এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ছোটদের জন্য অনুবাদ

    Paramita
    বইপত্তর | ২৪ নভেম্বর ২০০৮ | ১৪৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 122.176.32.39 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৬404623
  • where angels fear to ---ই:
    কেউ আমাকে এট্টা পছন্দ মত ছোটদের গল্পের লিং দেবে,যেখান থেকে এট্টু অনুবাদের চেষ্টা কত্তে পারি?
  • Netai | 121.241.98.225 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৮404625
  • কুমুদি,
    দাঁড়াও। আম্রিগাতে ভোর হোক।
    পাইদি উঠুক।
    ল্যাপটপ খুলুক।
    তবেই না লিং পাবে।
  • demba ba | 121.241.218.132 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৮404624
  • এই টইয়ের একদম শুরুর দিকে পিটার র‌্যাবিটের লিঙ্ক আছে।
  • pi | 72.83.80.169 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৩404626
  • :)
  • jhumjhumi | 14.99.85.107 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৪404627
  • অনেক অনেক অনেক ধন্যযোগ ব্যাঙদি। রাত্তিরে ছানাদুটোকে গল্প বলতে বলতে পাগল হয়ে যাই, রোজ নতুন গল্প চাই। আপাতত: কয়েকদিন এই দিয়ে চালানো যাবে।
    প্লিজ আর করো কিছু জানা থাকলে লিখুন।
  • pi | 72.83.80.169 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৮404628
  • রিমিদি ড: সিউস শুরু করে দাও না ! ব্যাংদি ও পছন্দমত বই ধরে ফ্যালো চটপট।

    আর কুমুদিকে বইয়ের সাপ্লাইও তোমরাই ভাল দিতে পারবে তো।
  • tatin | 122.252.251.244 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৩404629
  • অভীক কুমার মৈত্র invisible cities অনুবাদ করছে
  • I | 14.96.128.155 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৩404630
  • হাউ
  • Update | 117.194.33.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৬404631
  • Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:13Feb2012 -- 10:03PM

    : সিউসের অনুবাদ করা সম্ভব না। ড: সিউসের আসল মজাই হল রাইমিং ওয়ার্ডস। অনুবাদ করতে গেলে ঘেঁটে যাবে মজাটা। আর ছড়ার সাথে মিলিয়ে নতুন করে ছবিও আঁকতে হবে।

    কিন্তু সিউস অনুবাদ করার কি দরকার? ওর'ম সহজ ইংরিজি তো যে কোনো বাচ্চাই পড়তে পারবে। বরং বাংলা মিডিয়ামের ছোটো বাচ্চারা বা যারা বই পড়তে এখনো ভালোবাসে না তারা বই পড়া শুরু করতে পারে ড: সিউস দিয়ে।

  • jhumjhumi | 14.99.205.106 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২৫404633
  • রিভকার গল্পটা ছোটো কিছু বোঝে নি,বড়র খারাপ লাগে নি। আসলে থ্যাংকস গিভিং ডে ব্যাপারটা ওরা বোঝে না বলে ঠিক রিলেট করতে পারছিল না। কিন্তু খরগোশ পিটারের গল্প তাদের খুব ভালো লেগেছে।
  • Du | 117.194.192.27 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৩404634
  • তোমরা বরং ভারতীয় ক্লাসিক সাহিত্য করতে পারো ছোটদের ভাষায়, জেমন নচিকেতা, জেমন প্রহ্লাদ, জেমন কর্ণের যুদ্ধের শেশে সব ভুলে যাবার গল্প, যেমন ভীম কিভাবে হনুমানের লেজ সরাতে পারলো না, তারপর বকাসুরের গল্প বা কম জানা গল্পগুলো। এরা গ্রীক মাইথলজি যেমন নেয়, অনেক ঘটনার ঘনঘটা থাকায় তেমনি নেবে এই গল্পগুলো, সিন্বাদ নাবিকের গল্পও তাই, আর নিশি আর টিমের সংগ্রহে থাকা উপকথা গুলোও।

    আবোল তাবোল এখন এনজয় করছে এই বারো বছরে এসে, আগে দুয়েকটাই করতো।
  • pi | 72.83.80.169 | ১৪ ফেব্রুয়ারি ২০১২ ২০:২২404635
  • ছন্দ করে অনুবাদ তো হুচে খুব ভাল করে, করবে নাকি ?
  • ... | 69.160.210.2 | ২১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৪404636
  • এইটে আবার খুঁজে পেলাম ধোলাই রাম খুঁজতে গিয়ে।
  • jhumjhumi | 127.194.247.135 | ১২ জুন ২০১৩ ১৭:৩৮404637
  • মশামাসির কথায় হৃদি এই গল্পটা অনুবাদ করেছে। এটা এনিড ব্লাইটনের 'The adventures of the wishing- chair' এর প্রথম গল্প।

    আজব দোকান

    সেদিন সকালবেলা মল্লিকা আর পীযূষ ওদের পিগিব্যাংক থেকে টাকা গুণতে বসেছে। আজ ওদের মায়ের জন্মদিন। কিছু একটা তো কিনতেই হবে মাকে উপহার দেওয়ার জন্যে।
    সব গোণার পর পীযূষ বলল,' পঁয়ত্রিশ টাকা ! এবার মায়ের জন্য আমরা কি কিনব?' মল্লিকা বললো ' মা পুরনো জিনিস ভালোবাসে। আচ্ছা, আমরা যদি কোন পুরানো জিনিস কিনি? যেমন ধর, কোন পুরনো সুন্দর কৌটো কিংবা পুরনো দিনের কাঁচের গ্লাস বা, পুঁতির মালা বা কোনো সুন্দর ফুলদানি এই রকম কিছু। মা নিশ্চয় খুব খুশি হবে। পীযূষ বললো 'তাহলে চল পুরনো জিনিসের দোকানে যাই'। মল্লিকা বললো 'তুই কি এরকম দোকান কোথায় জানিস?' পীযূষ উত্তর দিলো ' তা জানিনা, চল না খুঁজে নেবো'।
    কিন্তু অনেক খুঁজেও ওরা সেরকম কোন দোকান খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে ওরা বড় রাস্তা ছেড়ে একটা সরু গলির মধ্যে ঢুকে পড়লো আর কিছুদূর গিয়েই দেখলো একটা পুরনো জিনিসের দোকান। পীযূষ চেঁচিয়ে উঠলো, 'আরে, এই তো ,পেয়ে গেছি।' দুই ভাইবোন খুব খুশি হয়ে সেই দোকানে ঢুকে পড়লো। দোকানের ভেতরে এটা সেটা দেখতে দেখতে মল্লিকার একটা পুরনো দিনের ফুলদানি দেখে খুব পছন্দ হয়ে যায়। পীযূষ ওর গায়ে চেটানো কাগজে দামটা দেখে বলে ' পঁচিশ টাকা দাম লেখা আছে, এটা আমরা নিতেই পারি'। ওরা দুজনে কাউন্টারে এসে দাঁড়াল, কিন্তু কাউকে দেখতে পেল না। পীযূষ ঠক্‌ ঠক্‌ করে আওয়াজ করলো।খানিক্ক্ষণ পরে একজন বেঁটে লোক কাউন্টারের পেছনের দরজাটা খুলে বেরিয়ে এল, বললো -- ' কি চাই তোমাদের?' পীযূষ বললো 'ঐ ফুলদানিটা'। লোকটা ওদের দিকে তাকিয়ে বললো 'এর দাম পঁচিশ টাকা'। মল্লিকা তাড়াতাড়ি টাকা বের করে তার হাতে দিল। লোকটা কাগজে মুড়ে ফুলদানিটা দিতে গেলে ওরা বলে 'একটা বাক্সতে ভালো করে প্যাক করে দিতে পারেন?' লোকটা বললো ' দাঁড়াও দেখছি।'।এই বলে সে বাক্স খুঁজতে লাগলো।
  • phutki | 131.241.146.122 | ১২ জুন ২০১৩ ১৮:১৩404638
  • বাহ। এগিয়ে চলুক।
  • pi | 118.12.167.200 | ১২ জুন ২০১৩ ১৮:১৬404639
  • আরে বাহ ! দারুণ হচ্ছে ! হৃদির জন্য অনেক আদর। এগিয়ে চলুক ...
  • jhumjhumi | 127.194.247.135 | ১২ জুন ২০১৩ ১৮:২০404640
  • লোকটা বাক্স খুঁজতে খুঁজতে একটা বড় বাক্স খুলে ফেলল আর তার থেকে বেরিয়ে এলো একটা শেয়াল। সে তো হাঁ হাঁ করে উঠলো, আর তারপর শেয়ালটাকে ধরবার জন্য সেটার পেছনে দৌড়তে লাগল। কিন্তু অনেক চেষ্টা করেও সে শেয়াল্টাকে ধরতে পারলো না।তখন সে আরেকটা বাক্স খুললো। সেখন থেকে বেরিয়ে এলো একরাশ নানারঙের প্রজাপতি। সেগুলো ঘরময় উড়তে লাগলো। লোকটা সেগুলোকেও ধরতে চেষ্টা করলো, ধরতে না পেরে রাগে চিৎকার করতে করতে দরজাটা বন্ধ করে দিল যাতে প্রজাপতিগুলো বাইরে চলে যেতে না পারে। এবারে সে অরেকটা বাক্স খুললো, তার থেকে বেরিয়ে এলো একটা অদ্ভূত মানুষ! তার নাকটা লম্বা আর কান দুটো ছুঁচলো মতন। বেঁটে লোকটা এর কাছে সাহায্য চাইল ।

    ওদিকে এইসব আজব কাণ্ডকারখানা দেখে মল্লিকা আর পীযূষ তো হতভম্ব হয়ে ধপ করে একটা পুরানো গদি আঁটা চেয়ারের উপরে বসে পড়েছে। মল্লিকা ফিসফিস করে ভাইকে বললো' বাড়ি যেতে পারলে কি ভালো হতো'। তাই শুনে পীযূষ ও বললো 'ঠিক বলেছিস, আমিও তাই ভাবছিলাম'।
    হঠাৎ ওদের মনে হল চেয়ারটা ওদের নিয়ে উঠছে। ভয়ে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল, আর শুনতে পেল লোকদুটো মহা চ্যাঁচামেচি জুড়ে দিয়েছে।
    'আরে একি, আমাদের চেয়ার! অ্যাই তোমরা আমাদের চেয়ার নিয়ে চলে যাচ্ছ কেনো? ধর, ধর, পালিয়ে গেল' অরো কত কি ! ওরা যখন চোখ খুললো তখন দেখে, চেয়ারটা প্রায় ওদের খেলার ঘরের কাছকছি এসে গেছে।আরো একটা জিনিস ওরা লক্ষ্য করলোয, চেয়ারটার চারটে পায়ে চারটে ডানা গজিয়েছে।
    কিছুক্ষণের মধ্যেই ওরা ওদের খেলার ঘরে পৌঁছে গেল। চেয়ার থেকে নেমে মল্লিকা পীযূষকে বললো, 'আয়, এটাকে কোথাও লুকিয়ে রাখি। আমরা ছাড়া আর কেউ এটার কথা জানবে না,'
    ওদের মায়ের জন্মদিনটাও ভালো ভাবেই শেষ হল।

    শেষ
  • kk | 78.47.250.76 | ১২ জুন ২০১৩ ১৯:০৪404641
  • খুব সুন্দর অনুবাদ হয়েছে।
  • 4z | 152.176.84.188 | ১২ জুন ২০১৩ ১৯:০৭404642
  • খুব ভালো লাগল।
  • pi | 118.12.167.200 | ১২ জুন ২০১৩ ১৯:২১404644
  • ভারি সুন্দর !
  • কৃশানু | 213.147.88.10 | ১২ জুন ২০১৩ ২১:৩৭404645
  • সুন্দর!!
  • | 24.96.189.212 | ১২ জুন ২০১৩ ২১:৩৯404646
  • বাঃ দারুণ তো! খুব সাবলীল লেখা।
  • rabaahuta | 172.136.192.1 | ১২ জুন ২০১৩ ২১:৪০404647
  • কি সুন্দর লেখা।
  • san | 24.98.68.143 | ১২ জুন ২০১৩ ২১:৪২404648
  • ওমা ওর কতো বয়েস? কি ফ্লুয়েন্ট লেখা !
  • byaang | 132.167.200.208 | ১২ জুন ২০১৩ ২১:৪৮404649
  • বাঃ!! কী ভালো হয়েছে রে লেখাটা!! খুব ভাল্লাগল। খুব সুন্দর লেখার হাত তো! ঝরঝরে।
    হৃদিম্যাডাম, এবার তো ছাড়ব না আপনাকে। আরো একটা নতুন গল্প বলতে হবে আমাদের।
  • | 60.82.180.165 | ১২ জুন ২০১৩ ২২:২৬404650
  • হৃদিকে অনেক আদর আর অভিনন্দন।
    খুব সুন্দর হয়েছে।
  • jhumjhumi | 127.194.254.49 | ১৩ জুন ২০১৩ ১১:৪১404651
  • @স্যান ঠিক দু'মাস পরে ৮বছর হবে।
  • san | 69.144.58.2 | ১৩ জুন ২০১৩ ১১:৫০404652
  • আরো যেন লেখে ঃ-)
  • Abhyu | 118.85.89.109 | ১৩ জুন ২০১৩ ১১:৫১404653
  • খুব সুন্দর হয়েছে।
  • sosen | 24.139.199.11 | ১৩ জুন ২০১৩ ১২:৩৬404655
  • আরো চাই হৃদিদিদি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন