এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬২১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১৩408815
  • বন্ধুগন আবার এসেছি ফিরে। সঙ্গে থাকুন আজকের মিশন আবাপ, বর্তমান, আজকাল।
  • stoic | 160.103.2.224 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৮408817
  • এক্সপি আর ভিস্তার যুদ্ধের মধ্যে খামোখা ম্যাক কে নিয়ে টানাটানি কেন ? সে যাই বল বাপু, যে একবার ম্যাকে মজিয়াছে তার কাছে বাকি সব ই মায়া। ;-)
  • siki | 122.162.82.24 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৮408818
  • খুব সম্ভবত আমি ততটা গ্রে ম্যাটারের অধিকারী নই যতটা গ্রে ম্যাটারের দরকার হয় উবুন্টু বুঝতে। অসহ্য রকমের ফ্রাস্টেটেড লাগছে।

    4 Feb 06:45 am বীতশোকের পোস্ট ফলো করতে গেলাম। টার্মিনাল খুলে লিখলাম ntfs-3g। উবুন্টু আর আর আমার কথোপকথন নিচে ছেপে দিলাম। এর পর কী করতে হয়, আমি বুঝতে পারলাম না। কাকুকে জিগালাম, সে-ও একই কথা বলল, কিন্তু আমার তাতে কোনও উপকার হল না।

    samik@ubuntu:~$ ntfs-3g
    ntfs-3g: No device is specified.
    Please type 'ntfs-3g --help' for more information.
    samik@ubuntu:~$ sudo apt-get install ntfs-3g
    [sudo] password for samik:
    Reading package lists... Done
    Building dependency tree
    Reading state information... Done
    ntfs-3g is already the newest version.
    0 upgraded, 0 newly installed, 0 to remove and 0 not upgraded.
    samik@ubuntu:~$ ntfs-3g
    ntfs-3g: No device is specified.
    Please type 'ntfs-3g --help' for more information.
    samik@ubuntu:~$ ntfs-3g --help

    ntfs-3g 1.2506 external FUSE 27 - Third Generation NTFS Driver

    Copyright (C) 2006-2008 Szabolcs Szakacsits
    Copyright (C) 2005-2007 Yura Pakhuchiy

    Options: ro (read-only mount), force, remove_hiberfile, locale=,
    uid=, gid=, umask=, fmask=, dmask=, streams_interface=,
    syncio.
    Please see the details in the manual.

    Example: ntfs-3g /dev/sda1 /mnt/win -o force

    Ntfs-3g news, support and information: http://ntfs-3g.org
    samik@ubuntu:~$ more/etc/fstab
    bash: more/etc/fstab: No such file or directory
    samik@ubuntu:~$


    এর পর ঠিক কোন কোন সাইট খুঁজলে, আর কী কী কম্যান্ড টাইপ করলে আমি বুঝতে পারব যে আমি আমার C ড্রাইভের জিনিসপত্র উবুন্টু থেকে দেখতে পাব? ইউনিক্স শিখে কি উবুন্টুতে হাত দেওয়া উচিৎ?
  • siki | 122.162.82.24 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪০408819
  • এই ভাষায় কথা বলে কোনও অপারেটিং সিস্টেম কী করে নন্‌-টেকিদের মধ্যে জনপ্রিয় হতে পারে? উবুন্টুকে ইংরেজি শেখানো যায় না?
  • Ishan | 12.163.39.254 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৬408820
  • আব্বে আজ্জো।ies4linux নামাতে বললাম যে? পদ্মাটা মোটেও ভালো না। চতুর্দিকে গোল গোল দাগ।

    আরেকটা কথা। ফাফতে বাংলা ইংরিজি ডিফল্ট ফন্ট সেট করে দিলেও সেটা নিচ্ছে না কেন? উইন্ডোজে তো দিব্যি নেয়।
  • siki | 122.162.82.24 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১০408821
  • বরং আজ্জো একশোয় একশো। পয়েন বাই পয়েন মিলে গেল। পাঁচ মিনিটে বাংলাপ্লেন ইনস্টল হয়ে এখন গুরু বাংলায় পড়তে পারছি।
  • pi | 128.231.88.6 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:১৯408822
  • উঁহু, উবুন্তুকে হিন্দী শেখাতে হবে । ;-)
  • shyamal | 64.47.121.98 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৩408823
  • দুটো নন-টেকনিক্যাল পয়েন্ট।
    ১) অ্যাপল আর মাইক্রোসফটের ঝগড়া অনেকটাই লোক দেখানো। স্টিভ জবসের যখন ঝাড় নেমেছিল, বিল গেটস অ্যাপলকে বেইল আউট করে। অ্যাপলের পার্ট ওনার হল বিল গেটস।
    ২) মানব ইতিহাসে গরিব দেশের মানুষের জন্য বেসরকারি চ্যারিটিতে সবচেয়ে বেশি খরচ করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
  • bitoshok | 75.72.245.81 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৩408825
  • more-এর পরে একটা ফাঁক হবে। more এই কম্যান্ড টা দিয়ে বলা হচ্ছে /etc র মধ্যে যে fstab ফাইল আছে, সেটা টার্মিনালে লিখতে।
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪০408826
  • ies4linux নামানো চাড্ডিখানি কথা। কত কি যে করতে হল। তার আগে wine নাবাতে হল। সেটা খেতে হল। তারপর ies4linux 6.0 লোড হলেন। তা হলেন ভালো। তার আগে কিসব গালি দিলে যে root হয়ে ie লোড করছ ফল কিন্তু ভালো হবে না। তা গায়ে মাখি নি। চালিয়ে দেখলাম আনন্দবাজার তো একেবারে জানালার মতন দেখতে লাগছে। বর্তমান ও বেশ দেখতে পেলাম। আজকালে কিছু গোল্লা আর কার্লি ব্র্যাকেট আর & আসছে।

    এবারে আমি বুদ্ধি করে ies4linux 7.0 beta ও নামিয়েছি। কিন্তু সে ব্যটা চলছে না। মেশিন যে বড্ড স্লো চলছে।
  • bhuto | 122.172.37.57 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩০408828
  • আহা,দারুণ দিদিমাসি। বইটা আমি ঝেড়ে দিলাম। আমি এখন *nix পাগল হয়ে খুজিয়া ফিরছি বই। যেখানে পাচ্ছি ঝেড়ে দিছি। কোত্থেকে পেলে? সন্ধান পেলে সেখানে ঢুঁ মারবো।
  • arjo | 168.26.215.13 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫৮408829
  • সব মিশনই তো মোটামুটি সাকসেসফুল। এক আজকালটা একটু অন্যরকম। তো যাক আমি আজকাল পড়ি না। এবারে কি করব? রিমুভ করে অন্য একটা ফ্লেভার ইনস্টল করব?

    এর মাঝে কিছু প্রশ্ন:
    ১। ies4linux ইনস্টল করার পর aaplication-> internet এর আণ্ডারে এল না কেন? বারে বারে কম্যান্ড লাইন থেকে চালাতে হবে নাকি? (অপেরা কিন্তু দিব্যি লোড করেছে)

    ২। ies4linux লোড করার সময় যে গালি দিল root এর মধ্যে ইনস্টল কোরো না। তা এ অবস্থায় কি করা উচিত? একটু জ্ঞান চাই। (ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, ধরে নেবেন আমি কিছু জানি না)।
  • Ishan | 12.163.39.254 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৩408830
  • আজ্জো ইমপ্লিকেশনটা ধরতে পারছে না। আজকাল মানে শুধু আজকাল না। যেকোনো eot ফন্ট ওয়ালা সাইট। মানে নেটের প্রায় কোনো বাংলা সাইটই পড়তে পারবেনা।

    বিশ্বাস না হলে http://www.banglalive.com এর মজলিশ বা মতামত দেখে নাও। পরবাস, বর্তমান, আনন্দবাজারে কোনো প্রবলেম হবেনা।

    আর রুটটা ইজি ব্যাপার। ইনস্টল করার সময় তুমি sudo দিয়ে ইনস্টল করেছ। সেটা করা উচিত হয়নি। ওটার ফলে জিনিসটা রুট প্রিভিলেজ পেয়ে গেছে। ব্যস।

  • Ishan | 12.163.39.254 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৫408831
  • আরেকটা কথা লিখতে ভুলে গেছি। মজার কথা হচ্ছে, ফায়ারফক্স ৩ এর উইন্ডোজ ভার্সানে eot সাপোর্ট করে। (বিশ্বাস না হলে উইন্ডোজ থেকে ফাফ দিয়ে আজকাল খুলে দেখে নাও।) কিন্তু লিনাক্ষকে করেনা। কেন কেন কেন?
  • bitoshok | 128.101.220.108 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২৪408832
  • ১) কোনো wine application root থেকে install হবে না। সবসময় user area থেকে হবে। this is the rule

    ২) user area থেকে wine চললে ও প্রথমে .wine বলে একটা directory তৈরি করবে, যার মধ্যে যাবতীয় application install হবে। এটার মধ্যে ঢুকলেই বোঝা যাবে জিনিসপত্র গুলো কোথায় ফেলছে।

    ৩) user area থেকে ies4linux চললে Desktop আর menu দু জায়গাতেই icon রেখে দেবে। excutable
    ফেলবে home/arjo/bin-এ।

    ৪) গালিটা অগ্রাহ্য করার জন্যে, যাবতীয় কিছু install হয়েছে /root/.wine-এ। user-এর সেটা দেখতে পাওয়ার কথ নয়।

    ৫) সুতরাং আরেকবার ট্রাই করুন।
  • bitoshok | 134.84.199.53 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৩৬408833
  • ফায়ারফক্স লিন/উইন কোনো ভার্সনেই .eot সাপোর্ট করে না। পদ্মার মত 'এক্সপেরিমেন্টাল' প্লাগ-ইন আছে, মনে হয় এখানেও সাইট স্পেসিফিক কিছু একটা করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/6569। পার্টিকুলার দুটো উর্দু ওয়েবসাইট ছাড়া আর কিছু চলছে না।

    reagarding padma & ies4linux: পদ্মা বা ies4linux কোনো টাই সল্যুশন নয়। শুধুই ওয়ার্ক-আরাউন্ড। জনহিতার্থে। সুতরাং ফুল সাপোর্ট আশা না করাই ভালো।

    আজকাল লিনাক্সেই যথেষ্ট ভালো আসে। শুধু ওদের font টা নামিয়ে নিন। পরবাস-এর জন্যে itxbeng.ttf.wine/drive_c/Fonts ফোল্ডারে ফেলে iex চালান। আমার তো দিব্য আসছে।

  • bitoshok | 134.84.199.53 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:১৮408834
  • update:
    পরবাস, বাংলালাইভ দুটো-ই অপেরা তে আসবে। পরবাস itxbeng, বাংলালাইভ BanglaFontNormal,BanglaFontBold ইউজ করে। গুগলিয়ে BanglaFontNormal পাওয়া গেল। ইনস্টল করে বাংলালইভ দিব্যি আসছে। একটু চেষ্টা-চরিত্তির করলে এই কায়দা
    মোজিলা তেও খেটে যাবে। এইবারে 'মাইক্রো'-র খোকারা কন দেহি eot কে ttf করি ক্যামনে?

  • Arpan | 65.194.243.232 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:৫৬408836
  • বীতশোক, এইটা ট্রাই করলেন কি?

    http://epratidin.in/
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৮408837
  • ইওটি বুঝি না বাপু, তবে ফন্ট থাকলে আজকাল দিব্যি আসে গ্নু/লিনাক্সে।

    আর বেথে - ইউবান্টু দিব্যি ইংরিজী বোঝে, কিন্তু তুমি যেগুলো করতে চাইছ সেগুলো একটু পরের দিকের ব্যাপার। এক্ষুণি তোমার লাগবে না। আগে আজ্জোর স্টাইলে এগোও, পরে দরকার হলে বীতশোক স্টাইলে।

    আর একা আমিই কনসিস্টেন্টলি গ্নু/লিনাক্স বলছি। স্টলম্যান আমার ওপর খুশি হবেন - বাকিদের কপালে দু:খু আছে - ভদ্রলোকের গালি তো খাও নি...
  • bitoshok | 75.72.245.81 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০১408838
  • অর্পন, এই ঠিকানাটা জানা ছিলো না। থ্যাংক্স।
  • Ishan | 12.217.30.133 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৫408839
  • কি জ্বালা, ফন্ট ইনস্টল করলে যে বাংলা দেখা যাবে, সে কি আর আমি জানিনা? নইলে আর গুরু দেখছি কিকরে?

    কিন্তু এক হাজারটা বাংলা সাইট আছে পৃথিবীতে। তাদের সবার ttf তো পাওয়া যায়না। এগুলো দেখব কিকরে? নাকি সবাই যতদিন ইউনিকোড না ব্যবহার করে, ততদিন দেখবনা?

    eot থেকে কোনোভাবে কি ttf করা যায়? প্রশ্নটা আমারও। এইটা পারা গেলেই আমি সিধে নিলাক্সে থেকে যাব। বাকি কোনো কিছু নিয়েই কমপ্লেন নাই।

    পু: আরও একটা প্রবলেম হল: আনন্দবাজারটা, কেন জানিনা, পদ্মা বা ies4linux এ বেশ অপাঠ্য। উপরে উপরে ভালই দেখতে। কিন্তু পড়তে গেলেই বেশ অসুবিধে হয়। চারিদিকে অজস্র গোলগোল বস্তুতে আর z অক্ষরে ভর্তি।
  • Arpan | 65.194.243.232 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৮408840
  • আজকাল গুরুরও ttf পাওয়া যায় না। :((
  • siki | 122.160.41.29 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯408841
  • আজ্জোর কোটা কমপ্লিট। আজ্জোর প্রতিটা স্টেপ হুবহু মিলেছে। আজ্জোকে একশোয় দেড়শো।

    কিন্তু বীতশোকের ইনস্ট্রাকশনগুলো পরের স্টেপ মানে? আমিই তো বললাম আমার যাবতীয় মাল্টিমিডিয়া জিনিসপত্রসমূহ সি ড্রাইভে পড়ে আছে, সেগুলো লাইভ সিডির মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, যদিও চালাতে পারি নি একটাও, কিন্তু উবুন্টু ইনস্টল করার পর থেকে আর দেখতে পাচ্ছি না। তখন বীতশোক মাউন্ট ইত্যাদির ফান্ডা দিয়ে ঐ সব কম্যান্ড লিখে দিলেন। শুরু থেকে একটাও কাজ করল না।

    প্রশ্নটা সেখানেই রয়ে গেল।

    ১) উইন্ডোজের সি ড্রাইভে রাখা আমার সমস্ত ডকুমেন্টস মাল্টিমিডিয়া আমি উবুন্টু থেকে কী করে দেখব এবং ওপেন করব?

    ২) ইউএসবিতে হ্যান্ডিক্যাম লাগালে কী করে বুঝব উবুন্টু তাকে চিনতে পারছে কিনা? উবুন্টু তো হ্যাঁ-ও করে না, হুঁ-ও করে না।

    একটা জেনেরিক প্রশ্ন। যে কোনও কিছু ইনস্টল করতে হলেই টার্মিনাল খুলে কম্যান্ড লিখতে হয়? ক্লিক ডাবল ক্লিকের কোনও ফান্ডা নেই? একটা রিয়েলপ্লেয়ার নামালাম লিনাক্স ওএসের জন্য। কী যেন .bin নাম নিয়ে ডেস্কটপে সেভ হল। তাকে ডাবলক্লিক করলাম, গালাগাল দিল, ইনস্টল হল না।
  • Ishan | 12.217.30.133 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২০408843
  • এডিটারও পাওয়া যাচ্ছেনা দেখছি। এখুনি ঠিক করে দিচ্ছি।
  • siki | 122.160.41.29 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২০408842
  • গুরুর ttf আমাকে রীতিমতো গুগুল করে অন্য জায়গা থেকে নামিয়ে রিনেম করে চালাতে হয়েছে :-)
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১408844
  • অ, বুইলাম। এই শব্দগুলো ক্লিয়ার ছিলো না। গুগুল খুঁজে দেখতে হবে - নয়তো, এটা একটা ভালো প্রোজেক্ট। ডায়নামিক eot-ttf কনভার্টার;-)
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৬408845
  • আরে বাবা সিধে উপায় হল সব মাল্টিমিডিয়া সিডিতে কপি করে ইউবান্টুতে তুলে আনো - প্রথম দিকে এটা ইজিয়েস্ট। নইলে ওই আরেকটা লজিক্যাল পার্টিশন বানিয়ে রাখতে হবে।

    দুই - না সবসময় কম্যাণ্ড প্রম্পট খুলতে হয় না। ফেডোরাতে একটা ইউআই আছে - অ্যাড/রিমুভ সফটওয়্যার গোছের - সেটাকে বলতে হয় আমি অমুক জিনিস চাই - সে ভিতরে ইয়াম চালিয়ে সব নিয়ে এসে ইনস্টল করে দেয়।

    এবার সেগুলো সব হল ফেডোরার অনলাইন রিপোজিটরি থেকে। থার্ড পার্টি কিছু চাইলে হয় বিন ফাইল বা আরপিএম আসবে। বিন ফাইল মানে executable - কিন্তু ওর তখনও execute পার্মিশন নেই। সেটা দিতে হবে - chomod u+x filename করলে সেটা হবে। তাপ্পর ডাবল ক্লিক করে চালাও।

    আগেও বলেছি - এই পারমিশন ইত্যাদি হল *nix-এর সিকিউরিটির বড় ফীচার। তুমি একটু এই পারমিশন সংক্রান্ত ব্যাপারটা পড়ে নাও - owner, group, user ইত্যাদি। এটা অপশনাল নয় - ম্যান্ডেটরি - এটা না বুঝলে ব্যথা আছে।
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৭408847
  • আমি ফেডোরা লিখলাম বটে - ইউবান্টুতেও সিমিলার সিস্টেম আছে - অ্যাপ্ট দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন