এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আনন্দ 'বাজার', বাংলার একমাত্তর আশা ভরসা !!!

    Blank
    অন্যান্য | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ | ১০২৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৬ এপ্রিল ২০০৯ ১২:৩২394569
  • এই নিয়ে তো ভাট গরম। আবাপর রিপোর্টার খেলা না দেখে রিপোর্ট লিখেছে, সুতরাং অন্য কাগজ কে কি ভুল করে সেটাও বিচার্য হয়ে গেছে যে;-)
  • umesh | 62.254.196.200 | ০৬ এপ্রিল ২০০৯ ১২:৫৪394570
  • এমনিতেই কাল ইন্‌জুরি গোল করে manu জিতে যাওয়ার পর মাথা টা গরম ছিলো, তার পর আজ আনন্দবাজার পড়ে আরো গরম হয়ে গেলো। এখন তো EPL ম্যাচ india তে live দেখা যায়। এর পর-ও এরকম খবর।
  • h | 203.99.212.224 | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:২৫394571
  • উমেশ, একাধারে নীরব এবং গাঁ গাঁ।
  • Su | 59.93.221.6 | ০৬ এপ্রিল ২০০৯ ২২:২৩394572
  • আবাপ বোধ হয় বিজনেস স্ট্যান্ডার্ড আর বার করে না। বিজনেস ওয়ার্ল্ডও না। আগে করত। ওই দুটি ব্র্যান্ড সম্ভবত হস্তান্তরিত হয়েছে অন্য কারও কাছে।

    আনন্দবাজার কিছুদিন আগেও ছিলো largest circulated daily published from a single centre। তখন শুধু কলকাতা থেকে বেরোত। শুধু একটা সেন্টার ধরলে আনদবাজার এখনও ভারতের যে-কোনও কাগজের থেকে এগিয়ে। তবে শিলিগুরি এডিশন হওয়ার পর থেকে যেহেতু single edition সংজ্ঞাটা আর খটে না, তাই আনন্দবাজার এখন "সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেনির বাংলা দৈনিক" লেখে। অগে বাংলা কথাটা লিখত না।

    দ্য টেলিগ্রাফ ছাড়া আর কোনও ইংরেজি পত্রিকা এই মুহূর্তে আবাপ গোষ্ঠীর নেই। TTIS বলে একটা ম্যাগাজিন আছে, সেটা টেলিগ্রাফ থেকে আমদানি করা হয়েছে।

    সানডে, স্পোর্টসওয়ার্ল্ড এই ইংরেজি পত্রিকাগুলো অনেক কাল আগেই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে হিন্দি পত্রিকা রবিবার-ও। এগুলো সব সাপ্তাহিক পত্রিকা ছিল। তখন ইন্ডিয়া টুডে-ও সাপ্তাহিক ছিল, এখন পাক্ষিক। সানডে বা রবিবার নাম দুটোই এমন যে পাক্ষিক করা সম্ভব নয়। স্পোর্টস বোধ করি ম্যাগাজিন হিসেবে আর খায় না, স্পোর্টসওয়ার্ল্ডের মতো বাকি সব কটা স্পোর্টস পত্রিকাই বাজার থেকে উধাও হয়ে গেছে। যত দূর মনে পড়ছে আবাপ গোষ্ঠীর আরও একটি ইংরেজি পত্রিকা ছিল। তার নাম নিউ দিল্লি। এটি মাসে একটা বেরোত, এখন আর বেরোয় না।

    ইংরেজি পত্রিকা অবশ্য অন্য গ্রুপের-ও অনেক-ই উঠে গেছে, আবাপ-কে এ নিয়ে আলাদা করে কিছু বলা যাবে না। টাইমস অফ ইন্ডিয়ার ইলাস্ট্রেটেড উইকলি উঠে গেছে, আমাদের ছোট বেলায় ইন্দ্রজাল কমিকস বেরোত (ইংরেজি, হিন্দি ও বাংলায়) সে সব-ও বেরোয় না। টাইমস গ্রুপের ফেমিনা আর ফিল্মএয়ার-ই শুধু টিকে আছে, বাকি যা বেরোয় তা বিদেশি প্রকাশনার সঙ্গে কোলাবোরেশনে।

    আবাপ বাংলায় এখনও যথেষ্ট শক্তিশালী। দেশ, অনন্দমেলা এখনও বেরোয়, যদিও ইন্ডিয়া টুডের মতো সাপ্তাহিক থেকে পাক্ষিক হয়ে গেছে। সানন্দা আছে, আনন্দলোক-ও আছে। ভালোই আছে মনে হয়। বাংলায় এদের প্রকাশনা থেকে দুটো নতুন পত্রিকা বেরোয়, একটার নাম উনিশ-কুড়ি, অন্যটা কেরিয়ার। এই বাজারে নতুন ম্যাগাজিন আর কোনও প্রকাশনা সংস্থাকে নামাতে দেখিনি।

    অনন্দবাজার গ্রুপের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া। বাংলায় আনন্দ পাবলিশার্স।

    টেলিভিশনে স্টার আনন্দ টা অনেকেরই জানা, পাশাপাশি আছে স্টার নিউজ (হিন্দি), স্টার মাঝা (গুজরাতি)।

    ইদানীং রেডিও-তেও ঢুকে পড়েছে, ফ্রেন্ডস এফ এম আনন্দবজর গোষ্ঠীর। মোবাইল সেক্টরেও mjoy নামে কী যেন সব করে, ভাল করে জানি না।

    বিশদ বিবরণ এখানে আছে:
    http://www.abp.in/

    সু
  • Blank | 59.93.245.98 | ০৭ এপ্রিল ২০০৯ ০২:১১394573
  • ইহা হইতে কি জানিলাম/শিখিলাম?
  • Arijit | 61.95.144.123 | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:২৪394574
  • ফ্রেণ্ডস এফএম আবাপ গোষ্ঠীর এটা কদিন ধরেই সন্দেহ হচ্ছিলো - ওদের আরজে-দের মেইল আইডি শুনে। সেটা কনফার্মড হল:-)
  • pinaki | 131.151.102.250 | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৩২394575
  • ফ্রেন্ডস এফ এম তো যদ্দূর মনে পড়ছে ২০০৬ বা ০৭ এ লঞ্চ হোলো। এবিপি প্রচুর বড় বড় হোর্ডিং লাগিয়েছিল সারা কলকাতা জুড়ে।
  • Arijit | 61.95.144.123 | ০৭ এপ্রিল ২০০৯ ১০:২৪394576
  • আরে তখন তো আমি এখানে নেই। আমি ফ্রেণ্ডস এফএম প্রথম শুনলুম এই কয়েকমাস আগে।
  • Blank | 203.99.212.224 | ০৭ এপ্রিল ২০০৯ ১১:৪০394578
  • কিন্তু আমার প্রশ্নের উত্তর কই?
  • rokeyaa | 203.110.243.21 | ০৮ এপ্রিল ২০০৯ ০৯:৫৮394579
  • প্রতিবাদের জন্য বাজার সঞ্জাত আত্মবিশ্বাস কতখানি জরুরী, তা আবাপ না জানালে বুঝতেই পারতাম না!
  • shyamal | 59.93.194.64 | ০৮ এপ্রিল ২০০৯ ১৩:১৮394580
  • কল্যাণ সান্যাল আজকের আনন্দবাজারে লিখেছেন যে কথা সেটা ভেবে দেখার মত। চিরকাল বুদ্ধিজীবিরা বামদলের চামচেবাজী করে এলেন কারণ চিত্র প্রদর্শনী, কি নিজের সিনেমার প্রযোজনা বহু ক্ষেত্রেই এদের সরকারী অর্থ ও ক্ষমতার দরকার ছিল। এনারা ছিলেন কেনা গোলাম। আজ বাজার অর্থনীতি হওয়ায় এদের সরকারের ওপর নির্ভরতা অনেক কম। বাজার এদের অর্থ সমস্যার সমাধান করেছে। কজেই এখন অনেকে সরকারের বিরুদ্ধে মুখ খোলবার সাহসীকতা দেখাতে পারছেন।

    গ্রামের গরিবের সে সুযোগ নেই। কালের রাখাল নামে একটি অসাধারণ ছবি দেখলাম। এই প্রথম কেউ বামেদের শয়তানী দেখানোর সাহস দেখাল।
  • Bratin | 117.194.98.107 | ০৮ এপ্রিল ২০০৯ ১৬:০৫394581
  • শ্যামল বাবু র সাথে একমত হয়ে আরেক টা কথা বলতে চাই তথাকথিত বুদ্ধিজীবি রা কিন্তু অনেক সময় "পুরষ্কার" বা "সন্মানিত পদের" লোভে ও বাম সরকারের চাটুকারিতা করে থাকেন।

    পশ্চিমবঙ্গের সরকার যদি কেরালা র সরকারের মত প্রতি ৫ বছর অন্তর পাল্টে যেত। তাহলে এই সব "বুদ্ধিজীবি" দের বাম দলের "প্রতি দায়বদ্ধতা" কেমন বজায় থাকতো/থাকবে ; সে টা দেখার আমার খুব ইচ্ছা ছিল/আছে।
  • pinaki | 131.151.102.250 | ০৮ এপ্রিল ২০০৯ ১৬:২৯394582
  • ব্যাপারটা সবসময় এতো সোজাসাপটা কি? অন্যান্য রাজ্যে যেখানে বামেরা ক্ষমতায় নেই - সেখানেও বুদ্ধিজীবীদের একটা বড় অংশ বামেদের সাপোর্ট করে এসেছেন। এখানে বাম বলতে শুধু সিপিএম বলছি না। পরবর্তিকালে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ পোস্টমডার্ণ হয়েছেন। বা বামপন্থার মধ্যে দলীয় আনুগত্যের বিষয়টিকে বাদ দিয়ে বামপন্থাকে সাপোর্ট করেন - এরকম বুদ্ধিজীবীও সংখ্যায় কম নয়। ঠিক ভুলের আলোচনায় যাচ্ছি না। কল্যান সান্যালের কথায় কোথাও কোনোরকম সত্যি নেই - তাও হয়তো নয়। কিন্তু বেশ কিছুটা অতিসরলীকৃত লেগেছে আমার।
  • bb | 117.195.171.160 | ০৮ এপ্রিল ২০০৯ ২৩:৪৯394583
  • shyamal কিন্তু সুন্দরভাবে তার "বাজার' থিওরী আর বামবিরোধিতাকে বজায় রেখেচেন। মমতা ও শ্যামল এই বিষয়ে একরকম .. যত কিছু খারাপ তার জন্য দায়ী cpm বা বামপন্থা :)
  • a x | 143.111.22.23 | ০৯ এপ্রিল ২০০৯ ০২:৫৪394584
  • ইয়ে ঐ দুটো শব্দ -"cpm বা বামপন্থা" অত অনায়সে interchangeably ব্যবহার নাই বা করলেন
  • sibu | 207.47.98.129 | ০৯ এপ্রিল ২০০৯ ০৩:১০394585
  • অক্ষদা কি বামপন্থার ইজারা নিয়েছেন? ওনার লাইসেন্স ছাড়া বামপন্থা কথাটা ব্যবহার করা যাবে না!!!
  • a x | 143.111.22.23 | ০৯ এপ্রিল ২০০৯ ০৩:৫৯394586
  • আজকাল কি শিবুর ওদিকে সন্ধ্যে একটু তাড়াতাড়িই নামছে? interchangeably কথাটা কি স্রেফ হাওয়া হয়ে গেল? কিম্বা bb'র লেখায় সিপিএম আর বামপন্থার মাঝে "বা" শব্দটা?

    bb'র ঐ বাক্য আর আমার মন্তব্য তে সিপিএমকে হিটলার দিয়ে আর বামপন্থা কে সোশ্যালিজম দিয়ে রিপ্লেস করা হোক, এবার সোশ্যালিজমের ইজারা নিয়েছি কিনা প্রশ্ন হত?
  • ranjan roy | 122.168.69.54 | ০৯ এপ্রিল ২০০৯ ০৫:৩২394587
  • মনে হয় অক্ষ বলতে চাইছেন যে বামপন্থা একটা বড় সেট, সিপিএম তার সাব-সেট। কাজেই দুটো ক্যাটেগরিকে যেন সমার্থকভাবে ব্যবহার না করা হয়।
  • bb | 125.16.17.152 | ০৯ এপ্রিল ২০০৯ ০৮:৪১394589
  • অক্ষ সিপিমকে বামপন্থী বলে মানতে চাইছেন না বলে আমার ধারণা। উনি ওনার মতামত জানাতেই পারেন,তবু আমার মত সাধারণ জনতা এখনো এদেরকেই বামপন্থী জানি ও মানি। এখনও আশা রাখি যে পরিবর্তন বা social equality আনার যেটুকু চেষ্টা করে তা বামপন্থীরাই করে থাকে মুলত: সিপিম এর নেতৃত্বে।
  • a x | 99.152.72.73 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০৩394590
  • রঞ্জনদা, bb যা বললেন, আমি সেটাই বলতে চেয়েছি। সিপিএমের বিপক্ষে যাওয়া মানেই বামপন্থার বিপক্ষে এই ধারণাটা পোস্ট সিঙ্গুর বাজারে চালানোর খুবই চেষ্টা আছে, যেমন সিপিএম কে গালাগালি করলেই আপনি নির্ঘাৎ তৃণমূল, এইটাও। তো এগুলো সবই পুরোন ট্যাকটিক্স।

  • sibu | 71.106.244.161 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১২394591
  • হিটলারের কোন সমর্থক সোশ্যালিজমকে ভাল মনে করলে সে অক্ষকে ঠিক ঐ কথাটাই বলবে।

    আর যারা সব ব্যাপারে সিপিএমের বিরোধীতা করে তাদের বামপন্থী বলা যায় না। তবে গায়ে মানে না আপনি মোড়ল তো থাকেই।
  • san | 123.201.53.131 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৯394592
  • যাত্তারা, বামপন্থা কি সিপিএমের বাপের সম্পত্তি নাকি !

    অবশ্য বনগাঁয়ে শেয়াল রাজা তো থাকেই :-)
  • sibu | 71.106.244.161 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩২394593
  • বনগাঁয়ে শেয়াল রাজা থাকে। চারজনের দলে তিনজন দাদা থাকে। দিদির পায়ের কাছে বামপন্থী থাকে। আরো কত্ত কিছু সব থাকে।
  • pinaki | 67.43.246.22 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৯394594
  • উফ্‌ফ্‌ফ্‌ফ। প্লিজ। গোটা সিপিএম দল আর তার সাপোর্টারদের এই দিদি ফেটিশ আর নেওয়া যাচ্ছে না। মাইরি বলছি। :(
  • sibu | 71.106.244.161 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪৩394595
  • নক্সালদের দিদির ফুট ফেটিস নিতে পারলে এটাও একটু কষ্ট করে মানিয়ে নাও।
  • pinaki | 67.43.246.22 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫০394596
  • সে তো পাস্ট। আর এ তো প্রেসেন্ট এবং ফিউচারও। সংক্রামক রোগের মত ক্রমবর্ধমান।
  • sibu | 71.106.244.161 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫১394597
  • কোনটা পাস্ট? দিদি, নক্সাল না ফুট ফেটিশ ;)?
  • pinaki | 67.43.246.22 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৩394598
  • দিদি, দোলাদি, পুণেদা আর ফুট ফেটিশ। ওনারা এক দেহে লীন হয়েছেন।
  • sibu | 71.106.244.161 | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৫394600
  • :)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন