এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আনন্দ 'বাজার', বাংলার একমাত্তর আশা ভরসা !!!

    Blank
    অন্যান্য | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ | ১০২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 124.125.227.78 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫১394535
  • রঞ্জনদার পুরো বকতব্যে ডিটো দিলাম।

    SWOT জিনিসটা আমার খুব পছন্দের। নতুন শিখলাম কিনা। (রঞ্জনদা, ওটা SWOT হবে না?)

    এরপরে আসবে Decision Tree Making আর EMV Analysis. :-)
  • Arpan | 124.125.227.78 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫২394536
  • ** এই
  • Ishan | 12.163.39.254 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:১৫394537
  • বোধিকে: বাজার বাদ দিয়ে লেখাপত্তরের মান নিয়ে বেশি চাপ নিয়ে লাভ নেই। একে তো মান ব্যাপারটা এমনিতেই বাজার নির্ধারিত। ফুয়েন্তেস কি মার্কেজের বই বাজারে সুপারহিট না হলে আমরা এমনিই জানতামনা বিশ্বের বাজারে ঐরকম দুজন মহান আলোকবর্তিকা আছেন। (নামদুটো জাস্ট আরবিট নিলাম, অন্যকিছু সিগনিফাই করছে না)। কাজেই মান = বাজারি সাফল্য নামক একটি সরল ইকুয়েশন আছে। আমাদের, বোধি এবং আমার প্রবল অনিচ্ছা সত্বেও আছে। ঐ জন্যই আমরা ল্যালা।

    এখানে বোধির প্রকল্প হচ্ছে "সিরিয়াস', খেটেখুটে লেখা জিনিসপত্তর গুলি উঁচু মানের। আমি বোধির প্রস্তাবকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি। এখানে আমার দুই সেট সরল ইকুয়েশন আছে। এক, সিরিয়াস ও ভালো = নিশ মার্কেটে সফল। যথা ফুকো। দুই, নন-সিরিয়াস/পপুলার/খাজা = গাব্দা বাজারে সফল। যথা টাইটানিক। অতএব বাজারই সত্য। পছন্দ না হলেও সত্য।

    আঁতেলরা এ কথা ভেবে আত্মপ্রসাদ লাভ করতে পারেন, তাঁরা হেবি ভালো-ভালো জিনিস লেখেন ও পড়েন। কিন্তু না বিকোলে ও সব ভালো-ভালো জিনিস জাস্ট মায়া। কাফকার লেখাপত্তর ম্যাক্স ব্রড পুড়িয়ে দিলে কাফকা হতেন একটি বয়ে আকার ল। জীবনানন্দের লেখা বাক্সবন্দী হয়ে পচলে মাল্যবান আর হনুমানের মধ্যে কোনো তফাত থাকতনা। ইত্যাদি ইত্যাদি।

    এখানে মনে করার কোনো কারণ নেই আমি এই ব্যবস্থাটাকে সমর্থন করছি। মোট্টেও না। কিন্তু ব্যবস্থাটা তো আমার হাতে নেই। আজ "মান' হল বাজার নির্ধারিত। সম্পূর্ণ সরাসরি এবম ব্যতিক্রমহীন ভাবে। আমার প্রবল আপত্তি সত্বেও। সে কারণেই আমি ল্যালা। এবং আমার লক্ষ্য যেহেতু ল্যালাসাম্র্যাজ্য বানানো, তাই বাজারের "মান' এর পিছনে আমি দৌড়াবনা। কারণ ল্যালা হলেও আমি যশোপ্রার্থী নই। আমার শুধু নিজেকে এক্সপ্রেস করা দরকার। সেটাই আমার মান। ব্যস।

    এবং এইভাবেই আমি "মান' এর একটি নতুন স্ট্যান্ডার্ড তৈরি করব। সেটা কি, সে প্রসঙ্গে পরে লিখছি। একটু টাইম পেলেই।
  • tan | 131.95.121.132 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৩394538
  • আজ্ঞে হনুমানের বাজারকাটতি কিছু কম না,রামায়ণ সিরিয়ালেই বোঝা গেছিলো।
    :-))))
    তাছাড়া ও অনেক ব্যাপার আছে।
  • tan | 131.95.121.132 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৮394539
  • মাল্যবান ছিলেন রাবণের কিরকম যেন দাদু মানে দাদামশয়(ছোট্‌দাদু ও হতে পারেন),মানে রাক্ষসগোত্রের লোক। আর হনুমান হলেন বানরগোত্রীয়। এই দুইয়ের মধ্যে বিরাট তফাৎ বিদ্যমান।:-))))
  • lcm | 128.48.203.128 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০৭394540
  • আনন্দবাজার ঠিক কত বড়। জাতীয় স্তরে সেরকম উল্লেখযোগ্য প্রকাশনা বলতে বিজনেস ওয়ার্ল্ড।
    ইন্ডিয়া টুডে বা আউটলুক বাদ দাও, মালয়ালম মনোরমা-র "দ্য উইক' বা, হিন্দু-র "ফ্রন্টলাইন' এর কাছাকাছি কোনো প্রকাশনা নেই। এবং এরাও কিন্তু মূলত রিজিওন্যাল পাবলিশিং। স্পোর্টস ওয়ার্ল্ড - এখনও আছে নাকি?
    বেনেট কোলম্যান বা এইচ টি মিডিয়া বাদ দাও, দৈনিক জাগরন (হিন্দি দৈনিক ২৪ লাখ) ও এখন পাবলিক কোম্পানী, স্টক ট্রেড হচ্ছে (INM ২৬ মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে স্টেক নিয়েছে)। আবাপ এখনও সরকার পরিবারের। বড় সাইজের কুয়োর ব্যাঙ। তবে অদূর ভবিষ্যৎ এ বেনেট বা অন্য জাতীয়/আন্তর্জাতিক সংস্থা ঢুকে পড়ে আনন্দবাজার-এর 'বাজার' অংশটিতে ড্যামেজ কর দিতেই পারে।

  • jatto sob | 202.144.20.170 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৩৩394541
  • তো তিন অক্ষ্রেও খিস্তি হ্য ।।।। abp, cpm ইত্যাদি।
  • § | 61.95.167.91 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৩৪394542
  • অপ্রাসঙ্গিক

    আমি জানি SWAT। তবে SWOT হতেই বা অসুবিধে কী?
  • r | 125.18.17.16 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৪৩394543
  • আনন্দবাজার ঠিক কত বড়? ভারত সরকারের নিউজপেপার রেজিস্ট্রেশন আপিসের হিসেবে সর্বাধিক সার্কুলেটেড এডিশন দৈনিক পত্রিকা। দ্বিতীয়, হিন্দু, তৃতীয়, হিন্দুস্থান টাইম্‌স। মাল্টি-এডিশন দৈনিক পত্রিকার মধ্যে প্রথম টাইম্‌স্‌ অফ ইন্ডিয়া, দ্বিতীয় দৈনিক জাগরণ। আনন্দবাজার গ্রুপের আর একটি জয়েন্ট মালিকানার কথা খুব একটা আলোচিত হয় না। ১৯৮৫ সালে অভীক সরকার পেঙ্গুইন গ্রুপের সাথে পেঙ্গুইন ইন্ডিয়া খোলেন। এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইংরাজিভাষার প্রকাশক হল পেঙ্গুইন ইন্ডিয়া। কাজেই আনন্দবাজার গ্রুপকে শুধু বাংলা ভাষার প্রকাশক হিসেবে দেখা ঠিক নয়।

    খবরের কাগজ হিসাবে দেখতে গেলে সমস্ত বাংলা কাগজই বেশ নিম্নমানের। তবে ভালো ম্যানেজমেন্ট থাকায় আনন্দবাজার কয়েকটা কাজ করতে পারে- একমাত্র বাংলা কাগজ যারা মুম্বাই ও দিল্লি থেকে আলাদা এডিশন বের করতে পারে প্রবাসীদের জন্য, কিম্বা একেক দিন একেকটা জেলা নিয়ে আলাদা খবর বের করতে পারে।

    আর একটা ব্যাপার। অন্যান্য যে কোনো বাংলা কাগজে যে কোনো কাগজ প্রকাশ করার বেসিক শর্তটা পালিত হয় না, অর্থাৎ বাংলা ভাষাটাই ঠিকঠাকভাবে লেখা হয় না। সেইদিক থেকে একমাত্র আনন্দবাজার পড়লে মনে হয় ঠিকঠাক বাংলা পড়ছি।

  • lcm | 71.132.137.231 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:১৩394545
  • ভারতের ৬৫০০ কোটি টাকার প্রিন্ট মিডিয়া ইন্ডাস্ট্রিতে আবাপ-র স্থান কোথায়। জানি না, কিউরিয়াস। এটা ঠিক একটা শহর থেকে দৈনিক ছাপার হিসেবে বড়, কিন্তু টোটাল সার্কুলেশনের পরিপ্রেক্ষিতে অন্য হিসেব। আনাঅফিসিয়াল তথ্য অনুযায়ী ভারতে প্রতিদিন প্রায় ১০ কোটি বিভিন্ন ভাষায় দৈনিক প্রকাশিত হয়, সেখানে আবাপ-র ১০-১২ লাখ (ইংরেজী, বাংলা মিলিয়ে) কিন্তু খুব বিশাল হিসেব নয়। toi বা express বা জাগরণ-এর ক্ষেত্রে ফিগারটা প্রায় ২৫ লাখ-এর কাছাকাছি।

    তবে হ্যাঁ, ভাষার ব্যাপারে একমত। আজকাল/বর্তমান/প্রতিদিন-এর তুলনায় ঠিকঠাক বাংলা (যদিও প্রপার নাউন-এর বানান নিয়ে একটা অহেতুক এক্সপেরিমেন্ট-এর ঝোঁক আছে আবাপ-র) লেখে। কিন্তু, শুধু বাংলার মার্কেট কেন, বা শুধু স্টার-আনন্দ কেন। সর্বভারতীয় মার্কেটে নয় কেন।

    পেঙ্গুইন-এর সাথে রিলেশন জানতাম না। এটা ভাল। ফিকশন/নন-ফিকশন বই এর মার্কেট বোধহয় একটু আলাদা।
  • d | 121.245.76.186 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২১394546
  • দিল্লী থেকে প্রকাশিত বাংলা এডিশান গতবছর থেকে বন্ধ হয়ে গেছে। এখন কলকাতা থেকে যায়। সন্ধ্যেবেলা পাওয়া যায়।

    বাংলা ছাড়াও আনন্দবাজার কাগজটার লুক এন্ড ফিলও অন্য বাংলা কাগজগুলোর তুলনায় বেটার লাগে। এমনিতেও ২-৩ টে কাগজ পড়ে আসল খবরটা আন্দাজ করার চেষ্টা করতে হয়, তো যেটা পড়তে একটু বেতার লাগে (ছাপা, কাগজের কোয়ালিটি, বাংলা ইত্যাদি) আমি সেটাই প্রেফার করব।
  • § | 61.95.167.91 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৩১394547
  • রিজিওনাল প্রিন্ট মিডিয়ায় প্রথম স্থানে কি মনোরমা না? আমি শিওর নই। আবাপ প্রথম নয়, হলে লিখত।

    আবাপ লেখে ভারতে সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক।
  • r | 125.18.17.16 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৩৪394548
  • https://rni.nic.in/
  • vikram | 134.226.1.194 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:০৯394549
  • স্ট্রেঙ্গথস (S), উইকনেসেস (W), অপরচুনিটিস (O), থ্রেটস (T)।

    বিক্রম
  • b | 193.1.100.105 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:১২394550
  • আনন্দবাজারের সেকেন্ড পাতাটা যে অনন্ত এন্টারটেনমেন্ট-এর খনি, সেটা তো বলছেন না কেউ? নাম পদবি পরিবর্তন (ঘুঘু হইতে অমুক), শোক সংবাদ ( শূন্য এ আকাশে কোথায় তোমার মুখ/ এ অনন্ত মহাকাল হাহাকার, মূক/ অস্থির, অশান্ত, চৌচির আমার বুক/ বলো কাকে জানাবো ব্যথা, ক্ষোভ,/আমি যে ভিক্ষুক), পরীক্ষা-য় ফার্স্ট ক্লাস পেলে ছবি সহ চোদ্দ গুষ্ঠীর অভিনন্দন... এসব ফেলে কেনই বা অপ-এড পড়বো? ম্যান্ড্রেক আর অরণ্যদেব-এর কথা তো বাদ-ই দিলাম।

    ** ঐ কবিতাটি বানাই নি, সত্যি বেরিয়েছিলো।
  • cephren | 128.252.20.65 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০২:০৬394551
  • কি আজেবাজে কথা কইছেন আপনারা।।?
    নিরানন্দের একে্‌ঘয়ে জীবনযাত্রার মাঝে কে এমন আনন্দ দান করে বলুন দিকি?
    কটা কাগজের সাংবাদিকের ক্ষ্যামতা আছে বালিগঞ্জে বসে ব্রিসবেনের ম্যাচ রিপোর্ট লেখার?।।একেবারে ক্রিকেটারদের ছনপোনাদের হাগুমুতুর খবরটুকু পর্যন্ত ছেপে দিলে গা।।

    পড়ুন, না হইলে পিছিয়ে পড়ুন।।

    হু:।।যত্তসব
  • - | 125.18.17.16 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:২৫394553
  • ইশানের ফুঁ এর জোরে হালকা হয়ে ভাসছি। নিজেকে লাক্স সাবানের বিজ্ঞাপণের মেয়েদের মত হালকা লাগছে। কিন্তু আমাকে রোগা বোলো না।
    একটা বেসিক পার্থক্য হচ্ছে ইশান ইন্সটিটিউশন গড়ে তোলার কথা ভাবছে, আমি ভাবছি কেন লিখবো কোথায় লিখবো কি ভাবে লিখবো। কি লিখবো টা মোটামুটি ঠিক করেছি:-)
    পার্সপেক্টিভ টা আলাদা।

    মান = বাজারি সাফল্য, এই থিসিস টা সরল শুধু নয় অতিসরল, শুধু বিষয় বা সম্পর্কটাকে আদৌ রিফ্লেক্ট করে না।

    ফুয়েন্তেস বা মার্কেজ বা কাফকা আদৌ পাঠকদের মধ্যে মেন স্ট্রীম নন। এত প্রচার , ইউলোজি, নোবেল, পোকো পোমো থিসিসের জনপ্রিয়তা সমস্ত কিছু সঙ্কেÄও, থ্রিলার বা গ্রিশাম বা অধুনা কিশোর ম্যাজিসিয়ান হ্যারি পটারের তুলনায় এঁরা জাস্ট কেউ নন। বাংলা বেস্ট সেলারদের তুলনায় তো নয় ই, বাংলা পাঠকদের মধ্যে। এইবার হ্যাঁ নন মেনস্ট্রীম লেখকদের মধ্যে এঁদের একটা কাটতি আছে, কিন্তু তাও সেটা স্থানীয় অনেক লেখকের থেকেই কম। আন্তর্জাতিক ভাবে মার্কেজ ফুয়েন্তেস কে অলটারনেটিভ সাহিত্যের এক্সপোনেন্ট বলা যায় কিনা বিতর্ক থাকতে পারে, তার একটা কারণ ইংরেজি অনুবাদের পরে শুধু স্প্যানিশ ভাষী নয় ইংরেজি পড়তে জানা লোকেদের মধ্যেও একটা জনপ্রিয়তা এসেছে, কিন্তু তাই বলে বক্তব্যকে তাঁদের বিকল্প না বলে উপায় নেই। সে বক্তব্যের সে¾ট্রালিটি নিয়ে বিতর্ক থাকার সম্ভবনা থাকা সঙ্কেÄও। এইসব বাজে প্যাচালে না গিয়েও একটা কথা সহজ করে বলা যায়, যে যদি কারো মনে হয় আবাপ র একটা রিসেন্ট শারদীয়ার বগ স্ট্যান্ডার্ড একটা গল্পর তুলনায় কাফকা বেশি মেনস্ট্রীম , তার একমাত্র কারণ 1920s থেকে আরম্ভ করে মিলিয়ন মিলিয়ন লোক কাফকা পড়েছে, এবং আবাপর শারদীয়া পরের বছর ও কোনো লোক খুব আগ্রহী না হলে পড়ার সম্ভবনা কম, এটা হাস্যকর যুক্তি হবে। কনটেন্টের দিক থেকে কে কাফকা এখনো মার্জিনালাইজ্‌ড, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হওয়ার পরেও বা হওয়ার জন্যেই, এখনো ধনতান্ত্রিক স্টেট ব্যুরোক্রাসি তে একটি মানুষ একটি ফাইল সম এই থিসিস এখনো মূলধারার মূল বক্তব্য নয়। প্রয়োজনে ইপাক্ষ-শ্যামল বিতর্ক টি দেখা যেতে পারে:-)

    আদৌ মনে করি না, কেন এটা ইশান বুজেছে জানি না, আমার যা কিছু অপছন্দ তার জন্য ইশান দায়ী বা তার সমর্থন করছে ইশান। প্রথম কথা করছে না। খুব ই আপারেন্ট, নইলে গুরু তৈরী করত না, দ্বিতীয়ত করলেই বা কার(পড়ুন আমার) বাপের কি? অল্টারনেটিভ এস্ট্যাবলিশমেন্টের ধ্যাষ্টামোতে বিরক্ত হয়ে আকাডেমিয়ার বাইরের মানুষের, বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় বিভিন্ন প্রতিষ্ঠিত লোকজনের বাইরের মানুষের পার্টিসিপেশন বাড়িয়ে একটা বৌদ্ধিকচর্চার জায়গা খুঁজছে, অত্যন্ত সৎ প্রচেষ্টা। কিন্তু এই প্রচেষ্টার মধ্যে যেটাকে ল্যালামো বলে চালানোর কথা বলছে, সেটা আদৌ ল্যালামো নয়। এটাই আমার পয়েন্ট। সেটা একধরণের স্মার্ট এফর্ট। এটার পপুলার আপীল বাড়ানোর জন্য ল্যালামোর মুখোস পড়ার কোন মানে হয় না। ইশেন যদি আঁতলামোর বিরুদ্ধে লড়াই ঘোষণা করতে চায় ভাল কথা, নতুন লেখক/পার্টিসিপেটর তুলে আনার প্রশ্নে কোন আপত্তি নেই। কিন্তু তার মানে যদি এই দাঁড়ায়, ল্যালামো মানে হচ্ছে প্রশ্নহীনতা, যা পাচ্ছি তাই চালাই, যা মান বাজার তৈরী করে দিয়েছে, সেটা যতই প্রশ্নহীন হোক না কেন সেটা নিয়েই চলবো, তাহলে আপত্তি থাকে। অবশ্য আমার আপত্তি বাল, কারণ আমি তো ফুঁয়ে উড়ে গেছি। আমার মনে হয় ইশান বেসিকালি বড় কিছু বলছে না, একটা অভ্যেসবশে নিয়েৎ স্টাইলে খেলছে, নিজে কি চায় পরিষ্কার নয়, মোটামুটি যা জুটছে তাই দিয়ে চালাতে চায়। ফেয়ার এনাফ। একটা কথা শুধু মনে রাখা দরকার আপামর ল্যালামানবের রাইট টু এক্সপ্রেসের ঠিকাদারী একটা লোকের বা একটা পত্রিকার বা একটা মিডিয়া অর্গানাইজেশনের নেওয়া সম্ভব নয়, যতক্ষণ না সেটি মোনোপলি ব্যবসায় হচ্ছে। তবে হ্যাঁ এটা মনে করি ইংরাজিতে যদি ইন্ডিপেন্ডেন্ট ফিস্ক তৈরী হয়, তেহেল্কা তৈরী হয়, বাংলায় না হওয়ার কোন কারণ নাই। হবে নাই বা কেন? এতদিন হয় নি সেটাই আশ্চর্য্যের।

    লাস্টলি, ইশান, গুরুচন্ডা৯ কেন যে কোন বিষয়েই তুমি কি করবে তোমার সিদ্ধান্ত। আমারটা আমার। আমি যেহেতু তোমার বা গুরুর খুব উপকার করছি না বা করিনি বা করতে পারব না, তাই বাগড়া দিতে চাই না। অল দ্য বেস্ট। মাইরী যা খুশী কর, অনলাইন না হওয়া আবাপ থেকে পুনর্মুদ্রন-ও করতে পারো, যা খুশি করো, পত্রিকা হিসেবে গুরুকে বেশি লোক পড়লে সত্যি ই খুশি হব। কোন লেখাটাকে গাল দেব, সেটা পড়েই ঠিক করবো, কোন পত্রিকাকে গাল দেব অপ-এড পেজ পড়ে,এখন যেমন করি।

    আর আমার পদ্ধতিতে লেখার চেষ্টা করবো। ভাসমান ন্যারেটিভ:-)
  • shyamal | 64.47.121.98 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৪৩394554
  • প্রশ্ন: বাঙালী সবচেয়ে বেশী কোন বই কেনে? কামু, কাফকা, মার্কেজ নয়। সুনীল, রবীন্দ্রনাথ, সমরেশ, মানিকও নয়।

    উত্তর : পঞ্জিকা।
  • ranjan roy | 122.168.74.100 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৭394556
  • আমারই ভুল। ওটা SWOT। লিখতে গিয়ে স্লিপ
    হয়ে গেছে।
    শ্যামলকে ডিটো দিলাম। পঞ্জিকা সাহিত্যের পাশে কোন সাহিত্য পত্রিকা দাঁড়ায় না। সেই কবে ক্লাস থ্রিতে গুপ্তপ্রেস পঞ্জিকার বিজ্ঞাপন খন্ডে জলন্ধরের আংটির পাশে "সচিত্র প্রেমপত্র'বইয়ের প্রোমো এইকবিতাটি আজো মনে পড়ে।

    "" তরুণীহৃদয় কাঁদে ফুকারিয়া নীরব প্রেমের ক্রন্দনে,
    -- কতদিনে ধরা দিবে হে নিঠুর আমার এ বাহুর বন্ধনে?
    শূন্য এ হৃদি -আঙ্গিনা, আর সহে নাকো এই বিরহ,
    এস চুপিসাড়ে মরমের দ্বারে নিঝুমরাতের প্রিয়''।
    এটাও সত্যি সত্যি বছরের পর বছর ছাপা হত।
  • Ishan | 12.163.39.254 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৭394557
  • "" আমার মনে হয় ঈশান বেসিক্যালি বড়ো কিছু বলছেনা, একটা অভ্যেসবশে নিয়েৎ স্টাইল নিয়ে খেলছে, নিজে কি চায় পরিষ্কার নয়, মোটামুটি যা জুটছে তাই দিলে চালাতে চায়। ফেয়ার এনাফ।'

    একদম এইটাই হল বাংলা কথা। এইটাকে "লিমিটেড রিসোর্স নিয়ে বৌদ্ধিক চর্চার স্পেস তৈরির ক্ষুদ্র প্রচেষ্টা' বললে বোধি হেবি খুশি হত। এটাকেই আমি ল্যালাপনা বলব। কারণ, আমার কাছে "লিমিটেড রিসোর্স', "ক্ষুদ্র প্রচেষ্টা' এগুলো হল ল্যালাদের লক্ষণ। আর ইয়াব্বড়ো রিসোর্স পুল, বিরাট প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি হল মনোপলির লক্ষণ। :)

    এবং হ্যাঁ, এই সুতোয় যা-যা লিখছি, তাতে ইচ্ছে করেই একটা হাল্কা সুর রাখা আছে। একটা ডোন্ট কেয়ার ভাব। আছে তো আছে। ল্যালাদের ম্যানিফেস্টো অমনই হয়। সুর নিয়ে বিশেষ পাত্তা দেবার কিসু নেই। :)

    তবে ম্যানিফেস্টোখানা লিখবই। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে ছেলেপুলেরা। তাদের কাছে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। :)
  • r | 59.162.191.115 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৪394558
  • এটাকে ঈশেন জাতির ম্যানিফেস্টো বলেও চালাতে পারে- পঞ্চাশ শতাংশ ল্যাদ ও পঞ্চাশ শতাংশ আত্মরতি। ;-)
  • arun | 218.111.176.125 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৩৩394559
  • আনন্দবাজার সার্কুলেশন বেশী হবার কারণ হলো আমরা বাংলাভাষীরা কথা শোনার থেকে বলতে এবং পড়তে ভালবাসি। এছাড়া মা ষষ্ঠির কৃপায় প্রতি ঘরে ছানাপোনার সংখ্যাও তো কম নয়। আবার যদি ট্রেনে নিত্যযাত্রিরা একটা কাগজ নিয়ে টানাহেঁচ্‌ড়া না করে তবে বিক্রি সংখ্যাটা আরও ২৫% বাড়ানো যেত।
  • shyamal | 64.47.121.98 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৩৯394560
  • আগে বলেছি বাঙালি সবচেয়ে বেশী কেনে পঞ্জিকা। এটা কিন্তু রসিকতা নয়, সত্যি স্ট্যাটিসটিকস।
    পৃথিবীতে সবচেয়ে বেশী বিক্রি কোন বইএর? এটা প্রায় সবাই জানেন। বাইবেল।

    কিন্তু এটা কি জানেন যে দ্বিতীয় আর তৃতীয় কোন বই? যথাক্রমে "কোটেশনস ফ্রম মাও" এবং কোরান।
  • kallol | 122.167.97.138 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০৩394561
  • এটা বেশ ইনটরেসটিং - পৃথিবীর সবচেয়ে বেশী বিক্রি হওয়া প্রথম তিনটে বইই পঞ্জিকা জাতীয়।
  • Du | 67.111.229.98 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২২:১৮394562
  • আ ট্রি গ্রোজ ইন ব্রুকলিন - এ ছোট মেয়েটির জ্যানিটর বাবা হোটেল থেকে ফ্রী বাইবেল নিয়ে এসেছিল - সেটাই তার একমাত্র বই - ইংরিজী শেখার জন্য - তখন সেই দরিদ্র ঘরে তার অর্থই আলাদা।
  • r | 59.162.191.115 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩২394563
  • কারুর বাড়িতে পুরোনো পঞ্জিকা থাকলে আমাকে জানাবেন- আমি নেবো। তিরিশ বছরের পুরোনো পঞ্জিকা পেয়েছি, যদি আরও পুরোনো থাকে তাহলে।
  • Arun | 60.50.132.131 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৪৮394564
  • ঘরছাড়া বাংগালি
  • chandil | 59.93.196.19 | ২৩ ফেব্রুয়ারি ২০০৮ ১১:১৬394565
  • সুনীল সআপতি হলে কী এমন ইয়ে ছে'।।। গেল। কেউ ন কেউ তো হতো ই। সে সুনীল ই হোক আর সুলাল। শালা কবে আমাদের এই স্বআব্‌তা যে যাবে
  • umesh | 62.254.196.200 | ০৬ এপ্রিল ২০০৯ ১২:২০394567
  • the Great Anandbazar: খেলা শেষ হওয়ার আগেই লিখে ফেলেছে aston villa নাকি ২-১ এ manu কে হারিয়ে দিয়েছে। আমার তো ভদ্রলোক কে প্রনাম করতে ইচ্ছা হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন