এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ছোটদের জন্য অনুবাদ

    Paramita
    বইপত্তর | ২৪ নভেম্বর ২০০৮ | ১৪৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৯ ডিসেম্বর ২০০৮ ১৩:৪৫404590
  • হুঁ বাংলা। ওই বইগুলোর বাংলা অনুবাদ অসাধারণ। আর আমার থিওরী ছিলো অনুবাদই যদি পড়বো তো বাংলা অনুবাদ পড়বো:-) সে অবশ্য সব সময় খাটেনি - মার্কেজের বাংলা অনুবাদ পাইনি, ইংরিজী পড়েছি।
  • Arijit | 61.95.144.123 | ২৯ ডিসেম্বর ২০০৮ ১৩:৫২404591
  • ইনফ্যাক্ট ওই অনুবাদগুলোর পর আর কারো বাংলা অনুবাদ ভালো লাগেনি। অদ্রীশ বর্ধনের শার্লক হোমস, বা কার যেন সেই হীরের পাহাড়, সোনার ঘন্টা ইত্যাদি (ফ্রান্সিসের গপ্প) একেবারে অখাইদ্য। টিনটিনের বাংলা প্রথমদিকে ভালো হত - কাঁকড়া রহস্য, লাল বোম্বেটের গুপ্তধন। পরের দিকে সেগুলোও ঝুলে গেছিলো।
  • bubu | 123.136.64.14 | ২৯ ডিসেম্বর ২০০৮ ১৫:১৬404592
  • asterix এর অনুবাদ ভালো হত। এটাসেটামিক্স টা বোধহয় জুগশ্রেষ্ঠ নামকরন। ইংরিজির থেকে বাংলাটাই বেটার লাগত। আজকাল অনুবাদ গুলো বের হয় কিনা জানিনা।
  • xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx | 59.93.176.104 | ১৮ মার্চ ২০০৯ ১৫:৪০404593
  • আরো কিছু গল্প লিখুন না pls। ভীষন ভালো লাগছিল... আবার তাই টইটাকে নিয়ে এলাম।
  • Binary | 198.169.6.69 | ১৯ মার্চ ২০০৯ ০৩:৪৪404594
  • অনেকগুলো ক্ষ,
    নামটা একটূ সিগনিফিক্যান্ট নিলে ভালো হয়, সম্বোধনে সুবিধা হয়।
  • Binary | 198.169.6.69 | ১৯ মার্চ ২০০৯ ০৩:৪৯404595
  • শিবুদার স্টেলালুনার গল্পটা, কাল আবার শুনলাম, এখানে স্কুলে, নাটক হলো।
  • ranjan roy | 122.168.169.147 | ১৯ মার্চ ২০০৯ ১২:১৫404596
  • শ্রাবণীর বাঘের গল্পে আমার ছোটবেলায় শোনা ভার্সনের শেষটা একটু অন্যরকম। একটু বীভৎস।
    ---- পরের দিন বাঘ শিকারে যাওয়ার সময় মেয়েটিকে বল্লো,- বৌ অনেকদিন পিঠে খাইনি। আজ পিঠে বানিয়ে রাখিস।
    বাঘ বনে গেলে মেয়েটি ও তার ভাই মিলে বাঘের ছানাগুলোকে কেটে ফেল্লো। তারপর উনুনে চাটু বসিয়ে তার ওপর দড়ি থেকে ওদের বডি টাঙিয়ে রেখে ওরা ভাইবোন পালিয়ে গেল। বিকেলের মধ্যে বন থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছে গেল। এদিকে বাঘ সন্ধ্যেয় বাড়ি ফিরে শুনলো ঘরের ভেতর থেকে "" ছ্যাঁৎ - ছ্যাঁৎ '' আওয়াজ আসছে। ভাবলো বৌ পিঠে ভাজছে। ঢুকে দেখে গরম চাটুতে বাচ্চাগুলোর টাঙানো শরীর থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে, তারই ছ্যাঁৎ-ছ্যাঁৎ আওয়াজ।

    বাঘের দু:খে কেঁদে ফেলেছিলাম। আজও মন খারাপ হয়।আচ্ছা, বাঙাল ভার্সন এত ক্রুড কেন? বাঙালরা মাটির বেশি কাছাকাছি থাকে বলে?
  • Arijit | 61.95.144.123 | ১৯ মার্চ ২০০৯ ১২:২২404597
  • টুনটুনির বইয়েও এটাই আছে।
  • xx | 59.93.197.194 | ১৯ মার্চ ২০০৯ ১৭:১৪404598
  • হ্যাঁ , গল্পের শেষে মনখারাপের কিছু আমার ছেলেকে ও আবার বলা যাবে না। বাঘের গল্পটায় আমি অনেক জল ঢেলে happy ending করেছিলাম । তবে গবলিন , পিটার খরগোশ , chang এর গল্পগুলো আমার ছেলের এত প্রিয় যে - এখন ও প্রায় ই বলতে হয় ... আরো লিখুন pls...
  • ranjan roy | 122.168.16.165 | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫৪404600
  • আহা! ছোটবেলার রুশী রূপকথা আর উক্রেনের রূপকথা?
    শিসে- ডাকাত সলভেই, রূপবান দোব্রিনিয়া, বীর নায়ক ইলিয়া মুরোমেৎস্‌?
    আর জাদুকরী ভাসিলিসা? রূপে সে অরুণ বরণ, কখনও দেখিনি এমন!
    নাচতে নাচতে বাঁ-হাত দোলালো, অমনি লেক তৈরি হল। ডান হাত দোলালো, অমনি তাতে হাঁসেরা সাঁতার কাটতে লাগলো।
    আর "" ইলিউশ্‌কা দিদিরে, সাঁতরে আয় নদীরে। ঝন-ঝন-ঝন ছুরি, এবার বুঝি মরি।''
    আর নদী থেকে জবাব আসছে,--"" ইভানুশকা ভাই ওলো, শুকনো ঘাস পায়ে জড়ালো''।
    আপনাদের কারো মনে থাকলে আবার বলুন না! এই ""স্টোরি- রি-টোল্ড''এর সুতো খুব ভাল লাগছে। বিশেষ করে অরিজিৎ, শ্রাবণী, টিম ও আরো কয়েকজনের চমৎকার শৈলী।
  • argha | 59.93.172.200 | ০৮ নভেম্বর ২০১০ ১২:৩৫404601
  • sishuderrupkothabaropriyo
    fairytales
    ekhonfairytalesgulokcreatekorajaenamanetheycantbemade
    eitherbyactiveimaginationelseasatreasureeguloamadrshrutirmotosongrokhityohoyegentogennemease
    rupkothakcarljungausefulmediumtostudyhumanpsychebolebornonakoren
    tarsishyamaryluisvonfranzerarchetypal_patterns_in_fairy_tales
    boitiporedekhajetepareeireferencee
    rlittlemagrpokhyothekeektibisudhorupkothasongkhyakorarekothavavajeteparejokhonmollanasiruddinrgalpogulovishonkarjyokaronsomporkokkotakhyokoreoponchyobingshotisomajoarthyonaitikmulyobodhniephilosophicalqtuledae
  • Manish | 59.90.135.107 | ০৮ নভেম্বর ২০১০ ১৭:৫৩404602
  • এই টইটা পড়ে খুব মজা পাচ্ছি।এই টইটা এই প্রথম দেখ্‌লাম

    Sharabani র লেখাটা শুকতারায় বেরিয়েছিলো। তখন পড়েছিলাম।

    ছড়াটা ছিলো

    বাবাগো বাবা তোরতো শালা
    মোর তো মামা
    মারতো আপন ভাই
    পাটার নীচে কুইকুই করে
    ধরে দেনা খাই।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ২১:১৩404603
  • আমি তক্কাতক্কি করতে একদম ভালোবাসি না, বিশেষ করে লিখে লিখে। তক্কো করে আমার প্রচুর এনার্জি গেছে। আমি এবার গল্প বলব এনার্জি ফেরানোর জন্যে।

    পেটুনিয়া নামে এক হাঁস ছিল। সে একদিন একটা বই দেখতে পেল। ও ওটা শুঁকল, ভালো করে দেখল। তারপরে ওর মনে পড়ল, আরে বিলের হাতে তো এইটা আমি দেখেছি। এটা হল বই।

    পেটুনিয়া আরো চিন্তা করল। ওর মনে পড়ল, মি: পামকিন বিলকে বলেছিলেন, যদি আমরা বই ভালোবাসি, আর বই নিয়ে থাকি, তাহলেই জ্ঞানী হতে পারব।

    পেটুনিয়াও জ্ঞানী হতে চায়। সে বইটা নিয়ে হাঁটল, বইটা বাসায় নিয়ে গেল, বই নিয়ে সাঁতারও কাটল।
    "নিশ্চয়ই তার মানে আমি এখন খুব জ্ঞানী"। ভাবল পেটুনিয়া। ওর গর্ব হল, আরো গর্ব হল, আরো গর্ব হল। ওর গলাটা এক ইঞ্চি লম্বা হয়ে গেল।

    পেটুনিয়ার লম্বা গলা সবার চোখে পড়ল। বাকি সব জন্তুরা বলাবলি করল, "দেখেছ আমাদের পেটুনিয়া কেমন বদলে গেছে? ও এখন খুব জ্ঞানী।"

    ইরা নামের মামা মুরগী এল পেটুনিয়ার কাছে। "পেটুনিয়া, আমার সবগুলো বেবি আছে কি না গুণে দেবে প্লিজ? আমার নটা বেবি ছিল, কিন্তু আমি তো গুণতে পারি না, তাই বুঝতে পারছি না কেউ হারিয়ে গেল কি না?"

    "নিশ্চয়ই ইরা। আচ্ছা দেখি, খড়ের গাদায় তিনজন, তোমার পায়ের কাছে তিনজন, আর লেজের তলায় তিনজন। তিন তিরিক্ষে? হল ছয়। "

    "ছয়?" ইরা তো অবাক। "ছয় কি নয়ের থেকে বেশি না কম?"

    "বেশি বেশি।" পেটুনিয়া আশ্বাস দিল। "ছয় নয়ের থেকে অনেক বেশি ইরা সোনা। একদম ভেবো না।"

    "কিন্তু আমার তো নটা বাচ্চা ছিল! নিশ্চয়ই অন্য কারুর বাচ্চারা আমার কাছে চলে এসেছে। কি করে আমি সবার খাবার জোগাড় করব?" বেচারা ইরা দুশ্চিন্তায় পাগল হয়ে গেল।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ২১:২৩404604
  • স্ট্র ঘোড়ার হল দাঁতে বেজায় ব্যথা। সে ভাবল পেটুনিয়া হয়ত কোনো সাহায্য করতে পারে।

    পেটুনিয়া বলল, "অবশ্যই। দেখি বড় করে হাঁ কর তো। একি? কি কান্ড! এতোগুলো দাঁত তোমার?"

    পেটুনিয়া নিজে হাঁ করল। "দেখতে পাচ্ছ? আমার কোনো দাঁত নেই। তাই ব্যথাও নেই। তোমার সবগুলো দাঁত তুলে দিলেই ব্যথা কমে যাবে। দাঁড়াও সাঁড়াশি নিয়ে আসি।"

    পেটুনিয়া যেই না সাঁড়াশি আনতে গেল, স্ট্র দৌড়ে পালালো। বেচারা স্ট্র, ভয়ের চোটে সে চুপ করে দাঁতের ব্যথা সহ্য করল।

    কটন নামের ছোট্টো বিড়াল উঠে গেছে গাছের মাথায়। আর নামতে পারছে না, ভয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। কটনের মা ছুটে এল পেটুনিয়ার কাছে।

    "কোনো ভয় নেই।" পেটুনিয়া আশ্বাস দিল। " ক্লোভার গরু দাঁড়াক সবার নিচে, শুয়োর দাঁড়াবে ক্লোভারের উপরে, ছাগল দাঁড়াবে শুয়োরের উপরে, ছাগলের উপরে যাবে ছোট্টো ভেড়া, তার উপরে আমাদের মোরগ। মোরগ তখন কটনকে নামিয়ে দেবে ভেড়াকে, ভেড়া দেবে শুয়োরকে,..., এইভাবে কটন নিচে চলে আসবে।"

    তাই হল। কিন্তু,..., মোরগ কটনকে ধরার আগেই, .... ক্লোভার বলল, "ওরে বাবারে , আমার হাঁটু কাঁপছে।" সে বসে পড়ল।

    অম্নি, শুওর পড়ল গরুর উপরে, ছাগল পড়ল শুওরের উপরে, ভেড়া পড়ল ছাগলের উপরে, মোরগ পড়ল ভেড়ার উপরে। আর ছোট্টো কটন এই দেখে এমনই ভয় পেল যে সেও ধুপ করে নিচে পড়ে গেল। সব্বাই বেজায় ব্যথা পেল।

    "কিন্তু কটন নেমে গেছে।" পেটুনিয়া বলল খুব আত্মবিশ্বাসের সঙ্গে। আর গর্বে ওর গলাটা আরো দু ইঞ্চি লম্বা হয়ে গেল।
  • hu | 12.34.246.72 | ২৯ জুলাই ২০১১ ২১:২৫404605
  • দারুন হচ্ছে রিমিদি!
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ২১:৩৩404606
  • একদিন জন্তুরা সবাই একটা বাক্স দেখতে পেল। ওটার গায়ে লেখা ছিল: "বিপদ: এগুলো পটকা বাজি।"
    কিন্তু কেউই ওরা পড়তে পারে না। ওরা গেল পেটুনিয়ার কাছে।

    পেটুনিয়া তো হেলে দুলে এসে বাক্স উল্টে পাল্টে দেখে গম্ভীর হয়ে বলল, "এগুলো হল লজেন্স।"

    যেই না শোনা লজেন্স, অমনি গরু, শুওর, ভেড়া, ঘোড়া, মোরগ সব্বাই লাফিয়ে পড়ল বাক্সের উপরে, বাক্স টেনে ছিঁড়ে ফেলল, আর সব্বাই তিন চারটে করে লজেন্স অর্থাৎ কি না পটকা বাজি মুখে নিল!!!!!

    দুউউউম!!! বিরাট শব্দ করে বাজি ফাটল। সব্বাই চারদিকে ছিটকে গেল।

    আর পেটুনিয়ার গর্বও ফুস করে উবে গেল। ওর গলাটা আবার আগের মতন ছোটো হয়ে গেল। দু:খে পেটুনিয়া মাথা নিচু করল।

    আর তখনি ও দেখল, ওর বইটা খোলা। বইএর মধ্যে কিছু পাতা বাজির আগুনে পুড়ে গেছে। কিছু পাতা যেগুলো পোড়ে নি, সেগুলোতে কিছু লেখা আছে।

    পেটুনিয়া তো লেখাগুলো পড়ে নি। ও তো বইটা কোনোদিন খুলেও দেখে নি। এবার পেটুনিয়া বুঝল যে ওর বইটা পড়া দরকার ছিলো।

    পেটুনিয় পড়তে শিখল। তখনি ও বুঝতে পারল আসলে মি: পামকিন কি বলতে চেয়েছিলেন। বইকে ভালোবাসতে হবে মানে, বই পড়তে ভালোবাসতে হবে। তাহলেই জ্ঞানী হওয়া যাবে।

  • kc | 89.203.49.18 | ২৯ জুলাই ২০১১ ২২:০৮404607
  • জ্জিও। রিমি, টুপি খোলাই থাকল।
  • pi | 128.231.22.99 | ২৯ জুলাই ২০১১ ২২:১৩404608
  • দারুণ !

    কিছু প্রশ্ন করা যাবে ?
  • kumu | 122.162.205.126 | ২৯ জুলাই ২০১১ ২২:৩৭404609
  • সব্বাই মিলে একজন আর একজনের ওপর পড়েছে,এইটে পড়ে যারপরনাই আমোদ হল।
  • rimi | 168.26.215.135 | ২৯ জুলাই ২০১১ ২২:৫৮404611
  • পাই, যতখুশি প্রশ্ন কর।
  • pi | 128.231.22.99 | ২৯ জুলাই ২০১১ ২৩:২৪404612
  • এমনিতে এই মামা মুরগীর গুনতে পারার কথা কিন্তু। শুধু মুরগীই না, আরো অনেকেই নাকি দিব্বি গুণতে পারে। কিছু হাঁসও। বই না পড়েই।
    ডিম ফুটে ছানা বেরোবার আগেই নাকি হিসেব করে রাখে।
    এমনকি মুরগীর ছানা, দু'তিনদিন বয়সেই নাকি দুই আর তিনের তফাত করতে পারে।
    কাকেরা অবশ্য গাধা।
  • Nina | 12.149.39.84 | ৩০ জুলাই ২০১১ ০১:১১404613
  • রিমি , দারুণ!
    পাই, কাকেরা তো কাক, গাধা হল কি করে? অবশ্য দুজনেরই গলায় সমান বে-সুর :-))
  • rimi | 168.26.215.135 | ৩০ জুলাই ২০১১ ০১:৪৮404614
  • পাই, এইটা প্রশ্ন?????
    :-)
    তুমি ঠিকই বলেছ, আমিও পড়েছি বেশ কিছু প্রাণি গুণতে পারে, বা অনেক কিছু বুঝতে পারে ইনস্টিংক্ট দিয়ে। তবে এই গপ্পটা ১৯৫০ তে লেখা, তখন এত কিছু মনে হয় লোকজন জানত না।

    এদিকে এই গল্প পড়ার পরে আমার ছেলেও বইকে ভালোবেসে একটা মোটা বই নিয়ে শুতে গেছিল। খোঁচা লাগবে, ব্যথা লাগবে বলে তাকে কোনোমতে নিরস্ত করা গেছে।
  • pi | 128.231.22.99 | ৩০ জুলাই ২০১১ ০১:৫৩404615
  • :)
    বই কিন্তু ভাল বালিশ হয়। পেপারব্যাকগুলো। ওপরে একটা মাফলার রেখে দিলেই হল। রাখারও দরকার নেই। বেঁধে শুলেই হল।

    হ্যাঁ, ১৯৫০ হলে জানার সিন নেই।

    কার লেখা? কোন বই ?

    আমার আসল প্রশ্নটা অন্য ছিল।
    কটনের মা বা বাবা কেন গাছে উঠে ওকে নামিয়ে আনলেন না ?
  • Abhyu | 128.192.7.51 | ৩০ জুলাই ২০১১ ০২:১১404616
  • হ্যাঁ বালিশ হিসেবে এম এল খান্নার আই আই টি ম্যাথমেটিক্সের কোনো তুলনা নেই।
  • Sujata | 203.197.123.130 | ৩০ জুলাই ২০১১ ১০:৫৩404617
  • খুব ভালো লাগছে। জাদুকরী ভাসিলিসার কথা অনেক দিন পরে মনে পড়লো। রুশী রুপকথার একটা বই ছিলো আমার কাছে, সে বইটার প্রথম গল্পটা ছিলো 'গোল রুটি'। আরো একটা গল্প ছিলো, তাতে একটা চরিত্রের নাম ছিলো পগাতিকরোশেক - গড়ানে মটর। একটু একটু মনে পড়ছে।

    রঞ্জনবাবু, মনে আছে, 'কুড়ুলের জাউ' ?

    রিমির লেখা -- দারুণ।

    এই টইটা চলুক -- খুব আনন্দ পাচ্ছি।
  • kiki | 59.93.204.179 | ৩০ জুলাই ২০১১ ২১:৪০404618
  • রিমি ,
    দারুন।:)) এই টইটা পড়িনি আগে।

    সুজাতা,
    কিসব মনে করিয়ে দিচ্ছেন। মিষ্টি রোদ্দুরের অ্যানুয়ালের শেষে রোদে দেওয়া লেপের উপর বসে বাবার কাছে গল্প শোনা, আরেট্টু বড় যখন , মানে ক্লাস টু হবে, রুশ দেশের উপকথা, মনির পাহাড়, হাসিখুশি সব নিজে নিজেই পড়ছি,খালি ইউলিসিস ছিলো না বলে, সেটা শুনতে হত বাবার কাছেই,এছাড়া পম্পেই,আরো কত,গল্প বলতে বলতে বাবাও যেন আমায় নিয়ে সেসব দেশে চলে যেত।
  • Abhyu | 97.81.68.136 | ৩১ জুলাই ২০১১ ১০:০৪404619
  • কাজ কি আছে করার না কাজের নামে ফেরার?
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩২404620
  • কেউ তো কাজের কাজ করবে না, তাই আমিই এটাকে টেনে তুলি।
  • byaang | 122.178.243.231 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫২404622
  • ডুবতে দেব না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন