমন একটা মিত্তি ভাবনা রয়েই গেসলো!
  • kallol | 220.226.209.2 | ২০ জানুয়ারি ২০০৯ ১২:৩৯394014
  • স্লামডগ মিলিওনিয়ার আর রামচন্দ পাকিস্তানি দেখলাম। দুটই দারুন। দুটোরই শেষটা বেশ গোলমেলে, তবু ভালো লাগে দেখতে।
    গুরু এবং চন্ডা৯রা দেখতে পারো।
  • aja | 207.47.98.129 | ২১ জানুয়ারি ২০০৯ ০৬:৪৬394015
  • স্লামডগ নিয়ে এক বন্ধুর কাছ থেকে একটা মেল পেলাম। রেলেভ্যান্ট অংশটুকু তুলে দিচ্ছি।


    I usually do not chime in matters artistic or philosophical. However, we all are growing old, and thus, probably have grown more patient towards senile blabbering. Hence my two cents.

    Police heavy-handedness occurs in each and every country, including good old USA. Many names come into memory, from famous (!) and well publicized Rodney King case to more recent Oscar Grant case. There are pieces of artwork highlighting such crimes committed by law enforcement in USA and in Europe (among other pieces, remember "Accidental Death of An Anarchist"). There are many such works in different Indian languages by Indian authors/artists. Hence, the complain from Big B and co. is, at best, silly, and, at worst, blatantly self-serving (may be he thinks he is the only legitimate face of KBK, may be he is trying to get into the good book of Raj Thakerey).

    What I find really interesting in the Slumdog storyline is its emphasis on the fact that excellence is not a linear concept. In India, and more and more in west, excellence has a very rigid definition. Many people come from different walks of life and their life experiences make them excel in different ways. Social elite refuses to accept people who excel, but not in their formulaic way. Slumdog demonstrates social elites' bigotry and intolerance towards such people from disadvantaged background.

    I liked the movie. I think that it deserves much of the accolades it received.

  • Somnath | 117.194.197.218 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২২394016
  • দেখে ফেললাম লাক বাই চান্স আর দেভ ডি।

    প্রথমটা চলেবেল। আসলে বলিউড লাইফ নিয়ে এত বেশি সিনেমা হয়ে গেছে। যে বেশ প্রেডিক্টেবল লাগে। তবু কিছু জায়গা বেশ ভলো লাগল।

    দেভ ডি নিয়ে কোনো কথা হবে। জাস্ট কোনো কথা হবে না।

    মানে নায়কের নেশা হয়েছে আর তার কেমন লাগছে সেটা পরিচালক স্ক্রীণে দর্শকদের ফীল করাচ্ছেন। উফ্‌!
    একটু বেশি গান ব্যাকগ্রাউডে। ডায়লগ প্রচুর কম। একসময় ব্যাকগ্রাউণ্ড টাই ছবির সিগনেচার হয়ে যায়। আর সবচেয়ে আনন্দের কথা হল এখানে কেউ, তাদের কেমন লাগছে চেঁচিয়ে চেঁচিয়ে বলেন না, বলিউডে যেমন হয়। পরিচালক বুঝিয়ে দেন। ক্যামেরায়, সাউণ্ডে। সিনেমাটা সংগ্রহে রাখা উচিত। একটা সময়ে সিনেমাটা psychedelic হয়ে গেছিল, প্রায়।

    ছোটো স্ক্রীণে দেখলে কি ঐ সাউন্ড আর ভিসুয়ালিটির মধ্যে ডুবে যাওয়া সম্ভব হবে? মনে হয় না। অথচ ঐটাই হল বইটার যাকে বলে ইউনিক ফীচার।

    ফারহান আখতার আর অভয় দেওল দুজনেই আন্ডার অ্যাকটিং করেন। তবে ফারহানের ডায়লগ ডেলিভারি আমার ভালো লাগছে না। ন্যাচারাল থ্রো নয়। লেখা শব্দগুলো, লাইনগুলো স্পষ্ট উচ্চারণে মাঠের শেষ কোনায় বসা দর্শকটিকেও পৌঁছে দিতে হবে, এ ছিল এককালীন থিয়েটারের অভিনয়। সারাউণ্ড ডলবি সাউণ্ডের মাল্টিপ্লেক্স সিনেমায় অন্তর্গত উচ্চারণ, মুডের অভিব্যক্তি প্রকাশ বেশি ইম্পর্ট্যান্ট। নি:শ্বাসের ছন্দের সামান্য হেরফের এখন অনেক বেশি কথা বলে নেয়।
  • pi | 69.143.113.39 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৩২394018
  • ফারহানের গলার স্বরেও কি যেন একটা নেই নেই মনে হয়। বিশেষত:, রক-অনের মতন গায়কের ভূমিকায় নামলে আরো কেমন বেখাপ্পা ঠ্যাকে। মানে ঠেকেছিল, অন্তত: আমার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন