এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আনন্দ 'বাজার', বাংলার একমাত্তর আশা ভরসা !!!

    Blank
    অন্যান্য | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ | ১০২৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৩৫394510
  • গত বছর বা এই বছর, বইমেলা বন্ধের পরে সবচেয়ে উল্লাস দেখা গেছে আনন্দের কাগজে। কাগজ জুড়ে 'কেমন দিলাম' হাব ভাব।

    শেষের দুটো প্যারার পড়ার জন্য
    http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=91754

  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৯394616
  • আবাপ, বামফ্রন্ট, মমতা, সৌরভ, মাইক্রোসফ্‌ট, আম্রিগা- এরা সব একই প্রজাতির। যতই খিস্তি মারো, ফালাইয়া দিতে পারবা না।
  • Blank | 203.99.212.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৫394627
  • ফেলে দিলে আর খিস্তি মারবো কাকে ? ;)
  • d | 59.161.66.134 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১০394638
  • ঐ যে দীপ্তেন্দা বলেছিলেন, সাঙ্কো পাঞ্জা এখন লড়ে কার সাথে? না আনন্দবাজার আর আম্রিকা। দুটোই অনেকদিন লাস্টিং করবে।
    তাই সাঙ্কো পাঞ্জা লড়ছে। :))
  • Arijit | 128.240.229.67 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১১394649
  • লিস্টিতে একখান বড় নাম মিস হয়েছে - এক...;-)
  • dd | 202.122.18.194 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৩394660
  • আমি লিখবো, আমি লিখবো।
    ক্রিকেটে অস্ট্রেলিয়া, যুদ্ধে আমিরিগা, পচ্চিম বংগে সরকারে ছিপি এম। আর সমস্কিতিতে আবাপ। আর নতুন গুরুদেবে সুনীল গাংগুলি (মতান্তরে সুনীলদা).... সকলের,সক্কলের,সবায়ের রাগ, এঁয়াদের উপর।

    রাগ কল্লে কি হবে ? ইহাই সত্য। অল্টার্নেটিভ কিছু আছে ? গায়ের জোরে তো এইসব দখল করেন নি । খ্যামতা থাকলে ছিনিয়ে নিন।

    নাইলে ঐ একই কথা "আম্রিগা গো হোম অ্যান্ড টেক মি উইথ ইউ"। "আবাপ নরকে যাও, তার আগে আমার ল্যাখাটা ছাবাও প্লি ই ই ই জ।" "ছি পি এম মুদ্দাবাদ - কিন্তু লোকাল কমিটিরে কইয়া আমারে জমিটা ম্যানেজ কইর‌্যা দিও বাপ দাদারা আমার"।
  • kallol | 220.226.209.2 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৬394671
  • খুব দু:খ-ক্রোধ-ঘৃণা-(কি যেন বলে ?)-বিবমিষা আর যা যা থাকতে পারে সব নিয়েও বলতেই হবে বাংলা নয়-শুধু বাংলা নয়, ভারতের আঞ্চলিক ভাষার খবরের কাগজের দুনিয়ায় আবাপ এক নং।
    কি করে বুঝলাম ? আমি কি সব আঞ্চলিক ভাষা জানি ? মোটেও না। হিন্দি জানি। পড়তে-বলতে পারি। তাই বলতে পারি উত্তর ভারতে এরকম কাগজ নেই। দক্ষিণে তো লোকে বেশীটাই ইংরাজি কাগজ পড়ে। নিজেদের ভাষার কাগজ, তেমন থাকলে কি আর পড়তো? আমরা যেমন পড়ি - বাংলা কাগজ। সত্যিকথা বলতে কি আমার খুব সন্দেহ প্রতিদিন-বর্তমান-আজকাল মানের আঞ্চলিক কাগজও বোধ হয় সারা ভারতে নেই।
    একটা ভুল হয়েছে - অহম বাদে। অহমিয়া কাগজের মান বেশ ভালো। অহমিয়া প্রতিদিন, আজি, আর একটা কি যেন কাগজ - নামের লেটারিংটা আমাদের উঠে যাওয়া যুগান্তরের মত - বেশ ভাল।
  • d | 59.161.66.134 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৭394682
  • হ্যা হ্যা হ্যা হ্যা।
    সাধে ডিডিকে সি ই ও মনে হয়!
  • umesh | 62.254.196.200 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৭394693
  • blank মহাশয়, আপনি, আনন্দের বিচার করছেন অশোক দাশ্‌গুপ্ত এর লেখা দিয়ে।
    উনি তো আপনার থেকে আর কাঠি বড়ো বুদ্ধজীবী।
    ঊনি তো আনন্দ এর থেকেও বেশি নিজেকে বাংলার ভাষার ধব্জাধারী মনে করেন।

  • Pagla Dashu | 122.169.176.207 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:১৯394511
  • পবিত্র সরকার বলে কারো নাম এই লিস্টিতে এডিয়ে নেওয়া যায় কি? ঐ লোকটি ও তো অনেক কুকীত্তি করেছেন শুনেছি
  • Arijit | 128.240.229.67 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:২২394522
  • সুনন্দ স্যান্যাল গুচ পড়লে এডিয়ে নেওয়া যেত বইকি।
  • Du | 67.111.229.98 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪৪394533
  • যৌনতার মুক্তি, প্রেমহীন বাঙালী দম্পতি, বুড়ো প্লেয়ার, পরিবেশ দুষণের পাশাপাশি/পর এখন নতুন টার্গেট মনে হয় নিউটন আর ডারউইন (অথবা গোটা বিজ্ঞান বনাম আধ্যাত্মিকতা)। কেন? খোদায় মালুম।
    চমক চাই , চমক।
  • ranjan roy | 122.168.78.148 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:১৮394544
  • পবিত্র সরকারের পক্ষে।

    ওনার কুকীর্তি বলতে যদি আ-বা-পতে সুনন্দ সান্যালের লেখায় পবিত্রবাবুর (alleged এর বাংলাটা যেন কি?) আমেরিকান ইউনিভার্সিটিতে পিএইচডির প্রভিসনাল সার্টিফিকেট পেয়েই নিজেকে দীর্ঘদিন ধরে নামের আগে"" ড:'' লেখার কথিত অসদাচরণ হয়,-তাইলে বলি--ব্যাপারটার উৎস সুনন্দবাবুর আমেরিকান এডুকেশনাল প্যাটার্ণ সম্বন্ধে অজ্ঞতা এবং পবিত্রবাবু ও বাম সরকারের প্রতি অসূয়াবোধ ।
    এর পরে ঐ ইউনিভার্সিটি লিখিতভাবে কড়াভাষায় জানিয়েছে( আমাকে যে বলেছে সে নিজে ওটি দেখেছে এবং আমেরিকায় অধ্যাপনায় রত বন্ধুদের থেকে কনফার্ম করিয়েছে) যে পবিত্রবাবুর অ্যাকাডেমিক ইন্টিগ্রিটি নিয়ে সন্দেহ করা অন্যায়। ঐ প্রভিসনাল সার্টিফিকেট যথেষ্ট । ফর্মাল প্রমাণপত্রটি আসা সময়্‌সাপেক্ষ এবং নেহাৎ procedural ব্যাপার।
    আজকাল ভারতেও কিছু ইউনিভার্সিটি ও deemed university এরকম কচ্চে এবং তা ব্যবহার ও প্রয়োগস্বীকৃত।
  • Arijit | 128.240.229.67 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:২০394555
  • এগজ্যাক্টলি। আমি এত কথা লিখছিলাম না - কারণ এই জিনিসটা নিয়ে আগে পোচুর কচলানো হয়েছে - এগুলো নিয়ে বেশি কিটকিট মানে পাতি বাল্যখিল্যতা।
  • Ishan | 12.163.39.254 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:২১394566
  • আমার কাছে আমার নিজের ইউনিভার্সিটি সার্টিফিকেট পৌঁছলো এই পরশু দিন। :)
  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:২৪394577
  • এগুলো কোনো ইস্যুই নয়, দুইজনেই অতীব খচ্চর পাবলিক। একজন সরকারের কোলে বইয়া খায়, আর একজন খাইতে পায় না বইল্যা গুসা করে।
  • Arijit | 128.240.229.67 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৭394599
  • ওই বাংলা ইঞ্জিরী ইত্যাদি নিয়ে সরকার যদি সুনন্দ স্যান্যালের কথা শুনতো তাইলে উনি চুপ থাকতেন। তখন পবিত্রবাবু অন্য কিছু নিয়ে চিল্লাতেন হয়তো। তবে এঁদের কোঁদলের যা নমুনা দেখেছি - তাতে দুজনের ওপরেই আমার অ্যালার্জী আছে - সু:স্যা:-র ওপর এট্টু বেশি পরিমাণে;-)
  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৭394588
  • বাঙালী নাকি জেনেটিকালি পোতিষ্ঠান-বিরোধী। এইদিকে পোতিষ্ঠান বানাইবার তালে নাই, তো বিরোধিতাটা করে কি কইর‌্যা? সব খাইয়াফেইল্যাথুইয়া বাকি বাকি পইড়্যা রইসে সবেধন নীলমণি আবাপ- সিরিয়াসলি বড়ো ব্যাপার- সরকারী হিসাবে ভারতে সবথেকে বেশি বিক্রি হয় সব ভাষার মধ্যে। প্যাচল করার আর কিসু নাই, তাই এইডারে লইয়াই যত্ত প্যাচাল।
  • Arijit | 128.240.229.67 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৮394610
  • আবাপ এবং মাইক্রোসফটে অনেক মিল। তাই দুজনাকেই খিস্তি মারি/মারবো।
  • r | 125.18.17.16 | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪২394617
  • আর আবাপ বড়ো ব্যাপার এইটা বুঝা যায় যখন দেখি সিপিএম ও সিপিএমের জ্ঞাতিশত্তুর- দুই দলই এইডারে গাল দ্যায়। এই এক বছর আগে ওক্কুটে সি কি চিক্কুর- শালা আবাপ সিপিএমের দালাল! এখন বইম্যালা কেসের পর আবার সিপিএমবাদীরা তাদের আবাপবিরোধীকন্ঠ খুঁইজা পাইলেন। ভগমান ও সরকারবাবু উপরে বইয়া স্কচ খাইতে খাইতে টাকা গোনেন আর হাসেন।
  • umesh | 62.254.196.200 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২৬394618
  • শিব্রাম এর লেখা থেকে জানা যায়, উনি আনন্দ পাব, থেকে গল্পের জন্যে টাকা পেয়ে অবাক হয়েছিলেন। এতো টাকা আবার কেউ নাকি ওনাকে আগে দেননি।
    'প্রজাপতি' নিয়ে আনন্দের সমরেশ কে সহযোগিতা টা ভোলা যাই না।
    সাগরময় ঘোষ , বকলমে দেশ, বকলমে আনন্দের বাংলা সাহিত্যের বাজারে যে অবদান, তাতে আমি একজন সাহিত্যপ্রেমী হিসাবে সব সময় আনন্দের সাথে।
    আনন্দ CPM এর পাঁছাতে হুড়কো দিলো, না কি বইমেলা এর পোঁদে বাঁশ দিলো তাতে আমার কিছু আসে যায় না।
    আমি বিশ্বাস করি আনন্দ এর জন্যে আমরা অনেক ভালো লেখা পেয়েছি।
    থাক না তাতে আনন্দের নিজের স্বার্থ।
    সুনীল ও তো আনন্দের হাত ধরে এতো আগে এলো।
    কে নিজের স্বার্থের বাইরে কাজ করে।
    আমি?, CPM?, বুদ্ধ? যারা গুচ পড়ে তারা?
    তাহলে আনন্দ কি দোষ করলো?
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৯394619
  • আনন্দের দোষ এটা নয় যে আনন্দ বহু লেখক-কবিকে জায়গা দিয়েছে। আনন্দের দোষ, যে আনন্দ মনে করে তার বাইরে বাংলার শিল্প-সংষ্কৃতি-রাজনীতি-বাংলা বানান বলে কিছু নেই।
    ফলে বহু লেখক-কবি বঞ্চিত হয়েছেন তাদের প্রাপ্য স্বীকৃতি থেকে। তার চেয়েও খারাপ, বহু ফালতু লোকে বহু তোল্লাই পেয়েছে।
    এবার বলতে পারেন - আবাপ ছাড়া স্বীকৃতি হয় না ? হয়, খুব হয়, কিন্তু তার পরিধি খুব ছোট। কারন আবাপের কাঞ্চন শক্তির সাথে পাল্লা দেওয়ার মত বাংলায় কেউ নেই। আজকাল একটু চেষ্টা করেছিলো - তার হাল আজ কি ? টুটু বসু আছে বলে প্রতিদিন ভেসে আছে, তাও আবাপের সাথে তুলনা হয় ?
    অনেকেই মনীন্দ্র গুপ্তের গদ্য পড়ে নি - অক্ষয় মালবেরী। এরকম গদ্য বাংলায় কম লেখা হয়েছে। যে রঘুদার লেখা এবার গুচ ১১-এ আছে - তাঁর কম্যুনিস কজন পড়েছে ? খুব দায়িত্ব নিয়ে বলছি - থ্রি কমরেডস বা ফর হুম দ্য বেল টোলস বা মাদার-এর পাশে বসানোর মত রাজনৈতিক উপন্যাস। কজন পড়েছে তার শৈশব? পথের পাঁচালীর পাশে বসানোর মত লেখা। আর সেই রঘুদাকে চেনা গেল আবাপের সাংবাদিক হিসাবে, তার আগে নয়। তাও সাংবাদিক হিসাবে।
    এরকম তিন হাজার আছে বললেও কম হয়, যারা সুনীল বা শীর্ষেন্দুর চেয়ে অনেক ভালো লেখে। শক্তি বা নীরেনের চেয়ে অনেক ভালো কবিতা লেখে - একজন তো হাতের কাছেই - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
    তাই, ছ্যা:।
  • Arijit | 77.103.111.51 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৪394620
  • শিল্প-সংস্কৃতি-রাজনীতি-বানান এবং নামও (বাংলাদেশের প্রচুর লোক ক্ষেপে গেছিলো ক্রিকেটারদের নামের আবাপ স্টাইল দেখে) - এর সাথে থাকুক জবরদস্তি উঠে যাওয়া টেকনোলজি ব্যবহার করে অনলাইন কাগজ। আবাপ = মাইক্রোসফট।
  • Arpan | 202.91.136.4 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৩394621
  • হুঁ, শুধু গুগলের মত বাটাম দেবার প্রতিদ্বন্দ্বী নাই।
  • umesh | 62.254.196.200 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩০394622
  • এতে আনন্দ দায়ী নয়। যে লংকায় যায়, সেই রাবণ।
    যার হাতে ক্ষমতা থাকে, সে তার কিছুটা হলেও অপব্যবহার করবেই, সে যতো ভালো মানুষ হোক।
    আমেরিকা করছে, রাশিয়ার যখন ছিলো করেছে।

    সারা দুনিয়া তে SI unit system চালু হয়েছে অনেক দিন হলো, কিন্তু আমেরিকা এখনো FPS system চালিয়ে যাচ্ছে।
    এখনো ASME/API/ANSI Code গুলো FPS system follow করছে।
    আমাদের কিছু উপায় নেয়, তাই ব্যবহার করতে হচ্ছে।

  • r | 125.18.17.16 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৩৩394623
  • শক্তি চট্টোর থেকে বীরেন চট্টো ভালো- এইটা জাস্ট মানলাম না। রাঘববাবুর লেখা পড়ি নাই। কিন্তু একশ সাঁইত্রিশবার পড়া পথের পাঁচালীর পাশে কাউরেও স্থান দিতে নারি।

    ডি: এর সাথে আবাপ, নাবাপর কোনো সম্পর্ক নাই।
  • kallol | 220.226.209.2 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:১৮394624
  • হুঁ কি করা - পসন্দ আপনা আপনা। বিচার আপনি আপনি।
  • § | 61.95.167.91 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৩৬394625
  • আম্রিকার ওটা ব্রিটিশবিরোধী গোঁ। SI বা FPS বলে নয়। ব্রিটিশরা / আমরা দূরত্ব মাপি কিলোমিটারে, কিন্তু ছোট দৈর্ঘ্য যেমন আমার হাইট আলমারির লেংথ মাপি ফুট ইঞ্চিতে। আম্রিকা ওটাই করে মাইলে আর সেন্টিমিটারে। ব্রিটিশরা রাস্তার বাঁদিক দিয়ে গাড়ি চালায় তাই আম্রিকানরা ডানদিক দিয়ে চালায়। ব্রিটিশরা অ্যান্টি বলে তাই আম্রিকানরা অ্যান্টাই বলে।
  • ranjan roy | 122.168.79.218 | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪১394626
  • r এর লগে একমত।
    কল্লোল কি একটু বামগন্ধর লেইগ্যা বীরেনবাবুরে আর রঘুরে বেশি নম্বর দিল্যা? পসন্দ- অপনী-অপনী--হক কথা। তাবইল্যা এক্কেরে পথের পাঁচালীর লগে?
    আসল কথা হইল আ-বা-প একটি প্রতিষ্ঠান। জব্বর বড় প্রতিষ্ঠান। কাজেই তার হেই-সুলভ দোষ-গুণ সবই থাকবো।
    দোষ তো কল্লোলে যেডা কইলো।
    তয় আমি কিছু গুণের কথা কই।
    অনেক উঠতি লেখকরে চাকরি দিয়া জীবিকার চিন্তা ভুইল্যা ল্যাখতে দিছে। ল্যাখা আলাদা কইর‌্যা প্রকাশও করছে। লেখকেরে বেশি ধান্দাবাজি কইর্তে হয় না।
    অফিসে আসা- যাওয়ার ছুট আছে। যেমন শক্তির। এইডা ভারতে আর কোথাও আছে বইল্যা জানিনা।
    দুই, ছাপলে পয়সা দ্যায়। পাঁচবছর আগে আমার " ছত্তিস্‌গড় কেন?'' নামে একটা নয়শ' শব্দের লেখা ছাপছিলো। কয়দিন পড়ে ডাকে একহাজার ট্যাহার চেক পাইলাম। আজকাল তিনবার ছাইপ্যাও দিব কইয়া দ্যায় নাই।
    রাশিয়ায় বিশবছর কাটাইয়া কইল্কাতায় আসা অনুবাদক অরুণ সোমের দিয়া (বাম রাজনীতির সেন্টু মারাইয়া) গ্লাসনস্তের সময়ের রাশিয়া নিয়া আজকাল অনেক লেখা লেখাইল। পয়সা দিল না। যদিও জানতো অরুণবাবুর আর্থিক কষ্টের কথা।
    তিন, সহজে চাকরি যায় না। আমার ভাইয়ে কইতো--তিন সরকার। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আর অশোক সরকার। এদের চাকরিতে ঢুকলে আর বাইরন নাই।
  • tan | 131.95.219.178 | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:২৫394628
  • এরা খুব ভালো ভালো লেখা এককালে প্রকাশ করেছে,ভালো লেখক কবিকে জায়্‌গা দিয়েছে, শিশু কিশোর সাহিত্যে প্রচুর দেখভাল করেছে।
    কিন্তু আর কাউকে জায়্‌গা ছাড়ে নি,সুস্থ প্রতিযোগিতার কোনো ক্ষেত্র রাখেনি। অন্য আর যারা নালাভ না ক্ষতি বেসিসে ভালো কাজ করার চেষ্টা করছিলো, সব সাবাড় হয়ে গেছে। যাক।
    কিন্তু এখন বুমেরাং! বাজার দখল করে নিয়ে এখন দ্যাখে কেউ নাই,এখন আরো প্রফিটের কথা ভেবে নর্দমার পাঁক বিক্রি। এদিকে বিরাট সংখ্যক পাঠক যারা রয়ে গেলো তাদের আর চয়েস নেই,হয় পত্রিকা নেওয়া বন্ধ করে দেয় নয় ঐ পাঁকই খুঁটে খায়। লেখক যারা তারা বিক্রিত, ফরমাশের পাঁক লিখে যায়। অনাবশ্যক পাঁক ঘাটা, কারণ প্রভুর নির্দেশ।এদেরও চয়েস নেই, এই কেই জীবিকা করতে গেলে অন্য আর এমপ্লয়ার কোথা? বাকীরা টিমটিম করে যারা চলছে নিজেদেরই চলে না,লেখক পুষবে কিকরে?

    চারপাঁচটা অন্য প্রকাশন তাজা থাকলে এই অবস্থা হতো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন