এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬১৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.162.82.61 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:০২408681
  • একটু সুখবর। কেবল উইন্ডোজ মুভি মেকারই ইউএসবি মোডে আমার হ্যান্ডিক্যামকে চিনতে পারছে না। বাকি গোটা দুই সফটওয়্যার দিব্যি চিনতে পারছে (একটা muvee আরেকটা youcam দুটোই ভিস্তার সাথে এসেছিল ফ্রি) রেকর্ডও হচ্ছে, তবে তেমন আহামরি কিছু সফটওয়্যার নয়, অপশন টপশন বিশেষ কিছু নেই। কিন্তু হ্যান্ডিক্যাম থেকে ছবি সাউন্ড দিব্যি আসছে।

    স্কাইপ-এর ভিডিও টুলেও হ্যান্ডিক্যাম থেকে ছবি ক্যাপচার হচ্ছে। জিটকের ভিডিওতেও। শুধু মুভি মেকারে হচ্ছে না।
  • shyamal | 64.47.121.98 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৭408682
  • আমি এখনও জানিনা ভিস্তা শুনলেই লোকে এত ক্ষেপে ওঠে কেন। আমার বাড়ির ডেস্কটপে ভিস্তা। তাতে তো আমার দৈনন্দিন অ্যাপ গুলো সবই চলে। তা ছাড়া টমক্যাট, ওরাকল, আইডিয়া (IDE) ইত্যাদিও চালাতে কোন অসুবিধা হয়নি।
    ভিস্তায় এই প্রথম দেখলাম, একটা ফিচার আছে তাতে দেখা যায় স্টার্ট আপে কি কি প্রোগ্রাম চালু হয়েছে। তার মধ্যে ইউজার ইচ্ছে মত কোন প্রোগ্রামকে ডিজেবল করতে পারে।

    ভিস্তায় একটাই মাইনর সমস্যা হল উইন্ডোজ এক্সপ্লোরারে ওপরে যেখানে path name দেখায়, সেটা আমার ইরিটেটিং লাগে। এক্স পি অবধি ভাল ছিল।

    আরেকটি সমস্যা এখনও সমাধান করতে পারিনি। ভিস্তা থেকে অন্য একটি এক্সপি ল্যাপটপে পিং করলে ল্যাপটপকে দেখতে পাচ্ছে। কিন্তু ল্যাপটপ থেকে ভিস্তাকে পিং করলে ডেস্কটপকে দেখতে পাচ্ছে না। ডেস্কটপে ফায়ারওয়াল ডিজেবল করেছি, তাও। কেউ যদি সমাধান জানেন, বললে বাধিত হব।
  • nyara | 67.88.241.3 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৭408683
  • ভিস্তার ICMP সার্ভিস চালু আছে? ভিস্তা সম্বন্ধে কিছুই জানিনা, কিন্তু ping যেহেতু ICMP প্রোটোকল ব্যবহার করে, মনে হয় ঐ সার্ভিস চালু থাকতে হবে।
  • bitoshok | 134.84.199.37 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৪408684
  • সিকি-র প্রশ্নের উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করব।

    ১) লিনাক্স থেকে উইন্ডোজ ফাইল access + ভাইসি ভার্সা।

    -- অনুমান করছি D তে FAT এবং C তে ntfs আছে। এটা লিনাক্স মাউন্ট করে ntfs-3g ইউজ করে। উবুন্টু-র ডিফল্ট সেটিং কি সেটা সম্পর্কে ধারনা নেই, যদি বুট করবার সময় c পার্টিশন নিজে নিজে মাউন্ট না হয় তবে বুট সেটিং এ গিয়ে ঐ পার্টিশনের একটা মাউন্ট পয়েন্ট বলে দিয়ে সেখানে এটাকে মাউন্ট করতে বলতে হবে। প্রথমে আপনার /mntarea চেক করুন, যে ওখানে এটা অলরেডি মাউন্টেড আছে কিনা।

    ভিস্তা থেকে লিনাক্স পার্টিশন accsses কর্তে চাইলে, একাধিক থার্ড পার্টি টুল নেটে পাওয়া যায়। লিনাক্সের ফাইলটাইপের উপর (ext/reiser) নির্ভর করবে কোনটা ব্যাবহার করবেন। তবে এগুলি কাজ করে যদি লিনাক্স প্রাইমারি পার্টিশনে থাকে, লজিক্যাল ভল্যুমে লিনাক্স ইনস্টলেড হলে ঝামেলা আছে।

    [ক্রমশ]
  • Bhuto | 122.172.25.189 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৫১408685
  • শ্যামল,
    ভিস্তাকে পিং করলে রিপ্লাই আসছে না , না ভিস্তাকে অ্যাকসেস করতে পারছো না।

    তোমার ভিস্তার কোন এডিশান?

    আমার ব্লগ এ আমি এর solution লিখেছিলাম, তবে সেটা অ্যাকসেস করতে না পারলে। পিং এর জন্য icmp সিকিউরিটি চেক করতে হবে। তোমার অ্যান্টিভাইরাস কিসের? নর্টনের\সিম্যানটেকের হলে ওদের নিজস্ব ফায়ারওয়ালটা disable করতে হতে পারে।

    আর অ্যাকসেস করতে চাইলে এইগুলো দেখতে পারো। আমার ব্লগ থেকে তুলে দিলাম।

    Hi,
    Sometimes you may have problem in accessing other system in network from\to Vista.People may start thinking about the user name and password as this shows "unable to login\login failed".But be cool there is a simple security policy which may reduce your tension.

    For Vista Business\Ultimate\Enterprise user:

    Go to 'Start' and click on 'Run'.
    Type 'secpol.msc' or 'gpedit.msc' and then press 'Enter'.

    Navigate to the path(For secpol.msc) Security Settings
    Local PoliciesSecurity Options

    Navigate to the path(For secpol.msc)
    Local Computer Policy
    Computer ConfigurationWindows SettingsSecurity SettingsLocal PolicySecurity Option

    Then go to "Network security: LAN Manager Authentication level" in right pane and double clicking on it will show you the option selected is "Send NTLMv2 response only".
    Change it to "Send LM & NTLM - use NTLMv2 session security if negotiated" or any other which allows LM & NTLM security also.

    For Vista Home Basic\Premium user:
    Here is some small tips to find and change the registry entry to change the security policy (i.e. "Network security: LAN Manager Authentication level") for accessing other system on network in Vista Home Basic and Home Premium where there is no option for opening or editing 'gpedit.msc' or secpol.msc'.

    Go to 'Start' and click on 'Run'.
    Type 'regedit' and then press 'Enter'.
    Navigate to the key "HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Lsa"
    In right pane you will be able to see a DWORD value called "lmcompatibilitylevel".
    Double click on that and change the value to '1'.

    This will change the option from registry itself as you do not have 'secpol' or 'gpedit' editing facility enabled on your Vista Home Basic or Premium.Now enjoy sharing and accessing files and folders over network,but be careful as you have just reduced your security level and it may be vulnerable for incoming threats.So please access from reliable source and share with read access only.

  • shyamal | 64.47.121.98 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০১408686
  • ভুতো,
    ধন্যবাদ। বাড়ি গিয়ে চেষ্টা করে দেখব। তবে আমার সমস্যা হল এক্স পি মেশিন থেকে পিং করতে পারছিনা ভিস্তা কে , কিন্তু উল্টোটা নো প্রব্লেম।
  • bitoshok | 134.84.199.37 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:১২408687
  • ২) মাল্টিমিডিয়া: কোনো কোডেক পারচেজ করার গল্প নেই। totem কোনো প্লেয়ার নয়, এটা একটা front-end --xine-engine বা gstreamer-engine ব্যাবহার করে। আপনি প্রথমে vlc প্লেয়ার ট্রাই করে দেখুন --আপনার ফাইল গুলি চলছে কিনা। কোনো কোডেক আলাদা করে লাগবে না। কোনো পার্টিকুলার ফাইল টাইপের ক্ষেত্রে সমস্যা হলে, দেখা যাবে।

    আমি xine, vlc, mplayer তিনটেই ইউজ করি। xine-এর ক্ষেত্রে নিজে কম্পাইল করে নেই। আজ পর্যন্ত কোনো অডিও/ভিডিও ফর্মাটের ক্ষেত্রে অসুবিধে হয় নি।
  • bitoshok | 134.84.199.37 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩২408688
  • হ্যান্ডিক্যাম চলা উচিত। আমার digikam v.0.10 তো দেখাচ্ছে Sony TRV-20E চেনে।
  • bitoshok | 128.101.126.222 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৪৫408689
  • আরেকটু add করে দিচ্ছি।

    ১) যদি উইন্ডোজ পার্টিশন ডিফল্ট মাউন্ট না হয়।

    ক) ntfs-3g ইনস্টলড হয়েছে কিনা দেখুন। না হয়ে থাকলে ইনস্টল করুন।

    খ) দেখুন উইন্ডোজ পার্টিশন টা কোথায় আছে। $sudo /sbin/fdisk -l। ধরা যাক এটা আছে /dev/sda2 তে।

    গ) একটা মাউন্ট পয়েন্ট বানান। ধরা যাক এটা মাউন্ট করা হবে /mnt -র মধ্যে। $sudo mkdir -p /mnt/windows_vista

    ঘ) এবারে মাউন্ট করুন। $mount -t -v ntfs-3g /dev/sda2 /mnt/windows_vista বা ntfs-3g /dev/sda2 /mnt/windows_vista

    ঙ) (ঘ) কাজ করলে এটা /etc/fstab ফাইলে জুড়ে দিন। ওপেনসুসে-11.1 থেকে আমার fstab entry টা তুলে দিচ্ছি ।

    /dev/disk/by-id/ata-ST9250421ASG_5TH01X13-part2 /mnt/windows_vista ntfs-3g
    users,gid=users,fmask=133,dmask=022,locale=en_US.UTF-8 0 0


    * শেষ কলামের প্যারামিটার গুলো খুব জরুরী নয়। একবার man ntfs-3g করে দেখে নিন।

    চ) reboot the system

    নো 'টেকি' বিজনেস!
    ------------------------------------------------
    ৩) digikam ট্রাই করতে চাইলে

    https://help.ubuntu.com/community/digikam
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:১১408691
  • বেথে - কারো কাছে দেখো পিন্যাকল আছে কিনা, বা ওর কোনো ট্রায়াল ভার্সন পাও কিনা। উইন্ডোজ প্ল্যাটফর্মে পিন্যাকল ভালো ভিডিও এডিটিং প্যাকেজ। ওটা চলে কিনা দেখো। নেহরু প্লেসে কপিও পেয়ে যেতে পারো।
  • arjo | 24.214.28.245 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৪408692
  • বোঝো এক ইনস্টল করতে গিয়েই মোটামুটি এখনো অবধি ১০ পার্সন ডেজ বেরিয়ে গেল। আর যাই হোক ঠিক প্রোডাক্টিভ নয়, কি বলেন?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৯408693
  • ধুর সে তো...

    একবার ইনস্টল করতে ৪০ মিনিট লাগে - আর কিছু না। এক্সপি ইনস্টল করতেও মনে হয় ওইরকমই কিছু লাগে।

    পার্সোনাল প্রেফারেন্স থাকেই, কিন্তু এই ভয়টা অহেতুক ভয়। আর তার সবচেয়ে বড় প্রমাণ ওই ভুতোর পোস্টটা - ওটা যদি নন-টেকি ইউজারদের জন্যে হয় তাইলে আর টেকি কেউ নয়;-)
  • Ishan | 12.217.30.133 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩০408694
  • না না। ওরকম না। আমিই বাড় খেয়ে উবুন্টু ইনস্টল করে ফেললাম আজ। ইনস্টলেশন, নেট কানেকশন, ভি এলসি প্লেয়ার সব মিলিয়ে ঘন্টা চারেক লাগল। এখন এই উবুন্টু থেকেই লিখছি।

    এবার ন্যাড়াদার এডিটার নামাবো। :)
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৩408695
  • অ্যাঁ? মামুর এদ্দিন ছিলো না?
  • Ishan | 12.217.30.133 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৭408696
  • লিনাক্স? আমি? আপিস ছাড়া কোত্থাও ব্যবহার করিনি। আর আপিসের গাব্দা সার্ভারে আমাকে কিছু ইনস্টল করতেই দেয়না। :(
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৩408697
  • বীতশোক,

    ১) আমি আদ্যোপান্ত কিচ্ছু বুঝলাম না।

    ক। কী করে বুঝব ডিফল্ট মাউন্ট কিনা? ডিফল্ট মাউন্ট কাকে বলে?
    খ। ntfs-3g কাকে বলে? কীভাবে দ্যাখে ইনস্টল্‌ড হয়েছে কিনা? কীভাবে ইনস্টল করে?
    গ। $sudo /sbin/fdisk -l এটা কি কোনও কম্যান্ড? কোথায় লেখে? দেখে তো মনে হচ্ছে ইউনিক্সের কম্যান্ড। আমি কিন্তু ইউনিক্সে ক-অক্ষর গোমাংস।
    ঙ। ঘ কাজ করলে ঐ /etc/fstab-এ জোড়ার জন্যেই কি নিচের কম্যান্ডটা?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪408698
  • এগুলো করতে গেলে আরো ঘেঁটে যাবে। পার্সোনাল প্রেফারেন্স না থাকলে এক্ষুণি পাল্টিও না। জোর করে ধর্ম পাল্টানো উচিত নয়। If it ain't broke, don't fix it - লোকে জানলার সমস্যাগুলো হাতেনাতে এক্সপিরিয়েন্স করলে আপসে পাল্টানোর কথা ভাববে। জানলার মধ্যেই তোমার প্রবলেম সলভ হয় কিনা দ্যাখো আগে - এক্সপি দিয়ে, ভিস্তা উড়িয়ে, কাল এলসিএম দুটো লিংক দিয়েছিলো সেগুলো দ্যাখো...
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭408699
  • যাকগে, মুশি্‌কল হচ্ছে তুমি আর বীতশোক লিখছো দিনে, আর আমি ভিস্তা / উবুন্টুর সামনে বসছি রাতে। হাতে হাতে করে রেজাল্ট জানতে পারছি না, তাতেই কনফিউশন বাড়ছে।

    হ্যান্ডিক্যামের সমস্যার তো সমাধান হয়েছে। আমার কাছে একটা ইউলিড ভিডিওস্টুডিওর ট্রায়াল ভার্সন ছিল, খতম হয়ে গেছে, দেখি পরে পিনাক্‌ল বা ঐ সোনিরই মোশন ব্রাউজার চলিয়ে হয় কিনা। কিন্তু মুভি মেকার কেন ভিডিও নিতে পারছে না সেটা রহস্যই রয়ে গেল। ফায়ারওয়্যার কেবল এই শনিবার গিয়ে নিয়ে আসব। তারপর আবার দেখব।

    পিনাক্‌ল অরিজিনালের দাম কত? কাকুরে জিগাই।
  • shyamal | 72.24.214.129 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৯408700
  • বীতশোকের পোস্টটা পড়লাম। বহুদিন *nix এর সঙ্গে সম্পর্ক নেই। তবু সেই দিনগুলোর কথা মনে পড়ছিল।
    ১) কোন কম্যান্ড কি করে জানার জন্য man করতেহবে।
    ২) বহু ক্ষেত্রেই man page পাওয়া যায়না। তখন /usr, /হ্যান, /ত্যানে গিয়ে find চালিয়ে দেখুন কোন man ডিরেক্টরি আছে কিনা। থাকলে এবারে দেখুন কিভাবে MANPATH এ সেটা জোড়া যায়। তারপরে খোদার নাম নিয়ে আবার man চালান।
    ৩) তারপরেও খুব লাভ নেই। কারণ খুব কম কম্যান্ডেই ভাল উদাহরণ আছে। আর সেকালে গুগল ছিলনা।
    ৪) সাধারনত: সব অ্যাপ উইন্ডোতে program files এর মধ্যে থাকে। আর *nix এ, বিশ্বময় দিয়েছ তাকে ছড়ায়ে। /bin, /usr/bin আরো হাজার জায়গায় থাকতে পারে। লাইব্রেরীও তাই। কত জায়গায় lib ডিরেক্টরি ছড়িয়ে আছে।
    ৫) where বা type দিলেও আদ্ধেক জিনিষ পাওয়া যায় না।
    আরো কত কি। তা লিনাক্স ( AKA plagiarised UNIX) কি এর চেয়ে কিছু উন্নতি করেছে?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২২408703
  • বীতশোক যা লিখছে সেগুলো অফহ্যাণ্ড আমি বলতে পারবো না। ওসব ফোরামে ঘেঁটে বের করতে হয়। তবে বেসিক আইডিয়া থাকলে কি খুঁজতে হবে সেটা সহজে বোঝা যায়। তুমি যদি সিরিয়াসলি প্ল্যাটফর্ম পাল্টাতে চাও তাইলে এট্টুস এদিক ওদিক ঢুঁ মেরে এগুলো জেনে নেওয়া ভালো।

    সোনির নিজস্ব সফটওয়্যার যেটা আমাকে দিয়েছিলো সেটা আমার ভালো লাগেনি। মুভিমেকার হয়তো নতুন ড্রাইভারটা খুঁজে পাচ্ছে না - সম্ভবত: তাই। সেটা এলসিএমের লিংক থেকে নামিয়ে দ্যাখো। যদি ডিএলএল হয় তাহলে মুভিমেকারকে তার হদিস দিয়ে দ্যাখো কিছু হয় কিনা (অডাসিটিকে যেমন লেম ডট ডিএলএল-এর পাথ দিতে হয়)।

    পিন্যাকলের অনেক দাম।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৫408704
  • শ্যামল কখনো গণ্ডির বাইরে বেরোন না। plagiarised unix তো আরো ভালো করে বুঝিয়ে দিলো।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩০408705
  • গ্নু/লিনাক্স ফিচার নিয়ে একটা আলাদা টই খোলা যায় - লোকজনের সিরিয়াস ইন্টারেস্ট থাকলে। নইলে ফের এই আধাখ্যাঁচড়া উক্তিগুলো শুনতে হবে - আমার হজম হয় না মাইরি বলছি।
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৭408706
  • সোনি হ্যান্ডিক্যামের সাথে কোনও ড্রাইভার তো দেয় নি, দিয়েছিল একটা ফালতু সফটওয়্যার, পিকচার প্যাকেজ। তো সেটা ভিস্তায় চলে না বলে সোনি ভিস্তার জন্য বানিয়েছে আরেকটা সফটওয়্যার, ঐ ভিডিও এডিটিং টুলই, মোশন ব্রাউজার। ভিস্তা ছাড়া আর কোথাও চলে না। এলসিএম যে লিংকটা দিয়েছেন। ওতেও কোনও ড্রাইভার নেই যা মুভি মেকারকে হ্যান্ডিক্যাম চিনতে সাহায্য করবে। বস্তুত সোনির সমস্ত সাইট আমি আগেই ঘেঁটে ড্রাইভার নামিয়ে ইনস্টল করে নিয়েছি, তবে না হ্যন্ডিক্যাম কানেক্ট হয়েছে! মোশন ব্রাউজার আমি নামাই নি, ভেবেছিলাম মুভি মেকারেই হয়ে যাবে। দেখি একবার নামিয়ে। নামাতে তো এক্সট্রা খচ্চা নেই!
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৯408707
  • এলসিএমের লিংকে কি আছে তাইলে? ক্যামকর্ডারের ছবি তো আছে, আর সাথে কিছু একটা ডাউনলোডেবল - আমি তার পরে খুলে দেখিনি।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০408708
  • অ। পাস পাস।
  • bitoshok | 75.72.245.81 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪১408709
  • সিকি-কে,

    ক) আপনার কম্পু-তে যদি D এর সাথে সাথে C কেও দেখতে না পাওয়া যায়, তবে বুঝতে হবে মাউন্ট হয়নি।

    খ) ntfs-3g একটা প্রোগ্রাম। হাতি ঘোড়া কিছু নয়। ইনস্টল্ড হয়েছে কিনা বোঝা খুব সহজ। একটা টার্মিনাল খুলে তাতে কমান্ড টা লিখুন। ইনস্টল না হয়ে থাকলে বলবে কমান্ড নট ফাউন্ড।

    এটা ইনস্টল করতে চাইলে ১) কমান্ড লাইন থেকে (অর্থাৎ একটি টার্মিনাল খুলে) sudo apt-get install ntfs-3g বা gnome-menu থেকে Add/Remove Software ব্যাবহার করে করতে পারেন।

    *sudo = s(uper) u(ser) do

    গ) $ টা কমান্ড প্রম্পটের চিহ্ন। বাকিটা কমান্ড। টার্মিনালে লিখতে হবে। sudo ইউজ করার দরকার নেই। বাকিটুকু দিলেই হবে। এটা মনে হয় DOS আমলের কমান্ড। উইন্ডোজেও চলবে।

    এবার এটার আউটপুট দেখুন। আউটপুটে দেবে ১) device ২) start sector ৩) end sector ৪) device id ৫) fs type

    আপনার দরকার হবে শুধু ১।

    ঘ) এবারে টার্মিনালে লিখুন more /etc/fstab (fstab =
    f(ile) s(ystem) tab(le)
    )। আউটপুটে
    আপনাকে দেবে চার খানা কলাম। ১) device 2) mount-point ৩)fs-type ৪) mount option। এখানে এখন যা লেখা আছে, সেটা system তৈরি করেছে। এখানে আপনাকে c drive-এর info ঢোকাতে হবে।

    এইক্ষেত্রে,
    ১ নম্বর টা আপনি এখন জানেন। ২ নম্বর আপনি তৈরি করবেন (mkdir -p /mnt/windows_vista) । ৩ নম্বরে এটা হবে ntfs-3g। ৪ নম্বরে অপশন গুলো থাকবে।
    (fmask, dmask এসব বাদ দিতে পারেন, locale setting en_US না দিলে অনেক সময় ঝামেলা করে )

    আমার আগের পোস্টের ঘ) দিয়ে যদি c কোনো ঝামেলা না করে মাউন্ট হয়, তাহলে কোনো এডিটরে /etc/fstab ঙ)র লাইন-টা আপনার সিস্টেমের মত করে বদলে জুড়ে দিন। পরের বার বুটিং-এর সময় c/mnt/windows_vista তে মাউন্ট হবে।

    এত কিছু করার নাও দরকার হতে পারে যদি উবুন্টু-তে কোনো sys-ad-এর জন্য gui থাকে। সুসে বা ম্যান্ড্রেকে আছে। সেখানে বুটিং অপশনের সেটিং -এ গিয়ে জাস্ট মাউন্ট পয়েন্ট টা লিখে দিতে হয়।
  • bitoshok | 75.72.245.81 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫৬408710
  • শ্যামল বাবু কি প্রস্তর যুগে *nix চালিয়েছেন? লিনাক্স ব্যাবহার শুরু করার সময় তিনটে কমান্ড শিখেছিলাম। ls, cd আর floppy mount-এর কমান্ড। man page দেখে আর system ঘেঁটেই তো লিনাক্স টা অল্প স্বল্প শিখলাম। গুগল দুরে থাক, bsnl-এর নেট-ই তখন ঠিকঠাক কাজ করত না।
  • omnath | 117.194.194.53 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৭408711
  • এই যা বলছ টলছ, বা বীতশোক যা বললে সেসব আমার মা কে বোঝাতে পারলে আমি লীনাক্স নামাবো কালকেই। :-)

    না: এই থ্রেডটা পড়লে বোঝা যায় কেন উইন্ডো এখনো ম্যাক্সিমাম লোকের প্রিয়।
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২১408712
  • হুঁ।
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩০408714
  • হ্যা হ্যা হ্যা হ্যা।

    হাড়ে হাড়ে টের পাওয়া এক্সপিরিয়েন্স থেকে বলছি- টেকনিকাল লোকজন এবং এন্ড-ইউজারের সম্পর্কের মধ্যে যে দুর্লঙ্ঘ্য দূরত্ব রয়েছে সে কদাপি মিলিয়ে যাবার নয়। ঐ "তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি" কেস- দুই পক্ষ থেকেই। এই নিয়েই যত বাওয়াল এবং আই টি কোম্পানির যত রোজগার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন